সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক
‘ব্যাকরণ’ শব্দের সঠিক অর্থ কোনটি?
- ক. বিশেষভাবে বিভাজন
- খ. বিশেষভাবে বিশ্লেষণ
- গ. বিশেষভাবে বিয়োজন
- ঘ. বিশেষভাবে সংযোজন
উত্তরঃ বিশেষভাবে বিশ্লেষণ
সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন কোন পদে বেশি?
- ক. বিশেষ্য ও বিশেষণ পদ
- খ. ক্রিয়া ও সর্বনাম পদে
- গ. বিশেষ্য ও ক্রিয়া পদে
- ঘ. বিশেষণ ও ক্রিয়া পদে
উত্তরঃ ক্রিয়া ও সর্বনাম পদে
‘দুর্গতি’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. দুঃ + গতি
- খ. দুর + গতি
- গ. দূর + গতি
- ঘ. দুস + গতি
উত্তরঃ দুঃ + গতি
উৎপত্তি অনুসারে বাংলাভাষার শব্দভাণ্ডারকে কত ভাগে ভাগ করা হয়েছে?
- ক. ৩ ভাগে
- খ. ৪ ভাগে
- গ. ৫ ভাগে
- ঘ. ৬ ভাগে
উত্তরঃ ৫ ভাগে
‘রাই কুড়িয়ে বেল’ বাগধারাটির অর্থ কোনটি?
- ক. ক্ষুদ্র থেকে বড়
- খ. দরিদ্র থেকে ধনী
- গ. চৌর্যবৃত্তি
- ঘ. কৃষিকাল
উত্তরঃ ক্ষুদ্র থেকে বড়
বাংলা ভাষায় যতিচিহ্নের প্রচলন করেন কে?
- ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- গ. রবীন্দ্রনাথ ঠাকুর
- ঘ. প্যারীচাঁদ মিত্র
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
বাংলা সাহিত্যের ‘যুগ সন্ধিক্ষণের’ কবি কে?
- ক. বিহারীলাল চক্রবর্তী
- খ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
- গ. বড়ু চণ্ডীদাস
- ঘ. কামিনী রায়
উত্তরঃ ঈশ্বরচন্দ্র গুপ্ত
বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে?
- ক. মাইকেল মধুসূদন দত্ত
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. সত্যেন্দ্রনাথ দত্ত
- ঘ. বিহারীলাল চক্রবর্তী
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত
- ক. টেকচাঁদ ঠাকুর
- খ. রাজশেখর বসু
- গ. বলাইচাঁদ মুখোপাধ্যায়
- ঘ. প্রমথ চৌধুরী
উত্তরঃ বলাইচাঁদ মুখোপাধ্যায়
- ক. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
- খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- গ. রাজা রামমোহন রায়
- ঘ. পাণিনি
উত্তরঃ রাজা রামমোহন রায়
‘পাখি সব করে রব রাতি পোহাইল’ - পঙক্তিটির রচয়িতা কে?
- ক. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
- খ. বিহারীলাল চক্রবর্তী
- গ. মদনমোহন তর্কালঙ্কার
- ঘ. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
উত্তরঃ মদনমোহন তর্কালঙ্কার
রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান?
- ক. সোনার তরী
- খ. গীতাঞ্জলি
- গ. নৈবেদ্য
- ঘ. চিত্রা
উত্তরঃ গীতাঞ্জলি
কোন সালে কাজী নজরুল ইসলাম ব্যাধিতে আক্রান্ত হয়ে বাকশক্তিরহিত হন?
- ক. ১৯২৯
- খ. ১৯৩০
- গ. ১৯৪১
- ঘ. ১৯৪২
উত্তরঃ ১৯৪২
কোন পত্রিকায় কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতাটি প্রকাশিত হয়?
- ক. লাঙ্গল
- খ. নবযুগ
- গ. ধূমকেতু
- ঘ. বিজলী
উত্তরঃ বিজলী
‘কাঁদো নদী কাঁদো’ কার উপন্যাস?
