বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী সচিবসহকারী পরিচালক প্রশাসন
‘যদি সত্য বল, তাহলে মুক্তি পাবে’ -এটি কোন ধরনের বাক্য?
- ক. সংযুক্ত বাক্য
- খ. যৌগিক বাক্য
- গ. সরল বাক্য
- ঘ. মিশ্র বাক্য
উত্তরঃ মিশ্র বাক্য
‘দুই এবং নব্বই’ = বিরানব্বই কোন ধরনের সমাসের উদাহরণ?
- ক. প্রাদি সমাস
- খ. দ্বিগু সমাস
- গ. অব্যয়ীভাব সমাস
- ঘ. নিত্য সমাস
উত্তরঃ নিত্য সমাস
‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের রচয়িতা -
- ক. চণ্ডীদাস
- খ. বড়ু চণ্ডীদাস
- গ. দ্বিজ চণ্ডীদাস
- ঘ. দীন চণ্ডীদাস
উত্তরঃ বড়ু চণ্ডীদাস
‘মোদের গরব মোদের আশা আ-মরি বাংলা ভাষা’ এর রচয়িতা কে?
- ক. রামনিধি গুপ্ত
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. অতুলপ্রসাদ সেন
- ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তরঃ অতুলপ্রসাদ সেন
- ক. সৃষ + টি
- খ. সৃশ + তি
- গ. <সৃজ্ + তি
- ঘ. শ্রী + টি
উত্তরঃ <সৃজ্ + তি
ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রথম প্রধান ছিলেন -
- ক. মি.উইলিয়াম
- খ. উইলিয়াম কেরী
- গ. রামরাম বসু
- ঘ. জেসি মার্শম্যান
উত্তরঃ উইলিয়াম কেরী
- ক. ভারতচন্দ্র রায়
- খ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
- গ. বিহারীলাল চক্রবর্তী
- ঘ. মাইকেল মধুসূদন দত্ত
উত্তরঃ ঈশ্বরচন্দ্র গুপ্ত
‘সংবাদ প্রভাকর’ পত্রিকা কার সম্পাদনায় বের হতো?
- ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত
- খ. শেখ আলীমুল্লাহ
- গ. রাজা রামমোহন রায়
- ঘ. অক্ষয় দত্ত
উত্তরঃ ঈশ্বরচন্দ্র গুপ্ত
ঊনসত্তরের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত উপন্যাস কোনটি?
- ক. অগ্নিসাক্ষী
- খ. অনেক সূর্যের আশা
- গ. আরেক ফাল্গুন
- ঘ. চিলেকোঠার সেপাই
উত্তরঃ চিলেকোঠার সেপাই
- ক. বিশৃঙ্খলা
- খ. এলোমেলো
- গ. তাস খেলার ঘর
- ঘ. ক্ষণস্থায়ী
উত্তরঃ ক্ষণস্থায়ী
'Three Witches' are important characters in -
- ক. The way of the world
- খ. Hamlet
- গ. Oedipus Rex
- ঘ. Macbeth
উত্তরঃ Macbeth
- ক. I know what you are
- খ. I know who you are
- গ. I know who are you
- ঘ. I know what are you
উত্তরঃ I know who you are
Who was the first recipient of the Noble prize for literature.
- ক. Shakespeare
- খ. Gorge Orwell
- গ. RFA Sully Prudhomme
- ঘ. Anna Seward
উত্তরঃ RFA Sully Prudhomme
'A Tale of Two Cities' refers to -
- ক. London and Washington
- খ. London and Paris
- গ. London and Rome
- ঘ. London and Berlin
উত্তরঃ London and Paris
The Victorian age is ramed after -
- ক. King victor I
- খ. Victory of the British Empire
- গ. The Victors in the war against the French
- ঘ. Queen Victoria
উত্তরঃ Queen Victoria
'If winter comes, can spring be far behind' was written by -
- ক. Donne
- খ. Shelly
- গ. Tennyson
- ঘ. Coleridge
উত্তরঃ Shelly
Change the voice - 'Where did you see him'?
- ক. Where did the seen by you?
- খ. Where was he see by you?
- গ. Where was seen by you?
- ঘ. Where was he seen by you?
উত্তরঃ Where was he seen by you?
Who wrote the first English dictionary?
- ক. A.T. Dev
- খ. Chaucer
- গ. Sir Thomas
- ঘ. Samuel Johnson
উত্তরঃ Samuel Johnson
The roads of Chittagong are wider -
- ক. than Dhaka
- খ. then those of Dhaka
- গ. than those of Dhaka
- ঘ. then Dhaka's
উত্তরঃ than those of Dhaka
Choose the word correctly spelling -
- ক. questionere
- খ. questioneer
- গ. questionaire
- ঘ. questionnaire
উত্তরঃ questionnaire
Who is the author of 'The Arabian Nights'?
- ক. Sir Richard Burton
- খ. Alexander Pope
- গ. Smith
- ঘ. None of them
উত্তরঃ Sir Richard Burton
‘রায়বেঁশে নৃত্য’ শিল্পকর্মটি কার?
- ক. রশিদ চৌধুরী
- খ. রফিকুন আহমদ
- গ. জয়নুল আবেদীন
- ঘ. কামরুল হাসান
উত্তরঃ কামরুল হাসান
বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি?
- ক. সৈয়দ নজরুল ইসলাম
- খ. তাজউদ্দীন আহমেদ
- গ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- ঘ. ক্যাপ্টেন মনসুর আলী
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
সাত গম্বুজ মসজিদটির নির্মাতা -
- ক. সুবেদার ইসলাম খান
- খ. মীর জুমলা
- গ. মুর্শিদাকুলী খান
- ঘ. শায়েস্তা খান
সঠিক উত্তরের জন্য বিস্তারিত দেখুন
দেশে তৈরি প্রথম যাত্রীবাহী স্টিমার বা জাহাজের নাম কি?
- ক. এম ভি বাঙালি
- খ. এম ভি বাংলাদেশী
- গ. এম ভি মধুমতি
- ঘ. এম ভি বঙ্গবন্ধু
উত্তরঃ এম ভি বাঙালি
কোন আমলে প্রাচীন বাংলার গৌরব ‘মসলিন কাপড়’ ঢাকায় তৈরি হত?
- ক. পাল আমলে
- খ. মুঘল আমলে
- গ. সেন আমলে
- ঘ. ইংরেজ আমলে
উত্তরঃ মুঘল আমলে
চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা চালু করা হয় -
- ক. ১৭৯৩ সালে
- খ. ১৭৯৬ সালে
- গ. ১৭৯৯ সালে
- ঘ. ১৮০২ সালে
উত্তরঃ ১৭৯৩ সালে
এ.কে. ফজলুল হক পূর্ব বাংলার গভর্নর নিযুক্ত হন কবে?
- ক. ১৯৫৪ সালে
- খ. ১৯৫৫ সালে
- গ. ১৯৫৬ সালে
- ঘ. ১৯৫৭ সালে
উত্তরঃ ১৯৫৬ সালে
‘ম্যাডোনা ১৯৪৩’ ছবিটির চিত্রশিল্পী কে?
- ক. এস এম সুলতান
- খ. জয়নুল আবেদীন
- গ. মোস্তফা মনোয়ার
- ঘ. নিতুন কুণ্ডু
উত্তরঃ জয়নুল আবেদীন
- ক. বৃহস্পতিবার
- খ. শুক্রবার
- গ. শনিবার
- ঘ. রবিবার
উত্তরঃ বৃহস্পতিবার
বঙ্গবন্ধুসহ আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি কত জন ছিলেন?
- ক. ১৯ জন
- খ. ৩৫ জন
- গ. ৩৯ জন
- ঘ. ৫১ জন
উত্তরঃ ৩৫ জন
- ক. কণ্ঠশিল্পী
- খ. সেতার শিল্পী
- গ. তবলা শিল্পী
- ঘ. সরোদ শিল্পী
উত্তরঃ তবলা শিল্পী
বাংলাদেশের প্রথম বেসরকারি বিমান সংস্থার নাম কি?
- ক. বাংলাদেশ বিমান
- খ. অ্যারো বেঙ্গল এয়ারলাইন্স
- গ. এয়ার বাংলা
- ঘ. জিএমজি
উত্তরঃ অ্যারো বেঙ্গল এয়ারলাইন্স
বাংলাদেশের প্রথম বায়ু বিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত?
- ক. কাঠালিয়া (ঝালকাঠি)
- খ. পতেঙ্গা (চট্রগ্রাম)
- গ. সাভার (ঢাকা)
- ঘ. সোনাগাজী (ফেনী)
উত্তরঃ সোনাগাজী (ফেনী)
দিল্লীর সিংহাসন আরোহণকারী প্রথম মুসলমান নারী সুলতানা রাজিয়া কার কন্যা ছিলেন?
- ক. কুতুবউদ্দীন আইবেক
- খ. শামসুদ্দিন ইলতুতমিশ
- গ. গিয়াসউদ্দীন বলবন
- ঘ. মুহাম্মদ বিন তুঘলক
উত্তরঃ শামসুদ্দিন ইলতুতমিশ
- ক. যেখানে সচেতনতা নেই
- খ. যেখানে শিক্ষা নেই
- গ. যেখানে সংবাদ মাধ্যম নেই
- ঘ. যেখানে দেশপ্রেম নেই
উত্তরঃ যেখানে শিক্ষা নেই
- ক. ফ্যাক্সের প্রেরকযন্ত্রের অতি আধুনিক সংস্করণ
- খ. যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা সংস্থা
- গ. ইতালির একটি বার্তা সংস্থা
- ঘ. মার্কিন প্রেসিডেন্ট ব্যবহৃত একটি অতি গোপন সংকেত
উত্তরঃ যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা সংস্থা
জাতিসংঘ ঘোষিত ‘শান্তি দিবস’ পালিত হয় -
- ক. ১ জানুয়ারি
- খ. ২৮ অক্টোবর
- গ. ৫ জুন
- ঘ. ২১ সেপ্টেম্বর
উত্তরঃ ২১ সেপ্টেম্বর
- ক. সমাজকর্মীর মূল্যবোধ ভিত্তি
- খ. সমাজকর্মের মূল্যবোধের ভিত্তি
- গ. সামাজিক মূল্যবোধের ভিত্তি
- ঘ. বিশেষ মূল্যবোধের ভিত্তি
উত্তরঃ সামাজিক মূল্যবোধের ভিত্তি
‘ফ্লোরেন্স নাইটিঙ্গেল’ নামটি কোন যুদ্ধের সাথে জড়িত?
- ক. ওয়াটার লু’র যুদ্ধ
- খ. আমেরিকার গৃহযুদ্ধ
- গ. ফরাসি বিপ্লব
- ঘ. ক্রিমিয়ার যুদ্ধ
উত্তরঃ ক্রিমিয়ার যুদ্ধ
আকিয়াব ও আকাবা সমুদ্রবন্দর দুটি -
- ক. মিয়ানমার, ইরান
- খ. ইরান, মিয়ানমার
- গ. মিয়ানমার, জর্ডান
- ঘ. জর্ডান, মিয়ানমার
উত্তরঃ মিয়ানমার, জর্ডান
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সভাপতিত্ব করেন -
- ক. ১ মাসের জন্য
- খ. ১ বছরের জন্য
- গ. ২ মাসের জন্য
- ঘ. ২ বছরের জন্য
উত্তরঃ ১ মাসের জন্য
'If there is no opposition, there is no democracy' উক্তিটি করেছিলেন -
- ক. আইভর জেনিংস
- খ. অধ্যাপক লাস্কি
- গ. জন লক
- ঘ. আব্রাহাম লিংকন
উত্তরঃ আইভর জেনিংস
ইউরোপের একটি দেশের অভিবাসীদের দিনেমার বলা হয়। দেশটির নাম কি?
- ক. স্পেন
- খ. নেদারল্যান্ড
- গ. পর্তুগাল
- ঘ. ডেনমার্ক
উত্তরঃ ডেনমার্ক
গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার প্রয়োজন কেন?
- ক. গণতন্ত্রের চর্চা করার জন্য
- খ. ব্যক্তি স্বাধীনতা নিশ্চিত করার জন্য
- গ. জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য
- ঘ. গণতন্ত্র সম্পর্কে জানার জন্য
উত্তরঃ ব্যক্তি স্বাধীনতা নিশ্চিত করার জন্য
ইসরাইল রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা কে?
- ক. আর্থার বেলফোর
- খ. থিওডোর হার্জেল
- গ. মোনাটেম বেগিন
- ঘ. ব্যারন এডমন্ড বথচাইন্ড
উত্তরঃ থিওডোর হার্জেল
‘ব্ল্যাক ফরেস্ট’ কোন দেশে অবস্থিত?
- ক. জার্মানিতে
- খ. যুক্তরাষ্ট্রে
- গ. ইংল্যান্ডে
- ঘ. আমেরিকায়
উত্তরঃ জার্মানিতে
বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট -
- ক. হুয়ান সোমাভিয়া
- খ. ডোমিনিক স্ত্রসকান
- গ. প্যাসকাল লেমি
- ঘ. জিম ইয়ং কিম
উত্তরঃ জিম ইয়ং কিম
বৈদ্যুতিক মিটারে এক ইউনিট বিদ্যুৎ খরচ হিসাব করা হয় -
- ক. এক কিলোওয়াট-ঘণ্টায়
- খ. এক ওয়াট -ঘণ্টা
- গ. এক কিলোওয়াট
- ঘ. এক ওয়াট
উত্তরঃ এক কিলোওয়াট-ঘণ্টায়
The brain of a computer within the CPU is -
- ক. ALU
- খ. Josephson
- গ. Register
- ঘ. Control Unit
উত্তরঃ ALU
- ক. Optical Mark Reader
- খ. Optical Memory Reader
- গ. Optical Modern Reader
- ঘ. Read only Memory
উত্তরঃ Optical Mark Reader
‘ভিটামিন সি’ এর রাসায়নিক নাম কি?
- ক. অ্যাসকরবিক এসিড
- খ. ফলিক এসিড
- গ. ফ্যাটি এসিড
- ঘ. এমাইনো এসিড
উত্তরঃ অ্যাসকরবিক এসিড
হেক্সাডেসিমাল নম্বর গঠনের সংমিশ্রণ হলো -
- ক. বাইনারি ও ডেসিমাল নম্বর
- খ. অক্ষর ও ডেসিমাল ডিজিট
- গ. বাইনারি ও অক্টাল নম্বর
- ঘ. অকটাল ও ডেসিমাল নম্বর
উত্তরঃ অক্ষর ও ডেসিমাল ডিজিট
আকাশ নীল দেখায়, কারণ নীল আলোর -
- ক. তরঙ্গ দৈর্ঘ্য বেশি
- খ. বিক্ষেপণ বেশি
- গ. প্রতিফলন বেশি
- ঘ. শোষণ বেশি
উত্তরঃ বিক্ষেপণ বেশি
নদীতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদনের সময় জলরাশিতে কোন শক্তি জমা হয়?
- ক. স্থিতি শক্তি
- খ. তড়িৎ শক্তি
- গ. যান্ত্রিক শক্তি
- ঘ. গতিশক্তি
উত্তরঃ স্থিতি শক্তি
- ক. মাউস
- খ. মনিটর
- গ. সিপিইউ
- ঘ. পাওয়ার পয়েন্ট
উত্তরঃ পাওয়ার পয়েন্ট
- ক. রাজকাঁকড়া
- খ. প্লাটিপাস
- গ. স্কোনোডেন
- ঘ. ভেড়া
উত্তরঃ রাজকাঁকড়া
- ক. ১৬০
- খ. ৮০
- গ. ৩৬
- ঘ. ৪৮
উত্তরঃ ৪৮
- ক. ৩১৫
- খ. ৫৩০
- গ. ৬৩০
- ঘ. ৫২৫
উত্তরঃ ৬৩০
SCIENCE শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে সব কয়টি বর্ণকে সম্ভাব্য যত উপায়ে সাজানো যায় তার সংখ্যা -
- ক. ৬০ বার
- খ. ১২০ বার
- গ. ১৮০ বার
- ঘ. ৭৬০ বার
উত্তরঃ ১৮০ বার
২০ সদস্যবিশিষ্ট একটি ফুটবল দল থেকে একজন অধিনায়ক ও একজন সহ-অধিনায়ক কতভাবে নির্বাচন করা যাবে?
- ক. ২০
- খ. ১৯০
- গ. ৩৮০
- ঘ. ৭৬০
উত্তরঃ ১৯০
- ক. ৪৮ ফুট
- খ. ৪১ ফুট
- গ. ৪৪ ফুট
- ঘ. ৪৩ ফুট
উত্তরঃ ৪১ ফুট
- ক. ২০%
- খ. ১৬%
- গ. ১৮%
- ঘ. ১৫%
উত্তরঃ ২০%
- ক. ১ মি.২০ সে.
- খ. ১ মি. ৩০ সে.
- গ. ৩ মি.
- ঘ. ৫ মি.
উত্তরঃ ৫ মি.
কোন সম্রাট ইংরেজদের বঙ্গদেশে কুঠি নির্মানের অনুমতি দেয়?
- ক. সম্রাট জাহাঙ্গীর
- খ. সম্রাট শাহজাহান
- গ. সম্রাট আওরঙ্গজেব
- ঘ. সম্রাট ফররুখ শিয়র
উত্তরঃ সম্রাট জাহাঙ্গীর
সম্রাট জাহাঙ্গীরের দরবারের প্রথম ইংরেজ দূত -
- ক. ক্যাপ্টেন হকিন্স
- খ. এডওয়ার্ডস
- গ. স্যার টমাস রো
- ঘ. উইলিয়াম কেরি
উত্তরঃ ক্যাপ্টেন হকিন্স
মীরজুমলার কামানটি কোন যুদ্ধে ব্যবহৃত হয়?
- ক. আসাম যুদ্ধে
- খ. পিলখানা যুদ্ধে
- গ. পলাশীর যুদ্ধে
- ঘ. রাজমহলের যুদ্ধে
উত্তরঃ আসাম যুদ্ধে
লালবাগ দুর্গের অভ্যন্তরের সমাধিতে সমাহিত শায়েস্তা খানের এক কন্যার আসল নাম -
- ক. পরী বিবি
- খ. ইরান দুখত
- গ. জাহানারা
- ঘ. বিবি মরিয়ম
উত্তরঃ ইরান দুখত
দিল্লির কোন সম্রাট বাংলা থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন?
- ক. শের শাহ
- খ. আকবর
- গ. জাহাঙ্গীর
- ঘ. আওরঙ্গজেব
উত্তরঃ শের শাহ
ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য স্বীকৃতি দেয় -
- ক. ৭ জানুয়ারি ১৯৯৫
- খ. ২ নভেম্বর ১৯৯৬
- গ. ২৮ অক্টোবর ১৯৯৭
- ঘ. ৬ ডিসেম্বর ১৯৯৭
উত্তরঃ ৬ ডিসেম্বর ১৯৯৭
- ক. অমাবস্যায়
- খ. একাদশীতে
- গ. অষ্টমীতে
- ঘ. পঞ্চমীতে
উত্তরঃ অমাবস্যায়
বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোনের বিপুল উপস্থিতি রয়েছে?
- ক. ট্রপোমণ্ডল
- খ. স্ট্রাটোমণ্ডল
- গ. মেসোমণ্ডল
- ঘ. তাপমণ্ডল
উত্তরঃ স্ট্রাটোমণ্ডল