২৩তম বিসিএস প্রিলি

চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র?

  • ক. চন্ডীমঙ্গল
  • খ. মনসামঙ্গল
  • গ. ধর্মমঙ্গল
  • ঘ. অন্নদামঙ্গল

উত্তরঃ মনসামঙ্গল

বিস্তারিত

‘ইউসুফ-জুলেখা’ প্রণয়কাব্য অনুবাদ করেছেন-

  • ক. দৌলত উজির বাহরাম খান
  • খ. মাগন ঠাকুর
  • গ. আলাওল
  • ঘ. শাহ মুহম্মদ ‍সগীর

উত্তরঃ শাহ মুহম্মদ ‍সগীর

বিস্তারিত

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ‘ভ্রান্তিবিলাস’ কোন নাটকের গদ্য অনুবাদ?

  • ক. মার্চেন্ট অব ভেনিস
  • খ. কমেডি অব এররস
  • গ. অ্যা মিডসামার নাইটস ড্রিম
  • ঘ. টেমিং অব দ্য শ্রূ

উত্তরঃ কমেডি অব এররস

বিস্তারিত

কখনো উপন্যাস লেখেননি-

  • ক. কাজী নজরুল ইসলাম
  • খ. জীবনান্দন দাশ
  • গ. সুধীন্দ্রনাথ দত্ত
  • ঘ. বুদ্ধদেব বসু

উত্তরঃ সুধীন্দ্রনাথ দত্ত

বিস্তারিত

‘দুধেভাতে উৎপাত’ গল্পগ্রন্থের রচয়িতা-

  • ক. শওকত ওসমান
  • খ. জ্যোতিপ্রকাশ দত্ত
  • গ. আখতারুজ্জামান ইলিয়াস
  • ঘ. হাসান আজিজুল হক

উত্তরঃ আখতারুজ্জামান ইলিয়াস

বিস্তারিত

রোহিণী-বিনোদিনী-কিরণময়ী কোন গ্রন্থগুচ্ছের চরিত্র?

  • ক. বিষবৃক্ষ-চতুরঙ্গ-চরিত্রহীন
  • খ. কৃষ্ণকান্তের উইল-যোগাযোগ-পথের দাবী
  • গ. দুর্গেশনন্দিনী-চোখের বালি-চরিত্রহীন
  • ঘ. কৃষ্ণকান্তের উইল-চোখের বালি-চরিত্রহীন

উত্তরঃ কৃষ্ণকান্তের উইল-চোখের বালি-চরিত্রহীন

বিস্তারিত

আমার সন্তান যেন থাকে দুধেভাতে- এ প্রার্থনাটি করেছে-

  • ক. ভাডু দত্ত
  • খ. চাঁদ সওদাগর
  • গ. ঈশ্বরী পাটনী
  • ঘ. নলকুবের

উত্তরঃ ঈশ্বরী পাটনী

বিস্তারিত

‘বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান’ -এর সম্পাদক কে?

  • ক. মুহম্মদ আবদুল হাই
  • খ. মুহম্মদ শহীদুল্লাহ
  • গ. মুহম্মদ এনামুল হক
  • ঘ. আহমদ শরীফ

উত্তরঃ আহমদ শরীফ

বিস্তারিত

‘হ্ম” এর বিশিষ্ট রূপ-

  • ক. ক + ষ
  • খ. ক + ষ + ণ
  • গ. ক + ষ + ম
  • ঘ. হ + ম

উত্তরঃ হ + ম

বিস্তারিত

‘পেয়ারা’ কোন ভাষা থেকে আগত শব্দ?

  • ক. হিন্দি
  • খ. উর্দু
  • গ. পর্তুগিজ
  • ঘ. গ্রিস

উত্তরঃ পর্তুগিজ

বিস্তারিত

সমার্থক শব্দগুচ্ছ সনাক্ত করুন-

  • ক. দীঘিকা, নদী, প্রণালী
  • খ. শৈবলিনী, তরঙ্গিণী, সরিৎ
  • গ. গাঙ, তটিনী, অর্ণব
  • ঘ. স্রোতম্বিনী, নির্ঝরিণী, সিন্ধু

উত্তরঃ শৈবলিনী, তরঙ্গিণী, সরিৎ

বিস্তারিত

শুদ্ধ বানানের শব্দগুচ্ছ সনাক্ত করুন-

  • ক. ভবিষ্যৎ, ভৌগলিক, যক্ষা
  • খ. যশলাভ, সদ্যোজাত, সংবর্ধনা
  • গ. স্বায়ত্তশাসন, আভ্যন্তর, জম্মবার্ষিক
  • ঘ. ঐক্যতান, কেবলমাত্র, উপরোক্ত

উত্তরঃ যশলাভ, সদ্যোজাত, সংবর্ধনা

বিস্তারিত

‘প্রাতরাশ’ -এর সন্ধি-

  • ক. প্রাত + রাশ
  • খ. প্রাতঃ + রাশ
  • গ. প্রাতঃ + আশ
  • ঘ. প্রাত + আশ

উত্তরঃ প্রাতঃ + আশ

বিস্তারিত

যে পদে বাক্যের ক্রিয়াপদটির গুণ, প্রকৃতি, তীব্রতা ইত্যাদি প্রকৃতিগত অবস্থা বুঝায়, তাকে বলা হয়-

  • ক. ক্রিয়াবাচক বিশেষ্য
  • খ. ক্রিয়া-বিশেষণ
  • গ. ক্রিয়াবিশেষ্যজাত বিশেষণ
  • ঘ. ক্রিয়াবিভক্তি

উত্তরঃ ক্রিয়া-বিশেষণ

বিস্তারিত

‘রামগরুড়ের ছানা’ কথাটির অর্থ-

  • ক. কাল্পনিক জন্তু
  • খ. গোমড়ামুখো লোক
  • গ. মুরগি
  • ঘ. পুরাণোক্ত পাখি

উত্তরঃ গোমড়ামুখো লোক

বিস্তারিত

‘বামেতর’ শব্দটির অর্থ-

  • ক. বাম চোখ
  • খ. ডান
  • গ. ইতর
  • ঘ. বাম দিক

উত্তরঃ ডান

বিস্তারিত

প্রথম বাংলা ‘থিসরাস’ (সমার্থক শব্দ) অভিধান সংকলন করেছেন-

  • ক. অশোখ মুখোপাধ্যায়
  • খ. জগন্নাথ চক্রবর্তী
  • গ. মুহাম্মদ হাবিবুর রহমান
  • ঘ. মুহম্মদ শহীদুল্লাহ

উত্তরঃ অশোখ মুখোপাধ্যায়

বিস্তারিত

‘নিরানব্বইয়ের ধাক্কা’ বাগধারাটির অর্থ-

  • ক. তীরে পৌঁছার ঝক্কি
  • খ. সঞ্চয়ের প্রবৃত্তি
  • গ. মুমূর্ষু অবস্থা
  • ঘ. আসন্ন বিপদ

উত্তরঃ সঞ্চয়ের প্রবৃত্তি

বিস্তারিত

যে সমাসের ব্যাসবাক্য হয় না, কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে বলা হয়-

  • ক. দ্বন্দ্ব সমাস
  • খ. অব্যয়ীভাব সমাস
  • গ. কর্মধারয় সমাস
  • ঘ. নিত্য সমাস

উত্তরঃ নিত্য সমাস

বিস্তারিত

A synonym for 'resentment' is-

  • ক. fear
  • খ. anger
  • গ. indignation
  • ঘ. panic

উত্তরঃ indignation

বিস্তারিত

The captain left the boat, because it -

  • ক. turned down
  • খ. turned up
  • গ. turned botton
  • ঘ. turned over

উত্তরঃ turned over

বিস্তারিত

One should be careful about - duty

  • ক. his
  • খ. her
  • গ. one's
  • ঘ. the

উত্তরঃ one's

বিস্তারিত

Three fourths of the work - finished.

  • ক. have been
  • খ. had
  • গ. has been
  • ঘ. were

উত্তরঃ has been

বিস্তারিত

We waited until the plane -

  • ক. did not takes off
  • খ. took off
  • গ. had not taken off
  • ঘ. had taken off

উত্তরঃ took off

বিস্তারিত

I spent - with the patient.

  • ক. sometimes
  • খ. sometime
  • গ. some time
  • ঘ. some times

উত্তরঃ some time

বিস্তারিত

Choose the correct sentences-

  • ক. Rahim ate almost the whole fish
  • খ. Rahim almose ate the whole fish
  • গ. Almost Rahim ate whole fish
  • ঘ. Rahim ate the whole almost

উত্তরঃ Rahim ate almost the whole fish

বিস্তারিত

Choose teh right prepositon for for the sentence: I count - your help.

  • ক. after
  • খ. upon
  • গ. for
  • ঘ. with

উত্তরঃ upon

বিস্তারিত

Identity the correct passive form: 'Open the window' .

  • ক. The window should be opened
  • খ. Let the window be opened
  • গ. Let the window be opened by you
  • ঘ. The window must be opend

উত্তরঃ Let the window be opened

বিস্তারিত

Choose the appropriate meaning of the idiom 'swan-song'

  • ক. First work
  • খ. Last work
  • গ. Middle work
  • ঘ. Early work

উত্তরঃ Last work

বিস্তারিত

Complete the sentence- Trees have - off their leaves.

  • ক. thrown
  • খ. fallen
  • গ. cast
  • ঘ. put

উত্তরঃ cast

বিস্তারিত

কোন বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি?

  • ক. খনির ভিতর
  • খ. পাহাড়ের উপর
  • গ. মেরু অঞ্চলে
  • ঘ. বিষুব অঞ্চলে

উত্তরঃ মেরু অঞ্চলে

বিস্তারিত

প্রাকৃতিক উৎস্য হতে প্রাপ্ত সবচেয়ে মৃদু পানি কোনটি?

  • ক. সাগরের পানি
  • খ. হ্রদের পানি
  • গ. নদীর পানি
  • ঘ. বৃষ্টির পানি

উত্তরঃ বৃষ্টির পানি

বিস্তারিত

ক্যাসেটের ফিতায় শব্দ রক্ষিত থাকে কী হিসেবে?

  • ক. বৈদ্যুতিক ক্ষেত্র হিসেবে
  • খ. মেমোরী চিপ হিসেবে
  • গ. চুম্বক ক্ষেত্র হিসেবে
  • ঘ. কার্বনক্ষেত্র হিসেবে

উত্তরঃ চুম্বক ক্ষেত্র হিসেবে

বিস্তারিত

ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলে কত ডিগ্রী তাপমাত্রা সমান তাপমাত্রা নির্দেশ করে?

  • ক. ০ ডিগ্রী
  • খ. ১০০ ডিগ্রী
  • গ. ৪০ ডিগ্রী
  • ঘ. -৪০ ডিগ্রী

উত্তরঃ -৪০ ডিগ্রী

বিস্তারিত

অগ্ন্যাশয় থেকে নির্গত চিনির বিপাক নিয়ন্ত্রণকারী হরমোন কোনটি?

  • ক. পেনিসিলিন
  • খ. ইনসুলিন
  • গ. ফলিক এসিড
  • ঘ. এমাইনো এসিড

উত্তরঃ ইনসুলিন

বিস্তারিত

টেস্টিং সল্টের রাসায়নিক নাম কী?

  • ক. সোডিয়াম বাই-কার্বোনেট
  • খ. সোডিয়াম
  • গ. মনো সোডিয়াম গ্লুটামেট
  • ঘ. পটাসিয়াম বাই-কার্বনেট

উত্তরঃ মনো সোডিয়াম গ্লুটামেট

বিস্তারিত

তাপ প্রয়োগে বেশি প্রসারিত হয় কোন পদার্থ?

  • ক. তরল পদার্থ
  • খ. কঠিন পদার্থ
  • গ. নরম পদার্থ
  • ঘ. বায়বীয় পদার্থ

উত্তরঃ বায়বীয় পদার্থ

বিস্তারিত

পরমাণুর নিউক্লিয়াসে কী কী থাকে?

  • ক. নিউট্রন ও প্রোটন
  • খ. ইলেকট্রন ও প্রোটন
  • গ. নিউট্রন ও পজিট্রন
  • ঘ. ইলেকট্রন ও পজিট্রন

উত্তরঃ নিউট্রন ও প্রোটন

বিস্তারিত

মাটির পাত্রে পানি ঠান্ডা থাকে কেন?

  • ক. মাটির পাত্র পানি হতে তাপ শোষন করে
  • খ. মাটির পাত্র ভাল তাপ পরিবাহী
  • গ. মাটির পাত্র পানির বাষ্পীভবনে সাহায্য করে
  • ঘ. মাটির পাত্র তাপ কুপরিবাহী

উত্তরঃ মাটির পাত্র পানির বাষ্পীভবনে সাহায্য করে

বিস্তারিত

আকাশ মেঘলা থাকলে গরম বেশি লাগে কেন?

  • ক. মেঘ উত্তম তাপ পরিবাহক
  • খ. সূর্যালোকের অতিবেগুনি রশ্মির প্রভাবে তাপ উৎপন্ন হয়
  • গ. মেঘ পৃথিবীপৃষ্ঠ থেকে বিকীর্ণ তাপকে উপরে যেতে বাধা দেয়
  • ঘ. বজ্রপাতের ফলে তাপ উৎপন্ন হয় বলে

উত্তরঃ মেঘ পৃথিবীপৃষ্ঠ থেকে বিকীর্ণ তাপকে উপরে যেতে বাধা দেয়

বিস্তারিত

জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে-

  • ক. নিউক্লিয়াস
  • খ. নিউক্লিওলাস
  • গ. ক্রোমোজোম
  • ঘ. নিউক্লিওপ্লাজম

উত্তরঃ ক্রোমোজোম

বিস্তারিত

প্রকৃতিতে সবচেয়ে শক্ত পদার্থ কোনটি?

  • ক. পিতল
  • খ. হীরা
  • গ. ইস্পাত
  • ঘ. গ্রানাইট

উত্তরঃ হীরা

বিস্তারিত

রেডিও আইসোটোপ ব্যবহৃত হয়-

  • ক. কিডনির পাথর গলাতে
  • খ. পিত্ত পাথর গলাতে
  • গ. গলগণ্ড রোগ নির্ণয়ে
  • ঘ. নতুন পরমাণু তৈরিতে

উত্তরঃ কিডনির পাথর গলাতে

বিস্তারিত

যখন সূর্য ও প্রথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয়-

  • ক. চন্দ্রগ্রহণ
  • খ. সূর্যগ্রহণ
  • গ. অমাবস্যা
  • ঘ. পূর্ণিমা

উত্তরঃ সূর্যগ্রহণ

বিস্তারিত

বিষধর সাপে কামড়ালে ক্ষতস্থানে থাকে-

  • ক. পাশাপাশি দুটো দাঁতের দাগ
  • খ. অনেকগুলো ছোট ছোট দাঁতের দাগ
  • গ. ক্ষতস্থানে প্রচুর রক্তপাত হতে থাকে
  • ঘ. ক্ষতস্থানে প্রচুর বিষ লেগে থাকে

উত্তরঃ পাশাপাশি দুটো দাঁতের দাগ

বিস্তারিত

লোকভর্তি হলঘরে শূন্য ঘরের চেয়ে শব্দ ক্ষীণ হয়। কারণ-

  • ক. লোকভর্তি ঘরে মানুষের শোরগোল থাকে
  • খ. শূণ্যঘর নীরব থাকে
  • গ. শূন্য ঘরে শব্দের শোষণ কম হয়
  • ঘ. শূন্য ঘরে শব্দের শোষণ বেশি হয়

উত্তরঃ শূন্য ঘরে শব্দের শোষণ কম হয়

বিস্তারিত

পেট্রোলে আগুন পানির দ্বারা নিভানো যায় না। কারণ-

  • ক. পেট্রোলের সাথে পানি মিশে যায়
  • খ. পেট্রোল পানির সাথে মিশে না
  • গ. পেট্রোল পানির চেয়ে হালকা
  • ঘ. খ ও গ উভয়ই সঠিক

উত্তরঃ খ ও গ উভয়ই সঠিক

বিস্তারিত

কম্পিউটারে কোনটি নেই?

  • ক. স্মৃতি
  • খ. বুদ্ধি
  • গ. দীর্ঘসময় কাজ করার ক্ষমতা
  • ঘ. নির্ভুল কাজ করার ক্ষমতা

উত্তরঃ বুদ্ধি

বিস্তারিত

‘পিসিকালচার’ বলতে কী বুঝায়?

  • ক. হাঁস-মুরগি পালন
  • খ. মৌমাছি পালন
  • গ. মৎস্য চাষ
  • ঘ. রেশম চাষ

উত্তরঃ মৎস্য চাষ

বিস্তারিত

উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র-

  • ক. ক্রনোমিটার
  • খ. ওডোমিটার
  • গ. ট্যাকোমিটার
  • ঘ. ক্রোসকোগ্রাফ

উত্তরঃ ট্যাকোমিটার

বিস্তারিত

মানবদেহে রক্তচাপ নির্ণায়ের যন্ত্র -

  • ক. স্ফিগমোম্যানোমিটার
  • খ. স্টেথিস্কোপ
  • গ. কার্ডিওগ্রাফ
  • ঘ. ইকোকার্ডিওগ্রাফ

উত্তরঃ স্ফিগমোম্যানোমিটার

বিস্তারিত

বৈদ্যুতিক পাখা ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ -

  • ক. কম হয়
  • খ. বেশি হয়
  • গ. একই হয়
  • ঘ. খুব কম হয়

উত্তরঃ একই হয়

বিস্তারিত

রেকটিফাইড স্পিরিট হলো

  • ক. ৯০% ইথাইল অ্যালকোহল + ১০% পানি
  • খ. ৮০% ইথাইল অ্যালকোহল + ৫% পানি
  • গ. ৯৫% ইথাইল অ্যালকোহল + ৫% পানি
  • ঘ. ৯৮% ইথাইল অ্যালকোহল + ২% পানি

উত্তরঃ ৯৫% ইথাইল অ্যালকোহল + ৫% পানি

বিস্তারিত

তামার সাথে নিচের কোনটি মিশালে পিতল হয়?

  • ক. নিকেল
  • খ. টিন
  • গ. সীসা
  • ঘ. দস্তা

উত্তরঃ দস্তা

বিস্তারিত

বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে?

  • ক. চা
  • খ. পাট ও পাটজাত দ্রব্য
  • গ. তৈরি পোশাক
  • ঘ. চিংড়ি মাছ

উত্তরঃ তৈরি পোশাক

বিস্তারিত

ইন্দোনিশিয়ার নতুন রাষ্ট্রপতির নাম কী?

  • ক. জেনারেল সোহার্তু
  • খ. মেঘবতী সুকর্ণপুত্রী
  • গ. আবদুর রহমান ওয়াহিদ
  • ঘ. জেনারেল বিয়ান্তো

সঠিক উত্তরের জন্য বিস্তারিত দেখুন

বিস্তারিত

Food and Agricultural Organisation - এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

  • ক. রোম
  • খ. জেনেভা
  • গ. ব্যাংকক
  • ঘ. প্যারিস

উত্তরঃ রোম

বিস্তারিত

১৯৭৫ সালের ১৫ই আগস্ট ভোর রাত পর্যন্ত বাংলাদেশের সেনাবাহিনী প্রধান কে ছিলেন?

  • ক. মেজর জেনারেল জিয়াউর রহমান
  • খ. মেজর জেনারেল এইচ, এম এরশাদ
  • গ. মেজর জেনারেল কে, এম সফিউল্লাহ
  • ঘ. মেজর জেনারেল মনজুর

উত্তরঃ মেজর জেনারেল কে, এম সফিউল্লাহ

বিস্তারিত

'The Asian Drama' গ্রন্থের রচয়িতা কে?

  • ক. অমর্ত্য সেন
  • খ. গুনার মিরডাল
  • গ. মাইকেল লিফটন
  • ঘ. উইলিয়াম রস্টো

উত্তরঃ গুনার মিরডাল

বিস্তারিত

নিম্নলিখিত শহরের কোনটি আলবেনিয়ার রাজধানী?

  • ক. বুদাপেস্ট
  • খ. প্রাগ
  • গ. এথেন্স
  • ঘ. তিরানা

উত্তরঃ তিরানা

বিস্তারিত

IFC বলতে কী বুঝায়?

  • ক. ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন
  • খ. ইন্টারন্যাশনাল ফিন্যান্স ক্যাপিটল
  • গ. ইন্টারন্যাশনাল ফুড করপোরেশন
  • ঘ. এগুলোর কোনটিই নয়

উত্তরঃ ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন

বিস্তারিত

Organisation of African Unity কত সালে প্রতিষ্ঠিত হয়?

  • ক. ১৯৬০ সালে
  • খ. ১৯৬২ সালে
  • গ. ১৯৬৩ সালে
  • ঘ. ১৯৬৪ সালে

উত্তরঃ ১৯৬৩ সালে

বিস্তারিত

বান্দুং কোথায় অবস্থিত?

  • ক. মালয়েশিয়ায়
  • খ. ভিয়েতনামে
  • গ. থাইল্যান্ডে
  • ঘ. ইন্দোনেশিয়ায়

উত্তরঃ ইন্দোনেশিয়ায়

বিস্তারিত

পানামা খাল কোন মহাসাগরকে যুক্ত করেছে?

  • ক. আটলান্টিক ও ভূমধ্যসাগর
  • খ. আটল্যান্টিক ও প্রশান্ত মহাসাগর
  • গ. প্রশান্ত ও উত্তর মহাসাগর
  • ঘ. ভারত ও প্রশান্ত মহাসাগর

উত্তরঃ আটল্যান্টিক ও প্রশান্ত মহাসাগর

বিস্তারিত

ইসরাইল কত সালে পূর্ব জেরুজালেম দখল করেছিল?

  • ক. ১৯৪৮ সালে
  • খ. ১৯৬০ সালে
  • গ. ১৯৬৭ সালে
  • ঘ. ১৯৭৩ সালে

উত্তরঃ ১৯৬৭ সালে

বিস্তারিত

'No-fly-zone' কোন দেশে অবস্থিত?

  • ক. ইরাক
  • খ. কুয়েত
  • গ. আফগানিস্তান
  • ঘ. ইসরাইল

উত্তরঃ ইরাক

বিস্তারিত

মাইকেল এঞ্জেলো কোন দেশের শিল্পী?

  • ক. অস্ট্রিয়া
  • খ. গ্রিস
  • গ. সুইডেন
  • ঘ. ইতালি

উত্তরঃ ইতালি

বিস্তারিত

ম্যাকমোহন লাইন কোন কোন দেশের সীমানা নির্ধারণ করে?

  • ক. চীন ও রাশিয়া
  • খ. চীন ও ভারত
  • গ. ভারত ও পাকিস্তান
  • ঘ. পাকিস্তান ও আফগানিস্তান

উত্তরঃ চীন ও ভারত

বিস্তারিত

কোনটি ‘নিশীথ সূর্যের দেশ’ নামে পরিচিত?

  • ক. হেমারফেস্ট
  • খ. কুইবেক
  • গ. তিব্বত
  • ঘ. এগুলোর কোনটিই নয়

উত্তরঃ হেমারফেস্ট

বিস্তারিত

ফনোগ্রাফ কে আবিষ্কার করেন?

  • ক. রন্টজেন
  • খ. ফ্যারাডে
  • গ. মার্কনি
  • ঘ. এডিসন

উত্তরঃ এডিসন

বিস্তারিত

ইসলামী উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত?

  • ক. রিয়াদ
  • খ. কায়রো
  • গ. কুয়েত
  • ঘ. জেদ্দা

উত্তরঃ জেদ্দা

বিস্তারিত

বেলজিয়ামের মুদ্রার নাম কী?

  • ক. শিলিং
  • খ. ফ্রাংক
  • গ. পাউন্ড
  • ঘ. ক্রাউন

সঠিক উত্তরের জন্য বিস্তারিত দেখুন

বিস্তারিত

কোনটি ‘চিরশান্তির’ নামে পরিচিত?

  • ক. রোম
  • খ. ভেনিস
  • গ. এথেন্স
  • ঘ. অসলো

উত্তরঃ রোম

বিস্তারিত

‘বাবেল মান্দেব’ কী শব্দ?

  • ক. ফারসি
  • খ. উর্দু
  • গ. আরবি
  • ঘ. ইংরেজি

উত্তরঃ আরবি

বিস্তারিত

পিএলও কখণ গঠিত হয়?

  • ক. ১৯৬৪ সালে
  • খ. ১৯৬৫ সালে
  • গ. ১৯৬৬ সালে
  • ঘ. ১৯৬৭ সালে

উত্তরঃ ১৯৬৪ সালে

বিস্তারিত

নক্রমা কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?

  • ক. নাইজেরিয়া
  • খ. কংগো
  • গ. আবিসিনিয়া
  • ঘ. ঘানা

উত্তরঃ ঘানা

বিস্তারিত

বাংলাদেশে সিভিল সার্ভিসের (BCS) ক্যাডার কতটি?

  • ক. ২৯টি
  • খ. ২২টি
  • গ. ২১টি
  • ঘ. ৫টি

সঠিক উত্তরের জন্য বিস্তারিত দেখুন

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics