১৭ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন

বাংলা ভাষার মূল উৎস কী?

  • ক. হিন্দি ভাষা
  • খ. বৈদিক ভাষা
  • গ. উড়িয়া
  • ঘ. অনার্য ভাষা

উত্তরঃ অনার্য ভাষা

বিস্তারিত

বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি?

  • ক. মধুমালতী
  • খ. সিকান্দারনামা
  • গ. শ্রীকৃষ্ণকীর্তন
  • ঘ. বৈষ্ণব পদাবলি

উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তন

বিস্তারিত

সাধুও চলিত রীতিতে অভিন্নরূপেব্যবহৃত হয়?

  • ক. অব্যয়
  • খ. সম্বোধন পদ
  • গ. সর্বনাম
  • ঘ. ক্রিয়া

উত্তরঃ অব্যয়

বিস্তারিত

ভাষার কোন রীতি তৎসম শব্দবহুল?

  • ক. সাধুরীতি
  • খ. চলিতরীতি
  • গ. কথ্যরীতি
  • ঘ. লেখ্যরীতি

উত্তরঃ সাধুরীতি

বিস্তারিত

প্রমথ চৌধুরি সম্পাদিত  পত্রিকার নাম-

  • ক. তত্ত্ববোদ্ধিনী
  • খ. সবুজপত্র
  • গ. কল্লোল
  • ঘ. ধুমকেতু

উত্তরঃ সবুজপত্র

বিস্তারিত

‘কলম’ শব্দটি কোন ভাষা থেকে গৃহীত?

  • ক. সংস্কৃত
  • খ. আরবি
  • গ. ফারসি
  • ঘ. তুর্কি

উত্তরঃ আরবি

বিস্তারিত

পাউরুটি কোন ভাষার শব্দ?

  • ক. পাঞ্জাব
  • খ. ফরাসি
  • গ. গুজরাটি
  • ঘ. পর্তুগিজ

উত্তরঃ পর্তুগিজ

বিস্তারিত

আবির্ভাব এর বিপরীট শব্দ কোনটি?  

  • ক. অভাব
  • খ. স্বভাব
  • গ. অনুভাব
  • ঘ. তিরোভাব

উত্তরঃ তিরোভাব

বিস্তারিত

‘জায়া’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

  • ক. অর্ধাঙ্গিনী
  • খ. কন্যা
  • গ. নন্দিনী
  • ঘ. ভাগনী

উত্তরঃ অর্ধাঙ্গিনী

বিস্তারিত

'I know you.' Choose the complex form___

  • ক. I know what you are.
  • খ. I know who you are.
  • গ. I know what are you.
  • ঘ. I know who are you.

উত্তরঃ I know what you are.

বিস্তারিত

___ course of time, he became a famous writer.

  • ক. In
  • খ. Of
  • গ. For
  • ঘ. By

উত্তরঃ In

বিস্তারিত

___ ink in my pen is red.

  • ক. A
  • খ. The
  • গ. An
  • ঘ. No article

উত্তরঃ The

বিস্তারিত

Which one is correct?

  • ক. There is no place for doubt in it.
  • খ. There is no space for doubt in it.
  • গ. There is no room for doubt in it.
  • ঘ. There is no area to doubt in it.

উত্তরঃ There is no room for doubt in it.

বিস্তারিত

Which one is the correct English translation of “অসারের তর্জন গর্জন সার”?

  • ক. Ignorance is vociferous.
  • খ. An idle man speaks much.
  • গ. A barking dog seldom bites.
  • ঘ. An empty vessel sound much.

উত্তরঃ An empty vessel sound much.

বিস্তারিত

বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটি?

  • ক. ২৪°৩০´ থেকে ২৮° ৩৪' দক্ষিণ অক্ষাংশ
  • খ. ৮০°৩৪ থেকে ৪০ ৯০' পশ্চিম দ্রাঘিমাংশ
  • গ. ৩৪°২৫ থেকে ২৮°৩৮' উত্তর অক্ষাংশ
  • ঘ. ৮৮°০১´ থেকে ৯২°৪১′ পূর্ব দ্রাঘিমাংশ

উত্তরঃ ৮৮°০১´ থেকে ৯২°৪১′ পূর্ব দ্রাঘিমাংশ

বিস্তারিত

বাংলার সর্বপ্রাচীন জনপদ কোনটি?

  • ক. পুণ্ড
  • খ. সমতট
  • গ. রাঢ়
  • ঘ. হরিকেল

উত্তরঃ পুণ্ড

বিস্তারিত

বাংলাদেশে ব-দ্বীপ মহাপরিকল্পনা-২১০০ কোন দেশের পরিকল্পনাকে অনুসরণ করে করা হয়েছে?

  • ক. সুইজারল্যান্ড
  • খ. নেদারল্যান্ড
  • গ. আয়ারল্যান্ড
  • ঘ. ফিনল্যান্ড

উত্তরঃ নেদারল্যান্ড

বিস্তারিত

বিলোনিয়া সীমান্ত কোন জেলার অন্তর্গত?

  • ক. ফেনী
  • খ. নিলফামারী
  • গ. পাগড়
  • ঘ. জয়পুরহাট

উত্তরঃ ফেনী

বিস্তারিত

১৯৭১ সালের ৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত ভাষণটি ইউনেস্কো কোন তারিখে "বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য" হিসেবে ঘোষণা করে?

  • ক. ৩০ শে অক্টোবর, ২০১৭ সাল
  • খ. ৩০শে নভেম্বর, ২০১৭ সাল
  • গ. ৩০শে সেপ্টেম্বর ২০১৮ সাল
  • ঘ. ৩০শে অক্টোবর, ২০১৮ সাল

উত্তরঃ ৩০ শে অক্টোবর, ২০১৭ সাল

বিস্তারিত

"বর্ধমান হাউজ" কোথায় অবস্থিত?

  • ক. ঢাকা
  • খ. কলকাতা
  • গ. পশ্চিমবঙ্গ
  • ঘ. কুষ্টিয়া

উত্তরঃ ঢাকা

বিস্তারিত

দেশের প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দর কোথায় হওয়ার কথা?

  • ক. সন্দ্বীপ
  • খ. হাতিয়া
  • গ. মনপুরা
  • ঘ. সোনাদিয়া

উত্তরঃ সোনাদিয়া

বিস্তারিত

প্রোগ্রাম থেকে কপি করা ডেটা কোথায় সংরক্ষিত থাকে?

  • ক. হার্ডডিস্ক
  • খ. RAM
  • গ. ক্লিপবোর্ড
  • ঘ. ROM

উত্তরঃ RAM

বিস্তারিত

“আলোর কণা” তত্ত্বের প্রবক্তা কে?

  • ক. আইজ্যাক নিউটন
  • খ. অ্যালো হ্যাজেন
  • গ. গ্যালিলিও
  • ঘ. রামফোর্ড

উত্তরঃ আইজ্যাক নিউটন

বিস্তারিত

কোন শহরটি "বিগ অ্যাপেল" নামে পরিচিত?

  • ক. লন্ডন
  • খ. প্যারিস
  • গ. সিঙ্গাপুর
  • ঘ. নিউইয়র্ক

উত্তরঃ নিউইয়র্ক

বিস্তারিত

আকাশের উজ্জ্বলতম নক্ষত্র কোনটি?

  • ক. লুব্ধক
  • খ. সূর্য
  • গ. প্রক্সিমার্সেন্টরাই
  • ঘ. ধ্রুবতারা

উত্তরঃ লুব্ধক

বিস্তারিত

আসাদগেট নামের পটভূমির সাথে জড়িত কোন সোন?

  • ক. ১৯৪৭ সন
  • খ. ১৯৫২ সন
  • গ. ১৯৬৯ সন
  • ঘ. ১৯৭১ সন

উত্তরঃ ১৯৬৯ সন

বিস্তারিত

ঢাকার ধোলাইখাল কে খনন করেন?

  • ক. ইসলাম খান
  • খ. সরফরাজ খান
  • গ. মুর্শিদ কুলি খান
  • ঘ. ঈশা খান

উত্তরঃ ইসলাম খান

বিস্তারিত

'ভেটো' কথাটি কোন শব্দ থেকে আগত?

  • ক. ল্যাটিন
  • খ. গ্রিক
  • গ. ফ্রেঞ্চ
  • ঘ. ইংরেজি

উত্তরঃ ল্যাটিন

বিস্তারিত

'সাক্ষী গোপাল' বাগধারাটির অর্থ কী?

  • ক. অপদার্থ
  • খ. মূর্খ
  • গ. নিরেট বোকা
  • ঘ. নিষ্ক্রিয় দর্শক

উত্তরঃ নিষ্ক্রিয় দর্শক

বিস্তারিত

সম্বোধন পদে কোন যতিচিহ্ন

  • ক. কমা
  • খ. ড্যাস
  • গ. সেমিকোলন
  • ঘ. হাইফেন

উত্তরঃ কমা

বিস্তারিত

কোন বানানটি শুদ্ধ?

  • ক. স্বায়ত্ব
  • খ. স্বায়াত্ব
  • গ. স্বায়ত্ত
  • ঘ. স্বাযত্ত্ব

উত্তরঃ স্বায়ত্ত

বিস্তারিত

'চতুষ্পদ' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?

  • ক. চতুর+পদ
  • খ. চতুষ+পদ
  • গ. চতু+পদ
  • ঘ. চতুঃ+পদ

উত্তরঃ চতুঃ+পদ

বিস্তারিত

'মানব' শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

  • ক. মুন+ষ্ণ
  • খ. মনু+অব
  • গ. মনু+ষ্ণ
  • ঘ. মা+নব

উত্তরঃ মনু+ষ্ণ

বিস্তারিত

'পাপে বিরত থাকো'—কোন কারকে কোন বিভক্তি?

  • ক. অপাদানে ৭মী
  • খ. করণ কারকে ৭মী
  • গ. অধিকরণে ৭মী
  • ঘ. কর্মকারকে ৭মী

উত্তরঃ অপাদানে ৭মী

বিস্তারিত

বিভক্তিহীন নামপদকে কী বলে?

  • ক. বিশেষ্য
  • খ. সমাস
  • গ. অব্যয়
  • ঘ. প্রাতিপদিক

উত্তরঃ প্রাতিপদিক

বিস্তারিত

ভূ-মধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালির অবস্থান?

  • ক. হরমুজ
  • খ. বসফরাস
  • গ. পক
  • ঘ. জিব্রাল্টার

উত্তরঃ জিব্রাল্টার

বিস্তারিত

"War and Peace" উপন্যাসের রচয়িতা কে?

  • ক. কার্ল মার্কস
  • খ. জেন অস্টিন
  • গ. মন্টেস্কু
  • ঘ. লিও টলস্টয়

উত্তরঃ লিও টলস্টয়

বিস্তারিত

কোনটিতে রোবটের ব্যবহার করা হয়?

  • ক. জটিল সার্জারি চিকিৎসায়
  • খ. ব্যক্তির স্বাক্ষর শনাক্তকরণে
  • গ. নতুন জাতের বীজ উৎপাদনে
  • ঘ. টেনিস বলের আকৃতি তৈরিতে

উত্তরঃ জটিল সার্জারি চিকিৎসায়

বিস্তারিত

"আল আকসা মসজিদ কোথায় অবস্থিত?

  • ক. ফিলিস্তিন
  • খ. ইসরাইল
  • গ. আলজেরিয়া
  • ঘ. সৌদি আরব

উত্তরঃ ফিলিস্তিন

বিস্তারিত

পৃথিবীতে সবচেয়ে মূল্যবান ধাতু কোনটি?

  • ক. শ্বর্ণ
  • খ. হীরা
  • গ. সিলভার
  • ঘ. প্লাটিনাম

উত্তরঃ প্লাটিনাম

বিস্তারিত

দেহ বৃদ্ধিকারক হরমোন কোনটি?

  • ক. থাইরক্সিন
  • খ. প্রোল্যাকটিন
  • গ. এড্রিনালিন
  • ঘ. সোমোটোট্রফিক

উত্তরঃ সোমোটোট্রফিক

বিস্তারিত

The doctor will come back to the ward in no time. The underlined phrase means ___

  • ক. instantly
  • খ. hardly
  • গ. always
  • ঘ. never

উত্তরঃ instantly

বিস্তারিত

The memoranda ___ not important.

  • ক. is
  • খ. has
  • গ. have
  • ঘ. are

উত্তরঃ are

বিস্তারিত

The word 'decade' refers to ___

  • ক. thirty years
  • খ. fifty years
  • গ. ten years
  • ঘ. twenty five years

উত্তরঃ ten years

বিস্তারিত

No spelling occurs in ___

  • ক. extravagant
  • খ. pronounciation
  • গ. spureous
  • ঘ. temporery

উত্তরঃ extravagant

বিস্তারিত

None but _ brave deserve ___ fair.

  • ক. a, an
  • খ. the, the
  • গ. the, no article
  • ঘ. no article, the

উত্তরঃ the, the

বিস্তারিত

If you help me, I ___ grateful.

  • ক. will be remain
  • খ. should remain
  • গ. will remain
  • ঘ. would remain

উত্তরঃ will remain

বিস্তারিত

Which is the correct form of Assertive of "Who does not like a rose?"

  • ক. All of us likes a rose.
  • খ. Nobody likes a rose.
  • গ. Everyone dislikes a rose.
  • ঘ. Everyone likes a rose

উত্তরঃ Everyone likes a rose

বিস্তারিত

Had you walked fast, you ___ the train.

  • ক. will not miss
  • খ. will not have missed
  • গ. would not have missed
  • ঘ. would not miss

উত্তরঃ would not have missed

বিস্তারিত

গাছে এখনো ফল ধরে নাই'— The best translation is ___

  • ক. The tree can not bear fruit.
  • খ. The tree has not given fruit yet.
  • গ. The tree has not caught any fruit.
  • ঘ. The tree has not yet borne fruit.

উত্তরঃ The tree has not given fruit yet.

বিস্তারিত

The word 'heritage' refers to ___

  • ক. heir
  • খ. tradition
  • গ. legitimacy
  • ঘ. intrigue

উত্তরঃ tradition

বিস্তারিত

কোনটি ‘উপপদ তৎপুরুষের' উদাহরণ?

  • ক. ছেলেধরা
  • খ. প্রতিবাদ
  • গ. বিলাতফেরত
  • ঘ. উপগ্রহ

উত্তরঃ ছেলেধরা

বিস্তারিত

সমাসবদ্ধ পদ কোনটি?

  • ক. আকাশ
  • খ. ছাড়পত্র
  • গ. মৃত্তিকা
  • ঘ. সাগর

উত্তরঃ ছাড়পত্র

বিস্তারিত

কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাস এর উদাহরণ?

  • ক. চিরসুখী
  • খ. দশানন
  • গ. গায়েহলুদ
  • ঘ. কানাকানি

উত্তরঃ কানাকানি

বিস্তারিত

'পোস্টাল কোড' কী নির্দেশ করে?

  • ক. প্রাপকের এলাকা
  • খ. ডাকবিভাগের নাম
  • গ. পোস্ট অফিসের নাম
  • ঘ. প্রেরকের এলাকা

উত্তরঃ প্রাপকের এলাকা

বিস্তারিত

উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়?

  • ক. বায়োমেট্রিক্স
  • খ. ভার্চুয়াল রিয়ালিটি
  • গ. ন্যানোটেকনোলজি
  • ঘ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং

উত্তরঃ জেনেটিক ইঞ্জিনিয়ারিং

বিস্তারিত

বাংলাদেশের উষ্ণতম স্থান কোনটি?

  • ক. লালখান
  • খ. লালপুর
  • গ. রাজশাহী
  • ঘ. বগুড়া

উত্তরঃ লালপুর

বিস্তারিত

'সন্ধি' ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?

  • ক. রূপতত্ত্বে
  • খ. বাক্যতত্ত্বে
  • গ. অর্থতত্ত্বে
  • ঘ. ধ্বনিতত্ত্বে

উত্তরঃ বাক্যতত্ত্বে

বিস্তারিত

ঢাকা+ঈশ্বরী=ঢাকেশ্বরী—নিচের কোন নিয়মে হয়েছে?

  • ক. আ+ঈ=এ
  • খ. অ+ঈ=এ
  • গ. আ+ই=এ
  • ঘ. অ+ই=এ

উত্তরঃ আ+ঈ=এ

বিস্তারিত

বন্ধনী চিহ্ন সাহিত্যে কী অর্থে ব্যবহৃত হয়?

  • ক. ধাতু বোঝাতে
  • খ. অর্থমূলক
  • গ. ব্যাখ্যামূলক
  • ঘ. উৎপন্ন বোঝাতে

উত্তরঃ ব্যাখ্যামূলক

বিস্তারিত

The price of mango is high in our country. ___ , we turn this land into a mango orchard?

  • ক. as if
  • খ. would rather
  • গ. what's it like
  • ঘ. what if

উত্তরঃ what if

বিস্তারিত

Ignorance is obstacle ___ progress.

  • ক. from
  • খ. to
  • গ. for
  • ঘ. with

উত্তরঃ to

বিস্তারিত

"আলোর কণা” তত্ত্বের প্রবক্তা কে?

  • ক. আইজ্যাক নিউটন
  • খ. অ্যালো হ্যাজেন
  • গ. গ্যালিলিও
  • ঘ. রামফোর্ড

উত্তরঃ আইজ্যাক নিউটন

বিস্তারিত

Edition শব্দের অর্থ

  • ক. সংস্করণ
  • খ. সম্পাদক
  • গ. সম্পাদকীয়
  • ঘ. অনুসন্ধান

উত্তরঃ সংস্করণ

বিস্তারিত

ইউনেস্কো কবে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে?

  • ক. ১৯৯৬ সাল
  • খ. ১৯৯৭ সাল
  • গ. ১৯৯৮ সাল
  • ঘ. ১৯৯৯ সাল

উত্তরঃ ১৯৯৭ সাল

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics