ণত্ব ও ষত্ব বিধান
ট ও ঠ এর আগে মূর্ধন্য ষ হয়। উদাহরণ কোনটি ?
- ক. কৃষক, তৃষ্ণা
- খ. বিষয়
- গ. বিষ
- ঘ. কষ্ট, কাষ্ট
উত্তরঃ কষ্ট, কাষ্ট
কোথায় 'ণ' লেখার প্রয়োজন হয় না ?
- ক. খাঁটি বাংলা শব্দে
- খ. খাঁটি বাংলা ও দেশী শব্দে
- গ. খাঁটি বাংলা ও বিদেশী শব্দে
- ঘ. দেশী ও বিদেশী শব্দের ক্ষেত্রে
উত্তরঃ দেশী ও বিদেশী শব্দের ক্ষেত্রে
বাংলা ভাষায় বহু তৎসম শব্দ কি অবস্থায় পাওয়া যায় ?
- ক. বিকৃত
- খ. অবিকৃত
- গ. বিকৃত ও অবিকৃত
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ অবিকৃত
আরবি, ফারসি, শব্দে ষ হয় না এর উদাহরণ কোনটি ?
- ক. আষাঢ়, ঊষা
- খ. পোশাক, জিনিস
- গ. পোশাক, আষাঢ়
- ঘ. ধূলিসাৎ, অগ্নিসাৎ
উত্তরঃ পোশাক, জিনিস
ঋ, র, ষ এর পরে কি থাকলে পরবর্তী ন মূর্ধন্য ণ হয় ?
- ক. শ, ষ, স
- খ. য, ব, হ
- গ. হ, র, ল
- ঘ. চ, ছ, জ
উত্তরঃ য, ব, হ
অভিষেক এবং সুষুপ্ত ষ -ত্ব বিধানের কোন নিয়মে পড়েছে ?
- ক. স্বভাবতই ষ হয়েছে
- খ. স্বরবর্ণের পরে ষ হয়েছে
- গ. ই- কারান্ত এবং উ-কারান্ত উপসর্গের পর ষ হয়েছে
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ ই- কারান্ত এবং উ-কারান্ত উপসর্গের পর ষ হয়েছে
সংস্কৃত সাৎ প্রত্যয় যুক্ত পদে কোনটি হয় না ?
- ক. তালব্য শ হয় না
- খ. দন্ত স হয় না
- গ. মূর্ধন্য ষ হয় না
- ঘ. মূর্ধন্য ণ হয় না
উত্তরঃ মূর্ধন্য ষ হয় না
অ,আ, ভিন্ন অন্য স্বরধ্বনি এবং ক এর পর ষ এর প্রয়োগ হলে, তা কি হয় ?
- ক. স হয়
- খ. অবিকৃত থাকে
- গ. বিকৃত হয়
- ঘ. শ হয়
উত্তরঃ অবিকৃত থাকে
'পাষাণ' শব্দটিতে ষ হয়েছে কোন রীতিতে ?
- ক. স্বাভাবিক নিয়মে
- খ. ষ-ত্ব বিধান
- গ. ণ-ত্ব বিধান
- ঘ. প -বর্গের পর ষ হয়
উত্তরঃ স্বাভাবিক নিয়মে
খাঁটি বাংলা শব্দে ষ হয় না।এর উদাহরণ কোনটি ?
- ক. অগ্নিসাৎ, ধুলিসাৎ
- খ. কষ্ট, কাষ্ট
- গ. করিস, বাস
- ঘ. পোশাক, জিনিস
উত্তরঃ করিস, বাস
- ক. অনুষঙ্গ
- খ. যতন
- গ. রতন
- ঘ. ত্রিনয়ন, সর্বনাম, দুর্নীতি
উত্তরঃ ত্রিনয়ন, সর্বনাম, দুর্নীতি
কোন শব্দে মূর্ধন্য ণ ও ষ অবিকৃত অবস্থায় পাওয়া যায়?
- ক. তৎসম শব্দে
- খ. তদ্ভব শব্দে
- গ. দেশী শব্দে
- ঘ. বিদেশী শব্দে
উত্তরঃ তৎসম শব্দে
কোনগুলো ষ -ত্ব বিধানের উদাহরণ ?
- ক. পোশাক, মাষ্টার
- খ. করিস, দেশী
- গ. ঋষি, বিষম
- ঘ. আষাঢ়, নেশা
উত্তরঃ ঋষি, বিষম
যে বিধানে তৎসম শব্দে ষ এর ব্যবহার নিয়ন্ত্রিত হয়, তাকে কি বলে ?
- ক. ণ-ত্ব বিধান
- খ. ষ-ত্ব বিধান
- গ. র-ত্ব বিধান
- ঘ. মর্ধূনীভবন
উত্তরঃ ষ-ত্ব বিধান
- ক. তৎসম শব্দে
- খ. তদ্ভব শব্দে
- গ. অর্ধতৎসম শব্দে
- ঘ. খাঁটি বাংলা শব্দে
উত্তরঃ খাঁটি বাংলা শব্দে
কোন শব্দের ণ এর সঠিক ব্যবহারের নিয়মকে ণ-ত্ব বিধান বলে ?
- ক. তৎসম
- খ. দেশী
- গ. বিদেশী
- ঘ. তদ্ভব
উত্তরঃ তৎসম
কোন ক্ষেত্রে ণ-ত্ব বিধানের নিয়ম ঠিক থাকে না ?
- ক. দুটি বর্ণের মিলনে সন্ধি হলে
- খ. সমাসবদ্ধ দুপদের পার্থক্য থাকলে
- গ. কারক নির্ণয়ে
- ঘ. শব্দের বানানে
উত্তরঃ সমাসবদ্ধ দুপদের পার্থক্য থাকলে
বিদেশী এবং খাঁটি বাংলা শব্দের বানানে সর্বদাই -
- ক. ণ হয়
- খ. ন হয়
- গ. মাঝে মাঝে ণ হয়
- ঘ. ণ ও ন উভয়ই হয়
উত্তরঃ ন হয়
- ক. ক -বর্গের আগে
- খ. ট -বর্গের আগে
- গ. ত -বর্গের আগে
- ঘ. চ -বর্গের আগে
উত্তরঃ ত -বর্গের আগে
তদ্ভব শব্দের ক্ষেত্রে প্রযোজ্য নয় ?
- ক. লিঙ্গান্তর
- খ. বিশেষণ
- গ. ণ-ত্ব বিধান
- ঘ. সবকটি
উত্তরঃ ণ-ত্ব বিধান
কোন শব্দে ণ-ত্ব বিধান প্রযোজ্য নয় ?
- ক. সন্ধিসাধিত
- খ. সমাসসাধিত
- গ. প্রত্যয়সাধিত
- ঘ. উপসর্গসাধিত
উত্তরঃ সমাসসাধিত
কোন দুটি উপসর্গের পর কতগুলো ধাতুতে ষ হয় ?
- ক. অ -কারান্ত ও আ-কারান্ত
- খ. ই -কারান্ত ও উ-কারান্ত
- গ. এ -কারান্ত ও ঐ-কারান্ত
- ঘ. ও -কারান্ত ও ঐ-কারান্ত
উত্তরঃ ই -কারান্ত ও উ-কারান্ত
কোন ক্ষেত্রে ণ-ত্ব বিধান প্রযোজ্য হয় না ?
- ক. সন্ধিযুক্ত শব্দে
- খ. প্রত্যয়যুক্ত শব্দে
- গ. বিদেশী শব্দে
- ঘ. অব্যয়যুক্ত শব্দে
উত্তরঃ বিদেশী শব্দে
- ক. ক, খ, গ
- খ. য, র, ল, ব
- গ. শ, ষ, স
- ঘ. ঋ, র, ষ
উত্তরঃ ঋ, র, ষ
কোন শব্দে ষ এর ব্যবহার পাওয়া যায় না ?
- ক. দেশী ও বিদেশী শব্দে
- খ. দেশী, বিদেশী ও তদ্ভব শব্দে
- গ. বিদেশী শব্দে
- ঘ. সংস্কৃত শব্দে
উত্তরঃ দেশী, বিদেশী ও তদ্ভব শব্দে
নিচের কোন বানানটির ক্ষেত্রে মূর্ধন্য ষ হবে ?
- ক. পরিস্কার
- খ. ধূলিসাৎ
- গ. পুরস্কার
- ঘ. মাষ্টার
উত্তরঃ পরিস্কার
নিচের কোনটিতে মূর্ধন্য ষ এর প্রয়োগ হয় না ?
- ক. সমাসযুক্ত তৎসম শব্দে
- খ. সন্ধিযুক্ত তৎসম শব্দে
- গ. প্রত্যয়যুক্ত তৎসম শব্দে
- ঘ. অব্যয়যুক্ত তৎসম শব্দে
উত্তরঃ প্রত্যয়যুক্ত তৎসম শব্দে
'লবণ' ও 'অভিলাষ' শব্দ দুটি গঠিত হয়েছে কোন নিয়মানুসারে ?
- ক. ণ -ত্ব বিধানের নিয়মানুসারে
- খ. ষ -ত্ব বিধানের নিয়মানুসারে
- গ. ণ -ত্ব বিধান ও ষ -ত্ব বিধানের নিয়মানুসারে
- ঘ. স্বাভাবিক নিয়মনুযায়ী
উত্তরঃ স্বাভাবিক নিয়মনুযায়ী
ণ -ত্ব ও ষ -ত্ব বিধানের নিয়ম সঠিক প্রয়োগ না হলে কি ঘটে ?
- ক. অর্থের পার্থক্য ঘটে না
- খ. অর্থের পার্থক্য ঘটে
- গ. অর্থের রূপ পরিবর্তিত হয়
- ঘ. বর্ণের রূপ পরিবর্তিত হয়
উত্তরঃ অর্থের পার্থক্য ঘটে
- ক. ত্রিনয়ন, সর্বনাম
- খ. পোশাক, মাস্টার
- গ. করি, দেশী
- ঘ. আষাঢ়, ঊষা
উত্তরঃ আষাঢ়, ঊষা
অভিষেক ও সুযুপ্ত শব্দদ্বয় ষ-ত্ব বিধানের কোন বিধান অনুযায়ী সাধিত হয়েছে?
- ক. স্বভাবতই ষ হয়েছে
- খ. ব্যঞ্জনবর্ণের পরে ষ স্থান করে নিয়েছে
- গ. ই-কারান্ত ও উ-কারান্ত উপসর্গের পর ষ হয়েছে
- ঘ. বাংলা ক্রিয়াপদ অনুযায়ী ষ ব্যবহৃত হয়েছে
উত্তরঃ ই-কারান্ত ও উ-কারান্ত উপসর্গের পর ষ হয়েছে
ণ-ত্ব ও ষ-ত্ব বিধানের নিয়ম সঠিকভাবে প্রয়োগ না হলে কি সমস্যা দেখা যায়?
- ক. অর্থের পার্থক্য ঘটে না
- খ. অর্থের পার্থক্য ঘটে
- গ. অর্থের রূপ পরিবর্তিত হয়
- ঘ. বর্ণের রূপ পরিবর্তিত হয়
উত্তরঃ অর্থের পার্থক্য ঘটে
- ক. ষ-ত্ব বিধানের
- খ. ণ-ত্ব বিধান
- গ. র-ত্ব বিধান
- ঘ. ব-ত্ব বিধান
উত্তরঃ ষ-ত্ব বিধানের
- ক. হরিণ, বন্ধন, সোণা
- খ. প্রাণ, খ্রিষ্টান, পোসা
- গ. কণ্ঠ, ষ্টেশন, জিনিষ
- ঘ. ঔষধ, বীণা, ত্রিনয়ন
উত্তরঃ ঔষধ, বীণা, ত্রিনয়ন
- ক. ত-এর পর ‘ন’ ‘ণ’ হয়
- খ. ট-এর পর ‘ন’ ‘ণ’ হয়
- গ. ঋ-এর পর তৎসম শব্দে ‘ন’ ‘ণ’ হয়
- ঘ. প-এর পর ‘ন’ ‘ণ’ হয়
উত্তরঃ ঋ-এর পর তৎসম শব্দে ‘ন’ ‘ণ’ হয়
- ক. ‘সাৎ’ প্রত্যয়ের ‘স’ ‘ষ’ হয় না
- খ. বিস্ময়, বিস্মিত, সুস্বপ্ন ইত্যাদি শব্দের ‘স’ ‘ষ’ হয়
- গ. দেশী ও বিদেশী শব্দে ‘ষ’ হয়
- ঘ. তদ্ভব, দেশী ও বিদেশী শব্দের দন্ত্য ‘ন’ মূর্ধন্য ‘ণ’ হয়
উত্তরঃ ‘সাৎ’ প্রত্যয়ের ‘স’ ‘ষ’ হয় না
- ক. ষ-ত্ব বিধানের
- খ. ণ-ত্ব বিধান
- গ. ভাষা বিধান
- ঘ. কোনটি না
উত্তরঃ কোনটি না
অ, আ ভিন্ন অন্য স্বরধ্বনি এবং ক-এর পর ষ- এর প্রয়োগ হলে তা কি হয়?
- ক. স হয়
- খ. অবিকৃত থাকে
- গ. বিকৃত হয়
- ঘ. ম হয়
উত্তরঃ অবিকৃত থাকে
কোন জাতীয় ভাষার শব্দের ‘ণ’ থাকলে তা অবিকৃতভাবে রাখতে হয়?
- ক. দেশী শব্দে
- খ. বিদেশী শব্দে
- গ. তৎসম শব্দে
- ঘ. অর্ধতৎসম শব্দে
উত্তরঃ তৎসম শব্দে
- ক. ণ-ত্ব বিধান
- খ. বর্ণ বিধান
- গ. ষ-ত্ব বিধান
- ঘ. কোনটি না
উত্তরঃ ণ-ত্ব বিধান
প্র, পরা উপসর্গ নিয়ে যে বিধান হয় তার নাম কি?
- ক. সমাস
- খ. সন্ধি
- গ. উপসর্গ
- ঘ. ণ-ত্ব বিধান
উত্তরঃ ণ-ত্ব বিধান
কোন তিনটি বর্ণের পর ‘ন’ হলে, তা মূর্ধন্য ‘ণ’ হয়?
- ক. ক, গ, ঘ
- খ. চ, ছ, জ
- গ. ঋ, র, ষ
- ঘ. প, ব, হ
উত্তরঃ ঋ, র, ষ
‘লবণ’ ও ‘অভিলাষ’ শব্দ দুটি গঠিত হযেছে কোন নিয়ম অনুসারে?
- ক. ণ-ত্ব বিধান
- খ. স্বাভাবিক নিয়ম
- গ. ষ-ত্ব বিধান
- ঘ. ণ-ত্ব ও ষ-ত্ব বিধান
উত্তরঃ স্বাভাবিক নিয়ম
কৃপণ, হরিণ, অর্পণ এগুলো কিসের উদাহরণ?
- ক. ষ-ত্ব বিধানের
- খ. পদান্বয়ী অব্যয়ের
- গ. ণ-ত্ব বিধানের
- ঘ. ব্যাকরণের নিয়মের
উত্তরঃ ণ-ত্ব বিধানের
- ক. দেশী শব্দের ঐতিহ্য সংশ্লিষ্ট নিয়ম
- খ. বিদেশী শব্দের অভিজ্ঞতাজাত বিধান
- গ. তৎসম শব্দের রীতি
- ঘ. বেদ নির্দেশিত রীতি
উত্তরঃ তৎসম শব্দের রীতি