২৬তম বিসিএস প্রিলি

2. ‘উদাসীন পথিকের মনের কথা’ কোন জাতীয় রচনা?

  • ক. নাটক
  • খ. কাব্য
  • গ. আত্মজৈবনিক উপন্যাস
  • ঘ. গীতিকবিতার সংকলন

3. ভারতচন্দ্র রায়গুণাকর কোন রাজসভার কবি?

  • ক. আরাকান রাজসভা
  • খ. কৃষ্ণনগর রাজসভা
  • গ. রাজা গণেশের রাজসভা
  • ঘ. লক্ষ্মণ সেনের রাজসভা

4. ‘মহুয়া’ পালাটির রচয়িতা-

  • ক. দ্বিজ কানাই
  • খ. মনসুর বয়াতী
  • গ. নয়নচাঁদ ঘোষ
  • ঘ. দ্বিজ ঈশান

5. কোন গ্রন্থটি মহাকাব্য?

  • ক. অবকাশ রঞ্জিনী
  • খ. বৃত্রসংহান
  • গ. বিরহ বিলাপ
  • ঘ. বীরাঙ্গনা

6. বত্রিশ সিংহাসন কার রচনা?

  • ক. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
  • খ. রামরাম বসু
  • গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • ঘ. রাজিব লোচন মুখোপাধ্যায়

7. ‘ঠকচাচা’ চরিত্রটি কোন উপন্যাসের?

  • ক. হুতোম প্যাঁচার নকশা
  • খ. আলালের ঘরের দুলাল
  • গ. সধবার একাদশী
  • ঘ. বুড়ো সালিকের ঘাড়ে রোঁ

8. ‘তাজকেরাতুন আউলিয়া’ অবল্বনে ‘তাপসমালা’ কে রচনা করেন?

  • ক. মুন্সী আব্দুল লতিফ
  • খ. কাজী আকরাম হোসেন
  • গ. গিরিশচন্দ্র সেন
  • ঘ. শেখ আব্দুল জব্বার

9. কোন নাটকটি সেলিম আল দীনের-

  • ক. মুনতাসীর ফ্যান্টাসী
  • খ. পায়ের আওয়াজ পাওয়া যায়
  • গ. কবর
  • ঘ. বহুব্রীহি

11. ‘নেমিসিস’ কোন জাতীয় রচনা?

  • ক. কাব্য
  • খ. নাটক
  • গ. উপন্যাস
  • ঘ. গীতিকবিতা

13. ‘জয়গুন’ কোন উপন্যাসের চরিত্র?

  • ক. জননী
  • খ. সূর্য দীঘল বাড়ী
  • গ. সারেং বৌ
  • ঘ. হাজার বছর ধরে

14. ‘ভানু সিংহ ঠাকুরের পদাবলী’ - এর রচয়িতা কে?

  • ক. ভানু বন্দ্যোপাধ্যায়
  • খ. চণ্ডীদাস
  • গ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • ঘ. ভারতচন্দ্র

15. কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?

  • ক. মৃত্যুক্ষুধা
  • খ. আলেয়া
  • গ. ঝিলিমিলি
  • ঘ. মধুমালা

16. ‘বনফুল’ কার ছদ্মনাম?

  • ক. প্রমথ চৌধুরী
  • খ. বলাইচাঁদ মুখোপাধ্যায়
  • গ. যতীন্দ্রমোহন বাগচী
  • ঘ. মোহিতলাল মজুমদার

17. ‘সাজাহান’ নাটকের প্রথম রচয়িতা কে?

  • ক. তুলসী লাহিড়ী
  • খ. ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ
  • গ. দ্বিজেন্দ্রলাল রায়
  • ঘ. বলাইচাঁদ মুখোপাধ্যায়

18. কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন?

  • ক. স্যার উইলিয়াম জোনস
  • খ. স্যার উইলিয়াম কেরি
  • গ. রাজীব লোচন মুখোপাধ্যায়
  • ঘ. ব্রাসি হ্যালহেড

19. ‘তত্ত্ববোধিনী’ পত্রিকার সম্পাদক ছিলেন?

  • ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত
  • খ. অক্ষয়কুমার দত্ত
  • গ. প্যারীচাঁদ মিত্র
  • ঘ. বঙ্কিমচন্দ্র চট্যোপাধ্যায়

20. কাজী নজরুল ইসলাম কোন কবিতা রচনার জন্য কারাবরণ করেন?

  • ক. বিদ্রোহী
  • খ. প্রলয়োল্লাস
  • গ. আনন্দময়ীর আগমনে
  • ঘ. নারী

21. কোনটি দীনবন্ধু মিত্রের রচনা?

  • ক. কমলে কামিনী
  • খ. চক্ষুদান
  • গ. বিধবা বিবাহ
  • ঘ. ভদ্রার্জুন

22. Balled কী?

  • ক. লোকগীতি
  • খ. লোকগাথা
  • গ. গীতিকা
  • ঘ. গাঁথা

23. কোন শব্দটি ফারসি?

  • ক. মুসাফির
  • খ. তকদির
  • গ. পেরেশান
  • ঘ. মজলুম

24. উপসর্গ কোনটি?

  • ক. অতি
  • খ. থেকে
  • গ. চেয়ে
  • ঘ. দ্বারা


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics