জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার
‘এ দিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার? আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার?’ - পঙক্তিটি কার?
- ক. কাজী নজরুল ইসলাম
- খ. জীবনানন্দ দাশ
- গ. অতুল প্রসাদ
- ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
- ক. আজ সৃষ্টি সুখের উল্লাসে
- খ. পূজারিণী
- গ. বিদ্রোহী
- ঘ. পথহারা
উত্তরঃ বিদ্রোহী
বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেয়ার দাবিতে প্রথম ধর্মঘট কখন হয়?
- ক. ৭ মার্চ ১৯৫৭
- খ. ১১ মার্চ ১৯৪৭
- গ. ১১ মার্চ ১৯৪৮
- ঘ. ১৭ মার্চ ১৯৪৯
উত্তরঃ ১১ মার্চ ১৯৪৮
‘কারাগারের রোচনামচা’ গ্রন্থটির লেখক কে?
- ক. শেরে বাংলা এ কে ফজলুল হক
- খ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- গ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
- ঘ. আবুল মনসুর আহমদ
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
‘সঞ্চয়িতা’ কাব্যগ্রন্থটির লেখক কে?
- ক. কাজী নজরুল ইসলাম
- খ. জীবনানন্দ দাশ
- গ. রবীন্দ্রনাথ ঠাকুর
- ঘ. রজনীকান্ত সেন
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
- ক. লন্ডন
- খ. জেনেভা
- গ. নিউইয়র্ক
- ঘ. ওয়াশিংটন ডিসি
উত্তরঃ ওয়াশিংটন ডিসি
বারডেম হাসপাতালের প্রতিষ্ঠাতা কে?
- ক. ডা. এম আর খান
- খ. ডা. মোহাম্মদ ইব্রাহিম
- গ. ডা. নূরুল ইসলাম
- ঘ. ডা. গোলাম রসুল
উত্তরঃ ডা. মোহাম্মদ ইব্রাহিম
- ক. লুই আইন কান
- খ. নিতুন কুণ্ডু
- গ. মাযহারুল ইসলাম
- ঘ. সৈয়দ মাইনুল হোসেন
উত্তরঃ সৈয়দ মাইনুল হোসেন
পদ্মা নদী কোন জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে?
- ক. খুলনা
- খ. রাজশাহী
- গ. কুষ্টিয়অ
- ঘ. দিনাজপুর
উত্তরঃ রাজশাহী
- ক. চীনের দার্শনিক
- খ. জাপানের কবি
- গ. ফরাসী বৈজ্ঞানিক
- ঘ. ভারতের সমাজতাত্ত্বিক
উত্তরঃ চীনের দার্শনিক
২০১৯ সালে বিশ্বকাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হবে?
- ক. অস্ট্রেলিয়া
- খ. ইংল্যান্ড
- গ. ফ্রান্স
- ঘ. ভারত
উত্তরঃ ইংল্যান্ড
- ক. মার্কিন যুক্তরাষ্ট্র
- খ. যুক্তরাজ্য
- গ. কানাডা
- ঘ. জার্মানি
উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্র
‘গাছের প্রাণ আছে’ - কে প্রমাণ করেন?
- ক. আইনস্টাইন
- খ. জগদীশচন্দ্র বসু
- গ. নিউটন
- ঘ. ডারউইন
উত্তরঃ জগদীশচন্দ্র বসু
- ক. আল মাহমুদ
- খ. এফ আর খান
- গ. আবু ইসহাক
- ঘ. এস এম সুলতান
উত্তরঃ এস এম সুলতান
"Democracy is a Government of the People, by the People and for the People" - উক্তিটি কার?
- ক. আব্রাহাম লিংকন
- খ. উইনস্টল চার্চিল
- গ. জন এফ কেনেডি
- ঘ. প্লেটো
উত্তরঃ আব্রাহাম লিংকন
অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে?
- ক. খাজা নাজিমুদ্দিন
- খ. এ কে ফজলুল হক
- গ. আবু হোসেন সরকার
- ঘ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
উত্তরঃ হোসেন শহীদ সোহরাওয়ার্দী
বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্য পদ লাভ করে?
- ক. ওআইসি
- খ. এফএও
- গ. কমনওয়েলথ
- ঘ. ন্যাম
উত্তরঃ কমনওয়েলথ
কোন তারিখে বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে?
- ক. ১৬ ডিসেম্বর ১৯৭৫
- খ. ১৭ সেপ্টেম্বর ১৯৭৪
- গ. ১৪ নভেম্বর ১৯৭৩
- ঘ. ৩১ ডিসেম্বর ১৯৭২
উত্তরঃ ১৭ সেপ্টেম্বর ১৯৭৪
- ক. হাজী শরীয়ত উল্লাহ
- খ. মোহসীন উদ্দীন দুখু মিয়া
- গ. মজনু শাহ
- ঘ. মাওলানা ভাসানী
উত্তরঃ মজনু শাহ
'Stop Genocide' প্রামাণ্য চলচ্চিত্রের পরিচালক কে?
- ক. আলমগীর কবির
- খ. জহির রায়হান
- গ. সত্যজিৎ রায়
- ঘ. তারেক মাসুদ
উত্তরঃ জহির রায়হান
পূর্ব-পশ্চিম উপন্যাসটি কে লিখেছেন?
- ক. নজরুল ইসলাম
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. হুমায়ূন আহমেদ
- ঘ. সুনীল গঙ্গোপাধ্যায়
উত্তরঃ সুনীল গঙ্গোপাধ্যায়
- ক. বিসায়ু
- খ. ব্রাসিলিয়া
- গ. ব্রাসেলস
- ঘ. বুদাপেস্ট
উত্তরঃ ব্রাসেলস
'The Cruel Birth of Bangladesh' গ্রন্থের লেখক কে?
- ক. এস এ করিম
- খ. এস্থনি মার্সকারেনহাস
- গ. আর্চার কে ব্লাড
- ঘ. এডওয়ার্ড কেনেডি
উত্তরঃ আর্চার কে ব্লাড
প্রথম বাংলাদেশ সরকার কখন প্রতিষ্ঠিত হয়?
- ক. ১৭ এপ্রিল ১৯৭১
- খ. ৭ মার্চ ১৯৭১
- গ. ১০ এপ্রিল ১৯৭১
- ঘ. ২৫ মার্চ ১৯৭১
উত্তরঃ ১০ এপ্রিল ১৯৭১
Man is born free and everywhere is in chains -
- ক. এরিস্টটল
- খ. প্লেটো
- গ. মেকিয়াভেলী
- ঘ. রুশো
উত্তরঃ রুশো
We shall fight on the beaches - উক্তিটি কার?
- ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- খ. আব্রাহমা লিঙ্কন
- গ. উইনস্টল চার্চিল
- ঘ. মাও সেতুং
উত্তরঃ উইনস্টল চার্চিল
এ পি জে আবুল কালাম কোন সালে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন?
- ক. ১৯৯৯
- খ. ২০০০
- গ. ২০০১
- ঘ. ২০০২
উত্তরঃ ২০০২
- ক. প্রাচীন
- খ. প্রাচ্যবাদ
- গ. পুঁজিবাদ
- ঘ. সাম্যবাদ
উত্তরঃ প্রাচ্যবাদ
উয়ারী-বটেশ্বর কি কারণে আলোচিত?
- ক. বাণিজ্য কেন্দ্র
- খ. নতুন খনিজ সম্পদ প্রাপ্তি
- গ. প্রত্নতাত্ত্বিক খনন
- ঘ. সাহিত্য চর্চা কেন্দ্র
উত্তরঃ প্রত্নতাত্ত্বিক খনন
জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি?
- ক. বান কি মুন
- খ. অ্যান্টনিও গুতেরেস
- গ. পিটার থমসন
- ঘ. ব্রাউন
উত্তরঃ অ্যান্টনিও গুতেরেস
- ক. ফ্রেডরিক প্যাসে
- খ. ফ্রেডরিখ এঞ্জেলস
- গ. হেনরি ডুনান্ট
- ঘ. লর্ড ব্যাডেন পাওয়েল
উত্তরঃ হেনরি ডুনান্ট
- ক. জানুয়ারি ২০১৫
- খ. জানুয়ারি ২০১৬
- গ. ফেব্রুয়ারি ২০১৭
- ঘ. মার্চ ২০১৭
উত্তরঃ জানুয়ারি ২০১৬
The Wealth of Nations গ্রন্থটির রচয়িতা কে?
- ক. অ্যাডাম স্মিথ
- খ. কার্ল মার্কস
- গ. জ্যাঁ জ্যাক রুশো
- ঘ. থমাস হবস
উত্তরঃ অ্যাডাম স্মিথ