১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল সমপর্যায় ২
বাঙালির দৈহিক গড়নে সবচেয়ে বেশি মিল রয়েছে কোন জাতিগোষ্ঠীর সাথে?
- ক. মোগলয়েড
- খ. অস্ট্রালয়েড
- গ. ককেশয়েড
- ঘ. নিগ্রয়েড
উত্তরঃ অস্ট্রালয়েড
ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?
- ক. নুরুল আমিন
- খ. লিয়াকত আলী খান
- গ. মোহাম্মদ আলী
- ঘ. খাজা নাজীমউদ্দীন
উত্তরঃ খাজা নাজীমউদ্দীন
‘আমার দেখা নয়াচীন’ গ্রন্থের রচয়িতা কে?
- ক. মওলানা আবদুল হামি সানী
- খ. শেরে বাংলা এ কে ফজলুল হক
- গ. হোসেন শহীদ্হসোরাওয়ার্দী
- ঘ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
বাংলাদেশে VAT চালু হয় কত সালে?
- ক. ১লা জুলাই ১৯৮৯
- খ. ১লা জুলাই ১৯৯০
- গ. ১লা জুলাই ১৯৯১
- ঘ. ১লা জুলাই ১৯৯২
উত্তরঃ ১লা জুলাই ১৯৯১
ভাষা শহিদদের স্মরণে 'জননী ও গর্বিত বর্ণমালা ভাস্কর্যটির ভাস্কর কে?
- ক. মৃণাল হক
- খ. শামীম শিকদার
- গ. হামিদুজ্জামান খান
- ঘ. নভেরা আহিমেদ
উত্তরঃ মৃণাল হক
বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী অনুষ্ঠান কত তারিখে শুরু হয়?
- ক. ১৭ই মার্চ ২০২০
- খ. ১৭ই মার্চ ২০১৯
- গ. ১৭ই মার্চ ২০২১
- ঘ. ১৭ই মার্চ ২০২২
উত্তরঃ ১৭ই মার্চ ২০২০
বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিটেন্সের অর্থ প্রেরণ করেন। কোন দেশের প্রবাসীরা?
- ক. যুক্তরাষ্ট্র
- খ. যুক্তরাজ্য
- গ. সৌদি আরব
- ঘ. আরব আমিরাত
উত্তরঃ সৌদি আরব
প্রাণঘাতী নভেল করোনা ভাইরাস সর্বপ্রথম কোথায়?
- ক. চীনের উহানে
- খ. চীনের সাংহাইতে
- গ. ইতালির লোম্বার্জিতে
- ঘ. চীনের বেহি
উত্তরঃ চীনের উহানে
- ক. জগদীশ চন্দ্র বসু
- খ. ড. কুদরত-ই-খুদা
- গ. লিউয়েন হুক
- ঘ. ড. মাকসুদুল আলম
উত্তরঃ ড. মাকসুদুল আলম
বাংলাদেশের শিক্ষানীতি প্রণয়ন করা হয় কত সালে?
- ক. ২০১০ সালে
- খ. ২০১৩ সালে
- গ. ২০১৫ সালে
- ঘ. ২০১৭ সালে
উত্তরঃ ২০১০ সালে
'জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব কোন আন্দোলনের স্লোগান?
- ক. ভাষা আন্দোলন
- খ. শিক্ষা আন্দোলন
- গ. গণনাট্য আন্দোলন
- ঘ. বুদ্ধির মুক্তি আন্দোলন
উত্তরঃ বুদ্ধির মুক্তি আন্দোলন
- ক. Successful Development Goals
- খ. Successive Developmental Goals
- গ. Sustainable Development Goals
- ঘ. Sustantial Developmental Goals
উত্তরঃ Sustainable Development Goals
২০২১ সালে অস্কার পুরষ্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ চলচ্চিত্র হলো-
- ক. প্যারাসাইট
- খ. নোমাডল্যান্ড
- গ. মিনারি
- ঘ. ম্যারেজ স্টোরি
উত্তরঃ নোমাডল্যান্ড
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংসটি কার?
- ক. সাকিব আল হাসান
- খ. তামিম ইকবাল
- গ. মোহাম্মদ আশরাফুল
- ঘ. লিটন দাস
উত্তরঃ লিটন দাস
আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় কোন তারিখে?
- ক. ৮ মার্চ
- খ. ১০ এপ্রিল
- গ. ৫ জুন
- ঘ. ১০ ডিসেম্বর
উত্তরঃ ৮ মার্চ
ব্যুৎপত্তিগতভাবে ব্যাকরণ শব্দের অর্থ হলো
- ক. সংক্ষেপণ
- খ. ভাবের বিনিময়
- গ. বিশেষভাবে বিশ্লেষণ
- ঘ. মিলন
উত্তরঃ বিশেষভাবে বিশ্লেষণ
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. কাজী নজরুল ইসলাম
- গ. প্রমথ চৌধুরী
- ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তরঃ প্রমথ চৌধুরী
যারে দেখতে নারি তার চলন বাঁকা।
- ক. Faults are unfair where love is fair.
- খ. Faults are thick where love is thin.
- গ. Faults are counted where there is no love.
- ঘ. Faults are many where love is little.
উত্তরঃ Faults are thick where love is thin.
- ক. পার হয়ে
- খ. পার হইয়ে
- গ. পারি হয়ে
- ঘ. পারিয়া
সঠিক উত্তরের জন্য বিস্তারিত দেখুন
Early rising is beneficial to health—এর সঠিকঅনুবাদ কোনটি?
- ক. যারা সকালে ওঠে তাদের স্বাস্থ্য ভালো থাকে
- খ. সকালে ওঠা স্বাস্থ্যবান ও প্রফুল্লতা দেয়।
- গ. সকালে ওঠা স্বাস্থ্যের জন্য ভালো।
- ঘ. সকালে জাগলে চমৎকার স্বাস্থ্য হয়
উত্তরঃ সকালে ওঠা স্বাস্থ্যের জন্য ভালো।
- ক. পড়ার সুবিধা
- খ. লেখার সুবিধা
- গ. উচ্চারণের সুবিধা
- ঘ. শোনার সুবিধা
উত্তরঃ উচ্চারণের সুবিধা
'কৃষ্টি' শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
- ক. কৃ + ক্তি
- খ. কৃষ + তি
- গ. কৃঃ +তি
- ঘ. কৃষ + টি
উত্তরঃ কৃষ + তি
"ব্যর্থ" শব্দটির সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
- ক. ব্য + অর্থ
- খ. বি + অর্থ
- গ. ব্যা + অর্থ
- ঘ. ব + অর্থ
উত্তরঃ বি + অর্থ
'চির অশান্তি' অর্থে কোন বাগধারাটি যথোপযুক্ত?
- ক. ভরাডুবি
- খ. রাবণের চিতা
- গ. জগদ্দল পাথর
- ঘ. ঢাকের ভায়া
উত্তরঃ রাবণের চিতা
‘গদাই লস্করি চাল' বাগধারাটির অর্থ কী?
- ক. তুচ্ছ পদার্থ
- খ. আলসেমি
- গ. অন্ধ অনুকরণ
- ঘ. তুমুল কাণ্ড
উত্তরঃ আলসেমি
'গরুতে দুধ দেয়' বাক্যে 'গরুতে' কোন কারকে কোন বিভক্তি?
- ক. করণে সপ্তমী
- খ. কর্তৃকারকে সপ্তমী
- গ. অপাদানে সপ্তমী
- ঘ. অধিকরণে সপ্তমী
উত্তরঃ কর্তৃকারকে সপ্তমী
'অহঙ্কার পতনের মূল' বাক্যে 'অহঙ্কার' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্মে শূন্য
- খ. করণে শূন্য
- গ. অপাদানে শূন্য
- ঘ. অধিকরণে শূন্য
উত্তরঃ করণে শূন্য
- ক. Do you know where does he live?
- খ. Do you know where does he lives?
- গ. Do you know where he lives?
- ঘ. Do you know where he live?
উত্তরঃ Do you know where he lives?
- ক. Today will rain.
- খ. It should be raining today.
- গ. It may rain today.
- ঘ. Today is raining.
উত্তরঃ It may rain today.
What is the antonym of ‘antagonistic’?
- ক. Unfriendly
- খ. Hostile
- গ. Friendly
- ঘ. Trivial
উত্তরঃ Friendly
What is the verb form of 'Popularity'?
- ক. Popular
- খ. Popularly
- গ. Population
- ঘ. Popularize
উত্তরঃ Popularize
She talked as though she ____ the CEO of that company.
- ক. was
- খ. were
- গ. had
- ঘ. had been
উত্তরঃ were
- ক. You had better gone there.
- খ. You had better went there.
- গ. You had better go there.
- ঘ. You had better will go there.
উত্তরঃ You had better go there.
Time flies very fast. (Exclamatory)
- ক. How time does fly!
- খ. How time do fly!
- গ. How time flies!
- ঘ. How time fly!
উত্তরঃ How time does fly!
Everybody accepts this. (Negative)
- ক. Nobody rejects this.
- খ. Does everybody accept this?
- গ. Who does not accept this?
- ঘ. Who accepts this?
উত্তরঃ Who does not accept this?
We will explain why we want to do it. (Passive)
- ক. The reason want to do that will be explained by us.
- খ. All the reasons we explain be explained by us.
- গ. Why we want to be do would be explained by us.
- ঘ. Why we want to do it will be explained by us.
উত্তরঃ Why we want to do it will be explained by us.
We work hard to earn money. (Compound)
- ক. We work hard to earn a lot of money.
- খ. We work hard so that we earn money.
- গ. We work hard so that we can earn money.
- ঘ. We work hard and we want to earn money.
উত্তরঃ We work hard so that we can earn money.
What is the meaning of the phrase 'a man of letters'?
- ক. A dull-headed person
- খ. A scholar
- গ. A big gun
- ঘ. A wealthy person
উত্তরঃ A scholar
- ক. to remove something
- খ. to flourish something
- গ. to forward something
- ঘ. to set up something new
উত্তরঃ to remove something
∆ABC এর ∠A=x, ∠B=2x এবং ∠C=3x হলে ত্রিভুজটি কী ত্রিভুজ?
- ক. সুক্ষ্মকোণী ত্রিভুজ
- খ. স্থুলকোণী ত্রিভুজ
- গ. সমকোণী ত্রিভুজ
- ঘ. সমদ্বিবাহু ত্রিভুজ
উত্তরঃ সমকোণী ত্রিভুজ
কোন খাদ্য ২৪ জন লোকের ২০ দিন চলে, ঐ একই পরিমান খাদ্য ৪০ জন লোকের কত দিল চলবে?
- ক. ১০
- খ. ১২
- গ. ১৪
- ঘ. ১৬
উত্তরঃ ১২
দুইটি সংখ্যার গ।সা।গু ও ল.সা.গু যথাক্রমে ২ ও ৩৬০। একটি সংখ্যা ১০ হলে, অপর সংখ্যা কত?
- ক. ২৪
- খ. ৪৮
- গ. ৬০
- ঘ. ৭২
উত্তরঃ ৭২
হীরার আয়ের ৩৫% হ্যাপীর আয়ের ২৫% এর সমান। তাদের আয়ের অনুপাত কত?
- ক. ৭:৫
- খ. ৫:৭
- গ. ৪:৩
- ঘ. ৩:৪
উত্তরঃ ৫:৭
6% হারে নয় মাসে 10,000 টাকার উপর মুনাফা-মুলধন কত হবে?
- ক. 10,500 টাকা
- খ. 10,450 টাকা
- গ. 10,650 টাকা
- ঘ. 10,600 টাকা
উত্তরঃ 10,450 টাকা
১০৫ থেকে ১৩৫ পর্যন্ত সংখ্যার মধ্যবর্তী ক্ষুদ্রতম ও বৃহত্তম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত?
- ক. ১১৯
- খ. ১২০
- গ. ১২১
- ঘ. ১২৩
উত্তরঃ ১১৯