সমার্থক শব্দ
- ক. প্রথা অনুসারে
- খ. যা প্ৰাৰ্থনা
- গ. বিখ্যাত
- ঘ. যা পুঁতে রাখা হচ্ছে
উত্তরঃ বিখ্যাত
- ক. সুনিশ্চিত
- খ. নির্বাচনযোগ্য নয়
- গ. বর্ণনাতীত
- ঘ. অনিশ্চিত
উত্তরঃ বর্ণনাতীত
- ক. অহিনকুল-দা-কুমড়া
- খ. আকাশকুসুম-আকাশপাতাল
- গ. অগ্নিপরীক্ষা-চোকের বালি
- ঘ. অদৃষ্টের পরিহাস-তাসের ঘর
উত্তরঃ অহিনকুল-দা-কুমড়া
'সূর্য' শব্দের সমার্থক শব্দ নয় নিচের কোনটি?
- ক. সুধাংশু
- খ. আদিত্য
- গ. ভাস্কর
- ঘ. মার্তন্ড
উত্তরঃ সুধাংশু
- ক. দৃষ্টিকোণ
- খ. ভিন্নাঙ্গ
- গ. আপাদমস্তক
- ঘ. প্রতি অঙ্গ
উত্তরঃ দৃষ্টিকোণ
- ক. বাঁধাইকর
- খ. অফিসের রীতিনীতি
- গ. অফিসের প্রহরী
- ঘ. ভ্রাম্যমাণ লাইব্রেরী
উত্তরঃ বাঁধাইকর
'প্রবীণ' শব্দের ব্যবঝারিক অর্থ কী?
- ক. প্রকৃষ্টরূপে বীণা বাজাতে পারেন যিনি
- খ. বৃদ্ধ ব্যক্তি
- গ. অভিজ্ঞতাসম্পন্ন বয়স্ক ব্যক্তি
- ঘ. অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তি
উত্তরঃ অভিজ্ঞতাসম্পন্ন বয়স্ক ব্যক্তি
নীর ও নীড় -শব্দ যুগলের অর্থ কোনটি?
- ক. পানি ও আবাস
- খ. পানি ও পাখির বাসা
- গ. আবাস ও পানি
- ঘ. পাখির বাসা ও আবাস
উত্তরঃ পানি ও পাখির বাসা
- ক. হরিণ শিকার
- খ. চিত্রা হরিণ
- গ. চন্দ্র
- ঘ. হরিণ শিশু
উত্তরঃ চন্দ্র
- ক. যা আগুনে পোড়ে না
- খ. যাতে আগুন লাগে
- গ. দেয়াশলাই
- ঘ. ধূমপানের উপকরণ
উত্তরঃ যা আগুনে পোড়ে না
'আকাশ' শব্দটির প্রতিশব্দ কোনগুলো?
- ক. ধরিত্রী, মহী, মেদেনী
- খ. ব্যোম, অন্তরীক্ষ, শূন্য
- গ. অণর, পাবক, বহ্নি
- ঘ. অলক, কন্ডল, চিকুর
উত্তরঃ ব্যোম, অন্তরীক্ষ, শূন্য
'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
- ক. অর্ণব
- খ. পারাবার
- গ. স্রোতস্বিনী
- ঘ. সাগর
উত্তরঃ স্রোতস্বিনী
- ক. বন্য পশুপাখি শিকার
- খ. হরিণ শিকার
- গ. হরিণ শাবক
- ঘ. হরিণ
উত্তরঃ হরিণ শিকার
- ক. আপনভাগ্য
- খ. বিধাতার ইচ্ছা
- গ. অলঙ্গনীয়
- ঘ. কপালের কালি দিয়ে লেখা
উত্তরঃ বিধাতার ইচ্ছা
'আষাঢ়ে মেঘ থেকে আসার নামে'- এ বাক্যে 'আসার' শব্দের অর্থ কি?
- ক. ঝলঝড়
- খ. জলধর
- গ. জলকণা
- ঘ. জলধারা
উত্তরঃ জলকণা
- ক. শব্দভাণ্ডার সমৃদ্ধ হয়
- খ. শব্দার্থ পরিবর্তিত হয়
- গ. শব্দার্থের অবনতি ঘটে
- ঘ. শব্দ ভাণ্ডার হ্রাস পায়
উত্তরঃ শব্দভাণ্ডার সমৃদ্ধ হয়
'Frace' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো--
- ক. ভূমিকা
- খ. চিত্রগ্রহণ
- গ. লোকসাহিত্য
- ঘ. প্রহসন
উত্তরঃ প্রহসন
একই শব্দের নানা প্রকার অর্থ থাকলে তাকে কি বলে ?
- ক. সমার্থক শব্দ
- খ. বিভিন্নার্থক শব্দ
- গ. বিপরীতার্থক শব্দ
- ঘ. ক্রিয়াবাচক শব্দ
উত্তরঃ বিভিন্নার্থক শব্দ
- ক. পাইলট
- খ. প্রত্যাবর্তন
- গ. পায়ের গোড়ালী
- ঘ. তত্ত্ববিধান
উত্তরঃ প্রত্যাবর্তন
- ক. পূর্ণিমা
- খ. ক্রিয়াপদ
- গ. মেয়েদের নাম
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ পূর্ণিমা
- ক. ধানের নাম
- খ. নদীর নাম
- গ. নিবারণ
- ঘ. বিরাম ধ্বনি
উত্তরঃ ধানের নাম
- ক. ক্রিয়াপদ
- খ. চেয়ে থাকা
- গ. কৃষিকাজ
- ঘ. নীলকন্ঠি পাখি
উত্তরঃ নীলকন্ঠি পাখি
- ক. মাস বিশেষ
- খ. জলাধার
- গ. প্রবল বৃষ্টিপাত
- ঘ. অন্তঃসার শুন্য
উত্তরঃ প্রবল বৃষ্টিপাত
'সরসী ও ষোড়শী' শব্দ যুগলের অর্থ কি কি ?
- ক. আয়না ও রূপসী
- খ. রূপসী ও শাড়ি
- গ. সরোবর ও ষোল বছরের কন্যা
- ঘ. ষোল বছরের কন্যা ও সরোবর
উত্তরঃ সরোবর ও ষোল বছরের কন্যা
'নারী ও নাড়ী' শব্দ যুগলের অর্থ কি কি ?
- ক. অন্ত্র ও শিরা
- খ. অন্ত্র ও ধমনী
- গ. রমণী ও অন্ত্র
- ঘ. ধ্মনী ও শিরা
উত্তরঃ রমণী ও অন্ত্র
'কপাল ও কপোল' শব্দ যুগলের অর্থ কি কি ?
- ক. ললাট ও গাল
- খ. ললাট ও ঠোঁট
- গ. গাল ও শিশুর ঠোঁট
- ঘ. কাপালিক ও কপালকুন্ডলা
উত্তরঃ ললাট ও গাল
- ক. দীঘিনা, নদী, প্রণালী
- খ. শৈবলিনী, তরঙ্গনী, সরিৎ
- গ. গাঙ, তটিনী, অর্ণব
- ঘ. স্রোতস্বিনী, নির্জরিণী, সিন্ধু
উত্তরঃ শৈবলিনী, তরঙ্গনী, সরিৎ
'এসপার ওসপার' শব্দটির অর্থ কি ?
- ক. এদিক অথবা ওদিক
- খ. চূড়ান্ত মীমাংসা
- গ. এপারে অথবা ঐ পারে
- ঘ. এ রকম অথবা ঐ রকম
উত্তরঃ চূড়ান্ত মীমাংসা
মাঝিরা নৌকার গুণ টেনে এসেছে - শব্দে 'গুণ' শব্দের অর্থ কি ?
- ক. ক্রিয়া
- খ. ধর্ম
- গ. উৎকর্ষ
- ঘ. দড়ি
উত্তরঃ দড়ি
সমার্থক শব্দ ব্যবহার করলে বাক্যের--
- ক. অর্থ পরিবর্তিত হয়
- খ. অর্থের অবনতি ঘটে
- গ. সৌন্দর্য বৃদ্ধি পায়
- ঘ. সৌন্দর্য হ্রাস পায়
উত্তরঃ সৌন্দর্য বৃদ্ধি পায়
'Subconscious' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হল-
- ক. অর্ধচেতন
- খ. অবচেতন
- গ. চেতনাহীন
- ঘ. চেতনাপ্রবাহ
উত্তরঃ অবচেতন
- ক. অতিরিক্ত কর
- খ. আবগারি শুল্ক
- গ. অর্পিত দায়িত্ব
- ঘ. অতিরিক্ত কর্তব্য
উত্তরঃ আবগারি শুল্ক
- ক. মাদ্রাসার পরীক্ষা
- খ. দখলদার
- গ. খাজনার রশিদ
- ঘ. অন্যের জমি দখল
উত্তরঃ খাজনার রশিদ
- ক. জলধারা
- খ. মান বিশেষ
- গ. প্রবল বৃষ্টিপাত
- ঘ. অন্তসারশূন্য
উত্তরঃ প্রবল বৃষ্টিপাত
- ক. চক্রান্তকারী
- খ. ইন্ধনদাতা
- গ. তীব্র বিষ
- ঘ. কুটিল চরিত্র সম্পন্ন
উত্তরঃ তীব্র বিষ
‘মৃত্যু’ শব্দের প্রতিশব্দ কোনটি?
- ক. পঞ্চত্বপ্রাপ্ত
- খ. সর্বগ্রাসী
- গ. অম্বুদ
- ঘ. অভঞ্জন
উত্তরঃ পঞ্চত্বপ্রাপ্ত
- ক. অত্যন্ত উষ্ণ
- খ. কুসুম কুসুম উষ্ণ
- গ. পাগড়ি
- ঘ. শীতের আমেজ
উত্তরঃ পাগড়ি
- ক. তারকা
- খ. বাদ্যযন্ত্র
- গ. সূর্যোদয়
- ঘ. দ্বাদশীর চাঁদ
উত্তরঃ তারকা
‘পল্লবগ্রাহিতা’ শব্দটির সঠিক অর্থ নিম্নের কোনটি?
- ক. ভাসা ভাসা জ্ঞান
- খ. পাতা কুড়ানো
- গ. অনুকরণ
- ঘ. কোনটিই না
উত্তরঃ ভাসা ভাসা জ্ঞান
- ক. আটটি রথ
- খ. আট প্রকার ধাতু
- গ. আটটি কলা
- ঘ. আটজন অপ্সরী
উত্তরঃ আটজন অপ্সরী
- ক. পূর্বকালের
- খ. দীর্ঘকায়
- গ. প্রাচীর
- ঘ. পূর্বদিকস্থ
উত্তরঃ দীর্ঘকায়
- ক. কুণ্ডলী পাকান
- খ. চুলকান
- গ. কানে অলংকার ধারণ
- ঘ. এর কোনটিই নয়
উত্তরঃ কুণ্ডলী পাকান
- ক. দস্তখত
- খ. নিরক্ষর
- গ. উচ্চ শিক্ষিত
- ঘ. অক্ষরজ্ঞানসম্পন্ন
উত্তরঃ দস্তখত
পত্র শব্দটির আভিধানিক অর্থ কি?
- ক. চিহ্ন বা স্মারক
- খ. বিনিময়
- গ. সংযোগ
- ঘ. যোগাযোগ
উত্তরঃ চিহ্ন বা স্মারক
- ক. আরজী
- খ. লিখিত জবাব
- গ. আরজী ও লিখিত জবাব
- ঘ. উকিলের বক্তব্য
উত্তরঃ আরজী ও লিখিত জবাব
- ক. অম্বর, গগন, নভঃ, ব্যোম
- খ. অচল, আদ্রি, ভূধর, শৈল
- গ. অর্ণব, জলদি, পারাবার, রত্নাকর
- ঘ. কুঞ্জর, গজ, মাতঙ্গ, তুরঙ্গ
উত্তরঃ কুঞ্জর, গজ, মাতঙ্গ, তুরঙ্গ
- ক. অজপাড়া গাঁ
- খ. মূর্খদের গ্রাম
- গ. অতি ক্ষুদ্র গ্রাম
- ঘ. বৃহৎ গ্রাম
উত্তরঃ অতি ক্ষুদ্র গ্রাম
‘আল্লাহ হাফেজ’ শব্দের অর্থ কোনটি?
- ক. আল্লাহ সর্বজ্ঞানী
- খ. আল্লাহ আপনাকে রক্ষা করুন
- গ. আল্লাহকে সদা সর্বদা স্মরণে রাখবে
- ঘ. পৃথিবীর সব কিছু আল্লাহর নখ দর্পণে আচে
উত্তরঃ আল্লাহ আপনাকে রক্ষা করুন
- ক. সহায়হীন
- খ. শব্দহীন
- গ. সম্পদহীন
- ঘ. বন্ধুহীন
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
সমার্থক শব্দগুচ্ছ সনাক্ত করুন-
- ক. দীর্ঘিকা, নদী, প্রণালী
- খ. শৈবালিনী, তরঙ্গিনী, সরিৎ
- গ. গাঙ, তটিনী, অর্ণব
- ঘ. স্রোতস্বিনী, নিঝরণী, সিন্ধু
উত্তরঃ শৈবালিনী, তরঙ্গিনী, সরিৎ
‘অপবাদ’ - শব্দের সমার্থক শব্দ কোনটি?
- ক. দোষারোপ/অপযশ/নিন্দা
- খ. অশ্লীল
- গ. গালাগালি
- ঘ. পরচর্চা
উত্তরঃ দোষারোপ/অপযশ/নিন্দা
‘অদিতি’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
- ক. ক্ষিতি
- খ. অবনি
- গ. নীর
- ঘ. পৃথিবী
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
- ক. সাক্ষর
- খ. আদ্যাক্ষর
- গ. স্বাক্ষর
- ঘ. অঙ্গীকার
উত্তরঃ স্বাক্ষর
সমার্থক শব্দগুচ্ছ সনাক্ত করুন-
- ক. দীঘিকা, নদী, প্রণালী
- খ. শৈবলিনী, তরঙ্গিণী, সরিৎ
- গ. গাঙ, তটিনী, অর্ণব
- ঘ. স্রোতম্বিনী, নির্ঝরিণী, সিন্ধু
উত্তরঃ শৈবলিনী, তরঙ্গিণী, সরিৎ
প্রথম বাংলা ‘থিসরাস’ (সমার্থক শব্দ) অভিধান সংকলন করেছেন-
- ক. অশোখ মুখোপাধ্যায়
- খ. জগন্নাথ চক্রবর্তী
- গ. মুহাম্মদ হাবিবুর রহমান
- ঘ. মুহম্মদ শহীদুল্লাহ
উত্তরঃ অশোখ মুখোপাধ্যায়
- ক. যুক্ত পথ
- খ. একই সময়ে
- গ. এক যুগের পর
- ঘ. কোনোটিই নয়
উত্তরঃ একই সময়ে
- ক. মেঘের ডাক
- খ. বাঘের ডাক
- গ. সিংহের ডাক
- ঘ. ময়ুরের ডাক
উত্তরঃ সিংহের ডাক
কোন জোড়টি ‘উর্মি’ শব্দের সমার্থক -
- ক. তরঙ্গ, তুঙ্গ
- খ. ঢেউ, প্রথ্বীশ
- গ. কল্লোল, মনোজ
- ঘ. বীচি, হিল্লোল
উত্তরঃ বীচি, হিল্লোল
- ক. যুক্তপথ
- খ. একই সময়ে
- গ. এক যুগের পর
- ঘ. কোনোটিই নয়
উত্তরঃ একই সময়ে
- ক. স্বর্ণকারের মজুরি
- খ. কথা
- গ. বক্তব্য
- ঘ. তীর
উত্তরঃ স্বর্ণকারের মজুরি
'Syntax' এর সমার্থক বাংলা প্রতিশব্দ হলো:
- ক. ধ্বনিতত্ত্ব
- খ. শব্দতত্ত্ব
- গ. বাক্যতত্ত্ব
- ঘ. অর্থতত্ত্ব
উত্তরঃ বাক্যতত্ত্ব
- ক. গ্রন্থের তালিকা
- খ. বইয়ের শুরুতে অনুচ্ছেদের তালিকা
- গ. সুঁই
- ঘ. পবিত্র
উত্তরঃ পবিত্র
- ক. খেলাধুলা
- খ. স্বাচ্ছন্দ্য
- গ. অবহেলা
- ঘ. অনুশোচনা
উত্তরঃ খেলাধুলা
- ক. লোভী দৃষ্টি
- খ. তীক্ষ্ন দৃষ্টি
- গ. শীতল দৃষ্টি
- ঘ. পেলব দৃষ্টি
উত্তরঃ তীক্ষ্ন দৃষ্টি
- ক. বিদ্যালয়
- খ. কচি পাতা
- গ. কিশোর কাল
- ঘ. কিশোরদের থাকার স্থান
উত্তরঃ কচি পাতা
- ক. সার্বজনীন
- খ. বারোমাসি
- গ. উঠান
- ঘ. সুন্দর
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
শব্দের অর্থ নির্ণয় করুন। দেউড়ি
- ক. দেউলিয়া
- খ. খিড়কি
- গ. মাঠ
- ঘ. কোনোটিই নয়
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
শব্দের অর্থ নির্ণয় করুন। প্রত্যুৎপন্নমতি
- ক. অসম্ভব সুন্দরী
- খ. উপস্থি বুদ্ধি আছে যার
- গ. ত্বরিৎ গতিতে কাজ করে যে
- ঘ. গোপনে কাজ করে যে
উত্তরঃ উপস্থি বুদ্ধি আছে যার
- ক. পাখির নাক
- খ. পাখির চোখ
- গ. পাখির ঠোঁট
- ঘ. পাখির পালক
উত্তরঃ পাখির ঠোঁট
- ক. অদ্ভুত
- খ. কিংকর্তব্যবিমূঢ়
- গ. জনশ্রুতি
- ঘ. অলৌকিক
উত্তরঃ জনশ্রুতি
- ক. বন্ধু
- খ. আত্মীয়
- গ. শত্রু দমনকারী
- ঘ. উপকারী
উত্তরঃ শত্রু দমনকারী
- ক. অত্যন্ত উষ্ণ
- খ. কুসুম কুসুম উষ্ণ
- গ. পাগড়ি
- ঘ. শীতের আমেজ
উত্তরঃ পাগড়ি