মীর মোশাররফ হোসেন
- ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- খ. আবুল ফজল
- গ. মীর মোশাররফ হোসেন
- ঘ. মধুসূদন দত্ত
উত্তরঃ মীর মোশাররফ হোসেন
মীর মোশাররফ হোসেন কোন ধরনের গ্রন্থ রচনায় কৃতিত্ব দেখিয়েছেন?
- ক. প্রবন্ধ গ্রন্থ
- খ. ভ্রমন কাহিনী
- গ. কাব্যগ্রন্থ
- ঘ. সাহিত্যরস সমৃদ্ধ গ্রন্থ
উত্তরঃ সাহিত্যরস সমৃদ্ধ গ্রন্থ
মীর মোশাররফ হোসেনের অমর গ্রন্থের নাম কি?
- ক. বিষাদ সিন্ধু
- খ. বসন্ত কুমারী
- গ. জমিদার দর্পণ
- ঘ. বিবি কুলসুম
উত্তরঃ বিষাদ সিন্ধু
'অমর জীবনী' নামক আত্মচরিতটির রচয়িতা কে?
- ক. কায়কোবাদ
- খ. ইসমাইল হোসেন সিরাজী
- গ. মীর মশাররফ হোসেন
- ঘ. বেগম রোকেয়া
উত্তরঃ মীর মশাররফ হোসেন
মুসলিম সাহিত্যিক রচিত প্রথম নাটক কোনটি?
- ক. জমিদার দর্পণ
- খ. গোজীবন
- গ. স্পেন বিজয়
- ঘ. বসন্ত কুমারী
উত্তরঃ বসন্ত কুমারী
মোশাররফ হোসেনের কোন নাটকে দীনবন্ধুর 'নীলদর্পণ' নাটকের প্রভাব লক্ষণীয়?
- ক. মেবার পতন
- খ. জমিদার দর্পণ
- গ. নূরজাহান
- ঘ. বসন্ত কুমারী
উত্তরঃ জমিদার দর্পণ
'এর উপায় কি?' প্রহসনটির রচয়িতার নাম কি?
- ক. মধুসূদন দত্ত
- খ. দীনবন্ধু মিত্র
- গ. মীর মশাররফ হোসেন
- ঘ. শেখ আজিমদ্দিন
উত্তরঃ মীর মশাররফ হোসেন
মীর মোশাররফ হোসেনের প্রহসন কোনটি?
- ক. এর উপায় কি
- খ. ফাঁস কাগজ
- গ. ভাই ভাই এই তো চাই
- ঘ. সবগুলো
উত্তরঃ সবগুলো
বাংলা সাহিত্যে মুসলমান চরিত্র অবলম্বনে রচিত প্রতম নাটক কোনটি?
- ক. বসন্তকুমারী
- খ. জমিদার দর্পণ
- গ. সাজাহান
- ঘ. নূরজাহান
উত্তরঃ জমিদার দর্পণ
বাংলা সাহিত্যে মীর মোশাররফ হোসেন কি নামে পরিচিত?
- ক. বীরবল
- খ. গাজী মিয়া
- গ. মীর সাহেব
- ঘ. প্রসন্ন কুমার
উত্তরঃ গাজী মিয়া
বাংলা ভাষার একমাত্র গদ্য মহাকাব্য কোনটি?
- ক. বিষাদ সিন্ধু
- খ. মহাশ্মশান
- গ. মেঘনাদবধ কাব্য
- ঘ. পলাশীর যুদ্ধ
উত্তরঃ বিষাদ সিন্ধু
বাঙালি মুসলমানের লেখা প্রথম উপন্যাস কোনটি?
- ক. বিষাদ সিন্ধু
- খ. বঙ্গদর্শন
- গ. রত্নবতী
- ঘ. পদ্মরাগ
উত্তরঃ রত্নবতী
মীর মশাররফ হোসেনের ‘বিষাদ সিন্ধু’ একটি-
- ক. আত্মজীবনী
- খ. গবেষণা গ্রন্থ
- গ. ধর্মবিষয়ক প্রবন্ধ
- ঘ. ইতিহাস আশ্রয়ী উপন্যাস
উত্তরঃ ইতিহাস আশ্রয়ী উপন্যাস
- ক. মাইকেল মধুসূদন দত্ত
- খ. মীর মশাররফ হোসেন
- গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তরঃ মীর মশাররফ হোসেন
আধুনিক বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ-
- ক. মীর মশাররফ হোসেন
- খ. ইসমাইল হোসেন সিরাজী
- গ. গোলাম মোস্তফা
- ঘ. মোজাম্মেল হক
উত্তরঃ মীর মশাররফ হোসেন
জমিদার দর্পণ নাটকের নাট্যকার কে?
- ক. দীনবন্ধু মিত্র
- খ. তারাচরণ সিকদার
- গ. মীর মশাররফ হোসেন
- ঘ. অমৃতলার বাডু জ্রে
উত্তরঃ মীর মশাররফ হোসেন
নিচের কোন পুস্তকিটি মীর মশাররফ হোসেন রচিত?
- ক. নীলদর্পণ
- খ. জমিদার দর্পণ
- গ. স্বপন পশারী
- ঘ. দুর্গেশনন্দিনী
উত্তরঃ জমিদার দর্পণ
‘গাজী মিয়ার বস্তানী’ কে রচনা করেন?
- ক. ড. মুহম্মদ শহীদুল্লাহ
- খ. মীর মশাররফ হোসেন
- গ. ডা. লুৎফর রহমান
- ঘ. রশীদ করীম
উত্তরঃ মীর মশাররফ হোসেন
কোন বইটি মীর মশাররফ হোসেনের লেখা?
- ক. অনল প্রবাহ
- খ. জননী
- গ. আনোয়ারা
- ঘ. গাজী মিয়ার বস্তানী
উত্তরঃ গাজী মিয়ার বস্তানী
নিচের কোনটি মীর মশাররফ হোসেনের জন্মমৃত্যু সাল?
- ক. ১৮৪৭-১৯১১
- খ. ১৮৫২-১৯১২
- গ. ১৮৫৭-১৯১১
- ঘ. ১৯৪৭-১৯১২
উত্তরঃ ১৯৪৭-১৯১২
- ক. মোজাম্মেল হক
- খ. কাজী নজরুল ইসলাম
- গ. মীর মশাররফ হোসেন
- ঘ. ইসমাইল হোসেন সিরাজী
উত্তরঃ মীর মশাররফ হোসেন
মীর মশাররফ হোসেনের ‘মোসলেম বীরত্ব’ কোন ধরনের গ্রন্থ?
- ক. উপন্যাস
- খ. কাব্যগ্রন্থ
- গ. প্রবন্ধ
- ঘ. নাটক
উত্তরঃ কাব্যগ্রন্থ
মীর মশাররফ হোসেনের আত্মজীবনীমূলক রচনা-
- ক. বিষাদ সিন্ধু
- খ. জমীদার দর্পণ
- গ. রত্নাবতী
- ঘ. গাজী মিয়াঁর বস্তানী
উত্তরঃ গাজী মিয়াঁর বস্তানী
‘উদাসীন পথিকের মনের কথা’ কার রচনা?
- ক. মীর মশাররফ হোসেন
- খ. শাহাদাৎ হোসেন
- গ. ফররুখ আহমদ
- ঘ. প্রমথ চৌধুরী
উত্তরঃ মীর মশাররফ হোসেন
‘উদাসীন পাথিকের মনের কথা’ কোন জাতীয় রচনা?
- ক. নাটক
- খ. আত্মজৈবনিক উপন্যাস
- গ. কাব্য
- ঘ. গীতি কবিতায় সংকলন
উত্তরঃ আত্মজৈবনিক উপন্যাস
মীর মশাররফ হোসেনের ‘বিষাদসিন্ধু’ গ্রন্থটি সম্পর্কে কোন উক্তিটি উপযোগী?
- ক. এটি বাংলা সাহিত্যের প্রতিনিধিত্বশীল মহাকাব্য
- খ. এটি প্রামাণ্য ইতিহাস সম্বলিত মহাকাব্য
- গ. এটি ঐতিহাসিক ঘটনার আবেগ-নির্ভর মর্মস্পর্শীবর্ণনা
- ঘ. এটি মুসলমানের লেখা প্রথম কবিতা সংকলন
উত্তরঃ এটি ঐতিহাসিক ঘটনার আবেগ-নির্ভর মর্মস্পর্শীবর্ণনা
মীর মশাররফ হোসেনের ‘বিষাদ সিন্ধু’ কোন ঐতিহাসিক ঘটনা অবলম্বনে লিখিত?
- ক. কারবালার যুদ্ধ
- খ. পানিপথের যুদ্ধ
- গ. পলাশীর যুদ্ধ
- ঘ. বাংলাদেশের মুক্তিযুদ্ধ
উত্তরঃ কারবালার যুদ্ধ
- ক. নাট্যকাব্য
- খ. ঐতিহাসিক রচনা
- গ. গদ্যকাব্য
- ঘ. উপন্যাস
উত্তরঃ উপন্যাস
‘বিষাদ সিন্ধু’ কোন যুগের গ্রন্থ?
- ক. প্রাচীন যুগের গ্রন্থ
- খ. আধুনিক যুগের
- গ. মধ্যযুগের
- ঘ. অন্তঃমধ্যযুগের
উত্তরঃ আধুনিক যুগের
- ক. দেলদুয়ারের জমিদার
- খ. গৌরনদীর তীরে লাহিনী পাড়ার লোক
- গ. একজন বাউল
- ঘ. একজন সাংবাদিক কবি
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
Bengali Epic 'Bishaad Shindhu' was written by : বাংলা মহাকাব্য বিষাদসিন্ধু রচয়িতা-
- ক. Robindronath Togore
- খ. Mir Mosharrof Hossain
- গ. Kazi Najrul Islam
- ঘ. Syed Shamsul Haque
উত্তরঃ Mir Mosharrof Hossain
- ক. কায়কোবাদ
- খ. মীর মশাররফ হোসেন
- গ. মোজাম্মেল হক
- ঘ. ইসমাইল হোসেন সিরাজী
উত্তরঃ মীর মশাররফ হোসেন
- ক. নটির পূজা
- খ. বেহুলা গীতাভিনয়
- গ. নবীন তপস্বিনী
- ঘ. কৃষ্ণকুমারী
উত্তরঃ বেহুলা গীতাভিনয়
- ক. মাইকেল মধুসূদন দত্ত
- খ. মীর মশাররফ হোসেন
- গ. জসীম উদ্দীন
- ঘ. মুনীর চৌধুরী
উত্তরঃ মীর মশাররফ হোসেন
মীর মশাররফ হোসেন লিখিত নিচের রচনাগুলোর মধ্যে কোনটি নাটক?
- ক. রত্নাবতী
- খ. উদাসীন পথিকের মনের কথা
- গ. জমিদার দর্পণ
- ঘ. বিষাদ সিন্ধু
উত্তরঃ জমিদার দর্পণ
‘বসন্তকুমারী' নাটক রচনা করেছেন-
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. মাইকেল মধুসূদন দত্ত
- গ. কাজী নজরুল ইসলাম
- ঘ. মীর মশাররফ হোসেন
উত্তরঃ মীর মশাররফ হোসেন
বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি?
- ক. জগৎ মোহিনী
- খ. বসন্ত কুমারী
- গ. আয়না
- ঘ. মোহনী প্রমদাস
উত্তরঃ বসন্ত কুমারী
বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার কে?
- ক. মীর মোশাররফ হোসেন
- খ. কাজী নজরুল ইসলাম
- গ. আবুল ফজল
- ঘ. শওকত ওসমান
উত্তরঃ মীর মোশাররফ হোসেন
বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম কি?
- ক. মোতাহের হোসেন
- খ. ইসমাইল হোসেন সিরাজী
- গ. মীর মশাররফ হোসেন
- ঘ. ফররুখ আহমদ
উত্তরঃ মীর মশাররফ হোসেন
বাংলা সাহিত্যে প্রথম উল্লেখযোগ্য মুসলমান সাহিত্যিক কে?
- ক. গোলাম মোস্তফা
- খ. কাজী নজরুল ইসলাম
- গ. কায়কোবাদ
- ঘ. মীর মশাররফ হোসেন
উত্তরঃ মীর মশাররফ হোসেন
মীর মশাররফ হোসেনের জীবনকাল কোনটি?
- ক. ১৮৬৮-১৯৪৪
- খ. ১৮২০-১৮৯১
- গ. ১৮৪৭-১৯১২
- ঘ. ১৮২৪-১৮৭৪
উত্তরঃ ১৮৪৭-১৯১২