১৪তম প্রভাষক নিবন্ধন পরীক্ষা কলেজসমপর্যায়

‘বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ’ গ্রন্থের রচয়িতার নাম -

  • ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • খ. বিদ্যাপতি
  • গ. ড. সুনীতিকুমার চট্রোপাধ্যায়
  • ঘ. বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়

উত্তরঃ ড. সুনীতিকুমার চট্রোপাধ্যায়

বিস্তারিত

বাংলা সাহিত্যে চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তক কে?

  • ক. প্যারীচাঁদ মিত্র
  • খ. মোহিতলাল মজুমদার
  • গ. বিহারীলাল চক্রবর্তী
  • ঘ. মাইকেল মধুসূদন দত্ত

উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত

বিস্তারিত

‘চর্যাপদ’ আবিষ্কৃত হয় কত সালে?

  • ক. ১৯০৯
  • খ. ১৭৯৮
  • গ. ১৯০৭
  • ঘ. ১৭০৯

উত্তরঃ ১৯০৭

বিস্তারিত

‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ - কি ধরনের রচনা?

  • ক. ছোটগল্প
  • খ. কাব্যনাটক
  • গ. উপন্যাস
  • ঘ. পত্রোপন্যাস

উত্তরঃ কাব্যনাটক

বিস্তারিত

বাংলা গদ্যের জনক বলা হয় কাকে?

  • ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. প্যারীচাঁদ মিত্র
  • ঘ. বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়

উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

বিস্তারিত

‘তাসের ঘর’ শব্দের অর্থ কি?

  • ক. সর্বনাশ
  • খ. তামাশা
  • গ. ক্ষণস্থায়ী
  • ঘ. ভণ্ড

উত্তরঃ ক্ষণস্থায়ী

বিস্তারিত

কমা (comma) এর বাংলা কি?

  • ক. পূর্ণচ্ছেদ
  • খ. দৃষ্টান্তছেদ
  • গ. পাদচ্ছেদ
  • ঘ. অর্ধাছেদ

উত্তরঃ পাদচ্ছেদ

বিস্তারিত

কোনটি নিত্য সমাসের উদাহরণ?

  • ক. অন্যগৃহ
  • খ. মিলের অভাব
  • গ. স্ত্রীর অভাব
  • ঘ. প্রকৃষ্ট গতি

উত্তরঃ অন্যগৃহ

বিস্তারিত

কোন বানানটি শুদ্ধ?

  • ক. ডাষ্টবিন
  • খ. দারিদ্রতা
  • গ. দূষণীয়
  • ঘ. নুপুর

উত্তরঃ দূষণীয়

বিস্তারিত

‘অগ্নি’ এর সমার্থক শব্দ নয় কোনটি?

  • ক. হুতাশন
  • খ. কৃশানু
  • গ. বায়ুসখা
  • ঘ. দ্যুতি

উত্তরঃ দ্যুতি

বিস্তারিত

‘ধূমকেতু’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?

  • ক. বুদ্ধদেব বসু
  • খ. শাসমুর রহমান
  • গ. কাজী নজরুল ইসলাম
  • ঘ. শওকত ওসমান

উত্তরঃ কাজী নজরুল ইসলাম

বিস্তারিত

কোনটি তৎসম শব্দ?

  • ক. কিংবদন্তী
  • খ. হাতি
  • গ. চাঁদ
  • ঘ. তেঁতুল

উত্তরঃ কিংবদন্তী

বিস্তারিত

স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে?

  • ক. ফলা
  • খ. কার
  • গ. ধ্বনি
  • ঘ. অক্ষর

উত্তরঃ কার

বিস্তারিত

উদ্যম বিহনে কার পুরে মনোরথ - এখানে ‘উদ্যম বিহনে’ কোন কারকে কোন বিভক্তি?

  • ক. কর্তৃকারকে ৭মী
  • খ. অধিকরণে ৭মী
  • গ. অপাদানে ৭মী
  • ঘ. কর্মে ৭মী

উত্তরঃ অধিকরণে ৭মী

বিস্তারিত

‘বীর সন্তান প্রসব করে যে নারী’ এর এক কথায় প্রকাশ -

  • ক. বীরভোগ্যা
  • খ. রত্নগর্ভা
  • গ. বীরপ্রসূ
  • ঘ. স্বর্নমাতা

উত্তরঃ বীরপ্রসূ

বিস্তারিত

‘ক্রিয়ারকাল ও পুরুষ’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?

  • ক. ধ্বনিতত্ত্বে
  • খ. রূপতত্ত্বে
  • গ. বাক্যতত্ত্বে
  • ঘ. অর্থতত্ত্বে

উত্তরঃ রূপতত্ত্বে

বিস্তারিত

শরীর > শরীল - শব্দটিতে ধ্বনি পরিবর্তনের কোন ধরনের নিয়ম প্রযোজ্য?

  • ক. সমীভবন
  • খ. বিষমীভবন
  • গ. অসমীভবন
  • ঘ. ধ্বনিবিপর্যয়

উত্তরঃ বিষমীভবন

বিস্তারিত

‘উপকণ্ঠ’ শব্দটির সঠিক ব্যাসবাক্য কোনটি?

  • ক. কণ্ঠের সমীপে
  • খ. কণ্ঠের সদৃশ
  • গ. উপ যে কণ্ঠ
  • ঘ. কণ্ঠ পর্যন্ত

উত্তরঃ কণ্ঠের সমীপে

বিস্তারিত

‘তামার বিষ’ বাগধারটির অর্থ কী?

  • ক. অর্থের অভাব
  • খ. অর্থের প্রাচুর্য
  • গ. অর্থের কু-প্রভাব
  • ঘ. অর্থের অহঙ্কার

উত্তরঃ অর্থের কু-প্রভাব

বিস্তারিত

প্রথম বাঙলা ভাষার ব্যাকরণ কে লেখেন?

  • ক. রামমোহন রায়
  • খ. ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড
  • গ. উইলিয়াম কেরী
  • ঘ. সুনীতিকুমার চট্রোপাধ্যায়

সঠিক উত্তরের জন্য বিস্তারিত দেখুন

বিস্তারিত

‘দুর্যোগ’ এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

  • ক. দুহঃ + যোগ
  • খ. দুঃ + যোগ
  • গ. দুর + যোগ
  • ঘ. দুরঃ + যোগ

উত্তরঃ দুঃ + যোগ

বিস্তারিত

বাংলা ভাষায় সংস্কৃতি উপসর্গ কোনটি?

  • ক. ২২টি
  • খ. ২১টি
  • গ. ২০টি
  • ঘ. ২৩টি

উত্তরঃ ২০টি

বিস্তারিত

উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে কয় ভাগে ভাগ করা হয়েছে?

  • ক. ৪ ভাগে
  • খ. ৩ ভাগে
  • গ. ৫ ভাগে
  • ঘ. ৬ ভাগে

উত্তরঃ ৫ ভাগে

বিস্তারিত

‘ইংরেজি’ শব্দটি কোন ভাষা থেকে নেয়া হয়েছে?

  • ক. গ্রিক
  • খ. তুর্কী
  • গ. ফারসি
  • ঘ. পর্তুগিজ

উত্তরঃ পর্তুগিজ

বিস্তারিত

Identify the correct sentence -

  • ক. She had faith on and hopes for the future
  • খ. She had faith and hopes for the future
  • গ. She had faith and hopes in the future
  • ঘ. She had faith and hopes in future

সঠিক উত্তরের জন্য বিস্তারিত দেখুন

বিস্তারিত

She argued - me about the marriage.

  • ক. with
  • খ. for
  • গ. to
  • ঘ. from

উত্তরঃ with

বিস্তারিত

Choose the appropriate meaning of the idiom 'Swan sone'.

  • ক. first work
  • খ. last work
  • গ. middle work
  • ঘ. early work

উত্তরঃ last work

বিস্তারিত

শিশুটি হাসতে হাসতে আমার কাছে এল।

  • ক. The baby came to me to laughing
  • খ. The baby came to me laughing
  • গ. The baby came to me in laughing
  • ঘ. The baby came to me by laughing

উত্তরঃ The baby came to me laughing

বিস্তারিত

The antonym for 'inimical ' -

  • ক. hostile
  • খ. friendly
  • গ. indifferent
  • ঘ. angry

উত্তরঃ friendly

বিস্তারিত

He waited until the plane -.

  • ক. did not take off
  • খ. took off
  • গ. had not taken off
  • ঘ. had taken off

উত্তরঃ took off

বিস্তারিত

Which is the correct sentence?

  • ক. I shall avail the opportunity
  • খ. I shall avail of the opportunity
  • গ. I shall avail for the opportunity
  • ঘ. I shall avail myself of the opportunity

উত্তরঃ I shall avail myself of the opportunity

বিস্তারিত

- mother rose in her.

  • ক. A
  • খ. The
  • গ. An
  • ঘ. No article

উত্তরঃ The

বিস্তারিত

Jerry was deprived of motherly affection. Here the word 'motherly' is -

  • ক. an adverb
  • খ. an adjective
  • গ. a noun
  • ঘ. noun

উত্তরঃ an adjective

বিস্তারিত

Panic seized me. The passive form will be -

  • ক. I was seized by panic
  • খ. I was seized from panic
  • গ. I was seized with panic
  • ঘ. I was seized into panic

উত্তরঃ I was seized with panic

বিস্তারিত

The singular form 'criteria' is -

  • ক. criterion
  • খ. criterium
  • গ. criterii
  • ঘ. criterius

উত্তরঃ criterion

বিস্তারিত

The second World War broke - in September, 1939.

  • ক. out
  • খ. through
  • গ. away
  • ঘ. in

উত্তরঃ out

বিস্তারিত

He will come in no time. Here the idiom 'in no time' means -

  • ক. never in future
  • খ. soon
  • গ. not in future
  • ঘ. not ever

উত্তরঃ soon

বিস্তারিত

What kind of verb is the word 'went' in the sentence : 'The dog went mad'?

  • ক. Transitive verb
  • খ. Causative verb
  • গ. Factitive verb
  • ঘ. Copulative verb

উত্তরঃ Copulative verb

বিস্তারিত

The correct translation of ‘দুঃখের প্রয়োজনীয়তা মধুর’ is -

  • ক. Sweet are uses of adversity
  • খ. Sweet is uses of adversity
  • গ. Sweet uses of adversity
  • ঘ. Sweet do not use the adversity

উত্তরঃ Sweet are uses of adversity

বিস্তারিত

The antonym 'Honorary' is -

  • ক. Literary
  • খ. Honorable
  • গ. Salaried
  • ঘ. Official

উত্তরঃ Salaried

বিস্তারিত

A person who treats mental illness is called -

  • ক. a psychiatrist
  • খ. A psychologist
  • গ. a therapist
  • ঘ. a psychoanalyst

উত্তরঃ a psychiatrist

বিস্তারিত

No article is used before -

  • ক. a pronoun
  • খ. an adjective
  • গ. a noun
  • ঘ. an adverb

উত্তরঃ a pronoun

বিস্তারিত

A person whose 'head' is in the 'clouds' is -

  • ক. proud
  • খ. a day dreamer
  • গ. an aviator
  • ঘ. useless

উত্তরঃ a day dreamer

বিস্তারিত

I decided to go - with my friend as I needed some exercise.

  • ক. to a walk
  • খ. for walking
  • গ. for a walk
  • ঘ. walk

উত্তরঃ for a walk

বিস্তারিত

If I had known you were coming -

  • ক. I would go to the station
  • খ. I had gone to the station
  • গ. I would have gone to the station
  • ঘ. I would be going to the station

উত্তরঃ I would have gone to the station

বিস্তারিত

Which is the correct sentence?

  • ক. Each boy and each girl have a pen
  • খ. Each boy and each girl are having a pen
  • গ. Each boy and each girl has a pen
  • ঘ. Each boy and each girl were having a pen

উত্তরঃ Each boy and each girl has a pen

বিস্তারিত

১৫ জন লোক একটি কাজ শেষ করে ৩ ঘণ্টায়। ৫ জন লোক ঐ কাজ কত সময়ে শেষ করবে?

  • ক. ৬ ঘণ্টায়
  • খ. ৫ ঘণ্টায়
  • গ. ৩ ঘণ্টায়
  • ঘ. ৯ ঘণ্টায়

উত্তরঃ ৯ ঘণ্টায়

বিস্তারিত

একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য এর প্রস্থের তিনগুণ এবং পরিসীমা ২৪ মিটার, বাগানটির ক্ষেত্রফল কত?

  • ক. ২৭ বর্গমিটার
  • খ. ৩০ বর্গমিটার
  • গ. ‘১৮ বর্গমিটার
  • ঘ. ৯ মিটার

উত্তরঃ ২৭ বর্গমিটার

বিস্তারিত

তলের মাত্রা কয়টি?

  • ক. ২টি
  • খ. ৩টি
  • গ. ৪টি
  • ঘ. ৬টি

উত্তরঃ ২টি

বিস্তারিত

a2 - c2 - 2ab + b2 এর সঠিক উৎপাদক কোনটি?

  • ক. (a+b+c) (a - b + c)
  • খ. (a - b - c) (a - b + c)
  • গ. (a - b - c) (a + b - c)
  • ঘ. (a + b + c) (a - b -c)

উত্তরঃ (a - b - c) (a - b + c)

বিস্তারিত

বরেন্দ্র বলতে বোঝায় কোনটি?

  • ক. পূর্ববঙ্গ
  • খ. পশ্চিমবঙ্গ
  • গ. উত্তরবঙ্গ
  • ঘ. দক্ষিণবঙ্গ

উত্তরঃ উত্তরবঙ্গ

বিস্তারিত

বঙ্গবন্ধুর গ্রামটি কোন নদীর তীরে অবস্থিত?

  • ক. মধুমতি
  • খ. বাইগার
  • গ. কুমার
  • ঘ. ভৈরব

উত্তরঃ বাইগার

বিস্তারিত

পিঁপড়ার কামড়ে কোন এসিড থাকে?

  • ক. অক্সালিক এসিড
  • খ. সাইট্রিক এসিড
  • গ. ফরমিক এসিড
  • ঘ. নাইট্রিক এসিড

উত্তরঃ ফরমিক এসিড

বিস্তারিত

বাংলাদেশে সাহিত্যে সবোচ্র্চ পুরস্কার কোনটি?

  • ক. একুশে পদক
  • খ. স্বাধীনতা দিবস পুরস্কার
  • গ. বাংলা একাডেমি পুরস্কার
  • ঘ. শিশু একাডেমি পুরস্কার

উত্তরঃ বাংলা একাডেমি পুরস্কার

বিস্তারিত

দহগ্রাম ছিটমহলটি কোন জেলায় অন্তর্গত?

  • ক. পঞ্চগড়
  • খ. কুড়িগ্রাম
  • গ. লালমনিরহাট
  • ঘ. নীলফামারী

উত্তরঃ লালমনিরহাট

বিস্তারিত

রাশিয়ার মুদ্রার নাম কী?

  • ক. রিংগিট
  • খ. রুবল
  • গ. লিরা
  • ঘ. ক্রোনা

উত্তরঃ রুবল

বিস্তারিত

চিকনগুনিয়া রোগটি কোন মাধ্যমবাহিত রোগ?

  • ক. পানিবাহিত
  • খ. পতঙ্গবাহিত
  • গ. বায়ুবাহিত
  • ঘ. রক্তবাহিত

উত্তরঃ পতঙ্গবাহিত

বিস্তারিত

বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন -

  • ক. লক্ষ্মণ সেন
  • খ. ইলিয়াস শাহ
  • গ. আকবর
  • ঘ. বিজয় সেন

উত্তরঃ আকবর

বিস্তারিত

কার সময়ে বঙ্গভঙ্গ হয়?

  • ক. লর্ড কার্জন
  • খ. লর্ড হার্ডিঞ্জ
  • গ. লর্ড ক্যানিং
  • ঘ. লর্ড ওয়েলেসলী

উত্তরঃ লর্ড কার্জন

বিস্তারিত

১৯৫৪ সালে নির্বাচনে যুক্তফ্রন্টের কয় দফা ছিল?

  • ক. ৬টি
  • খ. ১১টি
  • গ. ২১টি
  • ঘ. ৮টি

উত্তরঃ ২১টি

বিস্তারিত

বাংলাদেশে মণিপুরি নাচ কোন অঞ্চলের ঐতিহ্য

  • ক. সিলেট
  • খ. ময়মনসিংহ
  • গ. রাজশাহী
  • ঘ. কুষ্টিয়া

উত্তরঃ সিলেট

বিস্তারিত

করোনারী থ্রম্বসিস অসুখটি -

  • ক. যকৃতের
  • খ. হৃৎপিণ্ডের
  • গ. অগ্ন্যাশয়ের
  • ঘ. কিডনির

উত্তরঃ হৃৎপিণ্ডের

বিস্তারিত

নিচের কোনটিকে আদর্শ খাদ্য বলে?

  • ক. ভাত
  • খ. মাছ
  • গ. দুধ
  • ঘ. ফল

উত্তরঃ দুধ

বিস্তারিত

ভারী পানির সংকেত কোনটি?

  • ক. H2O
  • খ. H2SO4
  • গ. NH4
  • ঘ. D2O

উত্তরঃ D2O

বিস্তারিত

কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদান প্রযুক্তিকে কী বলা হয়?

  • ক. ইন্টারকম
  • খ. ইন্টারনেট
  • গ. ই-মেইল
  • ঘ. ইন্টারস্পীড

উত্তরঃ ইন্টারনেট

বিস্তারিত

মুজিবনগর কোন জেলায় অবস্থিত?

  • ক. যশোর
  • খ. কুষ্টিয়া
  • গ. মেহেরপুর
  • ঘ. চুয়াডাঙ্গা

উত্তরঃ মেহেরপুর

বিস্তারিত

বাংলাদেশে সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী ক্ষেত্র কোনটি?

  • ক. পাট
  • খ. তৈরি পোশাক
  • গ. হিমায়িত মৎস্য
  • ঘ. চা

উত্তরঃ তৈরি পোশাক

বিস্তারিত

জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি?

  • ক. আলফা রশ্মি
  • খ. বিটা রশ্মি
  • গ. গামা রশ্মি
  • ঘ. আল্ট্রাভায়োলেট রশ্মি

উত্তরঃ গামা রশ্মি

বিস্তারিত

BARD এর প্রতিষ্ঠাতা কে?

  • ক. জনাব আব্দুল্লাহ হামিদ খান
  • খ. অধ্যক্ষ আখতার হামিদ খান
  • গ. জনাব আলতাফ হামিদ খান
  • ঘ. অধ্যক্ষ আব্দুল লতিফ খান

উত্তরঃ অধ্যক্ষ আখতার হামিদ খান

বিস্তারিত

২০১৭ সালে ICC Champion ট্রফি কোথায় অনুষ্ঠিত হয়?

  • ক. ভারত
  • খ. ইংল্যান্ড
  • গ. অস্ট্রেলিয়া
  • ঘ. নিউজিল্যান্ড

উত্তরঃ ইংল্যান্ড

বিস্তারিত

বিখ্যাত ওয়াটারলু যুদ্ধক্ষেত্র কোথায় অবস্থিত?

  • ক. রাশিয়া
  • খ. লন্ডন
  • গ. ব্রাজিল
  • ঘ. বেলজিয়াম

উত্তরঃ বেলজিয়াম

বিস্তারিত

গ্রিনিচ মানমন্দির কোথায় অবস্থিত?

  • ক. চীন
  • খ. জাপান
  • গ. রাশিয়া
  • ঘ. যুক্তরাজ্য

উত্তরঃ যুক্তরাজ্য

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics