স্থানীয় সরকার বিভাগের উপসহকারী প্রকৌশলীনকশাকার

Windows কী?

  • ক. Programming Language
  • খ. Antivirus Software
  • গ. Operating System
  • ঘ. Data Storage Device

উত্তরঃ Operating System

বিস্তারিত

He went down the road? Here 'down' is a -

  • ক. preposition
  • খ. adverb
  • গ. noun
  • ঘ. verb

উত্তরঃ preposition

বিস্তারিত

Which sentence is correct?

  • ক. My father informed of the matter to the police.
  • খ. I knew the police of the matter.
  • গ. My father informed the matter to the police.
  • ঘ. My father informed the police of the matter.

উত্তরঃ My father informed the police of the matter.

বিস্তারিত

স্থপতি এফ আর খান কোন টাওয়ারের স্থপতি?

  • ক. বুর্জ খলিফা টাওয়ার
  • খ. সিয়ার্স টাওয়ার
  • গ. পেট্রোনাস টাওয়ার
  • ঘ. টোকিও টাওয়ার

উত্তরঃ সিয়ার্স টাওয়ার

বিস্তারিত

Beam এর Inflection point এ বেন্ডিং মোমেন্ট কত?

  • ক. শূন্য
  • খ. কোনোটিই নয়
  • গ. সর্বোচ্চ
  • ঘ. সর্বনিম্ন

উত্তরঃ শূন্য

বিস্তারিত

আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কোনটি?

  • ক. পক প্রণালী
  • খ. সুয়েজ খাল
  • গ. পানামা খাল
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ পানামা খাল

বিস্তারিত

Length comparator যন্ত্রটি সিমেন্টের কোন test এর জন্য ব্যবহৃত হয়?

  • ক. Soundness Test
  • খ. Setting Time Test
  • গ. Fitnesss Test
  • ঘ. Normal Consistency Test

উত্তরঃ Setting Time Test

বিস্তারিত

ASTM এর পূর্ণরূপ কী?

  • ক. American Society for Testing and Materials.
  • খ. American Standard of Test and Mechanics.
  • গ. American Standard of Testing Materials.
  • ঘ. American Society of Testing Materials.

উত্তরঃ American Society for Testing and Materials.

বিস্তারিত

What is Synonym of the word 'Delude'?

  • ক. Permit
  • খ. Aggravate
  • গ. Demand
  • ঘ. Deceive

উত্তরঃ Deceive

বিস্তারিত

১ঃ৩ঃ৬ অনুপাতে ১০০ cft কনক্রীটে সিমেন্ট প্রয়োজন -

  • ক. ৯ ব্যাগ
  • খ. ১২ ব্যাগ
  • গ. ১০ ব্যাগ
  • ঘ. ১১ ব্যাগ

উত্তরঃ ১২ ব্যাগ

বিস্তারিত

RTM বলতে কী বুঝায়?

  • ক. Restricted Tendering Method
  • খ. Rountine Tendering Method
  • গ. Reserved Tendering Method
  • ঘ. Request for Project

উত্তরঃ Restricted Tendering Method

বিস্তারিত

পানির PH = 6.5 হলে তা -

  • ক. Acidic water
  • খ. Alkaline water
  • গ. Neutral water
  • ঘ. Industrial water

উত্তরঃ Acidic water

বিস্তারিত

The correct plural form of 'half' is -

  • ক. halve
  • খ. halves
  • গ. halfs
  • ঘ. haffs

উত্তরঃ halves

বিস্তারিত

সঠিক বানানে লেখা হয়েছে কোন শব্দটি?

  • ক. নিক্বন
  • খ. নিক্কণ
  • গ. নিক্বণ
  • ঘ. নিক্কন

উত্তরঃ নিক্বণ

বিস্তারিত

রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক?

  • ক. ঘরে বাইরে
  • খ. রক্তকরবী
  • গ. চোখের বালি
  • ঘ. বলাকা

উত্তরঃ রক্তকরবী

বিস্তারিত

উল্লিখিত পরীক্ষাসমূহের মধ্যে কোনটি বিটুমিন পরীক্ষায় ব্যবহৃত হয় না?

  • ক. Viscosity Test
  • খ. Compressive Strength Test
  • গ. Specific Gravity Test
  • ঘ. Penetration Test

উত্তরঃ Compressive Strength Test

বিস্তারিত

CIRDAP এর সদর দপ্তর কোথায়?

  • ক. দিল্লি
  • খ. বালি
  • গ. ঢাকা
  • ঘ. ব্যাংকক

উত্তরঃ ঢাকা

বিস্তারিত

কোন উপন্যাসটি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে লেখা?

  • ক. খোয়াবনামা
  • খ. নেকড়ে অরণ্য
  • গ. হাজার বছর ধরে
  • ঘ. দলিল

উত্তরঃ নেকড়ে অরণ্য

বিস্তারিত

দুই বিন্দুর পিজোমোট্রিক লেভেলের পার্থক্যকে কী বলে?

  • ক. ক ও খ উভয়ই
  • খ. কোনোটিই নয়
  • গ. হাইড্রোলিক হেড
  • ঘ. পজিশন হেড

উত্তরঃ হাইড্রোলিক হেড

বিস্তারিত

40 গ্রেড রডের Ultimate Strength কত?

  • ক. 400 Mpa
  • খ. 275 Mpa
  • গ. 250 Mpa
  • ঘ. 265 Mpa

উত্তরঃ 275 Mpa

বিস্তারিত

প্রকল্প অনুমোদনের সাথে সংশ্লিষ্ট কোনটি?

  • ক. Construction Supervision
  • খ. Material testing
  • গ. Tendering Authority
  • ঘ. Planning Commision

উত্তরঃ Planning Commision

বিস্তারিত

‘ত্রিশ লক্ষ শহিদের রক্তে বাংলাদেশ স্বাধীন হয়েছে’ - বাক্যটি কোন কালের?

  • ক. সাধারণ ভবিষ্যৎ
  • খ. নিত্যবৃত্ত বর্তমান
  • গ. পুরাঘটিত বর্তমান
  • ঘ. পুরাঘটিত অতীত

উত্তরঃ পুরাঘটিত বর্তমান

বিস্তারিত

কোনটি surveying instrument নয়?

  • ক. Microscope
  • খ. Level machine
  • গ. Theodolite
  • ঘ. Plain Table

উত্তরঃ Microscope

বিস্তারিত

একটি মাটির Porosity ০.৪৫ হলে Void Ratio কত?

  • ক. ১.২২
  • খ. ০.৪১
  • গ. ০.৮২
  • ঘ. ০.৩১

উত্তরঃ ০.৮২

বিস্তারিত

রেলওয়েতে সাধারণত কোনটিকে আদর্শ Sleeper ধরা হয়?

  • ক. Cast Iron Sleeper
  • খ. Concrete Sleeper
  • গ. Steel Sleeper
  • ঘ. Wooden Sleeper

উত্তরঃ Wooden Sleeper

বিস্তারিত

The greater the demand, - the price.

  • ক. the higher
  • খ. highest
  • গ. high
  • ঘ. higher

উত্তরঃ the higher

বিস্তারিত

Adjective form of the word 'heart' is -

  • ক. heartiest
  • খ. hearty
  • গ. hearful
  • ঘ. heartier

উত্তরঃ hearty

বিস্তারিত

কবি শামসুর রাহমানের কাব্যগ্রন্থ হচ্ছে -

  • ক. বিরতিহীন উৎসব
  • খ. প্রথম দিনের সূর্য
  • গ. তৃষ্ণার তানপুরা
  • ঘ. নিরালোকে দিব্যরথ

উত্তরঃ নিরালোকে দিব্যরথ

বিস্তারিত

Mild steel এর Poisson's ratio এর range কত?

  • ক. ০.৩০ - ০.৩১
  • খ. ০.১০ - ০.২০
  • গ. ০.২৯ - ০.২৬
  • ঘ. ০.২৭ - ০.৩০

উত্তরঃ ০.২৭ - ০.৩০

বিস্তারিত

Had I known in advance, I - enough money.

  • ক. will take
  • খ. would have taken
  • গ. would take
  • ঘ. took

উত্তরঃ would have taken

বিস্তারিত

Which spelling is correct?

  • ক. chocklate
  • খ. Chocolatte
  • গ. Chocolate
  • ঘ. chocollate

উত্তরঃ Chocolate

বিস্তারিত

বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন কে?

  • ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • খ. প্যারীচাঁদ মিত্র
  • গ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

বিস্তারিত

The teacher made the students - an essay.

  • ক. to write
  • খ. writting
  • গ. write
  • ঘ. wrote

উত্তরঃ write

বিস্তারিত

My father - home last night.

  • ক. had come
  • খ. came
  • গ. was coming
  • ঘ. has come

উত্তরঃ came

বিস্তারিত

মুজিবনগর সরকার কর্তৃক স্বাধীনতার ঘোষণাপত্রটি কবে জারি করা হয়েছিল?

  • ক. ২০ মে ১৯৭১
  • খ. ২৮ মে ১৯৭১
  • গ. ১৭ এপ্রিল ১৯৭১
  • ঘ. ১০ এপ্রিল ১৯৭১

উত্তরঃ ১০ এপ্রিল ১৯৭১

বিস্তারিত

Find out the wrongly spelt word :

  • ক. Ascertain
  • খ. Beaurocrat
  • গ. Committee
  • ঘ. Humorous

উত্তরঃ Beaurocrat

বিস্তারিত

কোনটি Standard Sieve?

  • ক. #60
  • খ. #100
  • গ. #40
  • ঘ. 1/2

উত্তরঃ #100

বিস্তারিত

The poem 'Solitary Reaper' is written by -

  • ক. Keats
  • খ. Shakespeare
  • গ. Shelley
  • ঘ. Wordsworth

উত্তরঃ Wordsworth

বিস্তারিত

শূন্য মাধ্যমে শব্দের গতিবেগ কত?

  • ক. ৩৩২ m / s
  • খ. ৪৩২ m / s
  • গ. ২৮০ m / s
  • ঘ. ০

উত্তরঃ

বিস্তারিত

বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার কোনটি?

  • ক. বাংলা একাডেমি পদক
  • খ. ক্রীড়া পদক
  • গ. একুশে পদক
  • ঘ. স্বাধীনতা পদক

উত্তরঃ স্বাধীনতা পদক

বিস্তারিত

বাংলা ভাষায় ব্যবহৃত দেশি শব্দ কোনটি?

  • ক. খুশি
  • খ. ঢেউ
  • গ. ছবি
  • ঘ. চন্দ

উত্তরঃ ঢেউ

বিস্তারিত

কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল?

  • ক. সোডিয়াম
  • খ. পারদ
  • গ. ইউরেনিয়াম
  • ঘ. লিথিয়াম

উত্তরঃ পারদ

বিস্তারিত

Find the correct passive voice of the sentence - 'Roses smells sweet'.

  • ক. Roses are sweet smelling which someone smells.
  • খ. Roses are sweet when smelt.
  • গ. Roses are sweet when we smell.
  • ঘ. Roses are smelling sweet.

উত্তরঃ Roses are sweet when smelt.

বিস্তারিত

কোন পদার্থটি কোয়াগুলেন্ট (Coagulent) হিসেবে ব্যবহৃত হয় না?

  • ক. সোডিয়াম অ্যালুমিনিয়াম
  • খ. ব্লিচিং পাউডার
  • গ. ফিটকিরি
  • ঘ. ফেরিক সালফেট

উত্তরঃ ব্লিচিং পাউডার

বিস্তারিত

ফোর্থ এস্টেট বলতে কী বুঝায়?

  • ক. ক্ষমতা
  • খ. রাজনীতি
  • গ. সম্পত্তি
  • ঘ. সংবাদপত্র

উত্তরঃ সংবাদপত্র

বিস্তারিত

‘লবণ

  • ক. ১৮০
  • খ. ৩৬০
  • গ. ০
  • ঘ. ৯০

উত্তরঃ ১৮০

বিস্তারিত

‘লবণ’ শব্দের বিশেষণ কোনটি?

  • ক. ললিত
  • খ. লোনা
  • গ. লবণাক্ত
  • ঘ. নোনতা

উত্তরঃ লবণাক্ত

বিস্তারিত

সম্প্রতি বাংলাদেশের কোন জেলায় উল্লেখযোগ্য পরিমাণ গ্যাস পাওয়া গিয়েছে?

  • ক. হবিগঞ্জ
  • খ. সিলেট
  • গ. ভোলা
  • ঘ. ব্রাহ্মণবাড়িয়া

উত্তরঃ ভোলা

বিস্তারিত

'A bolt from the blue' means -

  • ক. A happy ending
  • খ. A sudden bad news
  • গ. A thunderstorm
  • ঘ. A hailstorm

উত্তরঃ A sudden bad news

বিস্তারিত

RFP বলতে কী বুঝায়?

  • ক. Request for Proposal
  • খ. Request for Promotion
  • গ. Request for Procurement
  • ঘ. Request for Project

উত্তরঃ Request for Proposal

বিস্তারিত

Gunter's chain এ কত শিকলে ১ মাইল হয়?

  • ক. ৮০ শিকল
  • খ. ১০০ শিকল
  • গ. ৫০ শিকল
  • ঘ. ৭০ শিকল

উত্তরঃ ৮০ শিকল

বিস্তারিত

পৃথিবীর গভীরতম মহাসাগর কোনটি?

  • ক. দক্ষিণ মহাসাগর
  • খ. উত্তর মহাসাগর
  • গ. ভারত মহাসাগর
  • ঘ. প্রশান্ত মহাসাগর

উত্তরঃ প্রশান্ত মহাসাগর

বিস্তারিত

‘রূপসী বাংলা’ কাব্যগ্রন্থটি কার রচনা?

  • ক. জীবনানন্দ দাশ
  • খ. বিষ্ণু দে
  • গ. কাজী নজরুল ইসলাম
  • ঘ. বুদ্ধদেব বসু

উত্তরঃ জীবনানন্দ দাশ

বিস্তারিত

কোনটি কাজী নজরুল ইসলামের রচনা?

  • ক. চক্রবাক
  • খ. বলাকা
  • গ. সোনার তরী
  • ঘ. চিত্রা

উত্তরঃ চক্রবাক

বিস্তারিত

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালেই রচিত হয়েছিল যে উপন্যাস -

  • ক. ১৯৭১
  • খ. রাইফেল রোটি আওরাত
  • গ. হাঙ্গর নদী গ্রেনেড
  • ঘ. দুই সৈনিক

উত্তরঃ রাইফেল রোটি আওরাত

বিস্তারিত

দুই লেনবিশিষ্টি জাতীয় মহাসড়ক কত চওড়া হওয়া উচিত?

  • ক. ৯.০০ মিটার
  • খ. ১৫.০০ মিটার
  • গ. ১২.০০ মিটার
  • ঘ. ৭.৫০ মিটার

উত্তরঃ ১২.০০ মিটার

বিস্তারিত

কোনটি সৈয়দ ওয়ালীউল্লাহর রচনা নয়?

  • ক. আনন্দ মঠ
  • খ. চাঁদের অমাবস্যা
  • গ. লালসালু
  • ঘ. কাঁদো নদী কাঁদো

উত্তরঃ আনন্দ মঠ

বিস্তারিত

'A man of letter' means -

  • ক. An unwise man
  • খ. A wise man
  • গ. An illiterate person
  • ঘ. A stupid man

উত্তরঃ A wise man

বিস্তারিত

জাতীয় সংসদের ১নং আসনটি কোন জেলায়?

  • ক. বান্দরবান
  • খ. কক্সবাজার
  • গ. চাঁপাইনবাবগঞ্জ
  • ঘ. পঞ্চগড়

উত্তরঃ পঞ্চগড়

বিস্তারিত

বস্তুর ওজন কোন স্থানে সবচেয়ে বেশি?

  • ক. বিষুব অঞ্চলে
  • খ. পাহাড়ের উপর
  • গ. মেরু অঞ্চলে
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ মেরু অঞ্চলে

বিস্তারিত

Tunnel Boring Machine (TBM) কী নির্মাণে ব্যবহৃত হয়?

  • ক. Bridge
  • খ. Elevated Rail
  • গ. Under Pass
  • ঘ. Underground Rail

উত্তরঃ Underground Rail

বিস্তারিত

I - here since 2012.

  • ক. lived
  • খ. have been living
  • গ. live
  • ঘ. am living

উত্তরঃ have been living

বিস্তারিত

সম্প্রতি বাংলাদেশের কোন জেলায় লোহার সন্ধান পাওয়া গেছে?

  • ক. বগুড়া
  • খ. দিনাজপুর
  • গ. সিলেট
  • ঘ. ময়মনসিংহ

উত্তরঃ দিনাজপুর

বিস্তারিত

ক্যান্টিলিভার বিমের Main Reinforcement কোথায় থাকে?

  • ক. Top of the beam section
  • খ. Top & Bottom of the beam section
  • গ. Middle of the beam section
  • ঘ. Bottom of hte beam section

উত্তরঃ Top of the beam section

বিস্তারিত

১ মিটার কত ফুটের সমান?

  • ক. ৩.৩৮০২
  • খ. ৩.৫০০
  • গ. ৩.২৮০৮
  • ঘ. ৩.৩৫০৫

উত্তরঃ ৩.২৮০৮

বিস্তারিত

In order to improve farming methods, we need -

  • ক. a machinery
  • খ. machineries
  • গ. machine
  • ঘ. machinery

উত্তরঃ machinery

বিস্তারিত

বন্যা নিয়ন্ত্রণের সর্বোত্তম পন্থা কোনটি?

  • ক. দুই পাড়ে বাধ নির্মাণ
  • খ. ড্যাম নির্মাণ
  • গ. নদীশাসন
  • ঘ. নদী খনন

উত্তরঃ নদী খনন

বিস্তারিত

বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা -

  • ক. প্রবন্ধ
  • খ. গীতকবিতা
  • গ. নাটক
  • ঘ. ছোটগল্প

উত্তরঃ গীতকবিতা

বিস্তারিত

সুয়েজ খাল কোথায় অবস্থিত?

  • ক. মিশর
  • খ. মালয়েশিয়া
  • গ. ইরাক
  • ঘ. ইরান

উত্তরঃ মিশর

বিস্তারিত

গঠন অনুসারে বাংলা বাক্য কয় প্রকার?

  • ক. ৪ প্রকার
  • খ. ৫ প্রকার
  • গ. ২ প্রকার
  • ঘ. ৩ প্রকার

উত্তরঃ ৩ প্রকার

বিস্তারিত

কখনও হাল ছেড়ে দিও না - ইংরেজি অনুবাদ কোনটি?

  • ক. Never give up trying.
  • খ. Never stop trying.
  • গ. Never say die.
  • ঘ. Never give up hope.

উত্তরঃ Never say die.

বিস্তারিত

Beam ও Slab একত্রে ঢালাই করলে তাকে কী বলা হয়?

  • ক. Continuous beam
  • খ. T-beam
  • গ. Rectangular
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ কোনোটিই নয়

বিস্তারিত

Which is the verb form of the word 'briif'?

  • ক. Briefless
  • খ. None of these
  • গ. Brevity
  • ঘ. Briefly

উত্তরঃ None of these

বিস্তারিত

কোন পঙক্তিটি বাংলাদেশের জাতীয় সঙ্গীতের অংশ?

  • ক. ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায় লুকোচুরির খেলা রে ভাই।
  • খ. অঘ্রানে তোর ধানের ক্ষেতে সোনার হাসি হাসলো কে?
  • গ. অঘ্রানে তোর ভরা ক্ষেতে কী দেখেছি মধুর হাসি।
  • ঘ. ধানের ক্ষেতে ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে।

উত্তরঃ অঘ্রানে তোর ভরা ক্ষেতে কী দেখেছি মধুর হাসি।

বিস্তারিত

Cement এর Specific Gravity কত?

  • ক. ২.১৫
  • খ. ৩.১৫
  • গ. ৩.৫০
  • ঘ. ২.৬৭

উত্তরঃ ৩.১৫

বিস্তারিত

He is - all a poet.

  • ক. beyond
  • খ. to
  • গ. above
  • ঘ. over

উত্তরঃ above

বিস্তারিত

মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে -

  • ক. হাইড্রোজেন
  • খ. কার্বন ডাই অক্সাইড
  • গ. অক্সিজেন
  • ঘ. নাইট্রোজেন

উত্তরঃ নাইট্রোজেন

বিস্তারিত

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মুজিবনগর সরকার শপথগ্রহণ অনুষ্ঠানে কে শপথবাক্য পাঠ করিয়েছিলেন?

  • ক. অধ্যাপক ইউসুফ আলী
  • খ. ক্যাপ্টেন এম মনসুর আলী
  • গ. সৈয়দ নজরুল ইসলাম
  • ঘ. জনাব তাজউদ্দীন আহমদ

উত্তরঃ অধ্যাপক ইউসুফ আলী

বিস্তারিত

মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি?

  • ক. পায়ের আওয়াজ পাওয়া যায়
  • খ. মুখরা রমণী বশীকরণ
  • গ. শভ্রা সুন্দর কল্যাণী আনন্দ
  • ঘ. নূরলদীনের সারাজীবন

উত্তরঃ পায়ের আওয়াজ পাওয়া যায়

বিস্তারিত

কোন বানানটি শুদ্ধ?

  • ক. অভ্যন্তরীণ
  • খ. অভ্যন্তরিন
  • গ. আভ্যন্তরীন
  • ঘ. আভ্যন্তরিন

উত্তরঃ অভ্যন্তরীণ

বিস্তারিত

বৃষ্টিপাত সাধারণত কোন এককে পরিমাপ করা হয়?

  • ক. বর্গমিটার
  • খ. ঘনমিটার
  • গ. মিলিমিটার
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ মিলিমিটার

বিস্তারিত

কম্পিউটারের কাজের গতি কী দ্বারা প্রকাশ করা হয়?

  • ক. ন্যানো সেকেন্ড
  • খ. ঘণ্টা
  • গ. মিনিট
  • ঘ. সেকেন্ড

উত্তরঃ ন্যানো সেকেন্ড

বিস্তারিত

কোনটি Steel Truss এর Member নয়?

  • ক. Kingpost
  • খ. Lintel
  • গ. Rafter
  • ঘ. Pruline

উত্তরঃ Lintel

বিস্তারিত

60 grade steel বলতে কী বুঝায়?

  • ক. fy = 60 ksi
  • খ. কোনোটিই নয়
  • গ. fs = 60 ksi
  • ঘ. fd = 60 inch

উত্তরঃ fy = 60 ksi

বিস্তারিত

বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের সংযোগ নেই?

  • ক. পঞ্চগড়
  • খ. চাঁপাইনবাবগঞ্জ
  • গ. বান্দরবান
  • ঘ. দিনাজপুর

উত্তরঃ বান্দরবান

বিস্তারিত

‘মনরে কৃষি-কাজ জাননা এমন মানব-জমিন রইল পতিত আবাদ করলে ফলত সোনা’ গানটির রচয়িতা কে?

  • ক. কাজী নজরুল ইসলাম
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. রামপ্রসাদ সেন
  • ঘ. নিধু বাবু

উত্তরঃ রামপ্রসাদ সেন

বিস্তারিত

Balled কী?

  • ক. লোকগাথা
  • খ. গাথা
  • গ. সাদৃশ্য
  • ঘ. গীতিকা

উত্তরঃ গীতিকা

বিস্তারিত

‘সবার উপর মানুষ সত্য তাহার উপরে নাই।’- পঙক্তিটির রচয়িতা কে?

  • ক. বিদ্যাপতি
  • খ. আলাওল
  • গ. চণ্ডীদাস
  • ঘ. জ্ঞানদাস

উত্তরঃ চণ্ডীদাস

বিস্তারিত

  • avatar
    Anonymous - 1 year ago
    সিমেন্ট মর্টারের কম্প্রেসিভ টেস্টের জন্য ব্যবহৃত কিউব এর ডাইমেনশন কত?

Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics