সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন বিআরটিএ র মোটরযান পরিদর্শন

‘অবরোধবাসিনী’ গ্রন্থের রচয়িতা কে?

  • ক. ইসমাইল হোসেন সিরাজী
  • খ. নবাব ফয়জুন্নেসা চৌধুরানী
  • গ. রোকেয়া সাখাওয়াত হোসেন
  • ঘ. মোহাম্মদ নজিবুর রহমান

উত্তরঃ রোকেয়া সাখাওয়াত হোসেন

বিস্তারিত

এক্স-রশ্মি আবিস্কার করেন কে?

  • ক. মেরী কুরি
  • খ. রন্টজেন
  • গ. নিউটন
  • ঘ. স্টিভেনশন

উত্তরঃ রন্টজেন

বিস্তারিত

‘কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠালছায়ায়’ - কে আসবেন?

  • ক. গোবিন্দচন্দ্র দাস
  • খ. জসীম উদদীন
  • গ. সফিয়া কামাল
  • ঘ. জীবনানন্দ দাশ

উত্তরঃ জীবনানন্দ দাশ

বিস্তারিত

Choose the correct passive form of 'All his students like him'.

  • ক. He is liked by all his students
  • খ. He was liked by all his students
  • গ. He has been liked by all his students
  • ঘ. He is being liked by all his students

উত্তরঃ He is liked by all his students

বিস্তারিত

ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি?

  • ক. ভূমি * উচ্চতা
  • খ. (ভূমি ( উচ্চতা)/২
  • গ. (ভূমি * উচ্চতা)/৩
  • ঘ. দৈর্ঘ্য * প্রস্থ

উত্তরঃ (ভূমি ( উচ্চতা)/২

বিস্তারিত

What is the plural form of 'it'?

  • ক. Its
  • খ. There
  • গ. They
  • ঘ. Those

উত্তরঃ They

বিস্তারিত

'To build castles in the air' means -

  • ক. To work
  • খ. To be a dreamer
  • গ. To work selflessly
  • ঘ. To make a fortune

উত্তরঃ To be a dreamer

বিস্তারিত

ঈশ্বর কনিা কোনটি?

  • ক. হিগস বোসন
  • খ. ফোটন
  • গ. ইলেকট্রন
  • ঘ. লেপটন

উত্তরঃ হিগস বোসন

বিস্তারিত

‘সরস’ শব্দে বিপরীত অর্থবোধক শব্দ কোনটি?

  • ক. সুরস
  • খ. বিরস
  • গ. নীরস
  • ঘ. সুরল

উত্তরঃ নীরস

বিস্তারিত

সেলিনা হোসেনের কোন গ্রন্থ অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হয়েছে?

  • ক. কাঁটাতারে প্রজাপতি
  • খ. পোকামাকড়ের ঘরবসতি
  • গ. কালকেতু ও ফুল্লরা
  • ঘ. নিরন্তর ঘণ্টাধ্বনি

উত্তরঃ পোকামাকড়ের ঘরবসতি

বিস্তারিত

কাজী নজরুল ইসলাম রচিত ‘বিদ্রোহী’ কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

  • ক. বিষের বাঁশী
  • খ. অগ্নিবীণা
  • গ. সর্বহারা
  • ঘ. ছায়ানট

উত্তরঃ অগ্নিবীণা

বিস্তারিত

কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?

  • ক. পদ্মপাতা
  • খ. নীলপদ্ম
  • গ. পদ্মনয়না
  • ঘ. পদ্মপলাশ

উত্তরঃ নীলপদ্ম

বিস্তারিত

Choose the simple sentence of 'Munir is a boy who is good'.

  • ক. Munir is being a good boy.
  • খ. Munir is not an ugly boy.
  • গ. Munir has been a good boy.
  • ঘ. Munir is a good boy.

উত্তরঃ Munir is a good boy.

বিস্তারিত

উদ্ভিদের বৃদ্ধি হয় নীচের কোনটির প্রভাবে?

  • ক. পানির প্রভাবে
  • খ. Urea সারের প্রভাবে
  • গ. TSP সারের প্রভাবে
  • ঘ. MP সারের প্রভাবে

উত্তরঃ Urea সারের প্রভাবে

বিস্তারিত

কোন বাক্যে ধন্যাত্মক শব্দ ব্যবহৃত হয়েছে?

  • ক. ঘন ঘন বৃষ্টি পড়ছে।
  • খ. টিপ টিপ বৃষ্টি পড়ছে।
  • গ. ফুলে ফুলে বৃষ্টি পড়ছে।
  • ঘ. সারাদিন বৃষ্টি পড়ছে।

উত্তরঃ টিপ টিপ বৃষ্টি পড়ছে।

বিস্তারিত

বাংলাদেশ তার শততম টেস্ট কোন দেশের বিপক্ষে জেতে?

  • ক. শ্রীলংকা
  • খ. ইংল্যান্ড
  • গ. ভারত
  • ঘ. পাকিস্তান

উত্তরঃ শ্রীলংকা

বিস্তারিত

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির প্রথম সুরকার কে?

  • ক. আবদুল লতিফ
  • খ. আলতাফ মাহমুদ
  • গ. আজাদ রহমান
  • ঘ. খন্দকার নুরুল আলম

উত্তরঃ আবদুল লতিফ

বিস্তারিত

‘বাংলা গদ্যের জনক’ বলা হয় কাকে?

  • ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে
  • খ. রাজা রামমোহন রায়কে
  • গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে
  • ঘ. কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে

উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে

বিস্তারিত

Find the correct spelling :

  • ক. Definetion
  • খ. Defination
  • গ. Definition
  • ঘ. Difination

উত্তরঃ Definition

বিস্তারিত

বড়পুকুরিয়া কয়লা খনি কোন জেলায় অবস্থিত?

  • ক. সিলেট
  • খ. রংপুর
  • গ. দিনাজপুর
  • ঘ. রাজশাহী

উত্তরঃ দিনাজপুর

বিস্তারিত

Select the correct sentence:

  • ক. He has come home yesterday.
  • খ. He came home yesterday
  • গ. He had come home yesterday
  • ঘ. He would come home yesterday

উত্তরঃ He came home yesterday

বিস্তারিত

উত্তরা গণভবন কোন জেলায় অবস্থিত?

  • ক. পাবনা
  • খ. সিরাজগঞ্জ
  • গ. নাটোর
  • ঘ. নওগাঁ

উত্তরঃ নাটোর

বিস্তারিত

কোন বাক্যে অনুরোধ বোঝানো হয়েছে?

  • ক. তুমি ভাই আমার কাজটি করে দিও তো।
  • খ. তুমি আমার কাজটি করে দেবে তো?
  • গ. আমি জানি তুমি কাজটি করে দেবে।
  • ঘ. কাজটি করে না দিলে দুঃখ পাব কিন্তু।

উত্তরঃ তুমি ভাই আমার কাজটি করে দিও তো।

বিস্তারিত

Complete the sentence : It the sun didn't shine, fruits -

  • ক. wouldn't ripen
  • খ. did not ripen
  • গ. will not ripen
  • ঘ. has not ripen

উত্তরঃ wouldn't ripen

বিস্তারিত

Choose the appropriate tag : He can go to University by bus, -?

  • ক. won't he
  • খ. must he
  • গ. can't he
  • ঘ. will he

উত্তরঃ can't he

বিস্তারিত

(-3, 4) বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত?

  • ক. প্রথম
  • খ. দ্বিতীয়
  • গ. তৃতীয়
  • ঘ. চতুর্থ

উত্তরঃ দ্বিতীয়

বিস্তারিত

ম্যালেরিয়ার জীবাণু বহনকারী মশার নাম কি?

  • ক. ইষ্টিগোরিয়া
  • খ. এনোফিলিস
  • গ. কিউলেক্স
  • ঘ. এডিস

উত্তরঃ এনোফিলিস

বিস্তারিত

লগারিদমের প্রবর্তক কে?

  • ক. আইনস্টাইন
  • খ. নিউটন
  • গ. বেঞ্জামিন ফ্রাংকলিন
  • ঘ. জন নেপিয়ার

উত্তরঃ জন নেপিয়ার

বিস্তারিত

William Wordsworth is pre-eminently -

  • ক. a poet humanism
  • খ. a poet of love
  • গ. a poet of liberty
  • ঘ. a poet of nature

উত্তরঃ a poet of nature

বিস্তারিত

বাংলা ভাষায় আরবি থেকে আগত শব্দটি হলো -

  • ক. বেগম
  • খ. গোলাপ
  • গ. খবর
  • ঘ. বাগান

উত্তরঃ খবর

বিস্তারিত

মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ কোনটি?

  • ক. বিষাদসিন্ধু
  • খ. মহাশ্মশান
  • গ. ভ্রান্তিবিলাস
  • ঘ. কথোপকথন

উত্তরঃ বিষাদসিন্ধু

বিস্তারিত

'g' এর মান কোথায় সর্বাধিক?

  • ক. ভূ-কেন্দ্রে
  • খ. পাহাড়ের চূড়া
  • গ. বিষুব অঞ্চলে
  • ঘ. মেরু অঞ্চলে

উত্তরঃ মেরু অঞ্চলে

বিস্তারিত

The word 'friendly' is a/an -

  • ক. noun
  • খ. adjective
  • গ. adverb
  • ঘ. verb

উত্তরঃ adjective

বিস্তারিত

কোনটি শব্দের ?(Sound) ক্ষেত্রে সত্য?

  • ক. শব্দ তরল মাধ্যমে চলতে পারে না
  • খ. শব্দ শূন্য মাধ্যমে চলতে পারে না
  • গ. শব্দ কঠিন মাধ্যমে চলতে পারে না
  • ঘ. উপরের সব কয়টি

উত্তরঃ শব্দ শূন্য মাধ্যমে চলতে পারে না

বিস্তারিত

কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে?

  • ক. দ্বন্দ
  • খ. দন্দ্ব
  • গ. দন্দ্ব
  • ঘ. দ্বন্দ্ব

উত্তরঃ দ্বন্দ্ব

বিস্তারিত

বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতির নাম কি?

  • ক. জনাব আঃ হামিদ খান
  • খ. এডভোকেট আঃ হামিদ
  • গ. জনাব আঃ হাদিস
  • ঘ. জনাব আঃ হামিদ, এমপি

উত্তরঃ এডভোকেট আঃ হামিদ

বিস্তারিত

জাহানারা ইমাম রচিত ডায়েরিমূলক লেখা কোনটি?

  • ক. দুর্দিনের দিনলিপি
  • খ. একাত্তরের ডায়রি
  • গ. একাত্তরের স্মৃতি
  • ঘ. একাত্তরের দিনগুলি

উত্তরঃ একাত্তরের দিনগুলি

বিস্তারিত

কোনটি মধ্যযুগের রচনা?

  • ক. সারদামঙ্গল
  • খ. মনসামঙ্গল
  • গ. কেরামতমঙ্গল
  • ঘ. বৃক্ষমঙ্গল

উত্তরঃ মনসামঙ্গল

বিস্তারিত

এক মিটার সমান কত ইঞ্চি?

  • ক. ৩৭.৩৭ ইঞ্চি
  • খ. ৩৮.৩৭ ইঞ্চি
  • গ. ৩৯.৩৭ ইঞ্চি
  • ঘ. ৪০.৩৭ ইঞ্চি

উত্তরঃ ৩৯.৩৭ ইঞ্চি

বিস্তারিত

Which one is an imperative sentence?

  • ক. Where do you live?
  • খ. What a match?
  • গ. Nothing will make him repent?
  • ঘ. Open the door.

উত্তরঃ Open the door.

বিস্তারিত

The word 'expuage' means :

  • ক. nationalise
  • খ. purge
  • গ. remove
  • ঘ. in hale

উত্তরঃ remove

বিস্তারিত

বাংলাদেশের জাতীয় টেস্ট ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক কে?

  • ক. মুশফিকুর রহিম
  • খ. মাসরাফি বিন মুর্তাজা
  • গ. তামিম ইকবাল
  • ঘ. সাকিব আল হাসান

উত্তরঃ সাকিব আল হাসান

বিস্তারিত

Which of the following word can be used as both masculine and feminine?

  • ক. actor
  • খ. gander
  • গ. spinster
  • ঘ. spouse

উত্তরঃ spouse

বিস্তারিত

Select the right form of verb in the bracket : You ever (be) to London?

  • ক. You ever been to London?
  • খ. Have you ever been to London?
  • গ. Have you had been to London?
  • ঘ. Have you been to London?

উত্তরঃ Have you ever been to London?

বিস্তারিত

বাংলা সাহিত্যের ইতিহাসমূলক শিশুকিশোর রচনা কোনটি?

  • ক. লাল নীল দীপাবলি
  • খ. কত নদী সরোবর
  • গ. ফুল পাখি সৌরভ
  • ঘ. কথা রচনার কথা

উত্তরঃ লাল নীল দীপাবলি

বিস্তারিত

ভাষা-আন্দোলন ভিত্তিক ‘কবর’ গ্রন্থটির রচয়িতা কে?

  • ক. জসীম উদদীন
  • খ. আহমদ ছফা
  • গ. শওকত ওসমান
  • ঘ. মুনীর চৌধুরী

উত্তরঃ মুনীর চৌধুরী

বিস্তারিত

Choose the correct option : After three months of investigations, the - the accident was still unclear.

  • ক. cause of
  • খ. reason of
  • গ. demand for
  • ঘ. because of

উত্তরঃ cause of

বিস্তারিত

Choose the correct word to fill in the gap. Tom looks rather - What shall we do to cheer him up?

  • ক. depressing
  • খ. depressed
  • গ. depessingly
  • ঘ. depression

উত্তরঃ depressed

বিস্তারিত

কোনটি অব্যয় পদ?

  • ক. শয়ন
  • খ. মেধাবী
  • গ. অথবা
  • ঘ. তোমার

উত্তরঃ অথবা

বিস্তারিত

EU পূর্ণরূপ কী?

  • ক. European Union
  • খ. European Understanding
  • গ. English University
  • ঘ. Evangalic University

উত্তরঃ European Union

বিস্তারিত

বাংলাদেশের একমাত্র মৎস্য প্রজনন ক্ষেত্র কোথায় অবস্থিত?

  • ক. সুরমা নদী
  • খ. হালদা নদী
  • গ. গোমতী নদী
  • ঘ. কর্ণফুলী নদী

উত্তরঃ হালদা নদী

বিস্তারিত

- English are industrious.

  • ক. An
  • খ. The
  • গ. A
  • ঘ. None

উত্তরঃ The

বিস্তারিত

‘ঘর’ শব্দটির সমার্থক শব্দ কোনটি?

  • ক. সদন
  • খ. দহন
  • গ. আপণ
  • ঘ. রহণ

উত্তরঃ সদন

বিস্তারিত

বার্ষিক শতকরা ১০ টাকা হার সরলসুদে ৪৫০০ টাকার ৩(তিন) বছরের সুদ কত?

  • ক. ১৫০০ টাকা
  • খ. ১৪৫০ টাকা
  • গ. ১৬২০ টাকা
  • ঘ. ১৩৫০ টাকা

উত্তরঃ ১৩৫০ টাকা

বিস্তারিত

They praised the honesty of the girl. Here the underlined word is a/an -

  • ক. material noun
  • খ. abstract noun
  • গ. common noun
  • ঘ. proper noun

সঠিক উত্তরের জন্য বিস্তারিত দেখুন

বিস্তারিত

বাঙালির বেঁচে থাকার সনদ ৬ দফা আন্দোলন কত সালে হয়েছিল?

  • ক. ১৯৬৫ সালে
  • খ. ১৯৬৬ সালে
  • গ. ১৯৬৭ সালে
  • ঘ. ১৯৬৯ সালে

উত্তরঃ ১৯৬৬ সালে

বিস্তারিত

Kyoto Protocol কোন দেশে স্বাক্ষরিত হয়?

  • ক. ফিলিপিনসে
  • খ. কোরিয়ায়
  • গ. জাপানে
  • ঘ. চীনে

উত্তরঃ জাপানে

বিস্তারিত

প্রমিত চলিত রীতির বাক্য কোনটি?

  • ক. খাইয়া দাইয়া শুড়ে পড়লাম।
  • খ. খাইয়া দাইয়া শুইয়া পড়িলাম।
  • গ. খেয়ে দেয়ে শুইয়া পড়লাম।
  • ঘ. খেয়ে দেয়ে শুয়ে পড়লাম।

উত্তরঃ খেয়ে দেয়ে শুয়ে পড়লাম।

বিস্তারিত

‘অতিবেগুনী’ রশ্মির উৎস কী?

  • ক. চন্দ্র
  • খ. সূর্য
  • গ. পৃথিবী
  • ঘ. অন্যান্য গ্রহ

উত্তরঃ সূর্য

বিস্তারিত

গ্রিনিচ টাইমের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য কত?

  • ক. ৪ ঘণ্টা
  • খ. ৫ ঘণ্টা
  • গ. ৬ ঘণ্টা
  • ঘ. ৮ ঘণ্টা

উত্তরঃ ৬ ঘণ্টা

বিস্তারিত

Choose the correct option Selim is absent because he - a cold.

  • ক. is having
  • খ. will have
  • গ. have
  • ঘ. has

উত্তরঃ has

বিস্তারিত

কোনটি ছোট?

  • ক. ৪/১৫
  • খ. ২/১৭
  • গ. ৩/১৯
  • ঘ. ২/১৩

উত্তরঃ ২/১৭

বিস্তারিত

‘গজল ডোবা বাধ’ বাংলাদেশের কোন নদীর ‍উজানে অবস্থিত?

  • ক. পদ্মা
  • খ. মেঘনা
  • গ. যমুনা
  • ঘ. তিস্তা

উত্তরঃ তিস্তা

বিস্তারিত

The 'Romantic Age' in English Literature started into the publication of -

  • ক. My Last Duchess
  • খ. The Tempest
  • গ. Lyrical Ballads
  • ঘ. A Tale of Two Cities

উত্তরঃ Lyrical Ballads

বিস্তারিত

‘ষ্ণ’ যুক্ত বর্ণটি কীভাবে গঠিত হয়েছে?

  • ক. ষ + ণ
  • খ. ষ + ঞ
  • গ. ষ + ক্র
  • ঘ. ষ + জ

উত্তরঃ ষ + ণ

বিস্তারিত

শতকরা হিসেবে সার্কভুক্ত কোন দেশে বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি?

  • ক. শ্রীলংকা
  • খ. ভুটান
  • গ. নেপাল
  • ঘ. ভারত

উত্তরঃ ভুটান

বিস্তারিত

একটি মর্টারের মধ্যে বাঁধাইয়ের উপাদান কোনটি?

  • ক. বালি
  • খ. সুরকী
  • গ. সিমেন্ট
  • ঘ. সব কয়টি

উত্তরঃ সব কয়টি

বিস্তারিত

'Man of the match' award is given to the best player is - .

  • ক. Soccer
  • খ. Cricket
  • গ. Hookey
  • ঘ. Kabadi

উত্তরঃ Cricket

বিস্তারিত

লেবানের রাজধানীর নাম কি?

  • ক. বৈরুত
  • খ. রিয়াদ
  • গ. আম্মান
  • ঘ. কায়রো

উত্তরঃ বৈরুত

বিস্তারিত

WBC (White Blood Cell) এর জীবন কতদিন?

  • ক. ১ দিন
  • খ. ৩০ দিন
  • গ. ৬০ দিন
  • ঘ. ৯০ দিন

উত্তরঃ ১ দিন

বিস্তারিত

চলিত গদ্য রীতির প্রবর্তন করে কোন পত্রিকা?

  • ক. বঙ্গদর্শন
  • খ. সবুজপত্র
  • গ. নবজীবন
  • ঘ. দিকদর্শন

উত্তরঃ সবুজপত্র

বিস্তারিত

মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করার জন্য কোন ডিভাইসটি ব্যবহার করা হয়?

  • ক. মডেম
  • খ. নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড
  • গ. হার্ড ডিস্ক
  • ঘ. রাউটার

উত্তরঃ রাউটার

বিস্তারিত

জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি?

  • ক. থেরেসা মে
  • খ. কফি আনান
  • গ. জন ম্যানুয়েল সান্তোষ
  • ঘ. অ্যান্টনিও গুতেরেস

উত্তরঃ অ্যান্টনিও গুতেরেস

বিস্তারিত

রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো :

  • ক. দর্পনের কাজ করে
  • খ. প্রতিফলনের কাজ করে
  • গ. প্রিজমের কাজ করে
  • ঘ. লেন্সের কাজ করে

উত্তরঃ প্রিজমের কাজ করে

বিস্তারিত

‘খাঁচায় ভিতর অচিন পাখি কেমনে আসে যায়’ - মরমি গানটির রচয়িতা কে?

  • ক. হাছন রাজা
  • খ. পাগলা কানাই
  • গ. দ্বিজ কানাই
  • ঘ. লালন শাহ

উত্তরঃ লালন শাহ

বিস্তারিত

শিশু জন্মের পর Umbilical cord বাধতে হয় -

  • ক. ১ মি. পর
  • খ. ২ মি. পর
  • গ. ৩ মি. পর
  • ঘ. ৪ মি. পর

সঠিক উত্তরের জন্য বিস্তারিত দেখুন

বিস্তারিত

‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের রচয়িতা কে?

  • ক. মাওলানা আবদুল হামিদ খান ভাসানী
  • খ. শেখ মুজিবুর রহমান
  • গ. পল্লী কবি জসীমউদদীন
  • ঘ. ড. মুহম্মদ শহীদুল্লা

উত্তরঃ শেখ মুজিবুর রহমান

বিস্তারিত

জন্মের পর হতে শিশুকে কম সময় পর্যন্ত কেবল মাত্র মায়ের বুকের দুধ খাওয়ানো উচিত?

  • ক. ৩ মাস পর্যন্ত
  • খ. ৬ মাস পর্যন্ত
  • গ. ৯ মাস পর্যন্ত
  • ঘ. ১ বছর পর্যন্ত

উত্তরঃ ৬ মাস পর্যন্ত

বিস্তারিত

মুক্তিযুদ্ধ- ভিত্তিক শামসুর রাহমানের কাব্যগ্রন্থটি হলো -

  • ক. বাংলাদেশ স্বপ্ন দেখে
  • খ. বন্দী শিবির থেকে
  • গ. দুঃসময়ের মুখোমুখি
  • ঘ. গৃহযুদ্ধের আগে

উত্তরঃ বন্দী শিবির থেকে

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics