বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ট্যারিফ কমিশনের গবেষণা কর্মকর্তা

‘তেইশ নম্বর তৈলচিত্র’ উপন্যাসের রচয়িতা কে?

  • ক. মানিক বন্দোপাধ্যায়
  • খ. শওকত ওসমান
  • গ. আলাউদ্দিন আল আজাদ
  • ঘ. হুমায়ন আহমেদ

উত্তরঃ আলাউদ্দিন আল আজাদ

বিস্তারিত

‘লাজ’ শব্দটি কোন পদ?

  • ক. বিশেষণ
  • খ. ক্রিয়া বিশেষণ
  • গ. বিশেষ্য
  • ঘ. সর্বনাম

উত্তরঃ বিশেষ্য

বিস্তারিত

‘জলৌকা’ সন্ধিবিচ্ছেদ হবে -

  • ক. জল + একা
  • খ. জল + ওকা
  • গ. জল + ঔকা
  • ঘ. জল + ঐকা

উত্তরঃ জল + ওকা

বিস্তারিত

বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে?

  • ক. সারদা দেবী
  • খ. চন্দ্রাবতী
  • গ. স্বর্ণকুমারী দেবী
  • ঘ. সুফিয়া কামাল

উত্তরঃ চন্দ্রাবতী

বিস্তারিত

কোনটি শরৎচন্দ্রের উপন্যাস নয়?

  • ক. পল্লীসমাজ
  • খ. গৃহদাহ
  • গ. চার অধ্যায়
  • ঘ. চরিত্রহীন

উত্তরঃ চার অধ্যায়

বিস্তারিত

যোগরূঢ় শব্দ কোনটি?

  • ক. পাঠক
  • খ. লেখক
  • গ. জলদ
  • ঘ. সন্দেশ

উত্তরঃ জলদ

বিস্তারিত

কোনটি ‘বিটপি’ শব্দের সমার্থক নয়?

  • ক. পাদপ
  • খ. দ্রুম
  • গ. তরু
  • ঘ. তৃণ

উত্তরঃ তৃণ

বিস্তারিত

‘প্রাচী’ শব্দের বিপরীত শব্দ কোনটি?

  • ক. প্রতীচী
  • খ. প্রচীতি
  • গ. প্রতিচী
  • ঘ. প্রতিচি

উত্তরঃ প্রতীচী

বিস্তারিত

কোন বানানটি শুদ্ধ?

  • ক. শ্বাশত
  • খ. শাশ্বত
  • গ. শ্বাসত
  • ঘ. শাম্বত

উত্তরঃ শাশ্বত

বিস্তারিত

‘সিংহাসন’ শব্দটি কোন সমাসের উদাহরণ?

  • ক. দ্বন্দ্ব
  • খ. তৎপুরুষ
  • গ. কর্মধারয়
  • ঘ. বহুব্রীহি

উত্তরঃ কর্মধারয়

বিস্তারিত

‘যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছ, সুতরাং তুমি প্রথম হবে’ এটি একটি -

  • ক. সরল বাক্য
  • খ. জটিল বাক্য
  • গ. যৌগিক বাক্য
  • ঘ. জটিল বাক্য ও যৌগিক বাক্য

উত্তরঃ জটিল বাক্য

বিস্তারিত

‘সমকাল’ পত্রিকার প্রথম সম্পাদকের নাম কী?

  • ক. রাজা রামমোহন রায়
  • খ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
  • গ. সিকান্দার আবু জাফর
  • ঘ. আলাউদ্দিন আল আজাদ

উত্তরঃ সিকান্দার আবু জাফর

বিস্তারিত

কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না?

  • ক. বিশেষ্য
  • খ. বিশেষণ
  • গ. ক্রিয়া
  • ঘ. অব্যয়

উত্তরঃ ক্রিয়া

বিস্তারিত

বাংলা ভাষার প্রথম সার্থক মহাকাব্য -

  • ক. বিষাদসিন্ধু
  • খ. মেঘনাদবধ কাব্য
  • গ. পদ্মাবতী
  • ঘ. পদুমাবৎ

উত্তরঃ মেঘনাদবধ কাব্য

বিস্তারিত

ভাষা আন্দোলনের ওপর রচিত জহির রায়হানের গ্রন্থটির নাম কী?

  • ক. বরফ গলা নদী
  • খ. আরেক ফাল্গুন
  • গ. হাজার বছর ধরে
  • ঘ. স্টপ জেনোসাইড

উত্তরঃ আরেক ফাল্গুন

বিস্তারিত

‘ফৌজদারি’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

  • ক. ফরাসি
  • খ. পর্তুগিজ
  • গ. তুর্কি
  • ঘ. ওলন্দাজ

সঠিক উত্তরের জন্য বিস্তারিত দেখুন

বিস্তারিত

‘নূরলদীনের সারাজীবন’ কোন ধরনের রচনা -

  • ক. নাট্যগ্রন্থ
  • খ. কাব্যগ্রন্থ
  • গ. উপন্যাস
  • ঘ. গল্পগ্রন্থ

উত্তরঃ নাট্যগ্রন্থ

বিস্তারিত

কোনটি তৎসম শব্দ?

  • ক. হাত
  • খ. ডিম
  • গ. লতা
  • ঘ. বাড়ি

উত্তরঃ লতা

বিস্তারিত

বাংলাদেশে ‘গ্রাম থিয়েটার’ এর প্রবর্তক কে?

  • ক. মমতাজউদ্দীন আহমেদ
  • খ. আব্দুল্লাহ আল মামুন
  • গ. সেলিম আল দীন
  • ঘ. রামেন্দু মজুমদার

উত্তরঃ সেলিম আল দীন

বিস্তারিত

‘পূর্ববঙ্গ গীতিকা’র লোকপালাসমূহের সংগ্রাহক কে?

  • ক. দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
  • খ. চন্দ্রকুমার দে
  • গ. হরপ্রসাদ শাস্ত্রী
  • ঘ. দীনেশ চন্দ্র সেন

উত্তরঃ চন্দ্রকুমার দে

বিস্তারিত

‘বিস্ময়াপন্ন’ সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?

  • ক. বিষ্ময় দ্বারা আপন্ন
  • খ. বিষ্ময়ে আপন্ন
  • গ. বিষ্ময়কে আপন্ন
  • ঘ. বিষ্ময়ে যে আপরে

উত্তরঃ বিষ্ময়কে আপন্ন

বিস্তারিত

কোন বাক্যটি সঠিক?

  • ক. আমার কথাই প্রমাণ হলো
  • খ. আমার কথাই প্রমাণিত হলো
  • গ. আমার কথা প্রমাণ হলো
  • ঘ. আমার কথাই প্রমাণিত হলো

উত্তরঃ আমার কথাই প্রমাণিত হলো

বিস্তারিত

উনসত্তরের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত উপন্যাস কোনটি?

  • ক. চিলেকোঠার সেপাই
  • খ. অনেক সূর্যের আশা
  • গ. অগ্নিসাক্ষী
  • ঘ. আরেক ফাল্গুন

উত্তরঃ চিলেকোঠার সেপাই

বিস্তারিত

Which one is a synonym of 'Random'?

  • ক. essential
  • খ. choosy
  • গ. specific
  • ঘ. arbitrary

উত্তরঃ arbitrary

বিস্তারিত

Which one is the plural form of 'appendix'?

  • ক. appendixes
  • খ. appendices
  • গ. appendixes
  • ঘ. appendice

সঠিক উত্তরের জন্য বিস্তারিত দেখুন

বিস্তারিত

He walks as if he - lame?

  • ক. was
  • খ. has
  • গ. were
  • ঘ. have

উত্তরঃ were

বিস্তারিত

Find out the collective noun from the following.

  • ক. Water
  • খ. Cow
  • গ. Kindness
  • ঘ. Army

উত্তরঃ Army

বিস্তারিত

Cohesion and Coherence is essential in :

  • ক. Letter
  • খ. Narration
  • গ. Preposition
  • ঘ. Paragraph

উত্তরঃ Paragraph

বিস্তারিত

Who wrote the famous poetic line 'To err is human, to forgive divine'?

  • ক. Pope
  • খ. Shelly
  • গ. Keats
  • ঘ. Dryden

উত্তরঃ Pope

বিস্তারিত

How any parts there in a letter?

  • ক. One
  • খ. Two
  • গ. Four
  • ঘ. Six

উত্তরঃ Six

বিস্তারিত

He assisted me - answering the question.

  • ক. by
  • খ. with
  • গ. in
  • ঘ. through

উত্তরঃ in

বিস্তারিত

He is the (bad) boy in the class.

  • ক. worse
  • খ. better
  • গ. worst
  • ঘ. bad

উত্তরঃ worst

বিস্তারিত

Differentialte is -

  • ক. noun
  • খ. adjective
  • গ. adverb
  • ঘ. verb

উত্তরঃ verb

বিস্তারিত

Choose the correct sentence.

  • ক. Please here my advice.
  • খ. Please listen to my advice.
  • গ. Please listen to my advise.
  • ঘ. Please listen my advise.

উত্তরঃ Please listen to my advice.

বিস্তারিত

The passive form of 'Don't waste your time' is -

  • ক. Let your time be not wasted.
  • খ. Let your time not be wasted.
  • গ. Let your time be wasted.
  • ঘ. Let not your time be wasted.

উত্তরঃ Let not your time be wasted.

বিস্তারিত

What is the meaning of the word 'Habeas corpus'?

  • ক. Fundamental rights of prisoner
  • খ. Freedom of Jurisprudence
  • গ. Withdrawal of the Embassy
  • ঘ. Democratic rights of citizen

উত্তরঃ Fundamental rights of prisoner

বিস্তারিত

`Prons and cons' means -

  • ক. Advantage and disadvantage
  • খ. Merits and demerits
  • গ. Good and Bad
  • ঘ. All

উত্তরঃ All

বিস্তারিত

The boy reads a book. What kind of verb 'read' in the sentence is?

  • ক. Principle verb
  • খ. Auxiliary verb
  • গ. Transitive verb
  • ঘ. Intransitive verb

উত্তরঃ Transitive verb

বিস্তারিত

A person who writes about his own life is -

  • ক. a diary
  • খ. a chronicle
  • গ. a biography
  • ঘ. an autobiography

উত্তরঃ an autobiography

বিস্তারিত

None but the brave deserve the fair - in this sentence 'but' is

  • ক. preposition
  • খ. verb
  • গ. conjunction
  • ঘ. adverb

উত্তরঃ preposition

বিস্তারিত

Choose the correct use of suffix 'er' from the options -

  • ক. Laughter
  • খ. Operoter
  • গ. Moderater
  • ঘ. Decoreter

উত্তরঃ Laughter

বিস্তারিত

I do not commit myself to comment deeply - this affair.

  • ক. is
  • খ. on
  • গ. about
  • ঘ. with

উত্তরঃ on

বিস্তারিত

Which of the following words is in singular form?

  • ক. formulae
  • খ. agenda
  • গ. oases
  • ঘ. radius

উত্তরঃ radius

বিস্তারিত

Choose the correct sentence.

  • ক. I saw her enter the room.
  • খ. I saw her to enter the room.
  • গ. I saw her entering the room.
  • ঘ. I saw her to entering the room.

উত্তরঃ I saw her entering the room.

বিস্তারিত

'A rolling stones gathers no moss' The complex form of the sentence is -

  • ক. Since a stone is rolling it gathers no moss.
  • খ. Though stone rolls, it gathers no moss.
  • গ. A stone what rolls gathers no moss.
  • ঘ. A stone rolls gathers no moss.

উত্তরঃ A stone what rolls gathers no moss.

বিস্তারিত

যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক তড়িৎ শক্তিতে রূপান্তর হয় তাকে বলে -

  • ক. ট্রান্সফর্মার
  • খ. মোটর
  • গ. ডায়নামো
  • ঘ. পাখা

উত্তরঃ ডায়নামো

বিস্তারিত

রক্তের লোহিত কণিকা তৈরি হয় -

  • ক. লোহিত অস্থিমজ্জায়
  • খ. তরুণাস্তিতে
  • গ. হরিদ্রা অস্থিমজ্জায়
  • ঘ. যকৃতে

উত্তরঃ লোহিত অস্থিমজ্জায়

বিস্তারিত

পাহাড়ের চূড়ায় স্ফুটনাঙ্ক কমে যায় কারণ ঐ উচ্চতায় -

  • ক. বায়ুর চাপ বেশি
  • খ. বায়ুর চাপ কম
  • গ. সূর্যতাপের প্রখরতা বেশি
  • ঘ. সূর্যতাপের প্রখরতা কম

উত্তরঃ বায়ুর চাপ কম

বিস্তারিত

কেঁচোর রক্তে হিমোগ্লোবিন কোথায় থাকে?

  • ক. লোহিত কণিকায়
  • খ. শ্বেত কণিকায়
  • গ. রক্তরসে
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ রক্তরসে

বিস্তারিত

কাঁদুনে গ্যাসের অপর নাম কী?

  • ক. মিথেন
  • খ. ফসফিন গ্যাস
  • গ. নাইট্রোজেন গ্যাস
  • ঘ. ক্লোরোপিকরিন

উত্তরঃ ক্লোরোপিকরিন

বিস্তারিত

সমবাহু ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু পর্যায়ক্রমে যোগ করলে যে চারটি ত্রিভুজ উৎপন্ন হয় তা -

  • ক. স্থুলকোণী ত্রিভুজ
  • খ. সূক্ষ্মকোণী ত্রিভুজ
  • গ. সমকোণী ত্রিভুজ
  • ঘ. সমদ্বিবাহু ত্রিভুজ

উত্তরঃ সূক্ষ্মকোণী ত্রিভুজ

বিস্তারিত

আদালত প্রধান ব্যক্তিগত সমস্যা বা অধিকারের -

  • ক. সমাধান করে
  • খ. মধস্থতা করে
  • গ. লালন করে
  • ঘ. বিচার করে

উত্তরঃ বিচার করে

বিস্তারিত

The minister had his officials - a press conference.

  • ক. deliver
  • খ. announce
  • গ. arrange
  • ঘ. prepare

উত্তরঃ arrange

বিস্তারিত

বাজার অর্থনীতির মূল চালিকাশক্তি হলো -

  • ক. দ্রব্যমূল্য
  • খ. প্রতিযোগিতা
  • গ. শুল্ক
  • ঘ. আমদানি

উত্তরঃ প্রতিযোগিতা

বিস্তারিত

The house needs a new - of paint.

  • ক. stroke
  • খ. color
  • গ. look
  • ঘ. coat

উত্তরঃ coat

বিস্তারিত

Who is the cleversest person? D is cleverer than C, C s cleverer than B, A s cleverer than C, E s cleverer than D

  • ক. A
  • খ. B
  • গ. C
  • ঘ. D

সঠিক উত্তরের জন্য বিস্তারিত দেখুন

বিস্তারিত

ক খ এর পুত্র। খ এবং গ পরস্পর বোন। ঘ হচ্ছে গ এর মা, চ ঘ এর পুত্র। চ এর সাথে ক এর সম্পর্ক কী?

  • ক. ক এর মামা চ
  • খ. ক এর খালু চ
  • গ. চ এর নান ক
  • ঘ. ক এর চাচা চ

উত্তরঃ ক এর মামা চ

বিস্তারিত

বাংলাদেশে সরকারি EPZ সংখ্যা -

  • ক. ৫টি
  • খ. ৭টি
  • গ. ৮টি
  • ঘ. ১০টি

উত্তরঃ ৮টি

বিস্তারিত

বাংলাদেশে বেশি রপ্তানি করে -

  • ক. চীন
  • খ. ভারত
  • গ. যুক্তরাজ্য
  • ঘ. যুক্তরাষ্ট্র

উত্তরঃ চীন

বিস্তারিত

বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত ‘ধীরে বহে মেঘনা’ চলচ্চিত্রের নির্মাতা কে?

  • ক. সুভাষ দত্ত
  • খ. আলমগীর কবির
  • গ. হুমায়ন আহমেদ
  • ঘ. খান আতাউর রহমান

উত্তরঃ আলমগীর কবির

বিস্তারিত

ঐতিহাসিক ২১ দফা দাবির প্রথম দাবি কী ছিল?

  • ক. প্রাদেশিক স্বায়ত্তশাসন
  • খ. অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ
  • গ. বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা
  • ঘ. বিনা ক্ষতিপূরনে জমিদারি স্বত্বের ‍উচ্ছেদ সাধন

উত্তরঃ বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা

বিস্তারিত

বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে -

  • ক. ব্রাক ব্যাংক
  • খ. এবি ব্যাংক
  • গ. সোনালী ব্যাংক
  • ঘ. ডাচ-বাংলা ব্যাংক

উত্তরঃ ডাচ-বাংলা ব্যাংক

বিস্তারিত

বাংলাদেশ-ভারতের সমুদ্রসীমা নির্ধারণী মামলার রায় হয় কবে?

  • ক. ৪ জুলাই ২০১৪
  • খ. ৫ জুলাই ২০১৪
  • গ. ৬ জুলাই ২০১৪
  • ঘ. ৭ জুলাই ২০১৪

উত্তরঃ ৭ জুলাই ২০১৪

বিস্তারিত

‘রাজসিক বিহার’ ভাস্কর্য কোথায় অবস্থিত?

  • ক. হোটেল রূপসী বাংলার সামনে
  • খ. রোকেয়া সরণিতে
  • গ. ঢাকা বিশ্ববিদ্যালয়ে
  • ঘ. সংসদ ভবনের সামনে

উত্তরঃ হোটেল রূপসী বাংলার সামনে

বিস্তারিত

নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত ‘সোমপুর বিহার’ এর প্রতিষ্ঠাতা কে?

  • ক. গোপাল
  • খ. ধর্মপাল
  • গ. মহীপাল
  • ঘ. বিগ্রহপাল

উত্তরঃ ধর্মপাল

বিস্তারিত

প্রাচীনকালে ‘সমতট’ বলতে বাংলাদেশের কোন অংশকে বুঝানো হতো?

  • ক. বগুড়া ও দিনাজপুর অঞ্চল
  • খ. ঢাকা ও ময়মনসিংহ অঞ্চল
  • গ. কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল
  • ঘ. বৃহত্তর সিলেট অঞ্চল

উত্তরঃ কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল

বিস্তারিত

কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়?

  • ক. আয়কর
  • খ. মূল্য সংযোজন কর
  • গ. আমদানি ও রপ্তানি
  • ঘ. ভূমি ও রাজস্ব

উত্তরঃ মূল্য সংযোজন কর

বিস্তারিত

লালবাগ কেল্লায় কার সমাধি আছে?

  • ক. শায়েস্তা খাঁর কন্যা পরিবিবির
  • খ. সুবেদার ইসলাম খাঁর
  • গ. দ্বিতীয় বাহাদুর শাহ জাফর
  • ঘ. শাহ মোহাম্মদ আজমের

উত্তরঃ শায়েস্তা খাঁর কন্যা পরিবিবির

বিস্তারিত

কোন দেশ জাতিসংঘের স্থায়ী সদস্য নয়?

  • ক. রাশিয়া
  • খ. চীন
  • গ. ফ্রান্স
  • ঘ. কানাডা

উত্তরঃ কানাডা

বিস্তারিত

‘এজেন্ডা - ২১’ গৃহীত হয় কোন সম্মেলনে?

  • ক. জোহান্সবার্গ
  • খ. কিয়োটা
  • গ. রিও
  • ঘ. ডারবান

উত্তরঃ রিও

বিস্তারিত

২০১৮ সালের ফিফা বিশ্বকাপ ফুটবলের মাসকট কী ছিল?

  • ক. জাবিভাকা
  • খ. ফুটিক্স
  • গ. জাকুমি
  • ঘ. ফুলেকো

উত্তরঃ জাবিভাকা

বিস্তারিত

হিউম্যান রাইটস ওয়াচ কোন দেশভিত্তিক সংগঠন?

  • ক. যু্ক্তরাজ্য
  • খ. যুক্তরাষ্ট্র
  • গ. ইতালি
  • ঘ. ফ্রান্স

উত্তরঃ যুক্তরাষ্ট্র

বিস্তারিত

জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় -

  • ক. সাফ্রান্সিসকোতে
  • খ. নিউইয়র্কে
  • গ. জেনেভায়
  • ঘ. প্যারিসে

উত্তরঃ সাফ্রান্সিসকোতে

বিস্তারিত

নিচের কোন রাষ্ট্রটি সার্বভৌমত্বহীন?

  • ক. সিয়েরা লিওরা
  • খ. পানামা
  • গ. আফগানিস্তান
  • ঘ. ফিলিস্তিন

উত্তরঃ ফিলিস্তিন

বিস্তারিত

‘হরোপ্পো মহেঞ্জাদারো’ কোন সভ্যতা হিসেবে পরিচিত?

  • ক. মায়া
  • খ. চৈনিক
  • গ. সিন্ধু
  • ঘ. অ্যাসিরিয়

উত্তরঃ সিন্ধু

বিস্তারিত

NATO কোন ধরনের জোট?

  • ক. অর্থনৈতিক
  • খ. পরিবেশ
  • গ. রাজনৈতিক
  • ঘ. সামরিক

উত্তরঃ সামরিক

বিস্তারিত

Fair Fax কী?

  • ক. গোয়েন্দা সংস্থা
  • খ. সংবাদ সংস্থা
  • গ. মানবাধিকার সংস্থা
  • ঘ. ইন্টারনেট প্রতিষ্ঠান

উত্তরঃ গোয়েন্দা সংস্থা

বিস্তারিত

বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে?

  • ক. মার্গারেট থ্যাচার
  • খ. ইন্দিরা গান্ধী
  • গ. শ্রীমাবো বন্দরনায়েক
  • ঘ. গোল্ডামেয়ার

উত্তরঃ শ্রীমাবো বন্দরনায়েক

বিস্তারিত

বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি?

  • ক. আল-আযহার বিশ্ববিদ্যালয়
  • খ. নালন্দা বিশ্ববিদ্যালয়
  • গ. হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
  • ঘ. অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়

উত্তরঃ নালন্দা বিশ্ববিদ্যালয়

বিস্তারিত

ব্লাক সেপ্টেম্বর কী?

  • ক. একটি গোয়েন্দা সংস্থা
  • খ. একটি সন্ত্রাসী গ্রুপ
  • গ. একটি রাজনৈতিক সংগঠন
  • ঘ. একটি গেরিলা সংস্থা

উত্তরঃ একটি গেরিলা সংস্থা

বিস্তারিত

He worked with all sincerity. The underlined phrase is -

  • ক. A noun phrase
  • খ. An adjective phrase
  • গ. An infinitive phrase
  • ঘ. An adverbial phrase

উত্তরঃ An adverbial phrase

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics