জসিম উদ্দীন

কবি জসীমউদ্দীনের কাব্যগ্রন্থ কোনটি?

  • ক. কবর
  • খ. কল্লোল
  • গ. মিলন গান
  • ঘ. রাখালী

উত্তরঃ রাখালী

বিস্তারিত

কোনটি জসিম উদ্দীনের লেখা?

  • ক. মানসকন্যা
  • খ. ইতিকথার পরের কথা
  • গ. বোবা কাহিনী
  • ঘ. উত্তম পুরুষ

উত্তরঃ বোবা কাহিনী

বিস্তারিত

জসিম উদ্দীন রচিত গাথাকাব্য কোনটি?

  • ক. চলে মুসাফির
  • খ. হাসু
  • গ. ডালিমকুমার
  • ঘ. সোজন বাদিয়ার ঘাট

উত্তরঃ সোজন বাদিয়ার ঘাট

বিস্তারিত

জসীমউদ্দীন মৃত্যুবরণ করেন ১৯৭৬ সালের কোন তারিখে?

  • ক. ১৩ এপ্রিল
  • খ. ১৩ জুন
  • গ. ১৬ মার্চ
  • ঘ. ১৩ মার্চ

উত্তরঃ ১৩ মার্চ

বিস্তারিত

'কবর' কবিতা কোন কাব্যের অন্তর্গত?

  • ক. বালুচর
  • খ. মাটির কান্না
  • গ. রাখালী
  • ঘ. হাসু

উত্তরঃ রাখালী

বিস্তারিত

পল্লীকবি জসীমউদ্দীনের পল্লীগানসমূহ সংকলিত হয়েছে কোন গ্রন্থে?

  • ক. রঙিলা নায়ের মাঝি
  • খ. রাখালী
  • গ. এক পয়সার বাঁশী
  • ঘ. মা যে জননী কান্দে

উত্তরঃ রাখালী

বিস্তারিত

জসীমউদ্দীন 'কবর' কবিতা রচনার সময়ে-

  • ক. স্কুলে পড়েন
  • খ. কলেজে পড়েন
  • গ. বিশ্ববিদ্যালয়ে পড়েন
  • ঘ. আইন বিভাগে পড়েন

উত্তরঃ কলেজে পড়েন

বিস্তারিত

'আসমানীরে দেখতে যদি তোমরা সবে চাও'- পংক্তিটি কোন কবির লেখা?

  • ক. মোজাম্মেল হক
  • খ. কামিনী রায়
  • গ. জসীমউদ্দীন
  • ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত

উত্তরঃ জসীমউদ্দীন

বিস্তারিত

জসীমউদ্দীন তার বন্ধুকে কোন গাঁয়ে নিমন্ত্রণ করেছিলেন?

  • ক. পল্লী গাঁয়ে
  • খ. কাজল গাঁয়ে
  • গ. শ্যামল গাঁয়ে
  • ঘ. সবুজ গাঁয়ে

উত্তরঃ কাজল গাঁয়ে

বিস্তারিত

'বোবা কাহিনী' জসীমউদ্দীনের কোন ধরনের রচনা?

  • ক. শিশুতোষ গ্রন্থ
  • খ. কাব্যগ্রন্থ
  • গ. উপন্যাস
  • ঘ. ভ্রমণকাহিনী

উত্তরঃ উপন্যাস

বিস্তারিত

পল্লীকবি মৃত্যুবরণ করেন কোথায়?

  • ক. কলকাতায়
  • খ. ঢাকায়
  • গ. ফরিদপুরে
  • ঘ. মাদারীপুরে

উত্তরঃ ঢাকায়

বিস্তারিত

জসীমউদ্দীন রচিত উপন্যাস কোনটি?

  • ক. বেদের মেয়ে
  • খ. সকিনা
  • গ. হাসু
  • ঘ. বোবা কাহিনী

উত্তরঃ বোবা কাহিনী

বিস্তারিত

জসীমউদ্দীনের প্রথম কাব্যগ্রন্থের প্রকাশকাল কত?

  • ক. ১৯২৫
  • খ. ১৯২৬
  • গ. ১৯২৭
  • ঘ. ১৯২৮

উত্তরঃ ১৯২৭

বিস্তারিত

'কবর' কবিতাটির রচয়িতা কে?

  • ক. জসীমউদ্দীন
  • খ. মুনীর চৌধুরী
  • গ. সিকান্দার আবু জাফর
  • ঘ. আবু জাফর ওবায়দুল্লাহ

উত্তরঃ জসীমউদ্দীন

বিস্তারিত

‘নক্সী কাঁথার মাঠ’ এর রচয়িতা কে?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. জসীমউদ্দীন
  • গ. শামসুর রহমান
  • ঘ. বঙ্কিমচন্দ্র

উত্তরঃ জসীমউদ্দীন

বিস্তারিত

জসিম উদ্দীনের 'আসমানী' চরিত্রটির বাড়ি কোথায়?

  • ক. গোপালগঞ্জ
  • খ. ফরিদপুর
  • গ. রাজবাড়ী
  • ঘ. মাদারীপুর

উত্তরঃ ফরিদপুর

বিস্তারিত

"বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা আমারে দেখিতে যাইও কিন্তু উজান তলীর গাঁ।" পংক্তিটির রচয়িতা কে?

  • ক. জসীমউদ্দীন
  • খ. আবদুল কাদির
  • গ. সত্যেন্দ্রনাথ দত্ত
  • ঘ. নবীনচন্দ্র সেন

উত্তরঃ জসীমউদ্দীন

বিস্তারিত

‘পদ্মাপার’ নাটকটির রচয়িতা কে?

  • ক. জসীমউদ্দীন
  • খ. জীবনানন্দ দাশ
  • গ. বিজন ভট্টাচার্য
  • ঘ. তুলসী লাহিড়ী

উত্তরঃ জসীমউদ্দীন

বিস্তারিত

‘ধানক্ষেত’ কাব্যটি কে লিখেছেন?

  • ক. গোলাম মোস্তফা
  • খ. ফররূখ আহমদ
  • গ. বন্দে আলী মিয়া
  • ঘ. জসীমউদ্দীন

উত্তরঃ জসীমউদ্দীন

বিস্তারিত

‘বেদের মেয়ে’ গীতিনাট্য কে লিখেছেন?

  • ক. কাজী নজরুল ইসনলাম
  • খ. জসীমউদ্দীন
  • গ. ডঃ নীলিমা ইব্রাহীম
  • ঘ. সাঈদ আহম্মদ

উত্তরঃ জসীমউদ্দীন

বিস্তারিত

‘রাখালী’ কাব্য কার লেখা?

  • ক. বন্দে আলী মিয়া
  • খ. জসীমউদ্দীন
  • গ. কাজী কাদের নেওয়াজ
  • ঘ. কালিদাস রায়

উত্তরঃ জসীমউদ্দীন

বিস্তারিত

কবি জসীমউদ্দীন রচিত কাব্য কোনটি?

  • ক. কুহু ও কেকা
  • খ. সাঁঝের মায়া
  • গ. মাটির মায়া
  • ঘ. রাখালী

উত্তরঃ রাখালী

বিস্তারিত

তাম্বুলখানা গ্রামে জন্মেছিলে কোন কবি?

  • ক. জসীমউদ্দীন
  • খ. ফররুখ আহমদ
  • গ. আবুল হাসান
  • ঘ. শহীদ কাদরী

উত্তরঃ জসীমউদ্দীন

বিস্তারিত

কোন কবির নামানুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একট ছাত্রাবাসের নামকরণ হয়েছে?

  • ক. জসীম উদ্দীন
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. বেগম সুফিয়া কামাল
  • ঘ. গোলাম মোস্তফা

উত্তরঃ জসীম উদ্দীন

বিস্তারিত

কোনটি জসীম উদ্দীনের নাটক-

  • ক. রাখালী
  • খ. মাটিরকান্না
  • গ. বেদের মেয়ে
  • ঘ. বোবা কাহিনী

উত্তরঃ বেদের মেয়ে

বিস্তারিত

কবি জসীমউদ্দীনের শিশুতোষ গ্রন্থ কানটি?

  • ক. রাখালী
  • খ. বালুচর
  • গ. এক পয়সার বাঁশি
  • ঘ. ধানক্ষেত

উত্তরঃ এক পয়সার বাঁশি

বিস্তারিত

‘রঙ্গিলা নায়ের মাঝি’ এর লেখক হলেন-

  • ক. জসীমউদ্দীন
  • খ. ফররুখ আহমেদ
  • গ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
  • ঘ. অতুল প্রসাদ

উত্তরঃ জসীমউদ্দীন

বিস্তারিত

‘সোজন বাদিয়ার ঘাট’ এর রচয়িতা কে?

  • ক. শামসুর রাহমান
  • খ. কাজী নজরুল ইসলাম
  • গ. কায়কোবাদ
  • ঘ. জসীম উদ্দীন

উত্তরঃ জসীম উদ্দীন

বিস্তারিত

জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থ বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে

  • ক. সোজন বাদিয়ার ঘাট
  • খ. বালুচর
  • গ. নকশীকাঁথার মাঠ
  • ঘ. রাখালী

উত্তরঃ নকশীকাঁথার মাঠ

বিস্তারিত

"The filed of embroidered quilt" : কাব্যটি কবি জসীমউদ্দীনের কোন কাব্যের ইংরেজী অনুবাদ?

  • ক. সোজন বাদিয়ার ঘাট
  • খ. রঙিলানায়ের মাঝি
  • গ. নকশীকাঁথার মাঠ
  • ঘ. রাখালী

উত্তরঃ নকশীকাঁথার মাঠ

বিস্তারিত

‘নকশী কাঁথার মাঠ’ বইয়ের লেখক কে?

  • ক. কাজী নজরুল ইসলাম
  • খ. কবি গোলাম মোস্তফা
  • গ. কবি জসীম উদ্দীন
  • ঘ. মীর মশাররফ হোসেন

উত্তরঃ কবি জসীম উদ্দীন

বিস্তারিত

জসীম উদ্দীনের শ্রেষ্ঠকাহিনীকাব্য কোনটি?

  • ক. সকিনা
  • খ. নক্সী কাঁথার মাঠ
  • গ. সোজন বাদিয়ার ঘাট
  • ঘ. রাখালী

উত্তরঃ সকিনা

বিস্তারিত

‘কবর’ কবিতায় কতটি পঙক্তি রয়েছে?

  • ক. ১১৮টি
  • খ. ১৩২টি
  • গ. ৯৬টি
  • ঘ. ১০২টি

উত্তরঃ ১১৮টি

বিস্তারিত

‘কবর’ কবিতাটি কোন ছন্দে রচিত?

  • ক. স্বরবৃত্ত
  • খ. মাত্রাবৃত্ত
  • গ. অক্ষরবৃত্ত
  • ঘ. ত্রিপদী

উত্তরঃ মাত্রাবৃত্ত

বিস্তারিত

কবি জসীমউদ্দীনের ‘কবর’ কবিতার বিষয়বস্তু হলো-

  • ক. স্ত্রী বিয়োগের বেদনা বিলাপ
  • খ. প্রিয়জন হারানোর মর্মান্তিক স্মৃতিচারণ
  • গ. সন্তান হারানোর শোকগাথা
  • ঘ. বন্ধু বিচ্ছেদের করুণ কাহিনী

উত্তরঃ প্রিয়জন হারানোর মর্মান্তিক স্মৃতিচারণ

বিস্তারিত

জসীমউদ্দীনের ‘কবর’ কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?

  • ক. তত্ত্ববোধিনী পত্রিকা
  • খ. ধুমকেতু
  • গ. কল্লোল
  • ঘ. কালি ও কলম

উত্তরঃ কল্লোল

বিস্তারিত

‘কবর’ কবিতার লেখক কে

  • ক. মুনীর চৌধুরী
  • খ. রজনীকান্ত সেন
  • গ. রওশন ইজদানী
  • ঘ. জসীম উদ্দীন

উত্তরঃ জসীম উদ্দীন

বিস্তারিত

কবি জসিমউদ্দিন রচতি কাব্য কোনটি?

  • ক. বেনু ও বীনা
  • খ. সাঁঝের মায়া
  • গ. রাখালী
  • ঘ. হাসনানো

উত্তরঃ রাখালী

বিস্তারিত

জসীম উদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?

  • ক. রাখালী
  • খ. সোজন বাদিয়ার ঘাট
  • গ. নক্সী কাঁথার মাঠ
  • ঘ. বালুচর

উত্তরঃ রাখালী

বিস্তারিত

পল্লীকবি জসীমউদ্দীন জন্মগ্রহণ করেন---

  • ক. নোয়াখালীতে
  • খ. ফরিদপুরে
  • গ. বরিশালে
  • ঘ. চব্বিশ পরগনায়

উত্তরঃ ফরিদপুরে

বিস্তারিত

কবি জসিমউদ্দিনের জীবনকাল কোনটি?

  • ক. ১৯০৩-১৯৭৬ইং
  • খ. ১৮৮৯-১৯৬৬ইং
  • গ. ১৮৯৯-১৯৭৯ইং
  • ঘ. ১৯১০-১৯৮৭ইং

উত্তরঃ ১৯০৩-১৯৭৬ইং

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects