ভাষারীতি

26. সাধু ভাষায় কোন পদ বিশেষ রীতি মেনে চলে?

  • ক. বিশেষ্য ও বিশেষণ
  • খ. সর্বনাম ও ক্রিয়া
  • গ. বিশেষ্য ও ক্রিয়া
  • ঘ. ক্রিয়া ও বিশেষণ

উত্তরঃ সর্বনাম ও ক্রিয়া

বিস্তারিত

27. ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী?

  • ক. চলিত রীতি
  • খ. আঞ্চলিক রীতি
  • গ. কথ্যরীতি
  • ঘ. সাধুরীতি

উত্তরঃ সাধুরীতি

বিস্তারিত

28. ভাষার কোন রীতি কৃত্রিমতা বর্জিত?

  • ক. চলিত রীতি
  • খ. সাধু রীতি
  • গ. কথ্যরীতি
  • ঘ. কোনটাই নয়

উত্তরঃ চলিত রীতি

বিস্তারিত

29. বাংলা ভাষার কোন রীতির সুনির্দিষ্ট ব্যাকরণ রয়েছে?

  • ক. কথ্য রীতির
  • খ. আঞ্চলিক রীতির
  • গ. লেখ্য রীতির
  • ঘ. সাধুরীতির

উত্তরঃ সাধুরীতির

বিস্তারিত

31. লেখ্য ভাষার রূপ দুটির নাম কি?

  • ক. সাধু ও আঞ্চলিক
  • খ. সাধু ও চলিত
  • গ. চলিত ও আঞ্চলিক
  • ঘ. আঞ্চলিক ও আন্তর্জাতিক

উত্তরঃ সাধু ও চলিত

বিস্তারিত

32. চলিত ভাষার পথিকৃৎ কে?

  • ক. মধুসূদন দত্ত
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. প্যারীচাঁদ মিত্র
  • ঘ. প্রমথ চৌধুরী

উত্তরঃ প্রমথ চৌধুরী

বিস্তারিত

33. কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য?

  • ক. লেখন নির্ভরশীলতা
  • খ. গুরুগম্ভীর
  • গ. কথন নির্ভরশীলতা
  • ঘ. উপরের সবকটি

উত্তরঃ কথন নির্ভরশীলতা

বিস্তারিত

34. নিচের কোনটি সাধু রীতির উদাহরণ?

  • ক. আমি তার সাথে দেখা করলাম
  • খ. সে গতকাল ঢাকা গিয়েছিল
  • গ. মিনা তাহাকে দেখিয়াছে
  • ঘ. সেদিন তারা গেল

উত্তরঃ মিনা তাহাকে দেখিয়াছে

বিস্তারিত

35. কোন ভাষারীতির কোন ধরাবাধা নিয়ম নেই?

  • ক. আঞ্চলিক/উপভাষা
  • খ. সাধুভাষা
  • গ. চলিত ভাষা
  • ঘ. পালি ভাষা

উত্তরঃ আঞ্চলিক/উপভাষা

বিস্তারিত

36. কোন ভাষারীতিতে দেশী শব্দের প্রয়োগ বেশি দেখা যায়?

  • ক. আঞ্চলিক কথ্য রীতিতে
  • খ. চলিত রীতিতে
  • গ. সাধু রীতিতে
  • ঘ. কোনটি না

উত্তরঃ আঞ্চলিক কথ্য রীতিতে

বিস্তারিত

37. বাংলা ভাষায় সাধুরীতির আগমন যে ভাষা থেকে?

  • ক. আঞ্চলিক ভাষা
  • খ. উর্দু ভাষা
  • গ. সংস্কৃত ভাষা
  • ঘ. হিন্দি ভাষা

উত্তরঃ সংস্কৃত ভাষা

বিস্তারিত

38. বাংলা ভাষায় কোন রীতি সুনির্দিষ্ট ব্যাকরণের অনুসারী?

  • ক. চলিত রীতি
  • খ. সাধু রীতি
  • গ. আঞ্চলিক রীতি
  • ঘ. কথ্য রীতি

উত্তরঃ সাধু রীতি

বিস্তারিত

39. ভাষার কোন রূপ থেকে বাংলা ভাষার জন্ম?

  • ক. আর্য
  • খ. শ্লোভনীয়
  • গ. প্রাকৃত
  • ঘ. পালি

উত্তরঃ প্রাকৃত

বিস্তারিত

40. বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত?

  • ক. দ্রাবীড়
  • খ. ইন্দো- ইউরোপীয়
  • গ. দক্ষিণ-পূর্ব এশিয়া
  • ঘ. ইউরোপীয়

উত্তরঃ ইন্দো- ইউরোপীয়

বিস্তারিত

41. বাংলা ভাষার উৎপত্তিকাল-

  • ক. সপ্তম শতাব্দী
  • খ. অষ্টম শতাব্দী
  • গ. নবম শতাব্দী
  • ঘ. দশম শতাব্দী

উত্তরঃ সপ্তম শতাব্দী

বিস্তারিত

42. আঞ্চলিক ভাষার অপর নাম কি?

  • ক. কথ্যভাষা
  • খ. উপভাষা
  • গ. সাধু ভাষা
  • ঘ. চলিত ভাষা

উত্তরঃ উপভাষা

বিস্তারিত

43. কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট?

  • ক. চলিত ভাষা
  • খ. কথ্য ভাষা
  • গ. লেখ্য ভাষা
  • ঘ. সাধু ভাষা

উত্তরঃ সাধু ভাষা

বিস্তারিত

44. ভাষা প্রকাশের মাধ্যম কয়টি?

  • ক. ১টি
  • খ. ২টি
  • গ. ৩টি
  • ঘ. ৪টি

উত্তরঃ ২টি

বিস্তারিত

45. কোনটি সাধুরীতির শব্দ?

  • ক. আজ
  • খ. মিনতি
  • গ. জল
  • ঘ. জোসনা

উত্তরঃ জোসনা

বিস্তারিত

46. সাধু ও চলিত রীতিতে অভিন্নরূপে ব্যবহৃত হয়?

  • ক. অব্যয়
  • খ. সম্বোধন
  • গ. সর্বনাম
  • ঘ. ক্রিয়া

উত্তরঃ অব্যয়

বিস্তারিত

47. নিচের কোনটি চলিত রীতির শব্দ?

  • ক. তুলা
  • খ. শুকনো
  • গ. পড়িল
  • ঘ. সহিত

উত্তরঃ শুকনো

বিস্তারিত

48. ভাষার কোন রীতি কেবলমাত্র লেখ্যরূপে ব্যবহৃত হয় ?

  • ক. কথ্য রীতি
  • খ. আঞ্চলিক রীতি
  • গ. সাধু রীতি
  • ঘ. চলিত রীতি

উত্তরঃ সাধু রীতি

বিস্তারিত

49. সাধুরীতিতে কোন পদটির দীর্ঘরূপ হয় না?

  • ক. বিশেষ্য
  • খ. সর্বনাম
  • গ. অব্যয়
  • ঘ. ক্রিয়া

উত্তরঃ অব্যয়

বিস্তারিত

50. সাধুভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেন-

  • ক. রাজা মনি মোহন রায়
  • খ. রাজা রামমোহন রায়
  • গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • ঘ. অক্ষয় কুমার দত্ত

উত্তরঃ রাজা রামমোহন রায়

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects