১৮তম বিসিএস প্রিলি
‘বাঙ্গালীর ইতিহাস’ বইটির লেখক কে?
- ক. নীহাররঞ্জন রায়
- খ. আর. সি. মজুমদার
- গ. অধ্যাপক আব্দুল করিম
- ঘ. অধ্যাপক সুনীতি কুমার সেন
উত্তরঃ নীহাররঞ্জন রায়
কোন বইটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়?
- ক. শেষের কবিতা
- খ. দোলন চাঁপা
- গ. সোনার তরী
- ঘ. মানসী
উত্তরঃ দোলন চাঁপা
কাজী ইমদাদুল হক-এর ‘আব্দুল্লাহ’ উপন্যাসের উপজীব্য কী?
- ক. চাষী জীবনের করুণ চিত্র
- খ. কৃষক সমাজের সংগ্রামশালী
- গ. তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র
- ঘ. মুসলিম জমিদার শ্রেণির জীবন কাহিনী
উত্তরঃ তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র
- ক. কবি ফেরদৌসী
- খ. মওলানা রুমী
- গ. কবি নিজামী
- ঘ. কবি জমি
উত্তরঃ কবি ফেরদৌসী
‘তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি’ - এটা কোন ধরনের বাক্য?
- ক. যৌগিক বাক্য
- খ. সাধারন বাক্য
- গ. মিশ্য বাক্য
- ঘ. সরল বাক্য
উত্তরঃ যৌগিক বাক্য
‘দোলনা’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
- ক. দুল্+অন
- খ. দোল্+না
- গ. দোল্+অনা
- ঘ. দোলনা+অ
উত্তরঃ দুল্+অন
সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
- ক. রূপতত্ত্ব
- খ. ধ্বনিতত্ত্ব
- গ. পদক্রম
- ঘ. বাক্য প্রকরণ
উত্তরঃ ধ্বনিতত্ত্ব
- ক. পড়ার সুবিধা
- খ. লেখার সুবিধা
- গ. উচ্চারণের সুবিধা
- ঘ. শোনার সুবিধা
উত্তরঃ উচ্চারণের সুবিধা
- ক. Transgress
- খ. Purloin
- গ. Invade
- ঘ. Indtrude
উত্তরঃ Transgress
- ক. Stenographer : typewriter
- খ. Painter : waves
- গ. Lawyer : brief
- ঘ. Seamstress : scissors
উত্তরঃ Seamstress : scissors
- ক. Accident : delay
- খ. Water : waves
- গ. Event : memories
- ঘ. Wood : splinters
উত্তরঃ Event : memories
- ক. determined - resolution
- খ. established - question
- গ. ignored - danger
- ঘ. diminished - disprepute
উত্তরঃ established - question
Because she had reputation for - we were surprised and pleased when fairly she greeted us to - .
- ক. insolence - irately
- খ. insouciance - cordially
- গ. arrogance - disdainfully
- ঘ. querulousness - affably
উত্তরঃ querulousness - affably
- ক. sarcastic - unfair
- খ. metaphorical - implied
- গ. sanguine - inherent
- ঘ. blatant - overt
উত্তরঃ blatant - overt
All of the people at the AAME conference are -
- ক. Mathematic teachers
- খ. Mathematics teachers
- গ. Mathematics teacher
- ঘ. Mathematic's teachers
উত্তরঃ Mathematics teachers
Prices for bycycles run - TK. 2,00,00.
- ক. as high as
- খ. so high as
- গ. as high to
- ঘ. as high for
উত্তরঃ as high as
Travelers - their reservations well in advance if they want to fly during the Eid holidays.
- ক. had better to get
- খ. had to get batter
- গ. had better get
- ঘ. had better got
উত্তরঃ had better get
A seventeen year old is not - to vote in an election.
- ক. old enough
- খ. as old enough
- গ. enough old
- ঘ. enough old as
উত্তরঃ old enough
Almost everyone fails - on the first try.
- ক. in passing his drivers's test
- খ. to his driver's test
- গ. to have passed his driver's test
- ঘ. passing his driver's test
উত্তরঃ to have passed his driver's test
সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষণ সময় লাগে?
- ক. ৮.৩২ মিনিট
- খ. ৯.১২ মিনিট
- গ. ৭.৯৬ মিনিট
- ঘ. ১০.৬৫ মিনিট
উত্তরঃ ৮.৩২ মিনিট
এই শতাব্দীর সবচেয়ে উজ্জ্বল ধূমকেতু কোনটি?
- ক. হ্যালির ধূমকেতু
- খ. হেলবপ ধূমকেতু
- গ. শুমেকার -লেভী ধূমকেতু
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ হেলবপ ধূমকেতু
- ক. মঙ্গলগ্রহের একটি উপগ্রহ
- খ. বৃহস্পতি গ্রহের একটি উপগ্রহ
- গ. শনি গ্রহের একটি উপগ্রহ
- ঘ. পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ
উত্তরঃ পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ
বিদ্যুৎকে সাধারণ মানুষের কাজে লাগানোর জন্য কোন বিজ্ঞানীর অবদান সবচেয়ে বেশি?
- ক. বেঞ্জামিন ফ্রাঙ্কলিন
- খ. আইজ্যাক নিউটন
- গ. টমাস এডিসন
- ঘ. ভোল্টা
উত্তরঃ টমাস এডিসন
ভূ-পৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে কী বলে?
- ক. ছায়াবৃত্ত
- খ. গুরুতবৃত্ত
- গ. উষা
- ঘ. গোধূলি
উত্তরঃ ছায়াবৃত্ত
সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত?
- ক. ৭.৬ সে.মি
- খ. ৭৬ সে.মি.
- গ. ৭২ সে.মি.
- ঘ. ৭৭ সে.মি.
উত্তরঃ ৭৬ সে.মি.
ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালির অবস্থান?
- ক. হরমুজ
- খ. জিব্রাল্টার
- গ. বসফরাস
- ঘ. দার্দানেলিস
উত্তরঃ জিব্রাল্টার
- ক. অমাবস্যায়
- খ. একাদশীতে
- গ. অষ্টমীতে
- ঘ. পঞ্চমীতে
উত্তরঃ অমাবস্যায়
মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত?
- ক. সেগুনবাগিচা
- খ. ধানমন্ডি
- গ. মগবাজার
- ঘ. বনানী
সঠিক উত্তরের জন্য বিস্তারিত দেখুন
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল?
- ক. তিন নম্বর সেক্টর
- খ. দুই নম্বর সেক্টর
- গ. চার নম্বর সেক্টর
- ঘ. এক নম্বর সেক্টর
উত্তরঃ দুই নম্বর সেক্টর
মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য কয়জনকে সর্বোচ্চ সম্মান ‘বীরশ্রেষ্ঠ’ খেতাব দেওয়া হয়?
- ক. ৯ জন
- খ. ৭ জন
- গ. ৮ জন
- ঘ. ১০ জন
উত্তরঃ ৭ জন
- ক. ঢাকায়
- খ. নারায়ণঞ্জে
- গ. লাহোরে
- ঘ. করাচিতে
উত্তরঃ লাহোরে
- ক. জনগণের সেবা করিবার
- খ. রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করিবার
- গ. সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করিবার
- ঘ. সংবিধানের প্রতি আনুগত্য প্রকাশ করিবার
উত্তরঃ জনগণের সেবা করিবার
বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স কত দরকার?
- ক. ৩০ বছর
- খ. ২৫ বছর
- গ. ৩৫ বছর
- ঘ. ৪০ বছর
উত্তরঃ ২৫ বছর
বাংলাদেশে কোন দেশ থেকে সবচেয়ে বেশি সরাসরি বৈদেশিক বিনিয়োগ (Direct Foreign Invesment) হয়েছে?
- ক. জাপান
- খ. যুক্তরাজ্য
- গ. দক্ষিণ কোরিয়া
- ঘ. মালয়েশিয়া
উত্তরঃ মালয়েশিয়া
বর্তমান সরকার কয়টি স্তরে স্থানীয় সরকার প্রতিষ্ঠার চিন্তা-ভাবনা করছেন?
- ক. ৪টি স্তরে
- খ. ৩টি স্তরে
- গ. ২টি স্তরে
- ঘ. ১টি স্তরে
উত্তরঃ ৩টি স্তরে
জনাব এফ, আর, খান বাংলাদেশের গৌরব। তিনি কী ছিলেন?
- ক. স্থপতি
- খ. ক্যান্সার চিকিৎসক
- গ. আণবিক বিজ্ঞানী
- ঘ. কম্পিউটার বিজ্ঞানী
উত্তরঃ স্থপতি
- ক. সালমা সোবহান
- খ. সালমা খান
- গ. নাজমা চৌধুরী
- ঘ. হামিদা হোসেন
উত্তরঃ সালমা খান
খুলনা হার্ডবোর্ড মিলে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় কোন ধরনের কাঠ?
- ক. চাপালিশ
- খ. কেওড়া
- গ. গেওয়া
- ঘ. সুন্দরী
উত্তরঃ সুন্দরী
দিনাজপুর জেলায় বড়পুকুরিয়ায় কিসের খনির প্রকল্প কাজ চলছে?
- ক. কঠিন শিলা
- খ. কয়লা
- গ. চুনাপাথর
- ঘ. সাদামাটি
উত্তরঃ কয়লা
বাংলাদেশে বিদ্যুৎ শক্তির উৎস্য -
- ক. খনিজ তেল
- খ. প্রাকৃতিক গ্যাস
- গ. পাহাড়ি নদী
- ঘ. উপরের সবগুলোই
উত্তরঃ উপরের সবগুলোই
তৈরি পোশাক থেকে বাংলাদেশের রপ্তানি আয়ের শতকরা কত ভাগ আসে (১৯৯৫-৯৬ এর হিসাব মত)?
- ক. প্রায় ৫০ ভাগ
- খ. প্রায় ৫৪ ভাগ
- গ. প্রায় ৫৬ ভাগ
- ঘ. প্রায় ৬০ ভাগ
উত্তরঃ প্রায় ৫৬ ভাগ
Adult Cell ক্লোন করে যে ভেড়ার জম্ম হয়েছে তার নাম দেওয়া হয়েছে?
- ক. শেলী
- খ. ডলি
- গ. মলি
- ঘ. নেলী
উত্তরঃ ডলি
নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেল ধনী হয়েছিলেন-
- ক. তেলের খনির মালিক হয়ে
- খ. উন্নত ধরনের বিস্ফোরক আবিষ্কার করে
- গ. জাহাজের ব্যবসা করে
- ঘ. ইস্পাত কারখানার মালিক হিসেবে
উত্তরঃ উন্নত ধরনের বিস্ফোরক আবিষ্কার করে
স্টিফেন হকিং বিশ্বের একজন খুবই বিখ্যাত-
- ক. দার্শনিক
- খ. পদার্থবিদ
- গ. রাসায়নবিদ
- ঘ. কবি
উত্তরঃ পদার্থবিদ
একজন রাজনীতিবিদ কিন্তু সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন-
- ক. চার্চিল
- খ. কিসিঞ্জার
- গ. দ্য গল
- ঘ. রুজভেল্ট
উত্তরঃ চার্চিল
সম্প্রতি কুয়ালালামপুরে অনুষ্ঠিত আইসিসি ট্রফিতে কয়টি দেশ অংশগ্রহণ করে?
- ক. ২০
- খ. ২৩
- গ. ২১
- ঘ. ২২
উত্তরঃ ২২
জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় নিহত হয়েছিলেন?
- ক. ‘ট্রিগভে লাই
- খ. কুর্ট ওয়ার্ন্ডহেইম
- গ. দ্যাগ হ্যামারাশোল্ড
- ঘ. উথান্ট
উত্তরঃ দ্যাগ হ্যামারাশোল্ড
‘মোনালিসা’ চিত্রটির চিত্রকর কে?
- ক. মাইকেল এঞ্জেলো
- খ. লিওনার্দো দ্য ভিঞ্চি
- গ. ভ্যানগঘ
- ঘ. পাবলো পিকাসো
উত্তরঃ লিওনার্দো দ্য ভিঞ্চি
কোন দেশে ‘তালেবান’ নামক রাজনৈতিক গ্রুপ ক্ষমতায় অধিষ্ঠিত?
- ক. সুদান
- খ. তিউনিসিয়া
- গ. ইয়েমেন
- ঘ. আফগানিস্তান
উত্তরঃ আফগানিস্তান
২০০০ সাল নাগাদ ঢাকা শহরের জনসংখ্যা কত হবে বলে সম্প্রতি রিপোর্ট বেরিয়েছে?
- ক. ২০ মিলিয়ন
- খ. ১২ মিলিয়ন
- গ. ১০ মিলিয়ন
- ঘ. ২৩ মিলিয়ন
উত্তরঃ ১০ মিলিয়ন
- ক. আশার কথা
- খ. সৌভাগ্যের বিষয়
- গ. মজা পাওয়া
- ঘ. আনন্দের বিষয়
উত্তরঃ সৌভাগ্যের বিষয়