বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এর সহকারী নিরাপত্তা কর্মকর্তা

নিচের কোন বাক্যটি সাধারণ ভবিষ্যৎ কাল?

  • ক. আমি হব সকাল বেলার পাখি
  • খ. তুমি বোধ হয় কঠিন অঙ্কটা বুঝবে
  • গ. আমিনা কথা বলতে থাকবে
  • ঘ. আমার ছোট ভাই লিখছে

উত্তরঃ আমি হব সকাল বেলার পাখি

বিস্তারিত

‘নিষ্ঠুর’ শব্দটির সন্ধি বিচ্ছেদ -

  • ক. নি + ষ্ঠুর
  • খ. নিঃ + ঠুর
  • গ. নিঃ + ষ্ঠুর
  • ঘ. নি + ঠুর

উত্তরঃ নিঃ + ঠুর

বিস্তারিত

স্বরবর্ণের ‘কার’ চিহ্ন কয়টি?

  • ক. ৯
  • খ. ৮
  • গ. ১০
  • ঘ. ১২

উত্তরঃ ১০

বিস্তারিত

‘দুঃখ এবং বিপদ একসাথে আসে’ এটি কোন শ্রেণির বাক্য?

  • ক. সরল বাক্য
  • খ. জটিল বাক্য
  • গ. যৌগিক বাক্য
  • ঘ. মিশ্র বাক্য

উত্তরঃ যৌগিক বাক্য

বিস্তারিত

‘মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে’ - এটি কার উক্তি?

  • ক. কাজী নজরুল ইসলাম
  • খ. ইসমাইল হোসেন সিরাজী
  • গ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • ঘ. সৈয়দ মুজতবা আলী

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

নারিকেল কোন শ্রেণির শব্দ?

  • ক. তৎসম
  • খ. অর্ধ-তৎসম
  • গ. দেশি
  • ঘ. বিদেশি

উত্তরঃ তৎসম

বিস্তারিত

‘হৃ’ এর যুক্তবর্ণ কোনটি?

  • ক. হ +ঋ
  • খ. হ + ঞ
  • গ. হ্ + ঋ
  • ঘ. হ + ন

উত্তরঃ হ +ঋ

বিস্তারিত

নিচের কোন বাক্যটি অকর্ম ক্রিয়ার উদাহরণ?

  • ক. আমি বই পড়ছি
  • খ. সে ঘুমায়
  • গ. ছেলেরা মাঠে খেলছে
  • ঘ. মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন

উত্তরঃ সে ঘুমায়

বিস্তারিত

উপসর্গ কী?

  • ক. ভাষায় ব্যবহৃত সর্বনাম
  • খ. ভাষায় ব্যবহৃত অব্যয়
  • গ. ভাষায় ব্যবহৃত অব্যয়সূচক শব্দাংশ
  • ঘ. ভাষায় ব্যবহৃত ক্রিয়া বাচক শব্দাংশ

উত্তরঃ ভাষায় ব্যবহৃত অব্যয়সূচক শব্দাংশ

বিস্তারিত

‘শশাঙ্ক’ এর সমার্থক শব্দ কোনটি?

  • ক. খরগোশ
  • খ. সমুদ্র
  • গ. সূর্য
  • ঘ. চাঁদ

উত্তরঃ চাঁদ

বিস্তারিত

`আপণ’ শব্দের অর্থ কোনটি শুদ্ধ?

  • ক. দোকান
  • খ. বাজার
  • গ. দালাল
  • ঘ. নিজ

উত্তরঃ দোকান

বিস্তারিত

‘অমৃত’ শব্দের বিপরীত শব্দ কোনটি?

  • ক. তরল
  • খ. গরল
  • গ. কটু
  • ঘ. তিক্ত

উত্তরঃ গরল

বিস্তারিত

হাত গুটিয়ে বসে আছে কেন? বাক্যে ‘হাত’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

  • ক. আয়ত্তে আনা
  • খ. হস্তচ্যুত হওয়া
  • গ. কার্যে বিরতি
  • ঘ. দক্ষতা

উত্তরঃ কার্যে বিরতি

বিস্তারিত

‘বিধির বিড়ম্বনা’ এর বাগধারা কী?

  • ক. অলক্ষ্মীর দশা
  • খ. অগ্নি পরীক্ষা
  • গ. অদৃষ্টের পরিহাস
  • ঘ. আটক

উত্তরঃ অদৃষ্টের পরিহাস

বিস্তারিত

‘পাওয়ার আগে ভোগেন আয়োজন’ - কথাটির প্রবাদ কোনটি?

  • ক. গাছে কাঁঠাল গোঁফে তেল
  • খ. ঝোপ বুঝে কোপ মারা
  • গ. খাল কেটে কুমির আনা
  • ঘ. ছাই ফেলতে ভাঙা কুলো

উত্তরঃ গাছে কাঁঠাল গোঁফে তেল

বিস্তারিত

‘যার দুহাত সমান চলে’ বাক্য সংকোচন কোনটি?

  • ক. দোহ্যাতি
  • খ. কুশাল
  • গ. সব্যসাচী
  • ঘ. দ্বিজ

উত্তরঃ সব্যসাচী

বিস্তারিত

বাংলা সাহিত্যের (চর্যাপদের) আদি কবি কে?

  • ক. কাহ্নপা
  • খ. ঢেগুনপা
  • গ. লুইপা
  • ঘ. ভুসুকুপা

উত্তরঃ লুইপা

বিস্তারিত

‘চন্দ্রাবতী’ কী?

  • ক. পালাগান
  • খ. নাটক
  • গ. পদাবলি
  • ঘ. কাব্য

উত্তরঃ কাব্য

বিস্তারিত

দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে?

  • ক. প্যারীচাঁদ মিত্র
  • খ. মাইকেল মধুসূদন দত্ত
  • গ. প্রমথ চৌধুরী
  • ঘ. দ্বিজেন্দ্রলাল রায়

উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত

বিস্তারিত

‘কাজলা দিদি’ কবিতাটি কে রচনা করেন?

  • ক. যতীন্দ্র মোহন বাগচী
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. কাজী নজরুল ইসলাম
  • ঘ. জসীম উদদীন

উত্তরঃ যতীন্দ্র মোহন বাগচী

বিস্তারিত

The woman --- was old and bent.

  • ক. I spoke to her
  • খ. I spoke to
  • গ. that I spoke
  • ঘ. I spoke

উত্তরঃ I spoke to

বিস্তারিত

'To the full' means -

  • ক. to exhaust
  • খ. to the highest extent
  • গ. throughly
  • ঘ. to complete

উত্তরঃ to the highest extent

বিস্তারিত

'To take a leap in the dark' means -

  • ক. to take risk
  • খ. to hazard oneself
  • গ. to do a task secretly
  • ঘ. to do hazardous thing without an idea

উত্তরঃ to do hazardous thing without an idea

বিস্তারিত

What is the meaning of 'viva voce'?

  • ক. orally
  • খ. face to face
  • গ. interview
  • ঘ. written

উত্তরঃ orally

বিস্তারিত

'Wear and tear' means -

  • ক. clothing
  • খ. depreciation
  • গ. first speech
  • ঘ. accumulation

উত্তরঃ depreciation

বিস্তারিত

'The idiom' in a nutshell' means -

  • ক. nutshell
  • খ. concise
  • গ. cover
  • ঘ. nutty

উত্তরঃ concise

বিস্তারিত

The man was arrested----the murder of his friend.

  • ক. with regards to
  • খ. in connection with
  • গ. with reference to
  • ঘ. in compliance with

উত্তরঃ with regards to

বিস্তারিত

The phrase 'in high sprits' means -

  • ক. tensed
  • খ. worried
  • গ. cheeful
  • ঘ. vibrant

উত্তরঃ cheeful

বিস্তারিত

'In no time' means -

  • ক. ahead of time
  • খ. very quickly
  • গ. at the best of times
  • ঘ. in good time

উত্তরঃ very quickly

বিস্তারিত

We went to the airport to see her -

  • ক. off
  • খ. of
  • গ. after
  • ঘ. away

উত্তরঃ off

বিস্তারিত

My needs are few.

  • ক. verb
  • খ. noun
  • গ. adverb
  • ঘ. pronoun

উত্তরঃ noun

বিস্তারিত

I do not know who has come today. The underline -

  • ক. noun clause
  • খ. adjective clause
  • গ. adverb clause
  • ঘ. noun phrase

উত্তরঃ noun clause

বিস্তারিত

I know you. (make it complex)

  • ক. I know what are you.
  • খ. I know who are you
  • গ. I know you
  • ঘ. I know who you are

উত্তরঃ I know who you are

বিস্তারিত

'Handy' is the synonym of -

  • ক. useless
  • খ. useful
  • গ. unnecessary
  • ঘ. unfomfortable

উত্তরঃ useful

বিস্তারিত

'Bright' is the synonym of -

  • ক. glance
  • খ. vibrant
  • গ. vivid
  • ঘ. luminous

উত্তরঃ luminous

বিস্তারিত

Choose the correct antonym for : 'oblige'

  • ক. bind
  • খ. require
  • গ. censure
  • ঘ. bother

উত্তরঃ bother

বিস্তারিত

The Waste Land is a -

  • ক. novel
  • খ. poem
  • গ. drama
  • ঘ. movie

উত্তরঃ poem

বিস্তারিত

কোনটি বড়?

  • ক. ১/২
  • খ. ৪/৫
  • গ. ৫/৭
  • ঘ. ৪/৯

উত্তরঃ ৪/৫

বিস্তারিত

সামন্তরিকের ক্ষেত্রফল কোনটি?

  • ক. দৈর্ঘ্য * প্রস্থ
  • খ. ভূমি * উচ্চতা
  • গ. ভূমি * উচ্চতা
  • ঘ. ১/২ * ভূমি * উচ্চতা

উত্তরঃ ভূমি * উচ্চতা

বিস্তারিত

কত টাকার ৭/৯ অংশ ৭০০ টাকার ৯/১০ অংশের সমান?

  • ক. ৭৪৯
  • খ. ৮১০
  • গ. ৭১০
  • ঘ. ৭৫০

উত্তরঃ ৮১০

বিস্তারিত

(x+5) (x-9) - 15 এর উৎপাদক কোনটি?

  • ক. x+10
  • খ. x-10
  • গ. x-8
  • ঘ. x-6

উত্তরঃ x-10

বিস্তারিত

মুজিব শতবর্ষ লোগোটির ডিজাইনার কে?

  • ক. সব্যসাচী হাজরা
  • খ. উত্তম সেন
  • গ. শিশির ভট্টাচার্য্য
  • ঘ. ধ্রুব এষ

উত্তরঃ সব্যসাচী হাজরা

বিস্তারিত

মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ বাক্য কে পাঠ করেন?

  • ক. অধ্যাপক ইউসুফ আলী
  • খ. জেনারেল এম.এ.জি ওসমানী
  • গ. এইচ টি ইমাম
  • ঘ. আতাউর রহমান খান

উত্তরঃ অধ্যাপক ইউসুফ আলী

বিস্তারিত

১৯৭০ সালের সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন?

  • ক. বিচারপতি আবু সাঈদ চৌধুরী
  • খ. বিচারপতি এসএম হুদা
  • গ. বিচারপতি এবি সিদ্দিক
  • ঘ. বিচারপতি আব্দুস সাত্তার

উত্তরঃ বিচারপতি আব্দুস সাত্তার

বিস্তারিত

শহীদ মুক্তিযোদ্ধা শাফি ইমাম রুমী মুক্তিবাহিনীর কোন গেরিলা দলের সদস্য ছিলেন?

  • ক. বাংলাদেশ লিবারেশন ফোর্স
  • খ. ঢাকা গেরিলা
  • গ. সার্বভৌম বাংলা
  • ঘ. ক্র্যাক প্লাটুন

উত্তরঃ ক্র্যাক প্লাটুন

বিস্তারিত

আজকে কত তারিখ?

  • ক. ১ আশ্বিন
  • খ. ৩ আশ্বিন
  • গ. ১ অগ্রহায়ণ
  • ঘ. ৬ অগ্রহায়ণ

উত্তরঃ ৩ আশ্বিন

বিস্তারিত

মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণায় ২০২১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন কে?

  • ক. মুহম্মদ সামাদ
  • খ. ইমতিয়ার শামীম
  • গ. সাহিদা বেগম
  • ঘ. অপরেশ বন্দ্যোপাধ্যায়

উত্তরঃ সাহিদা বেগম

বিস্তারিত

কোন নদীর ভারতীয় অংশের নাম বরাক?

  • ক. পদ্মা
  • খ. মেঘনা
  • গ. যমুনা
  • ঘ. তিস্তা

উত্তরঃ মেঘনা

বিস্তারিত

BIDA এর পূর্বতন প্রতিষ্ঠানের নাম কি ছিল?

  • ক. বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ
  • খ. বেসরকারি বিনিয়োগ বোর্ড
  • গ. বিনিয়োগ বোর্ড
  • ঘ. বাংলাদেশ উন্নয়ন কর্তৃপক্ষ

উত্তরঃ বিনিয়োগ বোর্ড

বিস্তারিত

বাংলাদেশের সংবিধানে ভাষা বিষয়ক অনুচ্ছেদটি নিম্নরূপ -

  • ক. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা
  • খ. প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা
  • গ. বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা
  • ঘ. সরকারের রাষ্ট্রভাষা বাংলা

উত্তরঃ প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা

বিস্তারিত

ICAO এর সদর দপ্তর কোথায়?

  • ক. জেনেভা
  • খ. মন্ট্রিল
  • গ. নিউইয়র্ক
  • ঘ. বন

উত্তরঃ মন্ট্রিল

বিস্তারিত

পদার্থবিজ্ঞান ও রসায়ন বিজ্ঞান উভয় বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছেন কে?

  • ক. জন বার্ডিন
  • খ. লিনাস পাওলি
  • গ. পিয়েরে কুরি
  • ঘ. মেরি কুরি

উত্তরঃ মেরি কুরি

বিস্তারিত

হো চি মিন নগরীর পূর্ব নাম কী ছিল?

  • ক. সায়গন
  • খ. ভিয়েনতিন
  • গ. হ্যানয়
  • ঘ. ভিয়েনতিয়েন

উত্তরঃ সায়গন

বিস্তারিত

নিচের কোন দেশে সমুদ্রবন্দর নেই?

  • ক. আলজেরিয়া
  • খ. বেলজিয়াম
  • গ. সুইজারল্যান্ড
  • ঘ. মিশর

উত্তরঃ সুইজারল্যান্ড

বিস্তারিত

'Veto' শব্দের অর্থ কী?

  • ক. এটা আমি জানি না
  • খ. এটা আমি মানি না
  • গ. আমি সমর্থন করি
  • ঘ. আমি মতামত দিব না

উত্তরঃ এটা আমি মানি না

বিস্তারিত

চাঁদে কোন বস্তুর ওজন পৃথিবীর -

  • ক. দশ ভাগের এক ভাগ
  • খ. ছয় ভাগের এক ভাগ
  • গ. চার ভাগের এক ভাগ
  • ঘ. তিন ভাগের এক ভাগ

উত্তরঃ ছয় ভাগের এক ভাগ

বিস্তারিত

কোন ইমেইলে CC এর অর্থ কী?

  • ক. Carbon copy
  • খ. close contact
  • গ. close circuit
  • ঘ. contact centre

উত্তরঃ Carbon copy

বিস্তারিত

২০২১ সালের টোকিও অলিম্পিকে প্রথম স্বর্ণপদক জয় করেন কে?

  • ক. ইয়াং কিয়ান
  • খ. কেটি লেভেকি
  • গ. মার্সেল জ্যাকবস
  • ঘ. ক্যালেব ড্রেসেল

উত্তরঃ ইয়াং কিয়ান

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics