কারিগরি ও মাদ্রাস শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
- ক. প্রত্যুদগমন
- খ. প্রত্যুতগমন
- গ. প্রত্যুগমন
- ঘ. প্রত্যুদগমণ
উত্তরঃ প্রত্যুদগমন
চৌহদ্দি শব্দটি কোন দুটি ভাষা থেকে আগত শব্দের সমন্বয়ে গঠিত?
- ক. তৎসম ও হিন্দি
- খ. আরবি ও হিন্দি
- গ. আরবি ও তুর্কি
- ঘ. কোনোটিই নয়
উত্তরঃ কোনোটিই নয়
একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন যতি চিহ্নটি ব্যবহৃত হয়?
- ক. ড্যাশ
- খ. সেমিকোলন
- গ. কোলন
- ঘ. হাইফেন
উত্তরঃ কোলন
অবেলায় আমি দিলাম পাড়ি, অথৈ সাগরে" এখানে কয়টি উপসর্গ রয়েছে?
- ক. একটি
- খ. দুটি
- গ. তিনটি
- ঘ. চারটি
উত্তরঃ দুটি
ক্রিয়ার কাল ও পুরুষ কোন তত্ত্বের আলোচ্য বিষয়?
- ক. ধ্বনিতত্ত্ব
- খ. রূপতত্ত্ব
- গ. বাক্যতত্ত্ব
- ঘ. ছন্দতত্ত্ব
উত্তরঃ রূপতত্ত্ব
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
- ক. একটি কালো মেয়ের কথা
- খ. তেইশ নম্বর তৈলচিত্র
- গ. ভানুমতির পালা
- ঘ. ইছামতী
উত্তরঃ একটি কালো মেয়ের কথা
- ক. আমার বড় দুরাবস্থা
- খ. আমার বড় দুরবস্থা
- গ. আমার বড় দূরবস্থা
- ঘ. আমার বড় দূরাবস্থা
উত্তরঃ আমার বড় দুরবস্থা
আমি, আমরা এগুলো কোন সর্বনাম পদ?
- ক. ব্যতিহারিক
- খ. সাকুল্যবাচক
- গ. আত্মবাচক
- ঘ. ব্যক্তিবাচক
উত্তরঃ ব্যক্তিবাচক
কোন সমাসে পরপদের অর্থ প্রধান থাকে?
- ক. অব্যয়ীভাব
- খ. বহুব্রীহি
- গ. দ্বন্দ্ব
- ঘ. কর্মধারয়
উত্তরঃ কর্মধারয়
কোনটি সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তির উদাহরণ?
- ক. ভিক্ষা দাও দেখিলে ভিক্ষুক
- খ. ভিক্ষা দাও দুয়ারে ভিক্ষুক
- গ. ভিক্ষুককে ভিক্ষা দাও
- ঘ. কোনোটিই নয়
উত্তরঃ ভিক্ষুককে ভিক্ষা দাও
শবপোড়া শব্দটির কী দোষ দেখা যায়?
- ক. গুরুচণ্ডালী
- খ. দুর্বোধ্যতা
- গ. উপমার প্রয়োগ ভুল
- ঘ. আকাঙক্ষার প্রয়োগ ভুল
উত্তরঃ গুরুচণ্ডালী
এত অল্প টাকায় মাস চলবে না। - এখানে চলা কোন অর্থ প্রকাশ করে?
- ক. সময় দেয়া
- খ. প্রচলিত হওয়া
- গ. অবলম্বন করা
- ঘ. সংকুলান হওয়া
উত্তরঃ সংকুলান হওয়া
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখিত কাব্যগ্রন্থ নয় কোনটি?
- ক. বনফুল
- খ. শ্যামলী
- গ. ঝরা পালক
- ঘ. পূরবী
উত্তরঃ ঝরা পালক
নিরুৎসাহ শব্দের সঠিক ব্যাসবাক্য কোনটি?
- ক. নাই উৎসাহ
- খ. উৎসাহের অভাব
- গ. উৎসাহ নাই যার
- ঘ. নঞ উৎসাহ
উত্তরঃ উৎসাহের অভাব
- ক. মনুস্যকল
- খ. মনুষ্যসমূহ
- গ. পাখসব
- ঘ. ক, খ, গ সবগুলোই
উত্তরঃ ক, খ, গ সবগুলোই
A disease that is transmitted to people through the environment is known as....?
- ক. Contagious
- খ. Infections
- গ. Incurable
- ঘ. Fatal
উত্তরঃ Infections
The meaning of the phrase 'Feel at home' is -
- ক. calm and quiet
- খ. proficient and expert
- গ. familiar
- ঘ. free and easy
উত্তরঃ free and easy
- ক. at
- খ. with
- গ. in
- ঘ. for
উত্তরঃ in
Which of the following word is not related to 'crying'?
- ক. lamenting
- খ. screaming
- গ. weeping
- ঘ. sinking
উত্তরঃ sinking
Which one of the following spelling is correct?
- ক. Bureaucracy
- খ. Brraucracy
- গ. Buteacracy
- ঘ. Buericracy
উত্তরঃ Bureaucracy
As the sun ----. I decided to go out.
- ক. shines
- খ. has shone
- গ. shine
- ঘ. was shining
উত্তরঃ was shining
Choose the correct use of suffix 'er' from the option.
- ক. Laughter
- খ. operatter
- গ. moderater
- ঘ. decorater
উত্তরঃ Laughter
- ক. no preposition
- খ. by
- গ. in
- ঘ. with
উত্তরঃ no preposition
- ক. One of my friend is a lawyer.
- খ. One of my friends is a lawyer.
- গ. One of my friend are a lawyer.
- ঘ. One of my friends are a lawyer.
উত্তরঃ One of my friends is a lawyer.
When a person says he's all in. It means -
- ক. He is very tired
- খ. He has arrived
- গ. He has finished packing
- ঘ. He has got everything
উত্তরঃ He is very tired
'Justice delayed is justice denied' was stated by -
- ক. Disraeli
- খ. Emerson
- গ. Gladstone
- ঘ. Shakespeare
উত্তরঃ Gladstone
The man is afraid of the dog. 'afraid' কোন parts of speech?
- ক. Adjective
- খ. noun
- গ. adverb
- ঘ. verb
উত্তরঃ Adjective
- ক. friendly
- খ. friendship
- গ. befriend
- ঘ. friendless
উত্তরঃ befriend
Which is the correct sentence?
- ক. He spoke to me to wait.
- খ. He waited for me to wait
- গ. The boat was drowned
- ঘ. Two thirds of it is true.
উত্তরঃ Two thirds of it is true.
The correct translation of the sentence - ‘তাহারা আসিতে রাজী হইল না’ is -
- ক. They did not agreed to come
- খ. They were no willful to come
- গ. They refused to come
- ঘ. The denied to come
উত্তরঃ They refused to come
Which is the correct use of gerund?
- ক. I saw the girl dancing
- খ. I am dancing on the floor
- গ. Dancing is a good exercise
- ঘ. The girl came here dancing
উত্তরঃ Dancing is a good exercise
Who of the following is a novelist?
- ক. William Wordsworth
- খ. John Keats
- গ. Charles Dickens
- ঘ. John Milton
উত্তরঃ Charles Dickens
- ক. final step
- খ. the essential point
- গ. end of road
- ঘ. last line
উত্তরঃ the essential point
Who is the author of 'Man and Superman'?
- ক. Henry Folding
- খ. H.G. Wells
- গ. Walter Scott
- ঘ. G.B. Shaw
উত্তরঃ G.B. Shaw
মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কোথায় জন্মগ্রহণ করেন?
- ক. সিরাজগঞ্জ
- খ. টাঙ্গাইল
- গ. ঢাকা
- ঘ. কুমিল্লা
উত্তরঃ সিরাজগঞ্জ
বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ কোনটি?
- ক. ভোলা
- খ. মহেশখালি
- গ. কুতুবদিয়া
- ঘ. নিঝুম দ্বীপ
উত্তরঃ মহেশখালি
- ক. জার্মানি
- খ. ইতালি
- গ. মালদ্বীপ
- ঘ. সবগুলো
সঠিক উত্তরের জন্য বিস্তারিত দেখুন
- ক. নীল আর্মস্টং
- খ. এডুইন অলড্রিন
- গ. মাইকেল কলিন্স
- ঘ. সকলে পা রেছেছেন
উত্তরঃ মাইকেল কলিন্স
রুশ বিপ্লবের নেতৃত্বদানকারী দল কোনটি?
- ক. নাৎসী পার্টি
- খ. রুশ সমাজতান্ত্রিক দল
- গ. বলশেভিক পার্টি
- ঘ. রুশ রেভুল্যুশন ফ্রন্ট
উত্তরঃ বলশেভিক পার্টি
- ক. ফকির বিদ্রোহের নেতা
- খ. রংপুরের কৃষক বিদ্রোহের নেতা
- গ. তেভাগা আন্দোলনের নেতা
- ঘ. ৩নং সেক্টর কমান্ডার
উত্তরঃ ফকির বিদ্রোহের নেতা
ইনসুলিন নিঃসৃত হয় কোন গ্রন্থি থেকে?
- ক. যকৃত
- খ. থাইরয়েড
- গ. অগ্ন্যাশয়
- ঘ. পিটুইটারি গ্রন্থি
উত্তরঃ অগ্ন্যাশয়
সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চরিয়ান কে?
- ক. মোহাম্মদ আশরাফুল, বাংলাদেশ
- খ. হাসান রাজা, পাকিস্তান
- গ. ব্রায়ান চার্লস লারা, ওয়েস্ট ইন্ডিজ
- ঘ. শচীন টেন্ডুলকার, ভারত
উত্তরঃ মোহাম্মদ আশরাফুল, বাংলাদেশ
WHO (World Health organization) এর সদর দপ্তর কোনটি?
- ক. জেনেভা
- খ. প্যারিস
- গ. নিউইয়র্ক
- ঘ. লন্ডন
উত্তরঃ জেনেভা
দুর্ভিক্ষের উপর ছবি এঁকে বিখ্যাত হয়েছেন কোন শিল্পী?
- ক. মঈনুল হক
- খ. মৃণাল হক
- গ. শিল্পাচার্য জয়নুল আবেদীন
- ঘ. হাশেম খান
উত্তরঃ শিল্পাচার্য জয়নুল আবেদীন
- ক. স্টিভ জবস
- খ. আলফ্রেড নোবেল
- গ. মার্টিন কুপার
- ঘ. জন ডাল্টন
উত্তরঃ মার্টিন কুপার
বাংলাদেশের কেন্দ্রিয় ব্যাংকের নাম কী?
- ক. জনতা ব্যাকং
- খ. বাংলাদেশ ব্যাংক
- গ. রিজার্ভ ব্যাংক
- ঘ. সোনালী ব্যাংক
উত্তরঃ বাংলাদেশ ব্যাংক
- ক. লালা শিলসিলা
- খ. বিট্রিশ হুণ্ডুরাস
- গ. তিরিশো গ্রান্ড
- ঘ. কোনোটিই নয়
উত্তরঃ বিট্রিশ হুণ্ডুরাস
- ক. জল প্রপাত
- খ. বাণিজ্যিক ভবন
- গ. পাকিস্তানের নদী
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ বাণিজ্যিক ভবন
বার্ষিক ১০% মুনাফায় ৮০০০ টাকায় ৩ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত?
- ক. ১০৮০০ টাকা
- খ. ১৫০০০ টাকা
- গ. ১০৮৫০ টাকা
- ঘ. ১০৬৪৮ টাকা
উত্তরঃ ১০৬৪৮ টাকা
৩০ মিটার উচ্চতা ও ২০ মিটার ভূমি বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ মিটার?
- ক. ৪০০ বর্গ মিটার
- খ. ৩০০ বর্গ মিটার
- গ. ৬০০ বর্গ মিটার
- ঘ. ১৫০ বর্গ মিটার
উত্তরঃ ৩০০ বর্গ মিটার
- ক. ২৫৬ বর্গ সে.মি.
- খ. ৩২৮ বর্গ সে.মি.
- গ. ৩৩৬ বর্গ সে.মি.
- ঘ. ৫৭৬ বর্গ সে.মি.
উত্তরঃ ৩৩৬ বর্গ সে.মি.
দুইটি সংখ্যারগ ল.সা.গু এবং গ.সা.গু. এর গুণফল সংখ্যা দুটির....?
- ক. গুণফলের সমান
- খ. ভাগফলের সমান
- গ. গড়ের সমান
- ঘ. যোগফলের সমান
উত্তরঃ গুণফলের সমান
কোনো ক্লাসের ৪০ জন ছাত্রের মধ্যে ২৪ জন ছাত্র পাস করলো। ঐ ক্লাসে শতকরা কতজন ছাত্র ফেল করল?
- ক. ৪০%
- খ. ৪৮%
- গ. ৫০%
- ঘ. ৬০%
উত্তরঃ ৪০%
দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৩ : ২। বৃত্ত দুটির আয়তনের অনুপাত কত হবে?
- ক. ২ : ৩
- খ. ৩:৪
- গ. ৪ : ৯
- ঘ. ৯ : ৪
উত্তরঃ ৪ : ৯
- ক. ১২ ফুট
- খ. ৯ ফুট
- গ. ৬ ফুট
- ঘ. ৩ ফুট
উত্তরঃ ৬ ফুট
- ক. ৩০০০ ঘন সে.মি.
- খ. ২৭০০ ঘন সে.মি.
- গ. ১৫০০ ঘন সে.মি.
- ঘ. ২০০০ ঘন সে.মি.
উত্তরঃ ৩০০০ ঘন সে.মি.
দুটি সংখ্যার গ.সা.গু ও ল.সা.গু. যথাক্রমে ১২ ও ১৮০। একটি সংখ্যা ৮০ হলে অপর সংখ্যাটি কত?
- ক. ৩৬
- খ. ২০
- গ. ২৭
- ঘ. ৩০
উত্তরঃ ২৭
একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। দৈর্ঘ্য ১২ মিটার হলে মাঠটির পরিসীমা কত মিটার?
- ক. ৩২ মিটার
- খ. ৪৯ মিটার
- গ. ৭২ মিটার
- ঘ. ৩৬ মিটার
উত্তরঃ ৭২ মিটার
চাউলের মূল্য ১২% বৃদ্ধি পেলে ১০০০ টাকার চাউলের বর্তমান মূল্য কত?
- ক. ৮৮০ টাকা
- খ. ১১২০
- গ. ১২৪০
- ঘ. ১০২০
উত্তরঃ ১১২০
- ক. রামাল্লা
- খ. নাবলুস
- গ. বেথেলহেম
- ঘ. সবগুলো
সঠিক উত্তরের জন্য বিস্তারিত দেখুন
- ক. দীনতা সব সময় ভাল নয়
- খ. দেশের দারিদ্র্য দূর করতে হবে
- গ. সময় বড় সংক্ষিপ্ত
- ঘ. এখানে প্রবেশ নিষিদ্ধ
উত্তরঃ দীনতা সব সময় ভাল নয়