সমাজসেবা অধিদপ্তরের সহকারী শিক্ষক
বাংলাদেশের নাগরিকদের পরিচয় কোনটি?
- ক. বাংলা
- খ. বাঙালি
- গ. বাংলাদেশের বাঙালি
- ঘ. বাংলাদেশী
উত্তরঃ বাংলাদেশী
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান কোথায়?
- ক. ফরিদপুর
- খ. শরীয়তপুর
- গ. মাদারীপুর
- ঘ. গোপালগঞ্জ
উত্তরঃ গোপালগঞ্জ
বাংলাদেশ টেস্ট ক্রিকেট টিমের অধিনায়ক কে?
- ক. মাশরাফি মর্তুজা
- খ. সাকিব আল হাসান
- গ. মুশফিকুর রহীম
- ঘ. তামিম ইকবাল
উত্তরঃ মুশফিকুর রহীম
- ক. Optimal mark Reader
- খ. Optical Mark Reader
- গ. Optical Mark Recognition
- ঘ. Optical Magnetic Recognition
উত্তরঃ Optical Mark Reader
ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট -
- ক. ইমানুয়েল ম্যাক্রোঁ
- খ. অ্যাঙ্গেলা ম্যার্বেল
- গ. ম্যালকম টার্নবুল
- ঘ. জাস্টিন ট্রুডো
উত্তরঃ ইমানুয়েল ম্যাক্রোঁ
বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি কোনটি?
- ক. ঐক্য ও সংহতি
- খ. মমত্ববোধ
- গ. ভ্রাতৃত্ববোধ
- ঘ. ধর্মীয় ঐক্য
উত্তরঃ ঐক্য ও সংহতি
ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে ব্যবসা করাকে কী বলা হয়?
- ক. ই-শপিং
- খ. ই-কমার্স
- গ. এম বিজনেস
- ঘ. মোবাইল বিজনেস
উত্তরঃ ই-কমার্স
কোন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোকেরা বাড়িতে অতিথি এলে পান সুপারি ও চা দিয়ে আপ্যায়ন করে?
- ক. গারো
- খ. গাসি
- গ. ওরাওঁ
- ঘ. ত্রিপুরা
উত্তরঃ গাসি
- ক. ২৩ মার্চ
- খ. ২১ জুন
- গ. ২৩ সেপ্টেম্বর
- ঘ. ২৩ ডিসেম্বর
উত্তরঃ ২১ জুন
চির বসন্তের শহর নামে পরিচিত কোন দেশ?
- ক. রোম
- খ. নরওয়ে
- গ. ভেনিস
- ঘ. এথেন্স
সঠিক উত্তরের জন্য বিস্তারিত দেখুন
- ক. হামিদুর রহমান
- খ. তানভীর কবীর
- গ. মইনুল হোসেন
- ঘ. নিতুন কুন্ডু
উত্তরঃ মইনুল হোসেন
বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা বার্তাটি কোন সংগঠনের মাধ্যমে বাংলাদেশের সকল স্থানে প্রচারিত হয়েছিল?
- ক. পুলিশ বাহিনী
- খ. ইপিআর
- গ. সেনাবাহিনী
- ঘ. বিডিআর
উত্তরঃ ইপিআর
কেন্দ্রীয় শহীদ মিনারের স্থাপতি কে?
- ক. তানবির কবীর
- খ. হামিদুর রহমান
- গ. হামিদুজ্জামান
- ঘ. অস্কার বাদল
উত্তরঃ হামিদুর রহমান
‘পদ্মরাগ’ উপন্যাসটির রচয়িতা কে?
- ক. কাজী নজরুল ইসলাম
- খ. দৌলত কাজী
- গ. মীর মশাররফ হোসেন
- ঘ. বেগম রোকেয়া
উত্তরঃ বেগম রোকেয়া
‘একুশে ফেব্রুয়ারি’ প্রথম সংকলনের সম্পাদক কে?
- ক. শওকত ওসমান
- খ. জহির রায়হান
- গ. দৌলত কাজী
- ঘ. হাসান হাফিজুর রহমান
উত্তরঃ হাসান হাফিজুর রহমান
দক্ষিণ এশিয়ার দীর্ঘতম সেতু ঢোলা-সাদিয়া কোন দেশে অবস্থিত?
- ক. বাংলাদেশ
- খ. ভারত
- গ. পাকিস্তান
- ঘ. শ্রীলংকা
উত্তরঃ ভারত
- ক. এক ধরনের গান
- খ. নাচের মুদ্রা
- গ. এক ধরনের বাদ্যযন্ত্র
- ঘ. বিশেষ ধরনের খেলা
উত্তরঃ এক ধরনের গান
‘নিষ্ঠা’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. নিস + ঠা
- খ. নিঃ + ঠা
- গ. নিঃ + ষ্ঠা
- ঘ. কোনোটি নয়
উত্তরঃ নিঃ + ঠা
একটি দেশে উৎপাদন বাড়লে কি হবে?
- ক. দারিদ্র্য বেড়ে যাবে
- খ. বেকারত্ব বাড়বে
- গ. মানুষের ক্রয়ক্ষমতা বাড়বে
- ঘ. কর্মসংস্থানের সুযোগ বাড়বে
উত্তরঃ কর্মসংস্থানের সুযোগ বাড়বে
‘শরতের শিশির’ বাগধারাটির অর্থ কী?
- ক. সচেতন হওয়া
- খ. কাশফুলের শিশির
- গ. দুঃসময়ে বন্ধু
- ঘ. ক্ষণস্থায়ী
উত্তরঃ ক্ষণস্থায়ী
কর্মে ক্লান্তি নেই এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কী?
- ক. ক্লান্তিহীন
- খ. অক্লান্ত
- গ. অক্লান্ত কর্মী
- ঘ. অবিশ্রাম
উত্তরঃ অক্লান্ত কর্মী
‘আমার টাকা ছিল না’ এর সঠিক ইংরেজি কোনটি?
- ক. I have no money
- খ. I had no money
- গ. I was no money
- ঘ. I has no money
উত্তরঃ I had no money
‘ক্ষ’ যুক্তাক্ষরটি কোন কোন অক্ষরের যুক্তরূপ?
- ক. ক + খ
- খ. খ + স + ম
- গ. ক + খ + ম
- ঘ. ক + ষ
উত্তরঃ ক + ষ
- ক. পুংলিঙ্গ
- খ. স্ত্রী লিঙ্গ
- গ. ক্লীব লিঙ্গ
- ঘ. উভয় লিঙ্গ
উত্তরঃ উভয় লিঙ্গ
I know him এর passive ফরমটি কি?
- ক. He is known by me
- খ. He is known to me
- গ. He was known to me
- ঘ. He has been known by me
উত্তরঃ He is known to me
টাকায় ৩টি করে লেবু কিনে টাকায় ২টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
- ক. ৫০%
- খ. ২০%
- গ. ৩০%
- ঘ. ৩৩%
উত্তরঃ ৫০%
x > y এবং z < o হলে নিচের কোনটি সঠিক?
- ক. xz > yz
- খ. x/z > y/x
- গ. z/x > z/y
- ঘ. x/z < yz
উত্তরঃ x/z < yz
একটি নৌকা স্রোতের অনুকূলে ঘণ্টায় ৮ কি. মি. এবং স্রোতের প্রতিকুলে ৪ কি. মি. যায়। নৌকার বেগ কত?
- ক. ২ কিমি
- খ. ৩ কিমি
- গ. ৪ কিমি
- ঘ. ৬ কিমি
উত্তরঃ ৬ কিমি
ব্যাংকে কত টাকা রাখলে ৮ শতাংশ হারে মুনাফায় ২ বছরের চক্রবৃদ্ধি মুলধন ৫২০০ টাকা হবে?
- ক. ৪৫৫৮.১৬ টাকা
- খ. ৪০৪০.৭৫ টাকা
- গ. ৪৪৫৮.১৬ টাকা
- ঘ. ৫০৫০.৬০ টাকা
উত্তরঃ ৪৪৫৮.১৬ টাকা