এসএসআই NSI এর ফিল্ড অফিসার

‘বারীশ’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

  • ক. বারী + ঈশ
  • খ. বারি + ঈশ
  • গ. বারী + ইশ
  • ঘ. বারি + ইশ

উত্তরঃ বারি + ঈশ

বিস্তারিত

বাংলায় বিভক্তি হিসেবে ব্যবহৃত হয় এমন ব্যাকরণিক উপাদান কোনটি?

  • ক. বচনচিহ্ন
  • খ. উপসর্গ
  • গ. অনুসর্গ
  • ঘ. নির্দেশক

উত্তরঃ অনুসর্গ

বিস্তারিত

'The heel of achilles' কথাটার অর্থ কী?

  • ক. একিলিসের গোড়ালি
  • খ. দুর্বল জায়গা
  • গ. সবল অংশ
  • ঘ. একিসিলের বীরত্ব

উত্তরঃ দুর্বল জায়গা

বিস্তারিত

‘প্রাচীন’ এর বিপরীত শব্দ কী?

  • ক. প্রবীণ
  • খ. নবীন
  • গ. অর্বাচীন
  • ঘ. নতুন

উত্তরঃ অর্বাচীন

বিস্তারিত

‘বর্গি’ শব্দটি বাংলায় কোন ভাষা থেকে এসেছে?

  • ক. সিংহলি
  • খ. বর্মি
  • গ. গুজরাটি
  • ঘ. মারাঠি

উত্তরঃ মারাঠি

বিস্তারিত

ধ্বনাত্মক দ্বিত্বের উদাহরণ -

  • ক. চুপচাপ
  • খ. পট পট
  • গ. উড়ু উড়ু
  • ঘ. ঠেকাঠেকি

উত্তরঃ পট পট

বিস্তারিত

সে এখন যাবে না। - এই বাক্যে ‘না’ কোন পদ?

  • ক. বিশেষণ
  • খ. অব্যয়
  • গ. ক্রিয়াবিশেষণ
  • ঘ. অনুসর্গ

উত্তরঃ ক্রিয়াবিশেষণ

বিস্তারিত

কোন শব্দে দ্বিস্বরধ্বনি রয়েছে?

  • ক. লাউ
  • খ. দিন
  • গ. বলি
  • ঘ. ইতি

উত্তরঃ লাউ

বিস্তারিত

বাক্য সংকোচন করুন : বুকে ভর দিয়ে চলে যে -

  • ক. ভুজগ
  • খ. তুরগ
  • গ. বিহগ
  • ঘ. উরগ

উত্তরঃ উরগ

বিস্তারিত

‘রাজমিস্ত্রী’ শব্দের ব্যাসবাক্য -

  • ক. রাজার মিস্ত্রী
  • খ. রাজ যে মিস্ত্রী
  • গ. মিস্ত্রীর রাজা
  • ঘ. মিস্ত্রী যার রাজ্য

উত্তরঃ মিস্ত্রীর রাজা

বিস্তারিত

বিভক্তি লোপ পায় কোন সমাসে?

  • ক. অলুক সমাসে
  • খ. বহুব্রীহি সমাসে
  • গ. কর্মধারয় সমাসে
  • ঘ. তৎপুরুষ সমাসে

উত্তরঃ তৎপুরুষ সমাসে

বিস্তারিত

‘আটঘাট বাঁধা’ বাগধারায় অর্থ -

  • ক. ঘাটে নামা
  • খ. কাজে নামা
  • গ. সর্বনাশ করা
  • ঘ. প্রস্তুতি নেওয়া

উত্তরঃ প্রস্তুতি নেওয়া

বিস্তারিত

শুদ্ধ বানানগুচ্ছ -

  • ক. পরিস্কার, পুরষ্কার
  • খ. বিকৃত, বিক্রীত
  • গ. স্বিকার, শীকার
  • ঘ. ধরণ, ধারণা

উত্তরঃ বিকৃত, বিক্রীত

বিস্তারিত

ভুল বানান কোনটি?

  • ক. সায়ত্ত্বশাসন
  • খ. সর্বস্বান্ত
  • গ. মুমূর্ষু
  • ঘ. শুশ্রুষা

উত্তরঃ সায়ত্ত্বশাসন

বিস্তারিত

As you make your bed so you must lie on it. ইংরেজি এ প্রবচনটির বাংলা অর্থ কী হবে?

  • ক. তোমাকে একাকী ঘুমাতে হবে।
  • খ. তোমার নিজের জীবন নিজেকেই গড়তে হবে।
  • গ. তোমাকে তোমার কর্মফল মানতেই হবে।
  • ঘ. ধর্মের কল বাতাসে নড়ে

উত্তরঃ তোমাকে তোমার কর্মফল মানতেই হবে।

বিস্তারিত

মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম উপন্যাস ‘রাইফেল রোটি আওরাত’ কার লেখা?

  • ক. শওকত ওসমান
  • খ. সৈয়দ ওয়ালীউল্লাহ
  • গ. আখতুরুজ্জামান ইলিয়াস
  • ঘ. আনোয়ার পাশা

উত্তরঃ আনোয়ার পাশা

বিস্তারিত

অসহায়ের পাশে দাঁড়াও। - এটিকে যৌগিক বাক্যে রূপান্তর করলে কী হবে?

  • ক. যারা অসহায়, তাদের পাশ দাঁড়াও।
  • খ. কিছু লোক আছে অসহায়, তাদের পাশে দাঁড়াও।
  • গ. পাশে দাঁড়াতে হবে, যারা কিনা অসহায়।
  • ঘ. অসহায়ের পাশে দাঁড়াবে এবং সাহায্য করবে।

উত্তরঃ কিছু লোক আছে অসহায়, তাদের পাশে দাঁড়াও।

বিস্তারিত

বাক্যের প্রধান তিনটি অংশ -

  • ক. সমাস, উপসর্গ, প্রত্যয়
  • খ. ধ্বনি, শব্দ, বাক্য
  • গ. বিশেষ্য, সর্বনাম, বিশেষণ
  • ঘ. কর্তা, কর্ম, ক্রিয়া

উত্তরঃ কর্তা, কর্ম, ক্রিয়া

বিস্তারিত

As soon as he saw me, he---away.

  • ক. had fled
  • খ. fled
  • গ. fledd
  • ঘ. had fled

উত্তরঃ fled

বিস্তারিত

While (walk) in the morning, I saw them playing.

  • ক. walk
  • খ. walked
  • গ. walking
  • ঘ. walks

উত্তরঃ walking

বিস্তারিত

Don't mention anything unless you (ask) for.

  • ক. ask
  • খ. were asked
  • গ. are asked
  • ঘ. will ask

উত্তরঃ are asked

বিস্তারিত

Find out the correct form -

  • ক. It is you who is responsible for this.
  • খ. It is you who are responsible for this.
  • গ. It is you who is respond for this.
  • ঘ. It is you who responds for this.

উত্তরঃ It is you who are responsible for this.

বিস্তারিত

Find out the correct form -

  • ক. I, you and Shuma are guilty.
  • খ. Shuma, you and I are guilty.
  • গ. Shuma, I and you are guilty.
  • ঘ. I, you and Shuma is guilty.

উত্তরঃ I, you and Shuma are guilty.

বিস্তারিত

Find out the correct form -

  • ক. I got the work done by him.
  • খ. I got the work doing by him.
  • গ. I got the work been done by him.
  • ঘ. I got the work was doing by him.

উত্তরঃ I got the work done by him.

বিস্তারিত

'Doing something at the drop of a hat' - What does the idiom mean?

  • ক. doing something slowly
  • খ. doing something instantaneously
  • গ. doing something irrationally
  • ঘ. doing something later

উত্তরঃ doing something instantaneously

বিস্তারিত

A synonym of 'Prolife is ?

  • ক. terrrific
  • খ. productive
  • গ. sophistic
  • ঘ. proactive

উত্তরঃ productive

বিস্তারিত

Which is the correct spelling of the following?

  • ক. greatfulness
  • খ. gratefullness
  • গ. gratefulness
  • ঘ. greatfullness

উত্তরঃ gratefulness

বিস্তারিত

---- man standing in front of you is a doctor.

  • ক. a
  • খ. the
  • গ. an
  • ঘ. no article

উত্তরঃ the

বিস্তারিত

Rupa is ---- taller of the two sisters.

  • ক. the
  • খ. a
  • গ. an
  • ঘ. no article

উত্তরঃ the

বিস্তারিত

After a while they have arrived their destination. The underlined word is a/an -

  • ক. prepostion
  • খ. adverb
  • গ. noun
  • ঘ. conjunction

উত্তরঃ adverb

বিস্তারিত

The synonym of the word 'Instantaneous' is

  • ক. gradual
  • খ. quick
  • গ. obedient
  • ঘ. deceive

উত্তরঃ quick

বিস্তারিত

Which of the following is the passive voice form of 'Smartphones are very cheap today'?

  • ক. Smartphones are being very cheap today.
  • খ. Smartphones can be very cheap today.
  • গ. Smartphones are available at a very cheap today.
  • ঘ. Smartphones are considered to be very cheap today.

উত্তরঃ Smartphones are considered to be very cheap today.

বিস্তারিত

He tried his best but --- failed once again.

  • ক. as ill luck would have it
  • খ. at the bottom of
  • গ. at a stone's throw
  • ঘ. at the disposal of

উত্তরঃ at a stone's throw

বিস্তারিত

The antonym of the word ''sanctification' is -

  • ক. desecration
  • খ. declaration
  • গ. sanction
  • ঘ. degradation

উত্তরঃ desecration

বিস্তারিত

As soon as he saw me, he ran away. The correct negative form is -

  • ক. No sooner had he seen me he ran away.
  • খ. No sooner had he seen me than he ran away.
  • গ. No sooner had he saw me than he ran away.
  • ঘ. He did not see me and he ran away.

উত্তরঃ No sooner had he seen me than he ran away.

বিস্তারিত

A fire (break) out in the slums last night.

  • ক. broke
  • খ. broken
  • গ. has broken
  • ঘ. was broken

উত্তরঃ broke

বিস্তারিত

Find out the correct form -

  • ক. Father prayed that I might pass the exam.
  • খ. Father prayed for me that I may pass in the exam.
  • গ. Father said that I might pass the exam
  • ঘ. Father prayed for me that I may passed the exam.

উত্তরঃ Father prayed that I might pass the exam.

বিস্তারিত

নিচের কোনটি বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম সমাজতান্ত্রিক দেশ?

  • ক. আয়ারল্যান্ড
  • খ. বুলগেনিয়া
  • গ. পূর্ব জার্মানি
  • ঘ. সোভিয়েত ইউনিয়ন

উত্তরঃ পূর্ব জার্মানি

বিস্তারিত

১৯৭১ সালে স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশে কয়টি বিভাগ ছিল?

  • ক. চারটি
  • খ. পাঁচটি
  • গ. ছয়টি
  • ঘ. তিনটি

উত্তরঃ চারটি

বিস্তারিত

পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?

  • ক. ৬.১৫ কিমি
  • খ. ৫.৩ কিমি
  • গ. ৬.৩৫ কিমি
  • ঘ. ৫.৭৫ কিমি

উত্তরঃ ৬.১৫ কিমি

বিস্তারিত

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের নাম কি?

  • ক. আল গোর
  • খ. কমলা হ্যারিস
  • গ. জর্জ বুশ
  • ঘ. ডিক চেনী

উত্তরঃ কমলা হ্যারিস

বিস্তারিত

ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান হয় কতসালে?

  • ক. ১৯৬৭ সালে
  • খ. ১৯৭১ সালে
  • গ. ১৯৫২ সালে
  • ঘ. ১৯৪৭ সালে

উত্তরঃ ১৯৪৭ সালে

বিস্তারিত

বাংলাদেশের উপর দিয়ে কোন রেখাটি গিয়েছে?

  • ক. বিষুব রেখা
  • খ. আন্তর্জাতিক তারিখ রেখা
  • গ. মকরক্রান্তি রেখা
  • ঘ. কর্কটক্রান্তি রেখা

উত্তরঃ কর্কটক্রান্তি রেখা

বিস্তারিত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রাজনৈতিক দল কোনটি?

  • ক. ইউনাইটেড রাশিয়া
  • খ. ন্যাশনাল ইউনাইটেড ফ্রন্ট
  • গ. কমিউনিস্ট পার্টি
  • ঘ. ন্যাশনাল ফ্রন্ট

উত্তরঃ ইউনাইটেড রাশিয়া

বিস্তারিত

কত সালে প্রথম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়?

  • ক. ১৮৯৬
  • খ. ১৯১৪
  • গ. ১৯৩০
  • ঘ. ১৯৭০

উত্তরঃ ১৯৩০

বিস্তারিত

বঙ্গবন্ধু স্যাটেলাইট - ১ কোন স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়?

  • ক. কেপ ক্যানাভেরাল স্পেস লাঞ্চ সেন্টার
  • খ. স্টেনিস স্পেস সেন্টার
  • গ. জন্সন স্পেস সেন্টার
  • ঘ. কেনেডি স্পেস সেন্টার

উত্তরঃ কেনেডি স্পেস সেন্টার

বিস্তারিত

ASEAN ন্যাশনাল এর সদস্য সংখ্যা কয়টি?

  • ক. ১০
  • খ. ১১
  • গ. ১২
  • ঘ. ১৩

উত্তরঃ ১০

বিস্তারিত

AUKUS জোটের সদস্য কারা?

  • ক. চীন, রাশিয়া, পাকিস্তান
  • খ. জাপান, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত
  • গ. যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য
  • ঘ. অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ভারত

উত্তরঃ যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য

বিস্তারিত

RAM কী?

  • ক. Random Access Memory
  • খ. Read Only Memory
  • গ. Readable Memory
  • ঘ. Random Adaptive Memory

উত্তরঃ Random Access Memory

বিস্তারিত

LAN কী?

  • ক. Local Area Network
  • খ. Local Apple Network
  • গ. Local Action News
  • ঘ. Local Area Networking

উত্তরঃ Local Area Network

বিস্তারিত

তাপ ইঞ্জিনের কাজ (Heat Engine)

  • ক. যান্ত্রিকশক্তিতে রূপান্তর
  • খ. তাপশক্তিকে যান্ত্রিকশক্তিতে রূপান্তর
  • গ. বিদ্যুৎশক্তিকে যান্ত্রিকশক্তিতে রূপান্তর
  • ঘ. তাপশক্তিকে বিদ্যুৎশক্তিতে রূপান্তর

উত্তরঃ তাপশক্তিকে যান্ত্রিকশক্তিতে রূপান্তর

বিস্তারিত

A Daughter Tale' কী?

  • ক. চলচ্চিত্র
  • খ. নাটক
  • গ. গান
  • ঘ. গ্রন্থ

উত্তরঃ চলচ্চিত্র

বিস্তারিত

বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কী?

  • ক. আজাদ
  • খ. বঙ্গদর্শন
  • গ. বেঙ্গল গেজেট
  • ঘ. সমাচার দর্পণ

উত্তরঃ সমাচার দর্পণ

বিস্তারিত

'Blue economy' কোন বিষয়ের সাথে জড়িত?

  • ক. সমুদ্রে মাছ এর ব্যবসা এর সাথে
  • খ. সমুদ্র গবেষণার সাথে
  • গ. সমুদের সম্পদ নির্ভর অর্থনীতির সাথে
  • ঘ. সমুদ্র ভ্রমণ এর সাথে

উত্তরঃ সমুদের সম্পদ নির্ভর অর্থনীতির সাথে

বিস্তারিত

9x + 9x + 9x = কত?

  • ক. 27x +
  • খ. 32x-1 +
  • গ. 93x +
  • ঘ. 9x3 +

উত্তরঃ 32x-1 +

বিস্তারিত

বার্ষিক ১২% মুনাফায় ১০০০০ টাকার ৪ বছরের মুনাফা কত?

  • ক. ৪৮০০
  • খ. ৪৫০০
  • গ. ৪০০০
  • ঘ. ১৫০০

উত্তরঃ ৪৮০০

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics