২৯তম বিসিএস প্রিলি

বাংলা সাহিত্যের আদি কবি কে?

  • ক. কাহুপা
  • খ. ঢেণ্ডানপা
  • গ. লুইপা
  • ঘ. ভুসুকুপা

উত্তরঃ লুইপা

বিস্তারিত

বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে?

  • ক. অক্ষয় দত্ত
  • খ. মার্সম্যান
  • গ. ব্রাসি হেলহেড
  • ঘ. রাজা রামমোহন

উত্তরঃ রাজা রামমোহন

বিস্তারিত

ফররুখ আহমদ- এর শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কী?

  • ক. সাত সাগরের মাঝি
  • খ. পাখির বাসা
  • গ. হাতেমতাই
  • ঘ. নৌফেল ও হাতেম

উত্তরঃ সাত সাগরের মাঝি

বিস্তারিত

প্রাচীনতম বাঙালি মুসলমান কবি কে?

  • ক. আলাওল
  • খ. সৈয়দ সুলতান
  • গ. মুহম্মদ খান
  • ঘ. শাহ মুহম্মদ ‍সগীর

উত্তরঃ শাহ মুহম্মদ ‍সগীর

বিস্তারিত

‘চাচা কাহিনীর’ লেখক কে?

  • ক. সৈয়দ সামসুল হক
  • খ. শওকত ওসমান
  • গ. সৈয়দ মুজতবা আলী
  • ঘ. ফররুখ আহমদ

উত্তরঃ সৈয়দ মুজতবা আলী

বিস্তারিত

‘শ্রীকৃষ্ণকীর্তন’ এর রচয়িতা কে?

  • ক. জ্ঞানদাস
  • খ. দীন চণ্ডীদাস
  • গ. বড়ু চণ্ডীদাস
  • ঘ. দীনহীন চণ্ডীদাস

উত্তরঃ বড়ু চণ্ডীদাস

বিস্তারিত

কবি আলাওলের জম্মস্থান কোনটি?

  • ক. ফরিদপুরের সুরেশ্বর
  • খ. চট্রগ্রামের জোবরা
  • গ. বার্মার আরাকান
  • ঘ. চট্রগ্রামের পটিয়া

উত্তরঃ চট্রগ্রামের জোবরা

বিস্তারিত

‘অনল প্রবাহ’ রচনা করেন-

  • ক. সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
  • খ. মোজাম্মেল হক
  • গ. এয়াকুব আলী চৌধুরী
  • ঘ. মুনিরুজ্জামান ইসলামাবাদি

উত্তরঃ সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী

বিস্তারিত

‘অগ্নিবীণা’ কাব্যের প্রথম কবিতা কোনটি?

  • ক. ধূমকেতু
  • খ. বিদ্রোহী
  • গ. প্রলয়োল্লাস
  • ঘ. অগ্রপথিক

উত্তরঃ প্রলয়োল্লাস

বিস্তারিত

বাংলা সাহিত্যে কথ্যরীতির প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি?

  • ক. কল্লোল
  • খ. সবুজপত্র
  • গ. বঙ্গদর্শন
  • ঘ. কালিকলম

উত্তরঃ সবুজপত্র

বিস্তারিত

‘একাত্ততের চিঠি’ - কোন জাতীয় রচনা?

  • ক. মুক্তিযুদ্ধের বিবরণ
  • খ. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস
  • গ. মুক্তিযুদ্ধাদের পত্র সংকলন
  • ঘ. ভিন্নধর্মী ডায়েরি

উত্তরঃ মুক্তিযুদ্ধাদের পত্র সংকলন

বিস্তারিত

বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয়?

  • ক. ১৯৫৫ খ্রিঃ
  • খ. ১৩৫৫ খ্রিঃ
  • গ. ১৯৫২ খ্রিঃ
  • ঘ. ১৩৫২ খ্রিঃ

উত্তরঃ ১৯৫৫ খ্রিঃ

বিস্তারিত

‘সনেট’ কবিতার প্রবর্তক কে?

  • ক. দ্বিজেন্দ্র লাল রায়
  • খ. রজনীকান্ত সেন
  • গ. মাইকেল মধুসূদন দত্ত
  • ঘ. অতুলপ্রসাদ সেন

উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত

বিস্তারিত

‘আব্দুল্লাহ’ উপন্যাসের রচয়িতা কে?

  • ক. মোহাম্মদ নজীবর রহমান
  • খ. কাজী ইমদাদুল হক
  • গ. শেখ ফজলুল করিম
  • ঘ. মমতাজউদ্দিন আহমেদ

উত্তরঃ কাজী ইমদাদুল হক

বিস্তারিত

বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাসের নাম-

  • ক. দুর্গেশনন্দিনী
  • খ. কপালকুণ্ডলা
  • গ. কৃষ্ণকান্তের উইল
  • ঘ. রজনী

উত্তরঃ দুর্গেশনন্দিনী

বিস্তারিত

বাংলা ভাষার প্রথম সাময়িকপত্র কোনটি?

  • ক. দিগদর্শন
  • খ. সংবাদ প্রভাকর
  • গ. তত্ত্ববোধিনী
  • ঘ. বঙ্গদর্শন

উত্তরঃ দিগদর্শন

বিস্তারিত

বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি?

  • ক. ১৩টি
  • খ. ১০টি
  • গ. ১২টি
  • ঘ. ১১টি

উত্তরঃ ১১টি

বিস্তারিত

‘জনৈক’ শব্দটির সন্ধি-বিচ্ছেদ-

  • ক. জন + ইক
  • খ. জন + এক
  • গ. জনৈ + এক
  • ঘ. জন + ঈক

উত্তরঃ জন + এক

বিস্তারিত

বাক্যের তিনটি গুন কী কী?

  • ক. আকাঙ্ক্ষা, আসত্তি ও বিধেয়
  • খ. আকাঙ্ক্ষা, আসত্তি ও যোগ্যতা
  • গ. যোগ্যতা, উদ্দেশ্য ও বিধেয়
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ কোনটিই নয়

বিস্তারিত

সমাস ভাষাকে কী করে?

  • ক. সংক্ষেপ করে
  • খ. বিস্তৃত করে
  • গ. অর্থপূর্ণ করে
  • ঘ. অর্থের রূপান্তর ঘটায়

উত্তরঃ সংক্ষেপ করে

বিস্তারিত

I have not heared from him-

  • ক. long since
  • খ. for a long time
  • গ. since long
  • ঘ. for long

উত্তরঃ for a long time

বিস্তারিত

Honey is -- sweet.

  • ক. very
  • খ. too much
  • গ. much too
  • ঘ. excessive

উত্তরঃ very

বিস্তারিত

Your conduct admits -- no excuse.

  • ক. to
  • খ. for
  • গ. of
  • ঘ. at

উত্তরঃ of

বিস্তারিত

He had a -- headache.

  • ক. strong
  • খ. acute
  • গ. serious
  • ঘ. bad

উত্তরঃ bad

বিস্তারিত

I shall not -- the examination this year.

  • ক. give
  • খ. appear at
  • গ. sit
  • ঘ. go for

উত্তরঃ appear at

বিস্তারিত

They travelled to Savar-

  • ক. on foot
  • খ. by waking
  • গ. on their feet
  • ঘ. by foof

উত্তরঃ on foot

বিস্তারিত

He said that he -- be unable to come.

  • ক. will
  • খ. shall
  • গ. should
  • ঘ. would

উত্তরঃ would

বিস্তারিত

He said that he -- the previous day.

  • ক. has come
  • খ. had come
  • গ. came
  • ঘ. arrived

উত্তরঃ had come

বিস্তারিত

Neither Rini nor the -- the previous day.

  • ক. are
  • খ. is
  • গ. were
  • ঘ. had

উত্তরঃ is

বিস্তারিত

He watched the boat -- down the river.

  • ক. to float
  • খ. floating
  • গ. was floathing
  • ঘ. had floated

উত্তরঃ floating

বিস্তারিত

'Sky' is to 'bird' as 'water' is to -

  • ক. feather
  • খ. fish
  • গ. boat
  • ঘ. lotus

উত্তরঃ fish

বিস্তারিত

'good' is to 'bad' as 'white' is to -

  • ক. dark
  • খ. black
  • গ. grey
  • ঘ. ebony

উত্তরঃ black

বিস্তারিত

'Botany' is to 'Plants' as 'Zoology' is to-

  • ক. flowers
  • খ. trees
  • গ. deas
  • ঘ. animals

উত্তরঃ animals

বিস্তারিত

The bad news struck him like a bolt from the- -

  • ক. shy
  • খ. heavens
  • গ. firmament
  • ঘ. blue

উত্তরঃ blue

বিস্তারিত

When one is 'Pragmatic' he is being-

  • ক. wasteful
  • খ. productive
  • গ. practical
  • ঘ. fussy

উত্তরঃ practical

বিস্তারিত

"Into the - of death rode the six hundred"/

  • ক. city
  • খ. tunnel
  • গ. road
  • ঘ. valley

উত্তরঃ valley

বিস্তারিত

"To be or not to be, that is the --".

  • ক. meaning
  • খ. question
  • গ. answer
  • ঘ. issue

উত্তরঃ question

বিস্তারিত

Who wrote the two famous novels, 'David Copperfield' and 'The Tale of Two Cities'?

  • ক. Thomas Hardy
  • খ. Jane Austen
  • গ. George Eliot
  • ঘ. Charles Dickens

উত্তরঃ Charles Dickens

বিস্তারিত

Who wrote the plays "The Tempest' and "The Mid Summer Night's Dream"?

  • ক. Ben Johnson
  • খ. Christopher Marlowe
  • গ. John Dryden
  • ঘ. William Shakespare

উত্তরঃ Ben Johnson

বিস্তারিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়েছে?

  • ক. ১৯১১ সালে
  • খ. ১৯২১ সালে
  • গ. ১৯৩১ সালে
  • ঘ. ১৯৪১ সালে

উত্তরঃ ১৯২১ সালে

বিস্তারিত

বাংলাাদেশে কয়টি সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে?

  • ক. ১৪ টি
  • খ. ২৪ টি
  • গ. ৩৪ টি
  • ঘ. ৫০ টি

উত্তরঃ ৩৪ টি

বিস্তারিত

বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?

  • ক. লর্ড কার্জন
  • খ. লর্ড ওয়েলেসলি
  • গ. লর্ড ডালহৌসি
  • ঘ. লর্ড মাউন্টব্যাটেন

উত্তরঃ লর্ড কার্জন

বিস্তারিত

জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?

  • ক. লন্ডন
  • খ. নিউইয়র্ক
  • গ. প্যারিস
  • ঘ. মস্কো

উত্তরঃ নিউইয়র্ক

বিস্তারিত

টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত?

  • ক. পদ্মা
  • খ. যমুনা
  • গ. নাফ
  • ঘ. কর্ণফুলী

উত্তরঃ নাফ

বিস্তারিত

কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কী বলে?

  • ক. RAM
  • খ. ROM
  • গ. হার্ডওয়ার
  • ঘ. সফটওয়্যার

উত্তরঃ ROM

বিস্তারিত

সবচেঢে শক্তিশালী সৌরচুল্লি তৈরি করা হয়েছে কোন দেশে?

  • ক. যুক্তরাষ্ট্র
  • খ. ভারত
  • গ. জাপান
  • ঘ. নেপাল

উত্তরঃ যুক্তরাষ্ট্র

বিস্তারিত

ফটোইলেকট্রিক কোষের উপর আলোক পড়লে কি উৎপন্ন হয়?

  • ক. বিদ্যুৎ
  • খ. তাপ
  • গ. চুম্বক
  • ঘ. কিছুই হয় না

উত্তরঃ বিদ্যুৎ

বিস্তারিত

চাঁদ ‍দিগন্তের কাছে অনেক বড় দেখায় কেন?

  • ক. বায়ুমণ্ডলীয় প্রতিসরণে
  • খ. আলোর বিচ্ছুরণে
  • গ. অপবর্তনে
  • ঘ. দৃষ্টিভ্রমে

উত্তরঃ বায়ুমণ্ডলীয় প্রতিসরণে

বিস্তারিত

লাল আলোতে নীল রংয়ের বস্তু কেমন দেখায়?

  • ক. বেগুনি
  • খ. সবুজ
  • গ. হলুদ
  • ঘ. কালো

উত্তরঃ কালো

বিস্তারিত

বৈদুতিক বাল্বের ফিলামেন্ট কী ধাতু ‍দিয়ে তৈরি?

  • ক. সংকর ধাতু
  • খ. সীসা
  • গ. টাংস্টেন
  • ঘ. তামা

উত্তরঃ টাংস্টেন

বিস্তারিত

জারণ বিক্রিয়ায় কী ঘটে?

  • ক. ইলেকট্রন বর্জন
  • খ. ইলেকট্রন আদান-প্রদান
  • গ. ইলেকট্রন বর্জন
  • ঘ. শুধু তাপ উৎপন্ন হয়

উত্তরঃ ইলেকট্রন বর্জন

বিস্তারিত

কোন ধাতু পানি অপেক্ষা হালকা?

  • ক. ম্যাগনেশিয়াম
  • খ. ক্যালসিয়াম
  • গ. সোডিয়াম
  • ঘ. পটাশিয়াম

উত্তরঃ সোডিয়াম

বিস্তারিত

পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে কোন ধাতু ব্যবহৃত হয়?

  • ক. সোডিয়াম
  • খ. পটাশিয়াম
  • গ. ম্যাগনেশিয়াম
  • ঘ. জিংক

উত্তরঃ সোডিয়াম

বিস্তারিত

কোন বিজ্ঞানী রোগজীবাণু তত্ত্ব উদ্ভাবন করেন?

  • ক. ডারউইন
  • খ. লুই পাস্তুর
  • গ. প্রিস্টলী
  • ঘ. ল্যাভয়েসিয়ে

উত্তরঃ লুই পাস্তুর

বিস্তারিত

সুষম খাদ্যের উপাদান কয়টি?

  • ক. ৪ টি
  • খ. ৫ টি
  • গ. ৬ টি
  • ঘ. ৮ টি

উত্তরঃ ৬ টি

বিস্তারিত

গ্রিন হাউসে গাছ লাগানো হয় কেন?

  • ক. উষ্ণতা থেকে রক্ষার জন্য
  • খ. অত্যধিক ঠান্ডা থেকে রক্ষার জন্য
  • গ. আলো থেকে রক্ষার জন্য
  • ঘ. ঝড়-বৃষ্টি থেকে রক্ষার জন্য

উত্তরঃ অত্যধিক ঠান্ডা থেকে রক্ষার জন্য

বিস্তারিত

পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ কোনটি?

  • ক. আর্লির্বাড হল
  • খ. এস্ট্রোলার হল
  • গ. ওরেরী হল
  • ঘ. কসমস

উত্তরঃ আর্লির্বাড হল

বিস্তারিত

সূর্য পৃষ্ঠের উত্তাপ কত?

  • ক. ৬০০০ ডিগ্রী সেন্টিগ্রেড
  • খ. ৮০০০ ডিগ্রী সেন্টিগ্রেড
  • গ. ১০০০০ ডিগ্রী সেন্টিগ্রেড
  • ঘ. ১২০০০ ডিগ্রী সেন্টিগ্রেড

উত্তরঃ ৬০০০ ডিগ্রী সেন্টিগ্রেড

বিস্তারিত

জোয়ারের কত সময় পর ভাটার সৃষ্টি হয়?

  • ক. ৬ ঘণ্টা ১৩ মিনিট
  • খ. ৮ ঘণ্টা
  • গ. ১২ ঘণ্টা
  • ঘ. ১৩ ঘণ্টা ১৫ মিনিট

উত্তরঃ ৬ ঘণ্টা ১৩ মিনিট

বিস্তারিত

কোনটি বায়ুর উপাদান নহে?

  • ক. নাইট্রোজেন
  • খ. হাইড্রোজেন
  • গ. কার্বন
  • ঘ. ফসফরাস

উত্তরঃ ফসফরাস

বিস্তারিত

অ্যালুমিনিয়াম সালফেটকে চলতি বাংলায় কী বলে?

  • ক. চুন
  • খ. সেভিং সোপ
  • গ. ফিটকিরি
  • ঘ. কস্টিক সোডা

উত্তরঃ ফিটকিরি

বিস্তারিত

কোন কোন স্থানে সলিড ফিনাইল ব্যবহৃত করা হয়?

  • ক. পায়খানা, প্রসাবখানা
  • খ. গোসলখানায়
  • গ. পুকুরে
  • ঘ. নালায়

উত্তরঃ পায়খানা, প্রসাবখানা

বিস্তারিত

দক্ষিণ তালপট্রি কোন নদীর মোহনায় অবস্থিত?

  • ক. নাফ
  • খ. তেঁতুলিয়া
  • গ. আড়িয়াল খাঁ
  • ঘ. হাড়িয়াভাঙ্গা

উত্তরঃ হাড়িয়াভাঙ্গা

বিস্তারিত

খাদ্য ও কৃষি সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?

  • ক. নিউইয়র্ক
  • খ. রোমে
  • গ. জেনেভায়
  • ঘ. অটোয়ায়

উত্তরঃ রোমে

বিস্তারিত

গৌড়ের সোনা মসজিদ কার আমলে নির্মিত হয়?

  • ক. ফখরুদ্দিন মোবারক শাহ
  • খ. হোসেন শাহ্
  • গ. শায়েস্তা খাঁ
  • ঘ. ঈশা খাঁ

উত্তরঃ হোসেন শাহ্

বিস্তারিত

ডেভিস কোন খেলায় দেয়া হয়?

  • ক. ব্যাডমিন্টন
  • খ. লন টেসিন
  • গ. টেবিল টেনিস
  • ঘ. ক্রিকেট

উত্তরঃ লন টেসিন

বিস্তারিত

পৃথিবীতে সবচেয়ে বেশি ধাতু কোনটি?

  • ক. লোহা
  • খ. সিলিকন
  • গ. পারদ
  • ঘ. তামা

উত্তরঃ লোহা

বিস্তারিত

অন্ধদের জন্য লিখনরীতির উদ্ভাবন করেন-

  • ক. ব্রেইল
  • খ. কোপার্নিকাস
  • গ. ডেভিটবোর
  • ঘ. টমাস আলভা এডিসন

উত্তরঃ ব্রেইল

বিস্তারিত

পারমাণবিক চুল্লিতে কোন মৌল জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়?

  • ক. পেট্রোলিয়াম
  • খ. ইউরেনিয়াম-২৩৫
  • গ. অক্সিজেন
  • ঘ. হাইড্রোজেন

উত্তরঃ ইউরেনিয়াম-২৩৫

বিস্তারিত

ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয়?

  • ক. ১২০৬ খৃঃ
  • খ. ১৩১০ খৃঃ
  • গ. ১৬১০ খৃঃ
  • ঘ. ১৫২৬ খৃঃ

উত্তরঃ ১৬১০ খৃঃ

বিস্তারিত

ঐতিহাসিক ২১-দফা দাবির প্রথম দাবিটি কী ছিল?

  • ক. বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা
  • খ. প্রাদেশিক স্বায়ত্তশাসন
  • গ. পূর্ববাংলার অথনৈতিক বৈষম্য দূরীকরণ
  • ঘ. বিনা ক্ষতিপূরণে জমিদারি উচ্ছেদ

উত্তরঃ বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা

বিস্তারিত

অপরাজয়ের বাংলা কবে উদ্বোধন করা হয়?

  • ক. ১৬ ডিসেম্বর ১৯৭৯
  • খ. ২৬ ডিসেম্বর ১৯৭৯
  • গ. ১ জানুয়ারি ১৯৮০
  • ঘ. ২১ ফেব্রুয়ারি ১৯৮০

উত্তরঃ ১৬ ডিসেম্বর ১৯৭৯

বিস্তারিত

জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত?

  • ক. ৪৬.৫ মি.
  • খ. ৪৬ মি.
  • গ. ৪৫.৫মি
  • ঘ. ৪৫ মি.

উত্তরঃ ৪৬.৫ মি.

বিস্তারিত

মুসলমান নারী জাগরণের কবি-

  • ক. ফজিলাতুন্নেছা
  • খ. ফয়জুন্নেছা
  • গ. বেগম রোকেয়া
  • ঘ. সামসুন্নাহার

উত্তরঃ বেগম রোকেয়া

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics