সমার্থক শব্দ

101. আগুনের সমার্থক শব্দ কোনটি?

  • ক. তানু
  • খ. নিশাকর
  • গ. অনল
  • ঘ. পানি

উত্তরঃ অনল

বিস্তারিত

102. ‘অবলীলা’ শব্দের অর্থ কী?

  • ক. খেলাধুলা
  • খ. স্বাচ্ছন্দ্য
  • গ. অবহেলা
  • ঘ. অনুশোচনা

উত্তরঃ খেলাধুলা

বিস্তারিত

103. ‘বৈভব’ শব্দের অর্থ কী?

  • ক. বিত্ত
  • খ. বিকাল
  • গ. নিস্তেজ
  • ঘ. মণ্ড

উত্তরঃ বিত্ত

বিস্তারিত

104. ‘দ্বেষ’ শব্দের অর্থ কী?

  • ক. জায়গা
  • খ. দ্বীপ
  • গ. আলো
  • ঘ. হিংসা

উত্তরঃ হিংসা

বিস্তারিত

105. ‘অনিল’ শব্দের অর্থ কী?

  • ক. বাতাস
  • খ. তরঙ্গ
  • গ. বাগান
  • ঘ. আকাশ

উত্তরঃ বাতাস

বিস্তারিত

106. ‘শ্যেনদৃষ্টি’ কথাটির অর্থ কী?

  • ক. লোভী দৃষ্টি
  • খ. তীক্ষ্ন দৃষ্টি
  • গ. শীতল দৃষ্টি
  • ঘ. পেলব দৃষ্টি

উত্তরঃ তীক্ষ্ন দৃষ্টি

বিস্তারিত

107. ‘চারপায়’ শব্দের অর্থ -

  • ক. টেবিল
  • খ. চেয়ার
  • গ. চৌকি
  • ঘ. মোড়া

উত্তরঃ চৌকি

বিস্তারিত

108. ফরমান শব্দের অর্থ -

  • ক. বাণী
  • খ. সংবাদ
  • গ. খবর
  • ঘ. সবকটিই সঠিক

উত্তরঃ সবকটিই সঠিক

বিস্তারিত

109. কোনটি ‘বিধু’ শব্দের সমার্থক?

  • ক. সূর্য
  • খ. নক্ষত্র
  • গ. গ্রহ
  • ঘ. চাঁদ

উত্তরঃ চাঁদ

বিস্তারিত

110. কোনটি ‘নারী’ শব্দের সমার্থক শব্দ?

  • ক. ধ্বনি
  • খ. দারা
  • গ. সখি
  • ঘ. ধনি

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

111. ‘অগ্নি’র সমার্থক বা প্রতিশব্দ কোনটি?

  • ক. পাবক
  • খ. দিবা
  • গ. অনিল
  • ঘ. সমীরণ

উত্তরঃ পাবক

বিস্তারিত

112. ‘মার্তুণ্ড’ এ শব্দটির সমার্থক শব্দ কোনটি?

  • ক. নিষ্ঠুর
  • খ. সূর্য
  • গ. কঠোর
  • ঘ. সাধু

উত্তরঃ সূর্য

বিস্তারিত

113. Ordnance শব্দটির বাংলা প্রতিশব্দ কী?

  • ক. অধ্যাদেশ
  • খ. ক্রম
  • গ. সমরাস্ত্র
  • ঘ. আদেশ

উত্তরঃ সমরাস্ত্র

বিস্তারিত

114. ‘পরশ্ব’ শব্দটির অর্থ কী?

  • ক. পরশু
  • খ. পরের ধন
  • গ. কোকিল
  • ঘ. পাশ্র্ববর্তী

উত্তরঃ পরশু

বিস্তারিত

115. ‘শিষ্টাচার’ এর সমার্থক শব্দ কোনটি?

  • ক. সংযম
  • খ. সদাচার
  • গ. সততা
  • ঘ. সভ্যতা

উত্তরঃ সদাচার

বিস্তারিত

116. কোনটি নদীর সমার্থক নয়?

  • ক. সরিৎ
  • খ. তটিনী
  • গ. গাং
  • ঘ. পতিত পাবন

উত্তরঃ পতিত পাবন

বিস্তারিত

117. ‘পর্বত’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

  • ক. ক্ষিতিধর
  • খ. বিহগ
  • গ. বিশাল
  • ঘ. পাষাণ

উত্তরঃ ক্ষিতিধর

বিস্তারিত

118. ‘আগুন’ এর সমার্থক শব্দ কোনটি?

  • ক. ভাতি
  • খ. অনল
  • গ. অংশ
  • ঘ. জ্যোতি

উত্তরঃ অনল

বিস্তারিত

119. অভিরাম শব্দের অর্থ কি?

  • ক. বিরামহীন
  • খ. বালিশ
  • গ. চলন
  • ঘ. সুন্দর

উত্তরঃ সুন্দর

বিস্তারিত

120. ’ঊর্ণনাভ’- শব্দটি দিয়ে বুঝায় -

  • ক. টিকটিকি
  • খ. তেলেপোকা
  • গ. উইপোকা
  • ঘ. মাকড়সা

উত্তরঃ মাকড়সা

বিস্তারিত

121. ‘কন্যা’ শব্দের সমার্থক কোনটি?

  • ক. অনুজা
  • খ. অকলা
  • গ. সূতা
  • ঘ. তনয়া

উত্তরঃ তনয়া

বিস্তারিত

122. ‘স্রোতস্বিনী’ শব্দের অর্থ কী?

  • ক. নদী
  • খ. সাগর
  • গ. পাহাড়
  • ঘ. সৌন্দর্য

উত্তরঃ নদী

বিস্তারিত

123. কোনটি ‘বাতাস’ এর প্রতিশব্দ নয়?

  • ক. অনিল
  • খ. পবন
  • গ. অর্ণব
  • ঘ. হাওয়া

উত্তরঃ অর্ণব

বিস্তারিত

124. ‘প্রক্ষালন’ শব্দের অর্থ কী?

  • ক. ধৌতকরণ
  • খ. দেরি করা
  • গ. ছুড়ে মারা
  • ঘ. লাফ দেয়া

উত্তরঃ ধৌতকরণ

বিস্তারিত

125. ‘পাতক’ শব্দের অর্থ কী?

  • ক. পাপ
  • খ. পাখি
  • গ. পশু
  • ঘ. অভিশাপ

উত্তরঃ পাপ

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects