১৩তম বিজেএস সহকারী জজ প্রাথমিক পরীক্ষা

আলোক রশ্মির এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য এক স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে দিক পরিবর্তন করাকে কী বলে?

  • ক. আলোর প্রতিফলন
  • খ. আলোর প্রতিসরণ
  • গ. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
  • ঘ. সংকট কোণ

উত্তরঃ আলোর প্রতিসরণ

বিস্তারিত

চোখের কোনটি মস্তিস্কে দর্শনের অনুভূতি জাগায়?

  • ক. চোখের মণি
  • খ. আইরিশ
  • গ. রেটিনা
  • ঘ. কর্নিয়া

উত্তরঃ রেটিনা

বিস্তারিত

মানবদেহে ক্যান্সারের মূল কারণ কোনটি?

  • ক. কোষ বিভাজন
  • খ. অনিয়ন্ত্রিত কোষ বিভাজন
  • গ. ভাইরাসের আক্রমণ
  • ঘ. নির্দিষ্ট কেমিক্যাল গ্রহণ

উত্তরঃ অনিয়ন্ত্রিত কোষ বিভাজন

বিস্তারিত

বাংলাদেশের সংবিধানের ৩৬ অনুচ্ছেদে কোন মৌলিক অধিকারের কথা বলা হয়েছে?

  • ক. চলাফেরার স্বাধীনতা
  • খ. সমাবেশের স্বাধীনতা
  • গ. সংগঠনের স্বাধীনতা
  • ঘ. চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক-স্বাধীনতা

উত্তরঃ চলাফেরার স্বাধীনতা

বিস্তারিত

বাংলাদেশের সংবিধানের ৭৫ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদে সিদ্ধান্ত গৃহীত হয় -

  • ক. এক-তৃতীয়াংশ সদস্যের ভোটে
  • খ. দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটে
  • গ. উপস্থিত ও ভোট দানকারী সদস্যের সংখ্যাগরিষ্ঠ ভোটে
  • ঘ. মোট সদস্যের সংখ্যাগরিষ্ঠ ভোটে

উত্তরঃ উপস্থিত ও ভোট দানকারী সদস্যের সংখ্যাগরিষ্ঠ ভোটে

বিস্তারিত

অযাচিত প্রভাবজনিত চুক্তির পরিণতি কি?

  • ক. বাতিল
  • খ. বৈধ
  • গ. বাতিলযোগ্য
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ বাতিলযোগ্য

বিস্তারিত

কোনো চুক্তি, আইন বা প্রথার অবর্তমানে কৃষির উদ্দেশ্যে প্রদত্ত স্থাবর সম্পত্তির ইজারায় মেয়াদ কত?

  • ক. ৬ মাস
  • খ. ইজারা গ্রহীতার ইচ্ছামাফিক
  • গ. ১ বছর
  • ঘ. ইজারা দাতার ইচ্ছামাফিক

উত্তরঃ ১ বছর

বিস্তারিত

The Registration Act, 1908 অনুযায়ী দলিল নিবন্ধনে রেজিস্ট্রারের অস্বীকৃতির প্রতিকারের জন্য কোথায় যাওয়া যায়?

  • ক. বিভাগীয় কমিশনার
  • খ. ভূমি আপিল বোর্ড
  • গ. মহাপরিচালক, নিবন্ধন অধিদপ্তর
  • ঘ. দেওয়ানি আদালত

উত্তরঃ দেওয়ানি আদালত

বিস্তারিত

The Contract Act, 1872 এর বিধানমতে কোন শব্দটি জিম্মা (bailment) এর আবশ্যকীয় উপাদান নয়?

  • ক. চুক্তি থাকতে হবে
  • খ. বিষয়বস্তু অর্পণ বা হস্তান্তর করতে হবে
  • গ. স্থাবর সম্পত্তি হতে হবে
  • ঘ. বিশেষ উদ্দেশ্যে জিম্মা প্রদান করতে হবে

উত্তরঃ স্থাবর সম্পত্তি হতে হবে

বিস্তারিত

The State Acquisition and Tenancy Act, 1950 অনুযায়ী ‘কৃষি বর্ষ’ এর প্রথম তারিখ কোনটি?

  • ক. ১ বৈশাখ
  • খ. ১ অগ্রহায়ণ
  • গ. ১ ফাল্গুন
  • ঘ. ১ চৈত্র

উত্তরঃ ১ বৈশাখ

বিস্তারিত

‘কেবল তোমার জন্যই আমার এ দুর্ভোগ’। এ বাক্যে ‘কেবল’ হচ্ছে

  • ক. উপসর্গ
  • খ. অনুসর্গ
  • গ. ধাতু
  • ঘ. প্রকৃতি

উত্তরঃ অনুসর্গ

বিস্তারিত

'epic' শব্দের পরিভাষা -

  • ক. গীতিকার
  • খ. পুরাণ
  • গ. মহাকাব্য
  • ঘ. পত্রকাব্য

উত্তরঃ মহাকাব্য

বিস্তারিত

‘চলনসই’ শব্দের ‘সই’ -

  • ক. বাংলা কৃৎ প্রত্যয়
  • খ. বাংলা তদ্ধিত প্রত্যয়
  • গ. সংস্কৃত কৃৎ প্রত্যয়
  • ঘ. বিদেশি তদ্ধিত প্রত্যয়

উত্তরঃ বিদেশি তদ্ধিত প্রত্যয়

বিস্তারিত

কবি সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস কোথায়?

  • ক. ঢাকা
  • খ. গোপালগঞ্জ
  • গ. মুন্সিগঞ্জ
  • ঘ. নারায়নগঞ্জ

উত্তরঃ গোপালগঞ্জ

বিস্তারিত

‘অদ্ভুত আধার এক বসেছে এ পৃথিবীতে আজ’ চরণটির কবি -

  • ক. জীবনানন্দ দাশ
  • খ. সুভাষ মুখোপাধ্যায়
  • গ. ফররুফ আহমদ
  • ঘ. আহসান হাবীব

উত্তরঃ জীবনানন্দ দাশ

বিস্তারিত

ঊনসত্তরের গণ-অভ্যুত্থান অবলম্বনে রচিত উপন্যাস -

  • ক. বং থেকে বাংলা
  • খ. চাঁদের অমাবস্যা
  • গ. কাঁটাতারে প্রজাপতি
  • ঘ. চিলেকোঠাই সেপাই

উত্তরঃ চিলেকোঠাই সেপাই

বিস্তারিত

‘বিচারপতি তোমার বিচার করবে যারা’। গানটির গীতিকার কে?

  • ক. সলিল চৌধুরী
  • খ. গাজী মাজহারুল আনোয়ার
  • গ. গৌরি প্রসন্ন মজুমদার
  • ঘ. নজরুল ইসলাম বাবু

উত্তরঃ সলিল চৌধুরী

বিস্তারিত

কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলাম কারাবরণ করেন?

  • ক. আনন্দময়ীর আগমনে
  • খ. নারী
  • গ. প্রলয়োল্লাস
  • ঘ. বিদ্রোহী

উত্তরঃ আনন্দময়ীর আগমনে

বিস্তারিত

কোন শব্দটি ফারসি?

  • ক. এজলাস
  • খ. নালিশ
  • গ. খারজি
  • ঘ. কার্তুজ

উত্তরঃ নালিশ

বিস্তারিত

‘বঙ্গদর্শন’ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন -

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. প্রমথ চৌধুরী
  • গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • ঘ. দীনবন্ধু মিত্র

উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

বিস্তারিত

বাংলাদেশে তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম কী?

  • ক. বিকন
  • খ. ব্র্যাক অন্বেষা
  • গ. নোয়া-১৮
  • ঘ. বঙ্গবন্ধু-১

উত্তরঃ ব্র্যাক অন্বেষা

বিস্তারিত

বিশ্বব্যাংক বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে ঘোষণা করেছে -

  • ক. ১ জুুন ২০১৫
  • খ. ১ জুুলাই ২০১৫
  • গ. ১ জুুন ২০১৬
  • ঘ. ১ জুুলাই ২০১৬

উত্তরঃ ১ জুুলাই ২০১৫

বিস্তারিত

সম্প্রতি জাপানে সংঘটিত ঘূর্ণিঝড়ের নাম কী?

  • ক. গোর্কি
  • খ. টয়োহাসি
  • গ. হাগিবিস
  • ঘ. মিয়জোকী

উত্তরঃ হাগিবিস

বিস্তারিত

জাপান ও রাশিয়ার বিরোধপূর্ণ দ্বীপটির নাম কী?

  • ক. মার্শাল দ্বীপপুঞ্জ
  • খ. দিয়াগো গার্সিয়া
  • গ. কুড়িল দ্বীপপুঞ্জ
  • ঘ. গ্রেট বেরিয়ার রীফ

উত্তরঃ কুড়িল দ্বীপপুঞ্জ

বিস্তারিত

Persona-non-grata কোন শ্রেণির ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য?

  • ক. রাজনীতিবিদ
  • খ. ক্রীড়াবিদ
  • গ. ব্যবসায়ী
  • ঘ. কূটনীতিক

উত্তরঃ কূটনীতিক

বিস্তারিত

উপকূল থেকে 'Exclusive Economic Zone' - নটিক্যাল মাইল।

  • ক. ২২
  • খ. ৪৪
  • গ. ২০০
  • ঘ. ৩৫০

উত্তরঃ ২০০

বিস্তারিত

২০১৯ সালে শান্তিতে নোবেল বিজয়ী -

  • ক. নাদিয়া মুরাদ
  • খ. অভিজিৎ ব্যানার্জি
  • গ. আবি আহমেদ আলী
  • ঘ. কাজুও ইশিগুরো

উত্তরঃ আবি আহমেদ আলী

বিস্তারিত

'The Code of Criminal Procedure, 1898 এর ১৪৫ ধারার ক্ষমতা কোন ক্ষেত্রে প্রয়োগ করা যায়?

  • ক. গণ-উৎপাত
  • খ. রাজনৈতিক অসন্তোষ
  • গ. পাবলিক পরীক্ষা কেন্দ্রে শৃঙ্খলা রক্ষা
  • ঘ. ভূমি বিরোধজনিত শান্তি ভঙ্গের আশঙ্কারোধ

উত্তরঃ ভূমি বিরোধজনিত শান্তি ভঙ্গের আশঙ্কারোধ

বিস্তারিত

ফৌজদারি মামলার কোন পর্যায়ে আসামি ‘হিসচার্জের’ আবেদন করতে পারেন?

  • ক. অপরাধ আমলে নেওয়ার সময়
  • খ. চার্জ গঠনের সময়
  • গ. চার্জ গঠনের পরে
  • ঘ. সাক্ষ্য গ্রহণ শেষে আসামি পরীক্ষাকালে

উত্তরঃ চার্জ গঠনের সময়

বিস্তারিত

The Penal Code, 1860 এর ১৯৩ ধারা মতে কোনো বিচারিক কার্যধারায় ইচ্ছাকৃতভাবে মিথ্যা সাক্ষ্য প্রদানের সর্বোচ্চ শাস্তি কোনটি?

  • ক. ৫ বছর কারাদণ্ড
  • খ. ৭ বছর কারাদণ্ড তদুপরি অর্থদণ্ড
  • গ. ১৪ বছর কারাদণ্ড তদুপরি অর্থদণ্ড
  • ঘ. যাবজ্জীবন কারাদণ্ড

উত্তরঃ ৭ বছর কারাদণ্ড তদুপরি অর্থদণ্ড

বিস্তারিত

The Code of Criminal Procedure, 1898 এ নিম্নোক্ত কোন শব্দটির প্রয়োগ নেই?

  • ক. Inquiry
  • খ. Investigation
  • গ. Re-Investigation
  • ঘ. Further Investigation

উত্তরঃ Re-Investigation

বিস্তারিত

চুরি করতে গিয়ে আসামি স্বেচ্ছায় আঘাত করলে অপরাধটি হবে -

  • ক. চুরি
  • খ. ডাকাতি
  • গ. দস্যুতা
  • ঘ. বলপূর্বক আদায়

উত্তরঃ দস্যুতা

বিস্তারিত

Who says, 'If there were no bad people, there would be no good lawyers'?

  • ক. Benjamin Franklin
  • খ. Charles Dickens
  • গ. Theodore Roosevelt
  • ঘ. Stephen Breyer

উত্তরঃ Charles Dickens

বিস্তারিত

The phrasal verb 'write off' means -

  • ক. ending a letter
  • খ. cancelling a debt
  • গ. reducing rates
  • ঘ. ending of writing

উত্তরঃ cancelling a debt

বিস্তারিত

'Known secter' is an example of -

  • ক. open secret
  • খ. oxymoron
  • গ. romanticim
  • ঘ. nazism

উত্তরঃ oxymoron

বিস্তারিত

It is time to go home. Here 'home' is a/an -

  • ক. noun
  • খ. adverb
  • গ. adjective
  • ঘ. pronoun

উত্তরঃ adverb

বিস্তারিত

Working in the morning is good for health. Here 'working' is a/an -

  • ক. pronoun
  • খ. present participle
  • গ. gerund
  • ঘ. Adjective

উত্তরঃ gerund

বিস্তারিত

What does thsi Latin Expression 'i.e.' stand for?

  • ক. ideal energy
  • খ. inner edge
  • গ. id sest
  • ঘ. it east

উত্তরঃ id sest

বিস্তারিত

I was debarred from - examination.

  • ক. taking
  • খ. appearing
  • গ. sitting
  • ঘ. giving

সঠিক উত্তরের জন্য বিস্তারিত দেখুন

বিস্তারিত

'Animal Farm' was written by -

  • ক. George Eliot
  • খ. George Orwell
  • গ. Ernest Hemingway
  • ঘ. Thomas Hardy

উত্তরঃ George Orwell

বিস্তারিত

Who said. 'A thing of beauty is a joy forever'?

  • ক. John Keats
  • খ. P. B. Shelley
  • গ. Robert Frost
  • ঘ. Auden

উত্তরঃ John Keats

বিস্তারিত

'Justice must not only be done, it must be seen to be belived' - who said this?

  • ক. Martin Luther King
  • খ. Seamus Heancy
  • গ. J. B. Morton
  • ঘ. James Mathew

উত্তরঃ J. B. Morton

বিস্তারিত

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইবুনালের বিচারক হবেন -

  • ক. প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট
  • খ. যুগ্ম দায়রা জজ
  • গ. চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
  • ঘ. অতিরিক্ত দায়রা জজ

উত্তরঃ অতিরিক্ত দায়রা জজ

বিস্তারিত

একজন যুগ্ম দায়রা জজ সমন্বয়ে গঠিত স্পেশাল ট্রাইবুনাল কর্তৃক প্রদত্ত চার বছরের সশ্রম কারাদণ্ডের বিরদ্ধে আপিল করা যাবে -

  • ক. দায়রা আদালত
  • খ. সিনিয়র স্পেশাল ট্রাইবুনাল
  • গ. হাইকোর্ট বিভাগে
  • ঘ. বিভাগীয় স্পেশাল জজ আদালত

উত্তরঃ হাইকোর্ট বিভাগে

বিস্তারিত

‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ কত তারিখে?

  • ক. ২৬ জানুয়ারি
  • খ. ২৮ এপ্রিল
  • গ. ২৭ আগষ্ট
  • ঘ. ২২ সেপ্টেম্বর

উত্তরঃ ২৮ এপ্রিল

বিস্তারিত

শিশু আদালত কর্তৃক প্রদত্ত রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করা যায় -

  • ক. দায়লা জজ আদালতে
  • খ. চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে
  • গ. হাইকোর্ট বিভাগে
  • ঘ. নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল

উত্তরঃ হাইকোর্ট বিভাগে

বিস্তারিত

দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এ বর্ণিত অপরাধ সমূহের বিচার করেন -

  • ক. দায়রা জজ
  • খ. চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
  • গ. স্পেশাল জজ
  • ঘ. মহানগর দায়রা জজ

উত্তরঃ স্পেশাল জজ

বিস্তারিত

আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধের দণ্ড -

  • ক. ৭ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড।
  • খ. ২ থেকে ৫ বছর পর্যন্ত কারাদণ্ড ও অর্থদণ্ড
  • গ. ২ থেকে ৭ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং ক্ষতিপূরণ
  • ঘ. ২ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড

উত্তরঃ ২ থেকে ৫ বছর পর্যন্ত কারাদণ্ড ও অর্থদণ্ড

বিস্তারিত

জনপ্রিয়তা : গর্ব = প্রত্যাখান :?

  • ক. অবহেলা
  • খ. ব্যর্থতা
  • গ. হতাশা
  • ঘ. অযোগ্যতা

উত্তরঃ হতাশা

বিস্তারিত

আকস্মিকভাবে কোনো কঠিন বিপদে পড়লে আপনি কী করবেন?

  • ক. কোনোমতেই প্রকাশ করবেন না
  • খ. বিপদ এড়িয়ে চলবেন
  • গ. বন্ধু বান্ধবদের সতায়তায় উদ্ধার পাওয়ার চেষ্টা করেবেন
  • ঘ. ধীরস্থিরভাবে সিদ্ধান্ত নিয়ে নিজেই বিপদ জয় করার চেষ্টা করবেন

উত্তরঃ ধীরস্থিরভাবে সিদ্ধান্ত নিয়ে নিজেই বিপদ জয় করার চেষ্টা করবেন

বিস্তারিত

'Areeat' শব্দটির সাথে সম্পর্কযুক্ত -

  • ক. দান
  • খ. বিক্রয়
  • গ. উইল
  • ঘ. ওয়াকফ

উত্তরঃ দান

বিস্তারিত

'Doctrine of Cy-pres' এর সঙ্গে সম্পর্কযুক্ত -

  • ক. দান
  • খ. বিবাহ
  • গ. ওয়াকফ
  • ঘ. মোহরানা

উত্তরঃ ওয়াকফ

বিস্তারিত

'Factum volet' নীতি পরিশুদ্ধ করে -

  • ক. নির্দেশসূচক বিধান অমান্যকরণ
  • খ. মৌলিক নীতি অমান্যকরণ
  • গ. লেনদেনের উপাদান অমান্যকরণ
  • ঘ. উপরের সবগুলো

উত্তরঃ নির্দেশসূচক বিধান অমান্যকরণ

বিস্তারিত

সালিশি কাউন্সিল দ্বিতীয় বিয়ের অনুমতি দিলে প্রথম স্ত্রীর প্রতিকার -

  • ক. পারিবারিক আদালতে আপিল করা
  • খ. পারিবারিক আদালতে পিটিশন করা
  • গ. সহকারী জজের নিকট আপিল করা
  • ঘ. সহকারী জজের নিকট রিভিশন করা

উত্তরঃ সহকারী জজের নিকট রিভিশন করা

বিস্তারিত

'Mahr-i-Mist' হলো - দেনমোহর।

  • ক. সুনির্দিষ্ট
  • খ. উপযুক্ত
  • গ. প্রাপ্য
  • ঘ. বিলম্বিত

উত্তরঃ উপযুক্ত

বিস্তারিত

মুসলিম আইনানুসারে একই শ্রেণিভুক্ত দুই বা ততোধিক স্বত্বাধিকারী থাকলে -

  • ক. কেউ পাবেন না
  • খ. মূল মালিকের সিদ্ধান্ত প্রাধান্য পাবে
  • গ. প্রয়োজন বিবেচনায় বণ্টন করা হবে
  • ঘ. প্রত্যেকেই সমান অংশ দাবি করতে পারবেন

উত্তরঃ প্রত্যেকেই সমান অংশ দাবি করতে পারবেন

বিস্তারিত

একটি কোণের পরিমাণ ১৮২ হলে একে কী কোণ বলে ?

  • ক. সূক্ষ্মকোণ
  • খ. স্থুলকোণ
  • গ. প্রবৃদ্ধ কোণ
  • ঘ. সমকোণ

উত্তরঃ প্রবৃদ্ধ কোণ

বিস্তারিত

a - b = 2 এবং ab = 24 হলে a + b এর মান কত?

  • ক. 10
  • খ. -10
  • গ. 100
  • ঘ. +_ 10

উত্তরঃ +_ 10

বিস্তারিত

Bangladesh Italian Marbel works Limited Vs Government of the People's Reblic of Bangladesh (2010) is popularity known as the -

  • ক. Second Amendment Case
  • খ. Third Amendment Case
  • গ. Fourth Amendment Case
  • ঘ. Fifth Amendment Case

উত্তরঃ Fifth Amendment Case

বিস্তারিত

রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতিরেকে কোন ব্যক্তিকে নিয়োগ প্রদান করতে পারবেন?

  • ক. অ্যাটর্নি জেনারেল
  • খ. প্রধান বিচারপতি
  • গ. হাইকোর্ট বিভাগের বিচারক
  • ঘ. প্রধান নির্বাচন কমিশনার

উত্তরঃ প্রধান বিচারপতি

বিস্তারিত

কোন ব্যক্তির কার্যভার গ্রহণের পূর্বে শপথ নেয়া আবশ্যক নয়?

  • ক. ডেপুট স্পিকার
  • খ. সরকারি কর্ম কমিশননের সদস্য
  • গ. অ্যাটর্নি জেনারেল
  • ঘ. মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক

উত্তরঃ অ্যাটর্নি জেনারেল

বিস্তারিত

বাংলাদেশের সংবিধানের ১০৪ অনুচ্ছেদ অনুযায়ী কোনো ব্যক্তির হাজিরা কিংবা কোনো দলিলপত্র উদঘাটন বা দাখিল করার আদেশ দিতে পারেন -

  • ক. হাইকোর্ট বিভাগ
  • খ. আপিল বিভাগ
  • গ. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  • ঘ. জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ

উত্তরঃ আপিল বিভাগ

বিস্তারিত

কোনো আইন পূর্ববর্তী আইনকে বাতিল করে প্রণীত হলে পূর্বপর্তী বাতিলকৃত আইনের অধীনে কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ কোনো সুবিধাভোগ করলে সেই সুবিধা -

  • ক. অকার্যকর হয়ে যাবে
  • খ. যথাযথভাবে ফেরত দিতে হবে
  • গ. ক্ষুণ্ণ হবে না
  • ঘ. যথাযথভাবে ফেরত দিতে হবে না, কিন্তু চলমান থাকবে না

উত্তরঃ ক্ষুণ্ণ হবে না

বিস্তারিত

The Code of Civil Procedure, 1908 এর কোথায় Cross-objection এর বিধান রয়েছে?

  • ক. Order XLI rule 22
  • খ. Order XXI rule 22
  • গ. Order XLVII rule 4
  • ঘ. Order XL rule 2

উত্তরঃ Order XLI rule 22

বিস্তারিত

The Code of Civil Procedure 1908 এর ১১ ধারায় res judicata কতবার ব্যবহৃত হয়েছে?

  • ক. ৩
  • খ. ২
  • গ. ১
  • ঘ. ব্যবহৃত হয়নি

উত্তরঃ ব্যবহৃত হয়নি

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics