সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক

‘ব্যাকরণ’ শব্দের সঠিক অর্থ কোনটি?

  • ক. বিশেষভাবে বিভাজন
  • খ. বিশেষভাবে বিশ্লেষণ
  • গ. বিশেষভাবে বিয়োজন
  • ঘ. বিশেষভাবে সংযোজন

উত্তরঃ বিশেষভাবে বিশ্লেষণ

বিস্তারিত

নিচের কোনটি পর্তুগিজ শব্দ?

  • ক. চামচ
  • খ. আলপিন
  • গ. চাকু
  • ঘ. ছুরি

উত্তরঃ আলপিন

বিস্তারিত

শব্দের মূলকে কী বলে?

  • ক. প্রকৃতি
  • খ. ধাতু
  • গ. মৌলিক শব্দ
  • ঘ. সংজ্ঞা

উত্তরঃ প্রকৃতি

বিস্তারিত

বাংলা ভাষায় ব্যঞ্জন বর্ণের সংখ্যা কতটি?

  • ক. ১৩টি
  • খ. ১১টি
  • গ. ৪৯টি
  • ঘ. ৩৯টি

উত্তরঃ ৩৯টি

বিস্তারিত

সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন কোন পদে বেশি?

  • ক. বিশেষ্য ও বিশেষণ পদ
  • খ. ক্রিয়া ও সর্বনাম পদে
  • গ. বিশেষ্য ও ক্রিয়া পদে
  • ঘ. বিশেষণ ও ক্রিয়া পদে

উত্তরঃ ক্রিয়া ও সর্বনাম পদে

বিস্তারিত

আগুন’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

  • ক. অংশু
  • খ. জ্যোতি
  • গ. ভাতি
  • ঘ. অনল

উত্তরঃ অনল

বিস্তারিত

কোন বানানটি শুদ্ধ?

  • ক. ইতিপূর্বে
  • খ. ইতোপূর্বে
  • গ. ইতপূর্বে
  • ঘ. ইতঃপূর্বে

উত্তরঃ ইতঃপূর্বে

বিস্তারিত

‘দুর্গতি’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

  • ক. দুঃ + গতি
  • খ. দুর + গতি
  • গ. দূর + গতি
  • ঘ. দুস + গতি

উত্তরঃ দুঃ + গতি

বিস্তারিত

‘বিলাপ’ এর বিপরীত শব্দ কোনটি?

  • ক. অপলাপ
  • খ. রোদন
  • গ. প্রলাপ
  • ঘ. হাস্য

উত্তরঃ হাস্য

বিস্তারিত

‘তিনি ধনী কিন্তু কৃপণ’ - কোন জাতীয় বাক্যের উদাহরণ?

  • ক. জটিল
  • খ. যৌগিক
  • গ. সরল
  • ঘ. মিশ্র

উত্তরঃ যৌগিক

বিস্তারিত

‘রাই কুড়িয়ে বেল’ বাগধারাটির অর্থ কোনটি?

  • ক. ক্ষুদ্র থেকে বড়
  • খ. দরিদ্র থেকে ধনী
  • গ. চৌর্যবৃত্তি
  • ঘ. কৃষিকাল

উত্তরঃ ক্ষুদ্র থেকে বড়

বিস্তারিত

‘যে আপরান রং লুকায়’ তাকে এক কথায় কী বলে?

  • ক. অদৃশ্য
  • খ. বর্ণচোরা
  • গ. ভূতপূর্ব
  • ঘ. ফুলেল

উত্তরঃ বর্ণচোরা

বিস্তারিত

বাক্যের পরিসমাপ্তি বোঝাতে কোন চিহ্ন ব্যবহৃত হয়?

  • ক. কোলন
  • খ. দাঁড়ি
  • গ. হাইফেন
  • ঘ. সেমিকোলন

উত্তরঃ দাঁড়ি

বিস্তারিত

বাংলা ভাষায় যতিচিহ্নের প্রচলন করেন কে?

  • ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • গ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • ঘ. প্যারীচাঁদ মিত্র

উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

বিস্তারিত

‘অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে’ কার?

  • ক. উপসর্গ
  • খ. সন্ধি
  • গ. সমাস
  • ঘ. কারক

উত্তরঃ উপসর্গ

বিস্তারিত

বাংলা সাহিত্যের ‘যুগ সন্ধিক্ষণের’ কবি কে?

  • ক. বিহারীলাল চক্রবর্তী
  • খ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
  • গ. বড়ু চণ্ডীদাস
  • ঘ. কামিনী রায়

উত্তরঃ ঈশ্বরচন্দ্র গুপ্ত

বিস্তারিত

বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে?

  • ক. মাইকেল মধুসূদন দত্ত
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. সত্যেন্দ্রনাথ দত্ত
  • ঘ. বিহারীলাল চক্রবর্তী

উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত

বিস্তারিত

‘বনফুল’ কোন লেখকের ছদ্মনাম?

  • ক. টেকচাঁদ ঠাকুর
  • খ. রাজশেখর বসু
  • গ. বলাইচাঁদ মুখোপাধ্যায়
  • ঘ. প্রমথ চৌধুরী

উত্তরঃ বলাইচাঁদ মুখোপাধ্যায়

বিস্তারিত

‘গৌড়ীয় ব্যাকরণ” কার রচনা?

  • ক. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
  • খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • গ. রাজা রামমোহন রায়
  • ঘ. পাণিনি

উত্তরঃ রাজা রামমোহন রায়

বিস্তারিত

‘পাখি সব করে রব রাতি পোহাইল’ - পঙক্তিটির রচয়িতা কে?

  • ক. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
  • খ. বিহারীলাল চক্রবর্তী
  • গ. মদনমোহন তর্কালঙ্কার
  • ঘ. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়

উত্তরঃ মদনমোহন তর্কালঙ্কার

বিস্তারিত

রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান?

  • ক. সোনার তরী
  • খ. গীতাঞ্জলি
  • গ. নৈবেদ্য
  • ঘ. চিত্রা

উত্তরঃ গীতাঞ্জলি

বিস্তারিত

‘কাঁদো নদী কাঁদো’ কার উপন্যাস?

  • ক. হুমায়ূন আহমেদ
  • খ. সৈয়দ ওয়ালীউল্লাহ
  • গ. রশীদ করীম
  • ঘ. আবুল ফজল

উত্তরঃ সৈয়দ ওয়ালীউল্লাহ

বিস্তারিত

হুমায়ূন আহমেদের ‘শ্যামল ছায়া’ উপন্যাসের পটভূমি হচ্ছে -।

  • ক. নগর জীবন
  • খ. জেলেদের জীবন
  • গ. বাংলাদেশের মুক্তিযুদ্ধ
  • ঘ. গ্রামীণ জীবন

উত্তরঃ বাংলাদেশের মুক্তিযুদ্ধ

বিস্তারিত

‘শেষের কবিতা’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের রচনা?

  • ক. নাটক
  • খ. কাব্যগ্রন্থ
  • গ. উপন্যাস
  • ঘ. ছোটগল্প

উত্তরঃ উপন্যাস

বিস্তারিত

‘মৈয়মননসিংহ গীতিকা’ -এর সংগ্রাহক কে ছিলেন?

  • ক. চন্দ্রকুমার দে
  • খ. দীনেশচন্দ্র সেন
  • গ. আশুতোষ ভট্টাচার্য
  • ঘ. দক্ষিণারঞ্জন মিত্র

উত্তরঃ চন্দ্রকুমার দে

বিস্তারিত

‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ কাব্যনাটকের রচয়িতা কে?

  • ক. শামসুর রাহমান
  • খ. আল মাহমুদ
  • গ. সৈয়দ শামসুল হক
  • ঘ. আব্দুল্লাহ আল মামুন

উত্তরঃ সৈয়দ শামসুল হক

বিস্তারিত

‘পুতুল নাচের ইতিকথা’ উপন্যাসের রচয়িতা কে?

  • ক. সুনীল গঙ্গোপাধ্যায়
  • খ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  • গ. মানিক বন্দ্যোপাধ্যায়
  • ঘ. সেলিনা হোসেন

উত্তরঃ মানিক বন্দ্যোপাধ্যায়

বিস্তারিত

কবি শামসুর রাহমানের পৈতৃক নিবাস কোন গ্রামে?

  • ক. পাড়াতলা
  • খ. পাহাড়পুর
  • গ. পাড়াতলী
  • ঘ. চরপাড়া

উত্তরঃ পাড়াতলী

বিস্তারিত

মুনীর চৌধুরীর ‘কবর’ নাটকের পরিপ্রেক্ষিত হচ্ছে -।

  • ক. পলাশীর যুদ্ধ
  • খ. পানিপথের যুদ্ধ
  • গ. ভাষা আন্দোলন
  • ঘ. মুক্তিযুদ্ধ

উত্তরঃ ভাষা আন্দোলন

বিস্তারিত

‘সিরাজুম মুনীরা’ কাব্যগ্রন্থের কবি কে?

  • ক. আহসান হাবীব
  • খ. ফররুখ আহমদ
  • গ. আবুল হোসেন
  • ঘ. সৈয়দ আলী আহসান

উত্তরঃ ফররুখ আহমদ

বিস্তারিত

কাজী নজরুল ইসলামের ‘আলেয়া’ কোন ধরনের রচনা?

  • ক. কবিতা
  • খ. উপন্যাস
  • গ. গল্প
  • ঘ. গীতিনাট্য

উত্তরঃ গীতিনাট্য

বিস্তারিত

‘স্বভাব কবি’ বলা হয় কাকে?

  • ক. সত্যেন্দ্রনাথ দত্ত
  • খ. বিহারীলাল চক্রবর্তী
  • গ. নবীনচন্দ্র সেন
  • ঘ. গোবিন্দচন্দ্র দাস

উত্তরঃ গোবিন্দচন্দ্র দাস

বিস্তারিত

‘হুলিয়া’ কবিতার কবি কে?

  • ক. হুমায়ুন কবির
  • খ. নির্মলেন্দু গুণ
  • গ. আবুল হাসান
  • ঘ. শামসুর রাহমান

উত্তরঃ নির্মলেন্দু গুণ

বিস্তারিত

‘মধুমালতী’ কাব্যগ্রন্থের কবি হলেন -

  • ক. শাহ গরীবুল্লাহ
  • খ. সৈয়দ সুলতান
  • গ. জৈনুদ্দীন
  • ঘ. সৈয়দ হামজা

উত্তরঃ সৈয়দ হামজা

বিস্তারিত

মুকুন্দরাম চক্রবর্তী রচিত কাব্যগ্রন্থের নাম কি?

  • ক. চণ্ডীমঙ্গল
  • খ. মনসামঙ্গল
  • গ. অন্নদামঙ্গল
  • ঘ. ধর্মমঙ্গল

উত্তরঃ চণ্ডীমঙ্গল

বিস্তারিত

নিচের কোনটি জীবনানন্দ দাশের রচনা?

  • ক. ঝরা পালক
  • খ. অগ্নিবীণা
  • গ. দোলনচাঁপা
  • ঘ. পূবের হাওয়া

উত্তরঃ ঝরা পালক

বিস্তারিত

‘বিসর্জন’ রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত -।

  • ক. কাব্যনাটক
  • খ. উপন্যাস
  • গ. আত্মজীবনী
  • ঘ. ছোটগল্প

উত্তরঃ কাব্যনাটক

বিস্তারিত

‘নদী ও নারী’ উপন্যাসের রচয়িতা কে?

  • ক. হুমায়ুন কবির
  • খ. আবুল ফজল
  • গ. আকবর আলী
  • ঘ. শওকত ওসমান

উত্তরঃ হুমায়ুন কবির

বিস্তারিত

মধ্যযুগের বাংলাভঅষা ও সাহিত্যের প্রথম নিদর্শন কী?

  • ক. চৈতন্যচরিতামৃত
  • খ. বৈষ্ণব পদাবলি
  • গ. শ্রীকৃষ্ণকীর্তন
  • ঘ. শ্রীকৃষ্ণ বিজয়

উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তন

বিস্তারিত

‘বসন্তকুমারী’ নাটকের নাট্যকার হলেন -

  • ক. দীনবন্ধু মিত্র
  • খ. মাইকেল মধুদূদন দত্ত
  • গ. উমেশচন্দ্র মিত্র
  • ঘ. মীর মশাররফ হোসেন

উত্তরঃ মীর মশাররফ হোসেন

বিস্তারিত

‘সতী ময়না ও লোরচন্দ্রানী’ আখ্যানের রচয়িতা কে?

  • ক. দৌলত কাজী
  • খ. শাহ মুহম্মদ সগীর
  • গ. সৈয়দ সুলতান
  • ঘ. সৈয়দ হামজা

উত্তরঃ দৌলত কাজী

বিস্তারিত

The word 'parent' means -

  • ক. fateher
  • খ. mother
  • গ. father and mother
  • ঘ. father or mother

উত্তরঃ father or mother

বিস্তারিত

Fill in the gap : He succeed by dint - hard work.

  • ক. for
  • খ. of
  • গ. off
  • ঘ. with

উত্তরঃ of

বিস্তারিত

The teacher is popular - his students.

  • ক. to
  • খ. between
  • গ. with
  • ঘ. of

উত্তরঃ with

বিস্তারিত

Alexander Fleming - penecillin.

  • ক. inventing
  • খ. discovered
  • গ. invented
  • ঘ. made

উত্তরঃ discovered

বিস্তারিত

The word 'lunar' is related to -.

  • ক. sun
  • খ. planet
  • গ. moon
  • ঘ. air

উত্তরঃ moon

বিস্তারিত

Dogs bark, what do horses do?

  • ক. Hum
  • খ. Neigh
  • গ. Hiss
  • ঘ. Croak

উত্তরঃ Neigh

বিস্তারিত

'Few adn far between' means -

  • ক. rarely
  • খ. not very far
  • গ. in between
  • ঘ. long distance

উত্তরঃ rarely

বিস্তারিত

Which one of the following does not mean 'a road'?

  • ক. alley
  • খ. boulevard
  • গ. track
  • ঘ. lagoon

উত্তরঃ lagoon

বিস্তারিত

'Tertiary' means -

  • ক. primary
  • খ. territorial
  • গ. terrible
  • ঘ. third in order

উত্তরঃ third in order

বিস্তারিত

Which one is in plural number?

  • ক. data
  • খ. goose
  • গ. basis
  • ঘ. formula

উত্তরঃ data

বিস্তারিত

Which one is in singular number?

  • ক. lice
  • খ. errata
  • গ. phenomemon
  • ঘ. mice

উত্তরঃ phenomemon

বিস্তারিত

The verb form of the word 'dear' is

  • ক. dear
  • খ. indear
  • গ. endear
  • ঘ. exdear

উত্তরঃ endear

বিস্তারিত

The verb form of the word 'dear' is -.

  • ক. dear
  • খ. indear
  • গ. endear
  • ঘ. exdear

উত্তরঃ endear

বিস্তারিত

Find out the masculine gender :

  • ক. witch
  • খ. drone
  • গ. num
  • ঘ. mare

উত্তরঃ drone

বিস্তারিত

Identify the feminine gender :

  • ক. buck
  • খ. bitch
  • গ. groom
  • ঘ. actor

উত্তরঃ bitch

বিস্তারিত

Shakespeare is known mostly for his -.

  • ক. poetry
  • খ. novels
  • গ. short stories
  • ঘ. plays

উত্তরঃ plays

বিস্তারিত

Which one of the following sentence is correct?

  • ক. One of my friends are lawyer.
  • খ. One of my friends is a lawyer.
  • গ. One of my friend is a lawyer.
  • ঘ. One of my friends are lawyers.

উত্তরঃ One of my friends is a lawyer.

বিস্তারিত

The correct passive of 'Medha was writting a letter' is -.

  • ক. A letter was writing by Medha.
  • খ. A letter was being writing by Medha.
  • গ. A letter was being written by Medha.
  • ঘ. A letter was been written by Medha.

উত্তরঃ A letter was being written by Medha.

বিস্তারিত

Identify the correct sentence.

  • ক. Why you have done this?
  • খ. Why did you have done this?
  • গ. Why have you done this?
  • ঘ. Why you had done this?

উত্তরঃ Why have you done this?

বিস্তারিত

The word 'ecological' is related to -

  • ক. atmosphere
  • খ. environment
  • গ. pollution
  • ঘ. demography

উত্তরঃ environment

বিস্তারিত

Choose the correct one:

  • ক. mispel
  • খ. misspell
  • গ. mispell
  • ঘ. misspel

উত্তরঃ misspell

বিস্তারিত

What is the noun form of the word 'waste'?

  • ক. wastess
  • খ. wasting
  • গ. wastage
  • ঘ. wasteful

উত্তরঃ wastage

বিস্তারিত

What is the antonym for 'honorary'?

  • ক. Salaried
  • খ. Official
  • গ. Honorable
  • ঘ. Literary

উত্তরঃ Salaried

বিস্তারিত

'May God help you'. What kind of sentence is this?

  • ক. Optative
  • খ. Imperative
  • গ. Assertive
  • ঘ. Exclamatory

উত্তরঃ Optative

বিস্তারিত

What kind of noun is 'girl'?

  • ক. Proper
  • খ. Common
  • গ. Material
  • ঘ. Collective

উত্তরঃ Common

বিস্তারিত

The word 'vital' is -

  • ক. a noun
  • খ. an adverb
  • গ. an adjective
  • ঘ. a verb

উত্তরঃ an adjective

বিস্তারিত

A poem of fourteen lines is called -.

  • ক. an elegy
  • খ. a sonnet
  • গ. an ode
  • ঘ. an epic

উত্তরঃ a sonnet

বিস্তারিত

'Nota bene' means -

  • ক. for example
  • খ. not sure
  • গ. next page
  • ঘ. mark well

উত্তরঃ mark well

বিস্তারিত

Select the correct passive voice of 'I knew him'.

  • ক. He was known to me.
  • খ. He was known with me.
  • গ. He was known by me.
  • ঘ. He is known to me.

উত্তরঃ He was known to me.

বিস্তারিত

The active form of 'Let it be done' is -

  • ক. Let me do it.
  • খ. I have done it
  • গ. Do it.
  • ঘ. It is done by me.

উত্তরঃ Do it.

বিস্তারিত

A stitch in time saves -.

  • ক. nine
  • খ. a lot
  • গ. much
  • ঘ. a few

উত্তরঃ nine

বিস্তারিত

The word 'hardly' means -

  • ক. almost mot
  • খ. always
  • গ. regularly
  • ঘ. hard work

উত্তরঃ almost mot

বিস্তারিত

Which one is correct?

  • ক. The old man was died yesterday.
  • খ. The old man had died yesterday.
  • গ. The old man has died yesterday
  • ঘ. The old man died yesterday.

উত্তরঃ The old man died yesterday.

বিস্তারিত

I cannot - what you say.

  • ক. make out
  • খ. take out
  • গ. take over
  • ঘ. make over

উত্তরঃ make out

বিস্তারিত

The examination - before I reached the hall.

