১৩তম বিজেএস সহকারী জজ প্রাথমিক পরীক্ষা
কোন পদ্ধতি ব্যবহার করে স্মার্টফোন ও কম্পিউটারে একই সাথে ইন্টারনেট সংযোগ দেওয়া যায়?
- ক. Bluetooth
- খ. Wi-Fi
- গ. WAN
- ঘ. LAN
উত্তরঃ Wi-Fi
আলোক রশ্মির এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য এক স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে দিক পরিবর্তন করাকে কী বলে?
- ক. আলোর প্রতিফলন
- খ. আলোর প্রতিসরণ
- গ. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
- ঘ. সংকট কোণ
উত্তরঃ আলোর প্রতিসরণ
চোখের কোনটি মস্তিস্কে দর্শনের অনুভূতি জাগায়?
- ক. চোখের মণি
- খ. আইরিশ
- গ. রেটিনা
- ঘ. কর্নিয়া
উত্তরঃ রেটিনা
মানুষের হৃৎপিণ্ডের বৈদ্যুতিক এবং পেশিজনিত কাজকর্মগুলো পর্যবেক্ষণ ব্যবহৃত হয় কোনটি?
- ক. এক্স-রে
- খ. ইসিজি
- গ. ইটিটি
- ঘ. সিটি স্ক্যান
উত্তরঃ ইসিজি
মানবদেহে ক্যান্সারের মূল কারণ কোনটি?
- ক. কোষ বিভাজন
- খ. অনিয়ন্ত্রিত কোষ বিভাজন
- গ. ভাইরাসের আক্রমণ
- ঘ. নির্দিষ্ট কেমিক্যাল গ্রহণ
উত্তরঃ অনিয়ন্ত্রিত কোষ বিভাজন
বাংলাদেশের সংবিধানের ৩৬ অনুচ্ছেদে কোন মৌলিক অধিকারের কথা বলা হয়েছে?
- ক. চলাফেরার স্বাধীনতা
- খ. সমাবেশের স্বাধীনতা
- গ. সংগঠনের স্বাধীনতা
- ঘ. চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক-স্বাধীনতা
উত্তরঃ চলাফেরার স্বাধীনতা
বাংলাদেশের সংবিধানের ৭৫ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদে সিদ্ধান্ত গৃহীত হয় -
- ক. এক-তৃতীয়াংশ সদস্যের ভোটে
- খ. দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটে
- গ. উপস্থিত ও ভোট দানকারী সদস্যের সংখ্যাগরিষ্ঠ ভোটে
- ঘ. মোট সদস্যের সংখ্যাগরিষ্ঠ ভোটে
উত্তরঃ উপস্থিত ও ভোট দানকারী সদস্যের সংখ্যাগরিষ্ঠ ভোটে
- ক. ১০৩
- খ. ১০৪
- গ. ১০৫
- ঘ. ১০৬
উত্তরঃ ১০৫
কোনো চুক্তি, আইন বা প্রথার অবর্তমানে কৃষির উদ্দেশ্যে প্রদত্ত স্থাবর সম্পত্তির ইজারায় মেয়াদ কত?
- ক. ৬ মাস
- খ. ইজারা গ্রহীতার ইচ্ছামাফিক
- গ. ১ বছর
- ঘ. ইজারা দাতার ইচ্ছামাফিক
উত্তরঃ ১ বছর
The Transfer of Property Act, 1882 এর কত ধারায় ‘চু্ক্তির আংশিক সম্পাদন নীতি’ বর্ণিত হয়েছে?
- ক. 53
- খ. 53A
- গ. 53B
- ঘ. 53C
উত্তরঃ 53A
- ক. বিভাগীয় কমিশনার
- খ. ভূমি আপিল বোর্ড
- গ. মহাপরিচালক, নিবন্ধন অধিদপ্তর
- ঘ. দেওয়ানি আদালত
উত্তরঃ দেওয়ানি আদালত
The Contract Act, 1872 এর বিধানমতে কোন শব্দটি জিম্মা (bailment) এর আবশ্যকীয় উপাদান নয়?
- ক. চুক্তি থাকতে হবে
- খ. বিষয়বস্তু অর্পণ বা হস্তান্তর করতে হবে
- গ. স্থাবর সম্পত্তি হতে হবে
- ঘ. বিশেষ উদ্দেশ্যে জিম্মা প্রদান করতে হবে
উত্তরঃ স্থাবর সম্পত্তি হতে হবে
- ক. ৩০ দিন
- খ. ৩ মাস
- গ. ৬ মাস
- ঘ. ১ বছর
উত্তরঃ ৬ মাস
The State Acquisition and Tenancy Act, 1950 অনুযায়ী ‘কৃষি বর্ষ’ এর প্রথম তারিখ কোনটি?
- ক. ১ বৈশাখ
- খ. ১ অগ্রহায়ণ
- গ. ১ ফাল্গুন
- ঘ. ১ চৈত্র
উত্তরঃ ১ বৈশাখ
- ক. ৫
- খ. ৭
- গ. ৯
- ঘ. ১২
উত্তরঃ ৭
‘কেবল তোমার জন্যই আমার এ দুর্ভোগ’। এ বাক্যে ‘কেবল’ হচ্ছে
- ক. উপসর্গ
- খ. অনুসর্গ
- গ. ধাতু
- ঘ. প্রকৃতি
উত্তরঃ অনুসর্গ
- ক. বাংলা কৃৎ প্রত্যয়
- খ. বাংলা তদ্ধিত প্রত্যয়
- গ. সংস্কৃত কৃৎ প্রত্যয়
- ঘ. বিদেশি তদ্ধিত প্রত্যয়
উত্তরঃ বিদেশি তদ্ধিত প্রত্যয়
কবি সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস কোথায়?
- ক. ঢাকা
- খ. গোপালগঞ্জ
- গ. মুন্সিগঞ্জ
- ঘ. নারায়নগঞ্জ
উত্তরঃ গোপালগঞ্জ
‘অদ্ভুত আধার এক বসেছে এ পৃথিবীতে আজ’ চরণটির কবি -
- ক. জীবনানন্দ দাশ
- খ. সুভাষ মুখোপাধ্যায়
- গ. ফররুফ আহমদ
- ঘ. আহসান হাবীব
উত্তরঃ জীবনানন্দ দাশ
ঊনসত্তরের গণ-অভ্যুত্থান অবলম্বনে রচিত উপন্যাস -
- ক. বং থেকে বাংলা
- খ. চাঁদের অমাবস্যা
- গ. কাঁটাতারে প্রজাপতি
- ঘ. চিলেকোঠাই সেপাই
উত্তরঃ চিলেকোঠাই সেপাই
‘বিচারপতি তোমার বিচার করবে যারা’। গানটির গীতিকার কে?
- ক. সলিল চৌধুরী
- খ. গাজী মাজহারুল আনোয়ার
- গ. গৌরি প্রসন্ন মজুমদার
- ঘ. নজরুল ইসলাম বাবু
উত্তরঃ সলিল চৌধুরী
কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলাম কারাবরণ করেন?
- ক. আনন্দময়ীর আগমনে
- খ. নারী
- গ. প্রলয়োল্লাস
- ঘ. বিদ্রোহী
উত্তরঃ আনন্দময়ীর আগমনে
‘বঙ্গদর্শন’ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন -
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. প্রমথ চৌধুরী
- গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- ঘ. দীনবন্ধু মিত্র
উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
অর্থনৈতিক সমীক্ষা ২০১৯ অনুযায়ী বাংলাদেশে মাথাপিছু জিডিপি’র পরিমাণ (মার্কিন ডলার) -
- ক. ১৯৩৯
- খ. ২০০৯
- গ. ১৮২৭
- ঘ. ১৯২৭
উত্তরঃ ১৮২৭
বাংলাদেশে তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম কী?
- ক. বিকন
- খ. ব্র্যাক অন্বেষা
- গ. নোয়া-১৮
- ঘ. বঙ্গবন্ধু-১
উত্তরঃ ব্র্যাক অন্বেষা
বিশ্বব্যাংক বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে ঘোষণা করেছে -
- ক. ১ জুুন ২০১৫
- খ. ১ জুুলাই ২০১৫
- গ. ১ জুুন ২০১৬
- ঘ. ১ জুুলাই ২০১৬
উত্তরঃ ১ জুুলাই ২০১৫
জাপান ও রাশিয়ার বিরোধপূর্ণ দ্বীপটির নাম কী?
- ক. মার্শাল দ্বীপপুঞ্জ
- খ. দিয়াগো গার্সিয়া
- গ. কুড়িল দ্বীপপুঞ্জ
- ঘ. গ্রেট বেরিয়ার রীফ
উত্তরঃ কুড়িল দ্বীপপুঞ্জ
Persona-non-grata কোন শ্রেণির ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য?
- ক. রাজনীতিবিদ
- খ. ক্রীড়াবিদ
- গ. ব্যবসায়ী
- ঘ. কূটনীতিক
উত্তরঃ কূটনীতিক
২০১৯ সালে শান্তিতে নোবেল বিজয়ী -
- ক. নাদিয়া মুরাদ
- খ. অভিজিৎ ব্যানার্জি
- গ. আবি আহমেদ আলী
- ঘ. কাজুও ইশিগুরো
উত্তরঃ আবি আহমেদ আলী
'The Code of Criminal Procedure, 1898 এর ১৪৫ ধারার ক্ষমতা কোন ক্ষেত্রে প্রয়োগ করা যায়?
- ক. গণ-উৎপাত
- খ. রাজনৈতিক অসন্তোষ
- গ. পাবলিক পরীক্ষা কেন্দ্রে শৃঙ্খলা রক্ষা
- ঘ. ভূমি বিরোধজনিত শান্তি ভঙ্গের আশঙ্কারোধ
উত্তরঃ ভূমি বিরোধজনিত শান্তি ভঙ্গের আশঙ্কারোধ
ফৌজদারি মামলার কোন পর্যায়ে আসামি ‘হিসচার্জের’ আবেদন করতে পারেন?
- ক. অপরাধ আমলে নেওয়ার সময়
- খ. চার্জ গঠনের সময়
- গ. চার্জ গঠনের পরে
- ঘ. সাক্ষ্য গ্রহণ শেষে আসামি পরীক্ষাকালে
উত্তরঃ চার্জ গঠনের সময়
- ক. ১৯০
- খ. ২০০
- গ. ২০১
- ঘ. ২০১
উত্তরঃ ২০০
- ক. ৫ বছর কারাদণ্ড
- খ. ৭ বছর কারাদণ্ড তদুপরি অর্থদণ্ড
- গ. ১৪ বছর কারাদণ্ড তদুপরি অর্থদণ্ড
- ঘ. যাবজ্জীবন কারাদণ্ড
উত্তরঃ ৭ বছর কারাদণ্ড তদুপরি অর্থদণ্ড
The Penal Code, 1860 এর কোন ধারায় প্রতারণার সংজ্ঞা দেওয়া হয়েছে?
- ক. ৪২০
- খ. ৪১৫
- গ. ৪০৬
- ঘ. ৪০৫
উত্তরঃ ৪১৫
The Code of Criminal Procedure, 1898 এ নিম্নোক্ত কোন শব্দটির প্রয়োগ নেই?
- ক. Inquiry
- খ. Investigation
- গ. Re-Investigation
- ঘ. Further Investigation
উত্তরঃ Re-Investigation
জি. আর. মামলায় খালাসের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল না করলে সংবাদদাতার প্রতিকার হচ্ছে -
- ক. আপিল
- খ. রিভিউ
- গ. রিভিশন
- ঘ. রেফারেন্স
উত্তরঃ রিভিশন
চুরি করতে গিয়ে আসামি স্বেচ্ছায় আঘাত করলে অপরাধটি হবে -
- ক. চুরি
- খ. ডাকাতি
- গ. দস্যুতা
- ঘ. বলপূর্বক আদায়
উত্তরঃ দস্যুতা
- ক. ১৩১
- খ. ১৩২
- গ. ১৩৩
- ঘ. ১৩৪
উত্তরঃ ১৩৩
Who says, 'If there were no bad people, there would be no good lawyers'?
- ক. Benjamin Franklin
- খ. Charles Dickens
- গ. Theodore Roosevelt
- ঘ. Stephen Breyer
উত্তরঃ Charles Dickens
The phrasal verb 'write off' means -
- ক. ending a letter
- খ. cancelling a debt
- গ. reducing rates
- ঘ. ending of writing
উত্তরঃ cancelling a debt
'Known secter' is an example of -
- ক. open secret
- খ. oxymoron
- গ. romanticim
- ঘ. nazism
উত্তরঃ oxymoron
It is time to go home. Here 'home' is a/an -
- ক. noun
- খ. adverb
- গ. adjective
- ঘ. pronoun
উত্তরঃ adverb
Working in the morning is good for health. Here 'working' is a/an -
- ক. pronoun
- খ. present participle
- গ. gerund
- ঘ. Adjective
উত্তরঃ gerund
What does thsi Latin Expression 'i.e.' stand for?
- ক. ideal energy
- খ. inner edge
- গ. id sest
- ঘ. it east
উত্তরঃ id sest
I was debarred from - examination.
- ক. taking
- খ. appearing
- গ. sitting
- ঘ. giving
সঠিক উত্তরের জন্য বিস্তারিত দেখুন
'Animal Farm' was written by -
- ক. George Eliot
- খ. George Orwell
- গ. Ernest Hemingway
- ঘ. Thomas Hardy
উত্তরঃ George Orwell
Who said. 'A thing of beauty is a joy forever'?
- ক. John Keats
- খ. P. B. Shelley
- গ. Robert Frost
- ঘ. Auden
উত্তরঃ John Keats
'Justice must not only be done, it must be seen to be belived' - who said this?
- ক. Martin Luther King
- খ. Seamus Heancy
- গ. J. B. Morton
- ঘ. James Mathew
উত্তরঃ J. B. Morton
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইবুনালের বিচারক হবেন -
- ক. প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট
- খ. যুগ্ম দায়রা জজ
- গ. চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
- ঘ. অতিরিক্ত দায়রা জজ
উত্তরঃ অতিরিক্ত দায়রা জজ
- ক. দায়রা আদালত
- খ. সিনিয়র স্পেশাল ট্রাইবুনাল
- গ. হাইকোর্ট বিভাগে
- ঘ. বিভাগীয় স্পেশাল জজ আদালত
উত্তরঃ হাইকোর্ট বিভাগে
‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ কত তারিখে?
- ক. ২৬ জানুয়ারি
- খ. ২৮ এপ্রিল
- গ. ২৭ আগষ্ট
- ঘ. ২২ সেপ্টেম্বর
উত্তরঃ ২৮ এপ্রিল
শিশু আদালত কর্তৃক প্রদত্ত রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করা যায় -
- ক. দায়লা জজ আদালতে
- খ. চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে
- গ. হাইকোর্ট বিভাগে
- ঘ. নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল
উত্তরঃ হাইকোর্ট বিভাগে
দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এ বর্ণিত অপরাধ সমূহের বিচার করেন -
- ক. দায়রা জজ
- খ. চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
- গ. স্পেশাল জজ
- ঘ. মহানগর দায়রা জজ
উত্তরঃ স্পেশাল জজ
আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধের দণ্ড -
- ক. ৭ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড।
- খ. ২ থেকে ৫ বছর পর্যন্ত কারাদণ্ড ও অর্থদণ্ড
- গ. ২ থেকে ৭ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং ক্ষতিপূরণ
- ঘ. ২ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড
উত্তরঃ ২ থেকে ৫ বছর পর্যন্ত কারাদণ্ড ও অর্থদণ্ড
- ক. ২৯
- খ. ৩০
- গ. ৩১
- ঘ. ৩২
উত্তরঃ ৩০
- ক. ৫ বছর
- খ. ১০ বছর
- গ. ২০ বছর
- ঘ. যাবজ্জীবন
উত্তরঃ ১০ বছর
আকস্মিকভাবে কোনো কঠিন বিপদে পড়লে আপনি কী করবেন?
- ক. কোনোমতেই প্রকাশ করবেন না
- খ. বিপদ এড়িয়ে চলবেন
- গ. বন্ধু বান্ধবদের সতায়তায় উদ্ধার পাওয়ার চেষ্টা করেবেন
- ঘ. ধীরস্থিরভাবে সিদ্ধান্ত নিয়ে নিজেই বিপদ জয় করার চেষ্টা করবেন
উত্তরঃ ধীরস্থিরভাবে সিদ্ধান্ত নিয়ে নিজেই বিপদ জয় করার চেষ্টা করবেন
- ক. বৈধ
- খ. অবৈধ
- গ. অনিয়মিত
- ঘ. কোনোটিই নয়
উত্তরঃ অবৈধ
'Factum volet' নীতি পরিশুদ্ধ করে -
- ক. নির্দেশসূচক বিধান অমান্যকরণ
- খ. মৌলিক নীতি অমান্যকরণ
- গ. লেনদেনের উপাদান অমান্যকরণ
- ঘ. উপরের সবগুলো
উত্তরঃ নির্দেশসূচক বিধান অমান্যকরণ
একজন মুসলিম ১৯৬৯ সনে এক কন্যা ও এক মৃত ছেলের কন্যাকে রেখে মারা যান। কন্যার অংশ -
- ক. ১/৩
- খ. ১/২
- গ. ২/৫
- ঘ. ২/৪
উত্তরঃ ১/৩
সালিশি কাউন্সিল দ্বিতীয় বিয়ের অনুমতি দিলে প্রথম স্ত্রীর প্রতিকার -
- ক. পারিবারিক আদালতে আপিল করা
- খ. পারিবারিক আদালতে পিটিশন করা
- গ. সহকারী জজের নিকট আপিল করা
- ঘ. সহকারী জজের নিকট রিভিশন করা
উত্তরঃ সহকারী জজের নিকট রিভিশন করা
- ক. সুনির্দিষ্ট
- খ. উপযুক্ত
- গ. প্রাপ্য
- ঘ. বিলম্বিত
উত্তরঃ উপযুক্ত
মুসলিম আইনানুসারে একই শ্রেণিভুক্ত দুই বা ততোধিক স্বত্বাধিকারী থাকলে -
- ক. কেউ পাবেন না
- খ. মূল মালিকের সিদ্ধান্ত প্রাধান্য পাবে
- গ. প্রয়োজন বিবেচনায় বণ্টন করা হবে
- ঘ. প্রত্যেকেই সমান অংশ দাবি করতে পারবেন
উত্তরঃ প্রত্যেকেই সমান অংশ দাবি করতে পারবেন
মনুসংহিতা, যাজ্ঞবল্ক্য ও নারদ কর্তৃক সংকলিত বিধান হিন্দু আইনের কোন উৎসের অন্তর্গত?
- ক. শ্রুতি
- খ. স্মৃতি
- গ. পুরান
- ঘ. প্রথা
উত্তরঃ স্মৃতি
পারিবারিক আদালত অবমাননার দায়ে সর্বোচ্চ কত টাকা জরিমানা করা যায়?
- ক. ১০০
- খ. ২০০
- গ. ৫০০
- ঘ. কোনো সীমা নেই
উত্তরঃ ২০০
একটি গাড়ির চাকার পরিধি ৫ মিটার। ১.৫ কিমি. পথ যেতে চাকাটি কতবার ঘুরবে?
- ক. ২০০
- খ. ২৫০
- গ. ৩০০
- ঘ. ৩৫০
উত্তরঃ ৩০০
একটি কোণের পরিমাণ ১৮২ হলে একে কী কোণ বলে ?
- ক. সূক্ষ্মকোণ
- খ. স্থুলকোণ
- গ. প্রবৃদ্ধ কোণ
- ঘ. সমকোণ
উত্তরঃ প্রবৃদ্ধ কোণ
- ক. 36
- খ. 81
- গ. 162
- ঘ. 324
উত্তরঃ 162
- ক. Second Amendment Case
- খ. Third Amendment Case
- গ. Fourth Amendment Case
- ঘ. Fifth Amendment Case
উত্তরঃ Fifth Amendment Case
রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতিরেকে কোন ব্যক্তিকে নিয়োগ প্রদান করতে পারবেন?
- ক. অ্যাটর্নি জেনারেল
- খ. প্রধান বিচারপতি
- গ. হাইকোর্ট বিভাগের বিচারক
- ঘ. প্রধান নির্বাচন কমিশনার
উত্তরঃ প্রধান বিচারপতি
কোন ব্যক্তির কার্যভার গ্রহণের পূর্বে শপথ নেয়া আবশ্যক নয়?
- ক. ডেপুট স্পিকার
- খ. সরকারি কর্ম কমিশননের সদস্য
- গ. অ্যাটর্নি জেনারেল
- ঘ. মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক
উত্তরঃ অ্যাটর্নি জেনারেল
- ক. হাইকোর্ট বিভাগ
- খ. আপিল বিভাগ
- গ. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
- ঘ. জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ
উত্তরঃ আপিল বিভাগ
- ক. অকার্যকর হয়ে যাবে
- খ. যথাযথভাবে ফেরত দিতে হবে
- গ. ক্ষুণ্ণ হবে না
- ঘ. যথাযথভাবে ফেরত দিতে হবে না, কিন্তু চলমান থাকবে না
উত্তরঃ ক্ষুণ্ণ হবে না
Discovery by Interrogatories এর দরখাস্ত দাখিল করতে হয় বিচার্য গঠনের - দিনের মধ্যে।
- ক. ১০
- খ. ১৫
- গ. ২০
- ঘ. ৩০
উত্তরঃ ১০
The Code of Civil Procedure, 1908 এর কোথায় Cross-objection এর বিধান রয়েছে?
- ক. Order XLI rule 22
- খ. Order XXI rule 22
- গ. Order XLVII rule 4
- ঘ. Order XL rule 2
উত্তরঃ Order XLI rule 22
ডিক্রি জারি মামলার কার্যক্রমে বিঘ্ন সৃষ্টিকারী দায়িককে কত দিন পর্যন্ত দেওয়ানি কারাগারে আটক রাখা যায়?
- ক. ১২০
- খ. ১২
- গ. ৬০
- ঘ. ৩০
উত্তরঃ ৩০
- ক. ১১
- খ. ১২
- গ. ১৩
- ঘ. ১৪
উত্তরঃ ১২
The Code of Civil Procedure 1908 এর Order VIII rule এর Legal Set-off এর বিধান আছে?
- ক. 4f
- খ. 6
- গ. 8
- ঘ. 10
উত্তরঃ 6
The Family Couts Ordinance, 1985 এর কোন ধারায় আপস মীমাংসার বিষয়টি উল্লেখ করা হয়েছে?
- ক. ৮ ও ৯
- খ. ৮ ও ১০
- গ. ১০ ও ১৩
- ঘ. ২০ ও ২১
উত্তরঃ ১০ ও ১৩
The Code of Civil Procedure 1908 এর Order VII rule 11 অনুসারে কয়টি আরজি প্রত্যাখ্যান করা যায়?
- ক. ৩
- খ. ৪
- গ. ৫
- ঘ. ৬
উত্তরঃ ৪
The Code of Civil Procedure 1908 এর ১১ ধারায় res judicata কতবার ব্যবহৃত হয়েছে?
- ক. ৩
- খ. ২
- গ. ১
- ঘ. ব্যবহৃত হয়নি
উত্তরঃ ব্যবহৃত হয়নি
- ক. ২০০০
- খ. ২০০৪
- গ. ২০০৫
- ঘ. ২০১২
উত্তরঃ ২০০৪