সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক

1. কারক কয় প্রকার?

  • ক. পাঁচ প্রকার
  • খ. ছয় প্রকার
  • গ. তিন প্রকার
  • ঘ. সাত প্রকার

2. ‘ব্যাকরণ’ শব্দের সঠিক অর্থ কোনটি?

  • ক. বিশেষভাবে বিভাজন
  • খ. বিশেষভাবে বিশ্লেষণ
  • গ. বিশেষভাবে বিয়োজন
  • ঘ. বিশেষভাবে সংযোজন

4. শব্দের মূলকে কী বলে?

  • ক. প্রকৃতি
  • খ. ধাতু
  • গ. মৌলিক শব্দ
  • ঘ. সংজ্ঞা

6. সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন কোন পদে বেশি?

  • ক. বিশেষ্য ও বিশেষণ পদ
  • খ. ক্রিয়া ও সর্বনাম পদে
  • গ. বিশেষ্য ও ক্রিয়া পদে
  • ঘ. বিশেষণ ও ক্রিয়া পদে

8. কোন বানানটি শুদ্ধ?

  • ক. ইতিপূর্বে
  • খ. ইতোপূর্বে
  • গ. ইতপূর্বে
  • ঘ. ইতঃপূর্বে

9. ‘দুর্গতি’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

  • ক. দুঃ + গতি
  • খ. দুর + গতি
  • গ. দূর + গতি
  • ঘ. দুস + গতি

12. ‘পরাগ, বইটি দিয়ে যাও’ বাক্যে ‘পরাগ’ কোন পদ?

  • ক. সম্বোধন পদ
  • খ. সম্বন্ধ পদ
  • গ. বিশেষ্য পদ
  • ঘ. সর্বনাম পদ

14. ‘রাই কুড়িয়ে বেল’ বাগধারাটির অর্থ কোনটি?

  • ক. ক্ষুদ্র থেকে বড়
  • খ. দরিদ্র থেকে ধনী
  • গ. চৌর্যবৃত্তি
  • ঘ. কৃষিকাল

17. বাংলা ভাষায় যতিচিহ্নের প্রচলন করেন কে?

  • ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • গ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • ঘ. প্যারীচাঁদ মিত্র

20. বাংলা সাহিত্যের ‘যুগ সন্ধিক্ষণের’ কবি কে?

  • ক. বিহারীলাল চক্রবর্তী
  • খ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
  • গ. বড়ু চণ্ডীদাস
  • ঘ. কামিনী রায়

21. বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে?

  • ক. মাইকেল মধুসূদন দত্ত
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. সত্যেন্দ্রনাথ দত্ত
  • ঘ. বিহারীলাল চক্রবর্তী

22. ‘বনফুল’ কোন লেখকের ছদ্মনাম?

  • ক. টেকচাঁদ ঠাকুর
  • খ. রাজশেখর বসু
  • গ. বলাইচাঁদ মুখোপাধ্যায়
  • ঘ. প্রমথ চৌধুরী

23. ‘গৌড়ীয় ব্যাকরণ” কার রচনা?

  • ক. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
  • খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • গ. রাজা রামমোহন রায়
  • ঘ. পাণিনি

24. ‘পাখি সব করে রব রাতি পোহাইল’ - পঙক্তিটির রচয়িতা কে?

  • ক. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
  • খ. বিহারীলাল চক্রবর্তী
  • গ. মদনমোহন তর্কালঙ্কার
  • ঘ. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics