স্থানীয় সরকার বিভাগের সহকারী প্রকৌশলী পুর
- ক. অনূদিত অন্ধকার
- খ. চাঁদের অমাবস্যা
- গ. কুলায় কালস্রোত
- ঘ. ক্রীতদাসের হাসি
উত্তরঃ ক্রীতদাসের হাসি
বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদেসমূহে মৌলিক অধিকার গুলো সন্নিবেশিত আছে?
- ক. ৩১ থেকে ৫২
- খ. ১ থেকে ১০
- গ. ১১ থেকে ২০
- ঘ. ২১ থেকে ৩০
সঠিক উত্তরের জন্য বিস্তারিত দেখুন
Welding এ ব্যবহৃত E70 electrode এর allowable shear capacity কত?
- ক. 21 ksi
- খ. 70 ksi
- গ. 42 ksi
- ঘ. 35 ksi
উত্তরঃ 70 ksi
নিচের কোনটি সৈয়দ ওয়ালীউল্লাহর রচনা?
- ক. সারেং বউ
- খ. সূর্যদীঘল বাড়ী
- গ. আরেক ফাল্গুন
- ঘ. চাঁদের অসাবস্যা
উত্তরঃ চাঁদের অসাবস্যা
দ্রুত এবং উচ্চ শক্তিসম্পন্ন কনক্রিটের জন্য কোনট ধরনের curing সবচেয়ে উপযোগী?
- ক. Spreading with water
- খ. Flooding with water
- গ. Covering with wet jute cloth
- ঘ. Steam chamber
উত্তরঃ Covering with wet jute cloth
দুই Lane এর একটি National Highway এর Width কত হবে?
- ক. 3.65 meter
- খ. 7.30 meter
- গ. 14.60 meter
- ঘ. 5.50 meter
উত্তরঃ 5.50 meter
- ক. সাক্ষর
- খ. আদ্যাক্ষর
- গ. স্বাক্ষর
- ঘ. অঙ্গীকার
উত্তরঃ স্বাক্ষর
‘উত্তমাশা অন্তরীপ’ কোন দেশে অবস্থিত?
- ক. ডেনমার্ক
- খ. ইয়েমেন
- গ. দক্ষিণ আফ্রিকা
- ঘ. সুদান
উত্তরঃ দক্ষিণ আফ্রিকা
The professor wanted me to send my email address and :
- ক. so send I
- খ. so do I
- গ. so did I
- ঘ. so I send
উত্তরঃ so did I
Of the two girls, Ushoshi is - intelligent, (Fill up the gap)
- ক. far
- খ. most
- গ. as
- ঘ. more
উত্তরঃ more
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ কোন ধরনের রচনা?
- ক. ছোটগল্প
- খ. কাব্য
- গ. নাটক
- ঘ. উপন্যাস
উত্তরঃ উপন্যাস
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কততম অনুচ্ছেদে তফসিল সম্পর্কে বলা হয়েছে?
- ক. ৪৮ অনুচ্ছেদ
- খ. ৮০ অনুচ্ছেদ
- গ. ৪২ অনুচ্ছেদ
- ঘ. ১৫৩ অনুচ্ছেদ
উত্তরঃ ১৫৩ অনুচ্ছেদ
‘হাতেম তাই’ গ্রন্থের অনুবাদক কে?
- ক. ফকির গরিবুল্লাহ্
- খ. সৈয়দ হামজা
- গ. আলাওল
- ঘ. সাবিরিদ খান
উত্তরঃ সৈয়দ হামজা
‘লোকরহস্য’ প্রবন্ধের রচয়িতা কে?
- ক. কাজী নজরুল ইসলাম
- খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- ঘ. রামমোহন রায়
উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
একটি বিপদজনক কাঠামেরা ভারবহনের জন্য যে অস্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়, তাকে কী বলে?
- ক. Jacking
- খ. Shoring
- গ. Underpining
- ঘ. Scoffolding
উত্তরঃ Shoring
Concrete slump test এ ASTM cone এর উচ্চতা কত?
- ক. 12 inch
- খ. 4 inch
- গ. 6 inch
- ঘ. 8 inch
উত্তরঃ 12 inch
Choose the right preposition : He did everything - pursuit of happiness.
- ক. at
- খ. for
- গ. in
- ঘ. with
উত্তরঃ in
বাংলাদেশের একমাত্র কৃত্রিম হ্রদ কোন নদীতে বাঁধ দিয়ে তৈরি করা হয়েছে?
- ক. কর্ণফুলী
- খ. পদ্মা
- গ. তিস্তা
- ঘ. সাঙ্গু
উত্তরঃ কর্ণফুলী
কোন প্রণালী আফ্রিকা মহাদেশকে ইউরোপ হতে পৃথক করেছে?
- ক. ফ্লোরিডা
- খ. হরমুজ
- গ. জিব্রাল্টার
- ঘ. মালাক্কা
উত্তরঃ জিব্রাল্টার
'The Origin of Species' is a :
- ক. Scinetific writing
- খ. Social drama
- গ. Allegory
- ঘ. Novel
উত্তরঃ Scinetific writing
ভবন কাঠামো Design এর জন্য ঢাকা অঞ্চলে বাতাসের গতিবেগ কত ধরা হয়?
- ক. ২৫০ কিমি/ঘণ্টা
- খ. ১৫০ কিমি/ঘণ্টা
- গ. ২১০ কিমি/ঘণ্টা
- ঘ. ১৭৫ কিমি/ঘণ্টা
উত্তরঃ ২১০ কিমি/ঘণ্টা
- ক. বন্যা নিয়ন্ত্রণ
- খ. নদীর পাড়ে বাঁধ নির্মাণ
- গ. নদীর গতিপথ নিয়ন্ত্রণ
- ঘ. নদী খনন
উত্তরঃ নদীর গতিপথ নিয়ন্ত্রণ
- ক. Credit it to my account
- খ. Credit it with my account
- গ. Credit it at my account
- ঘ. Credit it in my account
উত্তরঃ Credit it to my account
Padma সেতুর একটি Span এর Length কত?
- ক. 150 meter
- খ. 100 meter
- গ. 175 meter
- ঘ. 125 meter
উত্তরঃ 150 meter
- ক. difference of applied and residual chlorine
- খ. applied chlorine
- গ. residual chlorine
- ঘ. sum of applied and residual chlorine
উত্তরঃ difference of applied and residual chlorine
Concrete এর water-cement ratio 0.40 হলে, পানির পরিমাণ কত হবে?
- ক. ৪.৪৮ গ্যালন
- খ. ৪.৮০ গ্যালন
- গ. ৪.০৮ গ্যালন
- ঘ. ৫.২০ গ্যালন
উত্তরঃ ৪.৮০ গ্যালন
নিচে বর্ণিত যে কারণে Concrete এর Strength বাড়ে -
- ক. decrease in size of aggregate
- খ. increase in water-cement ratio
- গ. increase in fineness of cement
- ঘ. decrease in curing time
উত্তরঃ decrease in size of aggregate
স্বাধীন বাংলাদেশের ঘোষণাপত্র কবে পাঠ করা হয়?
- ক. ২৩ এপ্রিল ১৯৭১
- খ. ১০ এপ্রিল ১৯৭১
- গ. ১২ এপ্রিল ১৯৭১
- ঘ. ১৭ এপ্রিল ১৯৭১
উত্তরঃ ১০ এপ্রিল ১৯৭১
‘সার্থক জনম আমার জন্মেছি এই দেশে’ - গানটির রচয়িতা কে?
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. অতুল প্রসাদ সেন
- গ. রজনীকান্ত সেন
- ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
Technically, glass is mineral and :
- ক. water so
- খ. so is water
- গ. water is so
- ঘ. so water is
উত্তরঃ so is water
Come on, its time to go home. Here 'home' is :
- ক. Pronoun
- খ. Noun
- গ. Adjective
- ঘ. Adverb
উত্তরঃ Adverb
‘নাট্যচার্য’ হিসেবে খ্যাতি অর্জন করেছেন -
- ক. মামুন অর রশীদ
- খ. দীনবন্ধু মিত্র
- গ. সেলিম আল দীন
- ঘ. মমতাজ জদদীন আহমদ
উত্তরঃ সেলিম আল দীন
- ক. অনুষঙ্গিক
- খ. আনুসঙ্গিক
- গ. আনুষঙ্গিক
- ঘ. আনুসাংগিক
উত্তরঃ আনুষঙ্গিক
- ক. মিথেন ও বিউটেন
- খ. মিথেন
- গ. প্রোপেন ও বিউটেন
- ঘ. ইথেন
উত্তরঃ প্রোপেন ও বিউটেন
রাস্তা নির্মাণে Road curve এ Cambering কেন দরকার?
- ক. Good Look এর জন্য
- খ. Road Protection এর জন্য
- গ. Smooth Driving এর জন্য
- ঘ. Surface Drainage এর জন্য
উত্তরঃ Surface Drainage এর জন্য
আন্তর্জাতিক তারিখ রেখা কত ডিগ্রি বরাবর কল্পনা করা হয়?
- ক. ৩৬০ বরারব
- খ. ০ বরারব
- গ. ১২০ বরারব
- ঘ. ১৮০ বরারব
উত্তরঃ ১৮০ বরারব
‘মৈমনসিংহ গীতাকা’র সংগ্রাহক কে ছিলেন?
- ক. আশুতোষ ভট্টাচার্য
- খ. রওশন ইজদানী
- গ. চন্দ্রকুমার দে
- ঘ. দীনেশচন্দ্র সেন
উত্তরঃ চন্দ্রকুমার দে
নিচের কোনটি Shallow foundation নয়?
- ক. Combined footing
- খ. Strap footing
- গ. Mat
- ঘ. Caisson
উত্তরঃ Caisson
Which one is the correct spelling?
- ক. Paletable
- খ. Pallatable
- গ. Pelatable
- ঘ. Palatable
উত্তরঃ Palatable
Compression এর ক্ষেত্রে Concrete এর extreme fiber stress কত allowable?
- ক. 0.55fc
- খ. 0.45fc
- গ. 0.35fc
- ঘ. 0.40fc
উত্তরঃ 0.45fc
- ক. ৫০
- খ. ২৫
- গ. ৩০
- ঘ. ৪০
উত্তরঃ ৫০
খাদ্য তৈরির জন্য উদ্ভিদ বায়ু থেকে কী গ্রহণ করে?
- ক. জিংক
- খ. অক্সিজেন
- গ. কার্বন ডাই-অক্সাইড
- ঘ. ফসফরাস
উত্তরঃ কার্বন ডাই-অক্সাইড
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শৈশবে কোন বিদ্যালয়ে তার পাঠ শুরু করেন?
- ক. ভাটিয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়
- খ. সেন্ট গ্রেগরি স্কুল, ঢাকা
- গ. টুঙ্গিপাড়া প্রাথমিক বিদ্যালয়
- ঘ. গীমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়
উত্তরঃ গীমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়
দুই Span বিশিষ্ট একটি বীমের First interior support এর Exterior face এ Negative Moment কত?
- ক. 1/14 wl2
- খ. 1/q wl2
- গ. 1/10 wl2
- ঘ. 1/11 wl2
সঠিক উত্তরের জন্য বিস্তারিত দেখুন
মুনীর চৌধুরী অনূদিত নাটক কোনটি?
- ক. রক্তাক্ত প্রান্তর
- খ. মুখরা রমণী বশীকরণ
- গ. কবর
- ঘ. চিঠি
উত্তরঃ মুখরা রমণী বশীকরণ
বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন কে?
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- ঘ. প্রমথ চৌধুরী
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
নিচের কোনটির মাধ্যমে রাস্তার পুরুত্ব কমানো যায়?
- ক. Stabilization of soil
- খ. Drainage of soil
- গ. Compection of soil
- ঘ. উপরের সবগুলোর সমন্বয়ে
উত্তরঃ উপরের সবগুলোর সমন্বয়ে
কোন বাক্যে ‘ক্ষমতা’ অর্থে ‘মুখ’ শব্দটির ব্যবহার ঘটেছে?
- ক. যত বড় মুখ নয় তত বড় কথা।
- খ. মুখে মুখে কথা বলো না তো।
- গ. চার রাস্তার মুখেই চায়ের স্টল
- ঘ. তোমার তো মুখের লাগাম নেই।
উত্তরঃ যত বড় মুখ নয় তত বড় কথা।
Which of the following words can be used as both masculine and feminine?
- ক. Spouse
- খ. Actor
- গ. Gander
- ঘ. Spinster
উত্তরঃ Spouse
বাংলাদেশকে কয়টি ভূমিকম্প এলাকায় (Seismic Zone) ভাগ করা হয়েছে?
- ক. ৪টি
- খ. ২টি
- গ. ৩টি
- ঘ. ৫টি
উত্তরঃ ৩টি
Medha wants to go shopping tomorrow. The word 'tomorrow' is :
- ক. Adverb
- খ. Noun
- গ. Verb
- ঘ. Adjective
উত্তরঃ Adverb
একটি Traverse leg এর length তার Latitude কে কী দিয়ে গুণ করলে পাওয়া যাবে?
- ক. Tangent of its reduce bearing
- খ. Sacant of its reduce bearing
- গ. Since of its reduce bering
- ঘ. Cosine of its reduce bearing
উত্তরঃ Cosine of its reduce bearing
নির্মাণ স্থলের পাশ্র্ রেললাইন থাকলে ন্যূনতম কত জায়গা ছেড়ে সাইট নির্ধারণ করা উচিত?
- ক. ১.২৫ মিটার
- খ. ২.০ মিটার
- গ. ১.৫০ মিটার
- ঘ. ২.৫০ মিটার
উত্তরঃ ২.৫০ মিটার
- ক. Distribute the mangoes among the four girls.
- খ. Distribute the mangoes between the four girls.
- গ. Distribute the mangoes to the four girls.
- ঘ. Distribute the mangoes for the four girls.
উত্তরঃ Distribute the mangoes among the four girls.
'Blue Economy' কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট?
- ক. বিশ্বায়ন
- খ. সমুদ্র অর্থনীতি
- গ. বাজার অর্থনীতি
- ঘ. সবুজ অর্থনীতি
উত্তরঃ সমুদ্র অর্থনীতি
'Life is not a bed of rose' means :
- ক. None of the above.
- খ. Life is a bed of merry gold.
- গ. Life is a bed of flowers other than rose.
- ঘ. Life is a painful journey.
উত্তরঃ Life is a painful journey.
‘একসেস টু ইনফরমেশন’ কোন কর্তৃপক্ষের অধীন?
- ক. তথ্য মন্ত্রণালয়
- খ. রাষ্ট্রপতির কার্যালয়
- গ. প্রধানমন্ত্রীর কার্যালয়
- ঘ. বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়
উত্তরঃ প্রধানমন্ত্রীর কার্যালয়
এক Ton Cement এর জন্য কত Bag cement কিনতে হবে?
- ক. 40 bags
- খ. 50 bags
- গ. 100 bags
- ঘ. 20 bags
উত্তরঃ 20 bags
কোনো member এর দুই প্রান্ত fixed থাকলে Effective Length Factor, K কত হবে?
- ক. 0.5
- খ. 2.0
- গ. 1.0
- ঘ. 0.7
উত্তরঃ 0.5
500W ডিফর্মড bar এর সর্বনিম্ন Yield Stregth কত?
- ক. 500 GPa
- খ. 500 psi
- গ. 500 ksi
- ঘ. 500 MPa
উত্তরঃ 500 MPa
কোন নদী বাংলাদেশ হতে ভারতে প্রবেশ করেছে?
- ক. ব্রহ্মপুত্র
- খ. মহানন্দা
- গ. কুলিক
- ঘ. হাঁড়িয়াভাঙ্গা
উত্তরঃ কুলিক
ভাষা আন্দোলনের প্রভাবে রচিত উপন্যাস হচ্ছে -
- ক. নকল শহর
- খ. আরেক ফাল্গুন
- গ. দোযখের ওম
- ঘ. আসাদের শার্ট
উত্তরঃ আরেক ফাল্গুন
- ক. উলম্ব পীড়ন (Normal Stress) কমলে কমে যায়
- খ. Angle of internal friction এর সমানুপাতিক
- গ. Angle of internal friction ব্যাস্তানুপাতিক
- ঘ. উলম্ব পীড়ন (Normal Stress) বাড়লে কমে যায়
উত্তরঃ উলম্ব পীড়ন (Normal Stress) বাড়লে কমে যায়
'To carry coals to new castle' Means :
- ক. Always doing something
- খ. Doing a useful job
- গ. Carrying something valuable
- ঘ. Doing a meaningless job
উত্তরঃ Doing a meaningless job
The verb form of the noun 'knowledge' is -
- ক. knowledgise
- খ. know
- গ. knowledgeable
- ঘ. knowledgeably
উত্তরঃ know
একটি বিমের উপর Uniformly distributed Load থাকলে তার Bending moment diagram কিরূপ হবে?
- ক. Cubical
- খ. Linear
- গ. Circular
- ঘ. Parabolic
উত্তরঃ Parabolic
- ক. বেনজিন
- খ. ইনসুলিন
- গ. ফরমালডিহাইড
- ঘ. প্যারাফিন
উত্তরঃ ফরমালডিহাইড
‘সবুজের অভিযান’ শীর্ষক কবিতার রচয়িতা কে?
- ক. সত্যেন্দ্রনাথ দত্ত
- খ. কাজী নজরুল ইসলাম
- গ. রবীন্দ্রনাথ ঠাকুর
- ঘ. মোহিতলাল মজুমদার
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর