পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সাইফার কর্মকর্তা
- ক. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারা
- খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- গ. রামরাম বসু
- ঘ. রাজীবলোচন মুখোপাধ্যায়
উত্তরঃ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারা
বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ -
- ক. নারীর মূল্য
- খ. রায়তের কথা
- গ. তেল নুন লাকড়ী
- ঘ. বীরবলের হালখাতা
উত্তরঃ বীরবলের হালখাতা
- ক. কালিপ্রসন্ন সিংহ
- খ. রাজশেখর বসু
- গ. সমরেশ বসু
- ঘ. বিমল ঘোষ
উত্তরঃ রাজশেখর বসু
বাংলা কাব্যে ‘ভোরের পাখি ‘ বলা হয় -
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. কায়কোবাদ
- গ. বিহারীলাল চক্রবর্তী
- ঘ. মোহিতলাল মজুমদার
উত্তরঃ বিহারীলাল চক্রবর্তী
‘তত্ত্ববোধিনী’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
- ক. রাজা রামমোহন রায়
- খ. প্রমথ চৌধুরী
- গ. অক্ষয়কুমার দত্ত
- ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তরঃ অক্ষয়কুমার দত্ত
- ক. মানসী
- খ. মাটির কান্না
- গ. এক পয়সার বাঁশি
- ঘ. রাখালী
উত্তরঃ মানসী
কোন কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার লাভ করেন?
- ক. সোনারতরী
- খ. বলাকা
- গ. গীতালি
- ঘ. গীতাঞ্জলি
উত্তরঃ গীতাঞ্জলি
বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি?
- ক. দুর্গেশনন্দিনী
- খ. চোখের বালি
- গ. পথের দাবী
- ঘ. আলালের ঘরের দুলাল
উত্তরঃ দুর্গেশনন্দিনী
ণত্ব ও ষত্ব বিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
- ক. ধ্বনিতত্ত্ব
- খ. শব্দতত্ত্ব
- গ. বাক্যতত্ত্ব
- ঘ. অর্থতত্ত্ব
উত্তরঃ ধ্বনিতত্ত্ব
‘মনীসা’ শব্দের সন্ধি বিচ্ছেদ হলো -
- ক. মন + ঈষা
- খ. মন + ইসা
- গ. মনস + ঈসা
- ঘ. মনস + ইসা
সঠিক উত্তরের জন্য বিস্তারিত দেখুন
‘দোসরা’ তারিখ জ্ঞাপক সংখ্যাটি কোন ভাষা থেকে এসেছে?
- ক. আরবি
- খ. ফারসি
- গ. উর্দু
- ঘ. হিন্দি
উত্তরঃ হিন্দি
‘নিদাখ’ শব্দে ‘নি’ উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
- ক. বিশেষ
- খ. নিশ্চয়
- গ. আতিশষ্য
- ঘ. সম্যক
উত্তরঃ আতিশষ্য
- ক. interpreter
- খ. worker
- গ. matyr
- ঘ. patriot
সঠিক উত্তরের জন্য বিস্তারিত দেখুন
- ক. Let Ruma and I go.
- খ. Let Ruma and mine go.
- গ. Let Ruma and me go.
- ঘ. Let Ruma and myself go.
উত্তরঃ Let Ruma and me go.
In which sentence 'that' us used as a conjunction?
- ক. That is what I want.
- খ. What is that noise?
- গ. The evil that men do remains after them
- ঘ. He works hard that he may succeed.
উত্তরঃ He works hard that he may succeed.
- ক. Obligatory
- খ. Secret
- গ. Decipher
- ঘ. Wise
উত্তরঃ Obligatory
- ক. Demostrative pronoun
- খ. Relative pronoun
- গ. Reflexive pronoun
- ঘ. Indefinite pronoun
উত্তরঃ Relative pronoun
The meaning of the word 'coherent' is -
- ক. clumsy
- খ. dislike
- গ. common
- ঘ. consistent
উত্তরঃ consistent
- ক. He is not intelligent but also he is creative
- খ. He is not only intelligent but also creative
- গ. Not only he is intelligent but also creative
- ঘ. He is not only intelligent but creative also
উত্তরঃ He is not only intelligent but also creative
Find out the noun from the following -
- ক. wonderful
- খ. wonderfully
- গ. wondering
- ঘ. wonder
উত্তরঃ wonder
What is the meaning of 'White Elephant'?
- ক. An elephant of white colour
- খ. A very costly and troublesome possession
- গ. A black marketer
- ঘ. A hoarder
উত্তরঃ A very costly and troublesome possession
- ক. because of
- খ. because
- গ. in spite of
- ঘ. despite
উত্তরঃ because of
Every one - Ruma wants milk in the tea.
- ক. except
- খ. ceceptance
- গ. excepting
- ঘ. exception
উত্তরঃ except
Now a days many villages are lit - electricity. Which is the correct preposition in the above blank?
- ক. with
- খ. by
- গ. from
- ঘ. on
উত্তরঃ by
The word 'discrimination' is closest to -
- ক. decision
- খ. preferences
- গ. disinctions
- ঘ. impressions
উত্তরঃ decision
'Paediatric' is realted to the treatment of -
- ক. adults
- খ. children
- গ. old people
- ঘ. women
উত্তরঃ children
- ক. ২৩০০০ টাকা
- খ. ২৪০০০.২০ টাকা
- গ. ২৩৭৯৩.১০ টাকা
- ঘ. ২৪৯১২ টাকা
উত্তরঃ ২৩৭৯৩.১০ টাকা
a + c > b হলে নিচের কোনটি সত্য?
- ক. a > b - c
- খ. a < b - c
- গ. a > b + c
- ঘ. a < b + c
উত্তরঃ a > b - c
একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দেড়গুণ। এর ক্ষেত্রফল ২১৬ বর্গমিটার হলে, তার পরিসীমা কত?
- ক. ৩০ মিটার
- খ. ৬০ মিটার
- গ. ৪০ মিটার
- ঘ. ৫০ মিটার
উত্তরঃ ৬০ মিটার
ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য মিটারে দেওয়া হলো। কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভম নয়?
- ক. ৬, ৭ ও ১১
- খ. ৩, ৮ ও ৮
- গ. ১৪, ১২ ও ২৮
- ঘ. ২০, ৮ ও ১৩
উত্তরঃ ১৪, ১২ ও ২৮
শতকরা বার্ষিক ৫ টাকা হার সুদে ৭২০ টাকার ২ বছর ৪ মাসের সুদ কত হবে?
- ক. ৮৩ টাকা
- খ. ৮৪ টাকা
- গ. ৮২ টাকা
- ঘ. ৯০ টাকা
উত্তরঃ ৮৪ টাকা
টাকায় ৩টি করে আম ক্রয় করে, টাকায় ২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
- ক. ৫০%
- খ. ৩৩%
- গ. ৩০%
- ঘ. ৩১%
উত্তরঃ ৫০%
loga + loga2 + loga3 + ..... ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি কত?
- ক. 28 loga
- খ. 56 loga
- গ. 7 loga
- ঘ. 8 loga
উত্তরঃ 28 loga
- ক. ৩ সেমি
- খ. ৪ সেমি
- গ. ২ সেমি
- ঘ. ৫ সেমি
উত্তরঃ ৩ সেমি
দেহের প্রতিরক্ষণ ও আত্মরক্ষায় সাহায্য করে -
- ক. রক্তরস
- খ. শ্বেতকণিকা
- গ. অণুচক্রিকা
- ঘ. লোহিত কণিকা
উত্তরঃ শ্বেতকণিকা
স্কার্ভি রোগের প্রতিষেধক কোন ভিটামিন?
- ক. ভিটামিন - E
- খ. ভিটামিন - K
- গ. ভিটামিন -B
- ঘ. ভিটামিন - C
উত্তরঃ ভিটামিন - C
প্রথম প্রজন্মের কম্পিউটার কোনটি?
- ক. UNIVAC - 1
- খ. IBM - 705
- গ. IBM - 650
- ঘ. IBM - 702
উত্তরঃ UNIVAC - 1
- ক. রেকর্ডিং যন্ত্র
- খ. বাদক যন্ত্র
- গ. অনুবাদক যন্ত্র
- ঘ. অনুবাদক যন্ত্র
উত্তরঃ অনুবাদক যন্ত্র
প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান নিচের কোনটি?
- ক. N2 গ্যাস
- খ. H2 গ্যাস
- গ. CH4 গ্যাস
- ঘ. CH3 গ্যাস
উত্তরঃ CH4 গ্যাস
‘বাংলাদেশ ও বঙ্গবন্ধু’ গ্রন্থটির লেখক কে?
- ক. মোনায়েম সরকার
- খ. এম. আর আখতার মুকুল
- গ. শওকত ওসমান
- ঘ. উপরের কেউ নন
উত্তরঃ মোনায়েম সরকার
পাটের জিন বিন্যাস কে আবিষ্কার করেন?
- ক. ড. হুমায়ুন আহমেদ
- খ. ড. রবার্ট গোল্ডস্মিথ
- গ. ড. মুহাম্মদ জাফর ইকবাল
- ঘ. ড. মাকসুদুল আলম
উত্তরঃ ড. মাকসুদুল আলম
- ক. জসীমউদদীন
- খ. কাজী নজরুল ইসলাম
- গ. বেগম সুফিয়া কামাল
- ঘ. বেগম রোকেয়া
উত্তরঃ বেগম রোকেয়া
বাংলাদেশে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হচ্ছে?
- ক. পাবনা
- খ. বগুড়া
- গ. কুষ্টিয়া
- ঘ. রাজশাহী
উত্তরঃ পাবনা
বাংলাদেশে কোথায় প্রথম প্রথম তেলক্ষেত্র আবিষ্কৃত হয়?
- ক. কৈলাসঢিলা
- খ. ফেঞ্চুগঞ্জ
- গ. হরিপুর
- ঘ. বাখরাবাদ
উত্তরঃ হরিপুর
সিকিমের পর্বত থেকে বাংলাদেশের কোন নদীর উৎপত্তি হয়েছে?
- ক. মনু
- খ. ব্রহ্মপুত্র
- গ. করতোয়া
- ঘ. সুরমা
উত্তরঃ করতোয়া
স্বর্ণ উৎপাদনের বিশ্বে শীর্ষস্থানীয় দেশ কোনটি?
- ক. চীন
- খ. শ্রীলংকা
- গ. ব্রাজিল
- ঘ. দক্ষিণ আফ্রিকা
উত্তরঃ চীন
২০১৯ সালে বিশ্বকাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হবে?
- ক. ভারত
- খ. ইংল্যান্ড
- গ. শ্রীলংকা
- ঘ. অস্ট্রেলিয়া
উত্তরঃ ইংল্যান্ড
হরপ্পা ও মহেঞ্জোদারোতে প্রাপ্ত সভ্যতা ইতিহাসে কোন সভ্যতা হিসাবে পরিচিত?
- ক. ক্যালডীয় সভ্যতা
- খ. অ্যাসিরীয় সভ্যতা
- গ. সিন্ধু সভ্যতা
- ঘ. ইনকা সভ্যতা
উত্তরঃ সিন্ধু সভ্যতা
পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক লোক কোন ভাষায় কথা বলে?
- ক. ইংরেজি
- খ. স্প্যানিশ
- গ. ম্যান্ডারিন
- ঘ. আরবি
উত্তরঃ ম্যান্ডারিন
টমাস আলভা এডিসন আবিষ্কার করেন -
- ক. বৈদ্যুতিক বাতি
- খ. ফনোগ্রাফ
- গ. সিনেমা প্রজেক্টর
- ঘ. উপরের সবকটি
উত্তরঃ উপরের সবকটি
আফ্রিকাকে স্পেন থেকে আলাদা করেছে -
- ক. মালাক্কা প্রণালী
- খ. ফ্লোরিডা প্রণালী
- গ. জিব্রাল্টার প্রণালী
- ঘ. লোহিত সাগর
উত্তরঃ জিব্রাল্টার প্রণালী
Who is the famous satirist in English literature?
- ক. Alexander Pope
- খ. William Wordsworth
- গ. Shakespeare
- ঘ. Jonathan Swift
উত্তরঃ Jonathan Swift
একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল ১ হেক্টর হলে বাগানটির পরিসীমা কত?
- ক. ৫০০ মিটার
- খ. ৪০০ মিটার
- গ. ৩০০ মিটার
- ঘ. ২০০ মিটার
উত্তরঃ ৪০০ মিটার