১৬তম শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা স্কুল পর্যায়

বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ কয়টি?

  • ক. ৫টি
  • খ. ৩টি
  • গ. ৪টি
  • ঘ. ১টি

উত্তরঃ ৩টি

বিস্তারিত

নিচের কোনটি ‘ষত্ব’ বিধানের নিয়মে শুদ্ধ?

  • ক. মাস্টার
  • খ. পোশাক
  • গ. জিনিস
  • ঘ. পোস্ট-মাস্টার

সঠিক উত্তরের জন্য বিস্তারিত দেখুন

বিস্তারিত

‘দ্যুলোক’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

  • ক. দ্যুঃ + লোক
  • খ. দুই + লোক
  • গ. দ্বি + লোক
  • ঘ. দিব + লোক

উত্তরঃ দিব + লোক

বিস্তারিত

সমাসবদ্ধ শব্দে সাধারণত ণ-ত্ব বিধান খাটে না - এর উদাহরণ কোনটি?

  • ক. অগ্রনায়ক
  • খ. রতন
  • গ. আপন
  • ঘ. অনুষ্ঠান

উত্তরঃ অগ্রনায়ক

বিস্তারিত

‘পুকুরে মাছ আছে’ - এখানে ‘পুকুর’ কোন অধিকরণ কারক?

  • ক. বৈষয়িক অধিকরণ
  • খ. ভাবাধিকরণ
  • গ. অভিব্যাপক অধিকরণ
  • ঘ. ঐকদেশিক অধিকরণ

উত্তরঃ ঐকদেশিক অধিকরণ

বিস্তারিত

ক্রিয়া বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে -

  • ক. ধাতু প্রত্যয়
  • খ. শব্দ প্রত্যয়
  • গ. কৃৎ প্রত্যয়
  • ঘ. তদ্ধিত প্রত্যয়

উত্তরঃ কৃৎ প্রত্যয়

বিস্তারিত

ভাবে সপ্তমীর উদাহরণ কোনটি?

  • ক. আমাদের সেনারা যুদ্ধে অপরাজেয়
  • খ. একদা প্রভাতে ভানুর প্রভাতে ফুটিল কমল কলি
  • গ. চন্দ্রোদয়ে কুমুদিনি বিকশিত হয়
  • ঘ. প্রভাতে উঠিল রবি লোহিত বরণ

উত্তরঃ চন্দ্রোদয়ে কুমুদিনি বিকশিত হয়

বিস্তারিত

‘সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা’ - এক কথায় প্রকাশ করলে কী হয়?

  • ক. প্রত্যুদগমন
  • খ. অগ্রগামী
  • গ. শুভ পদার্পণ
  • ঘ. স্বাগতম

উত্তরঃ প্রত্যুদগমন

বিস্তারিত

‘পেয়ারা’ কোন ভাষা থেকে আগত শব্দ?

  • ক. বাংলা
  • খ. পর্তুগিজ
  • গ. ফারসি
  • ঘ. হিন্দি

উত্তরঃ পর্তুগিজ

বিস্তারিত

‘তামার বিষ’ বাগধারাটির অর্থ কী?

  • ক. অর্থের কুপ্রভাব
  • খ. অপচয়
  • গ. ক্ষণস্থায়ী
  • ঘ. কৃপণের কড়ি

উত্তরঃ অর্থের কুপ্রভাব

বিস্তারিত

‘গুণহীনের ব্যর্থ আস্ফালন’ -অর্থটি কোন প্রবাসে ব্যক্ত হয়েছে?

  • ক. কানা ছেলের নাম পদ্মলোচন
  • খ. ঘুঘু দেখেছ ফাঁদ দেখনি
  • গ. অসারের তর্জন-গর্জন সার
  • ঘ. আসলে মুষল নেই, ঢেঁকি ঘরে চাঁদোয়া

উত্তরঃ অসারের তর্জন-গর্জন সার

বিস্তারিত

বিপরীতার্থে ‘পরা’ উপসর্গ যুক্ত শব্দ কোনটি?

  • ক. পরাকাষ্ঠা
  • খ. পরাক্লান্ত
  • গ. পরায়ণ
  • ঘ. পরাভব

উত্তরঃ পরাভব

বিস্তারিত

‘বীণাপাণি’ সমস্ত পদটি কোন সমাস?

  • ক. ব্যধিকরণ বহুব্রীহি
  • খ. ব্যতিহার বহুব্রীহি
  • গ. মধ্যপদলোপী বহুব্রীহি
  • ঘ. অলুক বহুব্রীহি

উত্তরঃ ব্যধিকরণ বহুব্রীহি

বিস্তারিত

‘খ্রিস্টান’ কোন জাতীয় মিশ্র শব্দ?

  • ক. ইংরেজি + বাংলা
  • খ. ইংরেজি + আরবি
  • গ. ইংরেজি + ফারসি
  • ঘ. ইংরেজি + তৎসম

উত্তরঃ ইংরেজি + তৎসম

বিস্তারিত

'Call it a day' - এর যথার্থ অনুবাদ কোনটি?

  • ক. পুনরায় শুরু করা
  • খ. খুবই গুরুত্বপূর্ণ কাজ
  • গ. কাউকে ডেকে আনা
  • ঘ. একটি স্মরনীয় দিন

উত্তরঃ পুনরায় শুরু করা

বিস্তারিত

‘মরি! মরি ! কী সুন্দর প্রভাতের রূপ’ - এখানে অনন্বয়ী অব্যয় কিভাবে প্রকাশ পেয়েছে?

  • ক. যন্ত্রণা
  • খ. বিরক্তি
  • গ. সম্মতি
  • ঘ. উচ্ছ্বাস

উত্তরঃ উচ্ছ্বাস

বিস্তারিত

সম্বোধন পদের পরে যে চিহ্নটি ব্যবহৃত হয় তার নাম কী?

  • ক. কমা
  • খ. দাড়ি
  • গ. কোলন
  • ঘ. সেমিকোলন

উত্তরঃ কমা

বিস্তারিত

'Book Post' -এর পারিভাষিক রূপ কোনটি?

  • ক. ডাকঘর
  • খ. খোলা ডাক
  • গ. উপবিধি
  • ঘ. লেখস্বত্ব

উত্তরঃ খোলা ডাক

বিস্তারিত

কোনটি দেশি শব্দের উদাহরণ?

  • ক. লুুঙ্গি
  • খ. খোকা
  • গ. সম্রাট
  • ঘ. গঞ্জ

উত্তরঃ গঞ্জ

বিস্তারিত

কোনটি রূপক কর্মধারয় সমাস?

  • ক. কর কমল
  • খ. কাল স্রোত
  • গ. কর পল্লব
  • ঘ. কচুকাটা

উত্তরঃ কাল স্রোত

বিস্তারিত

‘উষ্ণীষ’ -এর শব্দার্থ -

  • ক. অত্যন্ত উষ্ণ
  • খ. কুসুম কুসুম উষ্ণ
  • গ. পাগড়ি
  • ঘ. শীতের আমেজ

উত্তরঃ পাগড়ি

বিস্তারিত

‘নাটিকা’ কোন অর্থে স্ত্রীবাচক শব্দ?

  • ক. সমার্থে
  • খ. ক্ষুদ্রার্থে
  • গ. বৃহদার্থে
  • ঘ. বিপরীতার্থে

উত্তরঃ ক্ষুদ্রার্থে

বিস্তারিত

‘শিরে-সংক্রান্তি’ বাগধারাটির অর্থ কী?

  • ক. আসন্ন বিপদ
  • খ. মাথা ব্যথা
  • গ. মহাবিপদ
  • ঘ. মাথার বোঝা

উত্তরঃ আসন্ন বিপদ

বিস্তারিত

He tried his best.(Negative)

  • ক. He did not try a little.
  • খ. He did not stay unmoved.
  • গ. He left no stone unturned.
  • ঘ. He did not turn all stones.

উত্তরঃ He left no stone unturned.

বিস্তারিত

She was used to - the poor.

  • ক. help
  • খ. helped
  • গ. helping
  • ঘ. to help

উত্তরঃ helping

বিস্তারিত

Which is the noun of the word 'brief'?

  • ক. briefly
  • খ. brevity
  • গ. brieve
  • ঘ. but

উত্তরঃ brevity

বিস্তারিত

It was high time we - our habits.

  • ক. changed
  • খ. change
  • গ. had changed
  • ঘ. should change

উত্তরঃ changed

বিস্তারিত

Curd is made - milk.

  • ক. of
  • খ. by
  • গ. in
  • ঘ. from

উত্তরঃ from

বিস্তারিত

The Headmaster and the President of the school - present in the last meeting.

  • ক. was
  • খ. were
  • গ. had been
  • ঘ. have been

উত্তরঃ were

বিস্তারিত

If he - a human being, he would not have done this.

  • ক. is
  • খ. was
  • গ. had been
  • ঘ. were

উত্তরঃ were

বিস্তারিত

The antonym of the word 'benign' is -

  • ক. tenfold
  • খ. peaceful
  • গ. blessed
  • ঘ. malignant

উত্তরঃ malignant

বিস্তারিত

Do not - what you can do today.

  • ক. put on
  • খ. put to
  • গ. put off
  • ঘ. put left

উত্তরঃ put off

বিস্তারিত

Move or die. (Simple)

  • ক. In case of your failure to move, you will die.
  • খ. You move, you will die
  • গ. If you move, you will die
  • ঘ. Move and die.

উত্তরঃ In case of your failure to move, you will die.

বিস্তারিত

Which one is correct?

  • ক. Omnious
  • খ. Extension
  • গ. Hesitasion
  • ঘ. Mischievous

উত্তরঃ Mischievous

বিস্তারিত

The opposite word of 'sluggish' is -

  • ক. animated
  • খ. dul
  • গ. heavy
  • ঘ. slow

উত্তরঃ animated

বিস্তারিত

I saw him play.(Passive)

  • ক. He was seen by me play.
  • খ. Play was seen him by me.
  • গ. He was seen playing by me.
  • ঘ. He was seen to play by me.

উত্তরঃ He was seen to play by me.

বিস্তারিত

'Boot leg' means to -

  • ক. distribute
  • খ. export
  • গ. import
  • ঘ. smuggle

উত্তরঃ smuggle

বিস্তারিত

While I (play) in the field, I saw a dead cow.

  • ক. playing
  • খ. was playing
  • গ. played
  • ঘ. were playing

উত্তরঃ was playing

বিস্তারিত

But for your help I -

  • ক. would have failed
  • খ. would fail
  • গ. will fail
  • ঘ. will have failed

উত্তরঃ would have failed

বিস্তারিত

Choose the correct sentence.

  • ক. He had been hanged for murder.
  • খ. He has been hunged for murder.
  • গ. He was hanged for murder.
  • ঘ. He was hunged for murder.

উত্তরঃ He was hanged for murder.

বিস্তারিত

I went there to seek a job. (Compound)

  • ক. I went there and seeked a job.
  • খ. I went there so that I could seek a job.
  • গ. I went there for seeking a job.
  • ঘ. I went there and sought a job.

উত্তরঃ I went there and sought a job.

বিস্তারিত

Instead of 'confirm' we can say -

  • ক. bear out
  • খ. bear on
  • গ. bear to
  • ঘ. bear oif

উত্তরঃ bear out

বিস্তারিত

What is the antonym of 'abduct'?

  • ক. Take away unlawfully
  • খ. Kidnap
  • গ. Restore
  • ঘ. None of them

উত্তরঃ Restore

বিস্তারিত

The father with his seven daughters - left the house.

  • ক. have
  • খ. are
  • গ. has
  • ঘ. was

উত্তরঃ has

বিস্তারিত

She has no teast - music.

  • ক. of
  • খ. for
  • গ. to
  • ঘ. in

উত্তরঃ for

বিস্তারিত

কর্তৃপক্ষ তাকে তিরস্কার করল।

  • ক. The authority criticised him.
  • খ. The authority took him to task.
  • গ. The authority took him to book
  • ঘ. The authority gave reins to him

উত্তরঃ The authority took him to task.

বিস্তারিত

সে নদীর কাছে এক কুটিরে বাস করত।

  • ক. He lived a hut close with river.
  • খ. He lived in a hut close at the river.
  • গ. He lived in a hut close to the river
  • ঘ. He lived in a hut close by the river.

উত্তরঃ He lived in a hut close to the river

বিস্তারিত

নিচের কোনটি অমূলদ সংখ্যা?

  • ক. 1.111....
  • খ. 1.1010101....
  • গ. 1.1001001001...
  • ঘ. 1.1010010001...

উত্তরঃ 1.1010010001...

বিস্তারিত

কোনো সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে তা একটি -

  • ক. বর্গ
  • খ. রম্বস
  • গ. ট্রাপিজিয়াম
  • ঘ. আয়তক্ষেত্র

উত্তরঃ আয়তক্ষেত্র

বিস্তারিত

নিচের কোনটি বৃত্তস্থ চতুর্ভুজ হয় না?

  • ক. বর্গ
  • খ. আয়ত
  • গ. ট্রাপিজিয়াম
  • ঘ. রম্বস

উত্তরঃ রম্বস

বিস্তারিত

কোনো ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো দিয়ে অংকিত বৃত্তটির কেন্দ্রকে বলে -

  • ক. অন্তঃকেন্দ্র
  • খ. পরিকেন্দ্র
  • গ. লম্বকেন্দ্র
  • ঘ. ভরকেন্দ্র

উত্তরঃ পরিকেন্দ্র

বিস্তারিত

log10(0.001) = কত?

  • ক. 3
  • খ. -3
  • গ. 1/3
  • ঘ. -1/3

উত্তরঃ -3

বিস্তারিত

a2 - 3a, a3 - 9a এবং a3 - 4a2 + 3a এর গ.সা.গু. = ?

  • ক. a(a - 3)
  • খ. a - 3
  • গ. a
  • ঘ. a(a + 3)

উত্তরঃ a(a - 3)

বিস্তারিত

80 এর 75% এর 25% = কত?

  • ক. 10
  • খ. 15
  • গ. 20
  • ঘ. 25

উত্তরঃ 15

বিস্তারিত

বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী?

  • ক. পুণ্ড্র
  • খ. তাম্রলিপ্ত
  • গ. গৌড়
  • ঘ. হরিকেল

উত্তরঃ পুণ্ড্র

বিস্তারিত

বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত?

  • ক. দ্রাবিড়
  • খ. নেগ্রিটো
  • গ. ভোট চীন
  • ঘ. অস্ট্রিক

উত্তরঃ অস্ট্রিক

বিস্তারিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৬ দফা ঘোষণা করা হয় ১৯৬৬ সালের -

  • ক. জানুয়ারি মাসে
  • খ. ফেব্রুয়ারি মাসে
  • গ. জুলাই মাসে
  • ঘ. আগস্ট মাসে

উত্তরঃ ফেব্রুয়ারি মাসে

বিস্তারিত

‘সংগ্রাম’ ও ‘প্রত্যাশা’ কী?

  • ক. ধানের প্রজাতি
  • খ. পাখির প্রজাতি
  • গ. বাংলাদেশ নৌবাহিনীর দুটি যুদ্ধ জাহাজ
  • ঘ. বাংলাদেশ বিমান বাহিনীর দুটি যুদ্ধ বিমান

উত্তরঃ বাংলাদেশ নৌবাহিনীর দুটি যুদ্ধ জাহাজ

বিস্তারিত

AIDS রোগের জন্য নিচের কোন ভাইরাসটি দায়ী

  • ক. SARS
  • খ. র‌্যাবিস
  • গ. HIV
  • ঘ. ইবোলা

উত্তরঃ HIV

বিস্তারিত

কোথায় প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয়?

  • ক. ডেনমার্ক
  • খ. কেনিয়া
  • গ. বেইজং
  • ঘ. মেক্সিকো

উত্তরঃ বেইজং

বিস্তারিত

মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?

  • ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  • খ. তাজউদ্দীন আহমদ
  • গ. সৈয়দ নজরুল ইসলাম
  • ঘ. খন্দকার মোশতাক আহমেদ

উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

বিস্তারিত

২০১৯ সালের সার্ক সাহিত্য পুরস্কার লাভ করেন কে?

  • ক. সেলিনা হোসেন
  • খ. শামসুর রাহমান
  • গ. অধ্যাপক আনিসুজ্জামান
  • ঘ. ফকরুল আলম

উত্তরঃ অধ্যাপক আনিসুজ্জামান

বিস্তারিত

বিশ্ব মানবাধিকার দিবস কেবে?

  • ক. ৮ মার্চ
  • খ. ৫ অক্টোবর
  • গ. ১০ ডিসেম্বর
  • ঘ. ২৪ সেপ্টেম্বর

উত্তরঃ ১০ ডিসেম্বর

বিস্তারিত

SMS এর পূর্ণরূপ কী?

  • ক. Short Message Service
  • খ. Short Mail Service
  • গ. Simple Message Service
  • ঘ. Simple Mail Service

উত্তরঃ Short Message Service

বিস্তারিত

বিগ অ্যাপেল কোন শহরের নাম?

  • ক. নতুন দিল্লি
  • খ. ইসলামাবাদ
  • গ. নিউইয়র্ক
  • ঘ. শিকাগো

উত্তরঃ নিউইয়র্ক

বিস্তারিত

IMF এর সদর দপ্তর কোথায়?

  • ক. ওয়াশিংটন ডিসি
  • খ. নিউইয়র্ক
  • গ. জেনেভা
  • ঘ. রোম

উত্তরঃ ওয়াশিংটন ডিসি

বিস্তারিত

শ্রীলঙ্কার মুদ্রার নাম কী?

  • ক. ডলার
  • খ. পাউন্ড
  • গ. টাকা
  • ঘ. রূপি

উত্তরঃ রূপি

বিস্তারিত

বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?

  • ক. জয়নুল আবেদিন
  • খ. কামরুল হাসান
  • গ. হামিদুর রহমান
  • ঘ. হাশেম খান

উত্তরঃ কামরুল হাসান

বিস্তারিত

UNESCO বাংলাদেশের কোন ধরনের গানকে Heritage of Humanity (মানবতার ধারক) হিসেবে আখ্যায়িত করেছে?

  • ক. কবি গান
  • খ. বাউল গান
  • গ. লালন গীতি
  • ঘ. ভাওয়াইয়া

উত্তরঃ বাউল গান

বিস্তারিত

বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি?

  • ক. হালদা নদী
  • খ. চলন বিল
  • গ. পশুর নদী
  • ঘ. মেঘনা নদী

উত্তরঃ হালদা নদী

বিস্তারিত

নাগরিকের প্রধান কর্তব্য হলো -

  • ক. রাষ্ট্রের সেবা করা
  • খ. রাষ্ট্রের আইন মেনে চলা
  • গ. নিয়মিত কর প্রদান করা
  • ঘ. রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা

উত্তরঃ রাষ্ট্রের আইন মেনে চলা

বিস্তারিত

প্রকৃতিতে সবচেয়ে বেশি পাওয়া যায় কোন ধাতু?

  • ক. লোহা
  • খ. দস্তা
  • গ. পটাশিয়াম
  • ঘ. অ্যালুমিনিয়াম

উত্তরঃ অ্যালুমিনিয়াম

বিস্তারিত

ফোকেটিং(Folketing) কোন দেশের আইনসভা?

  • ক. বেলজিয়াম
  • খ. নরওয়ে
  • গ. ফিনল্যান্ড
  • ঘ. ডেনমার্ক

উত্তরঃ ডেনমার্ক

বিস্তারিত

বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে কী বলে?

  • ক. পিসিকালচার
  • খ. এপিকালচার
  • গ. মেরিকালচার
  • ঘ. সেরিকালচার

উত্তরঃ এপিকালচার

বিস্তারিত

বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে?

  • ক. প্রমথ চৌধুরী
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. মোতাহের হোসেন চৌধুরী
  • ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

উত্তরঃ প্রমথ চৌধুরী

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics