সমাস

251. ‘মুখ চন্দ্রের ন্যায়’ -কোন সমাস?

  • ক. দ্বন্দ্ব সমাস
  • খ. তৎপুরুষ সমাস
  • গ. অব্যয়ীভাব সমাস
  • ঘ. উপমিত কর্মধারয়

উত্তরঃ উপমিত কর্মধারয়

বিস্তারিত

252. যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যপদের বিলুপ্তি ঘটে তাকে কি বলা হয়?

  • ক. উপমান কর্মধারয়
  • খ. উপমিত কর্মধারয়
  • গ. রূপক কর্মধারয়
  • ঘ. মধ্যপদলোপী কর্মধারয়

উত্তরঃ মধ্যপদলোপী কর্মধারয়

বিস্তারিত

253. ‘চিরসুখী’ কোন সমাস?

  • ক. দ্বন্দ্ব
  • খ. দ্বিগু
  • গ. দ্বিতীয়া তৎপুরুষ
  • ঘ. অব্যয়ীভাব

উত্তরঃ দ্বিতীয়া তৎপুরুষ

বিস্তারিত

254. ‘তালতমাল’ কোন সমাস?

  • ক. দ্বন্দ্ব
  • খ. দ্বিগু
  • গ. ব্যতিহার বহুব্রীহি
  • ঘ. অব্যয়ীভাব

উত্তরঃ দ্বন্দ্ব

বিস্তারিত

255. ‘চা-বাগান’ শব্দটির ব্যাসবাক্য কি?

  • ক. চা ও বাগান
  • খ. চা হতে যে বাগান
  • গ. চায়ের বাগান
  • ঘ. চা উৎপন্ন বাগান

উত্তরঃ চায়ের বাগান

বিস্তারিত

256. ‘খেয়াঘাট’ সমস্তপদটির ব্যাসবাক্য কি?

  • ক. খেয়ার ঘাট
  • খ. খেয়া ও ঘাট
  • গ. খেয়ার নিমিত্ত ঘাট
  • ঘ. সবগুলো ঠিক

উত্তরঃ খেয়ার ঘাট

বিস্তারিত

257. ‘জলচর’ কোন সমাস?

  • ক. উপপদ তৎপুরুষ
  • খ. কর্মধারয়
  • গ. দ্বিগু
  • ঘ. অব্যয়ীভাব

উত্তরঃ উপপদ তৎপুরুষ

বিস্তারিত

258. ‘অলৌকিক’ কোন সমাস?

  • ক. দ্বন্দ্ব
  • খ. কর্মধারয়
  • গ. নঞ তৎপুরুষ
  • ঘ. দ্বিগু

উত্তরঃ নঞ তৎপুরুষ

বিস্তারিত

259. ‘গরমিল’ -এর সঠিক ব্যাসবাক্য কোনটি?

  • ক. মিলের অবাব
  • খ. অমিলের সদৃশ
  • গ. মিল ও অমিল
  • ঘ. অমিল রূপের ন্যায়

উত্তরঃ মিলের অবাব

বিস্তারিত

260. ‘নীলকণ্ঠ’ কোন সমাস?

  • ক. সমানাধিকরণ বহুব্রীহি
  • খ. দ্বিগু
  • গ. ব্যতিহার বহুব্রীহি
  • ঘ. রূপক কর্মধারয়

উত্তরঃ সমানাধিকরণ বহুব্রীহি

বিস্তারিত

261. ‘সুগন্ধি’ কোন সমাস?

  • ক. কর্মধারয়
  • খ. প্রাদি
  • গ. বহুব্রীহি
  • ঘ. দ্বন্দ্ব

উত্তরঃ বহুব্রীহি

বিস্তারিত

262. ‘দেশে বিদেশে’ কোন সমাস?

  • ক. অলুক দ্বন্দ্ব
  • খ. অবয়ীভাব
  • গ. ব্যতিহার বহুব্রীহি
  • ঘ. দ্বিগু

উত্তরঃ অলুক দ্বন্দ্ব

বিস্তারিত

263. ব্যাপ্তি বোঝালে কোন সমাস হয়?

  • ক. পঞ্চমী তৎপুরুষ
  • খ. দ্বিতীয়া তৎপুরুষ
  • গ. চতুর্থী তৎপুরুষ
  • ঘ. সপ্তমী তৎপুরুষ

উত্তরঃ দ্বিতীয়া তৎপুরুষ

বিস্তারিত

264. ‘পলান্ন’ কোন সমাস?

  • ক. রূপক কর্মধারয়
  • খ. মধ্যপদলোপী কর্মধারয়
  • গ. উপমিত কর্মধারয়
  • ঘ. উপমান কর্মধারয়

উত্তরঃ মধ্যপদলোপী কর্মধারয়

বিস্তারিত

265. ‘অসুর’ সমস্ত পদটির ব্যাসবাক্য কি?

  • ক. সুরের অভাব
  • খ. দস্যুবিশেষ
  • গ. তালের অভাব
  • ঘ. সুরবিরোধী

উত্তরঃ সুরবিরোধী

বিস্তারিত

266. ‘তুষারশুভ্র’ -এর ব্যাসবাক্য কি?

  • ক. তুষারের ন্যায় শুভ্র
  • খ. তুষার যেমন শুভ্র
  • গ. তুষার শুভ্রের ন্যায়
  • ঘ. শুভ্র তুষারের ন্যায়

উত্তরঃ তুষারের ন্যায় শুভ্র

বিস্তারিত

267. ন আদর - অনাদর। এটি কোন সমাসের উদাহরণ?

  • ক. বহুব্রীহি
  • খ. নঞ বহুব্রীহি
  • গ. দ্বিগু
  • ঘ. নঞ তৎপুরুষ

উত্তরঃ নঞ তৎপুরুষ

বিস্তারিত

268. পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্য হলে কোন বহুব্রীহি সমাস হয়?

  • ক. সমানাধিকরণ
  • খ. প্রত্যয়ান্ত
  • গ. ব্যাধিকরণ
  • ঘ. কোনটিই না

উত্তরঃ সমানাধিকরণ

বিস্তারিত

269. 'অবোধ' কোন সমাস(নাই বোধ যার)?

  • ক. অব্যয়ীভাব
  • খ. তৎপুরুষ
  • গ. কর্মধারয়
  • ঘ. বহুব্রীহি

উত্তরঃ বহুব্রীহি

বিস্তারিত

270. কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ?

  • ক. বিমনা
  • খ. সজ্জন
  • গ. প্রভাত
  • ঘ. নির্বিঘ্ন

উত্তরঃ বিমনা

বিস্তারিত

271. কোনটি বহুব্রীহি সমাস?

  • ক. সুপুরুষ
  • খ. দশানন
  • গ. সাদাকালো
  • ঘ. চৌরাস্তা

উত্তরঃ দশানন

বিস্তারিত

272. 'পকেট মার' কোন সমাসের উদাহরণ ?

  • ক. পঞ্চমী তৎপুরুষ
  • খ. উপপদ তৎপুরুষ
  • গ. প্রাদি সমাস
  • ঘ. বহুব্রীহি সমাস

উত্তরঃ বহুব্রীহি সমাস

বিস্তারিত

273. নিচের কোনটি ব্যাতিহার বহুব্রীহির উদাহরণ?

  • ক. কানাকানি
  • খ. আশীবিষ
  • গ. হাতেখড়ি
  • ঘ. হাতেনাতে

উত্তরঃ কানাকানি

বিস্তারিত

274. বেমানান(মানানোর অভাব)?

  • ক. অব্যয়ীভাব
  • খ. তৎপুরুষ
  • গ. বহুব্রীহি
  • ঘ. দ্বিগু

উত্তরঃ অব্যয়ীভাব

বিস্তারিত

275. 'অনুতাপ' (তাপের পশাৎ) কোন সমাস?

  • ক. অব্যয়ীভাব
  • খ. তৎপুরুষ
  • গ. কর্মধারয়
  • ঘ. বহুব্রীহি

উত্তরঃ অব্যয়ীভাব

বিস্তারিত

  • avatar
    Anonymous - 1 month ago
    ‘তপোবন’ কোন সমাস?

Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects