কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ সহকারী কৃষি কর্মকর্তা
নিচের কোনটি অপিনিহিতির উদাহরণ?
- ক. স্কুল>ইস্কুল
- খ. রত্ন > রতন
- গ. সত্য>সত্যি
- ঘ. বাক্য>কাইক্য
উত্তরঃ বাক্য>কাইক্য
‘উজানের কৈ’ বাগধারাটির অর্থ কি?
- ক. দুরন্ত ব্যক্তি
- খ. একই স্বভাবের লোক
- গ. ক্ষণস্থায়ী
- ঘ. সহজলভ্য
উত্তরঃ সহজলভ্য
‘ছোট ছোট ডাল কেটে ফেল’ এই বাক্যে ‘ছোট ছোট’ কি অর্থে ব্যবহৃত হয়েছে?
- ক. সামান্যতা বোঝাতে
- খ. পরস্পরতা বোঝাতে
- গ. তীব্রতা বোঝাতে
- ঘ. আধিক্য বোঝাতে
উত্তরঃ আধিক্য বোঝাতে
‘প্রতীক্ষা’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. প্রতি + ইক্ষা
- খ. প্রতি + ঈক্ষা
- গ. প্রতী + ইক্ষা
- ঘ. প্রতি + ইক্ষ
উত্তরঃ প্রতি + ঈক্ষা
‘বসন্ত কুমারী’ নাটকটির রচয়িতা কে?
- ক. শরৎচন্দ্র চট্টোপ্যাধায়
- খ. মীর মশাররফ হোসেন
- গ. দ্বিজেন্দ্রলাল রায়
- ঘ. মধুসূদন দত্ত
উত্তরঃ মীর মশাররফ হোসেন
এক কথায় প্রকাশ করুন ‘যার চক্ষু লজ্জা নেই’ -
- ক. চশমখোর
- খ. নির্লজ্জ
- গ. চোষ্য
- ঘ. লজ্জাহীন
উত্তরঃ চশমখোর
- ক. পরিষ্কার
- খ. নমষ্কার
- গ. আস্পদ
- ঘ. ধ্বংশ
সঠিক উত্তরের জন্য বিস্তারিত দেখুন
Which of the following is synonym to the word 'Strait'?
- ক. Direct
- খ. Conventional
- গ. Channel
- ঘ. Straightfoward
উত্তরঃ Channel
Which of the following is synonym to the word 'Dillgence'?
- ক. Delightfulness
- খ. Thoroughness
- গ. Meticulousness
- ঘ. Attentiveness
উত্তরঃ Delightfulness
Which of the following is antonymto the word 'Evolution'?
- ক. Devaluation
- খ. Development
- গ. Regress
- ঘ. Growth
উত্তরঃ Regress
Which of the following is antonymto the word 'Evaluation'?
- ক. Assessment
- খ. Appraisal
- গ. Judgment
- ঘ. All of these
উত্তরঃ All of these
I know that he will come. Here 'I know ' is -
- ক. Adverbial Clause
- খ. Adjective Clause
- গ. Noun Clause
- ঘ. main clause
উত্তরঃ main clause
' I cut myself'. Here Myself is a/an -
- ক. Noun
- খ. Reflexive pronoun
- গ. Adverb
- ঘ. Adjective
উত্তরঃ Reflexive pronoun
Which of the following is the masculine gender of 'mare'?
- ক. Stallion
- খ. Mermaid
- গ. Bear
- ঘ. Dpg
উত্তরঃ Stallion
Which of the following is the adjective form of 'heart'?
- ক. Heartful
- খ. Hearten
- গ. Hearting
- ঘ. Heart
উত্তরঃ Hearting
ফারহান ৩০০ টাকা দিয়ে একটি ঘড়ি কিনে ২৫% লোকসানে বিক্রয় করল। ঘড়িটি সে কত দামে বিক্রয় করল?
- ক. ১৭২
- খ. ১৪৪
- গ. ২২৫
- ঘ. ৩৬০
উত্তরঃ ২২৫
একটি বর্গাকার জমির এক পাশের দৈর্ঘ্য ২৪ ফুট হলে, ঐ জমির ক্ষেত্রফল কত বর্গফুট?
- ক. ২৪০
- খ. ৫৭৬
- গ. ৪৮০
- ঘ. ৫৮০
উত্তরঃ ৫৭৬
রহিমা ২০% সরল সুদে ৮০০ টাকা এবং ১৫% সরল সুদে ৬০০ টাকা বিনিয়োগ করল। এক বছর পর কত টাকা সুদ পাবেন?
- ক. ২০৫ টাকা
- খ. ২৫০ টাকা
- গ. ২২৫ টাকা
- ঘ. ২৯০ টাকা
উত্তরঃ ২৫০ টাকা
একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু ১৬ মিটার। ত্রিভুজের ক্ষেত্রফল কত?
- ক. ১৬ বর্গমিটার
- খ. ৩২ বর্গমিটার
- গ. ৬৪ বর্গমিটার
- ঘ. কোনোটিই নয়
উত্তরঃ কোনোটিই নয়
- ক. ৩৭৮ টাকা
- খ. ৩৮৭ টাকা
- গ. ৩৯০ টাকা
- ঘ. কোনোটিই নয়
উত্তরঃ ৩৭৮ টাকা
পিয়াল ও পুনমের বয়সের অনুপাত ৭ঃ৩। চার বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ১৩ঃ৫। বর্তমানে পুনমের বয়স কত?
- ক. ২৪ বছর
- খ. ১৬ বছর
- গ. ১২ বছর
- ঘ. ৮ বছর
উত্তরঃ ২৪ বছর
- ক. ২০ মিটার
- খ. ২২ মিটার
- গ. ১৮ মিটার
- ঘ. ২৬ মিটার
উত্তরঃ ২০ মিটার
১০টি সংখ্যার যোগফল ৪৬২। এদের প্রথম চারটির গড় ৫০ এবং শেষ পাঁচটির গড় ৪০ হলে পঞ্চম সংখ্যাটি কত?
- ক. ৬৫
- খ. ৬৪
- গ. ৬৮
- ঘ. ৬২
উত্তরঃ ৬২
নিচের কোন গাছটি জীবন্ত বেড়া হিসেবে ব্যবহারযোগ্য নয়?
- ক. ঢোল কলমি
- খ. বাকলা
- গ. গর্জন
- ঘ. নিশিন্দা
উত্তরঃ গর্জন
- ক. পামরি
- খ. থ্রিফস
- গ. রুটনট
- ঘ. লেদা
উত্তরঃ থ্রিফস
নিচের কোন শর্করাটি উদ্ভিদের কোষ প্রাচীরে পাওয়া যায়?
- ক. স্টার্চ
- খ. সেলুলোজ
- গ. গ্লাইকোজেন
- ঘ. ক ও খ
উত্তরঃ সেলুলোজ
নিচের কোন রাসায়নিক সারটি নাইট্রোজেনের অভাব পূরণ করে?
- ক. টিএসপি
- খ. ইউরিয়া
- গ. জিংক ফসফেট
- ঘ. জিপসাম
উত্তরঃ ইউরিয়া
ভ্রুণাক্ষের যে অংশে বীজপত্র যুক্ত থাকে তাকে কি বলে?
- ক. ভ্রূণপত্রাধিকাণ্ড
- খ. ভ্রূণমূল
- গ. ভ্রূণমুকুল
- ঘ. ভ্র্রণপর্ব
উত্তরঃ ভ্রূণমূল
নিচের কোনটি উফশী ধানের বৈশিষ্ট্য?
- ক. সার গ্রহণ ক্ষমতা বেশি
- খ. খরা সহিষ্ণু
- গ. পাতা খাড়া
- ঘ. ক ও গ উভয়ই
উত্তরঃ ক ও গ উভয়ই
বীজ কেনার সময় কোন রংয়ের ট্যাগ দেখে বুঝা যাবে যে এটা প্রত্যয়িত বীজ?
- ক. সাদা
- খ. নীল
- গ. সবুজ
- ঘ. হলুদ
উত্তরঃ নীল
নিচের কোনটি ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড বা রাইজোমের মাধ্যমে বংশ বিস্তার করে?
- ক. রসুন
- খ. আদা
- গ. আলু
- ঘ. পটল
উত্তরঃ আদা
ভেজাল টিএসপি সার চেনার উপায় কি?
- ক. পানিতে মিশালে ঘোলা দ্রবণ তৈরি করে
- খ. অম্লস্বাদ যুক্ত ঝাঝালো গন্ধের অনুপস্থিতি
- গ. ভঙ্গুর
- ঘ. ক, খ ও গ সবগুলোই
উত্তরঃ ক, খ ও গ সবগুলোই
নিচের কোন গাছগুলোতে ক্যাপিসিং করা হয়?
- ক. শাল, গামারি, কড়ই
- খ. আম, জাম, কাঁঠাল
- গ. নারিকেল, শুপারি
- ঘ. পেঁপে, পেয়ারা
উত্তরঃ শাল, গামারি, কড়ই
নিচের কোন গাছগুলোকে ক্যাপিসিং করা হয়?
- ক. শাল, গামারি, কড়ই
- খ. আম, জাম, কাঁঠাল
- গ. নারিকেল, শুপারি
- ঘ. পেঁপে, পেয়ারা
উত্তরঃ শাল, গামারি, কড়ই
পুকুরে চাষকৃত মাছকে আলফাটক্সিন সংক্রমিত ও অপরিশোধিত তৈরি খাদ্য খাওয়ালে কোন রোগ হয়?
- ক. হেপাটোমা
- খ. রক্ত শূন্যতা
- গ. অস্ত্রে রক্ষক্ষরণ
- ঘ. যকৃত ফুলে যাওয়া
উত্তরঃ হেপাটোমা
বাংলাদেশে স্বল্পমেয়াদী ফলের মাঝে কোনটি সবচেয়ে বেশি উৎপন্ন হয়?
- ক. আনারস
- খ. পেঁপে
- গ. কলা
- ঘ. তরমুজ
উত্তরঃ কলা
নিচের কোন গাছটি কাটং এর মাধ্যমে বংশ বিস্তার করতে পারে?
- ক. আপেল
- খ. পাথরকুচি
- গ. জলপাই
- ঘ. চন্দ্রমল্লিকা
উত্তরঃ পাথরকুচি
- ক. সুপ্রিম একাডেমি
- খ. ডায়েট
- গ. পার্লামেন্ট
- ঘ. অ্যাসেম্বলি
উত্তরঃ ডায়েট
বাংলাদেশের মসলা গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
- ক. বগুড়া, শিবগঞ্জে
- খ. কক্সবাজার
- গ. দিনাজপুর
- ঘ. রাজশাহী
উত্তরঃ বগুড়া, শিবগঞ্জে
বাংলাদেশ জিওলজিক্যাল সার্ভের রিপোর্ট অনুযায়ী সম্প্রতি কোন জেলায় লোহার খনির সন্ধান পাওয়া গেছে?
- ক. ফরিদপুর
- খ. দিনাজপুর
- গ. রংপুর
- ঘ. রাজশাহী
উত্তরঃ দিনাজপুর
- ক. ফিনল্যান্ড
- খ. সুইডেন
- গ. জার্মানি
- ঘ. ফ্রান্স
উত্তরঃ জার্মানি
বাখরাবাদ গ্যাস ক্ষেত্রটি কোন জেলায় অবস্থিত?
- ক. কুমিল্লা
- খ. সাতক্ষীরা
- গ. ভোলা
- ঘ. ফিরোজপুর
উত্তরঃ কুমিল্লা
ফুড এ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন (FAO) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
- ক. নিউইয়র্ক
- খ. ইতালি (রোম)
- গ. জেনেভা
- ঘ. লন্ডন
উত্তরঃ ইতালি (রোম)
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের মধ্যদিয়ে বাংলাদেশ কততম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইটের মালিক হয়?
- ক. ৫৭
- খ. ৬৭
- গ. ৮৭
- ঘ. ৯৭
উত্তরঃ ৫৭
কাটারিভোগ চাল উৎপাদনে বিখ্যাত কোন জায়গা?
- ক. দিনাজপুর
- খ. ময়মনসিংহ
- গ. জামালপুর
- ঘ. কুমিল্লা
উত্তরঃ দিনাজপুর
বাংলাদেশের সবচেয়ে কম বসতিপূর্ণ জেলা কোনটি?
- ক. বান্দরবান
- খ. রাঙ্গামাটি
- গ. খাগড়াছড়ি
- ঘ. মেহেরপুর
উত্তরঃ বান্দরবান
- ক. দক্ষিণ আমেরিকা
- খ. উত্তর আমেরিকা
- গ. এশিয়া
- ঘ. ইউরোপ
উত্তরঃ দক্ষিণ আমেরিকা
২০১৮ সালে বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
- ক. ব্রাজিল
- খ. ইংল্যান্ড
- গ. ক্রোয়েশিয়া
- ঘ. ফ্রান্স
উত্তরঃ ফ্রান্স
- ক. মৌমাছি পালন
- খ. পাখি পালন
- গ. রেশম গুটি চাষ
- ঘ. পশু পালন
উত্তরঃ মৌমাছি পালন
কোন লঘিষ্ঠ সংখ্যাকে ১২ এবং ১৬ দ্বারা ভাগ করলে অবশিষ্ট হবে যথাক্রমে ৫ এবং ৯ হবে?
- ক. ৪৮
- খ. ৩৯
- গ. ৫৩
- ঘ. ৪১
উত্তরঃ ৪১
A serious play with a sad ending is called a -
- ক. Comedy
- খ. Farce
- গ. Melodrama
- ঘ. Tragedy
উত্তরঃ Tragedy