মাইকেল মধুসূদন দত্ত
মাইকেল মধুসূদন দত্তের 'বঙ্গভাষা' কবিতাটি কোন ছন্দে রচিত?
- ক. স্বরবৃত্ত
- খ. অক্ষরবৃত্ত
- গ. মাত্রাবৃত্ত
- ঘ. অমিত্রাক্ষর ছন্দ
উত্তরঃ অক্ষরবৃত্ত
বাংলা সাহিত্যের আধুনিকতার জনক কে?
- ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- খ. মাইকেল মধুসূদন দত্ত
- গ. রবীন্দ্রনাথ ঠাকুর
- ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত
মহাশ্মশান কাব্যের কাহিনী কোন যুদ্ধভিত্তিক?
- ক. পানিপথের তৃতীয় যুদ্ধ
- খ. হলদিয়াঘাটের যুদ্ধ
- গ. নাদির শাহের দিল্লি অভিযান
- ঘ. রাণা প্রতাপ সিংহের সঙ্গে মুঘলদের যুদ্ধ
উত্তরঃ পানিপথের তৃতীয় যুদ্ধ
মধুসূদনের কোন নাটকটি ঐতিহাসিক?
- ক. শর্মিষ্ঠা
- খ. পদ্মাবতী
- গ. কৃষ্ণকুমারী
- ঘ. একেই কি বলে সভ্যতা
উত্তরঃ কৃষ্ণকুমারী
বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে?
- ক. নজরুল ইসলাম
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. মাইকেল মধুসূদন দত্ত
- ঘ. নবীনচন্দ্র সেন
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত
অষ্টক ও ষটকের মাঝামাঝি ফাকা অংশকে কি বলা হয়?
- ক. নিবর্তন সন্ধি
- খ. প্রতিবর্তন সন্ধি
- গ. সমাবর্তন সন্ধি
- ঘ. আবর্তন সন্ধি
উত্তরঃ আবর্তন সন্ধি
'মেঘনাদবধ কাব্যে' যুদ্ধের সময় পশ্চিম দুয়ারে রক্ষ হিসেবে কে ছিল?
- ক. বীর নীল
- খ. অঙ্গদ
- গ. সুগ্রীব
- ঘ. রামচন্দ্র
উত্তরঃ বীর নীল
- ক. অতি অল্প হইল
- খ. একেই কি বলে সভ্যতা
- গ. ফাঁস কাগজ
- ঘ. এর উপায় কি
উত্তরঃ একেই কি বলে সভ্যতা
- ক. কালিদাস
- খ. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
- গ. মধুসূদন দত্ত
- ঘ. ঈশ্বর গুপ্ত
উত্তরঃ মধুসূদন দত্ত
- ক. কপালকুণ্ডলা
- খ. নীলদর্পণ
- গ. মরুশিখা
- ঘ. মেঘনাদ বধ
উত্তরঃ মেঘনাদ বধ
‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাসটি লিখেছেন-
- ক. অদ্বৈত মল্ল বর্মণ
- খ. আলাউদ্দীন আল আযাদ
- গ. কাজী নজরুল ইসলাম
- ঘ. আবু জাফর শামসুদ্দীন
উত্তরঃ অদ্বৈত মল্ল বর্মণ
বাংলা সাহিত্যে প্রথম সনেট রচয়িতা?
- ক. মাইকেল মধুসূদন দত্ত
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. দীনবন্ধু মিত্র
- ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত
বাংলা কাব্য সাহিত্যের আধুনিকতার জনক-
- ক. রবীন্দ্রনাথ
- খ. শরৎচন্দ্র
- গ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
- ঘ. মধুসূদন দত্ত
উত্তরঃ মধুসূদন দত্ত
- ক. সনেট
- খ. অষ্টক পদ্য
- গ. ষট্ক পদ্য
- ঘ. চতুর্দশপদী কবিতা
উত্তরঃ চতুর্দশপদী কবিতা
- ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত
- খ. জীবনানন্দ দাস
- গ. মধুসূদন দত্ত
- ঘ. কায়কোবাদ
উত্তরঃ মধুসূদন দত্ত
- ক. অমিত্রাক্ষর
- খ. মাত্রাবৃত্ত
- গ. অক্ষরবৃত্ত
- ঘ. গদ্য কবিতা
উত্তরঃ অমিত্রাক্ষর
- ক. বাংলার মধুসূদন
- খ. ইটালির পেত্রার্ক
- গ. ইংল্যান্ডের মিল্টন
- ঘ. জার্মানির দান্তে
উত্তরঃ ইটালির পেত্রার্ক
কোন বাঙালি সাহিত্যিককে পাশ্চাত্যের মিল্টনের সাথে তুলনা করা হয়?
- ক. মধুসূদন দত্ত
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তরঃ মধুসূদন দত্ত
মধুসূদনের প্রথম গ্রন্থের নাম কি?
- ক. রাজমোহনস্ ওয়াইফ
- খ. ব্রজাঙ্গনা কাব্য
- গ. ক্যাপটিভ লেডী
- ঘ. ক্লিওপেট্রা
উত্তরঃ ক্যাপটিভ লেডী
মাইকেল মধুসূদনের প্রথম বাংলা কাব্য কোনটি?
- ক. মেঘনাদবধ
- খ. তিলোত্তমাসম্ভব
- গ. ব্রজাঙ্গনা
- ঘ. বীরাঙ্গনা
উত্তরঃ তিলোত্তমাসম্ভব
মাইকেল মধুসূদন দত্ত প্রথম কোন গ্রন্থে অমিত্রাক্ষর ছন্দের ব্যবহার করেন?
- ক. তিলোত্তমাসম্ভব কাব্য
- খ. বীরাঙ্গনা কাব্যে
- গ. পদ্মাবতী নাটকে
- ঘ. ব্রজাঙ্গনা কাব্যে
উত্তরঃ তিলোত্তমাসম্ভব কাব্য
মাইকেল মধুসূদন রচিত ‘ওড’ (ode) জাতীয় কাব্য কোনটি?
- ক. বীরাঙ্গনা
- খ. তিলোত্তমাসম্ভব
- গ. মেঘনাদবধ
- ঘ. ব্রজাঙ্গনা
উত্তরঃ ব্রজাঙ্গনা
বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক কোনটি?
- ক. ভদ্রার্জুন
- খ. কৃষ্ণকুমারী
- গ. শর্মিষ্ঠা
- ঘ. পদ্মাবতী
উত্তরঃ শর্মিষ্ঠা
মধুসূদনের চতুর্দশপদী কবিতাবলী গ্রন্থে কতগুলো সনেট রয়েছে?
- ক. ৮২টি
- খ. ৯২টি
- গ. ১০২টি
- ঘ. ১১৪টি
উত্তরঃ ১০২টি
কোনটি মাইকেল মধুসূদন দত্ত রচিত নয়?
- ক. পদ্মাবতী
- খ. বুড়ো শালিকের ঘাড়ে রোঁ
- গ. চতুর্দশপদী কবিতাবলী
- ঘ. সনেট পঞ্চায়েত
উত্তরঃ সনেট পঞ্চায়েত
‘মেঘনাদবধ’ কাব্য কত সালে প্রকাশিত হয়?
- ক. ১৮৬০ সালে
- খ. ১৮৬১ সালে
- গ. ১৮৬২ সালে
- ঘ. ১৮৬৩ সালে
উত্তরঃ ১৮৬১ সালে
মাইকেল মধুসূদন দত্তের ‘মেঘনাদবধ কাব্য’ কোন্ ছন্দে রচিত?
- ক. স্বরবৃত্ত ছন্দ
- খ. অক্ষরবৃত্ত ছন্দ
- গ. মাত্রাবৃত্ত ছন্দ
- ঘ. অমিত্রাক্ষর ছন্দ
উত্তরঃ অমিত্রাক্ষর ছন্দ
‘কেলিনু শৈবালে ভুলি কমল-কানন’-এখানে ‘কমল-কানন’ শব্দের ব্যাঞ্জনার্থ-
- ক. পদ্মবন
- খ. বাংলা ভাষা
- গ. বিদেশী ভাষা
- ঘ. ফুলের বাগান
উত্তরঃ বাংলা ভাষা
বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডী নাটক-
- ক. কৃষ্ণকুমারী
- খ. শর্মিষ্ঠা
- গ. ভদ্রার্জুন
- ঘ. দি ডিসগাইস
উত্তরঃ কৃষ্ণকুমারী
‘একেই কি বলে সভ্যতা’ বিষয়ের দিক হতে একটি-
- ক. প্রহসন
- খ. গীতিনাট্য
- গ. পদ্যগ্রন্থ
- ঘ. উপন্যাস
উত্তরঃ প্রহসন
অমিত্রাক্ষর ছন্দে রচিত মহাকাব্য ‘মেঘনাদ বধ’ এর রচয়িতা কে?
- ক. মাইকেল মধুসূদন দত্ত
- খ. কায়কোবাদ
- গ. রবীন্দ্রনাথ ঠাকুর
- ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত
বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে?
- ক. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
- খ. নবীনচন্দ্র সেন
- গ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
- ঘ. মধুসূদন দত্ত
উত্তরঃ মধুসূদন দত্ত
মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত নতুন ছন্দের নাম-
- ক. পয়ার
- খ. অক্ষরবৃত্ত
- গ. অমিতাক্ষর
- ঘ. অমিত্রাক্ষর
উত্তরঃ অমিত্রাক্ষর
মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেম প্রবল প্রকাশ ঘটেছে ---
- ক. মহাকাব্যে
- খ. নাটকে
- গ. পত্রকাব্যে
- ঘ. সনেটে
উত্তরঃ সনেটে
- ক. দ্বিজেন্দ্রলাল রায়
- খ. রজনীকান্ত সেন
- গ. মাইকেল মধুসূদন দত্ত
- ঘ. অতুলপ্রসাদ সেন
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত
মাইকেল মধুসূদ দত্তের ‘বীরঙ্গনা কাব্য’ কোন ধরনের কাব্য?
- ক. মহাকাব্যে
- খ. সনেট
- গ. পত্রকাব্য
- ঘ. গীতিকাব্য
উত্তরঃ পত্রকাব্য
‘একেই কি বলে সভ্যতা’ এটি মধুসূদন দত্তের কি জাতীয় রচনা?
- ক. কাব্য
- খ. প্রহসন
- গ. মহাকাব্য
- ঘ. উপন্যাস
উত্তরঃ প্রহসন
‘একেই কি বলে সভ্যতা? কে লিখেছেন?
- ক. মাইকেল মধুসূদন দত্ত
- খ. মীর মশাররফ হোসেন
- গ. কাজী নজরুল ইসলাম
- ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত
‘বুড়ো শালিকের ঘাড়ে রো’ প্রহসনটির রচয়িতা কে?
- ক. মাইকেল মধুসূদন দত্ত
- খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগার
- গ. কাজী নজরুল ইসলাম
- ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত
নিম্ন গ্রন্থগুলোর মধ্যে মধুসূদনের রচিত কোনটি?
- ক. রত্নাবতী
- খ. সীতার বনবাস
- গ. মায়াকানন
- ঘ. রামচরিত মানস
উত্তরঃ মায়াকানন
‘কৃষ্ণকুমারী’ নাটকের নাট্যকার-
- ক. গিরীশচন্দ্র ঘোষ
- খ. দ্বিজেন্দ্রলাল রায়
- গ. মাইকেল মধুসূধন দত্ত
- ঘ. মহেন্দ্র গুপ্ত
উত্তরঃ মাইকেল মধুসূধন দত্ত
মধুসূদন দত্ত রচিত ‘বীরাঙ্গনা’ ----
- ক. মহাকাব্য
- খ. পত্রকাব্য
- গ. গীতিকাব্য
- ঘ. আখ্যানকাব্য
উত্তরঃ পত্রকাব্য
অমিত্রাক্ষর ছন্দে রচিত মাইকেল মধুসূদন দত্তের প্রথম কাব্য কোনটি?
- ক. ব্রজাঙ্গনা কাব্য
- খ. বীরাঙ্গনা কাব্য
- গ. তিলোত্তমা সম্ভব কাব্য
- ঘ. মেঘনাদবধ কাব্য
উত্তরঃ তিলোত্তমা সম্ভব কাব্য
‘দি ক্যাপটিভ লেডি’ (The Captive Lady) কাব্যটি লিখেছেন-
- ক. উইলিয়াম কেরি
- খ. মাইকেল মধুসূদন
- গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- ঘ. প্রেমেন্দ্র মিত্র
উত্তরঃ মাইকেল মধুসূদন
বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃৎ কে?
- ক. মাইকেল মধুসূদন দত্ত
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- ঘ. বঙ্কিম চট্টোপাধ্যায়
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত
মধুসূদন দত্তের ‘মেঘনাদ বধ কাব্য’ প্রকৃতপক্ষে কোন রসের কাব্য?
- ক. বীররস
- খ. করুণ রস
- গ. শান্ত রস
- ঘ. মধুররস
উত্তরঃ বীররস
‘মেঘনাদ বধ’ কাব্যের রচয়িতা কে?
- ক. হেমচন্দ্র বন্দ্যোপাধায়
- খ. নবীনচন্দ্র সেন
- গ. মাইকেল মধুসূদন দত্ত
- ঘ. বিহারীলাল চক্রবর্তী
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত
- ক. কায়কোবদ
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. মাইকেল মধুসূদন দত্ত
- ঘ. আলাওল
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত
বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য কোনটি?
- ক. মহাভারত
- খ. মহাশ্মশান
- গ. মেঘনাদ বধ
- ঘ. অশ্রুমালা
উত্তরঃ মেঘনাদ বধ
মধুসূদন দত্ত যে সাহিত্য রচনা করে অমর হয়ে রয়েছেন তা হলো
- ক. বিষাদ সিন্ধু
- খ. তিলোত্তমা
- গ. মেঘনাদ বধ
- ঘ. দত্তা
উত্তরঃ মেঘনাদ বধ
মাইকেল মধুসূদন দত্তের প্রধান অবদান কোনটি
- ক. মহাকাব্য রচনা
- খ. দেশপ্রেম বিষয়ক রচনা
- গ. সনেটের প্রবর্তন
- ঘ. প্রহসন রচয়িতা
উত্তরঃ মহাকাব্য রচনা
- ক. ভার্সাই নগরে
- খ. আলিপুর হাসপাতালে
- গ. কলকাতা মেডিকেল কলেজে
- ঘ. সাগরদাড়ি নিজ বাসভবনে
উত্তরঃ আলিপুর হাসপাতালে
মধুসূদন খ্রিস্টধর্মে দীক্ষিত হন-
- ক. ১৭৪৩ খ্রিষ্টাব্দে
- খ. ১৮৪৩ খ্রিষ্টাব্দে
- গ. ১৯৪৩ খ্রিষ্টাব্দে
- ঘ. ১৮৪৪ খ্রিষ্টাব্দে
উত্তরঃ ১৮৪৩ খ্রিষ্টাব্দে
মাইকেল মধুসূদন দত্তের বাড়ি যশোর জেলার কোন উপজেলায়?
- ক. মণিরামপুর
- খ. চৌগাছা
- গ. কেশবপুর
- ঘ. অভয়নগর
উত্তরঃ কেশবপুর
মাইকেল মধুসূদন দত্ত কোন শতাব্দীতে জীবিত ছিলেন?
- ক. অষ্টাদশ শতাব্দী
- খ. উনবিংশ শতাব্দী
- গ. বিংশ শতাব্দী
- ঘ. একবিংশ শতাব্দী
উত্তরঃ উনবিংশ শতাব্দী
মাইকেল মধুসূদন দত্তের জীবনকাল কোনটি?
- ক. ১৮২২-১৮৭৩
- খ. ১৮২৪-১৮৭৩
- গ. ১৮২৪-১৮৭৫
- ঘ. ১৮২৫-১৮৮০
উত্তরঃ ১৮২৪-১৮৭৫
মাইকেল মধুসূদন দত্তের জন্ম সাল কোনটি?
- ক. ১৮১৪ সাল
- খ. ১৮২৪ সাল
- গ. ১৮৩৪ সাল
- ঘ. ১৮৪৪ সাল
উত্তরঃ ১৮২৪ সাল