১২তম বিজেএস সহকারী জজ প্রাথমিক পরীক্ষা
কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নয়?
- ক. কাঁদো নদী কাঁদো
- খ. দুই সৈনিক
- গ. রাইফেল রোটি আওরাত
- ঘ. নেকড়ে অরণ্য
উত্তরঃ কাঁদো নদী কাঁদো
‘কর্ম কর, অনুরূপ ফল পাবে’ - গঠন অনুসারে এটি কোন ধরনের বাক্য?
- ক. সরল
- খ. জটিল
- গ. যৌগিক
- ঘ. কার্যকারণাত্বক
উত্তরঃ যৌগিক
একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে সেগুলোর মাঝখানে বসে -
- ক. কোলন
- খ. কমা
- গ. সেমিকোলন
- ঘ. কোলন-ড্যাশ
উত্তরঃ সেমিকোলন
‘বাংলাদেশ যেন জয়লাভ করে’। এটি কোন ধরনের বাক্য?
- ক. আবেগসূচক
- খ. প্রার্থনাসূচক
- গ. বর্ণনাত্বক
- ঘ. অনুজ্ঞাসূচক
উত্তরঃ প্রার্থনাসূচক
ফররুখ আহমেদের কাব্যগ্রন্থ কোনটি?
- ক. মা যে জননী কান্দে
- খ. সন্দীপের চর
- গ. অদৃশ্যবাদীদের রান্নাবান্না
- ঘ. মুহূর্তের কবিতা
উত্তরঃ মুহূর্তের কবিতা
‘ধর্ম ও ন্যায়ের পথে চলো।’ - কী অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে?
- ক. অনুরোধ
- খ. উপদেশ
- গ. আদেশ
- ঘ. বিধান
উত্তরঃ উপদেশ
‘চিত্তনামা’ কাব্যগ্রন্থের রচয়িতা -
- ক. অমিয় চক্রবর্তী
- খ. বিহারীলাল চক্রবর্তী
- গ. কাজী নজরুল ইসলাম
- ঘ. চিত্তরঞ্জন দাস
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতিনাট্য?
- ক. বাল্মীকি প্রতিভা
- খ. বিসর্জন
- গ. চিত্রাঙ্গদা
- ঘ. রাজা ও রানী
উত্তরঃ বাল্মীকি প্রতিভা
- ক. সহস্র
- খ. হাজার
- গ. শত
- ঘ. অযুত
উত্তরঃ হাজার
We want to take legal action against the hoodlum. Here in this sentence 'to' is a/an -
- ক. Adverb
- খ. Infinitive maker
- গ. Preposition
- ঘ. Conjunction
উত্তরঃ Infinitive maker
Who is the speaker of this quote? 'No man is above the law and no man is below it -'
- ক. Franklin
- খ. Dickens
- গ. Douglas
- ঘ. Roosevelt
উত্তরঃ Roosevelt
Making a good result in the exam needs a lot of hard work. Here 'making' is a -
- ক. present participle
- খ. pronoun
- গ. adjective
- ঘ. gerund
উত্তরঃ gerund
The saying 'Enough. is enough' is used to mean -
- ক. something to stop
- খ. something to continue
- গ. to stop behaving badly
- ঘ. instructions are clear
উত্তরঃ something to stop
Identify the correct passive form of 'fortune favours the brave'
- ক. The brave is favoured by fortune.
- খ. The brave are favoured by fortune.
- গ. The brave were favoured by fortune.
- ঘ. The brave are favoured by fortune.
উত্তরঃ The brave are favoured by fortune.
Wordsworth's I wandered Lonely as a Cloud' is about -
- ক. Roses
- খ. Cherries
- গ. Maples
- ঘ. Daffodils
উত্তরঃ Daffodils
Who wrote this famous line 'Our sweetest songs are those that tell of saddest thought'?
- ক. P. B. Shelley
- খ. Shakespeare
- গ. John Keats
- ঘ. Robert Frost
উত্তরঃ P. B. Shelley
- ক. ৪৪
- খ. ৪০
- গ. ৪২
- ঘ. ৪৫
উত্তরঃ ৪২
- ক. ১/২
- খ. ১/৩
- গ. ১/৪
- ঘ. ১/৫
উত্তরঃ ১/৪
একজন চাকুরিজীবীর বেতন ১৫% বৃদ্ধি পেয়ে ৫,৭৫০ টাকা হলে পূর্বের বেতন কত ছিল?
- ক. ৪,৭৫০ টাকা
- খ. ৫,০০০ টাকা
- গ. ৫,২৫০ টাকা
- ঘ. ৫,৫৫০ টাকা
উত্তরঃ ৫,০০০ টাকা
- ক. রাউটার
- খ. অপটিক্যাল ফাইবার
- গ. নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড
- ঘ. প্রটোকল
উত্তরঃ অপটিক্যাল ফাইবার
কম্পিউটারের ডিজিটাল পদ্ধতির অভ্যন্তরে সাধারণত যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় তাকে বলে -
- ক. অক্টাল
- খ. ডেসিমেল
- গ. বাইনারী
- ঘ. হেক্সাডেসিমেল
উত্তরঃ বাইনারী
একই উচ্চতা থেকে এক টুকরা পাথর ও একটি কাগজের টুকরাকে বিনা বাধায় পড়তে দিলে -
- ক. পাথরের টুকরাটি আগে মাটিতে পড়বে
- খ. কাগজের টুকরাটি আগে মাটিতে পড়বে
- গ. এরা একই সময়ে মাটিতে পড়বে
- ঘ. উভয়টি শূন্যে ঝুলন্ত থাকবে
উত্তরঃ এরা একই সময়ে মাটিতে পড়বে
নদীতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদনের সময় জলরাশিতে কোন শক্তি জমা হয়?
- ক. স্থিতি শক্তি
- খ. গতি শক্তি
- গ. ঘর্ঘণ শক্তি
- ঘ. যান্ত্রিক শক্তি
উত্তরঃ স্থিতি শক্তি
নিচের কোনটিকে কিডনির কার্যকরী একক বলা হয়?
- ক. গ্লোমারুলাস
- খ. মাইনর কেলিস
- গ. নেফ্রন
- ঘ. মেজর কেলিস
উত্তরঃ নেফ্রন
এসডিজি-৪ কোন বিষয়ের সাথে সম্পর্কিত?
- ক. নারীর সম অধিকার
- খ. মানবাধিকার
- গ. মানসম্মত শিক্ষা
- ঘ. জলবায়ু
উত্তরঃ মানসম্মত শিক্ষা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার কারাগার জীবনে লেখা দিনপঞ্জির নাম দিয়েছিলেন -
- ক. কারাগারের রোজনামচা
- খ. থালা বাটি কম্বল জেলখানার সম্বল
- গ. অসমাপ্ত আত্মজীবনী
- ঘ. কারাগারের রাতদিন
উত্তরঃ থালা বাটি কম্বল জেলখানার সম্বল
নিচের কোনটি এলডিসি হতে উত্তরণের যোগ্যতা নয়?
- ক. মাথাপিছু জাতীয় আয়
- খ. অর্থনৈতিক দুর্বলতা সূজক
- গ. রপ্তানি আয় সূচক
- ঘ. মানবসম্পদ সূচক
উত্তরঃ রপ্তানি আয় সূচক
'Bangladesh Road' কোন শহরের একটি সড়কের নাম?
- ক. Danane Town
- খ. Fish Town
- গ. Dalaba
- ঘ. Freetown
উত্তরঃ Danane Town
স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন নারীকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়?
- ক. ২
- খ. ৫
- গ. ৬
- ঘ. ৮
উত্তরঃ ২
কোন দেশে সবচেয়ে বেশি সংখ্যক ভাষা ব্যবহৃত হয়?
- ক. চীন
- খ. ভারত
- গ. পাপুয়া নিউ গিনি
- ঘ. রাশিয়া
উত্তরঃ পাপুয়া নিউ গিনি
ইষ্ট ইন্ডিয়া কোম্পানির বিরূদ্ধে অস্ত্র ধারণ করে প্রথম শহীদ হয়েছিলেন -
- ক. ফকির মজনু শাহ
- খ. মঙ্গল পাণ্ডে
- গ. সৈয়দ নিসার আলী
- ঘ. নেতাজী সুভাষ চন্দ্র বসু
উত্তরঃ সৈয়দ নিসার আলী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুসারে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি হবে বাঙালি জাতির -
- ক. মতৈক্য ও সমঝোতা
- খ. ঐক্য ও সংহতি
- গ. ভাষা ও সংস্কৃতি
- ঘ. ভাষা ও আচার-অনুষ্ঠান
উত্তরঃ ঐক্য ও সংহতি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন ভাগের অনুচ্ছেদসমূহ জাতীয় সংসদ সংশোধন করতে পারে?
- ক. প্রথম
- খ. দ্বিতীয়
- গ. তৃতীয়
- ঘ. চতুর্থ
উত্তরঃ চতুর্থ
In Anwar Hossain Chowdhury vs. Bangladesh 41 DLR (AD) the Supreme court established the -
- ক. doctrine of basic structure of the constitution
- খ. separation of judiciary
- গ. illegality of Martial low
- ঘ. secularism in the constitution
উত্তরঃ doctrine of basic structure of the constitution
Write of Quo-Warranto এর উল্লেখ রয়েছে সংবিধানের কোন অনুচ্ছেদে?
- ক. ১০২(খ)(আ)
- খ. ১০২(খ)(অ)
- গ. ১০২(ক)(আ)
- ঘ. ১০২(ক)(অ)
উত্তরঃ ১০২(খ)(আ)
Kazi Mukhlesur Rahman vs. Bangladesh 26 DLR (SC) (Berubari Case) is also knwon as the -
- ক. Second Amendment Case
- খ. Third Amendment Case
- গ. Fouth Amendment Case
- ঘ. Fith Amendment Case
উত্তরঃ Third Amendment Case
The Evidence Act, 1872 প্রণয়ন করেন -
- ক. James Spenser
- খ. James Stuart
- গ. James Stephen
- ঘ. James Steven
উত্তরঃ James Stephen
The Evidence Act, 1872 এর ৭৪ ধারা অনুযায়ী নিচের কোন দলিলটি Public Document নয়?
- ক. সার্টিফাইড কপি অব রেজিস্টার্ড পাওয়ার অব এর্টনি
- খ. তদন্তকালে পুলিশের দিনপঞ্জী
- গ. গ্রেফতারী পরোয়ানা
- ঘ. কমনওয়েলথ সচিবালয়ের দাপ্তরিক পত্র
উত্তরঃ তদন্তকালে পুলিশের দিনপঞ্জী
মৃত্যুকালীন ঘোষণার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
- ক. ম্যাজিস্ট্রেট বাতিত অন্য কারো নিকট মৃত্যুকালীন ঘোষণা দেয়া যায় না
- খ. পুলিশের কাছে মৃত্যুকালীন ঘোষণা দিলে তা গ্রহণযোগ্য নয়
- গ. মৃত্যুকালীন ঘোষণা কেবল ডাক্তার এর সামনে দেয়া যাবে
- ঘ. মৃত্যুকালীন ঘোষণা যে কোনো ব্যক্তির সামনে দেয়া যাবে
উত্তরঃ মৃত্যুকালীন ঘোষণা যে কোনো ব্যক্তির সামনে দেয়া যাবে
- ক. সরাসরি বাতিল করবে
- খ. অসামঞ্জস্যপূর্ণ হলে বাতিল করবে
- গ. প্রাপ্ত অধিকারকে ক্ষুণ্ণ করবে না
- ঘ. এর কোনোটি প্রযোজ্য হবে না
উত্তরঃ প্রাপ্ত অধিকারকে ক্ষুণ্ণ করবে না
পারিবারিক আদালত কর্তৃক মোহরানা বাবদ প্রদত্ত ৫,০০০/- টাকার ডিক্রির বিরুদ্ধে কোথায় আপীল করতে হবে?
- ক. হাইকোর্ট বিভাগে
- খ. জেলা জজ আদালতে
- গ. যুগ্ম জেলা জজ আদালতে
- ঘ. আপিল চলে না
উত্তরঃ আপিল চলে না
পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০১০ এ বর্ণিত আদালত বলতে বুঝায় -
- ক. সহকারী জজ
- খ. পারিবারিক আদালত
- গ. জুডিসিয়াল/মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
- ঘ. নির্বাহী ম্যাজিস্ট্রেট
উত্তরঃ জুডিসিয়াল/মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
একজন মুসলিম তার স্ত্রীকে একখণ্ড জমি দান করেন এবং দখল বুঝিয়ে দেন। এমতাবস্থায় দানটি -
- ক. প্রত্যাহারযোগ্য
- খ. মৌখিক হলে প্রত্যাহার করতে পারেন
- গ. প্রত্যাহারযোগ্য নয়
- ঘ. রেজিস্ট্রেশন না করলে প্রত্যাহার করতে পারেন
উত্তরঃ প্রত্যাহারযোগ্য
- ক. ৬
- খ. ৩
- গ. ১
- ঘ. ২
উত্তরঃ ৩
- ক. ১/৩
- খ. ১/২
- গ. ১
- ঘ. ১/৪
উত্তরঃ ১/২
একজন হানাফি মুসলিম পিতা-মাতাকে রেখে মারা যান। তার তাজ্য সম্পত্তিতে পিতার অংশ -
- ক. ১/৪
- খ. ১/২
- গ. ২/৩
- ঘ. ৩/৪
উত্তরঃ ১/২
- ক. ১/৩ অংশ
- খ. ১/২ অংশ
- গ. ১/৪ অংশ
- ঘ. ১৯৬১ সনের অধ্যাদেশ জারীর আগে ‘খ’ এর মৃত্যু হওয়ায় তার পুত্র সম্পত্তি পাবে না
উত্তরঃ ১/২ অংশ
দেনমোহরের জন্য মামলা দায়েরের তামাদির মেয়াদ কত?
- ক. তিন বছর
- খ. চয় বছর
- গ. এক বছর
- ঘ. কোনো তামাদি মেয়াদ নেই
উত্তরঃ তিন বছর
পিতা-মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩ এর অধীনে বিচারের ক্ষমতাপ্রাপ্ত আদালত -
- ক. পারিবারিক আদালত
- খ. স্পেশাল ট্রাইব্যুনাল
- গ. জেলা জজ আদালত
- ঘ. প্রথম শ্রেণীর জুডিসিয়াল/মেট্রোপলিটন ম্যাজিস্টেট
উত্তরঃ প্রথম শ্রেণীর জুডিসিয়াল/মেট্রোপলিটন ম্যাজিস্টেট
অভিযোগ বিষয়ে শুনানিকালে অভিযুক্ত ব্যক্তি কর্তৃক দাখিলকৃত বিতর্কিত দলিলাদি বিবেচনা করা যাবে কি না?
- ক. হ্যাঁ
- খ. এটি আদলতের ইচ্ছাধীন ক্ষমতা
- গ. না
- ঘ. মূল দলিল দাখিল সাপেক্ষে বিবেচনা করা যাবে
উত্তরঃ না
- ক. 241A
- খ. 245
- গ. 265C
- ঘ. 265H
উত্তরঃ 265C
The Penal Code, 1860 এর ৩০০ ধারায় উল্লিখিত খুনের সংজ্ঞায় কয়টি ব্যতিক্রম আছে?
- ক. ২টি
- খ. ৩টি
- গ. ৪টি
- ঘ. ৫টি
উত্তরঃ ৫টি
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর বিধানমতে বে- আইনী বা হয়রানিমূলক তল্লাশীর সর্বোচ্চ কারাদণ্ড -
- ক. ২ বছর
- খ. ১ বছর
- গ. ৬ মাস
- ঘ. ৩ মাস
উত্তরঃ ১ বছর
- ক. অর্থদণ্ডের সম্যক টাকা
- খ. চেকের সমপরিমাণ টাকা
- গ. চেকের দ্বিগুণ টাকা
- ঘ. অর্থদণ্ডের অর্ধেক টাকা
উত্তরঃ চেকের সমপরিমাণ টাকা
- ক. ১২ ধারা
- খ. ১৩ ধারা
- গ. ১৪ধারা
- ঘ. ১৫ ধারা
উত্তরঃ ১৪ধারা
- ক. Theft
- খ. Extortion
- গ. Robbery
- ঘ. Dacoity
উত্তরঃ Extortion
The Code of Criminal Procedure, 1898 এর Section 161 অনুযায়ী সাক্ষীদের পরীক্ষা (Examine) করতে পারেন -
- ক. অভিযোগ তদন্তকারী পুলিশ কর্মকর্তা
- খ. নির্বাহী ম্যাজিস্ট্রেট
- গ. জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
- ঘ. সকলেই
উত্তরঃ অভিযোগ তদন্তকারী পুলিশ কর্মকর্তা
Complainant তার Complaint প্রত্যাহার করলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রে -
- ক. অভিযুক্ত ব্যক্তিকে খালাস (acquit) দিবেন
- খ. অভিযুক্ত ব্যক্তিকে মুক্তি (release) দিবেন
- গ. অভিযুক্ত ব্যক্তিকে অব্যাহতি (discharge) দিবেন
- ঘ. Complaint বা খারিজ (dismiss) করবেন
উত্তরঃ অভিযুক্ত ব্যক্তিকে খালাস (acquit) দিবেন
একজন বৃষি জমির মালিক কত পরিমাণ কৃষি জমি নিজ মালিকানায় রাখতে পারবেন?
- ক. ৬০ বিঘা
- খ. ১০০ বিঘা
- গ. ৩৭৫ বিঘা
- ঘ. কৃষক এবং জমির শ্রেণীভেদে পূর্বের সবগুলো সঠিক
উত্তরঃ ৬০ বিঘা
ভূমি জরিপের সময় কোন আইনের বিধি ৩০ এর আলোকে আপত্তি দেয়া যায়?
- ক. The State Acquisition Rules, 1951
- খ. The State Acquisition (Bond) Rules, 1957
- গ. The State Acquisition and Tenancy Act, , 1950
- ঘ. The Tenancy Rules, 1954
উত্তরঃ The Tenancy Rules, 1954
The Non-Agricultural Tenancy Act, 1949 এ বর্ণিত অগ্রক্রয় কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে?
- ক. হোল্ডিং এর হস্তান্তর (Transfer of holding)
- খ. ভূমি হস্তান্তর (Transfer of land)
- গ. বিনিময়ের মাধ্যমে হস্তান্তর
- ঘ. বণ্টনের মাধ্যমে হস্তান্তর
উত্তরঃ ভূমি হস্তান্তর (Transfer of land)
- ক. ০৩ মাস
- খ. ১২ মাস
- গ. ০৬ মাস
- ঘ. ০৩ বছর
উত্তরঃ ১২ মাস
- ক. 144
- খ. 144A
- গ. 144B
- ঘ. 145B
উত্তরঃ 144A
- ক. ১৫ বছর
- খ. ৩০ বছর
- গ. ৬০ বছর
- ঘ. ২৫ বছর
উত্তরঃ ৩০ বছর
কোন প্রকার বদ্ধকের ক্ষেত্রে বন্ধকদাতার ঋণ পরিশোধের কোনো বাধ্যবাধকতা থাকে না -
- ক. Usufructuary Mortgage
- খ. English Mortgage
- গ. Mortgage by Conditional Sale
- ঘ. Mortgage against Immovable Property
উত্তরঃ Usufructuary Mortgage
- ক. জামানত বিহীন ঋণ
- খ. জামানতে গৃহীত ঋণ
- গ. বকেয়া করের দাবী
- ঘ. চুক্তির সুবিধা বা লাভের দাবী
উত্তরঃ জামানত বিহীন ঋণ
উত্তরকালীন অসম্ভবতা (supervening impossibillity) এর ক্ষেত্রে নিচের কোন শর্তটি প্রযোজ্য নয়?
- ক. চু্ক্তি করার সময় চু্ক্তি পালন সম্ভব ছিল
- খ. চু্ক্তি পরবর্তী কার্য সম্পাদন কার্য সম্পাদন অসম্ভব নয়
- গ. অসম্ভবতা অঙ্গিকারকারীর অবহেলার কারণে হয়
- ঘ. অসম্ভবতা প্রাকৃতিক বা রাষ্ট্রীয় কারণে হয়
উত্তরঃ অসম্ভবতা অঙ্গিকারকারীর অবহেলার কারণে হয়
- ক. ১ মাস
- খ. ২ মাস
- গ. ৩ মাস
- ঘ. ৪ মাস
উত্তরঃ ৩ মাস
রিসিভার নিয়োগ দেয়া হয় The Code of Civil Procedure, 1908 এর ....... অনুযায়ী।
- ক. Order XL, rule 1
- খ. Order XLI, rule 1
- গ. Order XLII, rule 1
- ঘ. Order XLIII, rule 1
উত্তরঃ Order XL, rule 1
- ক. ১৭
- খ. ২৪
- গ. ৯৪
- ঘ. ১৫১
উত্তরঃ ২৪
অধস্তন আদালতের ভাষা কি হবে তা The Code of Civil Procedure, 1908 এর কত ধারায় বলা হয়েছে?
- ক. ১২৮
- খ. ১০৭
- গ. ১৩৭
- ঘ. ১৪০
উত্তরঃ ১৩৭
- ক. ষাট দিন
- খ. তিন মাস
- গ. দুই মাস
- ঘ. নব্বই দিন
উত্তরঃ ষাট দিন
As per Section 89A of the Code of Civil Procedure, 1908 after filling written statement the court -
- ক. may refer the dispute for mediation
- খ. may refer the dispute for conciliation
- গ. shall may refer the dispute for mediation
- ঘ. shall may refer the dispute for conciliation
উত্তরঃ shall may refer the dispute for mediation
দেওয়ানী আদালত গঠিত হয় নিচের কোন আইন অনুযায়ী?
- ক. The Code of Civil Procedure, 1908
- খ. The General Clauses Act, 1897
- গ. The Civil Courts Act, 1887
- ঘ. The Constitution of the People's Republic of Bangladesh
উত্তরঃ The Civil Courts Act, 1887
কোনো দেওয়ানী মামলার যুক্তিতর্ক শুনানি সমাপ্তির পর আদালতকে কত দিনের মধ্যে রায় প্রচার করতে হয়?
- ক. ১৫
- খ. ৭
- গ. ১০
- ঘ. ৩০
উত্তরঃ ৭
The Limitation Act, 1908 এর অনুচ্ছেদ ১১৩ অনুযায়ী চু্ক্তি প্রবলের মামলায় Period of Limitation হলো -
- ক. ১ বছর
- খ. ২ বছর
- গ. ৩ বছর
- ঘ. ৪ বছর
উত্তরঃ ১ বছর
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬ অনুযায়ী হ্যাকিং এর অপরাধের শাস্তি কী?
- ক. অনধিক বারো বছর এবং অন্যূন পাঁচ বছর কারাদণ্ড, বা অনধিক দশ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড
- খ. অনধিক দশ বছর এবং অন্যূন তিন বছর কারাদণ্ড, বা অনধিক পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড
- গ. অনধিক চৌদ্দ বছর এবং অন্যূন সাত বছর কারাদণ্ড, বা অনধিক এক কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড
- ঘ. সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অনধিক পঞ্চাশ লাখ টাকা অর্থদণ্ড
উত্তরঃ অনধিক চৌদ্দ বছর এবং অন্যূন সাত বছর কারাদণ্ড, বা অনধিক এক কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড
মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ অনুযায়ী মানব পাচার অপরাধের অর্থদণ্ডসহ সর্বনিম্ন কারাদণ্ড কত বছর?
- ক. ৩
- খ. ৫
- গ. ৪
- ঘ. ৭
উত্তরঃ ৫
- ক. অর্থঋণ আদালতে নিয়মিত মামলা
- খ. যুগ্ম জেলা জজ আদালতে টাকার মামলা
- গ. সিনিয়র সহকারী জজ আদালতে টাকার মামলা
- ঘ. সার্টিফিকেট মামলা
উত্তরঃ সার্টিফিকেট মামলা
- ক. সহকারী পরিচালক পদমর্যাদার নিচে নয় এমন কর্মকর্তা
- খ. উপ পরিচালক পদমর্যাদার নিচে নয় এমন কর্মকর্তা
- গ. পরিচালক মপমর্যাদার নিচে নয় এমন কর্মকর্তা
- ঘ. কমিশনার পদমর্যাদার যে কোনো কর্মকর্তা
উত্তরঃ কমিশনার পদমর্যাদার যে কোনো কর্মকর্তা
মিমাংসার ক্ষেত্রে জেলা লিগ্যাল এইড অফিসার পারেন না -
- ক. মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখতে
- খ. বিরোধ সম্পর্কিত তথ্য সংগ্রহ করতে
- গ. স্ব-উদ্যোগে আইনগত পশ্নে মতামত প্রদান করতে
- ঘ. মিমাংসা সভার কার্যপদ্ধতি নির্ধারণ করতে
উত্তরঃ স্ব-উদ্যোগে আইনগত পশ্নে মতামত প্রদান করতে
কোনো এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (Ecologically Critical Area) ঘোষণা করতে পারে কে?
- ক. পরিবেশ আদালত
- খ. সমাজসেবা অধিদপ্তর
- গ. পরিবেশ আপীল আদালত
- ঘ. সরকার, গেজেটের মাধ্যমে
উত্তরঃ পরিবেশ আপীল আদালত
মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে একজন নারীকে আটক করলে অর্থদণ্ডস সাজা কী হবে?
- ক. মৃত্যুদণ্ড
- খ. ১৪ বছর সশ্রম কারাদণ্ড
- গ. যাবজ্জীবন কারাদণ্ড
- ঘ. মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড
উত্তরঃ মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড
The expression 'Voir Dire' means -
- ক. telling the truth
- খ. lying in the count
- গ. evidence of the witness
- ঘ. speaking lies
উত্তরঃ evidence of the witness