২৭তম বিসিএস প্রিলি

কোনটি উপন্যাস?

  • ক. নতুন চাঁদ
  • খ. কন্যা কুমারী
  • গ. গড্ডলিকা
  • ঘ. নেমেসিস

উত্তরঃ কন্যা কুমারী

বিস্তারিত

লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে?

  • ক. আলাওল
  • খ. কোরেশী মাগন ঠাকুর
  • গ. দৌলত কাজী
  • ঘ. সৈয়দ সুলতান

উত্তরঃ দৌলত কাজী

বিস্তারিত

সাপ্তাহিক ‘সুধাাকর’ -এর সম্পাদক কে?

  • ক. মুন্সি মোহাম্মদ রিয়াজউদ্দিন আহমদ
  • খ. মুন্সি মোহাম্মদ মেহের উল্লাহ
  • গ. শেখ আব্দুর রহিম
  • ঘ. ইসমাইল হোসেন সিরাজী

উত্তরঃ শেখ আব্দুর রহিম

বিস্তারিত

মাসিক মোহাম্মদী কোন সালে প্রকাশিত হয়?

  • ক. ১৯২৬
  • খ. ১৯২৭
  • গ. ১৯২৮
  • ঘ. ১৯২৯

উত্তরঃ ১৯২৭

বিস্তারিত

কোন পত্রিকাটি ১৯২৩ সালে প্রকাশিত হয়?

  • ক. কালিকলম
  • খ. প্রগতি
  • গ. কল্লোল
  • ঘ. সবুজপত্র

উত্তরঃ কল্লোল

বিস্তারিত

ঢাকা থেকে প্রকাশিত হয় কোন পত্রিকাটি?

  • ক. অরণি
  • খ. পরিচয়
  • গ. নবশক্তি
  • ঘ. ক্রান্তি

উত্তরঃ ক্রান্তি

বিস্তারিত

বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি?

  • ক. বাঙ্গালা সাহিত্যের ইতিহাস
  • খ. বঙ্গভাষা ও সাহিত্য
  • গ. বাংলা সাহিত্যের কথা
  • ঘ. বাংলা সাহিত্যের রূপরেখা

উত্তরঃ বঙ্গভাষা ও সাহিত্য

বিস্তারিত

রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরণের নাম কী?

  • ক. মাগধীয় ব্যাকরণ
  • খ. গৌড়ীয় ব্যাকরণ
  • গ. মাতৃভাষা ব্যাকরণ
  • ঘ. ভাষা ও ব্যাকরণ

উত্তরঃ গৌড়ীয় ব্যাকরণ

বিস্তারিত

বাংলা মৌলিক নাটকের যাত্রাা হয় কোন নাট্যকারের হাতে?

  • ক. মধুসূদন দত্ত
  • খ. দীনবন্ধু
  • গ. জ্যেতিন্দ্রনাথ ঠাকুর
  • ঘ. রামনারায়ন তর্করত্ন

উত্তরঃ রামনারায়ন তর্করত্ন

বিস্তারিত

‘পাখি সব করে রব রাতি পোহাইল’ পঙক্তির রচয়িতা-

  • ক. রামনারায়ন তর্করত্ন
  • খ. বিহারীলাল
  • গ. কৃষ্ণচন্দ্র মজুমদার
  • ঘ. মদনমোহন তর্কালংকার

উত্তরঃ মদনমোহন তর্কালংকার

বিস্তারিত

‘আমি কিংবদন্তীর কথা বলছি’ এর রচয়িতা কে?

  • ক. সিকানদার আবু জাফর
  • খ. আবু জাফর ওবায়দুল্লাহ
  • গ. ফররুখ আহমদ
  • ঘ. আহসান হাবীব

উত্তরঃ আবু জাফর ওবায়দুল্লাহ

বিস্তারিত

‘জীবনে জ্যাঠামি ও সাহিত্যে ন্যাকামি’ সহ্য করতে পারতেন না-

  • ক. বঙ্গিমচন্দ্র চট্রোপাধ্যায়
  • খ. সৈয়দ মুজতবা আলী
  • গ. প্রমথ চৌধুরী
  • ঘ. প্রমথনাথ বিশী

উত্তরঃ প্রমথ চৌধুরী

বিস্তারিত

গ্রিক শ্বদ কোনটি?

  • ক. তুফান
  • খ. লুঙ্গি
  • গ. কুপন
  • ঘ. দাম

উত্তরঃ দাম

বিস্তারিত

বাংলা ভাষায় কয়টি খাঁটি উপসর্গ আছে?

  • ক. উনিশ
  • খ. কুুড়ি
  • গ. একুশ
  • ঘ. বাইশ

উত্তরঃ একুশ

বিস্তারিত

‘মেছো’ শব্দের ‍প্রকৃৃতি প্রত্যয়য কী?

  • ক. মাছ + ও
  • খ. মেছ + ও
  • গ. মাছি + উয়া>ও
  • ঘ. মাছ + উয়া>ও

উত্তরঃ মাছ + উয়া>ও

বিস্তারিত

কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?

  • ক. বাক + দান = বাগদান
  • খ. উৎ + ছেদ = উচ্ছেদ
  • গ. পর + পর = পরস্পর
  • ঘ. সম + সার = সংসার

উত্তরঃ পর + পর = পরস্পর

বিস্তারিত

কোনটি পানিতে দ্রবীভূত হয় না?

  • ক. গ্লিসারিন
  • খ. ফিটকিরি
  • গ. সোডিয়াম ক্লোরাইড
  • ঘ. ক্যালসিয়াম কার্বনেট

উত্তরঃ ক্যালসিয়াম কার্বনেট

বিস্তারিত

Identify the imperative sentence.

  • ক. I shall go to college
  • খ. Matin is singing a song
  • গ. Stand up
  • ঘ. It has been raining since morning

উত্তরঃ Stand up

বিস্তারিত

I took a map with me, as I didn't want to -- my way on the journey.

  • ক. loose
  • খ. lose
  • গ. lost
  • ঘ. loss

উত্তরঃ lose

বিস্তারিত

Every driver must be held -- his own actions.

  • ক. responsible for
  • খ. responsible to
  • গ. liable to
  • ঘ. blemed for

উত্তরঃ responsible for

বিস্তারিত

"Through thick and thin" means-

  • ক. under all conditions
  • খ. to make thick and thin
  • গ. not clear in understanding
  • ঘ. of great density

উত্তরঃ under all conditions

বিস্তারিত

'Prior to' means-

  • ক. after
  • খ. before
  • গ. immediately
  • ঘ. during the period of

উত্তরঃ before

বিস্তারিত

Nobody knocked him down; it was an-

  • ক. incident
  • খ. occurrence
  • গ. accident
  • ঘ. event

উত্তরঃ accident

বিস্তারিত

What would have happened if-?

  • ক. The bridege is broken
  • খ. The bridege would break
  • গ. The bridege had broken
  • ঘ. The bridege had been broken

উত্তরঃ The bridege had broken

বিস্তারিত

Explain the meaning of 'Bring to pass'.

  • ক. Cause to destroy
  • খ. Cause to happen
  • গ. Cause to carry out
  • ঘ. Cause to convice

উত্তরঃ Cause to happen

বিস্তারিত

Which of the following sentence is the correct one?

  • ক. Paper is made of wood
  • খ. Paper is made from wood
  • গ. Paper is made by wood
  • ঘ. Paper is made on wood

উত্তরঃ Paper is made from wood

বিস্তারিত

The word bounty is closest in meaning to-

  • ক. generosity
  • খ. familiar
  • গ. dividing line
  • ঘ. sympathy

উত্তরঃ generosity

বিস্তারিত

Choose the correct indipect speech - She asked me, 'Are you happy in your new job?'

  • ক. She asked me if I was happy in my new job
  • খ. She asked me if I have been happy in my new job
  • গ. She asked me whether I am happy in my new job
  • ঘ. She asked me if I had been happy in my new job

উত্তরঃ She asked me if I was happy in my new job

বিস্তারিত

The meaning of the word 'obese' is-

  • ক. very fat
  • খ. ugly
  • গ. tardy
  • ঘ. a chronicle

উত্তরঃ very fat

বিস্তারিত

A person who writes about his own life writes-

  • ক. a diary
  • খ. a biography
  • গ. an autobiography
  • ঘ. a chronicle

উত্তরঃ an autobiography

বিস্তারিত

Which of the following sentences is correct?

  • ক. Why have you done this?
  • খ. Why you had done this?
  • গ. Why you have done this?
  • ঘ. Why did you done this?

উত্তরঃ Why have you done this?

বিস্তারিত

Which is the noun' of the word 'beautiful'?

  • ক. Beauty
  • খ. Beautity
  • গ. Beauteous
  • ঘ. Beautifully

উত্তরঃ Beauty

বিস্তারিত

NIPORT কী?

  • ক. জনসংখ্যাবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান
  • খ. পোল্ট্রি ফার্মবিষয়ক প্রতিষ্ঠান
  • গ. নদী বন্দরবিষয়ক প্রতিষ্ঠান
  • ঘ. বন্দরবিষয়ক প্রতিষ্ঠান

উত্তরঃ জনসংখ্যাবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান

বিস্তারিত

UNDP রিপোর্ট সেপ্টেম্বর ২০০৫ সাল মোতাবেক বাংলাদেশের মাথাপিছু আয় কত?

  • ক. ৪৪৪ ডলার
  • খ. ৭৭০ ডলার
  • গ. ১০৭০ ডলার
  • ঘ. ১৭৭০ ডলার

উত্তরঃ ১৭৭০ ডলার

বিস্তারিত

বাংলাদেশের ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত ?

  • ক. দিনাজপুর
  • খ. গোপালপুর
  • গ. পাকশী
  • ঘ. ঈশ্বরদী

উত্তরঃ ঈশ্বরদী

বিস্তারিত

মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জন করার কথা কোন সময়ে?

  • ক. ২০১০ সাল
  • খ. ২০১৫ সাল
  • গ. ২০২০ সাল
  • ঘ. ২০২৫ সাল

উত্তরঃ ২০১৫ সাল

বিস্তারিত

রাজারবাগ পুলিশ লাইনে ‘দুর্জয়’ ভাস্কর্যটির শিল্পী কে?

  • ক. হামিদুর রহমান
  • খ. মৃণাল হক
  • গ. শামীম শিকদার
  • ঘ. নভেরা আহমেদ

উত্তরঃ মৃণাল হক

বিস্তারিত

রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কী?

  • ক. বিজয় স্তম্ভ
  • খ. বিজয়কেতন
  • গ. স্বাধীনতা সোপান
  • ঘ. রক্ত সোপান

উত্তরঃ রক্ত সোপান

বিস্তারিত

বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত?

  • ক. রাজশাহী
  • খ. ঢাকা
  • গ. চট্রগ্রাম
  • ঘ. খুলনা

উত্তরঃ রাজশাহী

বিস্তারিত

বাংলাদেশে সর্বপ্রথম কোন মহিলা টেস্টটিউব শিশুর মা হন?

  • ক. পারভীন
  • খ. ফিরোজা বেগম
  • গ. রওশন জাহান
  • ঘ. কানিজ ফাতেমা

উত্তরঃ ফিরোজা বেগম

বিস্তারিত

বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?

  • ক. ১৩৬ তম
  • খ. ১৩৭ তম
  • গ. ১৩৮ তম
  • ঘ. ১৩৯ তম

উত্তরঃ ১৩৬ তম

বিস্তারিত

কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?

  • ক. তানভীর কবীর
  • খ. হামিদুর রহমান
  • গ. হামিদুজ্জামান
  • ঘ. অস্কার বাদল

উত্তরঃ হামিদুর রহমান

বিস্তারিত

জাতিসংঘ সাধারন পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি কে?

  • ক. বি. এ. সদ্দিকী
  • খ. খাজা ওয়াসিউদ্দিন
  • গ. হুমায়ন রশীদ চৌধুরী
  • ঘ. শসসের মবিন চৌধুরী

উত্তরঃ হুমায়ন রশীদ চৌধুরী

বিস্তারিত

কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠিত হয় কোন সালে?

  • ক. ১৯৯৫
  • খ. ১৯৯৬
  • গ. ১৯৯৮
  • ঘ. ২০০১

উত্তরঃ ১৯৯৮

বিস্তারিত

বাংলাদেশে পরমাণু শক্তি কমিশন গঠিত হয় কোন সালে?

  • ক. ১৯৭২
  • খ. ১৯৭৩
  • গ. ১৯৭৫
  • ঘ. ১৯৯৭

উত্তরঃ ১৯৭৩

বিস্তারিত

কোন ইঞ্জিনে কার্বুরেটর থাকে?

  • ক. পেট্রোল ইঞ্জিনে
  • খ. ডিজেল ইঞ্জিনে
  • গ. রকেট ইঞ্জিনে
  • ঘ. বিমান ইঞ্জিনে

উত্তরঃ পেট্রোল ইঞ্জিনে

বিস্তারিত

সর্বাপেক্ষা ছোট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ হচ্ছে-

  • ক. আলফা রশ্মি
  • খ. বিটা রশ্মি
  • গ. গামা রশ্মি
  • ঘ. রঞ্জন রশ্মি

উত্তরঃ গামা রশ্মি

বিস্তারিত

মানুষের হৃৎপিণ্ডে কতটি প্রকোষ্ঠ থাকে?

  • ক. দুটি
  • খ. চারটি
  • গ. ছয়টি
  • ঘ. আটটি

উত্তরঃ চারটি

বিস্তারিত

প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয়, কারণ-

  • ক. রান্নার জন্য শুধু তাপ নয় চাপও কাজে লাগে
  • খ. বদ্ধ পাত্রে তাপ সংরক্ষিত হয়
  • গ. উচ্চ চাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায়
  • ঘ. সঞ্চিত বাষ্পের তাপ রান্নার সহায়ক

উত্তরঃ উচ্চ চাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায়

বিস্তারিত

বিলিরুবিন তৈরি হয়-

  • ক. পিত্তথলিতে
  • খ. কিডনিতে
  • গ. প্লীহায়
  • ঘ. যকৃতে

উত্তরঃ প্লীহায়

বিস্তারিত

মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভর করে?

  • ক. মেলানিন
  • খ. গায়ামিন
  • গ. ক্যারোটিন
  • ঘ. হিমোগ্লোবিন

উত্তরঃ মেলানিন

বিস্তারিত

বাদুড় অন্ধকারে চলাফেরা করে কীভাবে?

  • ক. তীক্ষ্ম দৃষ্টিসম্পন্ন চোখের সাহায্যে
  • খ. ক্রমাগত শব্দ উৎপন্নের মাধ্যমে অবস্থান নির্ণয়
  • গ. সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে
  • ঘ. অলৌকিকভাবে

উত্তরঃ সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে

বিস্তারিত

গাছের খাদ্যতালিকায় আছে-

  • ক. N.P.K.S ও Zn
  • খ. Na.P.K.S ও Zn
  • গ. N.B.K.S ও AI
  • ঘ. N.P.K.S ও AI

উত্তরঃ N.P.K.S ও Zn

বিস্তারিত

নিচের কোনটি DNA-এর নাইট্রোজেন বেস?

  • ক. ইউরাসিল
  • খ. গোয়ানিন
  • গ. পিরিডক্সিন
  • ঘ. এ্যাসপারাজিন

উত্তরঃ গোয়ানিন

বিস্তারিত

কোন দেশটি স্ক্যান্ডিনেভিয়ার অন্তর্ভুক্ত নয়?

  • ক. ডেনমার্ক
  • খ. ফিনল্যান্ড
  • গ. নেদারল্যান্ডস
  • ঘ. যুক্তরাষ্ট্র

উত্তরঃ ডেনমার্ক

বিস্তারিত

মুসলমান প্রধান না হলেও কোন দেশটি ইসলামী সম্মেলন সংস্থার সদস্য?

  • ক. নাইজেরিয়া
  • খ. লেবানন
  • গ. নাইজার
  • ঘ. উগান্ডা

উত্তরঃ উগান্ডা

বিস্তারিত

কিউবায় ক্ষেপণাস্ত্র সংকটের সময় প্রেসিডেন্ট কে ছিলেন?

  • ক. রিচাডৃড এম. নিক্সন
  • খ. জন এফ. কেনেডি
  • গ. লিন্ডন বেইনস জনসন
  • ঘ. হ্যারি এস. ট্রম্যান

উত্তরঃ জন এফ. কেনেডি

বিস্তারিত

ভারতীয় লোকসভার নির্বাচিত কত?

  • ক. ৫৪৩
  • খ. ৫৪৫
  • গ. ৪১৫
  • ঘ. ৫৪০

উত্তরঃ ৫৪৩

বিস্তারিত

কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করেন?

  • ক. মার্কিন যুক্তরাষ্ট্র
  • খ. নিউজিল্যান্ড
  • গ. বাহামা
  • ঘ. সুইজারল্যান্ড

উত্তরঃ নিউজিল্যান্ড

বিস্তারিত

Chemiacl Weapons Convention কোন সালে স্বাক্ষরিত হয়?

  • ক. ১৯৯০
  • খ. ১৯৯৩
  • গ. ১৯৯৬
  • ঘ. ১৯৯৯

উত্তরঃ ১৯৯৩

বিস্তারিত

কোন পরিষদের সুপারিশক্রমে জাতিসংঘে নতুন সদস্য গ্রহণ করা হয়?

  • ক. অছি পরিষদ
  • খ. সাধারন পরিষদ
  • গ. নিরাপত্তা পরিষদ
  • ঘ. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ

উত্তরঃ নিরাপত্তা পরিষদ

বিস্তারিত

কোন মুসলিম মনীষী সর্বপ্রথম নোবেল পুরস্কার পান?

  • ক. ইয়াসির আরাফাত
  • খ. নাগীব মাহফুজ
  • গ. আনোয়ার সাদাত
  • ঘ. প্রফেসর আব্দুস সালাম

উত্তরঃ আনোয়ার সাদাত

বিস্তারিত

বাদশা ফাহাদের পর সৌদি বাদশা কে হন?

  • ক. খালেদ
  • খ. ফয়সাল
  • গ. আব্দুল আজিজ
  • ঘ. আবদুল্লাহ

উত্তরঃ আবদুল্লাহ

বিস্তারিত

কোনটি বিংশ শতব্দীর শেষভাগে উপনিবেশবাদের নিকট থেকে মুক্ত হয়?

  • ক. হংকং
  • খ. শ্রীলংকা
  • গ. ম্যাকাউ
  • ঘ. বাংলাদেশ

উত্তরঃ ম্যাকাউ

বিস্তারিত

নিচের কোন চুাক্তটি যুক্তরাষ্ট্রের সিনেটে অনুমোদিত হয়নি?

  • ক. এবিএম চুক্তি (ABN)
  • খ. সল্ট-১ চুক্তি (SALT-1)
  • গ. সল্ট-২ চুক্তি (SALT-২)
  • ঘ. স্টার্ট-১ চুক্তি (SALT-1

উত্তরঃ সল্ট-২ চুক্তি (SALT-২)

বিস্তারিত

Amnesty International কত সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল?

  • ক. ১৯৭৭
  • খ. ১৯৭৮
  • গ. ১৯৭৯
  • ঘ. ১৯৮১

উত্তরঃ ১৯৭৭

বিস্তারিত

START -2 কী?

  • ক. টিভিতে সম্প্রচারিত একটি সিরিয়াল
  • খ. বাণিজ্যসংক্রান্ত একটি চুক্তি
  • গ. কৌশলগত অস্ত্র হ্রাসসংক্রান্ত চুক্তি
  • ঘ. এর কোনটিই নয়

উত্তরঃ কৌশলগত অস্ত্র হ্রাসসংক্রান্ত চুক্তি

বিস্তারিত

আসিয়ান রিজিওনাল ফোরাম (ARF) এর সদস্যসংখ্যা কত?

  • ক. ২১
  • খ. ২২
  • গ. ২৩
  • ঘ. ২৬

সঠিক উত্তরের জন্য বিস্তারিত দেখুন

বিস্তারিত

বাংলাদেশ কত সালে ইসলামী সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে?

  • ক. ১৯৭২ সালে
  • খ. ১৯৭৩ সালে
  • গ. ১৯৭৪ সালে
  • ঘ. ১৯৭৫ সালে

উত্তরঃ ১৯৭৪ সালে

বিস্তারিত

ইরাকের বর্তমান প্রেসিডেন্ট জালাল তালাবানি কোন সম্প্রদায়ের?

  • ক. সুন্নি
  • খ. শিয়া
  • গ. কুর্দি
  • ঘ. খ্রিস্টান

উত্তরঃ কুর্দি

বিস্তারিত

মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট ১২ বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন?

  • ক. হ্যারি এস. ট্রম্যান
  • খ. ফ্রাঙ্কলিন রুজভেল্ট
  • গ. জেমস মানরো
  • ঘ. তথ্যটি সঠিক নয়

উত্তরঃ ফ্রাঙ্কলিন রুজভেল্ট

বিস্তারিত

সংবিধানের কোন অনুচ্ছেদ “রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করবেন” বলা আছে?

  • ক. ১০ নং অনুচ্ছেদে
  • খ. ২১(২) নং অনুচ্ছেদে
  • গ. ২৭নং অনুচ্ছেদে
  • ঘ. ২৮(২) নং অনুচ্ছেদে

উত্তরঃ ২৭নং অনুচ্ছেদে

বিস্তারিত

প্রস্তাবিত পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কি.মি.?

  • ক. ৫.০৩
  • খ. ৬.০৩
  • গ. ৪.৮
  • ঘ. ৬.৮

সঠিক উত্তরের জন্য বিস্তারিত দেখুন

বিস্তারিত

লোকসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের কততম স্থানে?

  • ক. ৫তম
  • খ. ৭তম
  • গ. ৯তম
  • ঘ. ১০তম

সঠিক উত্তরের জন্য বিস্তারিত দেখুন

বিস্তারিত

Give the correct passive form of - 'My teacher embodies all teh good qualities.'

  • ক. All the good qualitise are embodied by my teacher
  • খ. All the good qualitise are embodied in my teacher
  • গ. All the good qualitise are embodied to my teacher
  • ঘ. All the good qualitise are embodied on my teacher

উত্তরঃ All the good qualitise are embodied in my teacher

বিস্তারিত

অক্সফাম (Oxfam) এর সদর দপ্তর কোথায়?

  • ক. নিউইয়র্ক
  • খ. ক্যামেনিক্স
  • গ. লন্ডন
  • ঘ. কেনিয়া

উত্তরঃ কেনিয়া

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics