২২তম বিসিএস প্রিলি

‘পদাবলি’র প্রথম কবি কে?

  • ক. শ্রীচৈতন্য
  • খ. বিদ্যাপতি
  • গ. চণ্ডীদাস
  • ঘ. জ্ঞান দাস

উত্তরঃ চণ্ডীদাস

বিস্তারিত

বাংলা সাহিত্যের ইতিহাসবিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কার রচনা?

  • ক. দীনেশ চন্দ্র সেনগুপ্ত
  • খ. ড. সুনীতিকুমার চট্রোপাধ্যায়
  • গ. মুহম্মদ শহীদুল্লাহ
  • ঘ. সুকুমার সেন

উত্তরঃ দীনেশ চন্দ্র সেনগুপ্ত

বিস্তারিত

‘ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ’ কে রচনা করেন?

  • ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • খ. মুহম্মদ শহীদুল্লাহ
  • গ. সুনীতিকুমার চট্রোপাধ্যায়
  • ঘ. মুহম্মদ এনামুল হক

উত্তরঃ সুনীতিকুমার চট্রোপাধ্যায়

বিস্তারিত

দোভাষী পুঁথি বলতে কী বোঝেন?

  • ক. দুই ভাষায় রচিত পুঁথি
  • খ. কয়েকটি ভাষায় শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথি
  • গ. তৈরি করা কৃত্রিম ভাষায় রচিত পঁথি
  • ঘ. আঞ্চলিক বাংলায় রচিত পুঁথি

উত্তরঃ কয়েকটি ভাষায় শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথি

বিস্তারিত

‘সঞ্চয়িতা’ কোন কবির কাব্য সংকলন?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. সতেন্দ্রনাথ দত্ত
  • গ. কাজী নজরুল ইসলাম
  • ঘ. জসীমউদদীন

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক?

  • ক. চোখের বালি
  • খ. বলাকা
  • গ. ঘরে-বাইরে
  • ঘ. রক্তকবরী

উত্তরঃ রক্তকবরী

বিস্তারিত

কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল?

  • ক. বিদ্রোহী
  • খ. আনন্দময়ীর আগমনে
  • গ. কাণ্ডারী হুঁশিয়ার
  • ঘ. অগ্রপথিক

উত্তরঃ আনন্দময়ীর আগমনে

বিস্তারিত

কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি?

  • ক. বাউন্ডুলের আত্মকাহিনী
  • খ. মুক্তি
  • গ. হেনা
  • ঘ. বিদ্রোহী

উত্তরঃ বাউন্ডুলের আত্মকাহিনী

বিস্তারিত

‘সওগাত’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?

  • ক. মোহাম্মদ নাসির উদ্দিন
  • খ. আবুল কালাম শামসুদদীন
  • গ. কাজী আব্দুল ওদুদ
  • ঘ. সিকান্দার আবু জাফর

উত্তরঃ মোহাম্মদ নাসির উদ্দিন

বিস্তারিত

‘পথের দাবি’ উপন্যাসের রচয়িতা কে?

  • ক. শর‌ৎচন্দ্র চট্রোপাধ্যায়
  • খ. মানিক চট্রোপাধ্যায়
  • গ. সত্যেন সেন
  • ঘ. সুকান্ত ভট্রাচার্য

উত্তরঃ শর‌ৎচন্দ্র চট্রোপাধ্যায়

বিস্তারিত

‘সাত সাগরের মাঝি’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?

  • ক. ফররুখ আহমদ
  • খ. আহসান হাবীব
  • গ. শামসুর রহমান
  • ঘ. হাসান হাফিজুর রহমান

উত্তরঃ ফররুখ আহমদ

বিস্তারিত

বাংলা সাহিত্যের ইতিবৃত্ত (আধুনিক) কারা রচনা করেন?

  • ক. ড. মুহম্মদ শহীদুল্লাহ ও সৈয়দ আলী আহসান
  • খ. ড. মুহম্মদ শহীদুল্লাহ ও মুহম্মদ আবদুল হাই
  • গ. মুহম্মদ আবদুল হাই, আনিসুজ্জামান ও আনোয়ারা পাশা
  • ঘ. মুহম্মদ আবদুল হাই ও সৈয়দ আলী আহসান

উত্তরঃ মুহম্মদ আবদুল হাই ও সৈয়দ আলী আহসান

বিস্তারিত

কোনটি হযরত মুহাম্মদ (সঃ) এর জীবনীগ্রন্থ?

  • ক. মরুমায়া
  • খ. মরু ভাস্কর
  • গ. মরুতীর্থ
  • ঘ. মরু কুসুম

উত্তরঃ মরু ভাস্কর

বিস্তারিত

পদাবলী লিখেছেন-

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. মাইকেল মধুসূদন দত্ত
  • গ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
  • ঘ. কায়কোবাদ

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

পদ বা পদাবলী বলতে কী বুঝায়?

  • ক. লাচাড়ী ছন্দে রচিত পদ্য বা কবিতাবলি
  • খ. পদ্যাকারে রচিত দেবস্তুতিমূলক রচনা
  • গ. বাউল বা মরমী গীতি
  • ঘ. বৌদ্ধ বা বৈষ্ণবীয় ধর্মের গূঢ় বিষয়ের বিশেষ সৃষ্টি

উত্তরঃ বৌদ্ধ বা বৈষ্ণবীয় ধর্মের গূঢ় বিষয়ের বিশেষ সৃষ্টি

বিস্তারিত

‘অপলাপ’ শব্দের অর্থ কী?

  • ক. অস্বীকার
  • খ. মিথ্যা
  • গ. প্রলাপ
  • ঘ. অসদালাপ

উত্তরঃ অস্বীকার

বিস্তারিত

‘ঢাকের কাঠি’ বাগধারার অর্থ-

  • ক. সাহায্যকারী
  • খ. তোষামুদে
  • গ. বাদক
  • ঘ. স্বাস্থ্যহীন লোক

উত্তরঃ তোষামুদে

বিস্তারিত

Submission - Yielding

  • ক. Subjection - Liberation
  • খ. Restrain - Indulge
  • গ. Compliant - Acquiescent
  • ঘ. Restriction - Relaxation

উত্তরঃ Compliant - Acquiescent

বিস্তারিত

Vacillate - Hesitate

  • ক. Persevere - Waiver
  • খ. Impulsive - Deliberate
  • গ. Obstinate - Accommodating
  • ঘ. Irresolute - Indecisive

উত্তরঃ Irresolute - Indecisive

বিস্তারিত

Assert - Dissent

  • ক. Affirm - Object
  • খ. Reject - Disapprove
  • গ. Acknowledge - Rocognize
  • ঘ. Endorse - Ratify

উত্তরঃ Affirm - Object

বিস্তারিত

Distort - Twist

  • ক. Straighten - Bend
  • খ. Deform - Reform
  • গ. Harmonize - Balance
  • ঘ. Observe - Blur

উত্তরঃ Harmonize - Balance

বিস্তারিত

Government has been entrusted - elected politicians.

  • ক. with
  • খ. for
  • গ. to
  • ঘ. at

উত্তরঃ to

বিস্তারিত

He has paid the penalty - his crimes - five years in prison.

  • ক. for, with
  • খ. at, by
  • গ. about, at
  • ঘ. after, in

উত্তরঃ for, with

বিস্তারিত

The path - paved, so we were able to walk through the path.

  • ক. was
  • খ. had been
  • গ. has been
  • ঘ. being

উত্তরঃ had been

বিস্তারিত

In spite of my requests, he did not -

  • ক. give in
  • খ. fall in
  • গ. get off
  • ঘ. give forth

উত্তরঃ get off

বিস্তারিত

The children studied in a class room - windows were never opened.

  • ক. that
  • খ. which
  • গ. where
  • ঘ. whose

উত্তরঃ whose

বিস্তারিত

To stay healthy, we must plan to have a balanced-

  • ক. food
  • খ. diet
  • গ. outlook
  • ঘ. figure

উত্তরঃ figure

বিস্তারিত

We must keep our fingers - that the weather will stay fine for the picnic tomorrow.

  • ক. raised
  • খ. pointed
  • গ. lifted
  • ঘ. cressed (crossed)

উত্তরঃ cressed (crossed)

বিস্তারিত

Cul-de-sac

  • ক. Selection
  • খ. dead end
  • গ. error
  • ঘ. bubble

উত্তরঃ dead end

বিস্তারিত

Parcel

  • ক. Quarrel
  • খ. Piece of land
  • গ. Postage
  • ঘ. Unobstructed view

উত্তরঃ Piece of land

বিস্তারিত

Ruminant

  • ক. Cub-chewing animal
  • খ. Soup
  • গ. Gossip
  • ঘ. Noise maker

উত্তরঃ Cub-chewing animal

বিস্তারিত

নিউট্রন আবিষ্কার করেন -

  • ক. কিউরী
  • খ. রাদারফোর্ড
  • গ. চ্যাডউইক
  • ঘ. থমসন

উত্তরঃ চ্যাডউইক

বিস্তারিত

যেসব নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা কিন্তু ভর সংখ্যা সমান নয় তাদের বলা হয় -

  • ক. আইসোটোপ
  • খ. আইসোমার
  • গ. আইসোটোন
  • ঘ. আইসোবার

উত্তরঃ আইসোটোন

বিস্তারিত

উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র-

  • ক. ক্রনোমিটার
  • খ. ট্যাকোমিটার
  • গ. হাইড্রোমিটার
  • ঘ. ওডোমিটার

উত্তরঃ ট্যাকোমিটার

বিস্তারিত

ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র -

  • ক. ব্যারোমিটার
  • খ. সেক্সট্যান্ট
  • গ. সিসমোগ্রাফ
  • ঘ. ম্যানোমিটার

উত্তরঃ সিসমোগ্রাফ

বিস্তারিত

সূর্যে শক্তি উৎপন্ন হয়-

  • ক. পরমাণুর ফিশন পদ্ধতিতে
  • খ. পরমাণর ফিউশন পদ্ধতিতে
  • গ. রাসায়নিক বিক্রিয়ার ফলে
  • ঘ. তেজস্ক্রিয়তার ফলে

উত্তরঃ পরমাণর ফিউশন পদ্ধতিতে

বিস্তারিত

ডেঙ্গু জ্বরের বাহক-

  • ক. এ্যানোফিলিস
  • খ. কিউলেক্স
  • গ. এসিড
  • ঘ. সকল ধরনের মশা

উত্তরঃ এসিড

বিস্তারিত

পেনিসিলিয়াম আবিষ্কার করেন-

  • ক. রবার্ট হুক
  • খ. টমাস এডিসন
  • গ. আলেকজান্ডার ফ্লেমিং
  • ঘ. জেমস ওয়াট

উত্তরঃ আলেকজান্ডার ফ্লেমিং

বিস্তারিত

গ্রিন হাউস প্রতিক্রিয়া এই দেশের জন্য ভয়াবহ আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। এর ফলে-

  • ক. সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যেতে পারে
  • খ. বৃষ্টিপাতের পরিমাণ কমে যেতে পারে
  • গ. নদ-নদীর পানি কমে যেতে পারে
  • ঘ. ওজোন স্তরের ক্ষতি নাও হতে পারে

উত্তরঃ সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যেতে পারে

বিস্তারিত

আমাদের দেশে বনায়নের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ-

  • ক. গাছগুলো পরিবেশের ভারসাম্য নষ্ট করে
  • খ. গাছপালা O2 ত্যাগ করে পরিবেশকে নির্মল রাখে ও জীবজগত বাঁচায়
  • গ. দেশের অথনৈতিক উন্নয়নের কোন অবদান নেই
  • ঘ. ঝড় ও বন্যার আশঙ্কা বাড়িয়ে দেয়

উত্তরঃ গাছপালা O2 ত্যাগ করে পরিবেশকে নির্মল রাখে ও জীবজগত বাঁচায়

বিস্তারিত

বাংলাদেশ-ভাতর পানি চুক্তির মেয়াদ-

  • ক. ১০ বছর
  • খ. ২০ বছর
  • গ. ২৫ বছর
  • ঘ. ৩০ বছর

উত্তরঃ ৩০ বছর

বিস্তারিত

বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি?

  • ক. পাট
  • খ. তৈরি পোশাক
  • গ. চা
  • ঘ. মাছ

উত্তরঃ তৈরি পোশাক

বিস্তারিত

কুমিল্লা বার্ (BARD) -এর প্রতিষ্ঠাতা কে?

  • ক. মোহাম্মদ আইউব খান
  • খ. আখতার হামিদ খান
  • গ. আবদুল হামিদ খান ভাসানী
  • ঘ. এ,কে ফজলুল হক

উত্তরঃ আখতার হামিদ খান

বিস্তারিত

ছয় দফা দাবি প্রথম কোথায় উত্থাপন করা হয়?

  • ক. ঢাকায়
  • খ. লাহোরে
  • গ. করাচিতে
  • ঘ. নারায়ণগঞ্জে

উত্তরঃ লাহোরে

বিস্তারিত

বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করেন?

  • ক. কর্নওয়ালিস
  • খ. ক্লাইভ
  • গ. জন মেয়ার
  • ঘ. ওয়ারেন হেস্টিংস

উত্তরঃ কর্নওয়ালিস

বিস্তারিত

বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি?

  • ক. দিনাজপুর
  • খ. ঠাকুরগাঁও
  • গ. লালমনিরহাট
  • ঘ. পঞ্চগড়

উত্তরঃ পঞ্চগড়

বিস্তারিত

সিলেট কোন নদীর তীরে অবস্থিত?

  • ক. আড়িয়াল খাঁ
  • খ. সুরমা
  • গ. চন্দনা
  • ঘ. রূপসা

উত্তরঃ সুরমা

বিস্তারিত

বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?

  • ক. ময়নামতি
  • খ. সোনারগাঁ
  • গ. ঢাকা
  • ঘ. পাহাড়পুর

উত্তরঃ সোনারগাঁ

বিস্তারিত

বাংলাদেশের বিখ্যাত মুণিপুরী নাচ কোন অঞ্চলের?

  • ক. রাঙ্গামাটি
  • খ. রংপুর
  • গ. কুমিল্লা
  • ঘ. সিলেট

উত্তরঃ সিলেট

বিস্তারিত

ইসলামী সম্মেলন সংস্থার হেডকোয়ার্টার বা প্রধান কার্যালয় কোথায়?

  • ক. তেহরান
  • খ. জেদ্দা
  • গ. কায়রো
  • ঘ. রিয়াদ

উত্তরঃ জেদ্দা

বিস্তারিত

অমর্ত্য সেনে কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পান?

  • ক. দুর্ভিক্ষ ও দারিদ্র্য
  • খ. উন্নয়নের গতিধারা
  • গ. মাইক্রো ক্রেডিট
  • ঘ. বৈদেশিক সাহায্য

উত্তরঃ দুর্ভিক্ষ ও দারিদ্র্য

বিস্তারিত

BIMSTEC কী ধরনের সংগঠন?

  • ক. রাজনৈতিক
  • খ. অথনৈতিক
  • গ. বাণিজ্যিক
  • ঘ. সামাজিক

উত্তরঃ অথনৈতিক

বিস্তারিত

সার্ক কোন সালে, কোথায় প্রতিষ্ঠিত হয়?

  • ক. ১৯৮৫ সালে, ঢাকায়
  • খ. ১৯৮৩ সালে, দিল্লিতে
  • গ. ১৯৮৪ সালে, কলোম্বোতে
  • ঘ. ১৯৮৬ সালে, মালাতে

উত্তরঃ ১৯৮৫ সালে, ঢাকায়

বিস্তারিত

জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত?

  • ক. ১৯৫
  • খ. ১৮৯
  • গ. ৭০
  • ঘ. ১৭৫

সঠিক উত্তরের জন্য বিস্তারিত দেখুন

বিস্তারিত

বাংলাদেশ কতবার স্বস্তি পরিষদের সদস্যপদ লাভ করে?

  • ক. ২ বার
  • খ. ৩ বার
  • গ. ১ বার
  • ঘ. ৪ বার

উত্তরঃ ২ বার

বিস্তারিত

জাতির জনক বঙ্গবন্ধু জাতিসংঘের কোথায় বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করেন?

  • ক. স্বস্তি পরিষদে
  • খ. সাধারণ পরিষদের অধিবেশনে
  • গ. ইকোসোকে (ECOSOC)
  • ঘ. ইউনেসকোতে (UNESCO)

উত্তরঃ সাধারণ পরিষদের অধিবেশনে

বিস্তারিত

মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আত্নসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন কে?

  • ক. জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী
  • খ. এয়ার কমোডর এ কে খন্দকার
  • গ. ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান
  • ঘ. ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীল

উত্তরঃ এয়ার কমোডর এ কে খন্দকার

বিস্তারিত

রাশিয়ার কুরস্ক নামক পারমাণবিক সাবমেরিনটির ওজন কত টন?

  • ক. ১২,৮০০
  • খ. ১৩,৯০০
  • গ. ১৪.২০০
  • ঘ. ১৫,০০

সঠিক উত্তরের জন্য বিস্তারিত দেখুন

বিস্তারিত

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মতে, বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি?

  • ক. সুইডেন
  • খ. নাইজেরিয়া
  • গ. বাংলাদেশ
  • ঘ. ভারত

সঠিক উত্তরের জন্য বিস্তারিত দেখুন

বিস্তারিত

২০০০ সালের নোবেল শান্তি পুরস্কার লাভ করেন কে?

  • ক. প্রেসিডেন্ট কিম দায়ে জং
  • খ. হোমেস জে হেকম্যান
  • গ. গাও সিংজিয়ান
  • ঘ. এরিক ক্যান্ডেল

উত্তরঃ প্রেসিডেন্ট কিম দায়ে জং

বিস্তারিত

পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি?

  • ক. আফ্রিকা
  • খ. ইউরোপ
  • গ. এশিয়া
  • ঘ. উত্তর আমেরিকা

উত্তরঃ এশিয়া

বিস্তারিত

আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়?

  • ক. ১০ এপ্রিল, ১৯৭১
  • খ. ১৯ এপ্রিল, ১৯৭১
  • গ. ৭ মার্চ, ১৯৭১
  • ঘ. ২৫ মার্চ, ১৯৭১

উত্তরঃ ১০ এপ্রিল, ১৯৭১

বিস্তারিত

হেলসিংকি কোন দেশের রাজধানী?

  • ক. সুইডেন
  • খ. নরওয়ে
  • গ. ফিনল্যান্ড
  • ঘ. পোল্যান্ড

উত্তরঃ ফিনল্যান্ড

বিস্তারিত

কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে?

  • ক. ইরাক
  • খ. মিসর
  • গ. কুয়েত
  • ঘ. জর্ডান

উত্তরঃ ইরাক

বিস্তারিত

সোনালি আঁশের দেশ কোনটি?

  • ক. ভারত
  • খ. শ্রীলঙ্কা
  • গ. পাকিস্তান
  • ঘ. বাংলাদেশ

উত্তরঃ বাংলাদেশ

বিস্তারিত

বাংলা একাডেমির মূল ভবনের নাম কী ছিল?

  • ক. বর্ধমান হাউস
  • খ. বাংলা ভবন
  • গ. আহসান মঞ্জিল
  • ঘ. চামেলি হাউস

উত্তরঃ বর্ধমান হাউস

বিস্তারিত

ঢাকা বিভাগে কয়টি জেলা আছে?

  • ক. ১৫টি
  • খ. ১৭টি
  • গ. ১৪টি
  • ঘ. ১২টি

সঠিক উত্তরের জন্য বিস্তারিত দেখুন

বিস্তারিত

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন সালে?

  • ক. ১৯০৫
  • খ. ১৯১১
  • গ. ১৯৩৫
  • ঘ. ১৯২১

উত্তরঃ ১৯২১

বিস্তারিত

সুইডেনের মুদ্রার নাম কী?

  • ক. পাউন্ড
  • খ. ডলার
  • গ. ক্রোনা
  • ঘ. পিসো

উত্তরঃ ক্রোনা

বিস্তারিত

NAM -এর বর্তমান সদস্য কত?

  • ক. ১০০
  • খ. ১১০
  • গ. ১১৪
  • ঘ. ১২০

উত্তরঃ ১২০

বিস্তারিত

কমনওয়েলথ সেক্রেটারিয়েট যে অট্টালিকায় অবস্থিত তার নাম কী?

  • ক. মার্লবোরো হাউস
  • খ. হোয়াইট হাউস
  • গ. বার্কিংহাম প্রাসাদ
  • ঘ. দি চেকার্স

উত্তরঃ মার্লবোরো হাউস

বিস্তারিত

সতীদাহ প্রথা কবে রহিত হয়?

  • ক. ১৮১৯
  • খ. ১৮২৯
  • গ. ১৮৩৯
  • ঘ. ১৮৪৯

উত্তরঃ ১৮২৯

বিস্তারিত

দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?

  • ক. নীলফামারী
  • খ. কুড়িগ্রাম
  • গ. লালমনিরহাট
  • ঘ. দিনাজপুর

উত্তরঃ লালমনিরহাট

বিস্তারিত

প্রথম সাফ গেমস কোথায় অনুষ্ঠিত হয়?

  • ক. ঢাকা
  • খ. নয়াদিল্লি
  • গ. কলম্বো
  • ঘ. কাঠমুন্ডু

উত্তরঃ কাঠমুন্ডু

বিস্তারিত

রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর কোন রশ্মি বের হয়-

  • ক. গামা রশ্মি
  • খ. বিটা রশ্মি
  • গ. রঞ্জন রশ্মি
  • ঘ. কসমিক রশ্মি

উত্তরঃ রঞ্জন রশ্মি

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics