বিখ্যাত নাটক
'মসনদের মোহ' নাটকটির রচয়িতা কে?
- ক. শাহাদাৎ হোসেন
- খ. ইব্রাহীম খাঁ
- গ. দ্বিজেন্দ্রলাল রায়
- ঘ. আকবর উদ্দীন
উত্তরঃ শাহাদাৎ হোসেন
ডি এল রায়ের সামাজিক নাটক নয় কোনটি?
- ক. পরপারে
- খ. বঙ্গনারী
- গ. দুর্গাদাস
- ঘ. ক ও খ উভয়ই
উত্তরঃ দুর্গাদাস
কোন প্রহসনটি দিনবন্ধু মিত্রের?
- ক. জামাই বারিক
- খ. বিয়ে পাগলা বুড়ো
- গ. সধবার একাদশী
- ঘ. সবগুলোই
উত্তরঃ সবগুলোই
'হুতোম প্যাঁচার নকশা' প্রহসনে কালীপ্রসন্ন সিংহ কাদের ব্যঙ্গ করেছেন?
- ক. ইংরেজি মিশনারীজদের
- খ. ব্রিটিশ শাসকদের
- গ. কলকাতার বাবু সমাজের
- ঘ. যারা বহুবিবাহ করতেন
উত্তরঃ কলকাতার বাবু সমাজের
রবীন্দ্রনাথ ঠাকুরকে আক্রমণ করে ডি এল রায় কোন নাটকটি রচনা করেন?
- ক. পাষাণী
- খ. সীতা
- গ. আনন্দ বিদায়
- ঘ. দুর্গাদাস
উত্তরঃ আনন্দ বিদায়
কোন ঘটনার প্রেক্ষিতে 'ইন্ডিগো কমিশন' গঠিত হয়?
- ক. লঙ সাহেবকে জরিমানা করার জন্য
- খ. নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রেক্ষিতে
- গ. নীলদর্পণ নাটক প্রকাশের প্রেক্ষিতে
- ঘ. নীল চাষের উদ্যোগ প্রেক্ষিতে
উত্তরঃ নীলদর্পণ নাটক প্রকাশের প্রেক্ষিতে
- ক. দীনবন্ধু মিত্র
- খ. গন্ধর্বনারায়ণ
- গ. দীনবন্ধু নারায়ণ
- ঘ. গন্ধর্বমিত্র
উত্তরঃ গন্ধর্বনারায়ণ
মধুসূদন কার অনুরোধে 'একেই কি বলে সভ্যতা' ও 'বুড় শালিকের ঘাড়ে রোঁ' প্রহসন দুটি রচনা করেন?
- ক. রামনারায়ণ তর্করত্নের
- খ. জমিদার সিংহ ভ্রাতাদের
- গ. রামরাম বসুর
- ঘ. বেলগাছিয়ার এক বৃদ্ধার
উত্তরঃ জমিদার সিংহ ভ্রাতাদের
'শর্মিষ্ঠা' নাটকটি কোন ঘটনা অবলম্বনে রচিত?
- ক. রামায়ণ
- খ. মহাভারত
- গ. শ্রীকৃষ্ণকীর্তন
- ঘ. গ্রিক পুরাণ
উত্তরঃ মহাভারত
মধুসূদন দত্তের কোন নাটকটি ছাপা হয়নি?
- ক. Rajmohans wife
- খ. Captive Ladie
- গ. Rizia
- ঘ. Razia
উত্তরঃ Rizia
'হিন্দু থিয়েটার' প্রতিষ্টা করেন?
- ক. হেরাসিম লেবেদফ
- খ. প্রসন্নকুমার ঠাকুর
- গ. নন্দকুমার
- ঘ. উইলিয়াম কেরি
উত্তরঃ প্রসন্নকুমার ঠাকুর
বাঙালি কর্তৃক অভিনীত প্রথম নাটক কোনটি?
- ক. ভদ্রার্জুন
- খ. কীর্তিবিলাস
- গ. The Disguise
- ঘ. Love is the best Doctor
উত্তরঃ The Disguise
মুনীর চৌধুরী কোন কারাগারে বসে 'কবর' নাটক রচনা করেন?
- ক. লাহোর কারাগার
- খ. যশোর কেন্দ্রীয় কারাগার
- গ. ঢাকা কেন্দ্রীয় কারাগার
- ঘ. চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার
উত্তরঃ ঢাকা কেন্দ্রীয় কারাগার
'নীল দর্পণ' নাটকের ইংরেজি অনুবাদ প্রকাশ করার জন্য রেভারেন্ড লঙ সাহেবকে কত টাকা জরিমানা করা হয়েছিল?
- ক. পাঁচশত টাকা
- খ. এক হাজার টাকা
- গ. একশত টাকা
- ঘ. দশ টাকা
উত্তরঃ এক হাজার টাকা
'নীল দর্পণ' নাটকের ইংরেজি অনুবাদ করায় লঙ সাহেবকে যে জরিমানা করা হয়েছিল সেই টাকা পরিশোধ করেছিলেন কে?
- ক. কালীপ্রসন্ন ঘোষ
- খ. কালী প্রসন্ন সিংহ
- গ. মধুসূদন দত্ত
- ঘ. রামমোহন রায়
উত্তরঃ কালী প্রসন্ন সিংহ
নাটকের কাব্যধর্ম প্রকাশ পেলে তাকে বলে-
- ক. নাট্যকাব্য
- খ. কাব্যনাট্য
- গ. নাটক
- ঘ. কাব্য
উত্তরঃ কাব্যনাট্য
বেলগাছিয়া রঙ্গমঞ্চে অভিনয়ের জন্য রামনারায়ণ তর্করত্ন কোন নাটকটি রচনা করেন?
- ক. কুলীনকুলসর্বস্ব
- খ. বেণী-সংহার
- গ. রত্নাবলী
- ঘ. উভয় সংকট
উত্তরঃ রত্নাবলী
নিম্নের রচনাগুলোর মধ্যে যেটি প্রহসন সেটির নাম লিখুন?
- ক. চিত্রাঙ্গদা
- খ. বিয়ে পাগলা বুড়ো
- গ. নীল দর্পণ
- ঘ. সাজাহান
উত্তরঃ বিয়ে পাগলা বুড়ো
- ক. ভদ্রার্জুন
- খ. কীর্ত্তিবিলাস
- গ. ছদ্মবেশ
- ঘ. হরিশচন্দ্র
উত্তরঃ কীর্ত্তিবিলাস
কবর নাটিকাটিতে কয়টি চরিত্রের বিকাশ লক্ষ্য করা যায়?
- ক. তিনটি
- খ. চারটি
- গ. পাঁচটি
- ঘ. ছয়টি
উত্তরঃ পাঁচটি
- ক. কাফেলা
- খ. রক্তপদ্ম
- গ. প্রফুল্ল
- ঘ. চণ্ডালিকা
উত্তরঃ চণ্ডালিকা
- ক. সিরাজ উদ্ দৌলা
- খ. সোজন বাদিয়ার ঘাট
- গ. সাঁঝের মায়া
- ঘ. সংশপ্তক
উত্তরঃ সিরাজ উদ্ দৌলা
'পায়ের আওয়াজ পাওয়া যায়' কোন শ্রেণীর নাটক?
- ক. সামাজিক
- খ. মুক্তিযুদ্ধ ভিত্তিক
- গ. ঐতিহাসিক
- ঘ. রূপক
উত্তরঃ মুক্তিযুদ্ধ ভিত্তিক
'বাকের ভাই' চরিত্রটি আমরা কোথায় দেখতে পাই?
- ক. মঞ্চ নাটক 'পায়ের আওয়াজ পাওয়া যায়'-তে
- খ. 'সংশপ্তক' উপন্যাসের টিভি সিরিয়ালে
- গ. টিভি সিরিয়াল 'কোথাও কেউ নেই'-তে
- ঘ. হুমায়ুন আহমেদের টিভি সিরিয়াল 'বহুব্রীহি'-তে
উত্তরঃ হুমায়ুন আহমেদের টিভি সিরিয়াল 'বহুব্রীহি'-তে
- ক. প্রায়শ্চিত
- খ. নকশী কাঁথার মাঠ
- গ. চিত্রাঙ্গদা
- ঘ. পায়ের আওয়াজ পাওয়া যায়
উত্তরঃ পায়ের আওয়াজ পাওয়া যায়
'কামাল পাশা' ও 'কাফেলা' নাটকদ্বয় কার লেখা?
- ক. কাজী নজরুল ইসলাম
- খ. কবি জসীম উদদীন
- গ. প্রিন্সিপাল মোহাম্মদ ইব্রাহিম খাঁ
- ঘ. সুফী মোতাহার হোসেন
উত্তরঃ প্রিন্সিপাল মোহাম্মদ ইব্রাহিম খাঁ
প্রমথনাথ বিশী রচিত নাটক কোনটি?
- ক. শ্রী মধুসূদন
- খ. মৌচাকে ঢিল
- গ. কাল সন্ধ্যা
- ঘ. সংক্রান্তি
উত্তরঃ মৌচাকে ঢিল
- ক. মুনীর চৌধুরী
- খ. নূরুল মোমেন
- গ. সৈয়দ ওয়ালীউল্লাহ
- ঘ. ইবরাহীম খাঁ
উত্তরঃ ইবরাহীম খাঁ
‘ছেঁড়া তার’ নাটকটির রচয়িতা কে?
- ক. মুনীর চৌধুরী
- খ. তুলসী লাহিড়ী
- গ. বিজন ভট্টাচার্য
- ঘ. আব্দুল্লাহ আল-মামুন
উত্তরঃ তুলসী লাহিড়ী
‘মহাকবি আলাওল’ নাটকটির রচয়িতা কে?
- ক. সিকান্দার আবু জাফর
- খ. আনিস চৌধুরী
- গ. সৈয়দ ওয়ালীউল্লাহ
- ঘ. শওকত ওসমান
উত্তরঃ সিকান্দার আবু জাফর
- ক. দ্বিজেলন্দ্রলাল রায়
- খ. সিকান্দার আবু জাফর
- গ. শচীন্দ্রনাথ সেনগুপ্ত
- ঘ. ক্ষীরোদ প্রসাদ বিদ্যাবিনোদ
উত্তরঃ ক্ষীরোদ প্রসাদ বিদ্যাবিনোদ
শচীন্দ্রনাথ সেনগুপ্তের বিখ্যাত নাটক কোনটি?
- ক. শাহজাহান
- খ. নূরজাহান
- গ. সিরাজদ্দৌলা
- ঘ. দেবাসুর
উত্তরঃ সিরাজদ্দৌলা
‘নূরজাহান’ নাটকটি রচনা করেছেন-
- ক. অবনীন্দ্রনাথ ঠাকুর
- খ. কাজী নজরুল ইসলাম
- গ. সত্যেন্দ্রনাথ দত্ত
- ঘ. দ্বিজেন্দ্রলাল রায়
উত্তরঃ দ্বিজেন্দ্রলাল রায়
বাংলাদেশে সিরাজউদ্দৌলা নাটক কে রচনা করেছেন?
- ক. নুরুল মোমেন
- খ. আসকার ইবনে শাইখ
- গ. মুনির চৌধুরী
- ঘ. সিকান্দার আবু জাফর
উত্তরঃ সিকান্দার আবু জাফর
‘সিরাজউদ্দৌলা’ নাটকের নাট্যকার-
- ক. গিরিশচন্দ্র ঘোষ
- খ. দ্বিজেন্দ্রলাল রায়
- গ. নূরুল মোমেন
- ঘ. মুনীর চৌধুরী
উত্তরঃ গিরিশচন্দ্র ঘোষ
‘কালবেলা’, 'শেষ নবাব' নাটকদ্বয়ের লেখক কে?
- ক. আনিস চৌধুরী
- খ. সাঈদ আহমেদ
- গ. মুনির চৌধুরী
- ঘ. কল্যাণ মিত্র
উত্তরঃ সাঈদ আহমেদ
‘ওরা কদম আলী’ নাটকটি কে লিখেছেন?
- ক. মুনীর চৌধুরী
- খ. আবদুল্লাহ আল মামুন
- গ. মামুনুর রশীদ
- ঘ. রশীদ হায়দার
উত্তরঃ মামুনুর রশীদ
বাংলাদেশের একজন প্রখ্যাত নাট্যকার-
- ক. শহীদুল্লা কায়সার
- খ. আব্দুল মান্নান সৈয়দ
- গ. মামুনুর রশীদ
- ঘ. আবুল হোসেন
উত্তরঃ মামুনুর রশীদ
‘সুবচন নির্বাসনে’ নাটকটি কে লিখেছেন?
- ক. কল্যাণ মিত্র
- খ. হুমায়ুন আহমেদ
- গ. সৈয়দ শামসুল হক
- ঘ. আব্দুল্লাহ আল মামুন
উত্তরঃ আব্দুল্লাহ আল মামুন
‘ছেড়াঁ তার’ নাটকটির রচয়িতা কে?
- ক. মুনীর চৌধুরী
- খ. তুলসী লাহিড়ী
- গ. বিজন ভট্টাচার্য
- ঘ. আব্দুল্লাহ আল মামুন
উত্তরঃ তুলসী লাহিড়ী
‘নেমেসিস’ নাটকে নূরুল মোমেন কোন বিষয়কে তুলে ধরেছেন?
- ক. দ্বিতীয় বিশ্বযুদ্ধ
- খ. উনপঞ্চাশের মন্বন্তের
- গ. বায়ান্নার ভাষা আন্দোলন
- ঘ. একাত্তরের মুক্তিযুদ্ধ
উত্তরঃ উনপঞ্চাশের মন্বন্তের
Famous writter of Bengli drama /বিখ্যাত বাঙালি নাট্যকার ছিলেন-
- ক. Nurul Momen
- খ. Abu Ishak
- গ. Mustaba Ali
- ঘ. Abu Zafar Obaidulla
উত্তরঃ Nurul Momen
‘সাজাহান’ নাটকের প্রথম রচয়িতা কে?
- ক. ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ
- খ. তুলসী লাহিড়ী
- গ. দ্বিজেন্দ্রলাল রায়
- ঘ. বালাইচাঁদ মুখোপাধ্যায়
উত্তরঃ দ্বিজেন্দ্রলাল রায়
গিরিশ চন্দ্র সেনের প্রথম ও শ্রেষ্ঠ বিয়োগাত্মক নাটক-
- ক. চণ্ড
- খ. জনা
- গ. প্রফুল্ল
- ঘ. হারানিধি
উত্তরঃ প্রফুল্ল
বাংলা মোলিক নাটকের যাত্রা শুরু হয় কোন কোন নাট্যকারের হাতে?
- ক. মধুসূদন দত্ত
- খ. দীনবন্ধু মিত্র
- গ. জ্যোতিন্দ্রনাথ ঠাকুর
- ঘ. রামনারায়ণ তর্করত্ন
উত্তরঃ রামনারায়ণ তর্করত্ন