বাংলা উপন্যাস
- ক. রিজিয়া রহমান
- খ. দিলারা হাশেম
- গ. আকিমুন রহমান
- ঘ. সেলিনা হোসেন
উত্তরঃ সেলিনা হোসেন
কোন উপন্যাসটি বঙ্কিমচন্দ্র রচনা করেননি?
- ক. কপালকুণ্ডলা
- খ. মৃণালিনী
- গ. বিষবৃক্ষ
- ঘ. দেবদাস
উত্তরঃ দেবদাস
নিম্নোক্ত কোন উপন্যাসে বাংলাদেশে মুক্তিযুদ্ধোত্তর সময়ের চিত্র অঙ্কিত হয়েছে?
- ক. দেবেশ রায়ের 'তিস্তা পাড়ের বৃত্তান্ত'
- খ. সুনীল গঙ্গোপাধ্যায়ের 'পূর্ব-পশ্চিম'
- গ. শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের 'যাও পাখী'
- ঘ. অভিজিৎ সেনের 'রহুচন্ডালের হাড়'
উত্তরঃ সুনীল গঙ্গোপাধ্যায়ের 'পূর্ব-পশ্চিম'
বিষাদ-সিন্ধু উপন্যাসের লেখকের নাম ---
- ক. কাজী ইমদাদুল হক
- খ. মীর মশাররফ হোসেন
- গ. ইসমাইল হোসেন সিরাজী
- ঘ. মোজাম্মেল হক
উত্তরঃ মীর মশাররফ হোসেন
সেলিনা হোসেন রচিত উপন্যাস নয় কোনটি?
- ক. হাঙর নদী গ্রেনেড
- খ. খোয়াবনামা
- গ. পোকামাকড়ের ঘরবসতি
- ঘ. যাপিত জীবন
উত্তরঃ খোয়াবনামা
নিচের কোন উপন্যাসটি গ্রামীণ পটভূমিকায় রচিত?
- ক. লালসালু
- খ. সূর্যদীঘল বাড়ি
- গ. জননী
- ঘ. সবগুলো
উত্তরঃ সবগুলো
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের 'কবি' উপন্যাসের প্রধান উপজীব্য--
- ক. সাহিত্যিকদের জীবনাভূতি
- খ. নিষিদ্ধ পল্লীর জীবনাভূতি
- গ. রাজ্য ও রাজার কল্পকাহিনী
- ঘ. এর কোনটিই নয়
উত্তরঃ নিষিদ্ধ পল্লীর জীবনাভূতি
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসটি তার ত্রয়ী উপন্যাসের অন্তর্গত নয়?
- ক. ধাত্রী দেবতা
- খ. গণদেবতা
- গ. পঞ্চগ্রাম
- ঘ. কবি
উত্তরঃ কবি
নিচের কোন উপন্যাসটির রচয়িতা মানিক বন্দ্যোপাধ্যায় নয়?
- ক. অহিংসা
- খ. জননী
- গ. ইতিকথার পরের কথা
- ঘ. গণদেবতা
উত্তরঃ গণদেবতা
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম কোন উপন্যাসটির উপজীব্য বিষয়?
- ক. চৈতালী ঘূর্ণি
- খ. একটি কালো মেয়ের কথা
- গ. শহরতলী
- ঘ. চতুষ্কোণ
উত্তরঃ একটি কালো মেয়ের কথা
মুহম্মদ মুস্তাফার জীবনালেখ্য আছে কোন উপন্যাসে?
- ক. ইছামতী
- খ. চাঁদের অমাবস্যা
- গ. অহিংস
- ঘ. কাঁদো নদী কাঁদো
উত্তরঃ কাঁদো নদী কাঁদো
'ইচ্ছামতী' উপন্যাসটির রচয়িতা কে?
- ক. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
- খ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
- গ. মানিক বন্দ্যোপাধ্যায়
- ঘ. সৈয়দ ওয়ালীউল্লাহ
উত্তরঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
- ক. দুর্গেশনন্দিনী
- খ. হুতোম প্যাঁচার নকশা
- গ. আলালের ঘরের দুলাল
- ঘ. রায়নন্দিনী
উত্তরঃ আলালের ঘরের দুলাল
'দুর্গেশনন্দিনী' শব্দের অর্থ কি?
- ক. দুর্গা দেবীর কন্যা
- খ. দুর্গের অধিবাসী
- গ. দুর্গাধিপতী
- ঘ. দুর্গ প্রধানের কন্যা
উত্তরঃ দুর্গ প্রধানের কন্যা
বাংলা সাহিত্যে পাশ্চাত্য আদর্শে প্রথম সার্থক উপন্যাস রচয়িতা কে?
- ক. সৈয়দ ওয়ালীউল্লাহ
- খ. মানিক বন্দ্যোপাধ্যায়
- গ. প্যারীচাঁদ মিত্র
- ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
বাংলা ভাষার প্রথম সার্থক উপন্যাস কোনটি?
- ক. আলালের ঘরের দুলাল
- খ. দুর্গেশনন্দিনী
- গ. বিষাদসিন্ধু
- ঘ. বাঁধনহারা
উত্তরঃ দুর্গেশনন্দিনী
- ক. কপালকুন্ডলা
- খ. রামের সুমতি
- গ. হাজার বছর ধরে
- ঘ. যোগাযোগ
উত্তরঃ কপালকুন্ডলা
প্যারীচাঁদ মিত্রের লেখা নয় কোনটি?
- ক. মদ খাওয়া বড় দায় জাত থাকার কি উপায়
- খ. বামারঞ্জিকা
- গ. ব্রজবিলাস
- ঘ. বামাতোষিণী
উত্তরঃ ব্রজবিলাস
বাংলা ভাষায় রচিত প্রথম উপন্যাসের নাম কি?
- ক. হুতোম প্যাঁচার নকশা
- খ. দুর্গেশনন্দিনী
- গ. আলালের ঘরের দুলাল
- ঘ. গোরা
উত্তরঃ আলালের ঘরের দুলাল
প্যারীচাঁদ মিত্র রচিত উপন্যাস কোনটি?
- ক. আলালের ঘরের দুলাল
- খ. সীতারাম
- গ. চঞ্চলা
- ঘ. কুহেলিকা
উত্তরঃ আলালের ঘরের দুলাল
- ক. যাপিত জীবন
- খ. খোয়াবনামা
- গ. পথ জানা নাই
- ঘ. ওল্কার
উত্তরঃ পথ জানা নাই
- ক. বিদ্রোহী-কাব্যগ্রন্থ
- খ. শেষের কবিতা-নাট্যকাব্য
- গ. বিষবৃক্ষ-উপন্যাস
- ঘ. নৌকাডুবি-গল্পগ্রন্থ
উত্তরঃ বিষবৃক্ষ-উপন্যাস
অচিন্ত্যকুমার সেনগুপ্তের 'প্রথম কদমফুল' কোন জাতীয় রচনা?
- ক. উপন্যাস
- খ. কাব্য
- গ. প্রবন্ধ
- ঘ. গল্পগ্রন্থ
উত্তরঃ উপন্যাস
- ক. সামনে নতুন দিন
- খ. কুলায়ে কালস্রোত
- গ. অনুপম দিন
- ঘ. আমলকীর মৌ
উত্তরঃ কুলায়ে কালস্রোত
- ক. আরব্য রজনীর উপখ্যানের সংকলন
- খ. হাজার বছরের বাংলা সাহিত্য ও সংস্কৃতির ওপরে রচিত এক গবেষণামূলক প্রবন্ধ গ্রন্থ
- গ. হাসান আজিজুল হকের ছোটগল্প
- ঘ. জহির রায়হানের উপন্যাস
উত্তরঃ জহির রায়হানের উপন্যাস
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
- গ. অন্নদাশঙ্কর রায়
- ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
ভারতের একাডেমী এওয়ার্ডপ্রাপ্ত আত্মজীবনীমূলক প্রেমের ইয়পন্যাস 'ন হন্যতে' কার লেখা?
- ক. মহাশ্বেতা দেবী
- খ. অরুন্ধতী রায়
- গ. মৈত্রেয় দেবী
- ঘ. মির্জা ইলিয়াছ
উত্তরঃ মৈত্রেয় দেবী
'শনিবারের চিঠি' উপন্যাসের রচয়িতা কে?
- ক. দীপক চৌধুরী
- খ. দীনেশচন্দ্র রায়
- গ. রবীন্দ্রনাথ ঠাকুর
- ঘ. মুজতবা আলী
উত্তরঃ দীপক চৌধুরী
'কালের পুতুল' উপন্যাসটির রচয়িতা কে?
- ক. আশরাফ সিদ্দিকী
- খ. হেলেনা খান
- গ. আবু ইসাহাক
- ঘ. শওকত ওসমান
উত্তরঃ হেলেনা খান
'কাগজের নৌকা' উপন্যাসটির রচয়িতা কে?
- ক. রোমেনা আফাজ
- খ. সেলিনা হোসেন
- গ. কামিনী রায়
- ঘ. স্বর্ণকুমারী দেবী
উত্তরঃ রোমেনা আফাজ
'অমাবস্যা' উপন্যাসটি কার লেখা?
- ক. সৈয়দ ওয়ালীউল্লাহ
- খ. অচিন্ত্যকুমার সেনগুপ্ত
- গ. অক্ষয় কুমার মৈত্রেয়
- ঘ. অক্ষয় কুমার দত্ত
উত্তরঃ অচিন্ত্যকুমার সেনগুপ্ত
- ক. হুমায়ুন আহমেদ
- খ. আলাউদ্দীন আল আযাদ
- গ. আবদুশ শাকুর
- ঘ. আহ্মেদ ছফা
উত্তরঃ আহ্মেদ ছফা
- ক. আবুল মনসুর আহমদ
- খ. আবু জাফর শামসুদ্দীন
- গ. শওকত ওসমান
- ঘ. শামসুদ্দিন আবুল কালাম
উত্তরঃ আবু জাফর শামসুদ্দীন
‘বাংলাদেশ কথা কয়’ উপন্যাসের রচয়িতা কে?
- ক. বদরুদ্দিন ওমর
- খ. সৈয়দ শামসুল হক
- গ. আবদুল গাফফার চৌধুরী
- ঘ. শওকত ওসমান
উত্তরঃ আবদুল গাফফার চৌধুরী
‘পোকামাকড়ের ঘরবসতি’ উপন্যাসটি কে লিখেছেন?
- ক. ববিতা
- খ. রাইসুল ইসলাম আসাদ
- গ. সেলিনা হোসেন
- ঘ. পান্না কায়সার
উত্তরঃ সেলিনা হোসেন
‘হাঙর নদী গ্রেনেড’ গ্রন্থের রচয়িতা-
- ক. সেলিনা হোসেন
- খ. বেগম সুফিয়া কামাল
- গ. সৈয়দা মালেকা বেগম
- ঘ. জাহানারা ইমান
উত্তরঃ সেলিনা হোসেন
‘উত্তর পুরুষ’ উপন্যাসের রচয়িতা-
- ক. রশিদ করিম
- খ. দিলারা হাশেম
- গ. রাজিয়া রহমান
- ঘ. জাহেদা রহমান
উত্তরঃ রশিদ করিম
‘জলডুঙ্গি’ ও ‘দম্পতি’ উপন্যাসদ্বয় নিম্নে কোন ব্যক্তি রচনা করেছেন?
- ক. রাহাত খান
- খ. আহমদ ছফা
- গ. বুলবুল চৌধুরী
- ঘ. ড. নীলিমা ইব্রাহীম
উত্তরঃ বুলবুল চৌধুরী
‘জীবনের খেলাঘর’ ও ‘নারঙ্গী বনের ঝড়’ উপন্যাস দুটির রচয়িতা-
- ক. সৈয়দ শামসুল হক
- খ. আকবর হোসেন
- গ. কাজী আবুল হোসেন
- ঘ. আনিস চৌধুরী
উত্তরঃ কাজী আবুল হোসেন
সরদার জয়েন উদ্দীনের ‘অনেক সূর্যের আশা’ উপন্যাসের পটভূমি-
- ক. একাত্তরের মুক্তিযুদ্ধ
- খ. দ্বিতীয় বিশ্বযুদ্ধ
- গ. ৫২-এর ভাষা আন্দোলন
- ঘ. ৪৭-এর দেশবিভাগ
উত্তরঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধ
‘ছাপান্ন হাজার বর্গমাইল’ গ্রন্থটি কোন ধরনের রচনা এবং রচয়িতার নাম কি?
- ক. ছোটগল্প-শওকত ওসমান
- খ. প্রবন্ধ-আব্দুল মান্নান সৈয়দ
- গ. উপন্যাস-হুমায়ুন আজাদ
- ঘ. নাটক-মুনীর চৌধুরী
উত্তরঃ উপন্যাস-হুমায়ুন আজাদ
সূর্যের চোখে জল, অপু বিজয় দেখেনি- কে লিখেছেন?
- ক. শিরীন আখতার
- খ. তসলিমা নাসরীন
- গ. আনিসুল হক
- ঘ. রাহাত খান
উত্তরঃ শিরীন আখতার
‘কাশবনের কন্যা’ উপন্যাসের উপজীব্য কি?
- ক. জেলে ও বেদেদের জীবনকাহিনী
- খ. গ্রামীণ জীবনের চিত্রাঙ্কন
- গ. কৃষক সমাজের দুর্দশা ও করুণ চিত্র
- ঘ. তাঁতী জনগোষ্ঠীর জীবনসংগ্রাম
উত্তরঃ জেলে ও বেদেদের জীবনকাহিনী
মাহবুব-উল-আলমের ‘মোমেনের জবানবন্দী’ কোন শ্রেণীর উপন্যাস?
- ক. সামাজিক
- খ. আত্মজীবনীমূলক
- গ. রাজনৈতিক
- ঘ. রূপক
উত্তরঃ আত্মজীবনীমূলক
‘সূর্য তুমি সাথী’, ‘মরণ বিলাস’-রচয়িতা কে?
- ক. মনসুর মুসা
- খ. আহমদ ছফা
- গ. মকবুলা মঞ্জুর
- ঘ. বুলবুল চৌধুরী
উত্তরঃ আহমদ ছফা
‘আলমনগরের উপকথা’ গ্রন্থটি কে রচনা করেছেন?
- ক. আখতারুজ্জান ইলিয়াস
- খ. রিজিয়া রহমান
- গ. সেলিনা হোসেন
- ঘ. শামসুদ্দিন আবুল কালাম
উত্তরঃ শামসুদ্দিন আবুল কালাম
‘কেয়াবন সঞ্চারণী’ ও ‘বিশ শতকের মেয়ে’-উপন্যাসদ্বয়ের রচয়িতা কে?
- ক. ইসহাক চাখারী
- খ. সেলিনা হোসেন
- গ. রাহাত খান
- ঘ. ড. নীলিমা ইব্রাহীম
উত্তরঃ ড. নীলিমা ইব্রাহীম
রাজিয়া রহমান রচিত উপন্যাস কোনটি?
- ক. বং থেকে বাংলা
- খ. মধুমতী
- গ. পিঙ্গল আকাশ
- ঘ. বনি আদম
উত্তরঃ বং থেকে বাংলা
‘পদ্মা মেঘনা যমুনা’ কোন শ্রেণীর উপন্যাস?
- ক. সামাজিক
- খ. ইতিহাসভিত্তিক
- গ. ধর্মনির্ভর
- ঘ. রাজনৈতিক
উত্তরঃ ইতিহাসভিত্তিক
‘আমলকীর মৌ’ উপন্যাসটি কে রচনা করেছেন?
- ক. রশীদ করিম
- খ. রাজিয়া খান
- গ. সেলিনা হোসেন
- ঘ. দিলারা হাসেম
উত্তরঃ দিলারা হাসেম
‘পদ্মা মেঘনা যমুনা’ নামক বৃহৎ উপন্যাসটি কোন ঔপন্যাসিক রচনা করেছেন?
- ক. আবদুল গাফফার চৌধুরী
- খ. আবু ইসহাক
- গ. আবু জাফর শামসুদ্দীন
- ঘ. আবু রুশদ
উত্তরঃ আবু জাফর শামসুদ্দীন
আবদুল গাফফার চৌধুরীর উপন্যাস কোনটি?
- ক. দেশে-বিদেশে
- খ. ক্ষুধা ও আশা
- গ. চন্দ্র দ্বীপের উপাখ্যান
- ঘ. আরম নগরের উপকথা
উত্তরঃ চন্দ্র দ্বীপের উপাখ্যান
- ক. পাহাড়ী কাহিনী
- খ. দেয়ালের দেশ
- গ. কর্ণফুলী
- ঘ. হালদা নদীর পাড়ে
উত্তরঃ কর্ণফুলী
‘দুদিনের খেলাঘর’ উপন্যাসটির রচয়িতা কে?
- ক. আকবর হোসেন
- খ. অন্নদাশঙ্কর রায়
- গ. নারায়ণ গঙ্গোপাধ্যায়
- ঘ. শওকত আলী
উত্তরঃ আকবর হোসেন
‘বিশ শতকের মেয়ে’ উপন্যাসটির রচয়িতা কে?
- ক. ড. নীলিমা ইব্রাহিম
- খ. আনিস চৌধুরী
- গ. আনোয়ার পাশা
- ঘ. শহীদুল্লা কায়সার
উত্তরঃ ড. নীলিমা ইব্রাহিম
‘যাপিত জীবন’ উপন্যাসের রচয়িতা কে?
- ক. রাবেয়া খাতুন
- খ. রিজিয়া রহমান
- গ. সেলিনা হোসেন
- ঘ. নাসরিন জাহান
উত্তরঃ সেলিনা হোসেন
‘আধ্যাত্মিকা’ ও ‘অভেদী’ -গ্রন্থ দুটির রচয়িতা কে?
- ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- খ. কালী প্রসন্ন সিংহ
- গ. প্যারীচাঁদ মিত্র
- ঘ. দেবেন্দ্রেনাথ ঠাকুর
উত্তরঃ প্যারীচাঁদ মিত্র
বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি?
- ক. দেওয়ানা মদিনা
- খ. ফুলমণি ও করুণার বিবরণ
- গ. দুর্গেশনন্দিনী
- ঘ. আলালের ঘরের দুলাল
উত্তরঃ আলালের ঘরের দুলাল
বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস ‘আলালের ঘরের দুলাল’ উপন্যাসটির রচয়িতা কে?
- ক. রামমোহন রায়
- খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- ঘ. প্যারীচাঁদ মিত্র
উত্তরঃ প্যারীচাঁদ মিত্র
প্যারীচাঁদ মিত্রের গ্রন্থ কোনটি?
- ক. মৃত্যুক্ষুধা
- খ. নৌকাডুবি
- গ. আলালের ঘরের দুলাল
- ঘ. তেইশ নম্বর তৈলচিত্র
উত্তরঃ আলালের ঘরের দুলাল
বাংলা উপন্যাস সাহিত্য ধারার প্রথম পুরুষ হলেন-
- ক. প্যারীচাঁদ মিত্র
- খ. অক্ষয়কুমার বড়াল
- গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- ঘ. মধুসূদন দত্ত
উত্তরঃ প্যারীচাঁদ মিত্র
কাজী ইমদাদুল হকের আব্দুলাহ উপন্যাসের উপজীব্য কি?
- ক. চাষী জীবনের করুণ চিত্র
- খ. কৃষক সমাজের সংগ্রামশীল জীবন
- গ. তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র
- ঘ. মুসলিম জমিদার শ্রেণীর জীবন কাহিনী
উত্তরঃ তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র
বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক কে?
- ক. বেগম রোকেয়া
- খ. মহাশ্বেতা দেবী
- গ. স্বর্ণকুমারী দেবী
- ঘ. রিজিয়া রহমান
উত্তরঃ স্বর্ণকুমারী দেবী
বাংলা উপন্যাসের প্রাথমিক পর্যায়ে কোন বিষয়টি বিশেষ প্রাধান্য বিস্তার করেছিল?
- ক. সামাজিক কাহিনী
- খ. সমাজের রঙ্গরসাত্মক চিত্র
- গ. সামাজিক নির্যাতন
- ঘ. বাঙালির জীবন কাহিনী
উত্তরঃ সমাজের রঙ্গরসাত্মক চিত্র
বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস টেকচাঁদ ঠাকুরের ‘আলালের ঘরের দুলাল’ কোন সালে প্রকাশিত হয়
- ক. ১৮৩৪
- খ. ১৮৫৮
- গ. ১৯৪৭
- ঘ. ১৮৭৩
উত্তরঃ ১৮৫৮
প্যারিচাঁদ মিত্রের গ্রন্থ কোনটি ?
- ক. মৃত্যুক্ষধা
- খ. নৌকাডুবি
- গ. আলালের ঘরের দুলাল
- ঘ. শেষের কবিতা
উত্তরঃ আলালের ঘরের দুলাল
‘আলালের ঘরের দুলাল’-এর লেখক কে?
- ক. মৃত্যুঞ্জয় বিদ্যালষ্কার
- খ. প্যারীচাঁদ মিত্র
- গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- ঘ. উইলিয়াম কেরি
উত্তরঃ প্যারীচাঁদ মিত্র
বাংলা ভাষার প্রথম উপন্যাস কোনটি?
- ক. হুতোম প্যাঁচার নকশা
- খ. আলালের ঘরের দুলাল
- গ. দূর্গেশ নন্দিনী
- ঘ. পথের দাবী
উত্তরঃ আলালের ঘরের দুলাল
বাংলা উপন্যাস ধারার প্রতিষ্ঠাতা পুরুষ হলেন-
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- গ. কাজী নজরুল ইসলাম
- ঘ. প্যারীচাঁদ মিত্র
উত্তরঃ প্যারীচাঁদ মিত্র
বাংলা ভাষারপ্রথম ঔপন্যাসিক কে?
- ক. প্যারীচাঁদ মিত্র
- খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- গ. প্রভাত কুমার মুখোপাধ্যায়
- ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ প্যারীচাঁদ মিত্র
বাংলা কথা ভাষার আদি গ্রন্থ কোনটি?
- ক. প্রভু যিশুর বাণী
- খ. কৃপার মাস্ত্রের অর্থভেদ
- গ. মিশনারি জীবন
- ঘ. ফুলমণি ও করুণার বিবরণ
উত্তরঃ ফুলমণি ও করুণার বিবরণ
কোন গ্রন্থটি বাংলা সাহিত্যে উপন্যাস রচনার প্রথম প্রয়াস?
- ক. কলকাতা কমলালয়
- খ. নববাবু বিলাস
- গ. নববিবি বিলাস
- ঘ. ফুলমণি ও করুণার বিবরণ
উত্তরঃ কলকাতা কমলালয়
‘কথা সাহিত্য’বলতে কোনটি বোঝায়?
- ক. কথা নিয়ে সাহিত্য
- খ. সাহিত্যের কথা
- গ. নাটক ও আবৃত্তি
- ঘ. ছোটগল্প ও উপন্যাস
উত্তরঃ ছোটগল্প ও উপন্যাস