২৮তম বিসিএস প্রিলি
চর্যাাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে?
- ক. বাঁকুড়ার এক গৃহস্থের গোয়াল ঘর থেকে
- খ. আরাকান রাজগ্রন্থাগার থেকে
- গ. নেপালের রাজগ্রন্থশালা থেকে
- ঘ. সুদূর চীন দেশ থেকে
উত্তরঃ নেপালের রাজগ্রন্থশালা থেকে
মঙ্গলযুগের সর্বশেষ কবির নাম কী?
- ক. বিজয় গুপ্ত
- খ. ভারতচন্দ্র রায়গুণাকর
- গ. মুকুন্দরাম চক্রবর্তী
- ঘ. কানাহরি দত্ত
উত্তরঃ ভারতচন্দ্র রায়গুণাকর
- ক. নবদ্বীপের
- খ. মিথিলার
- গ. বৃন্দাবনের
- ঘ. বর্ধমানের
উত্তরঃ মিথিলার
শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের বড়ায়ি কী ধরনের চরিত্র?
- ক. শ্রী রাধার ননদিনী
- খ. শ্রী রাধার শাশুড়ি
- গ. রাধাকৃষ্ণের প্রেমের দূতী
- ঘ. জনৈক গোপবালা
উত্তরঃ রাধাকৃষ্ণের প্রেমের দূতী
- ক. গ্রামীণ নরনারীর প্রণয়সংবলিত উপাখ্যাকে
- খ. লোক সাধারনের কল্যাণে দেবতার স্তুতিমূলক রচনাকে
- গ. লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদিকে
- ঘ. গ্রামের অশিক্ষিত ও অখ্যাত লোকের সৃষ্ট রচনাকে
উত্তরঃ লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদিকে
বাংলা সাহিত্যে কখন গ্দ্যের সূচনা হয়?
- ক. নবম শতকে
- খ. ত্রয়োদশ শতকে
- গ. ষোড়শ শতকে
- ঘ. উনিশ শতকে
উত্তরঃ উনিশ শতকে
- ক. বাংলাভাষা শিক্ষার্থী ইংরেজ
- খ. ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবক
- গ. একটি সাহিত্যিক গোষ্ঠীর নাম
- ঘ. একটি সাময়িক পত্রের নাম
উত্তরঃ ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবক
দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি?
- ক. বুড়ো সালিকের ঘাড়ে রোঁ
- খ. বিয়ে পাগলা বুড়ো
- গ. কিঞ্চিত জলযোগ
- ঘ. কল্কি অবতার
উত্তরঃ বিয়ে পাগলা বুড়ো
মীর মশাররফ হোসেনের নাটক কোনটি?
- ক. নটির পূজা
- খ. বেহুলা গীতাভিনয়
- গ. নবীন তপস্বিনী
- ঘ. কৃষ্ণকুমারী
উত্তরঃ বেহুলা গীতাভিনয়
কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় কত সালে?
- ক. ১৮১৭ সালে
- খ. ১৮৩২ সালে
- গ. ১৮৫২ সালে
- ঘ. ১৭৫৩ সালে
উত্তরঃ ১৭৫৩ সালে
রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প কোনটি?
- ক. একরাত্রি
- খ. নষ্টনীড়
- গ. ক্ষুধিত পাষাণ
- ঘ. মধ্যবর্তিনী
উত্তরঃ ক্ষুধিত পাষাণ
বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম কী?
- ক. মোতহের হোসেন
- খ. ইসমাইল হোসেন সিরাজী
- গ. মীর মশাররফ হোসেন
- ঘ. ফররুখ আহমদ
উত্তরঃ মীর মশাররফ হোসেন
জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্থ কোনটি?
- ক. ধূসর পাণ্ডুলিপি
- খ. কবিতার কথা
- গ. ঝরা পালক
- ঘ. দুুর্দিনের যাত্রী
উত্তরঃ কবিতার কথা
‘সাত সাগরের মাঝি’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
- ক. কাজী নজরুল ইসলাম
- খ. ফররুখ আহমদ
- গ. আব্দুল কাদির
- ঘ. বন্দে আলী মিয়া
উত্তরঃ ফররুখ আহমদ
বাংলাদেশের ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস কোনটি?
- ক. অগ্নিসাক্ষী
- খ. চিলেকোঠার সেপাই
- গ. আরেক ফাল্গুন
- ঘ. অনেক সূর্যের আশা
উত্তরঃ আরেক ফাল্গুন
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
- ক. শঙ্খনীল কারাগার
- খ. কাঁটাতারে প্রজাপতি
- গ. জাহান্নাম হতে বিদায়
- ঘ. আর্তনাদ
উত্তরঃ জাহান্নাম হতে বিদায়
শওকত ওসমান কোন উপন্যাসের জন্য আদমজী পুরষ্কার লাভ করেন?
- ক. বনী আদম
- খ. জননী
- গ. চৌরসন্ধি
- ঘ. ক্রীতদাসের হাসি
উত্তরঃ ক্রীতদাসের হাসি
বৈদুতিক হিটার ও ইস্ত্রিতে কোন ধাতুর তার ব্যবহার করা হয়?
- ক. তামা
- খ. নাইক্রোম
- গ. স্টেনিয়াম
- ঘ. প্লাটিনাম
উত্তরঃ নাইক্রোম
- ক. ময়মনসিংহ ও নেত্রকোনা
- খ. কক্সবাজার ও রামু
- গ. রংপুর ও দিনাজপুর
- ঘ. সিলেট ও মণিপুর
উত্তরঃ ময়মনসিংহ ও নেত্রকোনা
বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে হয়?
- ক. ৭ই মার্চ, ১৯৭৩
- খ. ৫ই মার্চ, ১৯৭৩
- গ. ৬ইি এপ্রিল, ১৯৭৩
- ঘ. ১১ই এপ্রিল, ১৯৭৩
উত্তরঃ ৭ই মার্চ, ১৯৭৩
বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন কোনটি?
- ক. সেন্টমার্টিন
- খ. লালপুর
- গ. হিলি
- ঘ. লালমোহন
উত্তরঃ সেন্টমার্টিন
- ক. ফ্লোরিডা
- খ. হিউস্টন
- গ. কেপ কেনেডি
- ঘ. টেক্সাস
সঠিক উত্তরের জন্য বিস্তারিত দেখুন
দক্ষিণ আফ্রিকা কত বছর শ্বেতাঙ্গ শাসনে ছিল?
- ক. ৩০০ বছর
- খ. ৩৩৫ বছর
- গ. ৩৪২ বছর
- ঘ. ৫০০ বছর
উত্তরঃ ৩৪২ বছর
বসনিয়ায় যুদ্ধবিরতি স্বাক্ষরের মধ্যস্থতাকারী কে?
- ক. বিল ক্লিনটন
- খ. জিমি কার্টার
- গ. নিক্সন
- ঘ. রিগ্যান
উত্তরঃ জিমি কার্টার
ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্টের নাম কী?
- ক. নিকোলাস সার্কোজি
- খ. জ্যাক শিরাক
- গ. ফ্রসিয়ে মিতেরা
- ঘ. জেনারেল দ্য গল
সঠিক উত্তরের জন্য বিস্তারিত দেখুন
হোয়াংহো নদীর উৎপত্তিস্থল কোথায়?
- ক. হিমালয়
- খ. কুনলুন পর্বত
- গ. ব্লাক ফরেস্ট
- ঘ. আলপস
উত্তরঃ কুনলুন পর্বত
মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে বিভক্তকারী সীমারেখা কোনটি?
- ক. সনোরা লাইন
- খ. ম্যাকনামারা লাইন
- গ. ডুরাল্ড লাইন
- ঘ. হিন্ডারবার্গ লাইন
উত্তরঃ সনোরা লাইন
বিশ্বের কোন দেশের সাক্ষরতার হার ১০০%?
- ক. পোল্যান্ড
- খ. লিথুয়ানিয়া
- গ. কাজাকস্তান
- ঘ. স্লোভাকিয়া
উত্তরঃ লিথুয়ানিয়া
রেফ্রিজারেটরে কমপ্রেশারের কাজ কী?
- ক. ফ্রেয়নকে ঘনীভূত করা
- খ. ফ্রেয়নকে বাষ্পে পরিণত করা
- গ. ফ্রেয়নকে সংকুচিত করে এর তাপ ও তাপমাত্রা বাড়ানো
- ঘ. ফ্রেয়নকে ঠান্ডা করা
উত্তরঃ ফ্রেয়নকে বাষ্পে পরিণত করা
এক গ্রাম পানির তাপমাত্রা ২০o হতে ৩০o সেলসিয়াস বৃদ্ধির জন্যে কত তাপের প্রয়োজন?
- ক. ১ ক্যালরি
- খ. ২ ক্যালরি
- গ. ৩ ক্যালরি
- ঘ. ৪ ক্যালরি
সঠিক উত্তরের জন্য বিস্তারিত দেখুন
কোন শব্দ শোনার পরে কত সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মস্তিষ্কে থাকে?
- ক. ১ সেকেন্ড
- খ. ০.১ সেকেন্ড
- গ. ০.০১ সেকেন্ড
- ঘ. ০.০০১ সেকেন্ড
উত্তরঃ ০.১ সেকেন্ড
টেপ রেকর্ডার এবং কম্পিউটারের স্মৃতির ফিতায় কী ধরনের চুম্বক ব্যবহৃত হয়?
- ক. স্থায়ী চুম্বক
- খ. অস্থায়ী চুম্বক
- গ. সংকর চুম্বক
- ঘ. প্রাকৃতিক চুম্বক
উত্তরঃ স্থায়ী চুম্বক
পৃথিবীতে কখন ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানি এটা তৈরি করে?
- ক. কমপ্যাক, ১৯৮৫
- খ. এপসন, ১৯৮১
- গ. আইবিএম, ১৯৮৩
- ঘ. অ্যাপল, ১৯৭৭
উত্তরঃ এপসন, ১৯৮১
বিদ্যুৎ বিলের হিসাব কীভাবে করা হয়?
- ক. ওয়াট আওয়ারে
- খ. ওয়াটে
- গ. ভোল্টে
- ঘ. কিলোওয়াট ঘণ্টায়
উত্তরঃ কিলোওয়াট ঘণ্টায়
পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে কোন ধাতু ব্যবহৃত হয়?
- ক. সোডিয়াম
- খ. পটাশিয়াম
- গ. ম্যাগনেশিয়াম
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ সোডিয়াম
- ক. ভিটামিন-ই
- খ. ভিটামিন-কে
- গ. ভিটামিন-বি কমপ্লেক্স
- ঘ. ভিটামিন-এ
উত্তরঃ ভিটামিন-বি কমপ্লেক্স
উদ্ভিদের পাতা হলদে হয়ে যায় কিসের অভাবে?
- ক. নাইট্রোজেনর
- খ. ফসফরাসের
- গ. ইউরিয়ার
- ঘ. পটাশিয়ামের
উত্তরঃ নাইট্রোজেনর
মানুষের স্পাইসাল কর্ডের দৈর্ঘ্য কত?
- ক. ১৫ ইঞ্চি (প্রায়)
- খ. ১৭ ইঞ্চি (প্রায়)
- গ. ১৮ ইঞ্চি (প্রায়)
- ঘ. ২০ ইঞ্চি (প্রায়)
উত্তরঃ ১৮ ইঞ্চি (প্রায়)
- ক. কোষের অস্বাভাবিক মৃত্যু
- খ. কোষের অস্বাভাবিক বৃদ্ধি
- গ. কোষের অস্বাভাবিক জমাট বাঁধা
- ঘ. উপরের সবগুলি
উত্তরঃ কোষের অস্বাভাবিক বৃদ্ধি
- ক. অগ্ন্যাশয় হতে
- খ. প্যানক্রিয়াস হতে
- গ. লিভার হতে
- ঘ. পিটুইটারী গ্লান্ড হতে
সঠিক উত্তরের জন্য বিস্তারিত দেখুন
জীবজগতের জন্যে সবচেয়ে ক্ষতিকারক রশ্মি কোনটি?
- ক. আলট্রা-ভায়োলেট রশ্মি
- খ. বিটা রশ্মি
- গ. আলফা রশ্মি
- ঘ. গামা রশ্মি
উত্তরঃ গামা রশ্মি
জনসংখ্যা বৃদ্ধির ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কী?
- ক. প্রাকৃতিক পরিবেশ
- খ. সামাজিক পরিবেশ পরিবেশ
- গ. বায়বীয় পরিবেশ
- ঘ. সাংস্কৃতিক পরিবেশ
উত্তরঃ প্রাকৃতিক পরিবেশ
কোথায় দিন রাত্রি সর্বত্র সমান?
- ক. মেরু অঞ্চলে
- খ. নিরক্ষরেখায়
- গ. উত্তর অঞ্চলে
- ঘ. দক্ষিণ অঞ্চলে
উত্তরঃ নিরক্ষরেখায়
ছায়াপথ তার নিজ অক্ষকে কেন্দ্র করে ঘুরে আসতে যে সময় লাগে তাকে কী বলে?
- ক. সৌর বছর
- খ. কসমিক ইয়ার
- গ. আলোক বর্ষ
- ঘ. পলিসার
উত্তরঃ কসমিক ইয়ার
A rocket flying to the moon dose not need wings because-
- ক. it has no engine
- খ. space has too much dust
- গ. it has no fuel
- ঘ. space is airless
উত্তরঃ space is airless
- ক. lightness
- খ. heaviness
- গ. elasticity
- ঘ. viscosity
উত্তরঃ elasticity
Julius Ceasar was the ruler of Rome about-
- ক. 1000 years ago
- খ. 1500 years ago
- গ. 2000 years ago
- ঘ. 3000 years ago
উত্তরঃ 2000 years ago
- ক. Astrology
- খ. Cryptology
- গ. Astronomy
- ঘ. Telescopy
উত্তরঃ Astronomy
He - consciouusness as a result of his head hitting the car's dashboard.
- ক. failed
- খ. broke
- গ. lost
- ঘ. passed
উত্তরঃ lost
Only after I - home, did I remember my doctor's appoinment.
- ক. going
- খ. go
- গ. went
- ঘ. gone
উত্তরঃ went
When they had their first child, they put - a large sum for his education.
- ক. aside
- খ. beside
- গ. outside
- ঘ. under
উত্তরঃ aside
Dhaka is becoming one of the - cities in Asia.
- ক. more busy
- খ. busy
- গ. busiest
- ঘ. most busiest
উত্তরঃ busiest
Rizvi requested Rini - telephone to attend the meeting.
- ক. over
- খ. through
- গ. with
- ঘ. by
উত্তরঃ over
- ক. to adjust
- খ. to accompany
- গ. to interest
- ঘ. to walk
উত্তরঃ to adjust
'If winter comes, can spring be far behind?' These lines were written by-
- ক. Keats
- খ. Frost
- গ. Eliot
- ঘ. Shelley
উত্তরঃ Shelley
We were waiting for the bus. The underlined part is-
- ক. a nout phrase
- খ. an infinitive phrase
- গ. a prepositional phrase
- ঘ. a verd phrase
উত্তরঃ a prepositional phrase
The word "disinterested" means-
- ক. lack of interest
- খ. indifferent
- গ. callous
- ঘ. neutral
উত্তরঃ neutral
Who did write first English dictonary?
- ক. Boswell
- খ. Ben Jonson
- গ. Samuel Johnson
- ঘ. Milton
উত্তরঃ Samuel Johnson
New programs will be - next week in Bangladesh Television.
- ক. telecast
- খ. published
- গ. telecasted
- ঘ. broadcasted
উত্তরঃ telecast
- ক. election office
- খ. a body of voters
- গ. many elections
- ঘ. candidates
উত্তরঃ a body of voters
- ক. George Orwell
- খ. Stevenson
- গ. Swift
- ঘ. Mark Twain
উত্তরঃ George Orwell
- ক. This is an unique case
- খ. This is a unique case
- গ. This is a veru unique case
- ঘ. This is the most unique case
উত্তরঃ This is a unique case
- ক. ৮৫৪৫০ টি
- খ. ৮৪৫০০ টি
- গ. ৮৫৫০০ টি
- ঘ. ৮৩৯০০ টি
সঠিক উত্তরের জন্য বিস্তারিত দেখুন
He had written the book before he-
- ক. retired
- খ. had retired
- গ. has retired
- ঘ. will be retired
উত্তরঃ retired
- ক. সংবাদ সংস্থা
- খ. পরিবেশ সংস্থা
- গ. গোয়েন্দা সংস্থা
- ঘ. মানবাধিকার সংস্থা
উত্তরঃ গোয়েন্দা সংস্থা