- ক. হুমায়ূন আহমেদ
- খ. সৈয়দ ওয়ালীউল্লাহ
- গ. রশীদ করীম
- ঘ. আবুল ফজল
উত্তরঃ সৈয়দ ওয়ালীউল্লাহ
হুমায়ূন আহমেদের ‘শ্যামল ছায়া’ উপন্যাসের পটভূমি হচ্ছে -।
- ক. নগর জীবন
- খ. জেলেদের জীবন
- গ. বাংলাদেশের মুক্তিযুদ্ধ
- ঘ. গ্রামীণ জীবন
উত্তরঃ বাংলাদেশের মুক্তিযুদ্ধ
‘শেষের কবিতা’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের রচনা?
- ক. নাটক
- খ. কাব্যগ্রন্থ
- গ. উপন্যাস
- ঘ. ছোটগল্প
উত্তরঃ উপন্যাস
‘মৈয়মননসিংহ গীতিকা’ -এর সংগ্রাহক কে ছিলেন?
- ক. চন্দ্রকুমার দে
- খ. দীনেশচন্দ্র সেন
- গ. আশুতোষ ভট্টাচার্য
- ঘ. দক্ষিণারঞ্জন মিত্র
উত্তরঃ চন্দ্রকুমার দে
‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ কাব্যনাটকের রচয়িতা কে?
- ক. শামসুর রাহমান
- খ. আল মাহমুদ
- গ. সৈয়দ শামসুল হক
- ঘ. আব্দুল্লাহ আল মামুন
উত্তরঃ সৈয়দ শামসুল হক
‘পুতুল নাচের ইতিকথা’ উপন্যাসের রচয়িতা কে?
- ক. সুনীল গঙ্গোপাধ্যায়
- খ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
- গ. মানিক বন্দ্যোপাধ্যায়
- ঘ. সেলিনা হোসেন
উত্তরঃ মানিক বন্দ্যোপাধ্যায়
কবি শামসুর রাহমানের পৈতৃক নিবাস কোন গ্রামে?
- ক. পাড়াতলা
- খ. পাহাড়পুর
- গ. পাড়াতলী
- ঘ. চরপাড়া
উত্তরঃ পাড়াতলী
মুনীর চৌধুরীর ‘কবর’ নাটকের পরিপ্রেক্ষিত হচ্ছে -।
- ক. পলাশীর যুদ্ধ
- খ. পানিপথের যুদ্ধ
- গ. ভাষা আন্দোলন
- ঘ. মুক্তিযুদ্ধ
উত্তরঃ ভাষা আন্দোলন
‘সিরাজুম মুনীরা’ কাব্যগ্রন্থের কবি কে?
- ক. আহসান হাবীব
- খ. ফররুখ আহমদ
- গ. আবুল হোসেন
- ঘ. সৈয়দ আলী আহসান
উত্তরঃ ফররুখ আহমদ
কাজী নজরুল ইসলামের ‘আলেয়া’ কোন ধরনের রচনা?
- ক. কবিতা
- খ. উপন্যাস
- গ. গল্প
- ঘ. গীতিনাট্য
উত্তরঃ গীতিনাট্য
- ক. সত্যেন্দ্রনাথ দত্ত
- খ. বিহারীলাল চক্রবর্তী
- গ. নবীনচন্দ্র সেন
- ঘ. গোবিন্দচন্দ্র দাস
উত্তরঃ গোবিন্দচন্দ্র দাস
- ক. হুমায়ুন কবির
- খ. নির্মলেন্দু গুণ
- গ. আবুল হাসান
- ঘ. শামসুর রাহমান
উত্তরঃ নির্মলেন্দু গুণ
‘মধুমালতী’ কাব্যগ্রন্থের কবি হলেন -
- ক. শাহ গরীবুল্লাহ
- খ. সৈয়দ সুলতান
- গ. জৈনুদ্দীন
- ঘ. সৈয়দ হামজা
উত্তরঃ সৈয়দ হামজা
মুকুন্দরাম চক্রবর্তী রচিত কাব্যগ্রন্থের নাম কি?
- ক. চণ্ডীমঙ্গল
- খ. মনসামঙ্গল
- গ. অন্নদামঙ্গল
- ঘ. ধর্মমঙ্গল
উত্তরঃ চণ্ডীমঙ্গল
নিচের কোনটি জীবনানন্দ দাশের রচনা?
- ক. ঝরা পালক
- খ. অগ্নিবীণা
- গ. দোলনচাঁপা
- ঘ. পূবের হাওয়া
উত্তরঃ ঝরা পালক
‘বিসর্জন’ রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত -।
- ক. কাব্যনাটক
- খ. উপন্যাস
- গ. আত্মজীবনী
- ঘ. ছোটগল্প
উত্তরঃ কাব্যনাটক
‘নদী ও নারী’ উপন্যাসের রচয়িতা কে?
- ক. হুমায়ুন কবির
- খ. আবুল ফজল
- গ. আকবর আলী
- ঘ. শওকত ওসমান
উত্তরঃ হুমায়ুন কবির
মধ্যযুগের বাংলাভঅষা ও সাহিত্যের প্রথম নিদর্শন কী?
- ক. চৈতন্যচরিতামৃত
- খ. বৈষ্ণব পদাবলি
- গ. শ্রীকৃষ্ণকীর্তন
- ঘ. শ্রীকৃষ্ণ বিজয়
উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তন
‘বসন্তকুমারী’ নাটকের নাট্যকার হলেন -
- ক. দীনবন্ধু মিত্র
- খ. মাইকেল মধুদূদন দত্ত
- গ. উমেশচন্দ্র মিত্র
- ঘ. মীর মশাররফ হোসেন
উত্তরঃ মীর মশাররফ হোসেন
‘সতী ময়না ও লোরচন্দ্রানী’ আখ্যানের রচয়িতা কে?
- ক. দৌলত কাজী
- খ. শাহ মুহম্মদ সগীর
- গ. সৈয়দ সুলতান
- ঘ. সৈয়দ হামজা
উত্তরঃ দৌলত কাজী
- ক. fateher
- খ. mother
- গ. father and mother
- ঘ. father or mother
উত্তরঃ father or mother
- ক. rarely
- খ. not very far
- গ. in between
- ঘ. long distance
উত্তরঃ rarely
Which one of the following does not mean 'a road'?
- ক. alley
- খ. boulevard
- গ. track
- ঘ. lagoon
উত্তরঃ lagoon
- ক. primary
- খ. territorial
- গ. terrible
- ঘ. third in order
উত্তরঃ third in order
Which one of the following sentence is correct?
- ক. One of my friends are lawyer.
- খ. One of my friends is a lawyer.
- গ. One of my friend is a lawyer.
- ঘ. One of my friends are lawyers.
উত্তরঃ One of my friends is a lawyer.
The correct passive of 'Medha was writting a letter' is -.
- ক. A letter was writing by Medha.
- খ. A letter was being writing by Medha.
- গ. A letter was being written by Medha.
- ঘ. A letter was been written by Medha.
উত্তরঃ A letter was being written by Medha.
Identify the correct sentence.
- ক. Why you have done this?
- খ. Why did you have done this?
- গ. Why have you done this?
- ঘ. Why you had done this?
উত্তরঃ Why have you done this?
The word 'ecological' is related to -
- ক. atmosphere
- খ. environment
- গ. pollution
- ঘ. demography
উত্তরঃ environment
What is the noun form of the word 'waste'?
- ক. wastess
- খ. wasting
- গ. wastage
- ঘ. wasteful
উত্তরঃ wastage
What is the antonym for 'honorary'?
- ক. Salaried
- খ. Official
- গ. Honorable
- ঘ. Literary
উত্তরঃ Salaried
'May God help you'. What kind of sentence is this?
- ক. Optative
- খ. Imperative
- গ. Assertive
- ঘ. Exclamatory
উত্তরঃ Optative
Fill in the blank : Father put - some amount of money for the education of his daughter.
- ক. up
- খ. aside
- গ. into
- ঘ. on
উত্তরঃ aside
- ক. a noun
- খ. an adverb
- গ. an adjective
- ঘ. a verb
উত্তরঃ an adjective
Select the correct passive voice of 'I knew him'.
- ক. He was known to me.
- খ. He was known with me.
- গ. He was known by me.
- ঘ. He is known to me.
উত্তরঃ He was known to me.
The active form of 'Let it be done' is -
- ক. Let me do it.
- খ. I have done it
- গ. Do it.
- ঘ. It is done by me.
উত্তরঃ Do it.
- ক. almost mot
- খ. always
- গ. regularly
- ঘ. hard work
উত্তরঃ almost mot
- ক. The old man was died yesterday.
- খ. The old man had died yesterday.
- গ. The old man has died yesterday
- ঘ. The old man died yesterday.
উত্তরঃ The old man died yesterday.
- ক. make out
- খ. take out
- গ. take over
- ঘ. make over
উত্তরঃ make out
The examination - before I reached the hall.
- ক. has started
- খ. did start
- গ. had started
- ঘ. had been started
উত্তরঃ had started
'Swimming is a good exercise' . - Here 'swimming' is a/an -
- ক. verb
- খ. noun
- গ. gerund
- ঘ. adverb
উত্তরঃ gerund
I know better. The underlined word is -
- ক. an adjective
- খ. an adverb
- গ. a preposition
- ঘ. a noun
উত্তরঃ an adverb
He said, 'Good morning. Mr. Kamal.' - Change the speech.
- ক. He wished Mr. Kamal good morning
- খ. He has wished Mr. Kamal good morning.
- গ. He said Mr. Kamal good morning.
- ঘ. He told Mr. Kamal good morning.
উত্তরঃ He wished Mr. Kamal good morning
Who wrote the poem 'The rime of the Ancient Mariner'?
- ক. P.B. Shelley
- খ. Lord Byron
- গ. John Keats
- ঘ. S. T. Coleridge
উত্তরঃ S. T. Coleridge
A person who sells fruits and vegetables is called -
- ক. a vegetable man
- খ. a vegetarian
- গ. a green grocer
- ঘ. a hawker
উত্তরঃ a green grocer
'He is poor but honest' - In this sentence which is a conjunction?
- ক. poor
- খ. honest
- গ. but
- ঘ. he
উত্তরঃ but
One who is a specialist in heart and its diseases is called -
- ক. a pharmacologist
- খ. an opthalmologist
- গ. a cardiologist
- ঘ. a neurologist
উত্তরঃ a cardiologist
বাংলাদেশের সংবিধান অনুযায়ী সংসদ সদস্য পদে নির্বাচনে প্রার্থী হওয়ার সর্বনিম্ন বয়স কত বছর?
- ক. ২৭
- খ. ২৫
- গ. ৩৫
- ঘ. ৩২
উত্তরঃ ২৫
সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করা হয় কত তম সংশোধনীতে?
- ক. একাদশ
- খ. দ্বাদশ
- গ. পঞ্চাদশ
- ঘ. ত্রয়োদশ
উত্তরঃ পঞ্চাদশ
১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি বঙ্গাব্দ কত তারিখ ছিল?
- ক. ৭ ফাল্গুন
- খ. ৮ ফাল্গুন
- গ. ৯ ফাল্গুন
- ঘ. ১০ ফাল্গুন
উত্তরঃ ৮ ফাল্গুন
‘ছিয়াত্তরের মন্বন্তর’ বাংলা কোন সালে হয়?
- ক. ১১৭৬ সালে
- খ. ১১৭৫ সালে
- গ. ১৩৭৬ সালে
- ঘ. ২৭৬ সালে
উত্তরঃ ১১৭৬ সালে
কোনটি প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে বিবেচ্য নয়?
- ক. ময়নামতি
- খ. পাহাড়পুর
- গ. মহাস্থানগড়
- ঘ. সুন্দরবন
উত্তরঃ সুন্দরবন
একমাত্র খেতাবপ্রাপ্ত উপজাতি মুক্তিযোদ্ধার নাম কী?
- ক. ইউ কে চিং
- খ. মায়েম চ্যাং
- গ. লুই পা
- ঘ. উয়েন মারমা
উত্তরঃ ইউ কে চিং
মুক্তিযুদ্ধে সর্বশেষ শহিদ হন কোন বীরশ্রেষ্ঠ?
- ক. ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর
- খ. ফ্লাইট লেঃ মতিউর রহমান
- গ. মোহাম্মদ রুহুল আমীন
- ঘ. ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ
উত্তরঃ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর
বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কী?
- ক. সৈয়দ নজরুল ইসলাম
- খ. তাজউদ্দীন আহমদ
- গ. বিচারপতি আবু সাঈদ চৌধুরী
- ঘ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
‘জাগ্রত চৌরঙ্গী’ ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
- ক. জয়দেবপুর
- খ. রাজশাহী
- গ. সাভার
- ঘ. হেমেহরপুর
উত্তরঃ জয়দেবপুর
বিশ্ববাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া কী নামে পরিচিত?
- ক. বেস্ট বেঙ্গল
- খ. কুষ্টিয়া গ্রেড
- গ. এ গ্রেড
- ঘ. ক্লাসিক লেদার
উত্তরঃ কুষ্টিয়া গ্রেড
‘সাত গম্বুজ’ মসজিদ কোথায় অবস্থিত?
- ক. ঢাকার লালবাগ
- খ. ঢাকার মোহাম্মদপুর
- গ. বাগেরহাট
- ঘ. চাপাইনবাবগঞ্জ
উত্তরঃ বাগেরহাট
বাংলাদেশের ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান কোথায় অবস্থিত?
- ক. জিরানী বাজার
- খ. গাজীপুর
- গ. ধামরাই
- ঘ. কালিয়াকৈব
উত্তরঃ জিরানী বাজার
পাটের জিন বিন্যাস আবিষ্কার করেন কে?
- ক. ড. মুহাম্মদ ইদ্রিস
- খ. শাইখ সিরাজ
- গ. ড. মাকসুদুল হক
- ঘ. মোবারক হোসেন খান
উত্তরঃ ড. মাকসুদুল হক
বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান খাত কোনটি?
- ক. চামড়াজাত পণ্য
- খ. পাটজাত পণ্য
- গ. চা
- ঘ. তৈরি পোশাক
উত্তরঃ তৈরি পোশাক
‘শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়’ কোথায় অবস্থিত?
- ক. গোপালগঞ্জ
- খ. জামালপুর
- গ. নেত্রকোনা
- ঘ. কিশোরগঞ্জ
উত্তরঃ নেত্রকোনা
পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানের নিয়োগকারী কে?
- ক. রাষ্ট্রপতি
- খ. প্রধানমন্ত্রী
- গ. প্রধান বিচারপতি
- ঘ. স্পিকার
উত্তরঃ রাষ্ট্রপতি
কতজন বিশিষ্ট নাগরিক ‘একুশে পদক ২০১৯’ - এ ভূষিত হয়েছেন?
- ক. ২১ জন
- খ. ২৩ জন
- গ. ২৮ জন
- ঘ. ২৯ জন
উত্তরঃ ২১ জন
‘বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল’ -এর অভিষেখ কবে হয়?
- ক. ১৯৭২ সালে
- খ. ১৯৭৪ সালে
- গ. ১৯৯৬ সালে
- ঘ. ১৯৮০ সালে
উত্তরঃ ১৯৯৬ সালে
তমদ্দুন মজলিস সংগঠনটি কিসের সাথে সম্পৃক্ত ছিল?
- ক. স্বাধীনতা সংগ্রাম
- খ. ভাষা আন্দোলন
- গ. গণতন্ত্র প্রতিষ্ঠা
- ঘ. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা
উত্তরঃ ভাষা আন্দোলন
জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক?
- ক. দক্ষিণ কোরিয়া
- খ. চনি
- গ. পর্তুগাল
- ঘ. জাপান
উত্তরঃ জাপান
বর্তমান বিশ্বের সর্বোচ্চ প্রাকৃতিক রাবার উৎপাদনকারী দেশ কোনটি?
- ক. থাইল্যান্ড
- খ. ভারত
- গ. ইন্দোনেশিয়া
- ঘ. ফিলিপাইন
উত্তরঃ থাইল্যান্ড
- ক. রূপকথার সাত বোন
- খ. ভারতের সাতটি অঙ্গরাজ্য
- গ. সার্কভুক্ত সাতটি দেশ
- ঘ. সাতটি নদী
উত্তরঃ ভারতের সাতটি অঙ্গরাজ্য
- ক. পরিবেশ দূষণ সংক্রান্ত চুক্তি
- খ. তেল গ্যাস আহরণ চুক্তি
- গ. অপরাধী প্রত্যর্পণ চুক্তি
- ঘ. উত্তর মেরু চুক্তি
উত্তরঃ অপরাধী প্রত্যর্পণ চুক্তি
মার্কিন প্রেসিডেন্ট ‘ডোনাল্ড ট্রাম্প’ কততম প্রেসিডেন্ট?
- ক. ৪৭ তম
- খ. ৪৫ তম
- গ. ৪২ তম
- ঘ. ৪১ তম
উত্তরঃ ৪৫ তম
আনুষ্ঠানিকভাবে ‘বিশ্ব ঐতিহ্য এলাকা’ কোন সংস্থা ঘোষণা করে?
- ক. UNDP
- খ. UNEP
- গ. UNESCO
- ঘ. ILO
উত্তরঃ UNESCO
‘ম্যাকমোহন লাইন’ কোন কোন দেশের সীমানা নির্ধারণ লাইন?
- ক. চীন ও রাশিয়া
- খ. চীন ও ভারত
- গ. ভারত ও পাকিস্তান
- ঘ. পাকিস্তান ও আফগানিস্তান
উত্তরঃ চীন ও ভারত
‘সেন্ট হেলেনা’ দ্বীপটি কোন মহাসাগরে অবস্থিত?
- ক. প্রশান্ত মহাসাগরে
- খ. ভারত মহাসাগরে
- গ. আটলান্টি মহাসাগরে
- ঘ. ভূমধ্যসাগরে
উত্তরঃ আটলান্টি মহাসাগরে
লোকসংখ্যায় বিশ্বের সবচেয়ে ছোট দেশ কোনটি?
- ক. ভুটান
- খ. সিঙ্গাপুর
- গ. ভ্যাটিকান সিটি
- ঘ. নাউরু
উত্তরঃ ভ্যাটিকান সিটি
ভারত কবে প্রজাতন্ত্রে পরিণত হয়?
- ক. ১৫ আগষ্ট ১৯৪৭
- খ. ২৬ জানুয়ারি ১৯৫০
- গ. ২৫ জানুয়ারি ১৯৪৯
- ঘ. ২৬ জানুয়ারি ১৯৫১
উত্তরঃ ২৬ জানুয়ারি ১৯৫০
পৃথিবীর সর্বাপেক্ষা খর্বাকার জাতি ‘পিগমি’রা কোন দেশের অধিবাসী?
- ক. কঙ্গো
- খ. লামাবিয়া
- গ. ইথিওপিয়া
- ঘ. হাইতি
উত্তরঃ কঙ্গো
বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট কে?
- ক. চন্দ্রিমা কুমারাতুঙ্গা
- খ. ইসাবেলা পেরন
- গ. অং সান সুচি
- ঘ. কোরাজন একুইনো
উত্তরঃ ইসাবেলা পেরন
‘লীগ অব নেশনস’ প্রতিষ্ঠা হয় কবে?
- ক. ১৯২০ সালে
- খ. ১৯১৭ সালে
- গ. ১৯৪৫ সালে
- ঘ. ১৯১১ সালে
উত্তরঃ ১৯২০ সালে
জোট নিরপেক্ষ আন্দোলন (NAM)এর সদর দপ্তর কোথায়?
- ক. বান্দুং
- খ. জেদ্দা
- গ. ভিয়েনা
- ঘ. সদর দপ্তর নেই
উত্তরঃ সদর দপ্তর নেই
- ক. মে মাসের দ্বিতীয় রবিবার
- খ. জুম মাসের তৃতীয় রবিবার
- গ. ৯ আগস্ট
- ঘ. অক্টোবর মাসের প্রথম রবিবার
উত্তরঃ মে মাসের দ্বিতীয় রবিবার
দুইটি সংখ্যার অনুপাত ৫ঃ৬ এবং তাদের গ.সা.গু. ৪ হলে ল.সা.গু. কত?
- ক. ১২০
- খ. ১৫০
- গ. ১৮০
- ঘ. ২৪০
উত্তরঃ ১২০
কঃখ = ৪ঃ৫, খঃগ = ২ঃ৩। ক এর নিকট ৮০০ টাকা থাকলে গ এর টাকার পরিমাণ কত?
- ক. ১০০০ টাকা
- খ. ১২০০ টাকা
- গ. ১৫০০ টাকা
- ঘ. ২০০০ টাকা
উত্তরঃ ১৫০০ টাকা
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ১৮ ও ২৪ দ্বারা ভাগ করলে অবশিষ্ট যথাক্রমে ৪ ও ১০ হবে?
- ক. ৪০
- খ. ৫৮
- গ. ৭২
- ঘ. ৮০
উত্তরঃ ৫৮
কতজন ছাত্রকে ১২৫টি আম ও ১৪৫টি লিচু সমান ভাগে ভাগ করে দেয়া যাবে?
- ক. ৫ জন
- খ. ১০ জন
- গ. ১৫ জন
- ঘ. ২৫ জন
উত্তরঃ ৫ জন
- ক. ৯
- খ. ১৬
- গ. ১৮
- ঘ. ২৪
উত্তরঃ ১৮
দুইটি সংখ্যার অর্ধেকের যোগফল ৫১। তাদের পার্থক্যের এক-চতুর্থাংশ সমান ১৩। বৃহত্তম সংখ্যাটি কত?
- ক. ২৫
- খ. ২৬
- গ. ৫২
- ঘ. ৭৭
উত্তরঃ ৭৭
- ক. ২৫ জন
- খ. ৭৫ জন
- গ. ১৭৫ জন
- ঘ. ২০০ জন
উত্তরঃ ১৭৫ জন
কোনো সম্পত্তির ০.৮৭৫ অংশের মূল্য ৯২১২ টাকা হলে ০.৭৫ অংশের মূল্য কত?
- ক. ৭৮৯৬ টাকা
- খ. ৭৯৯৬ টাকা
- গ. ৮৯৬৯ টাকা
- ঘ. ৮৯৯৬ টাকা
উত্তরঃ ৭৮৯৬ টাকা
রহিমের আয় করিমের আয় অপেক্ষা ২৫% বেশি। করিমের আয় রহিমের আয় অপেক্ষা শতকরা কত কম?
- ক. ২০%
- খ. ২৫%
- গ. ৩০%
- ঘ. ৩৫%
উত্তরঃ ২০%
বার্ষিক সুদের হার ৫% থেকে হ্রাস পেয়ে ৪ ৩/৪% হওয়ায় এক ব্যক্তির ৪০ টাকা আয় কমে গেল। তার মূলধন কত?
- ক. ১৬০০ টাকা
- খ. ১৬০০০ টাকা
- গ. ১৬০০০০ টাকা
- ঘ. ১৬০০০০০ টাকা
উত্তরঃ ১৬০০০ টাকা
বার্ষিক ১০% হার সুদে কত বছরে ৫০০০ টাকার চক্রবৃদ্ধি মূলধন ৬৬৫৫ টাকা হবে?
- ক. ১ বছর
- খ. ২ বছর
- গ. ২ ১/২ বছর
- ঘ. ৩ বছর
উত্তরঃ ৩ বছর
৪ জন পুরুষ ৬ জন বালকের সমান কাজ করতে পারে। কতজন পুরুষ ২৪ জন বালকের সমান কাজ করতে পারবে?
- ক. ১২ জন
- খ. ১৬ জন
- গ. ২৪ জন
- ঘ. ৪৮ জন
উত্তরঃ ১৬ জন
a3 - b3/a+b কে a4 + b4 + a2b2/a3 + b3 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে?
- ক. a - b
- খ. a + b
- গ. a2 - b2
- ঘ. a2 + b2
উত্তরঃ a - b
4x2 - 2 হতে কত বিয়োগ করলে রাশিটি পূর্ণবর্গ হবে?
- ক. -1/4x2
- খ. -1/2x2
- গ. 1/4x2
- ঘ. -1/2x2
উত্তরঃ -1/4x2
একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য 6 সেমি হলে এর ক্ষেত্রফল কত?
- ক. 12 বর্গসেমি
- খ. 18 বর্গসেমি
- গ. 24 বর্গসেমি
- ঘ. 36 বর্গসেমি
উত্তরঃ 18 বর্গসেমি
একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 10 cm হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
- ক. 10 cm2
- খ. 15 cm2
- গ. 20 cm2
- ঘ. 25 cm2
উত্তরঃ 25 cm2
A ও B কেন্দ্রবিশিষ্ট বৃত্তদ্বয় পরস্পর O বিন্দুতে স্পর্শ করলে
- ক. সমকোণ
- খ. পূরককোণ
- গ. সরলকোণ
- ঘ. প্রবৃদ্ধকোণ
উত্তরঃ সরলকোণ
একটি বৃত্তের ব্যাসার্ধ r কে বৃদ্ধি করে ব্যাসার্ধ r+n করলে বৃত্তের ক্ষেত্রফল ৪ গুণ হয়। r এর মান কত?
- ক. n/2
- খ. n
- গ. 2n
- ঘ. 3n
সঠিক উত্তরের জন্য বিস্তারিত দেখুন
দুইটি কোণের যোগফল এক সমকোণের সমান হলে, একটি কোণ অপরটির -।
- ক. পূরক
- খ. সম্পূরক
- গ. সন্নিহিত
- ঘ. বিপ্রতীক
উত্তরঃ পূরক
২ টাক ১৫ মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ -।
- ক. 20
- খ. 22 1/2
- গ. 23
- ঘ. 23 1/2
উত্তরঃ 22 1/2
- ক. 1 : 2
- খ. 2 : 1
- গ. 1 : 4
- ঘ. 4 : 1
উত্তরঃ 4 : 1
- ক. 2 একক
- খ. 3 একক
- গ. 6 একক
- ঘ. 8 একক
উত্তরঃ 3 একক
- ক. 2 cm
- খ. 4 cm
- গ. 6 cm
- ঘ. 8 cm
উত্তরঃ 4 cm
১৭ দিন আগে করিম বলেছিল যে তার জন্মদিন আগামীকাল। আজ ২৩ তারিখ হলে তার জন্ম কোন তারিখে?
- ক. ৭
- খ. ৮
- গ. ৯
- ঘ. ১০
উত্তরঃ ৭
একটি জমির দৈর্ঘ্য ৯০ ফুট এবং প্রস্থ ৮০ ফুট। ঐ জমির পরিমাণ কত?
- ক. ৫ কাঠা
- খ. ৭ কাঠা
- গ. ১০ কাঠা
- ঘ. ২০ কাঠা
উত্তরঃ ১০ কাঠা
বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?
- ক. রামায়ণ
- খ. মহাভারত
- গ. মনসামঙ্গল
- ঘ. চর্যাপদ
উত্তরঃ চর্যাপদ
‘পরাগ, বইটি দিয়ে যাও’ বাক্যে ‘পরাগ’ কোন পদ?
- ক. সম্বোধন পদ
- খ. সম্বন্ধ পদ
- গ. বিশেষ্য পদ
- ঘ. সর্বনাম পদ
উত্তরঃ সম্বোধন পদ
'To read between the lines' means -
- ক. to read carefully
- খ. to read some lines only
- গ. to read carefully to find out any hidden meaning
- ঘ. to read quickly to save time
উত্তরঃ to read carefully to find out any hidden meaning