১৪তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল পর্যায় ২

2. বাংলাদেশের কোন স্থানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়?

  • ক. সিলেটের লালখানে
  • খ. নাটোরের লালপুরে
  • গ. মৌলভীবাজারের মাধবকুণ্ডে
  • ঘ. রাজশাহীর তানোরে

3. ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থটি কার রচনা?

  • ক. তাজউদ্দীন আহমেদ
  • খ. শেরেবাংলা এ.কে. ফজলুল হক
  • গ. ক্যাপ্টেন মনসুর আলী
  • ঘ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

7. জাতীয় শিক্ষক দিবস হলো -

  • ক. ১৯ জানুয়ারি
  • খ. ২০ জানুয়ারি
  • গ. ২১ জানুয়ারি
  • ঘ. ২২ জানুয়ারি

10. সম্প্রতি ব্রিটেনের সাধারণ নির্বাচনে কোন দল জয়ী হয়?

  • ক. লেবার পার্টি
  • খ. ডেমোক্রেটিক ইউনিয়ন
  • গ. স্কটিশ এলায়েন্স
  • ঘ. কনজারভেটিভ পার্টি

12. ‘অর্থশাস্ত্র’ গ্রন্থটি কার রচনা?

  • ক. আবুল ফজল
  • খ. কৌটিল্য
  • গ. ইবনে খালদুন
  • ঘ. দীনেশ চন্দ্র সেন

14. যুক্তফ্রন্টের ২১ দফার ১ম দফাটি ছিল -

  • ক. বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করা
  • খ. পাটকল জাতীয়করণ করা
  • গ. চাকরিতে সকলের সমান অধিকার নিশ্চিত করা
  • ঘ. পূর্ব পাকিস্তানের সুষম উন্নয়ন নিশ্চিত করা

15. এডিস মশা নিচের কোন রোগটির বাহন?

  • ক. গোদ রোগ
  • খ. ম্যালেরিয়া
  • গ. চিকুনগুনিয়া
  • ঘ. ফাইলেরিয়া

18. জলবায়ু পরিবর্তন রোধে গঠিত গ্রিন ক্লাইমেট ফান্ড (GCF) এর সদর দপ্তর কোথায়?

  • ক. ইনচিয়ন, দক্ষিণ কোরিয়া
  • খ. প্যারিস, ফ্রান্স
  • গ. ভিয়েনা, অস্ট্রিয়া
  • ঘ. ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র

19. পিঁপড়া ও মৌমাছির কামড়ে থাকে -

  • ক. অ্যাসকরবিক এসিড
  • খ. অক্সালিক এসিড
  • গ. মিথানয়িক এসিড
  • ঘ. টারটারিক এসিড

21. এয়ারফোর্স ওয়ান কি?

  • ক. ব্রিটেনের প্রধানমন্ত্রীর বিমান
  • খ. রাশিয়ার রাষ্ট্রপতির বিমান
  • গ. আমেরিকার রাষ্ট্রপতির বিমান
  • ঘ. স্পেনের রানির বিমান

23. কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয়?

  • ক. থার্মোমিটার
  • খ. ফ্যাদোমিটার
  • গ. স্ফিগমোম্যানোমিটার
  • ঘ. রিখটার স্কেল


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics