১১ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুলসমপর্যায়

৭৫ সংখ্যাটি কোন সংখ্যার ২৫%?

  • ক. ২০০
  • খ. ৩০০
  • গ. ১০০
  • ঘ. ৪০০

উত্তরঃ ৩০০

বিস্তারিত

টাকায় ১০টি ও টাকায় ১৫টি দরে সমান সংখ্যক লিচু কিনে সবগুলো লিচু টাকায় ১২টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?

  • ক. ২৫% লাভ হবে
  • খ. ২৫% ক্ষতি হবে
  • গ. ৩০% লাভ হবে
  • ঘ. লাভ বা ক্ষতি কিছুই হবে না

উত্তরঃ লাভ বা ক্ষতি কিছুই হবে না

বিস্তারিত

2a2 + 6a - 80 এর একটি উৎপাদক কোনটি?

  • ক. 2(a-8)
  • খ. (a+5)
  • গ. (a+4)
  • ঘ. (a+8)

উত্তরঃ (a+8)

বিস্তারিত

0, 2, 3 এর গ. সা. গু. কত?

  • ক. 3
  • খ. 2
  • গ. 1
  • ঘ. 0

উত্তরঃ 1

বিস্তারিত

3.2n - 4.2n-2 = কত?

  • ক. 1
  • খ. 2n+2
  • গ. 3
  • ঘ. 2n

উত্তরঃ 2n+2

বিস্তারিত

একটি রম্বসের কর্ণদ্বয় 5 সেমি ও 6 সেমি হলে, এর ক্ষেত্রফল কত?

  • ক. 30 বর্গ সেমি
  • খ. 25 বর্গ সেমি
  • গ. 20 বর্গ সেমি
  • ঘ. 15 বর্গ সেমি

উত্তরঃ 15 বর্গ সেমি

বিস্তারিত

১ ইঞ্চি = কত সেমি?

  • ক. ৫.২৪ সেমি
  • খ. ৪.২৫ সেমি
  • গ. ২.৫৪ সেমি
  • ঘ. ৪.৫২ সেমি

উত্তরঃ ২.৫৪ সেমি

বিস্তারিত

বাংলাদেশের প্রাচীনতম নগরকেন্দ্র কোনটি?

  • ক. ময়নামতি
  • খ. পাহাড়পুর
  • গ. মহাস্থানগড়
  • ঘ. সোনারগাঁও

উত্তরঃ মহাস্থানগড়

বিস্তারিত

বাংলাদেশের কোন বনাঞ্চলকে ওয়াল্র্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে?

  • ক. মধুপুর বন
  • খ. সুন্দরবন
  • গ. বান্দরবান
  • ঘ. হিমছড়ি বন

উত্তরঃ সুন্দরবন

বিস্তারিত

http কোনটির সংক্ষিপ্ত রূপ?

  • ক. Hyper Text Transfer Protocol
  • খ. High Test Termination Procedure
  • গ. Harvard Teletext Proof
  • ঘ. Highest Times Technical Professional

উত্তরঃ Hyper Text Transfer Protocol

বিস্তারিত

CIRDAP এর সদর দপ্তর কোথায়?

  • ক. নয়াদিল্লি
  • খ. ঢাকা
  • গ. ম্যানিলা
  • ঘ. কুয়ালালামপুর

উত্তরঃ ঢাকা

বিস্তারিত

সার্ক কোন বছর প্রতিষ্ঠিত হয়?

  • ক. ১৯৭৫
  • খ. ১৯৮৫
  • গ. ১৯৮৭
  • ঘ. ১৯৯৭

উত্তরঃ ১৯৮৫

বিস্তারিত

কীট-পতঙ্গ সম্পর্কিত বিদ্যা হলো -

  • ক. জিওলজি
  • খ. এ্যানথ্রপলোজি
  • গ. এনটোমলজি
  • ঘ. নিউরোলজি

উত্তরঃ এনটোমলজি

বিস্তারিত

নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত?

  • ক. যুক্তরাষ্ট্র - কানাডা
  • খ. যুক্তরাষ্ট্র - মেক্সিকো
  • গ. কানাডা - অস্ট্রেলিয়া
  • ঘ. যুক্তরাষ্ট্র - ব্রাজিল

উত্তরঃ যুক্তরাষ্ট্র - কানাডা

বিস্তারিত

‘ইবোলা’ ভাইরাস এর উৎপত্তিস্থল কোথায়?

  • ক. সিয়েরা লিওরা
  • খ. কঙ্গো
  • গ. লিবিয়া
  • ঘ. ইথিওপিয়া

উত্তরঃ কঙ্গো

বিস্তারিত

বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত?

  • ক. ১২ নটিক্যাল মাইল
  • খ. ২০০ নটিক্যাল মাইল
  • গ. ১৪ নটিক্যাল মাইল
  • ঘ. ৪০০ নটিক্যাল মাইল

উত্তরঃ ১২ নটিক্যাল মাইল

বিস্তারিত

সতীদাহ প্রথা কত সালে বিলুপ্ত হয়?

  • ক. ১৭২৯ সালে
  • খ. ১৮২৯ সালে
  • গ. ১৬২৯ সালে
  • ঘ. ১৮২৮ সালে

উত্তরঃ ১৮২৯ সালে

বিস্তারিত

বাংলাদেশের কোন অঞ্চলে বরেন্দ্রভূমি আছে?

  • ক. মধুপুর
  • খ. রংপুর
  • গ. রাজশাহী
  • ঘ. কুমিল্লা

উত্তরঃ রাজশাহী

বিস্তারিত

'BIMSTEC' এর সদর দপ্তর কোথায়?

  • ক. কলম্বো
  • খ. ম্যানিলা
  • গ. ঢাকা
  • ঘ. নিউইয়র্ক

উত্তরঃ ঢাকা

বিস্তারিত

তেঁতুলে কোন ধরনের এসিড থাকে?

  • ক. সাইট্রিক এসিড
  • খ. টারটারিক এসিড
  • গ. এসকরবিক এসিড
  • ঘ. ফসফরিক এসিড

উত্তরঃ টারটারিক এসিড

বিস্তারিত

আন্তর্জাতিক শিক্ষক দিবস কোনটি?

  • ক. ২ অক্টোবর
  • খ. ৪ অক্টোবর
  • গ. ৫ অক্টোবর
  • ঘ. ৬ অক্টোবর

উত্তরঃ ৫ অক্টোবর

বিস্তারিত

আন্তর্জাতিক আদালতের বিচারকের সংখ্যা কত?

  • ক. ১২ জন
  • খ. ১৪ জন
  • গ. ১৬ জন
  • ঘ. ১৫ জন

উত্তরঃ ১৫ জন

বিস্তারিত

২০১৪ সালে বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বল লাভ করেন কে?

  • ক. হাসেম রদ্রিগুয়েজ
  • খ. টমাস মুলার
  • গ. লিওনেল মেসি
  • ঘ. নেইমার

উত্তরঃ লিওনেল মেসি

বিস্তারিত

বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি?

  • ক. গঙ্গা কপোতাক্ষ প্রকল্প
  • খ. তিস্তা সেচ প্রকল্প
  • গ. কাপ্তাই সেচ প্রকল্প
  • ঘ. ফেনী সেচ প্রকল্প

উত্তরঃ তিস্তা সেচ প্রকল্প

বিস্তারিত

২০১৪ সালে শান্তিতে নোবেল পেয়েছেন কে?

  • ক. জ্যঁ তিহল
  • খ. মালালা ইউসুফজাঈ
  • গ. ড. ইউনুস
  • ঘ. বারাক ওবামা

উত্তরঃ মালালা ইউসুফজাঈ

বিস্তারিত

৮৬ তম অস্কার পুরস্কার - ২০১৪ এর সেরা চলচ্চিত্র কোনটি?

  • ক. টুয়েন্টি ফিট ফ্রম স্টাবডম
  • খ. হিলিয়াম
  • গ. টুয়েলভ ইয়ার্স অ্যা স্লেভ
  • ঘ. গ্রাভিটি

উত্তরঃ টুয়েলভ ইয়ার্স অ্যা স্লেভ

বিস্তারিত

ওয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত?

  • ক. বগুড়া
  • খ. চট্রগ্রাম
  • গ. নরসিংদী
  • ঘ. ঝিনািইদহ

উত্তরঃ নরসিংদী

বিস্তারিত

বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত?

  • ক. দ্রাবিড়
  • খ. ইউরালীয়
  • গ. ইন্দো-ইউরোপীয়
  • ঘ. সেমিটেক

উত্তরঃ ইন্দো-ইউরোপীয়

বিস্তারিত

কোনটি শুদ্ধ বানান?

  • ক. আলস্যতা
  • খ. অলস্য
  • গ. আলস্য
  • ঘ. আলসতা

উত্তরঃ আলস্য

বিস্তারিত

‘আগুন’ এর সমার্থক শব্দ কোনটি?

  • ক. সুবর্ণ
  • খ. অনল
  • গ. মার্তণ্ড
  • ঘ. কর

উত্তরঃ অনল

বিস্তারিত

‘চলচ্চিত্র’ শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?

  • ক. চলৎ + চিত্র
  • খ. চল + চিত্র
  • গ. চলচ + চিত্র
  • ঘ. চলিচ + চিত্র

উত্তরঃ চলৎ + চিত্র

বিস্তারিত

পাশাপাশি দুটি ধ্বনি বা বর্ণের মিলনকে কি বলে?

  • ক. উপসর্গ
  • খ. অনুসর্গ
  • গ. সমাস
  • ঘ. সন্ধি

উত্তরঃ সন্ধি

বিস্তারিত

বাংলা ভাষায় যতি বা ছেদ চিহ্ন মোট কয়টি?

  • ক. ৯টি
  • খ. ১০টি
  • গ. ১১টি
  • ঘ. ১২টি

উত্তরঃ ১২টি

বিস্তারিত

পাণিনি কে ছিলেন?

  • ক. ভাষাবিদ
  • খ. ঋগ্বেদবিদ
  • গ. বৈয়াকণবিদ
  • ঘ. আখ্যানবিদ

সঠিক উত্তরের জন্য বিস্তারিত দেখুন

বিস্তারিত

ক্ষীয়মান এর বিপরীত শব্দ কি?

  • ক. বৃহৎ
  • খ. বর্ধিষ্ণু
  • গ. বর্তমান
  • ঘ. বৃদ্ধিপ্রাপ্ত

সঠিক উত্তরের জন্য বিস্তারিত দেখুন

বিস্তারিত

‘আমি’ শব্দটি কোন লিঙ্গ?

  • ক. পুংলিঙ্গ
  • খ. স্ত্রীলিঙ্গ
  • গ. ক্লীব লিঙ্গ
  • ঘ. উভয় লিঙ্গ

উত্তরঃ উভয় লিঙ্গ

বিস্তারিত

বাংলা ব্যাকরণ কোন পদে সংস্কৃতের লিঙ্গের নিয়ম মানে না?

  • ক. বিশেষণ
  • খ. অব্যয়
  • গ. সর্বনাম
  • ঘ. বিশেষ্য

উত্তরঃ অব্যয়

বিস্তারিত

‘পেয়ারা’ কোন ভাষা থেকে আগত শব্দ?

  • ক. হিন্দি
  • খ. উর্দু
  • গ. পর্তুগিজ
  • ঘ. গ্রীক

উত্তরঃ পর্তুগিজ

বিস্তারিত

নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে -

  • ক. কল্যাণীয়েষু
  • খ. সুচরিতেষু
  • গ. শ্রদ্ধাস্পদাসু
  • ঘ. প্রীতিভাজনেষু

উত্তরঃ শ্রদ্ধাস্পদাসু

বিস্তারিত

নিচের কোনটিতে বিরাম চিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি?

  • ক. ডিসেম্বর ১৬, ১৯৭১
  • খ. ২৬ মার্চ, ১৯৯১
  • গ. ঢাকা, ২১ ফেব্রুয়ারি ১৯৫২
  • ঘ. পহেলা বৈশাখ, চৌদ্দশো একুশ

উত্তরঃ ঢাকা, ২১ ফেব্রুয়ারি ১৯৫২

বিস্তারিত

'Superstitions' শব্দের অর্থ -

  • ক. যাদুবিদ্যা
  • খ. সেতুবন্ধন
  • গ. কুসংস্কারাচ্ছন্ন
  • ঘ. উপাসনা

উত্তরঃ কুসংস্কারাচ্ছন্ন

বিস্তারিত

Blue print এর পারিভাষিক শব্দ কোনটি?

  • ক. চলচ্চিত্র
  • খ. জীবনবৃত্তান্ত
  • গ. প্রতিচিত্র
  • ঘ. পটভূমি

উত্তরঃ প্রতিচিত্র

বিস্তারিত

নিচের কোনটি নিত্য সমাস?

  • ক. পঞ্চনদ
  • খ. বেয়াদব
  • গ. দেশান্তর
  • ঘ. ভালমন্দ

উত্তরঃ দেশান্তর

বিস্তারিত

গিন্নী কেষ্ট শব্দ দুটি কোন ধরনের শব্দ?

  • ক. তৎসম
  • খ. অর্ধ-তৎসম
  • গ. দেশী
  • ঘ. বিদেশী

উত্তরঃ অর্ধ-তৎসম

বিস্তারিত

শুদ্ধ বানান কোনটি?

  • ক. শিরোচ্ছেদ
  • খ. শিরচ্ছেদ
  • গ. শিরশ্ছেদ
  • ঘ. শিরোঃচ্ছেদ

উত্তরঃ শিরশ্ছেদ

বিস্তারিত

‘মনস্তাপ’ এর সন্ধি বিচ্ছেদ -

  • ক. মন + তাপ
  • খ. মনস + তাপ
  • গ. মনো + তাপ
  • ঘ. মনঃ + তাপ

উত্তরঃ মনঃ + তাপ

বিস্তারিত

নিচের কোনটি অর্ধ-তৎসম শব্দ?

  • ক. গিন্নী
  • খ. হস্ত
  • গ. গঞ্জ
  • ঘ. তসবি

উত্তরঃ গিন্নী

বিস্তারিত

শিরোনামের প্রধান অংশ কোনটি?

  • ক. ডাক টিকিট
  • খ. পোস্টাল কোড
  • গ. প্রেরকের ঠিকানা
  • ঘ. প্রাপকের ঠিকানা

উত্তরঃ প্রাপকের ঠিকানা

বিস্তারিত

The antonym of the word 'liberty' is -

  • ক. liberal
  • খ. bondage
  • গ. frugal
  • ঘ. diversity

উত্তরঃ bondage

বিস্তারিত

The synonym of the word 'call' is -

  • ক. summon
  • খ. exile
  • গ. impede
  • ঘ. recollection

উত্তরঃ summon

বিস্তারিত

It takes two - make a quarrel.

  • ক. too
  • খ. for
  • গ. to
  • ঘ. in order to

উত্তরঃ to

বিস্তারিত

Death is - to dishonour.

  • ক. prefer
  • খ. preference
  • গ. preferable
  • ঘ. preferring

উত্তরঃ preferable

বিস্তারিত

Graps all, -

  • ক. lost all
  • খ. losing all
  • গ. loses all
  • ঘ. lose all

উত্তরঃ lose all

বিস্তারিত

Please look above. Here 'above' is -.

  • ক. adjective
  • খ. adverb
  • গ. noun
  • ঘ. Conjunction

উত্তরঃ adverb

বিস্তারিত

Look before you leap. The word 'before' used in the sentence is - .

  • ক. preposition
  • খ. conjunction
  • গ. adverb
  • ঘ. noun

উত্তরঃ conjunction

বিস্তারিত

Read to learn. (complex)

  • ক. By reading, you will learn
  • খ. Read and learn
  • গ. If you read, you will learn
  • ঘ. In case of failure to read, you will not learn

উত্তরঃ If you read, you will learn

বিস্তারিত

He is the best player. (Negative)

  • ক. No other player is as better as he
  • খ. No other player is as good as he
  • গ. No other player is as best as he
  • ঘ. No other player is considered as best as he

উত্তরঃ No other player is as good as he

বিস্তারিত

He is so dishonest that he cannot speak the truth. (simple)

  • ক. He is too dishonest that he cannot speak the truth
  • খ. He is too dishonest to be spoken the truth
  • গ. He is too dishonest to speak the truth
  • ঘ. He is very dishonest and cannot speak the truth

উত্তরঃ He is too dishonest to speak the truth

বিস্তারিত

I (help) you if I could.

  • ক. I would help
  • খ. I would be helped
  • গ. I helped
  • ঘ. I would have helped

উত্তরঃ I would help

বিস্তারিত

The synonym of the word 'scream' is -

  • ক. yell
  • খ. sound
  • গ. cry
  • ঘ. loudly

উত্তরঃ yell

বিস্তারিত

The passive form of 'Don't do it' is -

  • ক. Let not it be done
  • খ. Let it be not done
  • গ. Let it be done
  • ঘ. Let it no be done

উত্তরঃ Let not it be done

বিস্তারিত

Some interesting facts about your past have just come to light. Here 'come to light' means -

  • ক. go near to light
  • খ. to become known
  • গ. to realize
  • ঘ. to lit a light

উত্তরঃ to become known

বিস্তারিত

জ্ঞানীরা বেশি কথা বলেন না।

  • ক. The wises do not talk much.
  • খ. The wise does not talk much.
  • গ. The wise do not talk much.
  • ঘ. The wise men does not talk much.

উত্তরঃ The wise do not talk much.

বিস্তারিত

দাঁড়াও, আমি এখনি আসছি।

  • ক. Stand , I come now
  • খ. Wait, I am coming now
  • গ. Keep standing, I am coming now
  • ঘ. Stand here, I am coming

উত্তরঃ Wait, I am coming now

বিস্তারিত

সে এক সপ্তাহ যাবত অসুস্থ।

  • ক. He has been ill since a week.
  • খ. He has been ill till a weak
  • গ. He has been ill for a weak.
  • ঘ. He has been il during a week.

উত্তরঃ He has been ill for a weak.

বিস্তারিত

এটা যেন বিনা মেঘে বজ্রপাত।

  • ক. It is as if a thunder from the clouds.
  • খ. It is a bolt from the blue.
  • গ. It is a strong thundr
  • ঘ. It is bolts from the blues.

উত্তরঃ It is a bolt from the blue.

বিস্তারিত

He and I - well.

  • ক. could
  • খ. could have
  • গ. are
  • ঘ. would have

উত্তরঃ are

বিস্তারিত

If we practised speaking English, we - speak better.

  • ক. could
  • খ. could have
  • গ. can
  • ঘ. would have

উত্তরঃ could

বিস্তারিত

It is health which is -

  • ক. asset
  • খ. wealth
  • গ. valuable
  • ঘ. precious

উত্তরঃ wealth

বিস্তারিত

I have no money - hand.

  • ক. in
  • খ. by
  • গ. at
  • ঘ. on

উত্তরঃ in

বিস্তারিত

Did he see anyone in the room. (assertive)

  • ক. He saw no one in the room.
  • খ. He did not see someone in the room
  • গ. He saw anyone in the room
  • ঘ. He saw someone in the room

উত্তরঃ He saw no one in the room.

বিস্তারিত

The fruit is sweet - the taste.

  • ক. by
  • খ. with
  • গ. for
  • ঘ. to

উত্তরঃ by

বিস্তারিত

He and I - well.

  • ক. are
  • খ. is
  • গ. was
  • ঘ. am

উত্তরঃ are

বিস্তারিত

সমাসের রীতি কোন ভাষা থেকে আগত?

  • ক. আরবি
  • খ. ফারসি
  • গ. সংস্কৃত
  • ঘ. ইংরেজি

উত্তরঃ সংস্কৃত

বিস্তারিত

He came to Dhaka with a view to - a new place.

  • ক. visit
  • খ. visiting
  • গ. watch
  • ঘ. look

উত্তরঃ visiting

বিস্তারিত

‘হাত ধুয়ে বসা’ বাগধারার অর্থ কী?

  • ক. খেতে বসা
  • খ. শুরু করা
  • গ. ভণ্ডামী করা
  • ঘ. সাধু সাজা

উত্তরঃ সাধু সাজা

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics