প্রত্যয়
"শ্রবণ” শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
- ক. শ্রবণ + অ
- খ. √শ্রী + অন
- গ. √শ্রু + অন
- ঘ. √শ্রব + অন
উত্তরঃ √শ্রু + অন
'মুক্তি' -এর সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
- ক. √মুচ্ + ক্তি
- খ. √মুহ্ +ক্তি
- গ. √মুক্ + ক্তি
- ঘ. √মৃচ্ + ক্তি
উত্তরঃ √মুচ্ + ক্তি
‘পাঠক’ শব্দটির প্রকৃতি ও প্রত্যয় নিচের কোনটি?
- ক. পঠ +অনক
- খ. পঠ + ণক
- গ. পাঠ্য + ণক
- ঘ. পাঠ + আক
উত্তরঃ পঠ + ণক
‘মেধাবী’ শব্দের প্রকৃতি প্রত্যয় নিচের কোনটি?
- ক. মেধা + বিন
- খ. মেধা + বি
- গ. মেধা + বী
- ঘ. মেধা + আবী
উত্তরঃ মেধা + বিন
‘সর্বাঙ্গীন’ এর প্রকৃতি প্রত্যয়?
- ক. সর্বঙ্গ + ঈন
- খ. সর্ব + অঙ্গীন
- গ. সর্ব + ঙ্গীন
- ঘ. সর্বাঙ্গ + ঈন
উত্তরঃ সর্বাঙ্গ + ঈন
প্রচুর + য = প্রাচুর্য ; কোন প্রত্যয়?
- ক. কৃৎ প্রত্যয়
- খ. তদ্ধিত প্রত্যয়
- গ. বাংলা কৃৎ প্রত্যয়
- ঘ. সংস্কৃত কৃৎ প্রত্যয়
উত্তরঃ তদ্ধিত প্রত্যয়
প্রকৃতি ও প্রত্যয় নির্নয় কোনটি ঠিক?
- ক. উত + ভিদ
- খ. উদ্ + ভিদ
- গ. উদ + ভিদ
- ঘ. উৎ + ভিদ
উত্তরঃ উৎ + ভিদ
'শ্রদ্ধা' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
- ক. শ্রু + √ধা + আ
- খ. শ্র + √ধা + আ
- গ. শ্রুৎ + √ধা + আ
- ঘ. শ্রৎ + √ধা + অ + আ
উত্তরঃ শ্র + √ধা + আ
সিক্ত শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
- ক. √সিচ + ক্ত
- খ. √সিচ্ + ক্ত
- গ. √শিচ্ + ক্ত
- ঘ. √শিচ + ইক্ত
উত্তরঃ √সিচ্ + ক্ত
লেঠেল শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
- ক. লাঠি + এল
- খ. লাঠি + আল
- গ. লাঠি + ইয়াল
- ঘ. লাঠী + ইয়াল
উত্তরঃ লাঠি + আল
ভৌগলিক শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
- ক. ভূগোল + ষিক
- খ. ভূগোল + ষ্ণিক
- গ. ভূগোল + ষীক
- ঘ. ভূগোল + ষ্ণীক
উত্তরঃ ভূগোল + ষ্ণিক
বার্ষিক শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
- ক. বর্ষ + সীক
- খ. বর্ষ + শীক
- গ. বর্ষ + ষ্ণিক
- ঘ. বর্ষ + ষিক
উত্তরঃ বর্ষ + ষ্ণিক
ফেনিল শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
- ক. ফেন + ঈল
- খ. ফন + ইল
- গ. ফেন + ইল
- ঘ. ফেন + ইলো
উত্তরঃ ফেন + ইল
পবন শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
- ক. √প + অন
- খ. √পো + অন
- গ. √প + বন
- ঘ. √পো + বন
উত্তরঃ √পো + অন
ডিঙা শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
- ক. ডিঙি + অ
- খ. ডিঙি + আ
- গ. ডিঙা + অ
- ঘ. ডিঙ + আ
উত্তরঃ ডিঙি + আ
ছুটি শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
- ক. √ছুট + ই
- খ. √ছুট্ + ই
- গ. √ছুট + ঈ
- ঘ. √ছুট্ + ঈ
উত্তরঃ √ছুট্ + ই
চরণ শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
- ক. √চর + আন
- খ. √চড় + অন
- গ. √চর + অন
- ঘ. √চর + ণ
উত্তরঃ √চর + অন
উড়ন্ত শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
- ক. √উর + অন্ত
- খ. √ঊড় + অন্ত
- গ. √উর + আন্ত
- ঘ. √উড় + আন্ত
উত্তরঃ √ঊড় + অন্ত
ঈশ্বর শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
- ক. √ইশ + বর
- খ. √ঈশ্ + বর
- গ. √ঈস + বর
- ঘ. √ইস + বর
উত্তরঃ √ঈশ্ + বর
- ক. আরবি
- খ. ফারসি
- গ. ফরাসি
- ঘ. ইংরেজী
উত্তরঃ ফারসি
নিচের কোনটি 'শক' 'শোক' এর সঠিক প্রকৃতি -প্তায় ?
- ক. √শু + ঞ
- খ. শো + অক
- গ. √শুচ + ঘঞ
- ঘ. শুচ + ঞ
উত্তরঃ √শুচ + ঘঞ
'নন্দন' এর সঠিক প্রকৃতি -প্রত্যয় কোনটি ?
- ক. √নন্দ + অন
- খ. √নন + অন
- গ. √নন + দোন
- ঘ. √নন্দি + অন
উত্তরঃ √নন্দি + অন
'শ্রমী' এর প্রকৃতি -প্রত্যয় কোনটি ?
- ক. শ্রম + ই
- খ. শ্রম + ইন
- গ. শ্রম + আই
- ঘ. শ্র + অমী
উত্তরঃ শ্রম + ইন
নিচের কোনটিতে বিশেষ্য পদ গঠনে 'র' প্রত্যয় ব্যবহৃত হয়েছে ?
- ক. ডাক্তার
- খ. আমার
- গ. মধুর
- ঘ. কিশোর
উত্তরঃ মধুর
'কারক' শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি ?
- ক. √কৃ + অক
- খ. √কার + অক
- গ. √কৃচ + ণক
- ঘ. √কৃ + ণক
উত্তরঃ √কৃ + ণক
- ক. ঢাকা + আই = ঢাকাই
- খ. ঘাট + তি = ঘাটতি
- গ. সাপ + উড়ে = সাপুড়ে
- ঘ. হাট + উরে = হাটুরে
উত্তরঃ ঘাট + তি = ঘাটতি
'পৈতৃক' এর সঠিক প্রত্যয় কোনটি ?
- ক. পিতা + ইক
- খ. পিতা + উক
- গ. পিতা + এক
- ঘ. পিতা + ঋক
উত্তরঃ পিতা + ইক
- ক. বাংলা কৃৎ প্রত্যয়
- খ. সংস্কৃত তদ্ধিত প্রত্যয়
- গ. সংস্কৃত কৃৎ প্রত্যয়
- ঘ. বাংলা তদ্ধিত প্রত্যয়
উত্তরঃ সংস্কৃত তদ্ধিত প্রত্যয়
নিচের কোনটি 'মানব' এর সঠিক প্রত্যয় ?
- ক. মনু + ষ্ণ
- খ. মনু + ষ্ণু
- গ. মানব + অ
- ঘ. মানুষ + ষ্ণ
উত্তরঃ মনু + ষ্ণ
'যশস্বী' এর সঠিক প্রত্যয় কোনটি ?
- ক. যশ + বিন
- খ. যশঃ + বিন
- গ. যশো + শি
- ঘ. যশোঃ + শী
উত্তরঃ যশঃ + বিন
'মেধাবী' শব্দের সঠিক তদ্ধিত প্রত্যয় কোনটি ?
- ক. মেধা + বি
- খ. মেধাবি + ঈ
- গ. মেধা + ইন
- ঘ. মেধা + বিন
উত্তরঃ মেধা + বিন
'নীলিমা' শব্দের সঠিক তদ্ধিত প্রত্যয় কোনটি ?
- ক. নীল + ইমা
- খ. নীল + ইমন
- গ. নীঃ + ইমন
- ঘ. নীল + ঈমা
উত্তরঃ নীল + ইমন
নিচের কোনটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়যোগে গঠিত শব্দ ?
- ক. বড়াই
- খ. ছেলেমি
- গ. দেনাদার
- ঘ. সার্বভৌম
উত্তরঃ সার্বভৌম
নিচের কোনটি বিদেশী তদ্ধিত প্রত্যয়যোগে গঠিত শব্দ ?
- ক. তাঁবেদার
- খ. বাহাদুরি
- গ. কনকনে
- ঘ. হাজিরা
উত্তরঃ তাঁবেদার
নিচের কোনগুলো সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ ?
- ক. ওয়ালা, গর, পনা
- খ. ইমন, ইষ্ঠ, ঈন
- গ. আল, আলো, আলি
- ঘ. দার, বাজ, সই
উত্তরঃ ইমন, ইষ্ঠ, ঈন
'দীপ্যমান' শব্দের সঠিক প্রকৃতি- প্রত্যয় কোনটি ?
- ক. √দীপ্য + মান
- খ. √দীপ + আনন
- গ. √দীপ + আন
- ঘ. √দীপ + শানচ
উত্তরঃ √দীপ + শানচ
'উক্ত' শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি ?
- ক. √শক + ক্তি
- খ. √শম + ক্তি
- গ. √শান + ক্তি
- ঘ. √শা + আহ
উত্তরঃ √শম + ক্তি
'চৈনা' শব্দের সঠিক প্রকৃতি -প্রত্যয় কোনটি ?
- ক. √চে + অনা
- খ. √চিন + আ
- গ. √চীন + আ
- ঘ. √চে + না
উত্তরঃ √চিন + আ
নিচের কোনটি সংস্কৃত প্রত্যয় যুক্ত শব্দের উদাহরণ ?
- ক. মুক্তি
- খ. চিরনি
- গ. বহতা
- ঘ. কান্না
উত্তরঃ মুক্তি
ভাববাচ্য বিশেষ্য গঠনে কোন প্রত্যয় ব্যবহৃত হয় ?
- ক. আ প্রত্যয়
- খ. আন প্রত্যয়
- গ. আই প্রত্যয়
- ঘ. অনি প্রত্যয়
উত্তরঃ আই প্রত্যয়
বিশেষণ গঠনে কোন প্রত্যয় ব্যবহার করা হয় ?
- ক. আই প্রত্যয়
- খ. অন্ত প্রত্যয়
- গ. আও প্রত্যয়
- ঘ. অনি প্রত্যয়
উত্তরঃ অন্ত প্রত্যয়
ধাতুর পরে সাধারণত কোন প্রত্যয় যুক্ত করে ক্রিয়াবাচক বিশেষ্য গঠন করা হয় ?
- ক. অনা প্রত্যয়
- খ. অক প্রত্যয়
- গ. অনি প্রত্যয়
- ঘ. অন প্রত্যয়
উত্তরঃ অন প্রত্যয়
শুধুমাত্র কোন বাচ্যে অ প্রত্যয় যুক্ত হয় ?
- ক. কর্মবাচ্যে
- খ. কর্তৃবাচ্যে
- গ. ভাববাচ্যে
- ঘ. কর্তৃ ও কর্মবাচ্যে
উত্তরঃ ভাববাচ্যে
নিচের কোনটি কর্তৃবাচ্য কৃৎপ্রত্যয়ের উদাহরণ ?
- ক. √রাধ + আ (রাধা)
- খ. √পড় + উয়া (পড়ুয়া)
- গ. √চাল + উনি (চালুনি)
- ঘ. √দা + অনীয় (দানী)
উত্তরঃ √পড় + উয়া (পড়ুয়া)
ধাতুর সঙ্গে কৃৎ প্রত্যয়যোগে যে নতুন শব্দ গঠিত হয় তাকে কি বলা হয় ?
- ক. প্রকৃতি
- খ. কৃদন্ত শব্দ
- গ. তদ্ধিত প্রত্যয়
- ঘ. ক্রিয়া প্রকৃতি
উত্তরঃ কৃদন্ত শব্দ
- ক. মূল শব্দ
- খ. শব্দ প্রকৃতি
- গ. ধাতু প্রকৃতি
- ঘ. ক্রিয়া প্রকৃতি
উত্তরঃ মূল শব্দ
প্রত্যয়ান্ত শব্দ থেকে প্রত্যয় বাদ দিলে যা পাওয়া যায় তাকে কি বলে ?
- ক. ধাতু
- খ. প্রকৃতি
- গ. প্রত্যয়
- ঘ. প্রাতিপাদিক
উত্তরঃ প্রকৃতি
ঘরামী, ছেলে, মেছে কোন অর্থে তদ্ধিত প্রত্যয় ?
- ক. উপজীবিকা
- খ. বিশেষ্য
- গ. বেত্তা
- ঘ. বৃত্তি বা উপজীবিকা
উত্তরঃ বৃত্তি বা উপজীবিকা
উপসর্গ ও প্রকৃতির মাঝখানে কোন চিহ্ন ব্যবহৃত হয় ?
- ক. ড্যাশ (-)
- খ. কমা (,)
- গ. ধাতু চিহ্ন (√)
- ঘ. কোলন (ঃ)
উত্তরঃ ড্যাশ (-)
উপসর্গ ও প্রকৃতির মাঝখানে কোন চিহ্ন ব্যবহৃত হয় ?
- ক. ড্যাশ (-)
- খ. কমা >
- গ.
- ঘ.
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
ধাতু কিংবা প্রাতিপদিকের সঙ্গে যুক্ত হলে প্রত্যয়ের যে অংশ লোপ হয় , তাকে কি বলে ?
- ক. টি
- খ. বৃদ্ধি
- গ. ইৎ
- ঘ. গুণ
উত্তরঃ ইৎ
ই, ঈ, এর স্থলে এ; উ, ঊ এর স্থলে ও এবং ঋ এর স্থলে অর হলে তাকে কি বলে ?
- ক. গুণ
- খ. বৃদ্ধি
- গ. প্রকৃতি
- ঘ. প্রত্যয়
উত্তরঃ বৃদ্ধি
- ক. প্রকৃতি বা ক্রিয়া প্রকৃতি
- খ. প্রত্যয়
- গ. সাধিত ধাতু
- ঘ. নিজন্ত ধাতু
উত্তরঃ প্রকৃতি বা ক্রিয়া প্রকৃতি
ধাতুর সঙ্গে পুরুষ ও কালবাচক বিভক্তি যোগ করলে কোন পদ হয় ?
- ক. বিশেষণ
- খ. ক্রিয়া
- গ. বিশেষ্য
- ঘ. অব্যয়
উত্তরঃ ক্রিয়া
তদ্ধিত প্রত্যয় কোন প্রকৃতির সঙ্গে যুক্ত হয় ?
- ক. সান্ধ্য প্রকৃতি
- খ. ক্রিয়া প্রকৃতি
- গ. নাম প্রকৃতি
- ঘ. নৈশ প্রকৃতি
উত্তরঃ নাম প্রকৃতি
কানাই, নিমাই কোন অর্থে তদ্ধিত প্রত্যয় ?
- ক. আদরার্থে
- খ. উপজীবিকা অর্থে
- গ. ভাব অর্থে
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ আদরার্থে
চলিষ্ণু -শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?
- ক. চল + ষ্ণু
- খ. চলি + ষ্ণু
- গ. চল + ইষ্ণু
- ঘ. চলে + উষ্ণু
উত্তরঃ চল + ইষ্ণু
উক্তি -শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?
- ক. বচ + ক্ত
- খ. উক + তি
- গ. বচ + ক্তি
- ঘ. বচ + তি
উত্তরঃ বচ + তি
শ্রবণ - শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?
- ক. শ্রবণ + অ
- খ. শ্রী + অন
- গ. শ্রব + অন
- ঘ. শ্রু + অন
উত্তরঃ শ্রু + অন
দর্শন - শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?
- ক. দশন + অন
- খ. দৃশ + অনট
- গ. দর্শ + ন
- ঘ. দর + শন
উত্তরঃ দৃশ + অনট
ঘটকালি - শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?
- ক. ঘট + আলি
- খ. ঘটক + আলি
- গ. ঘট + কালি
- ঘ. ঘটক + লি
উত্তরঃ ঘটক + আলি
- ক. সংস্কৃত তদ্ধিত প্রত্যয়
- খ. বাংলা প্রত্যয়
- গ. সংস্কৃত কৃ প্রত্যয়
- ঘ. বাংলা কৃ প্রত্যয়
উত্তরঃ সংস্কৃত তদ্ধিত প্রত্যয়
বুদ্ধিমান শব্দের প্রকৃতি ও প্রত্যয় -
- ক. বুদ্ধি + মান
- খ. বুদ্ধি + বধুপ
- গ. বুধাই + মান
- ঘ. বুদ্ধি + মতুপ
উত্তরঃ বুদ্ধি + মতুপ
'বর্ধিষ্ণু' শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?
- ক. বী + অন
- খ. বৃধ + ইষ্ণু
- গ. বর্ধি + ষ্ণু
- ঘ. বর্ধ + ইষ্ণু
উত্তরঃ বৃধ + ইষ্ণু
পাকড়াও' শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?
- ক. পাক + ড়াও
- খ. পা + কড়াও
- গ. পাকড় + আও
- ঘ. পাকড় + ও
উত্তরঃ পাকড় + আও
'মুক্তি' শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?
- ক. মু + ক্ত
- খ. মুচ + ক্ত
- গ. মুক + ত
- ঘ. মুচ + ত
উত্তরঃ মুচ + ক্ত
কৃদন্ত পদ গঠনে যদি নতুন স্বরের আগমন হয়, তবে তাকে কি বলে ?
- ক. হ্রাস
- খ. বৃদ্ধি
- গ. গতি
- ঘ. যতি
উত্তরঃ বৃদ্ধি
কৃদন্ত পদ গঠনে যদি আদিস্বর পরিবর্তিত হয়, তবে তাকে কি বলে ?
- ক. গুণ
- খ. ভাগ
- গ. যোগ
- ঘ. বিয়োগ
উত্তরঃ বিয়োগ
'মহিমা' -এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?
- ক. মহিম + আ
- খ. মহি + মা
- গ. মহৎ + ইমন
- ঘ. মহা + ইমন
উত্তরঃ মহৎ + ইমন
চোর শব্দে আ প্রত্যয় যুক্ত করলে কি অর্থ প্রকাশ করে ?
- ক. সামান্য
- খ. সাদৃশ্য
- গ. অবজ্ঞা
- ঘ. শ্রদ্ধা
উত্তরঃ অবজ্ঞা
ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কি ?
- ক. ভাষা সংক্ষেপণ
- খ. শব্দের মিলন
- গ. নতুন শব্দ গঠন
- ঘ. বাক্যে অলংকার
উত্তরঃ নতুন শব্দ গঠন
ক্রিয়া প্রকৃতির সাথে কোন প্রত্যয় যুক্ত হয় ?
- ক. কৃৎ প্রত্যয়
- খ. তদ্ধিত প্রত্যয়
- গ. স্ত্রী প্রত্যয়
- ঘ. বচন প্রত্যয়
উত্তরঃ কৃৎ প্রত্যয়
যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তাকে কি বলে ?
- ক. কারক
- খ. বিভক্তি
- গ. প্রকৃতি
- ঘ. যতি
উত্তরঃ প্রকৃতি
- ক. জন + অক
- খ. রাঁধ + উনি
- গ. কাঁদ + না
- ঘ. ছাপা + খানা
উত্তরঃ ছাপা + খানা
'শৈশব' এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?
- ক. শিশু + ব
- খ. শিশু + ষ্ণ
- গ. শৈ + শব
- ঘ. শিশ + ব
উত্তরঃ শিশু + ষ্ণ
'রাঁধুনী' এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?
- ক. রাঁধ + আনি
- খ. রাঁধন + নি
- গ. রাঁধ + উনি
- ঘ. রাধ + আনি
উত্তরঃ রাঁধ + উনি
'চলন্ত' এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?
- ক. চলন + ত
- খ. চল + ন্ত
- গ. চল + অন্ত
- ঘ. চলন + অ
উত্তরঃ চল + অন্ত
'লাজুক' -এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?
- ক. লাজ + উক
- খ. লা + জুক
- গ. লা + উক
- ঘ. লাজু + উক
উত্তরঃ লাজ + উক
'হৈমন্তিক' -এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?
- ক. হেমন্ত + ষ্ণিক
- খ. হেম + ষ্ণিক
- গ. হৈমন্ত + ষ্ণিক
- ঘ. হৈম + ষ্ণিক
উত্তরঃ হেমন্ত + ষ্ণিক
অন প্রত্যয় যোগে সাধারণত কোন শব্দ গঠিত হয় ?
- ক. বিশ্লেষণ
- খ. গুণবাচক
- গ. ক্রিয়াপদ
- ঘ. ক্রিয়াবাচক বিশেষ্য
উত্তরঃ ক্রিয়াবাচক বিশেষ্য
'চালান' - এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?
- ক. চালান +য
- খ. চাল + আন
- গ. চালান + অ
- ঘ. চালা + আন
উত্তরঃ চাল + আন
যে শব্দ বা শব্দাংশের অংশকে আর কোনো বিশ্লেষণ বা ক্ষুদ্রতম অংশে ভাগ করা যায় না, তাকে বলে -
- ক. প্রত্যয়
- খ. কারক
- গ. প্রকৃতি
- ঘ. বর্ণ
উত্তরঃ প্রকৃতি
শব্দের পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে -
- ক. শব্দ প্রত্যয়
- খ. কৃ প্রত্যয়
- গ. অন্ত প্রত্যয়
- ঘ. তদ্ধিত প্রত্যয়
উত্তরঃ তদ্ধিত প্রত্যয়
যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতুর পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তাকে তাকে বলে -
- ক. ক্রিয়া
- খ. উপসর্গ
- গ. বিভক্তি
- ঘ. প্রত্যয়
উত্তরঃ প্রত্যয়
‘জল’ শব্দের সাথে বিভিন্ন প্রত্যয় যোগে বিশেষণ হয়। কোনটি ভুল বিশেষণ?
- ক. জলীয়
- খ. জলা
- গ. জলো
- ঘ. জলতা
উত্তরঃ জলতা
- ক. সংস্কৃত তদ্ধিত প্রত্যয়
- খ. সংস্কৃত কৃৎ প্রত্যয়
- গ. বাংলা কৃৎ প্রত্যয়
- ঘ. তদ্ধিত প্রত্যয়
উত্তরঃ সংস্কৃত কৃৎ প্রত্যয়
‘মাধ্যমিক’ -এর প্রকৃতি প্রত্যয় কোনটি?
- ক. মাধ্যমিক+অ
- খ. মাধ্য+ষ্ণিক
- গ. মাধ্যম+ষ্ণিক
- ঘ. মাধ্য+মিক
উত্তরঃ মাধ্যম+ষ্ণিক
ধাতুর পরে কৃৎ প্রত্যয় যোগ হয়ে যে শব্দ গঠিত হয় তাকে বলা হয়-
- ক. তদ্ধিতান্ত শব্দ
- খ. কৃদন্ত শব্দ
- গ. যোগরূঢ় শব্দ
- ঘ. সমাসবদ্ধ শব্দ
উত্তরঃ কৃদন্ত শব্দ
শব্দ গঠনের উদ্দেশ্যে শব্দ বা নাম প্রকৃতির এবং ক্রিয়া প্রকৃতির পরে যে শব্দাংশ যুক্ত হয় তাকে কি বলে?
- ক. প্রত্যয়
- খ. প্রকৃতি
- গ. অনুসর্গ
- ঘ. উপসর্গ
উত্তরঃ প্রত্যয়
'মেধাবী' শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
- ক. মেধা+বী
- খ. মেধা+বীন
- গ. মেধা+ই
- ঘ. কোনটিই না
উত্তরঃ মেধা+বীন
তদ্ধিত প্রত্যয় কোন প্রকৃতির সাথে যুক্ত হয়?
- ক. বিশেষণ প্রকৃতি
- খ. বিশেষ্য প্রকৃতি
- গ. নাম প্রকৃতি
- ঘ. ক্রিয়া প্রকৃতি
উত্তরঃ নাম প্রকৃতি
- ক. মৌলিক ধাতু
- খ. যৌগিক ধাতু
- গ. সাধিত ধাতু
- ঘ. সংস্কৃত
উত্তরঃ সাধিত ধাতু
'দ্রাঘিমা' শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?
- ক. দীর্ঘ+ইমন
- খ. দীর্ঘ+ইমা
- গ. দীর্ঘ+ইলিশা
- ঘ. দ্রাঘ+ইমা
উত্তরঃ দীর্ঘ+ইমন
প্রকৃতি ও প্রত্যয় বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
- ক. বাক্যতত্ত্ব
- খ. রূপতত্ত্ব
- গ. অর্থতত্ত্ব
- ঘ. ধ্বনিতত্ত্ব
উত্তরঃ রূপতত্ত্ব
‘জ্ঞানবান’ শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি?
- ক. জ্ঞান+বান
- খ. জ্ঞান+অজ্ঞান
- গ. জ্ঞান+বতুপ
- ঘ. জ্ঞান+মতুপ
উত্তরঃ জ্ঞান+বতুপ
‘চোর’ শব্দে ‘আ’ প্রত্রয় যুক্ত হলে কি অর্থ প্রকাশ পায়?
- ক. শ্রদ্ধা
- খ. অবজ্ঞা
- গ. সাদৃশ্য
- ঘ. সামীপ্য
উত্তরঃ অবজ্ঞা
‘হৈমন্তিক’ -এর প্রকৃতি প্রত্যয় কোনটি?
- ক. হেম+ষ্ণিক
- খ. হৈমন্ত+ষ্ণিক
- গ. হেম+ন্তিক
- ঘ. হেমন্ত+ষ্ণিক
উত্তরঃ হেমন্ত+ষ্ণিক
চোর+আই = চোরাই-‘আই’ প্রত্যয় কি অর্থে ব্যবহৃত হয়েছে?
- ক. অবজ্ঞার্থে
- খ. বৃহদার্থে
- গ. সামান্যতা বোঝাতে
- ঘ. বিশেষণ গঠনে
উত্তরঃ বিশেষণ গঠনে
‘জীবন্ত’ শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি?
- ক. জীবন+ত
- খ. জীবন+অন্ত
- গ. জীব+অন্ত
- ঘ. জীয়+অন্ত
উত্তরঃ জীব+অন্ত
‘পাহারাদার’ শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি?
- ক. পাহারা+দার
- খ. পাহার+দার
- গ. পাহারা+আদার
- ঘ. পাহারা+দারা
উত্তরঃ পাহারা+দার
বাঘ+আ=বাঘা-এখানে ‘আ’ প্রত্যয় কি অর্থে ব্যবহৃত হয়েছে?
- ক. বৃহদার্থে
- খ. অবজ্ঞার্থে
- গ. সাদৃশ্য অর্থে
- ঘ. সামান্যতা বোঝাতে
উত্তরঃ সাদৃশ্য অর্থে
ডিঙি+আ=ডিঙা-এখানে ‘আ’ প্রত্যয় কি অর্থে ব্যবহৃত হয়েছে?
- ক. সামান্যতা বোঝাতে
- খ. অবজ্ঞার্থে
- গ. বৃহদার্থে
- ঘ. সাদৃশ্য অর্থে
উত্তরঃ বৃহদার্থে
- ক. সংস্কৃত তদ্ধিত প্রত্যয়
- খ. বাংলা তদ্ধিত প্রত্যয়
- গ. সংস্কৃত কৃৎ প্রত্যয়
- ঘ. বাংলা কৃৎ প্রত্যয়
উত্তরঃ সংস্কৃত তদ্ধিত প্রত্যয়
‘পিতা’ কিভাবে ‘পৈত্রিক’ -এ রূপান্তরিত হয়েছে?
- ক. পিতা+উক
- খ. পিতা+ঋক
- গ. পিতা+এক
- ঘ. পিতা+ইক
উত্তরঃ পিতা+ইক
কোন ই/ঈ প্রত্যয় বৃত্তি বা পেশা অর্থে ব্যবহৃত হয়েছে?
- ক. নেপালি
- খ. রাখালি
- গ. সরকারি
- ঘ. বাহাদুরি
উত্তরঃ রাখালি
‘জনক’ -এর প্রকৃতি প্রত্যয় কোনটি?
- ক. জন+এক
- খ. জনক+আ
- গ. জন+ইক
- ঘ. জনি+অক
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
- ক. সন্ধিজনিত
- খ. প্রত্যয়জনিত
- গ. উপসর্গজনিত
- ঘ. বিভক্তিজনিত
উত্তরঃ প্রত্যয়জনিত
কোন শব্দটিতে বিদেশী প্রত্যয় ব্যবহৃত হয়েছে?
- ক. চালবাজ
- খ. কানকাটা
- গ. বেআক্কেল
- ঘ. দিগগঞ্জ
উত্তরঃ চালবাজ
‘তাঁর টাকা আছে কিন্তু তিনি দান করেন না’ কোন ধরনের বাক্য?
- ক. সরল
- খ. খণ্ড
- গ. যৌগিক
- ঘ. জটিল
উত্তরঃ যৌগিক
‘মেছো’ শব্দের প্রকৃৃতি প্রত্যয়য কী?
- ক. মাছ + ও
- খ. মেছ + ও
- গ. মাছি + উয়া>ও
- ঘ. মাছ + উয়া>ও
উত্তরঃ মাছ + উয়া>ও
- ক. সন্ধিজনিত
- খ. প্রত্যয়জনিত
- গ. উপসর্গজনিত
- ঘ. বিভক্তিজনিত
উত্তরঃ প্রত্যয়জনিত
‘দোলনা’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
- ক. দুল্+অন
- খ. দোল্+না
- গ. দোল্+অনা
- ঘ. দোলনা+অ
উত্তরঃ দুল্+অন
নিচের কোনটি ‘সৃষ্টি’ এর প্রকৃতি ও প্রত্যয়?
- ক. সৃষ্ + টি
- খ. সৃশ + তি
- গ. সুজ্ + তি
- ঘ. স্রী + ষ্টি
উত্তরঃ সুজ্ + তি
- ক. সৃষ + টি
- খ. সৃশ + তি
- গ. <সৃজ্ + তি
- ঘ. শ্রী + টি
উত্তরঃ <সৃজ্ + তি
- ক. সন্ধিজনিত
- খ. প্রত্যয়জনিত
- গ. উপসর্গজনিত
- ঘ. বিভক্তিজনিত
উত্তরঃ প্রত্যয়জনিত
অন্তরীপ সমস্তপদটি কোন বহুব্রীহি সমাসের অন্তর্গত?
- ক. প্রত্যয়ান্ত বহুব্রীহি
- খ. সংখ্যাবাচক বহুব্রীহি
- গ. নিপাতনে সিদ্ধ বহুব্রীহি
- ঘ. ব্যাধিকরণ বহুব্রীহি
উত্তরঃ নিপাতনে সিদ্ধ বহুব্রীহি
- ক. নীল + মা = নীলিমা
- খ. নীল + ইমন = নীলিমা
- গ. নী + ইলিমা = নীলিমা
- ঘ. নিলী + মা = নীলিমা
উত্তরঃ নীল + ইমন = নীলিমা
‘নী’ প্রত্যয়যোগে লিঙ্গান্তর হয়েছে কোন শব্দটি?
- ক. অরণ্যানী
- খ. চাকরানী
- গ. ভাগনী
- ঘ. মেধাবিনী
উত্তরঃ মেধাবিনী
‘মানব’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
- ক. মনু + ষ্ণ
- খ. মনু + অব
- গ. মা + নব
- ঘ. মান + অব
উত্তরঃ মনু + ষ্ণ
‘মহিমা’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
- ক. মহি + মা
- খ. মহৎ + ইমন
- গ. মহা + ইমা
- ঘ. মহিম + আ
উত্তরঃ মহৎ + ইমন
‘শৈশব’ এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
- ক. শিশু + ষ্ণ
- খ. শিশু + ষ্ণ্য
- গ. শিশু + শব
- ঘ. শৈ + শব
উত্তরঃ শিশু + ষ্ণ
- ক. কৃৎ-প্রকৃতির আদিস্বরের পরিবর্তনকে
- খ. কৃৎ-প্রকৃতির অন্তস্বরের পরিবর্তনকে
- গ. নাম-প্রকৃতির পরিবর্তনকে
- ঘ. প্রাতিপদিকের পরিবর্তনকে
উত্তরঃ কৃৎ-প্রকৃতির আদিস্বরের পরিবর্তনকে
‘শৈশব’ এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
- ক. শিশু + ষ্ণা
- খ. শিশু + ঞ
- গ. শিশু + ষ্ণ
- ঘ. শিশু + ঞা
উত্তরঃ শিশু + ষ্ণ
‘দোলনা শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
- ক. দুল্+ না
- খ. দোল্ + না
- গ. দোল্ + অনা
- ঘ. দোল্না + না
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
যে বর্ণ বা বর্ণসমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে কী বলা হয়?
- ক. প্রত্যয়
- খ. সন্ধি
- গ. সমাস
- ঘ. অব্যয়
উত্তরঃ প্রত্যয়
নিচের কোনটি দ্বন্দ্বের প্রকৃতি নয়?
- ক. মতানৈক্য
- খ. বিপরীতমুখী সম্পর্ক
- গ. প্রতিযোগিতা
- ঘ. পরিবেশের প্রভাব
উত্তরঃ পরিবেশের প্রভাব
বর্তমানে বাংলাদেশে কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত ব্যাংক কয়টি?
- ক. ৬৪টি
- খ. ৬৩টি
- গ. ৬২টি
- ঘ. ৫৭টি
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
‘প্রচলিত’ শব্দটি কোন প্রত্যয়যোগে গঠিত?
- ক. ইত প্রত্যয়
- খ. ই প্রত্যয়
- গ. ঈয় প্রত্যয়
- ঘ. তা প্রত্যয়
উত্তরঃ ইত প্রত্যয়
‘বার্ষিক’ শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
- ক. বর্ষ + ষ্ণিক
- খ. ব + ষ্ণিক
- গ. বরষ + ইক
- ঘ. বর্ষা + ষ্ণিক
উত্তরঃ বর্ষ + ষ্ণিক
- ক. বৃদ্ধ + ইয়স
- খ. বৃদ্ধ + ঈয়স
- গ. বৃদ্ধ + ত্রীয়স
- ঘ. বৃদ্ধ + নীরস
উত্তরঃ বৃদ্ধ + ঈয়স
- ক. বাংলা কৃৎ প্রত্যয়
- খ. বাংলা তদ্ধিত প্রত্যয়
- গ. সংস্কৃত কৃৎ প্রত্যয়
- ঘ. বিদেশি তদ্ধিত প্রত্যয়
উত্তরঃ বিদেশি তদ্ধিত প্রত্যয়
‘দোলনা’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
- ক. দুল + না
- খ. দোল + ন
- গ. দোল + অনা
- ঘ. দোলনা + আ
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
‘মহিমা’ শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি?
- ক. মহি + ইমন
- খ. মহা + ইমা
- গ. মহিম + আ
- ঘ. মহৎ + ইমন
উত্তরঃ মহৎ + ইমন
ক্রিয়া বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে -
- ক. ধাতু প্রত্যয়
- খ. শব্দ প্রত্যয়
- গ. কৃৎ প্রত্যয়
- ঘ. তদ্ধিত প্রত্যয়
উত্তরঃ কৃৎ প্রত্যয়
নিচের কোনটি প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ?
- ক. বাঁদী
- খ. সভানেত্রী
- গ. জেলেনী
- ঘ. পেত্নী
উত্তরঃ জেলেনী