পরিসংখ্যান ব্যুরোর জুনিয়র পরিসংখ্যান সহকারী

26. ‘যুগপৎ’ শব্দের অর্থ কী?

  • ক. যুক্ত পথ
  • খ. একই সময়ে
  • গ. এক যুগের পর
  • ঘ. কোনোটিই নয়

27. ‘সাহেব’ শব্দের বহুবচন কী?

  • ক. সাহেবগণ
  • খ. সাহেবান
  • গ. সাহেব
  • ঘ. সাহেব সকল

28. ‘তিমির’ শব্দের অর্থ কী?

  • ক. অপলাপ
  • খ. দহন
  • গ. গগণ
  • ঘ. অন্ধকার

29. ‘লালসালু’ উপন্যাসের লেখক কে?

  • ক. সৈয়দ ওয়ালীউল্লাহ
  • খ. শামসুর রহমান
  • গ. জহির রায়হান
  • ঘ. শহীদুল্লা কায়সার

30. কোন বানানটি শুদ্ধ?

  • ক. সম্পুর্ণ
  • খ. সম্পুর্ন
  • গ. সম্পূর্ণ
  • ঘ. সম্পূর্ন

38. বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে?

  • ক. সৈয়দ নজরুল ইসলাম
  • খ. তাজউদ্দীন আহমদ
  • গ. ক্যাপ্টেন মনসুর আলী
  • ঘ. নুরুল কাদের

47. মালদ্বীপ কোথায় অবস্থিত?

  • ক. ভারত মহাসাগরে
  • খ. আরব সাগরে
  • গ. বঙ্গোপসাগরে
  • ঘ. পারস্য সাগরে

48. বিশ্ব খাদ্য দিবস কোনটি?

  • ক. ১৬ অক্টোবর
  • খ. ১৬ নভেম্বর
  • গ. ১৭ অক্টোবর
  • ঘ. ১৭ নভেম্বর


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics