১৭তম বিসিএস প্রিলি
বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদ-এর আবিষ্কারক-
- ক. ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ
- খ. ডক্টর সুনীতিকুমার চট্রোপাধ্যায়
- গ. ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী
- ঘ. ডক্টর সুকুমার সেন
উত্তরঃ ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী
হিন্দি পদুমাবৎ- এর অবলম্বনে পদ্মবতী কাব্যের রচয়িতা-
- ক. দৌলত উজির বাহরাম খান
- খ. সৈয়দ সুলতান
- গ. আবদুল করিম সাহিত্যবিশারদ
- ঘ. আলাওল
উত্তরঃ আলাওল
তত্ত্ববোধিনী পত্রিকা প্র্রথম প্রকাশিত হয়-
- ক. ১৮৪১ সালে
- খ. ১৮৪২ সালে
- গ. ১৯৫০ সালে
- ঘ. ১৮৪৩ সালে
উত্তরঃ ১৮৪৩ সালে
‘বীরবল’ নিম্নোক্ত একজন লেখকের ছদ্মনাম-
- ক. প্রমথ চৌধুরী
- খ. ধূর্জটিপ্রসাদ মুখোপাধ্যায়
- গ. সুধীন্দ্রনাথ দত্ত
- ঘ. নবীনচন্দ্র সেন
উত্তরঃ প্রমথ চৌধুরী
“আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে” লাইনটি নিম্নোক্ত একজনের কাব্যে পাওয়া যায়-
- ক. মুকুন্দরাম চক্রবর্তী
- খ. ভারতচন্দ্র রায়গুণাকর
- গ. মদনমোহন তর্কালংকার
- ঘ. কামিনী রায়
উত্তরঃ ভারতচন্দ্র রায়গুণাকর
১৯৯৪ সালে যে প্রবন্ধকার বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন-
- ক. হুমায়ন আজাদ
- খ. আহমদ রফিক
- গ. ওয়াকিল আহমদ
- ঘ. আবদুল মতিন খান
উত্তরঃ ওয়াকিল আহমদ
‘কেউ মালা, কেউ তসবি গলায়, তাইতো জাত ভিন্ন বলায়’ এই পঙক্তিটি নিচের একজনের লেখা-
- ক. লালন শাহ্
- খ. সিরাজ সাঁই
- গ. মদন বাউল
- ঘ. পাগলা কানাই
উত্তরঃ লালন শাহ্
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. মোহাম্মদ মনিরুজ্জামান
- গ. সত্যেন্দ্রনাথ দত্ত
- ঘ. নির্মলেন্দু গুন
উত্তরঃ সত্যেন্দ্রনাথ দত্ত
‘মানব জীবন’ ‘মহৎ জীবন’ ‘উন্নত জীবন’ প্রভৃতি গ্রন্থের রচয়িতা-
- ক. এস. ওয়াজেদ আলী
- খ. এয়াকুব আলী চৌধুরী
- গ. মোঃ লুৎফর রহমান
- ঘ. মোঃ ওয়াজেদ আলী
উত্তরঃ মোঃ লুৎফর রহমান
‘কৌশলে কার্যোদ্ধার’ - কোনটির অর্থ?
- ক. গাছে তুলে মই কাড়া
- খ. এক ক্ষুরে মাথা মুড়ানো
- গ. ধরি মাছ না ছুঁই পানি
- ঘ. আকাশের চাঁদ হাতে পাওয়া
উত্তরঃ ধরি মাছ না ছুঁই পানি
‘লাপাত্তা’ শব্দের ‘লা’ উপসর্গটি বাংলা ভাষায় এসেছে-
- ক. আরবি ভাষা থেকে
- খ. ফরাসি ভাষা থেকে
- গ. হিন্দি ভাষা থেকে
- ঘ. উর্দু ভাষা থেকে
উত্তরঃ আরবি ভাষা থেকে
‘হযরত মোহাম্মদ (সঃ) ছিলেন একজন আদর্শ মানব’- বাক্যটি নিম্নােক্ত একটি শ্রেণির-
- ক. মিশ্র
- খ. জটিল
- গ. যৌগিক
- ঘ. সরল
উত্তরঃ সরল
- ক. দ্বন্দ্ব
- খ. বহু্ব্রীহি
- গ. কর্মধারয়
- ঘ. তৎপুরুষ
উত্তরঃ বহু্ব্রীহি
শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দসমষ্টিকে ভাগ করা যায়-
- ক. দুই ভাগে
- খ. তিন ভাগে
- গ. চার ভাগে
- ঘ. পাঁচ ভাগে
উত্তরঃ তিন ভাগে
The sentence with correct punctuation-
- ক. Maria, my student, is on leave today.
- খ. Maria my student, is on leave today.
- গ. Maria my student, is on leave today.
- ঘ. Maria my student, is on leave today.
উত্তরঃ Maria, my student, is on leave today.
The best passive form of the sentence: 'we don't like idle people' -
- ক. We are not liked by idle people
- খ. Idle people are not like us.
- গ. Idle people are not liked by us.
- ঘ. Idle people are not of our liking.
উত্তরঃ Idle people are not liked by us.
The corret sentence of the following:
- ক. The Nile is longest the river in Africa.
- খ. The Nile is longest river in the Africa.
- গ. Nile is longest river in Africa.
- ঘ. The Nile is the longest river in Africa.
উত্তরঃ The Nile is the longest river in Africa.
When a person says 'he's all in'. it means-
- ক. He is very tired
- খ. He has arrived
- গ. He has finished packing
- ঘ. He has got everything.
উত্তরঃ He is very tired
- ক. A chart of bus fare
- খ. A price list
- গ. A valuable document
- ঘ. A list of dishes at a restaurant
উত্তরঃ A list of dishes at a restaurant
- ক. A musical instrument
- খ. A well planned programme
- গ. A noisy activity
- ঘ. A musical drama
উত্তরঃ A noisy activity
- ক. Securities issued by the gevernment
- খ. Industrial shares considered to be a safe investment
- গ. Industrial shares considered to be risky investment
- ঘ. Flat plastic counters used as money tokens.
উত্তরঃ Industrial shares considered to be a safe investment
- ক. A large solid of stone
- খ. A device to cut off a person head as a punishment
- গ. Something that makes movement difficult
- ঘ. A powerful explosive to demolish building.
উত্তরঃ A powerful explosive to demolish building.
Any one of the following pairs are literary collaborators -
- ক. Eliot and pound
- খ. Yeats and Eliot
- গ. People and Dryden
- ঘ. Shelley and Keats
সঠিক উত্তরের জন্য বিস্তারিত দেখুন
The correct sentence of the following:
- ক. A new cabinet has been sworn in Dhaka
- খ. A new cabinet has been sworn at Dhaka
- গ. A new cabinet has been sworn by Dhaka
- ঘ. A new cabinet has sworn in Dhaka
উত্তরঃ A new cabinet has been sworn in Dhaka
'To read between the lines' means-
- ক. To read carefully
- খ. To read only some lines
- গ. To read quickly to save time
- ঘ. To read carefully to find out any hidden meaning
উত্তরঃ To read carefully to find out any hidden meaning
The ladt word of the proverd 'Handsome is that handsome'-
- ক. word
- খ. thinks
- গ. says
- ঘ. does
উত্তরঃ does
Browing was the composer of any of the following poems -
- ক. Two Voices
- খ. The Scholar Gipsy
- গ. Andrea Del Sarto
- ঘ. Oneone
উত্তরঃ Andrea Del Sarto
- ক. whether
- খ. in case
- গ. unless
- ঘ. perhaps
উত্তরঃ in case
- ক. Privilege
- খ. Utility
- গ. French
- ঘ. Frankness
উত্তরঃ Privilege
- ক. Humouros
- খ. Humourious
- গ. Humorous
- ঘ. Homorious
উত্তরঃ Humorous
- ক. A true statement
- খ. Equal opportunity to get a job
- গ. Free expression of opinion
- ঘ. Two contrary things in the same statement
উত্তরঃ Two contrary things in the same statement
- ক. Protein-P53
- খ. Protein-P51
- গ. Protein-P49
- ঘ. Protein-P54
উত্তরঃ Protein-P49
আরব দেশসমূহ পাশ্চাত্যের ওপর প্রথম তেল অবরোধ করে -
- ক. ১৯৭০ সালে
- খ. ১৯৭৩ সালে
- গ. ১৯৭৪ সালে
- ঘ. ১৯৭৮ সালে
উত্তরঃ ১৯৭৩ সালে
পোলিও টিকার আবিষ্কারক জোনাস সাল্ক যুক্তরাষ্ট্রের একটি শহরে মারা যান। শহরটির নাম -
- ক. La Martini
- খ. La Zola
- গ. San Antonio
- ঘ. San Hose
উত্তরঃ La Zola
বাংলাদেশের গবাদি পশুতে প্রথম ভ্রূণ বদল করা হয় -
- ক. ৫ মে, ১৯৯৪
- খ. ৬ এপ্রিল, ১৯৯৪
- গ. ৫ মে, ১৯৯৫
- ঘ. ৭ মে, ১৯৯৫
উত্তরঃ ৫ মে, ১৯৯৫
বেনেলাক্স (Benelux) বলতে দেশগুলোকে বোঝায় -
- ক. সুইডেন, নরওয়ে
- খ. চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, জার্মানি
- গ. বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ
- ঘ. ইংল্যান্ড, আইরিশ প্রজাতন্ত্র, ফ্রান্স
উত্তরঃ বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ
বাংলাদেশে ঢোকার পর গঙ্গা নদী বহ্মপুত্র - যমুনার সাথে নিম্নোক্ত একটা জায়গায় মেশে-
- ক. গোয়ালন্দ
- খ. বাহাদুরাবাদ
- গ. ভৈরববাজার
- ঘ. নারায়ণগঞ্জ
উত্তরঃ গোয়ালন্দ
১৮৭৪ সালে ঢাকা শহরে পানি সরবরাহ করার জন্য প্রথম পানি সরবরাহ কার্যক্রম স্থাপিত হয় -
- ক. সদরঘাটে
- খ. চাঁদনীঘাটে
- গ. পোস্তগোলায়
- ঘ. শ্যামবাজারে
উত্তরঃ চাঁদনীঘাটে
ঢাকার বড় কাটরা ও ছোট কাটরা শহরের নিম্নোক্ত একটি এলাকায় অবস্থিত -
- ক. চকবাজার
- খ. সদরঘাট
- গ. লালবাগ
- ঘ. ইসলামপুর
উত্তরঃ চকবাজার
পর্তুগিজ ভাষা থেকে নিম্নোক্ত একটি শব্দ বাংলা ভাষায় আত্তীকরণ করা হয়েছে-
- ক. টেবিল
- খ. চেয়ার
- গ. বালতি
- ঘ. শরবত
উত্তরঃ বালতি
‘কর্নার স্টোন অব পিস’- এই স্মৃতিসৌধটি সম্প্রতি স্থাপিত হয়েছে -
- ক. ম্যাকাও
- খ. হাইতি
- গ. ওকিনাওয়া
- ঘ. ভিয়েতনাম
উত্তরঃ ওকিনাওয়া
বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম -
- ক. রাজ কাঁকড়া
- খ. গণ্ডার
- গ. পিপীলিকাভুক্ত ম্যানিস
- ঘ. স্লো লোরিস
উত্তরঃ রাজ কাঁকড়া
‘অ্যাকোয়া রেজিয়া ‘ বলতে বুঝায় -
- ক. কনসেনট্রেড সালফিউরিক এসিড
- খ. কনসেনট্রেড নাইট্রিক এসিড
- গ. কনসেনট্রেড নাইট্রিক এসিড ও সালফিউরিক এসিডের মিশ্রণ
- ঘ. কনসেনট্রেড নাইট্রিক এসিড ও হাইড্রোক্লোরিক এসিডের মিশ্রণ
উত্তরঃ কনসেনট্রেড নাইট্রিক এসিড ও হাইড্রোক্লোরিক এসিডের মিশ্রণ
বায়ুমণ্ডলের চাপের ফলে ভূ-গর্ভস্থ পানি লিফট পাম্পের সাহায্যে সর্বেচ্চে যে গভীরতায় ওঠানো যায় -
- ক. ১ মিটার
- খ. ১০ মিটার
- গ. ১৫ মিটার
- ঘ. ৩০ মিটার
উত্তরঃ ১০ মিটার
- ক. জেলি ও মসলা
- খ. ভোজ্যতেল ও সোডা
- গ. সাবান ও পাউডার
- ঘ. ফ্লোরাইড ও ক্লোরোফিল
উত্তরঃ সাবান ও পাউডার
পানির ছোট ফোঁটা পানির যে গুনের জন্য গোলাকৃতি হয় -
- ক. সান্দ্রতা
- খ. স্থিতিস্থাপকতা
- গ. প্লবতা
- ঘ. পৃষ্ঠটান
উত্তরঃ পৃষ্ঠটান
- ক. জমাট হরমোন
- খ. প্রহাহের ফল
- গ. খোলসের টুকরা
- ঘ. চোখের মণি
উত্তরঃ প্রহাহের ফল
- ক. পর্বতারোহণ সামগ্রী
- খ. ছোট কুকুর
- গ. বাদ্যযন্ত্র
- ঘ. ছোট কম্পিউটার
উত্তরঃ ছোট কম্পিউটার
বাংলাদেশের পাহাড় শ্রেণির ভূ-তাত্ত্বিক যুগের ভূমিরূপ হচ্ছে -
- ক. প্লাইস্টোসিন যুগের
- খ. টারশিয়ারী যুগের
- গ. মায়োসিন যুগের
- ঘ. ডেবোনিয়ান যুগের
উত্তরঃ টারশিয়ারী যুগের
বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম -
- ক. তেঁতুলিয়া
- খ. পঞ্চগড়
- গ. বাংলাবান্ধা
- ঘ. নকশালবাড়ী
উত্তরঃ বাংলাবান্ধা
‘সোয়াচ অব নো গ্রাউন্ড’ এর মানে -
- ক. একটি খেলার মাঠ
- খ. একটি প্লাবন ভূমির নাম
- গ. বঙ্গোপসাগরের একটি খাদের নাম
- ঘ. ঢাকা সেনানিবাসের পোলো গ্রাউন্ডের নাম
উত্তরঃ বঙ্গোপসাগরের একটি খাদের নাম
নয়া আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার প্রস্তাব জাতিসংঘের সাধারণ পরিষদের কোন বিশেষ অধিবেশনে গৃহীত হয়?
- ক. দ্বিতীয়
- খ. তৃতীয়
- গ. পঞ্চম
- ঘ. ষষ্ঠ
উত্তরঃ ষষ্ঠ
মধ্য এশিয়ায় অবস্থিত আয়তনে সর্ববৃহৎ প্রজাতন্ত্রের নাম -
- ক. তাজিকিস্তান
- খ. কাজাখস্তান
- গ. উজবেকিস্তান
- ঘ. কিরগিজস্তান
উত্তরঃ কাজাখস্তান
জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
- ক. হারারে, ১৯৮৯ সালে
- খ. বেলগ্রেড, ১৯৬১ সালে
- গ. হাভানা, ১৯৭৩ সালে
- ঘ. কায়রো, ১৯৭০ সালে
উত্তরঃ বেলগ্রেড, ১৯৬১ সালে
১৭২৫ সালে বিশ্বের প্রাচীনতম রেস্তোরাঁ চালু করেছিল ইউরোপের একটি শহরে, তার নাম এবং রেস্তোরাঁর নাম -
- ক. ইতালি মিলান শহর, মালদিনীয়ানি
- খ. জার্মানির হামবুর্গ শহর, ক্যাসানোভা
- গ. স্পেনের মাদ্রিদ শহর, কাসা বোডিল
- ঘ. ফ্রান্সের টুলোন শহর, লাফ্রাসে
উত্তরঃ স্পেনের মাদ্রিদ শহর, কাসা বোডিল
‘সিরাজুম মুনীরা’ কাব্যের রচয়িতার নাম -
- ক. তালিম হোসেন
- খ. ফররুখ আহমদ
- গ. গোলাম মোস্তফা
- ঘ. আবুল হোসেন
উত্তরঃ ফররুখ আহমদ
দক্ষিণ এশীয় সহযোগিতা সংস্থা ( SAARC) -এ ৬ষ্ঠ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল -
- ক. মালেতে
- খ. দিল্লিতে
- গ. কলম্বো
- ঘ. কাঠমান্ডুতে
উত্তরঃ কলম্বো
- ক. Budennovsk
- খ. Keldavisk
- গ. Dasanova
- ঘ. Gariev
উত্তরঃ Budennovsk
বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতদানকারী দ্বিতীয় দেশের নাম -
- ক. ভারত
- খ. রাশিয়া
- গ. ভুটান
- ঘ. নেপাল
সঠিক উত্তরের জন্য বিস্তারিত দেখুন
কক্সবাজার ছাড়া বাংলাদেশের আর একটি আকর্ষণীয় ও পর্যটন অনুকূল সমুদ্রসৈকত -
- ক. নোয়াখালীর ছাগলানাইয়া
- খ. চট্রগ্রামের বাঁশখালী
- গ. খুলনার মংলা
- ঘ. পটুয়াখালীর কুয়াকাটা
উত্তরঃ পটুয়াখালীর কুয়াকাটা
লালবাগ দুর্গের অভ্যন্তরে সমাধিতে সমাহিত শায়েস্তা খানের এক কন্যার আসল নাম -
- ক. পরীবিবি
- খ. ইরান দুখত
- গ. জাহানারা
- ঘ. মরিয়ম
উত্তরঃ ইরান দুখত
১৯৯৪ সালের ১লা ডিসেম্বর বৃহস্পতিবার হলে, ১৯৯৫ সালে ঐ একই তারিখে হবে -
- ক. বৃহস্পতিবার
- খ. শুক্রবার
- গ. রবিবার
- ঘ. শনিবার
উত্তরঃ শুক্রবার
‘বিশ্ব তামাকমুক্ত দিবস’ প্রতিপালিত হয় প্রতি বছরের -
- ক. ৩১ জানুয়ারি
- খ. ৩০ মার্চ
- গ. ৩০ এপ্রিল
- ঘ. ৩১ মে
উত্তরঃ ৩১ মে
মার্কিন যুক্তরাষ্ট্রকে ‘স্ট্যাচু অব লিবার্টি’ উপহার দেয় যে রাষ্ট্র -
- ক. যুক্তরাজ্য
- খ. ফ্রান্স
- গ. জাপান
- ঘ. জার্মান
উত্তরঃ ফ্রান্স
নিচের যে দেশটি জাতিসংঘের সদস্য নয় -
- ক. নামিবিয়া
- খ. সুইজারল্যান্ড
- গ. কিউবা
- ঘ. পানামা
সঠিক উত্তরের জন্য বিস্তারিত দেখুন
আধুনিক অলিম্পিকের প্রবর্তক বা জনক -
- ক. বেডেন পাওয়েল
- খ. ব্যরন পিয়ারে দ্য কুবার্তা
- গ. প্যারেজ দ্য কুয়েলার
- ঘ. জুয়ান এন্টনিও সামারাঞ্চ
উত্তরঃ ব্যরন পিয়ারে দ্য কুবার্তা
স্বাধীনতার আগে পাপুয়া নিউগিনি কোন দেশের অধীনে ছিল?
- ক. ব্রিটেন
- খ. ফ্রান্স
- গ. অস্ট্রেলিয়া
- ঘ. নিউজিল্যান্ড
উত্তরঃ অস্ট্রেলিয়া
বাংলাদেশের অতি পরিচিতি খাদ্য গোলআলু । এই খাদ্য আমাদের দেশে আনা হয়েছিল -
- ক. ইউরোপের হল্যান্ড থেকে
- খ. দক্ষিণ আমেরিকার পেরু-চিলি থেকে
- গ. আফ্রিকার মিসর থেকে
- ঘ. এশিয়ার থাইল্যান্ড থেকে
উত্তরঃ ইউরোপের হল্যান্ড থেকে
কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্রগ্রামের উপত্যকা এলাকা -
- ক. মারিস্যা ভ্যালি
- খ. খাগড়া ভ্যালি
- গ. জাবরী ভ্যালি
- ঘ. ভেঙ্গী ভ্যালি
উত্তরঃ ভেঙ্গী ভ্যালি
বাংলাদেশে প্রথম চায়ের চাষ আরম্ভ হয় -
- ক. সিলেটেনর মালনীছড়ায়
- খ. সিলেটের তামাবিলে
- গ. পার্বত্য চট্রগামের খাগড়াছড়িতে
- ঘ. সিলেটের জাফনায়
উত্তরঃ সিলেটেনর মালনীছড়ায়
‘স্টেপস’ ভাস্কর্যটি সিউল অলিম্পিকের পার্কে স্থান পেয়েছিল। এর ভাস্কর এর নাম -
- ক. নভেরা আহমেদ
- খ. হামিদুজ্জামান খান
- গ. আব্দুল্লাহ খালেদ
- ঘ. সুলতানুল ইসলাম
উত্তরঃ হামিদুজ্জামান খান
ওপেকভুক্ত একমাত্র অনারব এশীয় দেশ -
- ক. ইন্দোনেশিয়া
- খ. মালয়েশিয়া
- গ. থাইল্যান্ড
- ঘ. ফিলিপাইন
উত্তরঃ ইন্দোনেশিয়া
Persona - non - grata শব্দসমষ্টি যে বিশেষ ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য -
- ক. রাজনীতিবিদ
- খ. ক্রীড়াবিদ
- গ. ব্যবসায়ী
- ঘ. কূটনীতিবিদ
উত্তরঃ কূটনীতিবিদ
যে যুদ্ধের প্রেক্ষাপটে সাধারণ পরিষদে Uniting for peace resolution গৃহীত হয়েছিল -
- ক. সুয়েজ যুদ্ধ
- খ. কোরীয় যুদ্ধ
- গ. পাক-ভারত যুদ্ধ - ১৯৬৫
- ঘ. ফকল্যান্ড যুদ্ধ
উত্তরঃ কোরীয় যুদ্ধ
ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে একজন চাকমা জুমিয়া নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন, তার নাম -
- ক. রাজা ত্রিদিব রায়
- খ. রাজা ত্রিভুবন চাকমা
- গ. জুম্মা খান
- ঘ. জান বকস খাঁ
উত্তরঃ জান বকস খাঁ
ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে একজন চাকমা জুমিয়া নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন,তাঁর নাম-
- ক. রাজা ত্রিদিব রায়
- খ. রাজা ত্রিভুবন চাকমা
- গ. জুম্মা খান
- ঘ. জোয়ান বকস খাঁ
উত্তরঃ জোয়ান বকস খাঁ
উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা গঠিত হয়েছিল -
- ক. ৪ এপ্রিল, ১৯৪৯
- খ. ৩ জানুয়ারি, ১৯৫৪
- গ. ২৬ মে, ১৯৫৫
- ঘ. ১ ফেব্রুয়ারি, ১৯৫৬
উত্তরঃ ৪ এপ্রিল, ১৯৪৯