খাদ্য অধিদপ্তরের সহকারী উপ খাদ্য পরিদর্শক
নিচের কোনটি প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ?
- ক. বাঁদী
- খ. সভানেত্রী
- গ. জেলেনী
- ঘ. পেত্নী
উত্তরঃ জেলেনী
- ক. মূহুর্মুহু, ব্যাতয়, মৃতুত্তীর্ণ
- খ. মুহুর্মূহ, ব্যাত্যয়, মৃত্যুত্তীর্ণ
- গ. মুহুর্মুহু, ব্যত্যয়, মৃত্যুত্তীর্ণ
- ঘ. মুহুর্মুহ, ব্যত্যয়, মৃত্যুত্তীর্ণ
উত্তরঃ মুহুর্মুহু, ব্যত্যয়, মৃত্যুত্তীর্ণ
- ক. আনুস্বাঙ্গিক
- খ. আনুষঙ্গিক
- গ. আনুষাঙ্গিক
- ঘ. আনুসাঙ্গিক
উত্তরঃ আনুষঙ্গিক
বাংলা সাহিত্যের চলিত রীতির প্রচলনে অগ্রণী ভূমিকা পালন করে কোন পত্রিকা?
- ক. সংবাদ প্রভাকর
- খ. বঙ্গদর্শন
- গ. সবুজপত্র
- ঘ. কালি ও কলম
উত্তরঃ সবুজপত্র
‘কাননে কুসুম সকলি ফুটিল’ - বাক্যে ‘কুসুমকলি’ কোন কারকে কোন বিভক্তি?
- ক. অপাদানে প্রথমা
- খ. কর্তায় শূন্য
- গ. কর্মে শূন্য
- ঘ. অধিকরণে শূন্য
উত্তরঃ কর্মে শূন্য
দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত বা মধ্যবর্তী কোন স্বরধ্বনি লোপ পেলে তাকে কি বলে?
- ক. সমীভবন
- খ. সম্প্রকর্ষ
- গ. স্বরাগম
- ঘ. সবকয়টি
উত্তরঃ সম্প্রকর্ষ
- ক. মাত্রাবৃত্ত
- খ. স্বরবৃত্ত
- গ. অমিত্রাক্ষর
- ঘ. অক্ষরবৃত্ত
উত্তরঃ মাত্রাবৃত্ত
মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস কোনটি?
- ক. নেকড়ে অরণ্য
- খ. পিঙ্গল আকাশ
- গ. পলাশী ব্যারাক
- ঘ. দোজখের ওম
উত্তরঃ নেকড়ে অরণ্য
‘রজ্জুতে সর্পজ্ঞান’ বাগধারাটির অর্থ কী?
- ক. আচমকা বিপদ
- খ. সাপকে দড়ি দিয়ে বাধা
- গ. যাদুকারী বিদ্যা অর্জন করা
- ঘ. বিভ্রম
উত্তরঃ বিভ্রম
- ক. প্রাত+রাশ
- খ. প্রাতঃ+আশ
- গ. প্রাতঃ+রাশ
- ঘ. প্রাঃ+রাশ
উত্তরঃ প্রাতঃ+আশ
সাহিত্যের কোন বিশেষ শাখাটি জীবনের কোন বিশেষ মুহুর্তের রূপায়ণ?
- ক. ছোটগল্প
- খ. ভ্রমণকাহিনী
- গ. উপন্যাস
- ঘ. নাটক
উত্তরঃ ছোটগল্প
নিচের কোনটি উপসর্গের বৈশিষ্ট্য নয়?
- ক. নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি
- খ. শব্দের অর্থের পরিবর্তন
- গ. বিভক্তি বা প্রত্যয় যুক্তকরণ
- ঘ. শব্দের অর্থ সম্প্রসারণ
উত্তরঃ বিভক্তি বা প্রত্যয় যুক্তকরণ
বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে?
- ক. প্রমথ চৌধুরী
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. মোতাহের হোসেন চৌধুরী
- ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তরঃ প্রমথ চৌধুরী
কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য?
- ক. ব্রজাঙ্গনা
- খ. বিলাতের পত্র
- গ. বীরাঙ্গনা
- ঘ. হিমালয়
উত্তরঃ বীরাঙ্গনা
‘যে নারী প্রিয় কথা বলে’ - এক কথায় প্রকাশ করুন।
- ক. প্রিয়া
- খ. প্রিয়ংবদা
- গ. শ্রীমতি
- ঘ. সুহাসিনী
উত্তরঃ প্রিয়ংবদা
‘হাঁড়ি হাঁড়ি সন্দেশ’ - এখানে কোন কোন পদযোগে বহুবচন হয়েছে?
- ক. বিশেষ্য ও বিশেষণ
- খ. বিশেষণ ও ক্রিয়া
- গ. বিশেষ্য ও বিশেষ্য
- ঘ. বিশেষণ ও বিশেষণ
উত্তরঃ বিশেষ্য ও বিশেষ্য
‘নদী ও নারী’ উপন্যাসের রচয়িতা কে?
- ক. কাজী আবদুল ওদুদ
- খ. আবুল ফজল
- গ. রশীদ করিম
- ঘ. হুমায়ন কবির
উত্তরঃ হুমায়ন কবির
‘ছোটটি কোথায়? বাক্যে ছোট শব্দের শেষে ’টি’ এর ব্যাকরণিক পরিচয় কী?
- ক. পদাশ্রিত নির্দেশক
- খ. অনুসর্গ
- গ. বিভক্তি
- ঘ. শব্দ প্রত্যয়
উত্তরঃ পদাশ্রিত নির্দেশক
- ক. এক বলার দ্বিগুণ
- খ. এক মিনিট
- গ. থামার প্রয়োজন নেই
- ঘ. এক সেকেন্ড
উত্তরঃ থামার প্রয়োজন নেই
‘শোনো একটি মুজিবের কণ্ঠস্বরের ধ্বনি’ - গানটির রচয়িতা কে?
- ক. আপেল মাহমুদ
- খ. মুকুন্দ দাস
- গ. গৌরিপ্রসন্ন মজুমদার
- ঘ. গোবিন্দ হালদার
উত্তরঃ গৌরিপ্রসন্ন মজুমদার
‘মুজিব-লেনিন-ইন্দিরা’ কাব্যগ্রন্থের লেখক কে?
- ক. শওকত আলী
- খ. মহাদেব সাহা
- গ. নির্মলন্দেু গুণ
- ঘ. আসাদ চৌধুরী
উত্তরঃ নির্মলন্দেু গুণ
বাংলাদেশ খাদ্য ও কৃষি সংস্থা (FAO) এর সদস্য পদ লাভ করেন কত তারিখে?
- ক. ১২ অক্টোবর, ১৯৭৩
- খ. ৯ মে, ১৯৭৭
- গ. ৬ নভেম্বর, ১৯৭২
- ঘ. ১২ নভেম্বর, ১৯৭৩
উত্তরঃ ১২ নভেম্বর, ১৯৭৩
In data communication which device converts digital data to analog signal?
- ক. Router
- খ. Modem
- গ. Switch
- ঘ. HUB
উত্তরঃ Modem
ব্রিটিশ উপনিবেশ ছেড়ে বিশ্বের বুকে প্রজাতন্ত্র হিসেবে সর্বশেষ আত্মপ্রকাশ করেছে কোন দেশ?
- ক. বার্বাডোস
- খ. তাইওয়ান
- গ. আয়ারল্যান্ড
- ঘ. হংকং
উত্তরঃ বার্বাডোস
- ক. শায়েস্তা খান
- খ. ইসলাম খান
- গ. মীর জুমলা
- ঘ. খিযির হায়াত খান
উত্তরঃ মীর জুমলা
কোন ভেরিয়েন্টে বিশ্বে সবচেয়ে বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছে?
- ক. B. 1. 1. 7
- খ. B. 1. 351
- গ. B. 1. 617. 2
- ঘ. B. 1. 1. 529
উত্তরঃ B. 1. 617. 2
- ক. তামার মুদ্রা
- খ. ডিজিটাল মুদ্রা
- গ. কম্পিউটার যন্ত্রাংশ
- ঘ. কোনটিও নয়
উত্তরঃ ডিজিটাল মুদ্রা
নাগার্নো - কারাবাখ যুদ্ধের অবসানে কোন দেশ মধ্যস্থতা করে?
- ক. তুরস্ক
- খ. রাশিয়া
- গ. যুক্তরাষ্ট্র
- ঘ. উজবেকিস্তান
উত্তরঃ রাশিয়া
কোন আলোক রশ্মি ত্বকে ভিটামিন ‘ডি’ তৈরিতে সাহায্য করে?
- ক. বিটা রশ্মি
- খ. আলট্রা ভায়োলেট রশ্মি
- গ. আলফা রশ্মি
- ঘ. এক্স রশ্মি
উত্তরঃ আলট্রা ভায়োলেট রশ্মি
জাতিসংঘভূক্ত রাষ্ট্রসমূহের সর্বোচ্চ কূটনীতিকদের বলা হয়-
- ক. অ্যাম্বাসেডর
- খ. হাইকমিশনার
- গ. অ্যাটাশে
- ঘ. সেক্রেটারী
উত্তরঃ অ্যাম্বাসেডর
Identify the correct sentence -
- ক. Fortunately, the explosion killed person one only
- খ. Fortunately, the explosion killed on one person
- গ. Only fortunately, the explosion killed only one person
- ঘ. Fortunately, only the explosion killed one person
উত্তরঃ Fortunately, the explosion killed on one person
Choose the correct affirmative -
- ক. Everyone must submit to one's fate
- খ. Everyone cannot escape his fate
- গ. Everyone accept his fate
- ঘ. Everyone can escape his fate
উত্তরঃ Everyone must submit to one's fate
Sujan had been ----the run ever since the stain councilor's brother filed the case.
- ক. after
- খ. in
- গ. on
- ঘ. to
উত্তরঃ in
বাংলাদেশের স্বল্পোন্নত দেশের তালিকায় অন্তর্ভু্ক্তির সাল এবং উন্নয়নশীল দেশে উত্তরায়ণের সাল কোনটি?
- ক. ১৯৭৫, ২০২৬
- খ. ১৯৭২, ২০২১
- গ. ১৯৭২, ২০২৬
- ঘ. ১৯৭৫, ২০২১
উত্তরঃ ১৯৭৫, ২০২৬
নিচের কোনটি মুক্তিযুদ্ধের ১ নং সেক্টর ছিল?
- ক. চট্টগ্রাম
- খ. রাজশাহী
- গ. সিলেট
- ঘ. ঢাকা
উত্তরঃ চট্টগ্রাম
- ক. Various Information Resources Under Seal
- খ. Vital Information Resources Under Seal
- গ. Various Information Resources Under Stack
- ঘ. Vital Information Resources Under Seize
উত্তরঃ Vital Information Resources Under Seize
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন?
- ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- খ. কর্নেল শফিউল্লাহ
- গ. জেনারেল এম.এ.জি ওসমানী
- ঘ. মেজর জিয়াউর রহমান
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
When you think someone is 'introspective' you think she/he is -
- ক. thoughtful
- খ. rude
- গ. reserved
- ঘ. selfish
উত্তরঃ reserved
Choose the pair that best corresponds to ....Sketch : Artist.
- ক. cell : prisoner
- খ. chisel : sculptor
- গ. bird : egg
- ঘ. draft : write
উত্তরঃ chisel : sculptor
Who wrote the novel 'Great Expectations'?
- ক. Charles Dickens
- খ. John Milton
- গ. G. B. Shaw
- ঘ. Shakespeare
উত্তরঃ Charles Dickens
A group of lines placed together to create poem is called a -
- ক. form
- খ. poem
- গ. stanza
- ঘ. paragraph
উত্তরঃ stanza
Which of the following is correct?
- ক. He is tired with the job
- খ. He is tired of the job
- গ. He is tired to his job
- ঘ. He is tired by the job
উত্তরঃ He is tired of the job
The saying "enough is enough" is used when you want -
- ক. to tell instructions are clear
- খ. to express anger
- গ. something to stop
- ঘ. to say enough
উত্তরঃ something to stop
Identify the correct sentence -
- ক. The sceneries of Cox's Bazar are attractive
- খ. The scneries of Cox's Bazar are attractive
- গ. The scenary of Cox's Bazar is attractive
- ঘ. The scenery of Cox's Bazar is attractive
উত্তরঃ The scenery of Cox's Bazar is attractive
Select the correct passive form of - 'We insist on punctuality in this office.'
- ক. It is to be insisted that punctuality should be in this office
- খ. Punctuality should be insisted in this office
- গ. Punctuality is insisted on in this office
- ঘ. Punctuality be insisted in this office
উত্তরঃ Punctuality is insisted on in this office
He said, "Would that I were rich" the correct indirect form is -
- ক. He wished he would be rich
- খ. He said that he were rich
- গ. He wished that he had been rich
- ঘ. He said would that he were rich
উত্তরঃ He wished that he had been rich
Which is the correct spelling?
- ক. Equalibrium
- খ. Equalibrium
- গ. Equallibrium
- ঘ. Equilibrium
উত্তরঃ Equilibrium
Did you have any difficulty......a visa?
- ক. to have got
- খ. having
- গ. get
- ঘ. in getting
উত্তরঃ in getting
- ক. Liefenant
- খ. Lieutenant
- গ. Commite
- ঘ. Committee
উত্তরঃ Lieutenant
- ক. Thomas Gray
- খ. Dr. Samuel Johson
- গ. Samuel Richardson
- ঘ. William Wordsworth
উত্তরঃ Thomas Gray
What is the meaning of the idiom 'The salt of the earth'?
- ক. Best people
- খ. Best place
- গ. Best salt
- ঘ. Best soil
উত্তরঃ Best people
- ক. Theology
- খ. Psychology
- গ. Philosophy
- ঘ. Astrology
উত্তরঃ Theology
- ক. Impromptu
- খ. Horrible
- গ. Indolence
- ঘ. Obscure
উত্তরঃ Obscure
- ক. Jealousy
- খ. Green movement
- গ. Good eyesight
- ঘ. Green garden
উত্তরঃ Jealousy
A question mark in parentheses an be used to -
- ক. express uncertainty
- খ. writer's expectation
- গ. the end of any sentence
- ঘ. express writer's interest
উত্তরঃ express uncertainty
একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘু্রে। 1 সেকেন্ডে চাকাটির কত ডিগ্রি ঘুরবে?
- ক. 270
- খ. 180
- গ. 360
- ঘ. 540
উত্তরঃ 540
১০০০০ টাকার পণ্যের উপর এককালীন ৪০% কমতি এবং পরপর ৩৬% ও ৪% কমতির পার্থক্য কত?
- ক. ১৪৪
- খ. ৫৬
- গ. ৪০০
- ঘ. শূন্য
উত্তরঃ ১৪৪
১০ জন বালক ও ৪ জন বালিকা হতে ২ জন বালক ও ২ জন বালিকা কত বিভিন্ন উপায়ে বেছে নেওয়া যায়?
- ক. ৭৩
- খ. ১২৬০
- গ. ৩০৬০
- ঘ. ৫০৬০
উত্তরঃ ১২৬০
দুইটি চাকার পরিধি যথাক্রমে ৩১.৪১৬ সে.মি. ও ৬২.৮৩২ সে.মি. হলে তাদের ব্যাসার্ধের অনুপাত কত?
- ক. ৪ : ৫
- খ. ১ : ২
- গ. ২ : ৩
- ঘ. ৩ : ৪
উত্তরঃ ১ : ২
- ক. ২০
- খ. ১০
- গ. ১২
- ঘ. ১৫
উত্তরঃ ১৫
যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যের বাহুর পরিমাণ ১০% বৃ্দ্ধি পায় তবে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে?
- ক. ২০%
- খ. ২১%
- গ. ২১
- ঘ. ৪০%
উত্তরঃ ২১%
সমকোণী ত্রিভুজের একটি কোণ ৩০ ডিগ্রি হলে অপরটি কত?
- ক. ১২০ ডিগ্রি
- খ. ৩০ ডিগ্রি
- গ. ৫০ ডিগ্রি
- ঘ. ৬০ ডিগ্রি
উত্তরঃ ৬০ ডিগ্রি
একটি ত্রিভুজ একটি বৃত্তকে ন্যূনতম কয়টি বিন্দুতে ছেদ করতে পারে?
- ক. ৪টি
- খ. ৩টি
- গ. ২টি
- ঘ. ১টি
উত্তরঃ ২টি
একটি সমান্তরাল ধারায় ১২তম পদ ৭৭ হলে, তার প্রথম ২৩ পদের সমষ্টি কত?
- ক. ১০৫৬
- খ. ২০২৫
- গ. ১৭৭১
- ঘ. ১১৭৬
উত্তরঃ ১৭৭১
‘আমার ঘরের চাবি পরের হাতে’- গানটির রচয়িতা কে?
- ক. লালন শাহ্
- খ. হাসান রাজা
- গ. পাগলা কানাই
- ঘ. রাধারমণ দত্ত
উত্তরঃ লালন শাহ্