২৪তম বিসিএস প্রিলি

‘বাংলা ভাষার ইতিবৃত্ত’ কে রচনা করেন?

  • ক. সুনীতিকুমার চট্রোপাধ্যায়
  • খ. সুকুমার সেন
  • গ. ড. মুহাম্মদ শহীদুল্লাহ
  • ঘ. মুহম্মদ এনামুল হক

উত্তরঃ ড. মুহাম্মদ শহীদুল্লাহ

বিস্তারিত

রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি উপন্যাস?

  • ক. শেষের কবিতা
  • খ. বলাকা
  • গ. ডাকঘর
  • ঘ. কালান্তর

উত্তরঃ শেষের কবিতা

বিস্তারিত

কাজী নজরুল ইসলামের নামের সাথে জড়িত ‘ধুমকেতু’ কোন ধরনের রচনা?

  • ক. কবিতা
  • খ. পত্রিকা
  • গ. উপন্যাস
  • ঘ. ছোটগল্প

উত্তরঃ পত্রিকা

বিস্তারিত

জসিমউদদীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?

  • ক. রাখালী
  • খ. সোজন বাদিয়ার ঘাট
  • গ. নকশী কাঁথার মাঠ
  • ঘ. বালুচর

উত্তরঃ রাখালী

বিস্তারিত

‘রাইফেল রোটি আওরাত’ উপন্যাসের রচয়িতা কে?

  • ক. হাসান হাফিজুর রহমান
  • খ. জহির রায়হান
  • গ. শহিদুল্লাহ কায়সার
  • ঘ. আনোয়ার পাশা

উত্তরঃ আনোয়ার পাশা

বিস্তারিত

কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?

  • ক. মৃত্যুক্ষুধা
  • খ. আলেয়া
  • গ. ঝিলিমিলি
  • ঘ. মধুমালা

উত্তরঃ মৃত্যুক্ষুধা

বিস্তারিত

‘মা যে জননী কান্দে’ কোন ধরনের রচনা?

  • ক. কাব্য
  • খ. নাটক
  • গ. উপন্যাস
  • ঘ. প্রবন্ধ

উত্তরঃ কাব্য

বিস্তারিত

কোনটি সঠিক?

  • ক. সোজন বাদিয়ার ঘাট (উপন্যাস)
  • খ. কাঁদো নদী কাঁদো (কাব্য)
  • গ. বহিপীর (নাটক)
  • ঘ. মহাশ্মশান (নাটক)

উত্তরঃ বহিপীর (নাটক)

বিস্তারিত

শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার কর্তক বাজেয়াপ্ত হয়েছিল?

  • ক. পথের দাবি
  • খ. নিষ্কৃতি
  • গ. চরিত্রহীন
  • ঘ. দত্তা

উত্তরঃ পথের দাবি

বিস্তারিত

কোন গ্রন্থের রচয়িতা এস ওয়াজেদ আলী?

  • ক. আশা-আকাঙ্ক্ষা
  • খ. ভবিষ্যতের বাঙালী
  • গ. উন্নত জীবন
  • ঘ. সভ্যতা

উত্তরঃ ভবিষ্যতের বাঙালী

বিস্তারিত

‘ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে’ বলেছেন-

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. কাজী নজরুল ইসলাম
  • গ. বলাইচাঁদ মুখোপাধ্যায়
  • ঘ. প্রমথ চৌধুরী

উত্তরঃ প্রমথ চৌধুরী

বিস্তারিত

‘জঙ্গম’ এর বিপরীতার্থক শব্দ কী?

  • ক. অরণ্য
  • খ. পর্বত
  • গ. স্থাবর
  • ঘ. সমুদ্র

উত্তরঃ স্থাবর

বিস্তারিত

উৎকর্ষতা কী কারণে অশুদ্ধ?

  • ক. সন্ধিজনিত
  • খ. প্রত্যয়জনিত
  • গ. উপসর্গজনিত
  • ঘ. বিভক্তিজনিত

উত্তরঃ প্রত্যয়জনিত

বিস্তারিত

নিত্য মূর্ধন্য-ষ কোন শব্দে বর্তমান?

  • ক. কষ্ট
  • খ. উপনিষৎ
  • গ. কল্যাণীয়েমু
  • ঘ. আষাঢ়

উত্তরঃ আষাঢ়

বিস্তারিত

তুমি এতক্ষণ কী করেছ? এই বাক্যে কী কোন পদ?

  • ক. বিশেষণ
  • খ. অব্যয়
  • গ. সর্বনাম
  • ঘ. ক্রিয়া

উত্তরঃ সর্বনাম

বিস্তারিত

আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস।- এই বাক্যে ‘আকাশে’ শব্দটি কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?

  • ক. কর্তৃকারকে সপ্তমী
  • খ. কর্মকারকে সপ্তমী
  • গ. অপাদানে সপ্তমী
  • ঘ. অধিকরণে সপ্তমী

উত্তরঃ অধিকরণে সপ্তমী

বিস্তারিত

The antonym for 'Recalcitrant'-

  • ক. Compliant
  • খ. Passive
  • গ. Indifferent
  • ঘ. Careful

উত্তরঃ Compliant

বিস্তারিত

'Razzmatazz' means-

  • ক. A musical instrument
  • খ. A well-planned programme
  • গ. A noisy activity
  • ঘ. A musical activity

উত্তরঃ A noisy activity

বিস্তারিত

Choose the correct meaning: He raised his eyebrow at my exploration

  • ক. Show surprise or didapproval
  • খ. Show First Language
  • গ. International Language
  • ঘ. The French Language

উত্তরঃ Show surprise or didapproval

বিস্তারিত

The expression 'Lingua Franca' means-

  • ক. The Common Language
  • খ. The First Language
  • গ. International Language
  • ঘ. The Frence Language

উত্তরঃ The Common Language

বিস্তারিত

" I'll have a cup of tea" my father said, "because I'm not hungry."-Which of the following sentences is the correct indirect speech?

  • ক. My father said that he will have a cup of tea because he wasn't hungry.
  • খ. My father said that he would have had a cup of tea because he wasn't hungry
  • গ. My father said he would have a cup of tea because he wasn't hungry
  • ঘ. My father said that he had a cup of tea because he wasn't hungry.

উত্তরঃ My father said he would have a cup of tea because he wasn't hungry

বিস্তারিত

He parted - his friends in tears.

  • ক. with
  • খ. from
  • গ. against
  • ঘ. beside

উত্তরঃ from

বিস্তারিত

The children were entrusted - the care of their uncle.

  • ক. with
  • খ. for
  • গ. to
  • ঘ. at

উত্তরঃ to

বিস্তারিত

Just now he- his dinner but he says he'll see you when he's finished.

  • ক. is having
  • খ. has had
  • গ. was having
  • ঘ. had

উত্তরঃ has had

বিস্তারিত

- is not the only thing that tourists want to see.

  • ক. A scenery
  • খ. Sceneries
  • গ. The Sceneries
  • ঘ. Scenery

উত্তরঃ Scenery

বিস্তারিত

I have - interest in the matter.

  • ক. not
  • খ. any
  • গ. none
  • ঘ. no

উত্তরঃ no

বিস্তারিত

He gave up - football when he got married.

  • ক. to play
  • খ. playing
  • গ. play
  • ঘ. of playing

উত্তরঃ playing

বিস্তারিত

As the sun - , I decided to go out.

  • ক. shines
  • খ. has shone
  • গ. shine
  • ঘ. was shining

উত্তরঃ was shining

বিস্তারিত

Don't make a noise while your father -

  • ক. is being asleep
  • খ. is sleeping
  • গ. shine
  • ঘ. has slept

উত্তরঃ is sleeping

বিস্তারিত

I am looking for some one who - play the piano.

  • ক. able
  • খ. is able
  • গ. can be able to
  • ঘ. can

উত্তরঃ can

বিস্তারিত

I opened the door as soon as I - the bell.

  • ক. have heard
  • খ. was hearing
  • গ. am heard
  • ঘ. heard

উত্তরঃ heard

বিস্তারিত

Tell me - that.

  • ক. whom told you
  • খ. that told you
  • গ. who told you
  • ঘ. told you

উত্তরঃ who told you

বিস্তারিত

Water bolis - you heat it to 100 degree centrigrade.

  • ক. unless
  • খ. until
  • গ. if
  • ঘ. although

উত্তরঃ if

বিস্তারিত

I have read the book - you lent me.

  • ক. that
  • খ. whom
  • গ. whose
  • ঘ. what

উত্তরঃ that

বিস্তারিত

There are - danferous drivers.

  • ক. a very lof of
  • খ. very many of
  • গ. very much of
  • ঘ. a lot of

উত্তরঃ a lot of

বিস্তারিত

জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম কী?

  • ক. অ্যামেনিয়া
  • খ. টিএসপি
  • গ. সুপার ফসফেট
  • ঘ. ইউরিয়া

উত্তরঃ ইউরিয়া

বিস্তারিত

বাংলাদেমের জাতীয় পতাকার ডিজাইনার কে?

  • ক. জয়নুল আবেদিন
  • খ. কামরুল হাসান
  • গ. হামিদুর রহমান
  • ঘ. হামেশ খান

উত্তরঃ কামরুল হাসান

বিস্তারিত

কোন উৎস্য থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়?

  • ক. সেন্টমার্টিন
  • খ. মহেশখাখী
  • গ. হাতিয়া
  • ঘ. সন্দীপ

উত্তরঃ সেন্টমার্টিন

বিস্তারিত

প্রথম মহিলা পুলিশ নিয়োগ করা হয় কোন সালে?

  • ক. ১৯৭২
  • খ. ১৯৭৬
  • গ. ১৯৭৭
  • ঘ. ১৯৭৮

সঠিক উত্তরের জন্য বিস্তারিত দেখুন

বিস্তারিত

স্বাধীনতার প্রথম ডাকটিকিটে কোন ছবি ছিল?

  • ক. জাতীয় স্মৃতিসৌধ
  • খ. লালবাগের কেল্লা
  • গ. সোনা মসজিদ
  • ঘ. শহীদ মিনার

উত্তরঃ শহীদ মিনার

বিস্তারিত

বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি?

  • ক. জাতিতাত্ত্বিক জাদুঘর
  • খ. জাতীয় জাদুঘর
  • গ. বরেন্দ্র গবেষণা জাদুঘর
  • ঘ. ঢাকা নগর জাদুঘর

উত্তরঃ বরেন্দ্র গবেষণা জাদুঘর

বিস্তারিত

২০০৩-০৪ সালের বার্ষিক উন্নয়ন কর্মসূচির মোট ব্যয়-

  • ক. ২০,৩০০ কোটি টাকা
  • খ. ১৯,২০০ কোটি টাকা
  • গ. ১৭,১০০ কোটি টাকা
  • ঘ. ১৯,৫০০ কোটি টাকা

উত্তরঃ ২০,৩০০ কোটি টাকা

বিস্তারিত

বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর-

  • ক. সোনা মসজিদ
  • খ. চট্রগ্রাম
  • গ. বেনাপোল
  • ঘ. হিলি

উত্তরঃ বেনাপোল

বিস্তারিত

বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর কোন জেলায়?

  • ক. নাটোর
  • খ. চাঁপাইনবাবগঞ্জ
  • গ. জয়পুরহাট
  • ঘ. নওগাঁ

উত্তরঃ চাঁপাইনবাবগঞ্জ

বিস্তারিত

সম্প্রতি ‘সাফ’ ফুটবলে কোন দেশের সাথে খেলে বাংলাদেশ শিরোপা পায়?

  • ক. মালদ্বীপ
  • খ. ভারত
  • গ. পাকিস্তান
  • ঘ. নেপাল

উত্তরঃ মালদ্বীপ

বিস্তারিত

বাংলাদেশে সম্প্রতি কোন জেলায় চা বাগান করা হয়?

  • ক. পঞ্চগড়
  • খ. দিনাজপুর
  • গ. কুড়িগ্রাম
  • ঘ. বান্দরবান

উত্তরঃ পঞ্চগড়

বিস্তারিত

বাংলাদেশের কোন জেলায় সম্প্রতি প্রথম রেল সংযোগ হল?

  • ক. ময়মনসিংহ
  • খ. টাঙ্গাইল
  • গ. বরিশাল
  • ঘ. সিরাজগঞ্জ

উত্তরঃ টাঙ্গাইল

বিস্তারিত

আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন জাতীয় সংসদে পাস হয় কোন সালের কত তারিখে?

  • ক. ১২ই এপ্রিল, ২০০২
  • খ. ৯ এপ্রিল, ২০০২
  • গ. ১৮ই মার্চ, ২০০২
  • ঘ. ৩রাপ্রিল, ২০০২

উত্তরঃ ৯ এপ্রিল, ২০০২

বিস্তারিত

হালদা ভ্যালি কোথায় অবস্থিত?

  • ক. রাঙ্গামাটি
  • খ. খাগড়াছড়ি
  • গ. বান্দরবান
  • ঘ. সন্দীপ

উত্তরঃ রাঙ্গামাটি

বিস্তারিত

দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কী?

  • ক. কুতুবদিয়া
  • খ. সোনাদিয়া
  • গ. সন্দ্বীপ
  • ঘ. পূর্বাশা দ্বীপ

উত্তরঃ পূর্বাশা দ্বীপ

বিস্তারিত

আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধকারী প্যারিস প্যাক্ট স্বাক্ষরিত হয়-

  • ক. ১৯২৭ সালের ১২ আগস্ট
  • খ. ১৯২৮ সালের ২৭ আগস্ট
  • গ. ১৯২৮ লের ৩ নভেম্বর
  • ঘ. ১৯২৯ সালের ৫ জানুয়ারি

উত্তরঃ ১৯২৮ সালের ২৭ আগস্ট

বিস্তারিত

যুদ্ধ ও সশস্ত্রসংঘর্ষ সংক্রান্ত আইন প্রণয়ন বিষয়ে ১৯৪৯ সালের জেনেভা কনভেনশনসমূহ অভিহিত-

  • ক. দুটি রেডক্রস কনভেনশন নামে
  • খ. তিনটি রেডক্রস কনভেনশন নামে
  • গ. চারটি রেডক্রস কনভেনশন নামে
  • ঘ. পাঁচটি রেডক্রস কনভেনশন নামে

উত্তরঃ চারটি রেডক্রস কনভেনশন নামে

বিস্তারিত

স্থায়ী সালিসি আদালত কোথায় অবস্থিত?

  • ক. জেনেভায়
  • খ. লন্ডনে
  • গ. প্যারিসে
  • ঘ. হেগে

উত্তরঃ হেগে

বিস্তারিত

মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে কখন আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়?

  • ক. ১৯৫০ সালে
  • খ. ১৯৫৫ সালে
  • গ. ১৯৬৫ সালে
  • ঘ. ১৯৬৬ সালে

উত্তরঃ ১৯৬৬ সালে

বিস্তারিত

ইসিএ (ECA) এর সদর দপ্তর কোথায়?

  • ক. আদ্দিস আবাবা
  • খ. নাইরোবি
  • গ. ডাকার
  • ঘ. কায়রো

উত্তরঃ আদ্দিস আবাবা

বিস্তারিত

ডেটন শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় -

  • ক. ১৯৯০ সালে
  • খ. ১৯৯১ সালে
  • গ. ১৯৯২ সালে
  • ঘ. ১৯৯৩ সালে

সঠিক উত্তরের জন্য বিস্তারিত দেখুন

বিস্তারিত

কোন চুক্তির মাধ্যমে ইইসি(EEC) প্রতিষ্ঠা লাভ করে?

  • ক. রোম চুক্তি
  • খ. ম্যাসট্রিচ চুক্তি
  • গ. ভিয়েনা কনভেনশন
  • ঘ. ব্রাসেলস কনভেনশন

উত্তরঃ রোম চুক্তি

বিস্তারিত

বিখ্যাত ল্যান্ডমার্ক টাওয়ার অবস্থিত ?

  • ক. নিউইয়র্কে
  • খ. শিকাগোতে
  • গ. টোকিওতে
  • ঘ. লন্ডনে

উত্তরঃ টোকিওতে

বিস্তারিত

‘হ্যারি পটার’ কী?

  • ক. গ্রিসে
  • খ. মেসোপটেমিয়ায়
  • গ. রোমে
  • ঘ. ভারতে

উত্তরঃ মেসোপটেমিয়ায়

বিস্তারিত

ওআইসি-এর বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক?

  • ক. বাংলাদেশ
  • খ. তুরস্ক
  • গ. মালয়েশিয়া
  • ঘ. মরক্কো

সঠিক উত্তরের জন্য বিস্তারিত দেখুন

বিস্তারিত

বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) পঞ্চম মিনিস্টারিয়াল কনফারেন্স কোথায় এবং কখন অনুষ্ঠিত হবে?

  • ক. নভেম্বর ২০০৩, ভারতের বোলোর
  • খ. ডিসেম্বর ২০০৩, কানাডার অটোয়া
  • গ. জানুয়ারি ২০০৪, পাকিস্তানের ইসলামাবাদ
  • ঘ. সেপ্টেম্বর ২০০৩, মেক্সিকোর কানকুন

উত্তরঃ সেপ্টেম্বর ২০০৩, মেক্সিকোর কানকুন

বিস্তারিত

নিকারাগুয়ার কন্ট্রা বিদ্রোহীরা কোন দেশের সমর্থন পুষ্ট ছিল?

  • ক. যুক্তরাজ্য
  • খ. যুক্তরাষ্ট্র
  • গ. কোরিয়া
  • ঘ. কিউবা

উত্তরঃ যুক্তরাষ্ট্র

বিস্তারিত

ইসরাইল-প্যালেস্টাইন রোডম্যাপ কর্মসূচির উদ্দেশ্য কী?

  • ক. সহিংসতা বন্ধ করে ২০০৫ সালের মধ্যে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা করা
  • খ. দুটি রাষ্ট্রের মধ্যে সড়ক যোগাযোগ ব্যবস্থা স্থাপন
  • গ. দুটি রাষ্ট্রের মধ্যে অবাধ বাণিজ্য স্থাপন
  • ঘ. দুটি রাষ্ট্রের মধ্যে সীমানা চিহ্নিতকরণ

উত্তরঃ সহিংসতা বন্ধ করে ২০০৫ সালের মধ্যে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা করা

বিস্তারিত

নিম্নের কোন দেশটি জি-৮ ভুক্ত দেশ নয় ?

  • ক. ফ্রান্স
  • খ. যুক্তরাজ্য
  • গ. রাশিয়া
  • ঘ. নেদারল্যান্ডস

উত্তরঃ নেদারল্যান্ডস

বিস্তারিত

ব্রেটন উডস ইসস্টিটিউট নিম্নের কোন সংস্থাকে বুঝায়?

  • ক. আইএমএফ
  • খ. বিশ্বব্যাংক
  • গ. এডিবি
  • ঘ. আইডিবি

সঠিক উত্তরের জন্য বিস্তারিত দেখুন

বিস্তারিত

প্রথম ক্লোন ‘ইভ’ এর জম্ম - তারিখ কী?

  • ক. নভেম্বর ২০, ২০০২
  • খ. ডিসেম্বর ২৬, ২০০২
  • গ. জানুয়ারি ৭, ২০০৩
  • ঘ. মার্চ ২৩, ২০০৩

উত্তরঃ ডিসেম্বর ২৬, ২০০২

বিস্তারিত

'A Long Walk to Freedom' বইটির লেখক কে?

  • ক. হোসে সামও
  • খ. রবার্ট মুগাবে
  • গ. নেলসন ম্যান্ডেলা
  • ঘ. অং সান সুচি

উত্তরঃ নেলসন ম্যান্ডেলা

বিস্তারিত

‘লাইন অব কন্ট্রোল’ বলতে কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখাকে চিহ্নিত করে?

  • ক. ইসরাইল ও জর্ডান
  • খ. দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া
  • গ. চীন ও তাইওয়ান
  • ঘ. ভারত ও পাকিস্তান

উত্তরঃ ভারত ও পাকিস্তান

বিস্তারিত

মস্তিস্কের ক্ষমতা ক্ষয় পেতে থাকে স্নায়ুকোয়ের-

  • ক. এক-চতুর্থাংশ ধ্বংস হয়ে গেলে
  • খ. অর্ধেক ধ্বংস হয়ে গেলে
  • গ. এক-তৃতীয়াংশ বেড়ে গেলে
  • ঘ. এক-চতুর্থাংশ বেড়ে গেলে

উত্তরঃ এক-চতুর্থাংশ ধ্বংস হয়ে গেলে

বিস্তারিত

রাসায়নিক অগ্নিনির্বাপক কাজ করে অগ্নিতে -

  • ক. প্রচুর পরিমাণে অক্সিজেন সরবরাহ করে
  • খ. অক্সিজেন সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে
  • গ. নাইট্রোজেন সরবরাহ করে
  • ঘ. হাইড্রোজেন সরবরাহ করে

উত্তরঃ অক্সিজেন সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে

বিস্তারিত

আবাসিক বাড়ির বর্তনীতে সাকির্ট ব্যবহার করা হয় কেন?

  • ক. বিদ্যুৎ খরচ কমানোর উদ্দেশ্যে
  • খ. অতিমাত্রায় বিদ্যুৎ প্রবাহজনিত দুর্ঘটনা রোধের উদ্দেশ্যে
  • গ. বৈদ্যুতিক বাল্ব থেকে বেশি আলো পাওয়ার জন্য
  • ঘ. বৈদ্যুতিক যন্ত্রপাতি যাতে সুষ্ঠুভাবে কাজ করে

উত্তরঃ অতিমাত্রায় বিদ্যুৎ প্রবাহজনিত দুর্ঘটনা রোধের উদ্দেশ্যে

বিস্তারিত

পরমাণু (Atom) চার্জ নিরপেক্ষ হয়, কারণ পরমাণুতে-

  • ক. নিউট্র্র্রন ও প্রোটনের সংখ্যা সমান
  • খ. প্রোটন ও নিউট্রনের ওজন সমান
  • গ. নিউট্রন ও প্রোটন নিউক্লিয়াসে থাকে
  • ঘ. ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান

উত্তরঃ ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান

বিস্তারিত

মাইটোকন্ড্রিয়ায় কত ভাগ প্রোটিন?

  • ক. ৭০%
  • খ. ৭২%
  • গ. ৭৩%
  • ঘ. ৮৯%

উত্তরঃ ৭৩%

বিস্তারিত

মূল নাই কোন উদ্ভিদে?

  • ক. ফণিমনসা
  • খ. বীরুৎ
  • গ. গুল্ম
  • ঘ. সাইকাস

সঠিক উত্তরের জন্য বিস্তারিত দেখুন

বিস্তারিত

ল্যাপটপ কী?

  • ক. ছোট কুকুর
  • খ. পর্বতারোহণ সামগ্রী
  • গ. বাদ্যযন্ত্র
  • ঘ. ছোট কম্পিউটার

উত্তরঃ ছোট কম্পিউটার

বিস্তারিত

অ্যাসবেসটস কী?

  • ক. অগ্নিনিরোধক খনিজ পদার্থ
  • খ. কম ঘনত্ববিশিষ্ট তরল পদার্থ
  • গ. বেশি ঘনত্ব বিশিষ্ট তরল পদার্থ
  • ঘ. একধরনের রাসায়নিক পদার্থ

উত্তরঃ অগ্নিনিরোধক খনিজ পদার্থ

বিস্তারিত

পাহাড়ের ওপর রান্না করতে বেশি সময় লাগে কেন?

  • ক. বায়ুর চাপ বেশি থাকার কারণে
  • খ. বায়ুর চাপ কম থাকার কারণে
  • গ. পাহাড়ের বাতাস কম থাকায়
  • ঘ. পাহাড়ের ওপর তাপমাত্রা বেশি থাকায়

উত্তরঃ বায়ুর চাপ কম থাকার কারণে

বিস্তারিত

I decided to go - with my friends as I needed some exercise.

  • ক. to a walk
  • খ. for a walk
  • গ. for a walking
  • ঘ. walk

উত্তরঃ for a walk

বিস্তারিত

MIGA কখন গঠিত হয়?

  • ক. ১৯৮০ সালে
  • খ. ১৯৮২ সালে
  • গ. ১৯৮৫ সালে
  • ঘ. ১৯৮৮ সালে

উত্তরঃ ১৯৮৮ সালে

বিস্তারিত

রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর কোন রশ্মি বের হয়?

  • ক. মৃদু রঞ্জন রশ্মি
  • খ. বিটা রশ্মি
  • গ. গামা রশ্মি
  • ঘ. কসমিক রশ্মি

উত্তরঃ মৃদু রঞ্জন রশ্মি

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics