সন্ধি
সন্ধিতে ‘চ' ও 'জ' এর নাসিক্য ধ্বনি কী হয়?
- ক. অনুস্বার
- খ. দ্বিত্ব
- গ. মহাপ্রাণ
- ঘ. তালব্য
উত্তরঃ তালব্য
‘প্রত্যাবর্তন' শব্দের সন্ধি-বিচ্ছেদ -
- ক. প্রতি + বর্তন
- খ. প্রতি + আবর্তন
- গ. প্রতিঃ + বর্তন
- ঘ. প্রতিঃ + আবর্তন
উত্তরঃ প্রতি + আবর্তন
'সন্ধি' ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
- ক. রূপতত্ত্বে
- খ. বাক্যতত্ত্বে
- গ. অর্থতত্ত্বে
- ঘ. ধ্বনিতত্ত্বে
উত্তরঃ বাক্যতত্ত্বে
"ব্যর্থ" শব্দটির সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
- ক. ব্য + অর্থ
- খ. বি + অর্থ
- গ. ব্যা + অর্থ
- ঘ. ব + অর্থ
উত্তরঃ বি + অর্থ
'কৃষ্টি' শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
- ক. কৃ + ক্তি
- খ. কৃষ + তি
- গ. কৃঃ +তি
- ঘ. কৃষ + টি
উত্তরঃ কৃষ + তি
- ক. পড়ার সুবিধা
- খ. লেখার সুবিধা
- গ. উচ্চারণের সুবিধা
- ঘ. শোনার সুবিধা
উত্তরঃ উচ্চারণের সুবিধা
নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির দৃষ্টান্ত কোনটি?
- ক. গো + অক্ষ = গবাক্ষ
- খ. পৌ + অক = পাবক
- গ. বি + অঙ্গ = বঙ্গ
- ঘ. যতি + ইন্দ্র = যতীন্দ্র
উত্তরঃ গো + অক্ষ = গবাক্ষ
‘আশাতীত’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. আশা + অতিত
- খ. আশা + অতীত
- গ. আশ + অতিত
- ঘ. আশ + অতীত
উত্তরঃ আশা + অতীত
‘বিদ্বজ্জন’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. বিদ্য + জ্জন
- খ. বিদ্বৎ + জন
- গ. বিদ্ব + জন
- ঘ. বিদ্বৎ + জ্জন
উত্তরঃ বিদ্বৎ + জন
বৃহস্পতি শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. বৃহৎ + পতি
- খ. বৃহ + অস্পতি
- গ. বৃহস + পতি
- ঘ. বৃহঃ + পতি
উত্তরঃ বৃহৎ + পতি
- ক. মনঃ + কষ্ট = মনোকষ্ট (মনঃকষ্ট)
- খ. চক্ষু + রোগ = চক্ষুরোগ
- গ. পরি + কার = পরিষ্কার
- ঘ. ইতঃ + মধ্যে = ইতোমধ্যে
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
‘ক্ষুৎপিপাসা’ শব্দের সন্ধি বিচ্ছেদ কী?
- ক. ক্ষুধ + পিপাসা
- খ. ক্ষুধা + পিপাসা
- গ. ক্ষুত + পিপাসা
- ঘ. ক্ষুদ + পিপাসা
উত্তরঃ ক্ষুধ + পিপাসা
‘বারীশ’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. বারী + ঈশ
- খ. বারি + ঈশ
- গ. বারী + ইশ
- ঘ. বারি + ইশ
উত্তরঃ বারি + ঈশ
‘নিষ্ঠুর’ শব্দটির সন্ধি বিচ্ছেদ -
- ক. নি + ষ্ঠুর
- খ. নিঃ + ঠুর
- গ. নিঃ + ষ্ঠুর
- ঘ. নি + ঠুর
উত্তরঃ নিঃ + ঠুর
নিচের কোন ক্ষেত্রে সন্ধি করা অনুচিত?
- ক. বাংলা শব্দের সঙ্গে সংস্কৃত শব্দের সন্ধি করা অনুচিত
- খ. সমাসবদ্ধ পদে সন্ধি করা অনুচিত
- গ. ধাতুর সঙ্গে প্রযুক্ত উপসর্গে সন্ধি করা অনুচিত
- ঘ. উপরের কোনোটিই নয়
উত্তরঃ উপরের কোনোটিই নয়
- ক. বন +পতি = বনস্পতি (বনঃ+পতি)
- খ. অহঃ+রহঃ = অহরহ
- গ. সং+সার=সংসার
- ঘ. ছেলে+মি= ছেলেমি
উত্তরঃ বন +পতি = বনস্পতি (বনঃ+পতি)
‘সন্ধি’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
- ক. ধ্বনিতত্ত্ব
- খ. রূপতত্ত্ব
- গ. বাক্যতত্ত্ব
- ঘ. বাগার্থতত্ত্ব
উত্তরঃ ধ্বনিতত্ত্ব
নদ্যম্বু শব্দের সন্ধি বিচ্ছেদ কি?
- ক. নদী + অম্বু
- খ. নদি + অম্বু
- গ. ন + অম্বু
- ঘ. ন্য + অম্বু
উত্তরঃ নদী + অম্বু
‘ততোধিক’ শব্দের সন্ধি বিচ্ছেদ কি?
- ক. তত + অধিক
- খ. ততঃ + অধিক
- গ. ততো + অধিক
- ঘ. কোনোটিই নয়
উত্তরঃ ততঃ + অধিক
- ক. কথা + চ্ছলে
- খ. কথা + চ্ছল
- গ. কথা + ছলে
- ঘ. কোনোটিই নয়
উত্তরঃ কথা + ছলে
অহর্নিশ শব্দের সন্ধি বিচ্ছেদ--
- ক. অহ + নিশ
- খ. অহর + নিশ
- গ. অহঃ + নিশ
- ঘ. অহঃ + নিশা
উত্তরঃ অহঃ + নিশা
সুবন্ত শব্দটির সন্ধি বিচ্ছেদ কি হবে?
- ক. সু + অন্ত
- খ. সুপ্ + অন্ত
- গ. সুপ + অন্ত
- ঘ. সুব + অন্ত
উত্তরঃ সুপ্ + অন্ত
'ঘর্মার্ত' শব্দের সন্ধি বিচ্ছেদ--
- ক. ঘর্ম + ঋত
- খ. ঘাম + ঋত
- গ. ঘর্ম + আর্ত
- ঘ. ঘাম + আর্ত
উত্তরঃ ঘাম + ঋত
'পতঞ্জলি' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. পতৎ + অঞ্জলি
- খ. পত্ + অঞ্জলি
- গ. পতঃ + অঞ্জলী
- ঘ. পত + অঞ্জলী
উত্তরঃ পতৎ + অঞ্জলি
কোনটিতে সন্ধির নিয়ম লঙ্ঘিত হয়েছে?
- ক. বাক্ + ইশ্বরী = বাগীশ্বরী
- খ. চলৎ + শক্তি = চলচ্ছক্তি
- গ. জগৎ + মোহন = জগমোহন
- ঘ. শরৎ + চন্দ্র = শরৎচন্দ্র
উত্তরঃ শরৎ + চন্দ্র = শরৎচন্দ্র
- ক. কৃপ + অণ
- খ. কৃপ্ + অন
- গ. কৃপ + অন
- ঘ. কৃপ্ + অণ
উত্তরঃ কৃপ + অন
- ক. জাত্যভিমান
- খ. দুরাবস্থা
- গ. বৃহদার্থ
- ঘ. অত্যাধিক
উত্তরঃ জাত্যভিমান
'কুশাসন' এর সন্ধিবিচ্ছেদ হলো--
- ক. কুশ্ + আসন
- খ. কুশ + আসন
- গ. কুশ + শাসন
- ঘ. কু + শাসন
উত্তরঃ কুশ + আসন
- ক. নিরীক্ষা + অণ
- খ. নির + ঈক্ষণ
- গ. নিরি + ইক্ষণ
- ঘ. নিঃ + ঈক্ষণ
উত্তরঃ নিঃ + ঈক্ষণ
- ক. চতুঃ + অঙ্গ = চতুরঙ্গ
- খ. প্রশ্ন + আবলি = প্রশ্নাবলী
- গ. অগ্নি + উৎপাত = অগ্নুৎপাত
- ঘ. অতি + অধিক = অত্যাধিক
উত্তরঃ চতুঃ + অঙ্গ = চতুরঙ্গ
- ক. পর + পর = পরপর
- খ. শরৎ + চন্দ্র = শরচ্চন্দ্র
- গ. অষ্ট + বিংশ = অষ্টবিংশ
- ঘ. অতি + অধিক = অত্যাধিক
উত্তরঃ শরৎ + চন্দ্র = শরচ্চন্দ্র
'নিরাকার' শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. নিরঃ + কার
- খ. নির + আকর
- গ. নিঃ + আকর
- ঘ. নি + আকার
উত্তরঃ নিঃ + আকর
- ক. শিরোচ্ছেদ
- খ. আদ্যান্ত
- গ. জাত্যাভিমান
- ঘ. বৃহদংশ
উত্তরঃ আদ্যান্ত
- ক. সমাসযোগে
- খ. সন্ধিযোগে
- গ. ধাতুযোগে
- ঘ. প্রত্যয়যোগে
উত্তরঃ সন্ধিযোগে
'সদানন্দ' -র সন্ধি বিচ্ছেদ হলো--
- ক. সদ + অ + নন্দ
- খ. সৎ + আনন্দ
- গ. সদা + নন্দ
- ঘ. সদ + আনন্দ
উত্তরঃ সৎ + আনন্দ
নিচের অশুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. ভৌ + উক = ভাবুক
- খ. আদ্য + অন্ত = আদ্যন্ত
- গ. অনু + এষণ = অন্বেষণ
- ঘ. সু + অল্প = স্বল্প
উত্তরঃ আদ্য + অন্ত = আদ্যন্ত
'আদ্যোপান্ত' শব্দটির সন্ধি বিচ্ছেদ--
- ক. আদ্য + উপান্ত
- খ. আদ্যো + পান্ত
- গ. আদ্য + পান্ত
- ঘ. আদি + পান্ত
উত্তরঃ আদ্য + উপান্ত
'শশাঙ্ক' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. শম + অঙ্ক
- খ. শশা + অঙ্ক
- গ. শস + অঙ্ক
- ঘ. শশ + অঙ্ক
উত্তরঃ শশ + অঙ্ক
- ক. অর্ধ + ক
- খ. অর্ধে + ক
- গ. অর্ধ + এক
- ঘ. আধা + এক
উত্তরঃ অর্ধ + এক
- ক. ষট্ + দশ = ষোড়শ
- খ. নিঃ + রব = নীরব
- গ. জল + ওকা = জলৌকা
- ঘ. বাক্ + দান = বাকদান
উত্তরঃ ষট্ + দশ = ষোড়শ
'পুরাধ্যক্ষ' শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. পুরা + আধ্যক্ষ
- খ. পুরা + অধ্যক্ষ
- গ. পুর + অধ্যক্ষ
- ঘ. পুর + আধ্যক্ষ
উত্তরঃ পুর + অধ্যক্ষ
গতানুগতিক শব্দটির সন্ধি বিচ্ছেদ কি?
- ক. গতানু + গতিক
- খ. গত + অনুগতিক
- গ. গতা + অনুগতিক
- ঘ. গত + আনুগতিক
উত্তরঃ গত + অনুগতিক
সন্ধি বিচ্ছেদ করুনঃ 'তিরস্কার'--
- ক. তিরসঃ + কার
- খ. তিরঃ + কার
- গ. তির + স্কার
- ঘ. তিরস + কার
উত্তরঃ তিরঃ + কার
- ক. দিখ্ + অন্ত
- খ. দি + অন্ত
- গ. দিগ্ + অন্ত
- ঘ. দিক্ + অন্ত
উত্তরঃ দিক্ + অন্ত
তৃষ্ণার্ত -সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. তৃষ্ণা + রিত
- খ. তৃষ্ণা + ষর্ত
- গ. তৃষ্ণা + ঋত
- ঘ. তৃষ্ণা + আর্ত
উত্তরঃ তৃষ্ণা + ঋত
'উচ্ছাস' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. উৎ + চ্ছাস
- খ. উৎ + শ্বাস
- গ. উৎ + ছাস
- ঘ. উত + চ্ছাস
উত্তরঃ উৎ + শ্বাস
'ইতস্তত' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. ইত + স্তত
- খ. ইতস্ + তত
- গ. ইতঃ + তত
- ঘ. ইত + তত
উত্তরঃ ইতঃ + তত
'আশ্চর্য'- এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. আ + চর্য
- খ. আশ + চর্য
- গ. অতি + চার্য
- ঘ. অ + আর্চ
উত্তরঃ আ + চর্য
'মরূদ্যান' শব্দের সন্ধি বিচ্ছেদ--
- ক. মরূ + দ্যান
- খ. মরু + ঊদ্যান
- গ. মরু + উদ্যান
- ঘ. মরু + দ্যান
উত্তরঃ মরু + উদ্যান
'প্রত্যূষ' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. প্রতি + উষ
- খ. প্রতি + ঊষ
- গ. প্রত্য + ঊষ
- ঘ. প্রত্য + উষ
উত্তরঃ প্রতি + ঊষ
বর্গের প্রথম বর্ণের পর যে কোন বর্গের পঞ্চম বর্ণ থাকলে সন্ধি করার সময় প্রথম বর্গের স্থলে কোন বর্ণ হয়?
- ক. বর্গের পঞ্চম বর্ণ
- খ. বর্গের চতুর্থ বর্ণ
- গ. বর্গের তৃতীয় বর্ণ
- ঘ. বর্গের প্রথম বর্ণ
উত্তরঃ বর্গের পঞ্চম বর্ণ
ঢাকা + ঈশ্বরী = ঢাকেশ্বরী -নিচের কোন নিয়মে এ সন্ধি হয়েছে?
- ক. অ + ই = এ
- খ. আ + ই = এ
- গ. অ + ঈ = এ
- ঘ. আ + ঈ = এ
উত্তরঃ আ + ঈ = এ
যথেষ্ট এর সন্ধি বিচ্ছেদ রূপ কেমন হবে?
- ক. যথাঃ + ইষ্ট
- খ. যথা + ইস্ট
- গ. যথা + ইষ্ট
- ঘ. যথা + ঈষ্ট
উত্তরঃ যথা + ইষ্ট
'চতুরঙ্গ' এর সন্ধি বিচ্ছেদ করুনঃ
- ক. চার + অঙ্গ
- খ. চতুর + অঙ্গ
- গ. চতুঃ + অঙ্গ
- ঘ. চতু + অঙ্গ
উত্তরঃ চতুঃ + অঙ্গ
- ক. শ্রু + অন
- খ. সিম্ + হ
- গ. ইতঃ + পূর্বে
- ঘ. মনঃ + কষ্ট
উত্তরঃ সিম্ + হ
'অত্যধিক'- এর সন্ধি বিচ্ছেদ করুনঃ
- ক. অ + তাধিক
- খ. অতি + অধিক
- গ. অত্যা + অধিক
- ঘ. অতি + ধিক
উত্তরঃ অতি + অধিক
'ধনুষ্টংকর'- এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. ধনুট + ঙ্কার
- খ. ধনু + টঙ্কার
- গ. ধনুঃ + টঙ্কার
- ঘ. ধনুষ + টঙ্কার
উত্তরঃ ধনুঃ + টঙ্কার
'দর্শক' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ--
- ক. দৃ + অক
- খ. দৃশ্ + ষ্ণক
- গ. দৃশ্ + অক
- ঘ. দৃ + শক্
উত্তরঃ দৃশ্ + অক
- ক. যথা + উচিৎ = যথোচিত
- খ. যথাঃ + ইষ্ট = যথেষ্ট
- গ. শীত + ঋত = শীতার্ত
- ঘ. মহা + ঋষি = মহর্ষি
উত্তরঃ যথাঃ + ইষ্ট = যথেষ্ট
কোনটি খাঁটি বাংলা সন্ধির উদাহরণ?
- ক. ঘোড়া + দৌড় = ঘোড়াদৌড়
- খ. প্রতিঃ + আশ = প্রতিরাশ
- গ. বৃষ্ + তি = বৃষ্টি
- ঘ. সূর্য + উদয় = সূর্যোদয়
উত্তরঃ ঘোড়া + দৌড় = ঘোড়াদৌড়
- ক. শিরঃ + ধর্য
- খ. শিরঃ + ধার্য
- গ. শীর + ধার্য
- ঘ. শির + ধার্য
উত্তরঃ শিরঃ + ধার্য
'ট এর পরে দ ও স্বরবর্ণ থাকলে ট স্থলে ড় হয়।' এর উদাহরণ কোনটি?
- ক. সম + কার = সংস্কার
- খ. যজ্ + ন = যজ্ঞ
- গ. কিম্ + বা = কিংবা
- ঘ. ষট্ + ঋতু = ষড়ঋতু
উত্তরঃ ষট্ + ঋতু = ষড়ঋতু
‘ত (ৎ) এর পর ‘ম’ থাকলে ত (ৎ) স্থলে ন হয়’ সূত্রের উদাহরণ কোনটি?
- ক. সৎ + ভাব = সদ্ভাব
- খ. মৃৎ + ময় = মৃন্ময়
- গ. চলৎ + শক্তি = চলচ্ছক্তি
- ঘ. উৎ + যোগ = উদ্যোগ
উত্তরঃ মৃৎ + ময় = মৃন্ময়
'ত (ৎ) কিংবা দ এর স্থলে হ থাকলেউভয়ে মিলে দ্ধ হয়।' নিয়মের উদাহরণ কোনটি?
- ক. উৎ + নত = উন্নত
- খ. তৎ + অবধি = তদবধি
- গ. চিৎ + ময় = চিন্ময়
- ঘ. পদ + হতি = পদ্ধতি
উত্তরঃ পদ + হতি = পদ্ধতি
'জগজ্জীবন' শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
- ক. জগ + জ্জীবন
- খ. জগ + জীবন
- গ. জগৎ + জীবন
- ঘ. জগত + জীবন
উত্তরঃ জগৎ + জীবন
নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ--
- ক. গো + অক্ষ = গবাক্ষ
- খ. নর + ইন্দ্র = নরেন্দ্র
- গ. ভো + উক = ভাবুক
- ঘ. বন + ওষধি = বনৌষধি
উত্তরঃ গো + অক্ষ = গবাক্ষ
উপর্যুপরি শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
- ক. উপরি + পরি
- খ. উপর্যু + পরি
- গ. উপর + উপর
- ঘ. উপরি + উপরি
উত্তরঃ উপরি + উপরি
'অ-কার কিংবা আ-কারের পর উ-কার কিংবা ঊ-কার থাকলে উভয়ে মিলে ও-কার হয়।' এই নিয়মের উদাহরণ কোনটি?
- ক. মহা + উৎসব = মহোৎসব
- খ. যোগ + ঈশ = যোগেশ
- গ. মহা + ওষধ = মহৌষধ
- ঘ. মহা + অর্ঘ = মহার্ঘ
উত্তরঃ মহা + উৎসব = মহোৎসব
'ঢাকেশ্বরী' শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
- ক. ঢাকা + ঈশ্বরী
- খ. ঢাকা + ইশ্বরী
- গ. ঢাক + ইশ্বরী
- ঘ. ঢাক + ঈশরী
উত্তরঃ ঢাকা + ঈশ্বরী
'ক্ষিতিশ' শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
- ক. ক্ষিত + ঈশ
- খ. ক্ষিত + ইশ
- গ. ক্ষিতি + ঈশ
- ঘ. ক্ষিতি + ইশ
উত্তরঃ ক্ষিতি + ঈশ
- ক. সম + সদ
- খ. সং + সদ
- গ. সম্ + সদ
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ সম্ + সদ
তত্ত্ব শব্দের সন্ধি বিচ্ছেদ কি?
- ক. তদ + ত্ত্ব
- খ. তদ্ + ত্ব
- গ. তদ্ + ত্ত্ব
- ঘ. তদ + ত্ব
উত্তরঃ তদ্ + ত্ব
একচ্ছত্র শব্দের সন্ধি বিচ্ছেদ কি?
- ক. এক + চ্ছত্র
- খ. এক + ছত্র
- গ. এক + চত্র
- ঘ. একা + চত্র
উত্তরঃ এক + ছত্র
ক্ষণেক শব্দের সন্ধি বিচ্ছেদ কি?
- ক. ক্ষণ + অক
- খ. ক্ষণ + ইক
- গ. ক্ষণ + এক
- ঘ. ক্ষণ + ঈক
উত্তরঃ ক্ষণ + এক
হস্তান্তর শব্দের সন্ধি বিচ্ছেদ কি?
- ক. হস্তা + অন্তর
- খ. হস্ত + অন্তর
- গ. হস্ত + আন্তর
- ঘ. হস্তা + ন্তর
উত্তরঃ হস্ত + অন্তর
ষষ্ঠাংশ শব্দের সন্ধি বিচ্ছেদ কি?
- ক. ষষ্ঠ + অংশ
- খ. ষষ্ঠা + অংশ
- গ. ষষ্ঠ + আংশ
- ঘ. ষষ্ঠা + আংশ
উত্তরঃ ষষ্ঠ + অংশ
শারদোৎসব শব্দের সন্ধি বিচ্ছেদ কি?
- ক. শরদ + উৎসব
- খ. শারদ + উৎসব
- গ. শারদ + ৎসব
- ঘ. শরদ + ৎসব
উত্তরঃ শারদ + উৎসব
রমেন্দ্র শব্দের সন্ধি বিচ্ছেদ কি?
- ক. রম + ঈন্দ্র
- খ. রমা + ইন্দ্র
- গ. রমা + ঈন্দ্র
- ঘ. রম + ইন্দ্র
উত্তরঃ রমা + ইন্দ্র
বন্যার্ত শব্দের সন্ধি বিচ্ছেদ কি?
- ক. বন্য + আর্ত
- খ. বন্যা + ঋত
- গ. বন্য + ঋত
- ঘ. বন্যা + র্ত
উত্তরঃ বন্যা + ঋত
পাপাচার শব্দের সন্ধি বিচ্ছেদ কি?
- ক. পাপা + আচার
- খ. পাপ + আচার
- গ. পাপি + আচার
- ঘ. পাপী + অচার
উত্তরঃ পাপ + আচার
নদ্যম্বু শব্দের সন্ধি বিচ্ছেদ কি?
- ক. নদী + অম্বু
- খ. নদী + ওম্বু
- গ. নদ + ইয়াম্বু
- ঘ. নদী + য়াম্বু
উত্তরঃ নদী + অম্বু
চন্দ্রানন শব্দের সন্ধি বিচ্ছেদ কি?
- ক. চন্দ্রা + অনন
- খ. চন্দ্রা + আনন
- গ. চন্দ্র + আনন
- ঘ. চন্দ্র + অনন
উত্তরঃ চন্দ্র + আনন
ঘড়িয়াল শব্দের সন্ধি বিচ্ছেদ কি?
- ক. ঘড়ি + ঈয়াল
- খ. ঘড়ি + ইয়াল
- গ. ঘড়ি + আল
- ঘ. ঘড়ি + উয়াল
উত্তরঃ ঘড়ি + ইয়াল
- ক. ঊমা + ঈশ
- খ. উমা + ইশ
- গ. উমা + ঈশ
- ঘ. ঊমা + ইশ
উত্তরঃ উমা + ঈশ
ঈশ্বরেচ্ছা শব্দের সন্ধি বিচ্ছেদ কি?
- ক. ঈশ্বর + ঈচ্ছা
- খ. ইশ্বর + ইচ্ছা
- গ. ঈশ্বর + ইচ্ছা
- ঘ. ইশ্বর + ঈচ্ছা
উত্তরঃ ঈশ্বর + ইচ্ছা
আজ্ঞাধীন শব্দের সন্ধি বিচ্ছেদ কি?
- ক. আজ্ঞ + আধীন
- খ. আজ্ঞা + অধীন
- গ. আজ্ঞা + আধীন
- ঘ. আজ্ঞা + ওধীন
উত্তরঃ আজ্ঞা + অধীন
'সন্ধি' ব্যাকারণের কোন অংশের আলোচ্য বিষয়?
- ক. পদক্রম
- খ. রূপতত্ত্ব
- গ. ধ্বনিতত্ত্ব
- ঘ. বাক্যপ্রকরণ
উত্তরঃ ধ্বনিতত্ত্ব
'মেধাবী' শব্দের প্রকৃতি প্রত্যয় কি হবে?
- ক. মি + আদবী
- খ. মেধা + বি
- গ. মেধা + বিণ
- ঘ. মেধ + অবি
উত্তরঃ মেধা + বিণ
সন্ধি বিচ্ছেদ করুনঃ পর্যালোচনা।
- ক. পর্য + আলোচনা
- খ. পরি + আলোচনা
- গ. পর্যা + লোচনা
- ঘ. পর্যালো + চনা
উত্তরঃ পরি + আলোচনা
'মুখচ্ছবি' সন্ধি কোন নিয়মে পড়ে?
- ক. স্বরধ্বনি + ব্যঞ্জনধ্বনি
- খ. ব্যঞ্জনধ্বনি + ব্যঞ্জনধ্বনি
- গ. ব্যঞ্জনধ্বনি + স্বরধ্বনি
- ঘ. ব্যঞ্জনধ্বনি + বিসর্গধ্বনি
উত্তরঃ স্বরধ্বনি + ব্যঞ্জনধ্বনি
'বৃহস্পতি' - এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
- ক. বৃহস্ + পতি
- খ. বৃহৎ + পতি
- গ. বৃহঃ + পতি
- ঘ. বৃহস্পত + ই
উত্তরঃ বৃহঃ + পতি
কোনটি 'ক্ষুধার্ত' শব্দের সন্ধি বিচ্ছেদ?
- ক. ক্ষুৎ + আর্ত
- খ. ক্ষুধা + আর্ত
- গ. ক্ষুধা + ঋত
- ঘ. ক্ষুধ + আর্ত
উত্তরঃ ক্ষুধ + আর্ত
- ক. সংস্কৃত তদ্ধিত প্রত্যয়
- খ. সংস্কৃত কৃৎ প্রত্যয়
- গ. বাংলা কৃৎ প্রত্যয়
- ঘ. তদ্ধিত প্রত্যয়
উত্তরঃ সংস্কৃত কৃৎ প্রত্যয়
পর্যালোচনা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. পর্য + আলোচনা
- খ. পরি + আলোচনা
- গ. পর্যা + আলোচনা
- ঘ. পর্যালো + চনা
উত্তরঃ পরি + আলোচনা
রবীন্দ্র- শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. রবী + ন্দ্র
- খ. রবি + ঈন্দ্র
- গ. রবি + ইন্দ্র
- ঘ. রব + ইন্দ্র
উত্তরঃ রবি + ইন্দ্র
'স্বাগত' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. সু + আগত
- খ. স্বা + গত
- গ. সু + গত
- ঘ. সা + আগত
উত্তরঃ সু + আগত
'বহ্ন্যুৎসব' শব্দটির সন্ধি বিচ্ছেদ কি?
- ক. বহ্ন্যু + উৎসব
- খ. বহ্নুৎ + উৎসব
- গ. বহ্ন্য + উৎসব
- ঘ. বহ্নি + উৎসব
উত্তরঃ বহ্ন্য + উৎসব
'পাগলামি' শব্দের সন্ধিবিচ্ছেদ করলে পাওয়া যায়--
- ক. পাগল + লামি
- খ. পাগল + মি
- গ. পাগল + আমি
- ঘ. পাগলা + মি
উত্তরঃ পাগল + আমি
'পদ্ধতি' শব্দের সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যায়?
- ক. পদ + ধতি
- খ. পৎ + ধতি
- গ. পথ + ধতি
- ঘ. পদ্ + হতি
উত্তরঃ পদ্ + হতি
'রত্নাকর' শব্দটির সন্ধি বিচ্ছেদ--
- ক. রত্না + কর
- খ. রত্ন + কর
- গ. রত্না + আকর
- ঘ. রত্ন + আকর
উত্তরঃ রত্ন + কর
দ্যুলোক শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. দুঃ + লোক
- খ. দিব্ + লোক
- গ. দ্বি + লোক
- ঘ. দ্বিঃ + লোক
উত্তরঃ দ্বিঃ + লোক
- ক. পড়ার সুবিধা
- খ. লেখার সুবিধা
- গ. উচ্চারণের সুবিধা
- ঘ. শোনার সুবিধা
উত্তরঃ উচ্চারণের সুবিধা
'ততধিক' শব্দের সন্ধি-বিচ্ছেদ করলে পাওয়া যায়--
- ক. তত + অধিক
- খ. তত + ধিক
- গ. ততঃ + অধিক
- ঘ. ততো + ধিক
উত্তরঃ ততঃ + অধিক
সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
- ক. ধ্বনিতত্ত্ব
- খ. রূপতত্ত্ব
- গ. পদক্রম
- ঘ. বাক্যকরণ
উত্তরঃ ধ্বনিতত্ত্ব
'পবিত্র' শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে?
- ক. পো + বিত্র
- খ. প + অবিত্র
- গ. পব + ইত্র
- ঘ. পো + ইত্র
উত্তরঃ পো + ইত্র
'দৃষ্টান্ত' শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
- ক. দৃষ্টি + অন্ত
- খ. দৃষ্টি + আন্ত
- গ. দৃষ্ট + আন্ত
- ঘ. দৃষ্ট + অন্ত
উত্তরঃ দৃষ্টি + অন্ত
'অহরহ' শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
- ক. অহো + রহো
- খ. অহঃ + রহ
- গ. অহো + রহ
- ঘ. অহ + রহ
উত্তরঃ অহঃ + রহ
'ব্যর্থ' শব্দটির সন্ধিবিছেদ হলো---
- ক. বি + আর্থ
- খ. ব্য + অর্থ
- গ. বি + অর্থ
- ঘ. ব্যা + অর্থ
উত্তরঃ বি + অর্থ
- ক. সং + গীত
- খ. সং + গিত
- গ. সম্ + গিত
- ঘ. সম্ + গীত
উত্তরঃ সম্ + গীত
'প্রাতরাশ' - এর সন্ধি বিচ্ছেদ---
- ক. প্রাত + রাশ
- খ. প্রাতঃ + রাশ
- গ. প্রাতঃ + আশ
- ঘ. প্রাত + আশ
উত্তরঃ প্রাতঃ + আশ
'ষড়ঋতু' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. ষড় + ঋতু
- খ. ষট্ + ঋতু
- গ. ষড়ঃ + ঋতু
- ঘ. ষষ্ঠ + ঋতু
উত্তরঃ ষট্ + ঋতু
'বর্জন' - এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. বৃজ + অন
- খ. ব + অর্জন
- গ. বুজ + অর্জন
- ঘ. বর + জন
উত্তরঃ বৃজ + অন
- ক. সম্ + চায় = সঞ্চয়
- খ. রাজ + জ্ঞী = রাজ্ঞী
- গ. শ + অন = শয়ন
- ঘ. মনো + কষ্ট = মনোঃকষ্ট
উত্তরঃ সম্ + চায় = সঞ্চয়
- ক. সংস্কার
- খ. স্বয়ংবরা
- গ. তন্মধ্যে
- ঘ. শঙ্কা
উত্তরঃ স্বয়ংবরা
অঘোষ অল্পপ্রাণ ও ঘোষ অল্পপ্রাণ তালব্য ধ্বনির পরে নাসিক্য ধ্বনি তালব্য ধ্বনি হয়। এটির উদাহরণ কোনটি?
- ক. তৎ + রূপ = তদ্রূপ
- খ. সম্ + তান = সন্তান
- গ. রাজ + নী = রাজ্ঞী
- ঘ. তদ্ + কাল = তৎকাল
উত্তরঃ রাজ + নী = রাজ্ঞী
উপমান ও উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা করা বুঝায় কোন সমাসে ?
- ক. মধ্যেপদলোপী কর্মধারয়
- খ. উপমিত কর্মধারয়
- গ. রূপক কর্মধারয়
- ঘ. উপমান কর্মধারয়
উত্তরঃ রূপক কর্মধারয়
- ক. তুলনীয় বস্তু নয়
- খ. তুলনীয় বস্তু
- গ. সম্মানিত বস্তু
- ঘ. অতুলনীয় বস্তু
উত্তরঃ তুলনীয় বস্তু
কোনো কোনো ব্যাকরণবিদ কর্মধারয় সমাসকে কোন সমাসের অন্তর্ভুক্ত বলে মনে করেন ?
- ক. তৎপুরুষ
- খ. দ্বিগু
- গ. বিশেষণ পদ
- ঘ. সর্বনাম পদ
উত্তরঃ তৎপুরুষ
কর্মধারয় সমাসে প্রধানত কোন পদ মাঝে বসে ?
- ক. বিশেষ্য পদ
- খ. ক্রিয়াপদ
- গ. বিশেষণ পদ
- ঘ. সর্বনাম পদ
উত্তরঃ বিশেষণ পদ
বিশেষণ পদের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয়, তাকে কোন সমাস বলে ?
- ক. কর্মধারয়
- খ. তৎপুরুষ
- গ. দ্বিগু
- ঘ. দ্বন্দ্ব
উত্তরঃ কর্মধারয়
অল্প স্বরবিশিষ্ট পদ পূর্বপদে বসে কোন সমাসে ?
- ক. কর্মধারয়
- খ. দ্বন্দ্ব
- গ. তৎপুরুষ
- ঘ. দ্বিগু
উত্তরঃ দ্বন্দ্ব
- ক. ভজ + য
- খ. ভা + অগ্য
- গ. ভ + আগ্য
- ঘ. ভজঃ + অগ্য
উত্তরঃ ভজ + য
- ক. প্রো + উঢ়
- খ. প্রৌ + উঢ়
- গ. প্র + উড়
- ঘ. প্র + উঢ়
উত্তরঃ প্র + উড়
'ষড়ঋতু' শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো -
- ক. ষট্ + ঋতু
- খ. সট্ + ঋতু
- গ. ষড় + ঋতু
- ঘ. শট + ঋতু
উত্তরঃ ষট্ + ঋতু
'নিজন্ত' এর সন্ধি বিচ্ছেদ কোনটি ?
- ক. নিজ + আন্ত
- খ. নিজ + অন্ত
- গ. নিচ + অন্ত
- ঘ. নিচ + অন্তর
উত্তরঃ নিচ + অন্ত
'বনৌষধি' শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি ?
- ক. বন + ওষধি
- খ. বন + ঔষধ
- গ. বন + ঔষধি
- ঘ. বন + ঔষোধি
উত্তরঃ বন + ওষধি
কোন নিয়ম ব্যতীত সাধিত সন্ধিকে কি বলে ?
- ক. স্বয়ংসিদ্ধ
- খ. স্বরসন্ধি
- গ. নিপাতনে সিদ্ধ
- ঘ. স্বীয় সন্ধি
উত্তরঃ নিপাতনে সিদ্ধ
- ক. সীমা + অন্ত
- খ. সীম + অন্ত
- গ. সিমঃ + অন্ত
- ঘ. সী + অন্ত
উত্তরঃ সীম + অন্ত
- ক. সু + অধীনতা
- খ. স + অধীনতা
- গ. শ + অধীনতা
- ঘ. স্ব +অধীনতা
উত্তরঃ স্ব +অধীনতা
- ক. অলম্ + কার
- খ. অলঃ + কার
- গ. অল + কার
- ঘ. অ + লকার
উত্তরঃ অলম্ + কার
- ক. ততো + অধিক
- খ. ততঃ + অধিক
- গ. ততো + ধিক
- ঘ. ততঃ + ধিক
উত্তরঃ ততঃ + অধিক
- ক. উৎ + স্থাপন
- খ. উথ + আপন
- গ. উথঃ + পন
- ঘ. উথ্ + পণ
উত্তরঃ উৎ + স্থাপন
- ক. দু + লোক
- খ. দিব্ + আলোক
- গ. দুঃ + লোক
- ঘ. দিব্ + লোক
উত্তরঃ দিব্ + লোক
- ক. রা + জ্ঞী
- খ. রাজ + জ্ঞী
- গ. রা + জজ্ঞী
- ঘ. রাজ + নী
উত্তরঃ রাজ + নী
- ক. সং + রাট
- খ. সমা + রাট
- গ. সম্ +রাট
- ঘ. সম্ + অরাট
উত্তরঃ সম্ +রাট
- ক. বার + বার
- খ. বার + আবার
- গ. বারম্ + বার
- ঘ. বারম্ + আবার
উত্তরঃ বারম্ + বার
- ক. সং + আপ
- খ. সং + লাপ
- গ. সম্ + আপ
- ঘ. সম্ + লাপ
উত্তরঃ সম্ + লাপ
'কুজ্ঝটিকা' এর সন্ধি বিচ্ছেদ -
- ক. কু + ঝটিকা
- খ. কুজ্ + ঝটিকা
- গ. কুৎ + ঝটিকা
- ঘ. কুজ্ঝ + টিকা
উত্তরঃ কুৎ + ঝটিকা
'সচ্ছিন্তা' এর সন্ধি বিচ্ছেদ -
- ক. সচ + চিন্তা
- খ. সদ + চিন্তা
- গ. সচ্চিন + তা
- ঘ. সৎ + চিন্তা
উত্তরঃ সৎ + চিন্তা
- ক. এক + ছত্র
- খ. এক + ছত
- গ. এ + ছত্র
- ঘ. এক + ত্র
উত্তরঃ এক + ছত্র
- ক. বাগ + দত্তা
- খ. বাক + ত্তা
- গ. বাক + দত্তা
- ঘ. বাকদ + তা
উত্তরঃ বাক + দত্তা
- ক. পশ্ব + অধ্ম
- খ. পশু + অধ্ম
- গ. পশ + ধর্ম
- ঘ. পশু +
উত্তরঃ পশু + অধ্ম
- ক. প্র + এক
- খ. প্রতি + এক
- গ. প্র + তেক
- ঘ. প্রতি + ঐক
উত্তরঃ প্রতি + এক
- ক. শীত + ত
- খ. শীতা + ত
- গ. শীত + ঋত
- ঘ. শীতা + ঋত
উত্তরঃ শীত + ঋত
- ক. পরো + কার
- খ. পর + উপকার
- গ. পরো + উপকার
- ঘ. পর + উপকার
উত্তরঃ পর + উপকার
- ক. শুভ + ইচ্ছা
- খ. শুভ + ঈচ্ছা
- গ. শু + ইচ্ছা
- ঘ. সু + ইচ্ছা
উত্তরঃ শুভ + ইচ্ছা
- ক. যথ + অর্থ
- খ. যথা + অর্থ
- গ. যথ + থ
- ঘ. যথা + থ
উত্তরঃ যথা + অর্থ
- ক. সিংহা + আসন
- খ. সিং + আসন
- গ. সিংহ + + অসন
- ঘ. সিংহ + + অসন
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
'প্রায়শ্চিত্ত' এর সন্ধি বিচ্ছেদ -
- ক. প্রায় + চিত্ত
- খ. প্রায়শ + চিত্ত
- গ. প্রায় + শিত্ত
- ঘ. প্রায়শ + ত্র
উত্তরঃ প্রায় + চিত্ত
'পরিচ্ছন্ন' এর সন্ধি বিচ্ছেদ -
- ক. পর + ছিন্ন
- খ. পরী +ছন্ন
- গ. পরি + ছন্ন
- ঘ. পরঃ + ছন্ন
উত্তরঃ পরি + ছন্ন
- ক. পরি +ছেদ
- খ. পর + ছেদ
- গ. পরী + ছেদ
- ঘ. পরি + ছাদ
উত্তরঃ পরি +ছেদ
- ক. স + বাদ
- খ. সং + বাদ
- গ. সাম + বাদ
- ঘ. সম্ + বাদ
উত্তরঃ সম্ + বাদ
- ক. অনু + ষণ
- খ. অনু + এষণ
- গ. অন্বে + ষণ
- ঘ. অন্বে + এষণ
উত্তরঃ অনু + এষণ
- ক. যথা + ঈচ্ছা
- খ. যথা + ইচ্ছা
- গ. যথ + ইচ্ছা
- ঘ. যথে + ইচ্ছা
উত্তরঃ যথা + ইচ্ছা
'অত্যন্ত' এর সন্ধি বিচ্ছেদ কোনটি ?
- ক. অতি +অন্ত
- খ. অত্য + অন্ত
- গ. অতী + অন্ত
- ঘ. অতি + অন্ত্য
উত্তরঃ অতি +অন্ত
- ক. রূপ + আলি
- খ. রূপা +আলি
- গ. রূপ + লি
- ঘ. রূপা + লি
উত্তরঃ রূপা +আলি
বাংলা বানানে অধিকাংশ ক্ষেত্রে কোনটি না লেখার প্রবৃত্তি দেখা যায় ?
- ক. অনুস্বার (ং)
- খ. চন্দ্রবিন্দু (ঁ)
- গ. বিসর্গ (ঃ)
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ বিসর্গ (ঃ)
বাংলা ভাষায় সন্নিহিত দুটি স্বরের একটি লোপের উদাহরণ কোনটি ?
- ক. শঙ্কা
- খ. বিদ্যালয়
- গ. কাঁচকলা
- ঘ. শতেক
উত্তরঃ শতেক
স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনের নাম -
- ক. ব্যঞ্জন সন্ধি
- খ. স্বরবর্ণ
- গ. স্বরসন্ধি
- ঘ. বিসর্গ সন্ধি
উত্তরঃ স্বরসন্ধি
- ক. মিথ্য + উক
- খ. মিথ্যু + ওক
- গ. মিথ্যা + ওক
- ঘ. মিথ্যা + উক
উত্তরঃ মিথ্যা + উক
'কারাগার' এর সন্ধি বিচ্ছেদ কোনটি ?
- ক. কর + আগার
- খ. কার +আগার
- গ. কার + আগর
- ঘ. কারা + আগার
উত্তরঃ কারা + আগার
ত/দ -কারের পর জ/ঝ থাকলে ত/দ স্থানে কোনটি হয় ?
- ক. চ্চ/চ্ছ
- খ. জ্জ/জ্ঝ
- গ. দ্দ/দ্ধ
- ঘ. চ্ছ/জ্জ
উত্তরঃ জ্জ/জ্ঝ
- ক. সংস্কার
- খ. স্বয়ংবরা
- গ. তন্মধ্যে
- ঘ. শঙ্কা
উত্তরঃ স্বয়ংবরা
অঘোষ অল্পপ্রাণ ও ঘোষ অল্পপ্রাণ তালব্য ধ্বনির পরে নাসিক্য ধ্বনি তালব্য ধ্বনি হয়। এর উদাহরণ কোনটি ?
- ক. তৎ + রূপ = তদ্রুপ
- খ. সম + তাপ =সন্তান
- গ. রাজ + নী =রাজ্ঞী
- ঘ. তদ + কাল = তৎকাল
উত্তরঃ রাজ + নী =রাজ্ঞী
'মুখচ্ছবি' সন্ধি কোন নিয়মে পড়ে ?
- ক. স্বরধ্বনি + ব্যঞ্জনধ্বনি
- খ. ব্যঞ্জনধ্বনি + ব্যঞ্জনধ্বনি
- গ. ব্যঞ্জনধ্বনি + স্বরধ্বনি
- ঘ. ব্যঞ্জনধ্বনি + বিসর্গধ্বনি
উত্তরঃ স্বরধ্বনি + ব্যঞ্জনধ্বনি
ই-কারের পর ঈ -কার মিলে যে ঈ-কার হয়, তার উদাহরণ কোনটি ?
- ক. দিল্লীশ্বর
- খ. রবীন্দ্র
- গ. পরীক্ষা
- ঘ. অতীত
উত্তরঃ পরীক্ষা
অ -কার কিংবা আ -কারের পর ই- কার কিংবা ঈ -কার থাকলে উভয় মিলে কি ?
- ক. ঈ -কার
- খ. উ -কার
- গ. ও -কার
- ঘ. এ -কার
উত্তরঃ এ -কার
'কথামৃত' শব্দটি কোন সুত্রানুযায়ী হয়েছে ?
- ক. আ-কারের পর অ-কার যুক্ত হয়ে
- খ. অ-কারের পর অ -কার যুক্ত হয়েছে
- গ. আ-কারের পর আ-কার যুক্ত হয়ে
- ঘ. অ-কারের পর আকার যুক্ত হয়ে
উত্তরঃ আ-কারের পর অ-কার যুক্ত হয়ে
নিচের কোন সন্ধি বিচ্ছেদটি সঠিক ?
- ক. লাভ + লাভ
- খ. লাভ + আলাভ
- গ. লাভ + অলাভ
- ঘ. লাভা + অলাভ
উত্তরঃ লাভ + অলাভ
কোন ক্ষেত্রে সন্ধি করার নিয়ম নেই ?
- ক. ধ্বনি মাধুর্য রক্ষিত হলে
- খ. ধ্বনি মাধুর্য রক্ষিত না হলে
- গ. মিলন ঘটলে
- ঘ. উচ্চারণ সহজ হলে
উত্তরঃ ধ্বনি মাধুর্য রক্ষিত না হলে
'রাজ্ঞী' শব্দটি কোন সন্ধির অন্তর্গত ?
- ক. স্বরসন্ধির
- খ. ব্যঞ্জন সন্ধির
- গ. বিসর্গ সন্ধির
- ঘ. নিপাতনে সিদ্ধ
উত্তরঃ ব্যঞ্জন সন্ধির
- ক. জটিল করে
- খ. দুর্বোধ্য করে
- গ. সংক্ষিপ্ত করে
- ঘ. শ্রুতিমধুর করে
উত্তরঃ শ্রুতিমধুর করে
- ক. দুই শব্দের মিলন
- খ. দুই বাক্যের মিলন
- গ. দুই বর্ণের মিলন
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ দুই বর্ণের মিলন
'পর্যন্ত' এর সন্ধি বিচ্ছেদ কোনটি ?
- ক. পর + অন্ত
- খ. পরি + অন্ত
- গ. পরিঃ + অন্ত
- ঘ. পরঃ + অন্ত
উত্তরঃ পরি + অন্ত
'বনস্পতি ' এর সন্ধি বিচ্ছেদ কোনটি ?
- ক. বনঃ + পতি
- খ. বন + পতিঃ
- গ. বন + স্পতি
- ঘ. বন + পতি
উত্তরঃ বন + পতি
বিসর্গ সন্ধি কোন সন্ধির অন্তর্ভুক্ত ?
- ক. নিপাতনে সিদ্ধ সন্ধি
- খ. স্বরসন্ধি
- গ. ব্যঞ্জন সন্ধি
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ ব্যঞ্জন সন্ধি
- ক. স্বর সন্ধি
- খ. ব্যঞ্জন সন্ধি
- গ. বিসর্গ সন্ধি
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ বিসর্গ সন্ধি
কোন শব্দের বিসর্গের ব্যবহার নেই ?
- ক. তদ্ভব শব্দে
- খ. অর্ধতৎসম শব্দে
- গ. খাঁটি বাংলা শব্দে
- ঘ. যৌগিক শব্দে
উত্তরঃ খাঁটি বাংলা শব্দে
বাংলা ভাষার ব্যবহৃত সন্ধি কত প্রকার (বাংলায় মূলত সংস্কৃত সন্ধি প্রচলিত) ?
- ক. ২ প্রকার
- খ. ৩ প্রকার
- গ. ৪ প্রকার
- ঘ. ৫ প্রকার
উত্তরঃ ৩ প্রকার
প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি কোন নিয়মে হয়ে থাকে
- ক. সমীভবনের
- খ. বিষমীভবনের
- গ. অভিশ্রুতির
- ঘ. বিপ্রকর্ষের
উত্তরঃ সমীভবনের
- ক. তিন প্রকার
- খ. দুই প্রকার
- গ. চার প্রকার
- ঘ. ছয় প্রকার
উত্তরঃ দুই প্রকার
- ক. শব্দের পরিবর্ধন করা
- খ. শব্দকে দুর্বোধ্য করা
- গ. শব্দের স্বাভাবিক উচ্চারণের সহজপ্রবণতা আনয়ন
- ঘ. শব্দকে পরিশীলিত করা
উত্তরঃ শব্দের স্বাভাবিক উচ্চারণের সহজপ্রবণতা আনয়ন
সন্ধি ব্যকরণের কোন অংশে আলোচিত হয় ?
- ক. ধ্বনিতত্ত্বে
- খ. শব্দতত্ত্বে
- গ. রূপাতত্ত্ব
- ঘ. অর্থতত্ত্বে
উত্তরঃ ধ্বনিতত্ত্বে
‘অলঙ্কার’ শব্দের সঠিক সন্ধিজাত বিশ্লেণষণ কোনটি?
- ক. অলম + কার
- খ. অলং + কার
- গ. অ + লঙ্কার
- ঘ. অলঙ্ক + কার
উত্তরঃ অলম + কার
‘তাৎক্ষণিক’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনিট?
- ক. তৎ + ক্ষণিক
- খ. তাৎ + ক্ষণিক
- গ. ততক্ষণ + ইক
- ঘ. তৎক্ষণ + ইক
উত্তরঃ তৎক্ষণ + ইক
- ক. দূঃ + ঘটনা = দূর্ঘটনা
- খ. দূর + ঘটনা = দূর্ঘটনা
- গ. দুর + ঘটনা = দূর্ঘটনা
- ঘ. দুঃ + ঘটনা = দূর্ঘটনা
উত্তরঃ দুঃ + ঘটনা = দূর্ঘটনা
‘বিদ্যালয়’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. বিদ্যা+লয়
- খ. বিদ্যা+আলয়
- গ. বিদ্য+আলয়
- ঘ. বিদ্যা+অলয়
উত্তরঃ বিদ্যা+আলয়
‘পবিত্র’ শব্দটির কোনটি সটিক সন্ধি বিচ্ছেদ?
- ক. পো+বিত্র
- খ. পো+ইত্র
- গ. পো+ঈত্র
- ঘ. প+বিত্র
উত্তরঃ পো+ইত্র
‘সূর্যোদয়’ একটি সন্ধিবদ্ধ শব্দ্ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. সূ+উদয়
- খ. সূর্য+উদয়
- গ. সূর+উদয়
- ঘ. সূর্য্য+উদয়
উত্তরঃ সূর্য+উদয়
‘কৃষ্টি’ শব্দটি কোন্ সন্ধির উদাহরণ?
- ক. স্বরসন্ধির
- খ. ব্যঞ্জন সন্ধির
- গ. বিসর্গ সন্ধির
- ঘ. নিপাতনে সিদ্ধ সন্ধির
উত্তরঃ ব্যঞ্জন সন্ধির
‘উচ্ছাস’ শব্দটি কোন্ সন্ধির অন্তর্গত?
- ক. নিপাতনে সিদ্ধ সন্ধির
- খ. স্বরসন্ধির
- গ. বিসর্গ সন্ধির
- ঘ. ব্যঞ্জন সন্ধির
উত্তরঃ ব্যঞ্জন সন্ধির
‘মতৈক্য’ শব্দটি কোন্ সন্দির অন্তর্গত?
- ক. বিসর্গ সন্ধির
- খ. খাঁটি বাংলা সন্ধির
- গ. স্বরসন্ধির
- ঘ. নিপাতনে সিদ্ধ সন্ধির
উত্তরঃ স্বরসন্ধির
- ক. ব্যঞ্জন সন্ধি
- খ. স্বরসন্ধি
- গ. বিসর্গ সন্ধি
- ঘ. কোনটি না
উত্তরঃ ব্যঞ্জন সন্ধি
- ক. স্বরসন্ধি
- খ. ব্যঞ্জন সন্ধি
- গ. বিসর্গ সন্ধি
- ঘ. নিপাতনে সিদ্ধ সন্ধি
উত্তরঃ স্বরসন্ধি
‘মহা+ঐশ্চর্য’-এর সন্ধিবদ্ধ কোনটি?
- ক. মহেশ্চর্যা
- খ. মহাঐশ্চর্য
- গ. মহশ্বৈর্য
- ঘ. মহোশ্বর্য
উত্তরঃ মহশ্বৈর্য
- ক. নিপাতনে সিদ্ধ সন্ধির
- খ. ব্যঞ্জন সন্ধির
- গ. বিসর্গ ও স্বরের সন্ধির
- ঘ. বিসর্গ ও ব্যঞ্জন সন্ধির
উত্তরঃ বিসর্গ ও ব্যঞ্জন সন্ধির
‘জগজ্জীবন’ শব্দটি সন্ধির কোন্ নিয়ম অনুসারে হয়েছে?
- ক. ত+ঝ = জ্জ
- খ. ত+জ = জ্জ
- গ. দ+জ = জ্জ
- ঘ. দ+ঝ = জ্জ
উত্তরঃ ত+জ = জ্জ
- ক. নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি
- খ. ব্যঞ্জনসন্ধি
- গ. নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি
- ঘ. বিসর্গ সন্ধি
উত্তরঃ নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি
‘শুভেচ্ছা’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. শুভে+ইচ্ছা
- খ. শুভ+ইচ্ছা
- গ. শুভঃ+ইচ্ছা
- ঘ. শুভো+ইচ্ছা
উত্তরঃ শুভ+ইচ্ছা
- ক. স্বরসন্ধির
- খ. ব্যঞ্জন সন্ধির
- গ. বিসর্গ সন্ধির
- ঘ. সংস্কৃত সন্ধির
উত্তরঃ ব্যঞ্জন সন্ধির
‘প্রত্যুপকার’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. প্রতি+উপকার
- খ. প্রতি+অপকার
- গ. প্রতি+উপরকার
- ঘ. প্রত্যুপ+কার
উত্তরঃ প্রতি+উপকার
‘যাচ্ছেতাই’ এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
- ক. যাচ্ছে+তাই
- খ. যা+ইচ্ছে+তাই
- গ. ক, খ দুটাই
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ যা+ইচ্ছে+তাই
কোনটি সন্ধি গঠিত নির্ভুল শব্দ?
- ক. দূঃ+নীতি=দূর্নীতি
- খ. দূর+ণীতি=দূর্ণীতি
- গ. দুর+নীতি=দূর্ণীতি
- ঘ. দুঃ+নীতি=দূর্নীতি
উত্তরঃ দুঃ+নীতি=দূর্নীতি
'বিচ্ছিন্ন' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. বিচ+ছিন্ন
- খ. বি+ছিন্ন
- গ. বিৎ+চ্ছিন্ন
- ঘ. বিৎ+ছিন্ন
উত্তরঃ বি+ছিন্ন
'দুশ্চরিত্র' এর সন্ধি বিচ্ছেদ---
- ক. দুশ্চ+ইক
- খ. দুঃ+চরিত্র
- গ. দু+চরিত্র
- ঘ. দুঃ+চরিত
উত্তরঃ দুঃ+চরিত্র
প্রত্যুষ শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
- ক. প্রত্য+উষ
- খ. প্রত্য+ঊষ
- গ. প্রতি+উষ
- ঘ. প্রতি+ঊষ
উত্তরঃ প্রতি+উষ
- ক. স্বরসন্ধি
- খ. ব্যঞ্জন সন্ধি
- গ. বিসর্গ সন্ধি
- ঘ. নিপাতনে সিদ্ধ সন্ধি
উত্তরঃ স্বরসন্ধি
- ক. ধনু+বিদ্যা
- খ. ধনুঃ+বিদ্যা
- গ. ধনুর+বিদ্যা
- ঘ. ধনূঃ+বিদ্যা
উত্তরঃ ধনুঃ+বিদ্যা
‘বৃহস্পতি’ একটি সন্ধিবদ্ধ শব্দ। এর সন্ধিবিচ্ছেদ করলে পাওয়া যায়-
- ক. বৃহস্+পতি
- খ. বৃহৎ+পতি
- গ. বৃহঃ+পতি
- ঘ. বৃহস্পত+ই
উত্তরঃ বৃহৎ+পতি
'ছেলেমি' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ করুন-
- ক. ছে+লেমি
- খ. ছেলে+মি
- গ. ছেলে+আমি
- ঘ. ছে+এলেমি
উত্তরঃ ছেলে+আমি
‘গবাক্ষ’ শব্দটির কোনটি সঠিক সন্ধি বিচ্ছেদ?
- ক. গো+অক্ষ
- খ. গব+অক্ষ
- গ. গো+বক্ষ
- ঘ. গো+আক্ষ
উত্তরঃ গো+অক্ষ
‘ততোধিক’ শব্দের সন্ধি-বিচ্ছেদ করলে পাওয়া যায়-
- ক. তত+অধিক
- খ. তত+ধিক
- গ. ততঃ+অধিক
- ঘ. ততঃ+ধিক
উত্তরঃ ততঃ+অধিক
‘শচীন্দ্র’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. শচী+ইন্দ্র
- খ. শাচ+ইন্দ্র
- গ. সচ+ইন্দ্র
- ঘ. শ্বচ+ইন্দ্র
উত্তরঃ শচী+ইন্দ্র
‘গঙ্গোর্মি’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. গঙ্গ+উর্মি
- খ. গঙ্গা+উর্মি
- গ. গঙ্গা+ঊর্মি
- ঘ. গঙ্গা+ঊর্মী
উত্তরঃ গঙ্গা+ঊর্মি
- ক. বাগ্+দান
- খ. বাগ+দান
- গ. বাক+দান
- ঘ. বাক্+দান
উত্তরঃ বাক্+দান
নিচের কোনটি সঠিক সন্ধি বিচ্ছেদ?
- ক. অগ্নুৎ+পাত
- খ. অগ্নি+পাত
- গ. অগ্নি+উৎপাত
- ঘ. অগ্নী+উৎপাত
উত্তরঃ অগ্নি+উৎপাত
‘আশীর্বাদ’ একটি সন্ধিবদ্ধ শব্দ। এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. আশীর+বাদ
- খ. আশীঃ+বাদ
- গ. আশিঃ+বাদ
- ঘ. আশী+বাঁদ
উত্তরঃ আশীঃ+বাদ
‘ব্যঞ্জন’ শব্দটি সন্ধির কোন শ্রেণীভুক্ত?
- ক. স্বরসন্ধি
- খ. ব্যঞ্জন সন্ধি
- গ. বিসর্গ সন্ধি
- ঘ. নিপাতনে সিদ্ধ সন্ধি
উত্তরঃ স্বরসন্ধি
‘অন্যান্য’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. অন্য+আন্য
- খ. অন্যা+অন্য
- গ. অন্য+অন্য
- ঘ. অন্যা+অন্যা
উত্তরঃ অন্য+অন্য
‘দুর্দশা’ একট সন্ধিবদ্ধ শব্দ। এর সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যায়-
- ক. দুঃ+দশা
- খ. দুর+দশা
- গ. দুর্ধ+শা
- ঘ. দু+আশা
উত্তরঃ দুঃ+দশা
‘সপ্তর্ষি’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. সপ্ত+রষি
- খ. সপ্ত+ঋষি
- গ. সপ্তো+ঋষি
- ঘ. সপ্তঃ+ঋষি
উত্তরঃ সপ্ত+ঋষি
‘রাজর্ষি’ শব্দটির সন্দি বিচ্ছেদ কোনটি?
- ক. রাজা+রিষি
- খ. রাজ+ঐষি
- গ. রাজা+ঋষি
- ঘ. রাজ+ঋষি
উত্তরঃ রাজা+ঋষি
‘বনৌষধি’ একটি সন্ধিবদ্ধ শব্দ। এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. বন+ওষধি
- খ. বন+ঔষধ
- গ. বন+ঔষধি
- ঘ. বন+ওষোধি
উত্তরঃ বন+ওষধি
‘গ্রন্থাগার’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. গ্রন্থ+গর
- খ. গ্রন্থ+আগার
- গ. গ্রন্থ+গার
- ঘ. গ্রন্থ+ঘর
উত্তরঃ গ্রন্থ+আগার
- ক. সৎচরিত্র
- খ. সদচরিত্র
- গ. সচ্ছরিত্র
- ঘ. সচ্চরিত্র
উত্তরঃ সচ্চরিত্র
- ক. স্বরসন্ধির
- খ. ব্যঞ্জন সন্ধির
- গ. নিপাতনে সিদ্ধ সন্ধির
- ঘ. স-জাতবিসর্গ সন্ধির
উত্তরঃ স-জাতবিসর্গ সন্ধির
‘পরিচ্ছেদ’ শব্দটি কোন্ শ্রেণীর সন্ধির নিয়মে গঠিত?
- ক. বিসর্গ সন্ধি
- খ. ব্যঞ্জন সন্ধি
- গ. অনিয়মিত সন্ধি
- ঘ. স্বরসন্ধি
উত্তরঃ ব্যঞ্জন সন্ধি
বাগাড়ম্বর শব্দের সন্ধিবিচ্ছেদ-
- ক. বাগ + অম্বর
- খ. বাগ + আড়ম্বর
- গ. বাক্ + অম্বর
- ঘ. বাক্ + আড়ম্বর
উত্তরঃ বাক্ + আড়ম্বর
সাহচর্য শব্দের শুদ্ধ গঠন কোনটি?
- ক. সহ + চর + র্য
- খ. সহচর + ৎ ফলা
- গ. সহচর + য
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ সহচর + য
সন্ধি সাধিত শব্দ ‘পরস্পর’ কোন ধরনে সন্ধির দৃষ্টান্ত?
- ক. ব্যঞ্জন ধ্বনি
- খ. স্বর ধ্বনি
- গ. নিপাতনে সিদ্ধ
- ঘ. বিসর্গ সন্ধি
উত্তরঃ নিপাতনে সিদ্ধ
‘দর্শনীয়’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. দৃশ+অনীয়
- খ. দৃশ্য+অনীয়
- গ. দৃশ্য+নীয়
- ঘ. দৃশ্য+নীয়
উত্তরঃ দৃশ+অনীয়
- ক. শির+ছদ = শিরচ্ছেদ
- খ. শিরঃ+ছেদ = শিরচ্ছেদ
- গ. শিরো+ছেদ = শিরচ্ছেদ
- ঘ. শিরঃ + ছেদ = শিরশ্ছেদ
উত্তরঃ শিরঃ + ছেদ = শিরশ্ছেদ
‘মনোযোগ’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. মন+যোগ
- খ. মন+উৎ+যোগ
- গ. মনঃ+যোগ
- ঘ. মনো+যোগ
উত্তরঃ মনঃ+যোগ
- ক. মনস+কষ্ট
- খ. মনো+কষ্ট
- গ. মনোহ+কষ্ট
- ঘ. মনঃ+কষ্ট
উত্তরঃ মনঃ+কষ্ট
- ক. প্রাত+রাশ
- খ. প্রাতঃ+আশ
- গ. প্রাতঃ+রাশ
- ঘ. প্রাঃ+রাশ
উত্তরঃ প্রাতঃ+আশ
সংবিধান শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. সং+বিধান
- খ. সং+অবিধান
- গ. সম+বিধান
- ঘ. সম+ধান
উত্তরঃ সম+বিধান
- ক. সং+বাদ
- খ. সম + বাদ
- গ. সুম + বাদ
- ঘ. সু+ আবাদ
উত্তরঃ সম + বাদ
‘নিরবধি’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
- ক. নির+অবধি
- খ. নির+বধি
- গ. নিঃ+অবধি
- ঘ. নিঃ+বধি
উত্তরঃ নির+অবধি
‘দোলনা’ শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
- ক. দুল্+না
- খ. দোল+না
- গ. দোল+অনা
- ঘ. দোলনা+আ
উত্তরঃ দুল্+না
‘দ্যুলোক’ শব্দের যথার্থ সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. দুঃ+লোক
- খ. দিব্+লোক
- গ. দ্বি+লোক
- ঘ. দ্বিঃ+লোক
উত্তরঃ দিব্+লোক
‘পদ্ধতি’ শব্দের সন্ধিবিচ্ছেদ করলে পাওয়া যায়-
- ক. পদ+ধতি
- খ. পৎ+ধতি
- গ. পথ+ধতি
- ঘ. পদ্+হতি
উত্তরঃ পদ্+হতি
- ক. চল+চিত্র
- খ. চলত+চিত্র
- গ. চলৎ+চিত্র
- ঘ. চল+চীত্র
উত্তরঃ চলৎ+চিত্র
কোনটি ‘ক্ষুধার্ত’ শব্দের সন্ধিবিচ্ছেদ?
- ক. ক্ষুৎ+আর্ত
- খ. ক্ষুধা+আর্ত
- গ. ক্ষুধা+ঋত
- ঘ. ক্ষুধ+আর্ত
উত্তরঃ ক্ষুধা+ঋত
‘পিত্রালয়’ শব্দের সন্ধি বিচ্ছদ হচ্ছে-
- ক. পিতা+আলয়
- খ. পিতৃ+আলয়
- গ. পিত্রা+লয়
- ঘ. পিত্রি+আলয়
উত্তরঃ পিতৃ+আলয়
‘রবীন্দ্র’ এর সন্ধি বিচ্ছেদ কি?
- ক. রবী + ন্দ্র
- খ. রবি + ঈন্দ্র
- গ. রবি + ইন্দ্র
- ঘ. রব + ইন্দ্র
উত্তরঃ রবি + ইন্দ্র
‘বহ্ন্যুৎসব শব্দটির সন্ধিবিচ্ছেদ করলে পাই-
- ক. বহ্ন্যু + উৎসব
- খ. বহ্ন্যু + সব
- গ. বহ্ন্য + উৎসব
- ঘ. বহ্নি + উৎসব
উত্তরঃ বহ্নি + উৎসব
‘পরীক্ষা’ সন্ধি বিচ্ছেদ কি হবে?
- ক. পরী+ঈক্ষা
- খ. পরি + ইক্ষা
- গ. পরী+ইক্ষা
- ঘ. পরি+ঈক্ষা
উত্তরঃ পরি+ঈক্ষা
‘পাগলামী শব্দের সন্দিবিচ্ছেদ করলে পাওয়া যায়
- ক. পাগল+লামি
- খ. পাগল+মি
- গ. পাগল+আমি
- ঘ. পাগল+মি
উত্তরঃ পাগল+আমি
‘পর্যালোচনা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ-
- ক. পর্য+আলোচনা
- খ. পরি+আলোচনা
- গ. পর্যা+লোচনা
- ঘ. পর্যা+আলোচনা
উত্তরঃ পরি+আলোচনা
যেসব ক্ষেত্রে সন্ধি নিয়মানুসারে হয় না তাকে বলে
- ক. স্বরসন্ধি
- খ. ব্যঞ্জন সন্ধি
- গ. নিপাতনে সিদ্ধ সন্ধি
- ঘ. বিসর্গ সন্ধি
উত্তরঃ নিপাতনে সিদ্ধ সন্ধি
- ক. শব্দের মিলন
- খ. ধ্বনিগত মাধুর্য সৃষ্টি
- গ. শব্দগত মাধুর্য সৃষ্টি
- ঘ. বর্ণের মিল
উত্তরঃ ধ্বনিগত মাধুর্য সৃষ্টি
- ক. উচ্চারণের সুবিধা
- খ. লেখার সুবিধা
- গ. শোনার সুবিধা
- ঘ. পড়ার সুবিধা
উত্তরঃ উচ্চারণের সুবিধা
‘নিষ্ঠা’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. নিস + ঠা
- খ. নিঃ + ঠা
- গ. নিঃ + ষ্ঠা
- ঘ. কোনোটি নয়
উত্তরঃ নিঃ + ঠা
‘মাথায়’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. মাথা + আয়
- খ. মাথা + য়
- গ. মাথা + অয়
- ঘ. মাথা + এ
উত্তরঃ মাথা + এ
‘পবিত্র’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. প + বিত্র
- খ. প + অবিত্র
- গ. পো + ইত্র
- ঘ. পো + অবিত্র
উত্তরঃ পো + ইত্র
- ক. বৃজ + অন
- খ. ব + অর্জন
- গ. বুজ + অর্জন
- ঘ. বর + জন
উত্তরঃ বৃজ + অন
ব্যাকরণ অনুযায়ী খাঁটি বাংলা সন্ধি কয় প্রকার?
- ক. ৩ প্রকার
- খ. ৪ প্রকার
- গ. ২ প্রকার
- ঘ. ৭ প্রকার
উত্তরঃ ২ প্রকার
‘দ্যুলোক’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. দুঃ + লোক
- খ. দু + লোক
- গ. দিব + লোক
- ঘ. দ্যু + লোক
উত্তরঃ দিব + লোক
‘সংলাপ’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. সং + আলাপ
- খ. সমঃ + লাপ
- গ. সম + লাপ
- ঘ. সং + লাপ
উত্তরঃ সম + লাপ
‘গায়ক’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. গা + অক
- খ. গৈ + য়ক
- গ. গা + য়ক
- ঘ. গৈ + য়ক
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
‘মহর্ষি’ শব্দের সঠিক সন্ধি কোনটি?
- ক. মহ + আর্ষি
- খ. মহা + ঋষি
- গ. মহা + অর্ষি
- ঘ. মহো + ঋষি
উত্তরঃ মহা + ঋষি
‘মনীষা’ শব্দের সন্ধি বিচ্ছেদ কী?
- ক. মন + ঈষা
- খ. মনঃ + ইষা
- গ. মনস + ঈষা
- ঘ. মনো + ঈষা
উত্তরঃ মনস + ঈষা
‘গীতাঞ্জলি’ এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
- ক. গিতা + অঞ্জলি
- খ. গীত + অঞ্জলি
- গ. গীত + আঞ্জলি
- ঘ. গীতা + অঞ্জলি
উত্তরঃ গীতা + অঞ্জলি
‘সদ্যোজাত’ শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?
- ক. সৎ+জাত
- খ. সদ্যো+জাত
- গ. সদ্যঃ+জাত
- ঘ. সদ্য+জাত
উত্তরঃ সদ্যঃ+জাত
‘রবীন্দ্র’- এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. রবী + ইন্দ্র
- খ. রবী + ঈন্দ্র
- গ. রবি + ইন্দ্র
- ঘ. রবি + ঈন্দ্র
উত্তরঃ রবি + ইন্দ্র
‘দ্বৈপায়ন’ শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?
- ক. দ্বীপ + আয়ন
- খ. দ্বিপ + অনট
- গ. দ্বীপ + অয়ন
- ঘ. দ্বীপ + অনট
উত্তরঃ দ্বীপ + আয়ন
সন্ধি-সাধিত শব্দ ‘পরস্পর’ কোন ধরনের সন্ধির দৃষ্টান্ত?
- ক. ব্যঞ্জনধ্বনি
- খ. স্বরধ্বনি
- গ. নিপাতনে সিদ্ধ
- ঘ. বিসর্গ সন্ধি
উত্তরঃ নিপাতনে সিদ্ধ
বাগাড়ম্বর শব্দের সন্ধি-বিচ্ছেদ-
- ক. বাগ + অম্বর
- খ. বাগ + আড়ম্বর
- গ. বাক্ + অম্বর
- ঘ. বাক্ + আড়ম্বর
উত্তরঃ বাক্ + আড়ম্বর
- ক. বাক + দান = বাগদান
- খ. উৎ + ছেদ = উচ্ছেদ
- গ. পর + পর = পরস্পর
- ঘ. সম + সার = সংসার
উত্তরঃ পর + পর = পরস্পর
- ক. প্রাত + রাশ
- খ. প্রাতঃ + রাশ
- গ. প্রাতঃ + আশ
- ঘ. প্রাত + আশ
উত্তরঃ প্রাতঃ + আশ
- ক. পড়ার সুবিধা
- খ. লেখার সুবিধা
- গ. উচ্চারণের সুবিধা
- ঘ. শোনার সুবিধা
উত্তরঃ উচ্চারণের সুবিধা
‘রত্নাকর’ শব্দটির সন্ধি বিচ্ছেদ-
- ক. রত্না + কার
- খ. রত্ন + কর
- গ. রত্না + আকার
- ঘ. রত্ন + আকর
উত্তরঃ রত্ন + আকর
ব্যাকরণের কোন অংশে কারক সম্বন্ধে আলোচনা করা হয়?
- ক. ধ্বনিতত্ত্বে
- খ. অর্থতত্ত্বে
- গ. বাক্যতত্ত্বে
- ঘ. রূপতত্ত্বে
উত্তরঃ রূপতত্ত্বে
কোনটি ‘নিরাময়’ শব্দের সন্ধি-বিচ্ছেদ?
- ক. নিঃ + আময়
- খ. নিঃ + ময়
- গ. নির + ময়
- ঘ. নির + আময়
উত্তরঃ নিঃ + আময়
‘শশাঙ্ক’ শব্দের সন্ধি-বিচ্ছেদ -
- ক. শশ + অঙ্ক
- খ. শস + অঙ্ক
- গ. শশা + অঙ্ক
- ঘ. শসা + অঙ্ক
উত্তরঃ শশ + অঙ্ক
নিয়ম অনুসারে সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. রাজ্ + নী
- খ. রাগ্ + নী
- গ. রাজ্ + জ্ঞী
- ঘ. রাগ্ + জ্ঞী
উত্তরঃ রাজ্ + নী
‘দুর্যোগ’ এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
- ক. দুহঃ + যোগ
- খ. দুঃ + যোগ
- গ. দুর + যোগ
- ঘ. দুরঃ + যোগ
উত্তরঃ দুঃ + যোগ
‘ক্ষুধার্ত’ এর সন্ধি বিচ্ছেদ -
- ক. ক্ষুৎ + আর্ত
- খ. ক্ষুধা + আর্ত
- গ. ক্ষুধা + ঋত
- ঘ. ক্ষুধ + আর্ত
উত্তরঃ ক্ষুধা + ঋত
‘চতুষ্পদ’ শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
- ক. চতুর + পদ
- খ. চতুর্ষ + পদ
- গ. চতু + পদ
- ঘ. চতুঃ + পদ
উত্তরঃ চতুঃ + পদ
সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
- ক. রূপতত্ত্বে
- খ. বাক্যতত্ত্বে
- গ. অর্থতত্ত্বে
- ঘ. ধ্বনিতত্ত্বে
উত্তরঃ ধ্বনিতত্ত্বে
‘দুর্যোগ’ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. দুর + যোগ
- খ. দুঃ + যোগ
- গ. দু + যোগ
- ঘ. দুরোঃ + যোগ
উত্তরঃ দুঃ + যোগ
‘বনস্পতি’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. বনঃ + পতি
- খ. বন্ + পতি
- গ. বনস + পতি
- ঘ. বন + স্পতি
উত্তরঃ বনঃ + পতি
‘গবেষণা’ শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
- ক. গব + এষণা
- খ. গো + এষণা
- গ. গো + ষণা
- ঘ. গ + বেষণা
উত্তরঃ গো + এষণা
‘চলচ্চিত্র’ শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
- ক. চলৎ + চিত্র
- খ. চল + চিত্র
- গ. চলচ + চিত্র
- ঘ. চলিচ + চিত্র
উত্তরঃ চলৎ + চিত্র
- ক. মন + তাপ
- খ. মনস + তাপ
- গ. মনো + তাপ
- ঘ. মনঃ + তাপ
উত্তরঃ মনঃ + তাপ
‘প্রত্যুষ’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
- ক. প্রত্য + উষ
- খ. প্রত্য + ঊষ
- গ. প্রতি + উষ
- ঘ. প্রতি + ঊষ
উত্তরঃ প্রতি + উষ
‘সুধীন্দ্র’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. সুধী + ইন্দ্র
- খ. সুধি + ইন্দ্র
- গ. সুধি + ঈন্দ্র
- ঘ. সুধী + ঈন্দ্র
উত্তরঃ সুধী + ইন্দ্র
‘দ্বৈপায়ন’ শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ করুন।
- ক. দ্বীপ + আয়ন
- খ. দ্বীপ + অয়ন
- গ. দ্বিপ + অনট
- ঘ. দ্বীপ + অনট
উত্তরঃ দ্বীপ + অয়ন
‘উচ্ছেদ’ এর সঠিক সন্ধি বিচ্ছেদ হলো :
- ক. উচ + ছেদ
- খ. উচ্চ + ছেদ
- গ. উৎ + ছেদ
- ঘ. উচ্ছে + উদ
উত্তরঃ উৎ + ছেদ
‘রত্নাকর’ শব্দটির সন্ধি-বিচ্ছেদ -
- ক. রত্ন + কর
- খ. রত্ন + আকর
- গ. রত্না + কর
- ঘ. রত্না + আকর
উত্তরঃ রত্ন + আকর
- ক. জল + একা
- খ. জল + ওকা
- গ. জল + ঔকা
- ঘ. জল + ঐকা
উত্তরঃ জল + ওকা
‘বনস্পতি’ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. বনঃ + পতি
- খ. বন্ + স্পতি
- গ. বন + পতিঃ
- ঘ. বন্ + পতি
উত্তরঃ বন্ + পতি
‘সন্ধি’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
- ক. ভাষাতত্ত্বে
- খ. ধ্বনিতত্ত্বে
- গ. রূপতত্ত্বে
- ঘ. বাক্যতত্ত্বে
উত্তরঃ ধ্বনিতত্ত্বে
- ক. বাগ + অম্বর
- খ. বাগ + অড়ম্বর
- গ. বাক্ + অম্বর
- ঘ. বাক্ + আড়ম্বর
উত্তরঃ বাক্ + আড়ম্বর
‘পর্যন্ত’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. পর্য + ন্ত
- খ. পরি + অন্ত
- গ. পর্য + অন্ত
- ঘ. প + যন্ত
উত্তরঃ পরি + অন্ত
‘নিষ্পত্তি’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. নিঃ + পত্তি
- খ. নিঃ + স্পত্তি
- গ. নিষ্ + পত্তি
- ঘ. নিস্ + পত্তি
উত্তরঃ নিঃ + পত্তি
‘বাচস্পতি’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. বাচ + পতি
- খ. বাচঃ + পতি
- গ. বাচস্ + পতি
- ঘ. বাচসঃ + পতি
উত্তরঃ বাচঃ + পতি
‘রবীন্দ্র’ শব্দের সন্ধি বিচ্ছেদ কি?
- ক. রবী + ইন্দ্র
- খ. রবি + ঈন্দ্র
- গ. রবি + ইন্দ্র
- ঘ. রবী + ঈন্দ্র
উত্তরঃ রবি + ইন্দ্র
যে সন্ধিগুলো কোনো নিয়ম অনুসারে হয় না এগুলোকে কি বলে?
- ক. নিপাতনে সন্ধি
- খ. ব্যাসবাক্য
- গ. বিসর্গসন্ধি
- ঘ. স্বরসন্ধি
উত্তরঃ নিপাতনে সন্ধি
‘পুষ্পারতি’ শব্দের সন্ধি বিচ্ছেদ -
- ক. পুষ্প + রতি
- খ. পুষ্পা + আরতি
- গ. পুষ্পা + রতি
- ঘ. পুষ্প + আরতি
উত্তরঃ পুষ্প + আরতি
‘অদ্রীশ’ শব্দের সন্ধিবিচ্ছেদ হবে কোনটি?
- ক. অদ্রি + ঈশ
- খ. অদ্রী + ইশ
- গ. অদ্রি + ইশ
- ঘ. অদ্রী + ঈশ
উত্তরঃ অদ্রি + ঈশ
‘রবীন্দ্র’ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. রবী + ঈন্দ্র
- খ. রবী + ইন্দ্র
- গ. রবি + ইন্দ্র
- ঘ. বি + ঈন্দ্র
উত্তরঃ রবি + ইন্দ্র
পদ্ধতি শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
- ক. পদ + ধতি
- খ. পৎ + ধতি
- গ. পথ + ধতি
- ঘ. পদ্ + হতি
উত্তরঃ পদ্ + হতি
‘ব্যাকরণ’ শব্দের সন্ধি বিচ্ছেদ কী?
- ক. বি + আ + কৃ + অণ
- খ. বি + আ + কৃ + অন
- গ. বি + অ + কৃ + অণ
- ঘ. বি + আ + ক + অণ
উত্তরঃ বি + আ + কৃ + অন
বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশে কোন বিষয়টি আলোচনা করা হয়?
- ক. সন্ধি
- খ. সমাস
- গ. কারক
- ঘ. প্রত্যয়
উত্তরঃ সন্ধি
রবীন্দ্র এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. রবী + ইন্দ্র
- খ. রবি + ইন্দ্র
- গ. রবি + ঈন্দ্র
- ঘ. রবী + ঈন্দ্র
উত্তরঃ রবি + ইন্দ্র
- ক. লোহিত সাগর ও ভূমধ্যসাগরকে
- খ. ওমান উপসাগর ও পারস্য উপসাগরকে
- গ. জিব্রাল্টার ও লোহিত সাগরকে
- ঘ. ভূমধ্যসাগর ও আরব সাগরকে
উত্তরঃ ওমান উপসাগর ও পারস্য উপসাগরকে
‘মনীষা’ শব্দের সন্ধি বিচ্ছেদ হল -
- ক. মন + ঈষা
- খ. মন + ইসা
- গ. মনস + ঈসা
- ঘ. মনস + ইসা
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
‘বনস্পতি’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. বনঃ + পতি
- খ. বন + পতি
- গ. বনস + পতি
- ঘ. বন + স্পতি
উত্তরঃ বন + পতি
‘রবীন্দ্র’ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. রবী + ঈন্দ্র
- খ. রবী + ইন্দ্র
- গ. রবি + ইন্দ্র
- ঘ. রবি + ঈন্দ্র
উত্তরঃ রবি + ইন্দ্র
‘মনোযোগ’ শব্দটি কোন সন্ধিতে গঠিত?
- ক. নিপাতনে সিদ্ধ
- খ. ব্যঞ্জন সন্ধি
- গ. বিসর্গ সন্ধি
- ঘ. স্বরসন্ধি
উত্তরঃ বিসর্গ সন্ধি
‘দুরবস্থা’ শব্দটি সন্ধি বিচ্ছেদ করা হলে নিচের কোনটি পাওয়া যায়?
- ক. দুঃ + অবস্থা
- খ. দূর + বস্থা
- গ. দুর + বস্থা
- ঘ. দুর + অবস্থা
উত্তরঃ দুঃ + অবস্থা
“সর্বাঙ্গীণ ” শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় -
- ক. সর্বঙ্গ + ঈন
- খ. সর্ব + অঙ্গীন
- গ. সর্ব + ঙ্গীন
- ঘ. সর্বাঙ্গ + ঈন
উত্তরঃ সর্বাঙ্গ + ঈন
‘মনীষা’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. মন + ঈষা
- খ. মনঃ + ইষা
- গ. মনস + ঈষা
- ঘ. মনো + ঈষা
উত্তরঃ মনস + ঈষা
‘উজ্জ্বল’ শব্দের সঠিক সন্ধি বিশ্লেষণ কোনটি?
- ক. উজ + উল
- খ. উৎ + জ্বল
- গ. উজ্জ + জল
- ঘ. উজ্জ্ব + জল
উত্তরঃ উৎ + জ্বল
‘মনীসা’ শব্দের সন্ধি বিচ্ছেদ হলো -
- ক. মন + ঈষা
- খ. মন + ইসা
- গ. মনস + ঈসা
- ঘ. মনস + ইসা
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
- ক. নৈ + বিক
- খ. নো + ইক
- গ. নে + ইক
- ঘ. কোনোটি নয়
উত্তরঃ কোনোটি নয়
- ক. পুর + কার
- খ. পুর + শকার
- গ. পুরঃ + কার
- ঘ. পুরস + কার
উত্তরঃ পুরঃ + কার
‘তৃষ্ণার্ত’ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. তৃষ্ণা + আর্ত
- খ. তৃষ্ণা + ঋত
- গ. উভয়ই
- ঘ. কোনোটিই নয়
উত্তরঃ তৃষ্ণা + ঋত
‘বিচ্ছেদ’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
- ক. বিচ + ছেদ
- খ. বি + ছেদ
- গ. বিচঃ + ছেদ
- ঘ. বিঃ + ছেদ
উত্তরঃ বি + ছেদ
সন্ধি ব্যাকরণের কোন অংশে আলাচিত হয়?
- ক. ভাষাতত্ত্ব
- খ. ধ্বনিতত্ত্ব
- গ. রূপতত্ত্ব
- ঘ. বাক্যতত্ত্ব
উত্তরঃ ধ্বনিতত্ত্ব
‘মহৌষধি’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. মহ + ওষধি
- খ. মহা + ওষধি
- গ. মহ + ঔষধি
- ঘ. মহা + ঔষধি
উত্তরঃ মহা + ওষধি
‘তৃষ্ণার্ত’ সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. তৃষ্ণা + আর্ত
- খ. তৃষ্ণা + ঋত
- গ. তৃষ্ণা + ষ্ণর্ত
- ঘ. তৃষ্ণা + রিত
উত্তরঃ তৃষ্ণা + ঋত
‘অত্যন্ত’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. অত্য + অন্ত
- খ. অতি + অন্ত্য
- গ. অতি + ন্ত
- ঘ. অতি + অনত
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
নিচের কোনটি ‘অন্বেষণ’ শব্দের সন্ধিবিচ্ছেদ?
- ক. অণু + এষণ
- খ. অনু + এষণ
- গ. অণু + এষন
- ঘ. অনু + এষন
উত্তরঃ অনু + এষণ
নিচের কোনটি ‘ষড়ানন’ শব্দের সন্ধিবিচ্ছেদ?
- ক. ষড় + আনন
- খ. ষটা + আনন
- গ. ষড় + আনন
- ঘ. কোনোটিই নয়
উত্তরঃ কোনোটিই নয়
‘নিরবধি’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. নিঃ + অবধি
- খ. নির + বধি
- গ. নিরব + অবধি
- ঘ. নিরঃ + বধি
উত্তরঃ নিঃ + অবধি
‘উত্থাপন’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. উঃ + স্থাপন
- খ. উৎ + স্থাপন
- গ. উথ + স্থাপন
- ঘ. উঃ + থাপন
উত্তরঃ উৎ + স্থাপন
‘উদ্যোগ’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
- ক. উদ + যোগ
- খ. উৎ + যোগ
- গ. উদ্যো + গ
- ঘ. উত + যোগ
উত্তরঃ উৎ + যোগ
‘প্রতীক্ষা’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. প্রতি + ইক্ষা
- খ. প্রতি + ঈক্ষা
- গ. প্রতী + ইক্ষা
- ঘ. প্রতি + ইক্ষ
উত্তরঃ প্রতি + ঈক্ষা
‘দুর্গতি’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. দুঃ + গতি
- খ. দুর + গতি
- গ. দূর + গতি
- ঘ. দুস + গতি
উত্তরঃ দুঃ + গতি
‘চতুষ্পদ’ -শব্দের সন্ধি বিচ্ছেদ কি?
- ক. চতু + পদ
- খ. চুতঃ + পদ
- গ. চতুষ + পদ
- ঘ. চতু + সপদ
উত্তরঃ চুতঃ + পদ
‘স্বাধীনতা’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. সু + অধীনতা
- খ. স + অধীনতা
- গ. শ + অধীনতা
- ঘ. স্ব + অধীনতা
উত্তরঃ স্ব + অধীনতা
‘দ্যুলোক’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. দ্যুঃ + লোক
- খ. দুই + লোক
- গ. দ্বি + লোক
- ঘ. দিব + লোক
উত্তরঃ দিব + লোক
- ক. ধ্বনি পরিবর্তন
- খ. অর্থের পরিবর্তন
- গ. পদের পরিবর্তন
- ঘ. বাক্য সংকোচন
উত্তরঃ ধ্বনি পরিবর্তন
‘তন্বী’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. তনু + ঈ
- খ. তনু + ই
- গ. তনু + বী
- ঘ. তনী + ন
উত্তরঃ তনু + ঈ
‘নিরন্ন’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. নি + অন্ন
- খ. নির + অন্ন
- গ. নিঃ + অন্ন
- ঘ. নির + ন্ন
উত্তরঃ নিঃ + অন্ন
- ক. নব + অন্ন
- খ. নবো + অন্ন
- গ. নবঃ + অন্ন
- ঘ. নব + ণ্য
উত্তরঃ নব + অন্ন
দ্যুলোক শব্দের যথার্থ সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. দুঃ+লোক
- খ. দিব্+লোক
- গ. দ্বি+লোক
- ঘ. দ্বিঃ+লোক
উত্তরঃ দিব্+লোক