বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী জেনারেল ম্যানেজার অর্থ হিসাব অর্থ রাজস্ব

‘ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম’ - কে বলেছেন?

  • ক. মোতাহের হোসেন চৌধুরী
  • খ. রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
  • গ. প্রমথ চৌধুরী
  • ঘ. কাজী আব্দুল ওদুদ

উত্তরঃ মোতাহের হোসেন চৌধুরী

বিস্তারিত

‘পরশ্ব’ শব্দটির অর্থ কী?

  • ক. পরশু
  • খ. পরের ধন
  • গ. কোকিল
  • ঘ. পাশ্র্ববর্তী

উত্তরঃ পরশু

বিস্তারিত

কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী?

  • ক. স্মৃতি কথামালা
  • খ. আত্মচরিত
  • গ. আত্মকথা
  • ঘ. আমার কথা

উত্তরঃ আত্মচরিত

বিস্তারিত

‘আবোল-তাবোল’ কার লেখা?

  • ক. উপেন্দ্রকিশোর রায় চৌধুরী
  • খ. দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
  • গ. সুকুমার রায়
  • ঘ. সত্যজিৎ রায়

উত্তরঃ সুকুমার রায়

বিস্তারিত

She has - her hair a beautiful shade of brown.

  • ক. colored
  • খ. given
  • গ. dried
  • ঘ. dyed

উত্তরঃ dyed

বিস্তারিত

They suffered much - tornado had hit their village?

  • ক. until
  • খ. since
  • গ. as if
  • ঘ. let alone

উত্তরঃ since

বিস্তারিত

Time after twilight and before night -

  • ক. Evening
  • খ. Dawn
  • গ. Dusk
  • ঘ. Eclipse

উত্তরঃ Dusk

বিস্তারিত

They travelled to Saver -

  • ক. on foot
  • খ. by walking
  • গ. on their feet
  • ঘ. by foot

উত্তরঃ on foot

বিস্তারিত

Explain the meaning of 'Bring to pass' -

  • ক. Cause to destroy
  • খ. Cause to happen
  • গ. Cause to carry out
  • ঘ. Cause to convice

উত্তরঃ Cause to happen

বিস্তারিত

A formal composition or speech expressing high praise of somebody?

  • ক. elegy
  • খ. eulogy
  • গ. caricature
  • ঘ. exaggeration

উত্তরঃ eulogy

বিস্তারিত

Which of the following best describes the author's personal attitude toward rumor.

  • ক. Excited enthusiasm
  • খ. Morbid curiosity
  • গ. Acute indignation
  • ঘ. Philosophical interest

উত্তরঃ Philosophical interest

বিস্তারিত

Choose the correct sentence :

  • ক. All of it depend on you.
  • খ. All of are depending on you
  • গ. All of if depends on you
  • ঘ. All of it are depended on you.

উত্তরঃ All of if depends on you

বিস্তারিত

Who did write first English dictionary.

  • ক. Boswell
  • খ. Ben Johson
  • গ. Samuel Johson
  • ঘ. Milton

উত্তরঃ Samuel Johson

বিস্তারিত

৪০ সংখ্যাটি a হতে ১১ কম। গাণিতিক আকারে প্রকাশ করলে কি হবে?

  • ক. a+ ১১ = ৪০
  • খ. a + ৪০ = ১১
  • গ. a = ৪০ +১১
  • ঘ. a= ৪০ + ১

উত্তরঃ a = ৪০ +১১

বিস্তারিত

হালদা ভ্যালি কোথায় অবস্থিত?

  • ক. রাঙ্গামাটি
  • খ. খাগড়াছড়ি
  • গ. বান্দরবান
  • ঘ. সন্দ্বীপ

উত্তরঃ খাগড়াছড়ি

বিস্তারিত

‘ব্রেটন উডস ইসস্টিটিউট’ নিচের কোন কোন সংস্থাকে বোঝায়?

  • ক. আইএমএফ
  • খ. বিশ্বব্যাংক
  • গ. এডিবি
  • ঘ. আইডিবি

সঠিক উত্তরের জন্য বিস্তারিত দেখুন

বিস্তারিত

অন্ধদের জন্য লিখনরীতির উদ্ভাবন করেন -

  • ক. ব্রেইল
  • খ. কপার্নিকাস
  • গ. ডেভিটবোর
  • ঘ. টমাস আলভা এডিসন

উত্তরঃ ব্রেইল

বিস্তারিত

কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে?

  • ক. মার্কিন যুক্তরাষ্ট্র
  • খ. নিইজিল্যান্ড
  • গ. বাহামা
  • ঘ. সুইজারল্যান্ড

উত্তরঃ নিইজিল্যান্ড

বিস্তারিত

হোয়াংহো নদীর উৎপত্তি স্থল কোথায়?

  • ক. হিমালয়
  • খ. কুয়েনলুন পর্বত
  • গ. ব্ল্যাক ফরেস্ট
  • ঘ. আল্পস

উত্তরঃ কুয়েনলুন পর্বত

বিস্তারিত

গ্রিন হাউস ইফেক্টের জন্য বাংলাদেশে কোন ধরনের ক্ষতি হতে পারে?

  • ক. নিম্নভূমি নিমজ্জিত হবে
  • খ. ক্রমশ উত্তাপ বেড়ে যাবে
  • গ. বৃষ্টিপাত কমে যাবে
  • ঘ. বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে

উত্তরঃ নিম্নভূমি নিমজ্জিত হবে

বিস্তারিত

ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সত্য নয় সেটি হলো -

  • ক. চিনি জাতীয় খাবার বেশি খেলে এ রোগ হয়
  • খ. এই রোগ হলে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায়
  • গ. এই রোগ মানবদেহের কিডনি বিনষ্ট করে
  • ঘ. ইনসুলিন নামক একটি হরমোনের অভাবে এই রোগ হয়

উত্তরঃ চিনি জাতীয় খাবার বেশি খেলে এ রোগ হয়

বিস্তারিত

‘উইঘর’ হলো -

  • ক. চীনের একটি খাবারের নাম
  • খ. চীনের একটি শহরের নাম
  • গ. চীনের একটি ধর্মীয় স্থানের নাম
  • ঘ. চীনের একটি সম্প্রদায়ের নাম

উত্তরঃ চীনের একটি সম্প্রদায়ের নাম

বিস্তারিত

‘আলোকিত মানুষ চাই’ এটি কোন প্রতিষ্ঠানের স্লোগান?

  • ক. জাতীয় গ্রন্থকেন্দ্র
  • খ. বিশ্বসাহিত্য কেন্দ্র
  • গ. সুশাসনের জন্য নাগরিক
  • ঘ. পাবলিক লাইব্রেরী

উত্তরঃ বিশ্বসাহিত্য কেন্দ্র

বিস্তারিত

কোনটি পানিতে দ্রবীভূত হয় না?

  • ক. গ্লিসারিন
  • খ. ফিটকিরি
  • গ. সোডিয়াম ক্লোরাইড
  • ঘ. ক্যালসিয়াম কার্বনেট

উত্তরঃ ক্যালসিয়াম কার্বনেট

বিস্তারিত

বৈদ্যুতিক মিটারে এক ইউনিট বিদ্যুৎ খরচ বলতে বুঝায় -

  • ক. এক কিলোওয়াট-ঘণ্টা
  • খ. এক ওয়াট -ঘণ্টা
  • গ. এক-কিলোওয়াট
  • ঘ. এক ওয়াট

উত্তরঃ এক কিলোওয়াট-ঘণ্টা

বিস্তারিত

প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয়, কারণ -

  • ক. রান্নার জন্য শুধু তাপ নয় চাপও কাজে লাগে
  • খ. বন্ধ পাত্রে তাপ সংরক্ষিত হয়
  • গ. উচ্চচাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায়
  • ঘ. সঞ্চিত বাষ্পের তাপ রান্নার সহায়ক

উত্তরঃ উচ্চচাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায়

বিস্তারিত

চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায় কেন?

  • ক. বায়ুমণ্ডলীয় প্রতিসরণে
  • খ. আলোর বিচ্ছুরণে
  • গ. অপবর্তনে
  • ঘ. দৃষ্টিভ্রমে

উত্তরঃ বায়ুমণ্ডলীয় প্রতিসরণে

বিস্তারিত

হারারে’র পূর্ব নাম কি?

  • ক. সলসবেরি
  • খ. রোডেসিয়া
  • গ. জিবুতি
  • ঘ. জায়ারে

উত্তরঃ সলসবেরি

বিস্তারিত

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে নারী-পুরুষের অনুপাত -

  • ক. ১০০ : ১০৬
  • খ. ১০০ : ১০০.৬
  • গ. ১০০ : ১০০.৩
  • ঘ. ১০০ : ১০০০

উত্তরঃ ১০০ : ১০০.৩

বিস্তারিত

ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত?

  • ক. ঢাকায়
  • খ. খুলনায়
  • গ. নারায়ণগঞ্জ
  • ঘ. চাঁদপুরে

উত্তরঃ চাঁদপুরে

বিস্তারিত

এনড্রয়েড অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?

  • ক. এটির নির্মাতা গুগল
  • খ. এটি লিনাক্স কার্নেল নির্ভর
  • গ. এটি প্রধানত টাচস্ক্রিন মোবাইলের জন্য তৈরি
  • ঘ. উপরের সবগুলো সঠিক

উত্তরঃ উপরের সবগুলো সঠিক

বিস্তারিত

বাংলাদেশের ২১ তম রাষ্ট্রপতির নির্বাচন কবে অনুষ্ঠিত হবে?

  • ক. ৫ ফেব্রুয়ারি
  • খ. ১৮ ফেব্রুয়ারি
  • গ. ২৩ ফেব্রুয়ারি
  • ঘ. ২৮ ফেব্রুয়ারি

উত্তরঃ ১৮ ফেব্রুয়ারি

বিস্তারিত

বাংলাদেশে ২৭তম গ্যাস ক্ষেত্র কোথায় আবিষ্কৃত হয়েছে?

  • ক. ভোলায়
  • খ. বড় পুকুড়িয়ায়
  • গ. বিয়ানীবাজারে
  • ঘ. কুমিল্লায়

উত্তরঃ ভোলায়

বিস্তারিত

‘ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত’ - উক্তিটি কার?

  • ক. জীবনানন্দ দাশ
  • খ. কামিনী রায়
  • গ. কাজী নজরুল ইসলাম
  • ঘ. সুভাষ মুখোপাধ্যায়

উত্তরঃ সুভাষ মুখোপাধ্যায়

বিস্তারিত

‘মৈনাক’ কার ছদ্ম নাম?

  • ক. শামসুর রাহমান
  • খ. জসীমউদদীন
  • গ. আঃ কাদির
  • ঘ. সুফিয়া কামাল

উত্তরঃ শামসুর রাহমান

বিস্তারিত

তাপ ইঞ্জিনের কাজ (Heat Engine)

  • ক. যান্ত্রিকশক্তিতে রূপান্তর
  • খ. তাপশক্তিকে যান্ত্রিকশক্তিতে রূপান্তর
  • গ. বিদ্যুৎশক্তিকে যান্ত্রিকশক্তিতে রূপান্তর
  • ঘ. তাপশক্তিকে বিদ্যুৎশক্তিতে রূপান্তর

উত্তরঃ তাপশক্তিকে যান্ত্রিকশক্তিতে রূপান্তর

বিস্তারিত

The phrase 'Achilles heel' means :

  • ক. A strong point
  • খ. A weak point
  • গ. A permanent solution
  • ঘ. A serious idea

উত্তরঃ A weak point

বিস্তারিত

BROCHURE means -

  • ক. Opening
  • খ. Pamphlet
  • গ. Bureau
  • ঘ. Censor

উত্তরঃ Pamphlet

বিস্তারিত

'To get along with' means -

  • ক. to adjust
  • খ. to accompany
  • গ. to interst
  • ঘ. to walk

উত্তরঃ to adjust

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics