ভাষারীতি
সাধুও চলিত রীতিতে অভিন্নরূপেব্যবহৃত হয়?
- ক. অব্যয়
- খ. সম্বোধন পদ
- গ. সর্বনাম
- ঘ. ক্রিয়া
উত্তরঃ অব্যয়
সাধুরীতি ও চলিতরীতির পার্থক্য কোন পদে বেশি?
- ক. সর্বনাম ও বিশেষ্য
- খ. ক্রিয়া ও সর্বনাম
- গ. ক্রিয়া ও অব্যয়
- ঘ. অবয় ও ক্রিয়া
উত্তরঃ ক্রিয়া ও সর্বনাম
'অত্র অফিসের সবাই আজ উপস্থিত' বাক্যে 'অত্র' শব্দটি যে কারণে অশুদ্ধ--
- ক. শব্দ প্রয়োগজনিত
- খ. অপ্রয়োজনিত
- গ. শব্দের গঠনগত
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ শব্দ প্রয়োগজনিত
'আপনার একান্ত বাধ্যগত' এখানে 'বাধ্যগত' যে কারনে অশুদ্ধ----
- ক. সন্ধিগত
- খ. বচনগত
- গ. শব্দের গঠনগত
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ শব্দের গঠনগত
'বিচিত চিন্তা' কৃতি-লেখক আহমেদ শরীফের শ্রেষ্ঠ কৃতী এখানে কি ধরনের অপপ্রয়োগ ঘটেছে?
- ক. কারকের
- খ. পদের
- গ. বচনের
- ঘ. বিভক্তির
উত্তরঃ পদের
'অজ্ঞান' কে 'অজ্ঞানতা' শব্দের দ্বারা প্রকাশ যে ধরনের অপপ্রয়োগ--
- ক. সংখ্যাজনিত
- খ. বাহুল্যজনিত
- গ. বছনজনিত
- ঘ. সংগাজনিত
উত্তরঃ বাহুল্যজনিত
- ক. সংখ্যাজনিত
- খ. ব্যাখ্যাজনিত
- গ. বচনজনিত
- ঘ. সংগাজনিত
উত্তরঃ বচনজনিত
সাধুভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেন-
- ক. রাজা মনি মোহন রায়
- খ. রাজা রামমোহন রায়
- গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- ঘ. অক্ষয় কুমার দত্ত
উত্তরঃ রাজা রামমোহন রায়
ভাষার কোন রীতি কেবলমাত্র লেখ্যরূপে ব্যবহৃত হয় ?
- ক. কথ্য রীতি
- খ. আঞ্চলিক রীতি
- গ. সাধু রীতি
- ঘ. চলিত রীতি
উত্তরঃ সাধু রীতি
কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট?
- ক. চলিত ভাষা
- খ. কথ্য ভাষা
- গ. লেখ্য ভাষা
- ঘ. সাধু ভাষা
উত্তরঃ সাধু ভাষা
- ক. সপ্তম শতাব্দী
- খ. অষ্টম শতাব্দী
- গ. নবম শতাব্দী
- ঘ. দশম শতাব্দী
উত্তরঃ সপ্তম শতাব্দী
বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত?
- ক. দ্রাবীড়
- খ. ইন্দো- ইউরোপীয়
- গ. দক্ষিণ-পূর্ব এশিয়া
- ঘ. ইউরোপীয়
উত্তরঃ ইন্দো- ইউরোপীয়
বাংলা ভাষায় কোন রীতি সুনির্দিষ্ট ব্যাকরণের অনুসারী?
- ক. চলিত রীতি
- খ. সাধু রীতি
- গ. আঞ্চলিক রীতি
- ঘ. কথ্য রীতি
উত্তরঃ সাধু রীতি
বাংলা ভাষায় সাধুরীতির আগমন যে ভাষা থেকে?
- ক. আঞ্চলিক ভাষা
- খ. উর্দু ভাষা
- গ. সংস্কৃত ভাষা
- ঘ. হিন্দি ভাষা
উত্তরঃ সংস্কৃত ভাষা
কোন ভাষারীতিতে দেশী শব্দের প্রয়োগ বেশি দেখা যায়?
- ক. আঞ্চলিক কথ্য রীতিতে
- খ. চলিত রীতিতে
- গ. সাধু রীতিতে
- ঘ. কোনটি না
উত্তরঃ আঞ্চলিক কথ্য রীতিতে
কোন ভাষারীতির কোন ধরাবাধা নিয়ম নেই?
- ক. আঞ্চলিক/উপভাষা
- খ. সাধুভাষা
- গ. চলিত ভাষা
- ঘ. পালি ভাষা
উত্তরঃ আঞ্চলিক/উপভাষা
নিচের কোনটি সাধু রীতির উদাহরণ?
- ক. আমি তার সাথে দেখা করলাম
- খ. সে গতকাল ঢাকা গিয়েছিল
- গ. মিনা তাহাকে দেখিয়াছে
- ঘ. সেদিন তারা গেল
উত্তরঃ মিনা তাহাকে দেখিয়াছে
- ক. লেখন নির্ভরশীলতা
- খ. গুরুগম্ভীর
- গ. কথন নির্ভরশীলতা
- ঘ. উপরের সবকটি
উত্তরঃ কথন নির্ভরশীলতা
- ক. মধুসূদন দত্ত
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. প্যারীচাঁদ মিত্র
- ঘ. প্রমথ চৌধুরী
উত্তরঃ প্রমথ চৌধুরী
- ক. সাধু ও আঞ্চলিক
- খ. সাধু ও চলিত
- গ. চলিত ও আঞ্চলিক
- ঘ. আঞ্চলিক ও আন্তর্জাতিক
উত্তরঃ সাধু ও চলিত
‘তোমাকে দেখে খুবই খুশি হলাম’ এই বাক্যটি কোন ভাষারীতিতে লেখা?
- ক. সাধু
- খ. চলিত
- গ. আঞ্চলিক
- ঘ. কথ্য
উত্তরঃ চলিত
বাংলা ভাষার কোন রীতির সুনির্দিষ্ট ব্যাকরণ রয়েছে?
- ক. কথ্য রীতির
- খ. আঞ্চলিক রীতির
- গ. লেখ্য রীতির
- ঘ. সাধুরীতির
উত্তরঃ সাধুরীতির
ভাষার কোন রীতি কৃত্রিমতা বর্জিত?
- ক. চলিত রীতি
- খ. সাধু রীতি
- গ. কথ্যরীতি
- ঘ. কোনটাই নয়
উত্তরঃ চলিত রীতি
ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী?
- ক. চলিত রীতি
- খ. আঞ্চলিক রীতি
- গ. কথ্যরীতি
- ঘ. সাধুরীতি
উত্তরঃ সাধুরীতি
সাধু ভাষায় কোন পদ বিশেষ রীতি মেনে চলে?
- ক. বিশেষ্য ও বিশেষণ
- খ. সর্বনাম ও ক্রিয়া
- গ. বিশেষ্য ও ক্রিয়া
- ঘ. ক্রিয়া ও বিশেষণ
উত্তরঃ সর্বনাম ও ক্রিয়া
কোনটি চলিত ভাষার নিজস্ব বিশেষ বৈশিষ্ট্য?
- ক. তৎসম শব্দবহুলতা
- খ. তদ্ভব শব্দবহুলতা
- গ. প্রাচীনতা
- ঘ. অমার্জিতা
উত্তরঃ তদ্ভব শব্দবহুলতা
- ক. ইন্দো-এশিয়ান
- খ. ইন্দো-অস্ট্রেলিয়ান
- গ. ইন্দো-আফ্রিকান
- ঘ. ইন্দো-ইউরোপীয়ান
উত্তরঃ ইন্দো-ইউরোপীয়ান
মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ও মনোভাব প্রকাশক ধ্বনি সমষ্টিকে বলে
- ক. বর্ণ
- খ. শব্দ
- গ. বাক্য
- ঘ. ভাষা
উত্তরঃ ভাষা
বাংলা ভাষার উদ্ভব সম্পর্কে ড. মুহাম্মদ শহীদুল্লাহর মত হচ্ছে-
- ক. গৌড়ীয় অপভ্রংশ
- খ. মাগধী অপভ্রংশ
- গ. গৌড় অপভ্রংশ
- ঘ. প্রাচীন অবহট্ঠ
উত্তরঃ গৌড়ীয় অপভ্রংশ
- ক. চার
- খ. পাঁচ
- গ. ছয়
- ঘ. সাত
উত্তরঃ চার
- ক. তিন
- খ. চার
- গ. পাঁচ
- ঘ. ছয়
উত্তরঃ তিন
সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়?
- ক. বিশেষ্য ও বিশেষণ
- খ. ক্রিয়া ও সর্বনাম
- গ. বিশেষ্য ও ক্রিয়া
- ঘ. বিশেষণ ও ক্রিয়া
উত্তরঃ ক্রিয়া ও সর্বনাম
‘পার হইয়া’- এই ক্রিয়া পদের সাধু রূপটি চলিত রূপে রূপান্তরিত করলে কি হবে?
- ক. পার হয়ে
- খ. পারায়ে
- গ. পেরিয়ে
- ঘ. পার হইয়ে
উত্তরঃ পার হয়ে
সংস্কৃত ভাষা থেকে কোন ভাষার উৎপত্তি হয়েছে?
- ক. বাংলা
- খ. হিন্দি
- গ. ফারসি
- ঘ. ক ও খ দুটোই
উত্তরঃ ক ও খ দুটোই
নিচের কোন বাক্যটি চলিত ভাষার ক্ষেত্রে প্রযোজ্য নয়?
- ক. তদ্ভব ও অর্ধ তৎসম শব্দের ব্যবহার অপেক্ষাকৃত বেশী
- খ. সর্বনামের পূর্ণরূপ ব্যবহার করা হয় না
- গ. চলতি ভাষা কৃত্রিম ও অপরিবর্তনীয়
- ঘ. নাটকের সংলাপ ও বক্তৃতার জন্য চলিত ভাষা অত্যন্ত উপযোগী
উত্তরঃ চলতি ভাষা কৃত্রিম ও অপরিবর্তনীয়
কোন ভাষায় সাহিত্যের গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায়?
- ক. কথ্য ভাষায়
- খ. সাধু ভাষায়
- গ. আঞ্চলিক ভাষায়
- ঘ. চলিত ভাষায়
উত্তরঃ সাধু ভাষায়
বাংলা ভাষার সাধুরীতির বৈশিষ্ট্য কোনটি?
- ক. বিশেষ্য ও সর্বনাম এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে
- খ. বিশেষ্য ও বিশেষণ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে
- গ. সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে
- ঘ. সর্বনাম ও বিশেষণ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে
উত্তরঃ সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে
কোন ভাষা-রীতিতে এ প্রশ্ন লেখা হয়েছে?
- ক. সাধু রীতি
- খ. চলিত রীতি
- গ. মিশ্র রীতি
- ঘ. লৌকিক রীতি
উত্তরঃ চলিত রীতি
- ক. ক্রিয়াপদের সঙ্কুচিত রূপ ব্যবহৃত হয়
- খ. তদ্ভব, অর্ধতৎসম, দেশি ও বিদেশী শব্দের ব্যবহার অপেক্ষাকৃত বেশি
- গ. তৎসম শব্দের প্রয়োগ বেশী
- ঘ. সর্বনামের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়
উত্তরঃ তৎসম শব্দের প্রয়োগ বেশী
সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী?
- ক. কবিতার পঙ্ক্তিতে
- খ. গানের কলিতে
- গ. গল্পের বর্ণনায়
- ঘ. নাটকের সংলাপে
উত্তরঃ নাটকের সংলাপে
সাধুভাষা থেকে চলিত বাংলায় লিখতে কোন পদযুগলের পরিবর্তন ঘটে?
- ক. বিশেষ্য ও বিশেষণ
- খ. সর্বনাম ও ক্রিয়া
- গ. বিশেষণ ও ক্রিয়া
- ঘ. বিশেষ্য ও সর্বনাম
উত্তরঃ সর্বনাম ও ক্রিয়া
সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য-
- ক. তৎসম ও তদ্ভব শব্দের ব্যবহার
- খ. ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে
- গ. শব্দের কথা ও লেখ্য রূপে
- ঘ. বাক্যের সরলতা ও জটিলতায়
উত্তরঃ ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে
সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য
- ক. বাক্যের সরল ও জটিল রূপ
- খ. শব্দের রূপগত ভিন্নতায়
- গ. তৎসম অর্ধতৎসম শব্দের ব্যবহার
- ঘ. ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়
উত্তরঃ ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়