  • ক. has started
  • খ. did start
  • গ. had started
  • ঘ. had been started

উত্তরঃ had started

বিস্তারিত

'Swimming is a good exercise' . - Here 'swimming' is a/an -

  • ক. verb
  • খ. noun
  • গ. gerund
  • ঘ. adverb

উত্তরঃ gerund

বিস্তারিত

I know better. The underlined word is -

  • ক. an adjective
  • খ. an adverb
  • গ. a preposition
  • ঘ. a noun

উত্তরঃ an adverb

বিস্তারিত

He said, 'Good morning. Mr. Kamal.' - Change the speech.

  • ক. He wished Mr. Kamal good morning
  • খ. He has wished Mr. Kamal good morning.
  • গ. He said Mr. Kamal good morning.
  • ঘ. He told Mr. Kamal good morning.

উত্তরঃ He wished Mr. Kamal good morning

বিস্তারিত

Who wrote the poem 'The rime of the Ancient Mariner'?

  • ক. P.B. Shelley
  • খ. Lord Byron
  • গ. John Keats
  • ঘ. S. T. Coleridge

উত্তরঃ S. T. Coleridge

বিস্তারিত

A person who sells fruits and vegetables is called -

  • ক. a vegetable man
  • খ. a vegetarian
  • গ. a green grocer
  • ঘ. a hawker

উত্তরঃ a green grocer

বিস্তারিত

'He is poor but honest' - In this sentence which is a conjunction?

  • ক. poor
  • খ. honest
  • গ. but
  • ঘ. he

উত্তরঃ but

বিস্তারিত

Many people of our country live - hand to mouth.

  • ক. from
  • খ. on
  • গ. with
  • ঘ. by

উত্তরঃ from

বিস্তারিত

Milk is a - food.

  • ক. nutritional
  • খ. mutrient
  • গ. nutritive
  • ঘ. nutritious

উত্তরঃ nutritious

বিস্তারিত

One who is a specialist in heart and its diseases is called -

  • ক. a pharmacologist
  • খ. an opthalmologist
  • গ. a cardiologist
  • ঘ. a neurologist

উত্তরঃ a cardiologist

বিস্তারিত

'It is high time we - the place.

  • ক. leave
  • খ. have left
  • গ. are leaving
  • ঘ. left

উত্তরঃ left

বিস্তারিত

At last the beast in him got - upper hand.

  • ক. an
  • খ. a
  • গ. the
  • ঘ. no article

উত্তরঃ the

বিস্তারিত

সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করা হয় কত তম সংশোধনীতে?

  • ক. একাদশ
  • খ. দ্বাদশ
  • গ. পঞ্চাদশ
  • ঘ. ত্রয়োদশ

উত্তরঃ পঞ্চাদশ

বিস্তারিত

১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি বঙ্গাব্দ কত তারিখ ছিল?

  • ক. ৭ ফাল্গুন
  • খ. ৮ ফাল্গুন
  • গ. ৯ ফাল্গুন
  • ঘ. ১০ ফাল্গুন

উত্তরঃ ৮ ফাল্গুন

বিস্তারিত

‘ছিয়াত্তরের মন্বন্তর’ বাংলা কোন সালে হয়?

  • ক. ১১৭৬ সালে
  • খ. ১১৭৫ সালে
  • গ. ১৩৭৬ সালে
  • ঘ. ২৭৬ সালে

উত্তরঃ ১১৭৬ সালে

বিস্তারিত

কোনটি প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে বিবেচ্য নয়?

  • ক. ময়নামতি
  • খ. পাহাড়পুর
  • গ. মহাস্থানগড়
  • ঘ. সুন্দরবন

উত্তরঃ সুন্দরবন

বিস্তারিত

একমাত্র খেতাবপ্রাপ্ত উপজাতি মুক্তিযোদ্ধার নাম কী?

  • ক. ইউ কে চিং
  • খ. মায়েম চ্যাং
  • গ. লুই পা
  • ঘ. উয়েন মারমা

উত্তরঃ ইউ কে চিং

বিস্তারিত

মুক্তিযুদ্ধে সর্বশেষ শহিদ হন কোন বীরশ্রেষ্ঠ?

  • ক. ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর
  • খ. ফ্লাইট লেঃ মতিউর রহমান
  • গ. মোহাম্মদ রুহুল আমীন
  • ঘ. ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ

উত্তরঃ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর

বিস্তারিত

বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কী?

  • ক. সৈয়দ নজরুল ইসলাম
  • খ. তাজউদ্দীন আহমদ
  • গ. বিচারপতি আবু সাঈদ চৌধুরী
  • ঘ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

বিস্তারিত

‘জাগ্রত চৌরঙ্গী’ ভাস্কর্যটি কোথায় অবস্থিত?

  • ক. জয়দেবপুর
  • খ. রাজশাহী
  • গ. সাভার
  • ঘ. হেমেহরপুর

উত্তরঃ জয়দেবপুর

বিস্তারিত

বিশ্ববাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া কী নামে পরিচিত?

  • ক. বেস্ট বেঙ্গল
  • খ. কুষ্টিয়া গ্রেড
  • গ. এ গ্রেড
  • ঘ. ক্লাসিক লেদার

উত্তরঃ কুষ্টিয়া গ্রেড

বিস্তারিত

‘সাত গম্বুজ’ মসজিদ কোথায় অবস্থিত?

  • ক. ঢাকার লালবাগ
  • খ. ঢাকার মোহাম্মদপুর
  • গ. বাগেরহাট
  • ঘ. চাপাইনবাবগঞ্জ

উত্তরঃ বাগেরহাট

বিস্তারিত

বাংলাদেশের ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান কোথায় অবস্থিত?

  • ক. জিরানী বাজার
  • খ. গাজীপুর
  • গ. ধামরাই
  • ঘ. কালিয়াকৈব

উত্তরঃ জিরানী বাজার

বিস্তারিত

পাটের জিন বিন্যাস আবিষ্কার করেন কে?

  • ক. ড. মুহাম্মদ ইদ্রিস
  • খ. শাইখ সিরাজ
  • গ. ড. মাকসুদুল হক
  • ঘ. মোবারক হোসেন খান

উত্তরঃ ড. মাকসুদুল হক

বিস্তারিত

বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান খাত কোনটি?

  • ক. চামড়াজাত পণ্য
  • খ. পাটজাত পণ্য
  • গ. চা
  • ঘ. তৈরি পোশাক

উত্তরঃ তৈরি পোশাক

বিস্তারিত

‘শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়’ কোথায় অবস্থিত?

  • ক. গোপালগঞ্জ
  • খ. জামালপুর
  • গ. নেত্রকোনা
  • ঘ. কিশোরগঞ্জ

উত্তরঃ নেত্রকোনা

বিস্তারিত

পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানের নিয়োগকারী কে?

  • ক. রাষ্ট্রপতি
  • খ. প্রধানমন্ত্রী
  • গ. প্রধান বিচারপতি
  • ঘ. স্পিকার

উত্তরঃ রাষ্ট্রপতি

বিস্তারিত

কতজন বিশিষ্ট নাগরিক ‘একুশে পদক ২০১৯’ - এ ভূষিত হয়েছেন?

  • ক. ২১ জন
  • খ. ২৩ জন
  • গ. ২৮ জন
  • ঘ. ২৯ জন

উত্তরঃ ২১ জন

বিস্তারিত

ভবদহ বিল কোন জেলায় অবস্থিত?

  • ক. যশোর
  • খ. বাগেরহাট
  • গ. নড়াইল
  • ঘ. সাতক্ষীরা

উত্তরঃ যশোর

বিস্তারিত

‘বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল’ -এর অভিষেখ কবে হয়?

  • ক. ১৯৭২ সালে
  • খ. ১৯৭৪ সালে
  • গ. ১৯৯৬ সালে
  • ঘ. ১৯৮০ সালে

উত্তরঃ ১৯৯৬ সালে

বিস্তারিত

তমদ্দুন মজলিস সংগঠনটি কিসের সাথে সম্পৃক্ত ছিল?

  • ক. স্বাধীনতা সংগ্রাম
  • খ. ভাষা আন্দোলন
  • গ. গণতন্ত্র প্রতিষ্ঠা
  • ঘ. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা

উত্তরঃ ভাষা আন্দোলন

বিস্তারিত

জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক?

  • ক. দক্ষিণ কোরিয়া
  • খ. চনি
  • গ. পর্তুগাল
  • ঘ. জাপান

উত্তরঃ জাপান

বিস্তারিত

বর্তমান বিশ্বের সর্বোচ্চ প্রাকৃতিক রাবার উৎপাদনকারী দেশ কোনটি?

  • ক. থাইল্যান্ড
  • খ. ভারত
  • গ. ইন্দোনেশিয়া
  • ঘ. ফিলিপাইন

উত্তরঃ থাইল্যান্ড

বিস্তারিত

'Seven Sister' বলতে কী বোঝায়?

  • ক. রূপকথার সাত বোন
  • খ. ভারতের সাতটি অঙ্গরাজ্য
  • গ. সার্কভুক্ত সাতটি দেশ
  • ঘ. সাতটি নদী

উত্তরঃ ভারতের সাতটি অঙ্গরাজ্য

বিস্তারিত

'Statue of Unity' কোন দেশে অবস্থিত?

  • ক. ভারত
  • খ. দক্ষিণ কোরিয়া
  • গ. জাপান
  • ঘ. যুক্তরাষ্ট্র

উত্তরঃ ভারত

বিস্তারিত

'Extradition treaty' হলো -

  • ক. পরিবেশ দূষণ সংক্রান্ত চুক্তি
  • খ. তেল গ্যাস আহরণ চুক্তি
  • গ. অপরাধী প্রত্যর্পণ চুক্তি
  • ঘ. উত্তর মেরু চুক্তি

উত্তরঃ অপরাধী প্রত্যর্পণ চুক্তি

বিস্তারিত

‘অক্টোবর বিপ্লব’ কোন দেশে সংঘটিত হয়?

  • ক. রাশিয়া
  • খ. ফ্রান্স
  • গ. জার্মানি
  • ঘ. যুক্তরাষ্ট্র

উত্তরঃ রাশিয়া

বিস্তারিত

হাইতির জাতীয় মুদ্রার নাম কী?

  • ক. গুর্দে
  • খ. পিসো
  • গ. লিরা
  • ঘ. মার্কো

উত্তরঃ গুর্দে

বিস্তারিত

‘ম্যাকমোহন লাইন’ কোন কোন দেশের সীমানা নির্ধারণ লাইন?

  • ক. চীন ও রাশিয়া
  • খ. চীন ও ভারত
  • গ. ভারত ও পাকিস্তান
  • ঘ. পাকিস্তান ও আফগানিস্তান

উত্তরঃ চীন ও ভারত

বিস্তারিত

‘সেন্ট হেলেনা’ দ্বীপটি কোন মহাসাগরে অবস্থিত?

  • ক. প্রশান্ত মহাসাগরে
  • খ. ভারত মহাসাগরে
  • গ. আটলান্টি মহাসাগরে
  • ঘ. ভূমধ্যসাগরে

উত্তরঃ আটলান্টি মহাসাগরে

বিস্তারিত

লোকসংখ্যায় বিশ্বের সবচেয়ে ছোট দেশ কোনটি?

  • ক. ভুটান
  • খ. সিঙ্গাপুর
  • গ. ভ্যাটিকান সিটি
  • ঘ. নাউরু

উত্তরঃ ভ্যাটিকান সিটি

বিস্তারিত

বিশ্বের দীর্ঘতম নদী কোনটি?

  • ক. আমাজান
  • খ. নীলনদ
  • গ. মিসিসিপি
  • ঘ. হোয়াংহো

উত্তরঃ নীলনদ

বিস্তারিত

বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি?

  • ক. সাহারা
  • খ. থর
  • গ. কালাহারি
  • ঘ. গোবি

উত্তরঃ সাহারা

বিস্তারিত

ভারত কবে প্রজাতন্ত্রে পরিণত হয়?

  • ক. ১৫ আগষ্ট ১৯৪৭
  • খ. ২৬ জানুয়ারি ১৯৫০
  • গ. ২৫ জানুয়ারি ১৯৪৯
  • ঘ. ২৬ জানুয়ারি ১৯৫১

উত্তরঃ ২৬ জানুয়ারি ১৯৫০

বিস্তারিত

পৃথিবীর সর্বাপেক্ষা খর্বাকার জাতি ‘পিগমি’রা কোন দেশের অধিবাসী?

  • ক. কঙ্গো
  • খ. লামাবিয়া
  • গ. ইথিওপিয়া
  • ঘ. হাইতি

উত্তরঃ কঙ্গো

বিস্তারিত

বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট কে?

  • ক. চন্দ্রিমা কুমারাতুঙ্গা
  • খ. ইসাবেলা পেরন
  • গ. অং সান সুচি
  • ঘ. কোরাজন একুইনো

উত্তরঃ ইসাবেলা পেরন

বিস্তারিত

‘লীগ অব নেশনস’ প্রতিষ্ঠা হয় কবে?

  • ক. ১৯২০ সালে
  • খ. ১৯১৭ সালে
  • গ. ১৯৪৫ সালে
  • ঘ. ১৯১১ সালে

উত্তরঃ ১৯২০ সালে

বিস্তারিত

জোট নিরপেক্ষ আন্দোলন (NAM)এর সদর দপ্তর কোথায়?

  • ক. বান্দুং
  • খ. জেদ্দা
  • গ. ভিয়েনা
  • ঘ. সদর দপ্তর নেই

উত্তরঃ সদর দপ্তর নেই

বিস্তারিত

‘বিশ্ব মা দিবস’ কোনটি?

  • ক. মে মাসের দ্বিতীয় রবিবার
  • খ. জুম মাসের তৃতীয় রবিবার
  • গ. ৯ আগস্ট
  • ঘ. অক্টোবর মাসের প্রথম রবিবার

উত্তরঃ মে মাসের দ্বিতীয় রবিবার

বিস্তারিত

কোনটি ক্ষুদ্রতম সংখ্যা?

  • ক. ৩/৪
  • খ. ৪/৫
  • গ. ৬/৭
  • ঘ. ৭/৮

উত্তরঃ ৩/৪

বিস্তারিত

কঃখ = ৪ঃ৫, খঃগ = ২ঃ৩। ক এর নিকট ৮০০ টাকা থাকলে গ এর টাকার পরিমাণ কত?

  • ক. ১০০০ টাকা
  • খ. ১২০০ টাকা
  • গ. ১৫০০ টাকা
  • ঘ. ২০০০ টাকা

উত্তরঃ ১৫০০ টাকা

বিস্তারিত

২০/২১ এর মধ্যে ২০/৬৩ কতবার আছে?

  • ক. ৩ বার
  • খ. ৫ বার
  • গ. ৬ বার
  • ঘ. ৯ বার

উত্তরঃ ৩ বার

বিস্তারিত

কোনো সম্পত্তির ০.৮৭৫ অংশের মূল্য ৯২১২ টাকা হলে ০.৭৫ অংশের মূল্য কত?

  • ক. ৭৮৯৬ টাকা
  • খ. ৭৯৯৬ টাকা
  • গ. ৮৯৬৯ টাকা
  • ঘ. ৮৯৯৬ টাকা

উত্তরঃ ৭৮৯৬ টাকা

বিস্তারিত

১৪৪ কোন সংখ্যার ৪০%

  • ক. ২৬০
  • খ. ২৯০
  • গ. ৩৬০
  • ঘ. ৩৮০

উত্তরঃ ৩৬০

বিস্তারিত

বার্ষিক সুদের হার ৫% থেকে হ্রাস পেয়ে ৪ ৩/৪% হওয়ায় এক ব্যক্তির ৪০ টাকা আয় কমে গেল। তার মূলধন কত?

  • ক. ১৬০০ টাকা
  • খ. ১৬০০০ টাকা
  • গ. ১৬০০০০ টাকা
  • ঘ. ১৬০০০০০ টাকা

উত্তরঃ ১৬০০০ টাকা

বিস্তারিত

logx1/81 = -4 হলে x এর মান কত?

  • ক. -4
  • খ. -1/4
  • গ. 1/4
  • ঘ. 3

উত্তরঃ 3

বিস্তারিত

2x + 3y = 7, 5x - 2y = 0 হলে (x,y) = কত?

  • ক. (1,2)
  • খ. (2,1)
  • গ. (2,3)
  • ঘ. (3,2)

উত্তরঃ (2,1)

বিস্তারিত

1 - (a - 1/a)-1 / (a - 1/a)-1এর মান কত?

  • ক. -1/a
  • খ. -1
  • গ. 0
  • ঘ. 1/a

উত্তরঃ 0

বিস্তারিত

১, ১, ২, ৩, ৫, ৮, ....... ধারাটির ১১তম পদটি কত?

  • ক. ৩৪
  • খ. ৫৫
  • গ. ৮৯
  • ঘ. ১৪৪

উত্তরঃ ৮৯

বিস্তারিত

2, 4, 4, 16, 32,.....256 ধারাটি -।

  • ক. সমান্তর
  • খ. গুণোত্তর
  • গ. অসংজ্ঞায়িত
  • ঘ. অসীম

উত্তরঃ গুণোত্তর

বিস্তারিত

একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য 6 সেমি হলে এর ক্ষেত্রফল কত?

  • ক. 12 বর্গসেমি
  • খ. 18 বর্গসেমি
  • গ. 24 বর্গসেমি
  • ঘ. 36 বর্গসেমি

উত্তরঃ 18 বর্গসেমি

বিস্তারিত

দুইটি কোণের যোগফল এক সমকোণের সমান হলে, একটি কোণ অপরটির -।

  • ক. পূরক
  • খ. সম্পূরক
  • গ. সন্নিহিত
  • ঘ. বিপ্রতীক

উত্তরঃ পূরক

বিস্তারিত

১ বর্গমাইল = ?

  • ক. ৬২০ একর
  • খ. ৬৪০ একর
  • গ. ৬৫০ একর
  • ঘ. ৬৬০ একর

উত্তরঃ ৬৪০ একর

বিস্তারিত

কারক কয় প্রকার?

  • ক. পাঁচ প্রকার
  • খ. ছয় প্রকার
  • গ. তিন প্রকার
  • ঘ. সাত প্রকার

উত্তরঃ ছয় প্রকার

বিস্তারিত

একটি জমির দৈর্ঘ্য ৯০ ফুট এবং প্রস্থ ৮০ ফুট। ঐ জমির পরিমাণ কত?

  • ক. ৫ কাঠা
  • খ. ৭ কাঠা
  • গ. ১০ কাঠা
  • ঘ. ২০ কাঠা

উত্তরঃ ১০ কাঠা

বিস্তারিত

বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?

  • ক. রামায়ণ
  • খ. মহাভারত
  • গ. মনসামঙ্গল
  • ঘ. চর্যাপদ

উত্তরঃ চর্যাপদ

বিস্তারিত

‘পরাগ, বইটি দিয়ে যাও’ বাক্যে ‘পরাগ’ কোন পদ?

  • ক. সম্বোধন পদ
  • খ. সম্বন্ধ পদ
  • গ. বিশেষ্য পদ
  • ঘ. সর্বনাম পদ

উত্তরঃ সম্বোধন পদ

বিস্তারিত

'To read between the lines' means -

  • ক. to read carefully
  • খ. to read some lines only
  • গ. to read carefully to find out any hidden meaning
  • ঘ. to read quickly to save time

উত্তরঃ to read carefully to find out any hidden meaning

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics