পঙ্ক্তি ও বক্তা
"স্মৃতিঝলমল সুনীল মাটির কাছে আমার অনেক ঋণ আছে"- গানটি কার রচনা?
- ক. শামসুর রাহমান
- খ. গাজী মাজহারুল আনোয়ার
- গ. মোহাম্মদ মনিরুজ্জামান
- ঘ. আজিজুর রহমান
উত্তরঃ শামসুর রাহমান
"আগে কি সুন্দর দিন কাটাইতাম"-- এই গানটির সুরকার কে?
- ক. শাহ আবদুল করিম
- খ. সত্য সাহা
- গ. সঞ্জীব চৌধুরী
- ঘ. বাপ্পা মজুমদার
উত্তরঃ শাহ আবদুল করিম
"বাড়ির কাছে আরশীনগর, সেথায় এক পড়শী বসত করে ........." এই পঙতিটি কার লেখা?
- ক. পাগলা কানাই
- খ. সিরাজ সাঁই
- গ. লালন শাহ
- ঘ. মদন বাউল
উত্তরঃ লালন শাহ
'ষোল নয়, আমার মাতৃভাষার ষোলশত রূপ'- কে বলেছেন?
- ক. ডঃ নীলিমা ইব্রাহীম
- খ. ডঃ আহম্মদ শরীফ
- গ. মুনীর চৌধুরী
- ঘ. ডঃ মুহম্মদ রফিকুল ইসলাম
উত্তরঃ মুনীর চৌধুরী
বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলে বেলার গান-- বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদেয় এল বান।। পঙ্ক্তিটির রচয়িতা কে?
- ক. গোলাম মোস্তফা
- খ. সুফিয়া কামাল
- গ. সত্যেন্দ্রনাথ দত্ত
- ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
"স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে"- পঙ্ক্তিটির রচয়িতা কে?
- ক. জসীম উদ্দীন
- খ. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
- গ. মোহিতলাল মজুমদার
- ঘ. জীবনানন্দ দাশ
উত্তরঃ রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
'মামা আমার ছুটি হয়েছে?' 'ছুটি' গল্পে ফটিকের এই উক্তি দ্বারা তার মনের কোন ভাবের অভিব্যক্তি ঘটেছে?
- ক. ছুটি পড়ার পর বিশ্রাম নেয়া যাবে
- খ. ছুটি হলে সে গ্রামের বাড়িতে ফিরে যেতে পারবে
- গ. ছুটি হলে সে মনের আনন্দে বেড়াতে পারবে
- ঘ. ছুটি হলে সে লেখা পড়ার চাপ থেকে মুক্তি পাবে
উত্তরঃ ছুটি হলে সে গ্রামের বাড়িতে ফিরে যেতে পারবে
'এ ধার মাঝে তুলিয়া নিনাদ চাহিনা করিতে বাদ প্রতিবাদ।' -কোন কবির উক্তি?
- ক. সত্যেন্দ্রনাথ দত্ত
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. শেক্সপিয়ার
- ঘ. শামসুর রাহমান
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
'বাদলের জলে নাহিয়া সে মেয়ে হেসে কুটি কুটি হয়' -মেয়েটি কে?
- ক. কদম ফুল
- খ. হিজল ফুল
- গ. আজিকার রোদে
- ঘ. ঘোলাটে মেঘ
উত্তরঃ কদম ফুল
'মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে' -এই চরণটি কার লেখা?
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. কাজী নজরুল ইসলাম
- গ. জীবনানন্দ দাশ
- ঘ. ফররুখ আহমদ
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
'জ্বলে-পুড়ে-মরে ছারখার তবু মাথা নোয়াবার নয়' -কবিতাংশটি কার লেখা?
- ক. সৈয়দ শামসুল হক
- খ. সুকান্ত ভট্টাচার্য
- গ. মোহাম্মদ মনিরুজ্জামান
- ঘ. জীবনানন্দ দাশ
উত্তরঃ সুকান্ত ভট্টাচার্য
- ক. মানসী
- খ. সোনার তরী
- গ. বলাকা
- ঘ. চিত্রা
উত্তরঃ সোনার তরী
'মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে' -এ ইচ্ছা কে প্রকাশ করেছেন?
- ক. কামিনী রায়
- খ. কাজী নজরুল ইসলাম
- গ. রফিক আজাদ
- ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
'আম্মা! তার লাল তেরি খুন কিয়া খুনিয়া' -এই পংক্তির কোন শব্দটি বাংলা শব্দ?
- ক. আম্মা
- খ. লাল
- গ. খুন
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ কোনটিই নয়
'Response of the living and non-living' কার রচনা?
- ক. রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
- খ. জগদীশচন্দ্র বসু
- গ. প্রমথ চৌধুরী
- ঘ. নওশের আলী খান ইউসুফ জয়ী
উত্তরঃ জগদীশচন্দ্র বসু
দেখিনু সেদিন রেলে কুলি ব'লে এক বাবু সা'ব তারে ঠেলে দিল নীচে ফেলে! -পঙ্ক্তিটির রচয়িতা কে?
- ক. কাজী নজরুল ইসলাম
- খ. সত্যেন্দ্রনাথ দত্ত
- গ. আহসান হাবীব
- ঘ. কবি জসীমউদ্দীন
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
- ক. সুফিয়া কামাল
- খ. শামসুর রাহমান
- গ. আবু জাফর ওবায়দুল্লাহ
- ঘ. আহসান হাবিব
উত্তরঃ আহসান হাবিব
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. সুকুমার রায়
- গ. ফররুখ আহমদ
- ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তরঃ সুকুমার রায়
- ক. কাজী নজরুল ইসলাম
- খ. শামসুর রাহমান
- গ. রবীন্দ্রনাথ ঠাকুর
- ঘ. চণ্ডীদাস
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
'আছে মা তোমার মুখে স্বর্গের কিরণ' পংক্তিটি রবীন্দ্রনাথ কাকে উদ্দেশ্য করে রচনা করেছিলেন?
- ক. ইন্দিরা দেবী
- খ. কাদম্বরী দেবী
- গ. স্বর্ণকুমারী দেবী
- ঘ. প্রমীলা দেবী
উত্তরঃ ইন্দিরা দেবী
'তিনি ব্যক্তি নহেন, তিনি একটি প্রতিষ্ঠান' - উক্তিটি কার?
- ক. আচার্য ক্ষিতিমোহন সেনের
- খ. বুদ্ধদেব বসুর
- গ. আশুতোষ ভট্টাচার্যের
- ঘ. নবীনচন্দ্র সেনের
উত্তরঃ আচার্য ক্ষিতিমোহন সেনের
- ক. রবীন্দ্রনাথ ঠাকুরের
- খ. সুনীতিকুমারের
- গ. মুহাম্মদ শহীদুল্লাহর
- ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের
উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের
- ক. নৌকাডুবি
- খ. তেল-নুন-লাকড়ী
- গ. হুতোম প্যাঁচার নকশা
- ঘ. আলালের ঘরের দুলাল
উত্তরঃ আলালের ঘরের দুলাল
'আশরাফ' মুসলমানের ভাষা উর্দূ এবং 'আতরাফ' মুসলমানের ভাষা বাংলা।' উক্তিটি কার?
- ক. নবাব আবদুল লতিফ
- খ. স্যার সৈয়দ আহমেদ
- গ. গোলাম আজম
- ঘ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
উত্তরঃ নবাব আবদুল লতিফ
- ক. রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
- খ. হরপ্রসাদ শাস্ত্রী
- গ. মোহিতলাল মজুমদার
- ঘ. পাঁচ কড়ি বন্দ্যোপাধ্যায়
উত্তরঃ মোহিতলাল মজুমদার
'আজি শচীমাতা কেন চমকিলে, ঘুমাতে ঘুমাতে উঠিয়া বসিলে।' পংক্তিটি কার?
- ক. বঙ্কিমচন্দ্র
- খ. বিহারীলাল
- গ. কামিনী রায়
- ঘ. শিবনাথ শাস্ত্রী
উত্তরঃ শিবনাথ শাস্ত্রী
‘আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে’- কার রচনা?
- ক. কানাহরি দত্ত
- খ. ভারতচন্দ্র রায়
- গ. রবীন্দ্রনাথ ঠাকুর
- ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তরঃ ভারতচন্দ্র রায়
‘আমার ভাইয়ের রক্তের রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের রচয়িতা কে?
- ক. আব্দুল গাফফার চৌধুরী
- খ. আলতাফ মাহমুদ
- গ. আবদুল লতিফ
- ঘ. আব্দুল আলীম
উত্তরঃ আব্দুল গাফফার চৌধুরী
‘আমার ভাইয়ের রক্তের রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটির রচয়িতা ও সুরকার হলেন যথাক্রমে-
- ক. গোবিন্দচন্দ্র ও আলতাফ মাহমুদ
- খ. আলতাফ মাহমুদ ও আবদুল গাফফার চৌধুরী
- গ. আবদুল গাফফার চৌধুরী ও আলতাফ মাহমুদ
- ঘ. আল মাহমুদ ও আলতাফ মাহমুদ
উত্তরঃ আবদুল গাফফার চৌধুরী ও আলতাফ মাহমুদ
‘দন্ডিতের সাথে দণ্ড দাতা কাঁদে যবে সমান আঘাতে সর্বশ্রেষ্ঠ সে বিচার’-কবিতাংশটির রচয়িতা কে?
- ক. ইসমাইল হোসেন সিরাজী
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. কাজী নজরুল ইসলাম
- ঘ. গোলাম মোস্তফা
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
- ক. কাজী নজরুল ইসলাম
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. অক্ষয়কুমার বড়াল
- ঘ. বিষ্ণু দে
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ?- কার লেখা?
- ক. কৃষ্ণচন্দ্র মজুমদার
- খ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
- গ. কামিনী রায়
- ঘ. যতীন্দ্র মোহন বাগচী
উত্তরঃ কৃষ্ণচন্দ্র মজুমদার
বাউল মতের প্রতি শিক্ষিত মহলকে উৎসুক করে তোলেন কে?
- ক. লালন ফকির
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. মাধব বিবি
- ঘ. ফরিদা পারভীন
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
‘মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ’-কার উক্তি?
- ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- খ. মীর মোশাররফ হোসেন
- গ. রবীন্দ্রনাথ ঠাকুর
- ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
‘পথিক, তুমি পথ হারাইয়াছ?’-উদ্ধৃতাংশের পথিক কে?
- ক. কাথালিক
- খ. নবকুমার
- গ. অধিকারী
- ঘ. সেলিম
উত্তরঃ নবকুমার
‘লোকে বলে’-উক্তিটির তাৎপর্য কোনটি?
- ক. একজন লোক বলে
- খ. দুই জন লোক বলে
- গ. সাধারণ মানুষ বলে
- ঘ. নির্দিষ্ট কেউ বলে
উত্তরঃ সাধারণ মানুষ বলে
‘জালি লাউয়েল ডগার মতোন বাহু দু’খান সরু”-কার সম্বন্ধে বলা হয়েছে?
- ক. সাজু
- খ. রূপাই
- গ. দুখী
- ঘ. সোজন
উত্তরঃ রূপাই
‘গগনে গরজে মেঘ, ঘন বরষা। কূলে একা বসে আছি, নাহি ভরসা। -এই উদ্ভৃতাংশটি কোন কবির রচনা?
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. নবীনচন্দ্র সেন
- গ. গোলাম মোস্তফা
- ঘ. সুফী মোতাহার হোসেন
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
- ক. কাজী নজরুল ইসলাম
- খ. কবি জসীম উদদীন
- গ. আবদুল কাদির
- ঘ. সুফিয়া কামাল
উত্তরঃ কবি জসীম উদদীন
গাহি তাহাদের গান- ধরনীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান।-পংক্তিটি কোন কবির রচনা?
- ক. কাজী নজরুল ইসলাম
- খ. কায়কোবাদ
- গ. গোলাম মোস্তফা
- ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
‘জন্মই আমার আজন্ম পাপ’-উক্তিটি কার?
- ক. কবির চৌধুরী
- খ. তসলিমা নাসরিন
- গ. শামসুর রাহমান
- ঘ. জিয়া হায়দার
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
‘তবুও থামে না যৌবন বেগ, জীবনের উল্লাসে’-এই চরণটির রচয়িতা নিম্নের কোন কবি?
- ক. সুফিয়া কামাল
- খ. কাজী নজরুল ইসলাম
- গ. সুকান্ত ভট্টাচার্য
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ সুকান্ত ভট্টাচার্য
- ক. যৌবনের গান
- খ. বিলাসী
- গ. হৈমন্তী
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ হৈমন্তী
এই বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি’- পঙ্ক্তিটির রচয়িতা কে?
- ক. কাজী নজরুল ইসলাম
- খ. সৈয়দ শামসুল হক
- গ. জীবনানন্দ দাস
- ঘ. সুকান্ত ভট্টাচার্য
উত্তরঃ সুকান্ত ভট্টাচার্য
‘খাঁচার ভিতর অচিন পাখি’-পঙক্তিটির উৎস কি?
- ক. হাসন রাজার গান
- খ. রবীন্দ্র সঙ্গীত
- গ. ভজন
- ঘ. লালন গীতি
উত্তরঃ লালন গীতি
‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’-এ গানের কত লাইন আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছে?
- ক. ৬ লাইন
- খ. ৮ লাইন
- গ. ১০ লাইন
- ঘ. ১২ লাইন
উত্তরঃ ১০ লাইন
‘কৃষ্ণার সৈকতে ক্ষুদ্র শ্যামল প্রান্তরে বসি বৃদ্ধ বালানাথ কাঁদিছে নীরবে’ - উদ্ধৃত চরণ দুটির কবি কে?
- ক. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
- খ. ফাররুখ আহমেদ
- গ. কায়কোবাদ
- ঘ. মাইকেল মধুসূদন দত্ত
উত্তরঃ কায়কোবাদ
- ক. আলাউদ্দিন আল আজাদ
- খ. শামসুর রাহমান
- গ. আবদুল গাফফার চৌধুরী
- ঘ. আবু জাফর ওবায়দুল্লাহ
উত্তরঃ আবু জাফর ওবায়দুল্লাহ
‘ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি’-পঙক্তিটি কার?
- ক. কাজী নজরুল ইসলামের
- খ. বুদ্ধদের বসুর
- গ. অমিয় চক্রবর্তীর
- ঘ. সুকান্ত ভট্টাচার্যের
উত্তরঃ সুকান্ত ভট্টাচার্যের
‘কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে?’-উক্তিটি কার?
- ক. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের
- খ. মোহিতলাল মজুমদারের
- গ. কৃষ্ণচন্দ্র মজুমদারের
- ঘ. সুরেন্দ্রনাথ মজুমদারের
উত্তরঃ কৃষ্ণচন্দ্র মজুমদারের
- ক. চিত্রা
- খ. কড়ি ও কোমল
- গ. সন্ধ্যাসঙ্গীত
- ঘ. শেষ লেখা
উত্তরঃ কড়ি ও কোমল
- ক. দারিদ্র্য
- খ. দরিদ্র
- গ. অগ্নিবীণা
- ঘ. মহররম
উত্তরঃ দারিদ্র্য
‘জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর।’- উক্তিটির রচয়িতা কে?
- ক. রামমোহন রায়
- খ. চন্ডীদাস
- গ. কাজী নজরুল ইসলাম
- ঘ. স্বামী বিবেকানন্দ
উত্তরঃ স্বামী বিবেকানন্দ
‘খাঁচার ভিতর অচিন পাখী কেমনে আসে যায়’-এ পঙক্তিটি-
- ক. বাউল পদাবলীর অন্তর্গত
- খ. শক্তি পদাবলীর অন্তর্গত
- গ. বৈষ্ণব পদাবলীর অন্তর্গত
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ বাউল পদাবলীর অন্তর্গত
‘আমাদের স্বপ্ন হোক ফসলের সুষম বন্টন’ -কোন কবি বলেছেন?
- ক. সুকান্ত ভট্টাচার্য
- খ. সমর সেন
- গ. জসীমউদ্দীন
- ঘ. আল মাহমুদ
উত্তরঃ সমর সেন
“আপন ঘরে বোঝাই সোনা পরে করে লেনা দেনা”- চরণ দু’টির রচয়িতা কে?
- ক. প্রমথ চৌধুরী
- খ. নির্মলেন্দু গুণ
- গ. হাছন রাজা
- ঘ. লালন শাহ
উত্তরঃ লালন শাহ
‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি সরাদিন আমি যেন ভাল হয়ে চলি’ এই চরণদ্বয়ের লেখক-
- ক. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
- খ. মনোমোহন বসু
- গ. মদনমোহন তর্কালঙ্কার
- ঘ. হরিনাথ মজুমদার
উত্তরঃ মদনমোহন তর্কালঙ্কার
“ধনধান্য পুষ্পে ভরা” দেশাত্মবোধক গানটির রচয়িতা কে?
- ক. কাজী নজরুল ইসলাম
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. দ্বিজেন্দ্রলাল রায়
- ঘ. গোবিন্দ দাস
উত্তরঃ দ্বিজেন্দ্রলাল রায়
‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল’ -গানটির গীতিকার কে?
- ক. নজরুল ইসলাম বাবু
- খ. মোহাম্মদ মনিরুজ্জামান
- গ. গোবিন্দ দাস
- ঘ. শামসুর রাহমান
উত্তরঃ গোবিন্দ দাস
‘মানুষেরই মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর’ এই পঙক্তি কার রচনা?
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. কাজী নজরুল ইসলাম
- গ. শেখ ফজলুল করিম
- ঘ. শামসুর রহমান
উত্তরঃ শেখ ফজলুল করিম
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. মোহাম্মদ মনিরুজ্জামান
- গ. সত্যেন্দ্রনাথ দত্ত
- ঘ. নির্মলেন্দু গুণ
উত্তরঃ সত্যেন্দ্রনাথ দত্ত
‘কেউ মালা, কেউ তসবি গলায়, তাইতো জাত ভিন্ন বলায়’ এই পঙক্তিটি নিচের একজনের লেখা-
- ক. লালন শাহ
- খ. সিরাজ সাঁই
- গ. মদন বাউল
- ঘ. পাগলা কানাই
উত্তরঃ লালন শাহ
“সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন হউক দূর অকল্যাণ সকল অশোভন।” চরণ দুটি কার লেখা?
- ক. কাজী নজরুল ইসলাম
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. গোলাম মোস্তফা
- ঘ. শেখ ফজলুল করিম
উত্তরঃ শেখ ফজলুল করিম
‘যে তোমার পুত্র নহে তারো ... আছে।’ শূন্যস্থানে প্রচলিত শব্দটি চিহ্নিত করুন?
- ক. পিতা
- খ. পুত্র
- গ. দাবি
- ঘ. অধিকার
উত্তরঃ পিতা
‘ধ্বনিতেছে .... অনাদ্যন্ত রবে।’ শূন্যস্থানে প্রচলিত শব্দটি চিহ্নিত করুন?
- ক. মহাকাল
- খ. চিরন্তন
- গ. চিরকাল
- ঘ. কুহুধ্বনী
উত্তরঃ কুহুধ্বনী
‘ঘোড়ায় চড়িয়া মর্দ ..... চলিল।’ শূণ্যস্থান প্রচলিত শব্দটি চিহ্নিত করুন?
- ক. দৌড়িয়া
- খ. হাঁটিয়া
- গ. হাঁকিয়া
- ঘ. সজোরে
উত্তরঃ হাঁটিয়া
‘বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ঐ’ কোন কবির কবিতায় আছে?
- ক. রজনীকান্ত সেন
- খ. বেগম সুফিয়া কামাল
- গ. যতীন্দ্রনাথ বাগচী
- ঘ. যতীন্দ্রমোহন বাগচী
উত্তরঃ যতীন্দ্রমোহন বাগচী
- ক. হুমায়ুন আজাদ
- খ. নির্মলেন্দু গুণ
- গ. রফিক আজাদ
- ঘ. মহাদেব সাহা
উত্তরঃ নির্মলেন্দু গুণ
“কবিতায় আর কি লিখব? যখন বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ।” উল্লেখিত কবিতাংশটি কোন কবিতার অংশ?
- ক. স্বাধীনতা তুমি
- খ. দুর্মর
- গ. শহীদ স্মরণে
- ঘ. বাংলা আমার
উত্তরঃ শহীদ স্মরণে
- ক. নির্মলেন্দু গুন
- খ. শামসুর রহমান
- গ. রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
- ঘ. মহাদেব সাহা
উত্তরঃ রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
- ক. ইব্রাহীম কার্দি
- খ. দিলীপ
- গ. মন্নুবেগ
- ঘ. জরিনা
উত্তরঃ ইব্রাহীম কার্দি
‘এখানে যারা প্রাণ দিয়েছে রমনার উর্দ্ধৃমুখী কৃষ্ণচূড়ার নীচে সেখানে আমি কাঁদতে আসিনি।’ এর রচয়িতা-
- ক. জহির রায়হান
- খ. গাফফার চৌধুরী
- গ. শামসুর রহমান
- ঘ. মাহবুব আলম চৌধুরী
উত্তরঃ মাহবুব আলম চৌধুরী
‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়।’ গানটির রচয়িতা ও সুরকার হলেন শিল্পী-
- ক. আব্দুল লতিফ
- খ. আব্দুল করিম
- গ. লুৎফর রহমান
- ঘ. হাসান আলী
উত্তরঃ আব্দুল লতিফ
‘শহীদের ঝলকিত রক্তের বুদবুদ, স্মৃতিগন্ধে ভরপুর একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রঙ।’-রচয়িতা কে?
- ক. নির্মলেন্দু গুণ
- খ. সিকান্দার আবু জাফর
- গ. শামসুর রহমান
- ঘ. হায়াৎ মাহমুদ
উত্তরঃ শামসুর রহমান
‘আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য; তার চেয়ে বেশী সত্য আমরা বাঙালি’- উক্তিটি করেন-
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. কাজী নজরুল ইসলাম
- গ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
- ঘ. মাওলানা আকরাম খাঁ
উত্তরঃ ড. মুহম্মদ শহীদুল্লাহ
- ক. ফররুখ আহমেদ
- খ. ইসমাইল হোসেন সিরাজী
- গ. কায়কোবাদ
- ঘ. গোলাম মোস্তফা
উত্তরঃ ইসমাইল হোসেন সিরাজী
“........... কে হায় হৃদয় খুড়ে বেদনা জাগাতে ভালবাসে।” কবিতাংশটি কোন কবির রচনা?
- ক. বিষ্ণু দে
- খ. জীবনান্দ দাশ
- গ. যতীন্দ্রমোহন বাগচী
- ঘ. কামিনী রায়
উত্তরঃ বিষ্ণু দে
- ক. মুসাফির
- খ. জলে ডাঙ্গায়
- গ. দেশে বিদেশে
- ঘ. শবনম
উত্তরঃ দেশে বিদেশে
যে বইতে যাযাবর বলেছেন ‘আধুনিক সভ্যতা দিয়েছে বেগ, নিয়েছে আবেগ’ তার নাম-
- ক. বৃষ্টিপাত
- খ. কৃষ্টিপাত
- গ. জামপাত
- ঘ. দৃষ্টিপাত
উত্তরঃ দৃষ্টিপাত
‘বাশরি আমার হারিয়ে গেছে বালুর চরে, কেমনে পশবি গোধন লইয়া গোয়াল ঘরে।’ এটি কোন কবির রচনা?
- ক. কবি গোবিন্দ চন্দ্র দাশ
- খ. কবি ইদ্রিস আলী
- গ. কবি নজরুল ইসলাম
- ঘ. কবি জসীম উদ্দীন
উত্তরঃ কবি গোবিন্দ চন্দ্র দাশ
- ক. সুফিয়া কামাল
- খ. জসীম উদ্দীন
- গ. আহসান হাবীব
- ঘ. শামসুর রাহমান
উত্তরঃ আহসান হাবীব
‘পাখি সব করে রব রাতি পোহাইল’ পংক্তির রচয়িতা-
- ক. রামনারায়ণ তর্করত্ন
- খ. বিহারী লাল
- গ. কৃষ্ণচন্দ্র মজুমদার
- ঘ. মদনমোহদন তর্কালংকার
উত্তরঃ মদনমোহদন তর্কালংকার
‘মোদের গরব, মোদর আশা অ মরি বাংল ভাষা।’ রচয়িতা-
- ক. রামনিধি গুপ্ত
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. অতুল প্রসাদ সেন
- ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তরঃ অতুল প্রসাদ সেন
‘ঘুম থেকে জেগে বৈশাখি ঝড়ে কুড়ায়েছি ঝড়া আম’ এই লাইনটির লেখক বা কবি কে?
- ক. বেগম সুফিয়া কামাল
- খ. সুফিয়া আহম্মেদ
- গ. আহসান হাবীব
- ঘ. সানাউল হক
উত্তরঃ বেগম সুফিয়া কামাল
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. মাহমুদা খাতুন সিদ্দিকা
- গ. শামসুর রাহমান
- ঘ. বেগম সুফিয়া কামাল
উত্তরঃ বেগম সুফিয়া কামাল
‘জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে’ --- এই কবিতাংশটুকুর কবি কে?
- ক. শামসুর রাহমান
- খ. সুফিয়া কামাল
- গ. জীবনানন্দ দাশ
- ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তরঃ সুফিয়া কামাল
‘এই বাঙ্গালায় তোমাকেই আসতে হবে হে স্বাধীনতা’ উক্তিটি কার?
- ক. শামসুর রাহমান
- খ. হাসান হাফিজুর রহমান
- গ. সৈয়দ শামসুল হক
- ঘ. আশরাফ সিদ্দিকী
উত্তরঃ শামসুর রাহমান
- ক. স্বাধীনতা তুমি
- খ. গর্জে উঠো স্বাধীনতা
- গ. গুড মর্নিং বাংলাদেশ
- ঘ. তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা
উত্তরঃ তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা
‘পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি” কার রচনা?
- ক. সিকানদার আবু জাফর
- খ. হাসান হাফিজুর রহমান
- গ. সুকুমার রায়
- ঘ. সুকান্ত ভট্টচার্য
উত্তরঃ সুকুমার রায়
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. সুকুমার রায়
- গ. ফররুখ আহমেদ
- ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তরঃ সুকুমার রায়
‘সকলের .... সকলে আমরা।’ শুন্যস্থানে প্রচলিত শব্দটি চিহ্নিত করুন?
- ক. জন্য
- খ. উপরে
- গ. কাজে
- ঘ. তরে
উত্তরঃ তরে
‘সকলের তরে সকলে আমরা প্রত্যেক আমরা পরের তরে।’ পঙ্ক্তিদ্বয় কোন কবিতা হতে নেওয়া হয়েছে?
- ক. মানুষকে
- খ. শহীদ স্মরণে
- গ. পরার্থে
- ঘ. মানব কল্যাণ
উত্তরঃ পরার্থে
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. মোহাম্মদ মনিরুজ্জামান
- গ. সত্যেন্দ্রনাথ দত্ত
- ঘ. নির্মলেন্দু গুণ
উত্তরঃ সত্যেন্দ্রনাথ দত্ত
- ক. নজরুল, কাফেলা
- খ. রবীন্দ্রনাথ, ঝড়
- গ. ফররুখ সাত সাগরের মাঝি
- ঘ. আল মাহমুদ, বন্য স্বপ্নেরা
উত্তরঃ ফররুখ সাত সাগরের মাঝি
- ক. নিমন্ত্রণ
- খ. কবর
- গ. পল্লী জননী
- ঘ. পাস্কেল
উত্তরঃ কবর
‘তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে’ পঙক্তিটি কোন কবিতার অন্তর্গত?
- ক. কবর
- খ. আসমানী
- গ. দাওয়াত
- ঘ. পল্লীস্মৃতি
উত্তরঃ কবর
পাখির ..... মত চোখ তুলে বলেছিল নাটোরের বনলতা সেন।
- ক. বাসার
- খ. চোখের
- গ. নীড়ের
- ঘ. দৃষ্টির
উত্তরঃ নীড়ের
‘বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর’ কার লেখা ?
- ক. মাইকেল মধুসূদন দত্ত
- খ. জসীমউদ্দিন
- গ. জীবনানন্দ দাস
- ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তরঃ জীবনানন্দ দাস
‘আবার আসিব ফেরে ধান সিঁড়ি নদীর তীরে’ কোন কবির কবিতা থেকে নেওয়া?
- ক. মাইকেল মদুসূদন দত্ত
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. জীবনান্দ দাস
- ঘ. সুনীল গঙ্গোপাধ্যায়
উত্তরঃ জীবনান্দ দাস
‘সুরঞ্জনা, ওইখানে যেয়ো নাকো তুমি’- কোন কবি একথা বলেছিলেন?
- ক. সুকান্ত ভট্টাচার্য
- খ. বুদ্ধদেব বসু
- গ. জীবনানন্দ দাশ
- ঘ. কামিনী রায়
উত্তরঃ জীবনানন্দ দাশ
- ক. রামনিধি গুপ্ত
- খ. আলাওল
- গ. আব্দুল হাকিম
- ঘ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
উত্তরঃ আব্দুল হাকিম
আমার স্বপ্ন হোক ফসলের সুষম বণ্টন- কোন কবি বলেছেন?
- ক. সুকান্ত ভট্টাচার্য
- খ. সমর সেন
- গ. জসীমউদ্দীন
- ঘ. আল মাহমুদ
উত্তরঃ সমর সেন
‘ঠগ পীরের পানি পড়ায় কি কোন কাম হয়? লালসালু উপন্যাসে এ উক্তিটি কার?
- ক. ধলা মিঞার
- খ. আক্কাসের
- গ. তাহেরের
- ঘ. খালেক ব্যাপারির
উত্তরঃ আক্কাসের
কাঁচা ধানের পাতার মত কচি মুখের মায়া’ কবি কার প্রসঙ্গে বলেছেন?
- ক. সাজু
- খ. দুলি
- গ. রূপাই
- ঘ. সোজন
উত্তরঃ রূপাই
‘ভায়া লাভ দেয় তিন হাত, হেসে গান গায় দিনরাত।’ ছড়াটি কার সম্পর্কে?
- ক. কাজী নজরুল ইসলাম
- খ. জসীম উদ্দীন
- গ. পাগলা কানাই
- ঘ. লালন শাহ
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
- ক. বিদ্রোহী
- খ. আজ সৃষ্টি-সুখের উল্লাসে
- গ. কাণ্ডারী হুশিয়ার
- ঘ. সাম্যবাদী
উত্তরঃ বিদ্রোহী
‘আমি চাইনা বচিার হাশরের দি চাই করুণা তোমার ওগো হাকীম।’ চরণ দুটি নিচের কোন কবির?
- ক. কাজী নজরুল ইসলাম
- খ. গোলাম মোস্তফা
- গ. কায়কোবাদ
- ঘ. শেখ ফজলুল করিম
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
‘এ ধরার মাখে তুলিয়া নিনাদ চাহিনা করিত বাদ প্রতিবাদ।’ কোন কবির উক্তি?
- ক. সত্যেন্দ্রনাথ দত্ত
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. কাজী নজরুল ইসলাম
- ঘ. শামসুর রহমান
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
- ক. কাজী নজরুল ইসলাম
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. সুকান্ত ভট্টাচার্য
- ঘ. কবি গোলাম মোস্তফা
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
'কাটাকুঞ্জে বসি তুই গাঁথিবি মালিকা দিয়া গেনু ভালে তোর বেদনার টীকা' -এই উদ্ধৃতাংশটি কোন্ কবির রচনা?
- ক. কাজী নজরুল ইসলাম
- খ. মাইকেল মধুসূদন দত্ত
- গ. সুকান্ত ভট্টচার্য
- ঘ. বেনজীর আহমেদ
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. কাজী নজরুল ইসলাম
- গ. গোলাম মোস্তফা
- ঘ. বেগম সুফিয়া কামাল
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
- ক. বন্দে আলী মিয়া
- খ. কাজী নজরুল ইসলাম
- গ. ফররুখ আহমেদ
- ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
- ক. বেনজির আহমেদ
- খ. কাজী নজরুল ইসলাম
- গ. জীবনানন্দ দাস
- ঘ. শামসুর রহমান
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
- ক. কাণ্ডারী হুঁশিয়ার
- খ. খেয়াপারেরতরণী
- গ. সিদ্ধু : প্রথম তরঙ্গ
- ঘ. সিন্ধু : দ্বিতীয় তরঙ্গ
উত্তরঃ খেয়াপারেরতরণী
‘সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ-রমণী কোন ভেদাভেদ নেই’। কবিতাংশটির রচয়িতা কে?
- ক. বেগম সুফিয়া কামাল
- খ. শেখ ফজলুল করিম
- গ. বিহারীলাল চক্রবর্তী
- ঘ. কবি কাজী নজরুল ইসলাম
উত্তরঃ কবি কাজী নজরুল ইসলাম
- ক. নারী
- খ. সাম্যবাদী
- গ. জীবন-বন্দনা
- ঘ. মানুষ
উত্তরঃ জীবন-বন্দনা
‘দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি, তাই যাহা আসে কই মুখে’ এই কবিতাংশটি কোন কবিতার অন্তর্গত?
- ক. বিদ্রোহী
- খ. কামাল পাশা
- গ. অগ্রপথিক
- ঘ. আমার কৈফিয়ৎ
উত্তরঃ আমার কৈফিয়ৎ
‘মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশীর, আর হাতে রণতুর্য’ নজরুল ইসলামের-
- ক. ‘প্রলয়োল্লাস’ কবিতার একটি চরণ
- খ. ‘বিদ্রোহী’ কবিতার একটি চরণ
- গ. ‘খেয়াপারের তরণী’ কবিতার একটি চরণ
- ঘ. ‘শাতিল আরব’ কবিতার একটি চরণ
উত্তরঃ ‘বিদ্রোহী’ কবিতার একটি চরণ
‘রমযানের ঐ রোযার শেষে এল খুশির ঈদ’ গানটির রচয়িতা কে?
- ক. গোলাম মোস্তফা
- খ. কাজী নজরুল ইসলাম
- গ. ফররুখ আহমেদ
- ঘ. কায়কোবাদ
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাপার’ গানটির রচয়িতা কে?
- ক. সুকান্ত ভট্টাচার্য
- খ. নজরুল ইসলাম
- গ. ইসমাইল হোসেন সিরাজী
- ঘ. ফররুখ আহমেদ
উত্তরঃ নজরুল ইসলাম
‘চাষী ওরা, নয়কো চাষা, নয়কো ছোট লোক’ বলেছেন-
- ক. কবি ইকবাল
- খ. নজরুল ইসলাম
- গ. গোলাম মোস্তফা
- ঘ. জসীমউদ্দীন
উত্তরঃ নজরুল ইসলাম
‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলা বান’ কার রচনা?
- ক. যতীনদ্রনাথ সেন
- খ. রজনীকান্ত
- গ. রবীন্দ্রনাথ
- ঘ. জসীমউদ্দীন
উত্তরঃ রবীন্দ্রনাথ
‘নমো নমঃ নমঃ সুন্দরী মম জননী বঙ্গভূমি’ উদ্ধৃতাংশের লেখক-
- ক. বঙ্কিমচন্দ্র
- খ. সুফিয়া কামাল
- গ. জীবনানন্দ দাশ
- ঘ. রবীন্দ্রনাথ
উত্তরঃ রবীন্দ্রনাথ
‘ধরণীর কোন এক দীনতম গৃহে যদি জন্মে প্রেয়সী’ কার লেখা?
- ক. মোহিতলাল মজুমদার
- খ. দীননাথ সেন
- গ. কবি রবীন্দ্রনাথ ঠাকুর
- ঘ. কবি কাজী নজরুল ইসলাম
উত্তরঃ কবি রবীন্দ্রনাথ ঠাকুর
- ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত
- খ. দ্বিজেন্দ্রলাল রায়
- গ. সতোন্দ্রনাথ দত্ত
- ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
- ক. রচনাখানি
- খ. কবিতাখানি
- গ. গ্রন্থখানি
- ঘ. কাব্যখানি
উত্তরঃ কবিতাখানি
- ক. সত্যেন্দ্রনাথ দত্ত
- খ. আশুতোষ মুখোপাধ্যায়
- গ. নবীনচন্দ্র
- ঘ. চিত্তরঞ্জন দাস
উত্তরঃ চিত্তরঞ্জন দাস
‘আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রিছায়ে’ উদ্ধৃতাংশটি কোন কবির কোন কবিতার অংশ?
- ক. প্রশ্ন-রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. রক্তাম্বরধারিণী মা-কাজী নজরুল ইসলাম
- গ. সিঁড়ি-সুকান্ত ভট্টাচার্য
- ঘ. সোমের প্রতি তারা-মাইকেল মধুসূদন দত্ত
উত্তরঃ প্রশ্ন-রবীন্দ্রনাথ ঠাকুর
- ক. অমিত রায়
- খ. লাবণ্য
- গ. শোভন লাল
- ঘ. কেতকী
উত্তরঃ অমিত রায়
- ক. চিত্রা
- খ. পুরান ভৃত্য
- গ. দুই বিঘা জমি
- ঘ. দিন শেষে
উত্তরঃ দুই বিঘা জমি
- ক. শেষের কথা
- খ. করুণা
- গ. কাবুলিওয়ালা
- ঘ. হৈমন্তী
উত্তরঃ কাবুলিওয়ালা
‘শিশুরাজ্যে এই মেয়েটি একট ছোটখাট বর্গির উপদ্রব বলিলে হয়’। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের সংলাপ?
- ক. একরাত্রি
- খ. শুভা
- গ. সমাপ্তি
- ঘ. পোস্টমাস্টার
উত্তরঃ সমাপ্তি
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. কাজী নজরুল ইসলাম
- গ. মোজাম্মেল হক
- ঘ. মোহিতলাল মজুমদার
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
- ক. শরচৎচন্দ্র চট্টোপাধ্যায়
- খ. বঙ্কিমচন্দ্র
- গ. তারাশংকর
- ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
‘একখানি ছোটো খেত, আমি একেলা’- রবীন্দ্রনাথের কোন কবিতার চরণ?
- ক. চিত্রা
- খ. বলাকা
- গ. সোনার তরী
- ঘ. সাধারণ মেয়ে
উত্তরঃ সোনার তরী
‘সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা’- রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা?
- ক. বলাকা
- খ. সোনার তরী
- গ. চিত্রা
- ঘ. পুনশ্চ
উত্তরঃ বলাকা
‘তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি’- রবীন্দ্রনাথের কোন্ কাব্যের কবিতা?
- ক. পূরবী
- খ. শেষলেখা
- গ. আকাশ প্রদীপ
- ঘ. সেঁজুতি
উত্তরঃ শেষলেখা
‘মানুষ যা চায় ভুল করে চায় যা পায় তা চায় না’ --- কার কথা?
- ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. শেক্সপিয়ার
- ঘ. কবি কায়কোবাদ
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
‘এ যে দুর্লভ, এ যে মানবী, ইহাররহস্যের কি অন্ত আছে?’ এই উক্তিটি কার?
- ক. প্রমথ চৌধুরী
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
নিচের কবিতাংশটি কোন কবির রচনা? ‘যে আছে মাটির কাছাকাছি সে কবির বাণী লাগি কান পেতে আছি’।
- ক. সুকান্ত ভট্টাচার্য
- খ. কাজী নজরুল ইসলাম
- গ. জীবনানন্দ দাশ
- ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
- ক. অমিত রায়
- খ. জীবনানন্দ দাশ
- গ. রবীন্দ্রনাথ ঠাকুর
- ঘ. কবি কালিদাস
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
- ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- খ. রামেন্দ্র সুন্দর ত্রিবেদী
- গ. রবীন্দ্রনাথ ঠাকুর
- ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
- ক. সুকুমার রায়
- খ. কাজী নজরুল ইসলাম
- গ. সত্যেন্দ্রনাথ দত্ত
- ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
‘কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরেন নাই’ উক্তিটি কোন গল্প লেখকের?
- ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যয়
- খ. মানিক বন্দোপাধ্যায়
- গ. বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
- ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
‘মরণ রে, তুঁহু মম শ্যাম সমান’ পঙ্ক্তিটির রচয়িতা কে?
- ক. অতুল প্রসাদ সেন
- খ. মুকুন্দরাম
- গ. রবীন্দ্রনাথ ঠাকুর
- ঘ. শেখ ফজলুল করিম
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
‘যেখানে ফ্রি থিংকিং নেই সেখানে কালচার নেই’- উক্তিটি কোন লেখকের লেখা প্রবন্ধে পাওয়া যায়?
- ক. বঙ্কিমচন্দ্র
- খ. রবীন্দ্রনাথ
- গ. মোহাম্মদ বরকতুল্লাহ
- ঘ. মোতাহের হোসেন চৌধুরী
উত্তরঃ রবীন্দ্রনাথ
‘নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাহিরে ওগো, আজ তোরা যাসনে ঘরে বাহিরে’। পঙ্ক্তিটি কার লেখা?
- ক. সত্যেন্দ্রনাথ দত্ত
- খ. কাজী নজরুল ইসলাম
- গ. সিকান্দার আবু জাফর
- ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
- ক. পুরাতন ভৃত্য
- খ. নিস্ফল উপহার
- গ. দুই বিঘা জমি
- ঘ. দেবতার গ্রাস
উত্তরঃ দুই বিঘা জমি
‘আমরা সবাই রাজা আামদের এই রাজার রাজত্বে’ এই পঙ্ক্তিটির রচয়িতা কে?
- ক. কাজী নজরুল ইসলাম
- খ. সত্যেন্দ্রনাথ দত্ত
- গ. সিকানদার আবু জাফর
- ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
‘সমগ্র শরীরকে বঞ্চিত করে কেবল মুখে রক্ত জমলে তাকে স্বাস্থ্য বলা যায় না’ বলেছেন-
- ক. শরৎচন্দ্র
- খ. নজরুল ইসলাম
- গ. বঙ্কিমচন্দ্র
- ঘ. রবীন্দ্রনাথ
উত্তরঃ রবীন্দ্রনাথ
‘যে জন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি।’ এই পঙ্ক্তিটি কোন কবির থেকে নেয়া হয়েছে?
- ক. কৃষ্ণচন্দ্র মজুমদার
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. চণ্ডীদাস
- ঘ. কামিনী রায়
উত্তরঃ কৃষ্ণচন্দ্র মজুমদার
- ক. রাজসিংহ
- খ. পুরুবিক্রম
- গ. নবাব সিরাজউদ্দৌলা
- ঘ. বিষাদ সিন্ধু
উত্তরঃ বিষাদ সিন্ধু
‘সতত হে নদ, তুমি পড় মোর মনে। সতত তোমার কথা ভাবি এ ভাবি এ বিরলে।’ চরণ দুটি কবি কে?
- ক. মোহিতলাল মজুমদার
- খ. সুকান্ত ভট্টাচার্য
- গ. সত্যেন্দ্রনাথ দত্ত
- ঘ. মাইকেল মধুসূদন দত্ত
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত
‘ওরে বাছা মাতৃকোষে রনে রাজি, এ ভিখারী দশা তবে কোন তোর আজি’-এ পঙতিদ্বয় কোন কবিতার অন্তর্গত?
- ক. বলাকা
- খ. ক্রন্দসী
- গ. বঙ্গভাষা
- ঘ. দারিদ্র্য
উত্তরঃ বঙ্গভাষা
- ক. গোবিন্দ চন্দ্র দাশ
- খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- গ. রবীন্দ্রনাথঠাকুর
- ঘ. মধুসূদন দত্ত
উত্তরঃ মধুসূদন দত্ত
- ক. আলাওল
- খ. রামনধি গুপ্ত
- গ. আব্দুল হাকিম
- ঘ. কায়কোবাদ
উত্তরঃ রামনধি গুপ্ত
‘অলীক কুনাট্য রঙ্গে, মজে লোক রাঢ়ে ও বঙ্গে’--- কার উক্তি?
- ক. দ্বিজেন্দ্রলাল রায়
- খ. মাইকেল মধুসূদন দত্ত
- গ. রামরাম বসু
- ঘ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
উত্তরঃ ঈশ্বরচন্দ্র গুপ্ত
- ক. মীর মশাররফ হোসেন
- খ. নজীবর রহমান
- গ. শওকত ওসমান
- ঘ. ফজলুল করিম
উত্তরঃ ফজলুল করিম
‘হায়রে কোথাসে বিদ্যা, যে বিদ্যা বলে দূরে থাকি পার্থরথী তোমার চরণে।’ উদ্ধৃত চরণ দুটির কবি কে?
- ক. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
- খ. কায়কোবাদ
- গ. ফররুখ আহমেদ
- ঘ. মাইকেল মধুসূদন দত্ত
উত্তরঃ রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
‘স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়’- চরণটি কার?
- ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত
- খ. মধুসূদন দত্ত
- গ. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
- ঘ. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
উত্তরঃ রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
‘পথিক তুমি পথ হারাইয়াছ’-কে কাকে বলেছিল?
- ক. সীমার হোসেন (রাঃ) কে
- খ. আলেয়া সিরাজকে
- গ. কপালকুণ্ডলা নবকুমারকে
- ঘ. উপরের কোনটিই নয়
উত্তরঃ কপালকুণ্ডলা নবকুমারকে
‘পথিক তুমি পথ হারাইয়াছ?’ উদ্ধৃতাংশটুকু কোন গ্রন্থের?
- ক. কপালকুণ্ডলা
- খ. শ্রীকান্ত
- গ. কৃষ্ণকান্তের উইল
- ঘ. উদাসীন পথিকের মনেরকথা
উত্তরঃ কপালকুণ্ডলা
‘পথিক তুমি পথ হারাইয়াছ? কথাটি কার
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- গ. মরি মোশাররফ হোসেন
- ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
‘এ ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর।’ -- লিখেছেন?
- ক. চণ্ডীদাস
- খ. বিদ্যাপতি
- গ. রবীন্দ্রনাথ
- ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তরঃ বিদ্যাপতি
‘সই কে শুনাইল শ্যাম নামে’ পদটির রচয়িতা কে?
- ক. চণ্ডীদাস
- খ. দ্বিজ চণ্ডীদাস
- গ. জ্ঞানদাস
- ঘ. গোবিন্দ দাস
উত্তরঃ চণ্ডীদাস
‘সই কেমনে ধরিব হিয়া আমার বুঁধূয়া আন বাড়ি যায় আমরি আঙিনা দিয়া” কার রচনা
- ক. চণ্ডীদাস
- খ. বিদ্যাপতি
- গ. জ্ঞানদাস
- ঘ. গোবিন্দ দাস
উত্তরঃ চণ্ডীদাস
‘সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই’- কে বলেছেন?
- ক. চণ্ডীদাস
- খ. বিদ্যাপতি
- গ. রামকৃষ্ণ পরমহংস
- ঘ. বিবেকানন্দ
উত্তরঃ চণ্ডীদাস
‘সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল’- পদটির রচয়িতা কে?
- ক. জ্ঞানদাস
- খ. বিদ্যাপতি
- গ. চণ্ডীদাস
- ঘ. গোবিন্দাদাস
উত্তরঃ জ্ঞানদাস
‘রূপ লাগি আখি ঝুরে শুনে মন ভোর’ কার রচনা?
- ক. চণ্ডিদাস
- খ. জ্ঞানদাস
- গ. বিদ্যাপতি
- ঘ. লোচনদাস
উত্তরঃ জ্ঞানদাস
‘দেশি ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায় নিজ দেশ ত্যাগী কোন বিদেশ ন যায়।’ কবিতাংশটি কার?
- ক. কবি আব্দুল হাকিম
- খ. মোজাম্মেল হক
- গ. কামিনী রায়
- ঘ. রজনিকান্ত সেন
উত্তরঃ কবি আব্দুল হাকিম