২৪তম বিসিএস প্রিলি

1. ‘বাংলা ভাষার ইতিবৃত্ত’ কে রচনা করেন?

  • ক. সুনীতিকুমার চট্রোপাধ্যায়
  • খ. সুকুমার সেন
  • গ. ড. মুহাম্মদ শহীদুল্লাহ
  • ঘ. মুহম্মদ এনামুল হক

4. জসিমউদদীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?

  • ক. রাখালী
  • খ. সোজন বাদিয়ার ঘাট
  • গ. নকশী কাঁথার মাঠ
  • ঘ. বালুচর

5. ‘রাইফেল রোটি আওরাত’ উপন্যাসের রচয়িতা কে?

  • ক. হাসান হাফিজুর রহমান
  • খ. জহির রায়হান
  • গ. শহিদুল্লাহ কায়সার
  • ঘ. আনোয়ার পাশা

6. কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?

  • ক. মৃত্যুক্ষুধা
  • খ. আলেয়া
  • গ. ঝিলিমিলি
  • ঘ. মধুমালা

8. কোনটি সঠিক?

  • ক. সোজন বাদিয়ার ঘাট (উপন্যাস)
  • খ. কাঁদো নদী কাঁদো (কাব্য)
  • গ. বহিপীর (নাটক)
  • ঘ. মহাশ্মশান (নাটক)

10. কোন গ্রন্থের রচয়িতা এস ওয়াজেদ আলী?

  • ক. আশা-আকাঙ্ক্ষা
  • খ. ভবিষ্যতের বাঙালী
  • গ. উন্নত জীবন
  • ঘ. সভ্যতা

11. ‘ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে’ বলেছেন-

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. কাজী নজরুল ইসলাম
  • গ. বলাইচাঁদ মুখোপাধ্যায়
  • ঘ. প্রমথ চৌধুরী

13. উৎকর্ষতা কী কারণে অশুদ্ধ?

  • ক. সন্ধিজনিত
  • খ. প্রত্যয়জনিত
  • গ. উপসর্গজনিত
  • ঘ. বিভক্তিজনিত

15. তুমি এতক্ষণ কী করেছ? এই বাক্যে কী কোন পদ?

  • ক. বিশেষণ
  • খ. অব্যয়
  • গ. সর্বনাম
  • ঘ. ক্রিয়া

16. আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস।- এই বাক্যে ‘আকাশে’ শব্দটি কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?

  • ক. কর্তৃকারকে সপ্তমী
  • খ. কর্মকারকে সপ্তমী
  • গ. অপাদানে সপ্তমী
  • ঘ. অধিকরণে সপ্তমী

17. The antonym for 'Recalcitrant'-

  • ক. Compliant
  • খ. Passive
  • গ. Indifferent
  • ঘ. Careful

18. 'Razzmatazz' means-

  • ক. A musical instrument
  • খ. A well-planned programme
  • গ. A noisy activity
  • ঘ. A musical activity

19. Choose the correct meaning: He raised his eyebrow at my exploration

  • ক. Show surprise or didapproval
  • খ. Show First Language
  • গ. International Language
  • ঘ. The French Language

20. The expression 'Lingua Franca' means-

  • ক. The Common Language
  • খ. The First Language
  • গ. International Language
  • ঘ. The Frence Language

21. " I'll have a cup of tea" my father said, "because I'm not hungry."-Which of the following sentences is the correct indirect speech?

  • ক. My father said that he will have a cup of tea because he wasn't hungry.
  • খ. My father said that he would have had a cup of tea because he wasn't hungry
  • গ. My father said he would have a cup of tea because he wasn't hungry
  • ঘ. My father said that he had a cup of tea because he wasn't hungry.

22. He parted - his friends in tears.

  • ক. with
  • খ. from
  • গ. against
  • ঘ. beside

25. - is not the only thing that tourists want to see.

  • ক. A scenery
  • খ. Sceneries
  • গ. The Sceneries
  • ঘ. Scenery


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics