কারক ও বিভক্তি
'রোববার স্কুল বন্ধ' এ বাক্যে 'রোববার' কোন কারক?
- ক. অধিকরণ
- খ. অপাদান
- গ. সম্প্রদান
- ঘ. কর্ম
উত্তরঃ অধিকরণ
- ক. 'টাকায়" কী না হয়
- খ. ছেলেটি 'অংকে' কাঁচা
- গ. 'ভোরে' সূর্য ওঠে
- ঘ. 'পাগলে' কী না বলে
উত্তরঃ 'টাকায়" কী না হয়
'তার হাসিতে মুক্তো ঝরে'- এবাক্যে 'হাসিতে' শব্দটি কোন কারকে ৭মী বিভক্তি?
- ক. সম্প্রদান
- খ. করণ
- গ. কর্ম
- ঘ. অপাদান
উত্তরঃ অপাদান
'গাঁয়ে মানে না আপনি মোড়ল'- 'গাঁয়ে' কোন কারকে কোন বিভক্তি?
- ক. অপাদানে ৭মী
- খ. অধিকরণে ৭মী
- গ. কর্মে ৭মী
- ঘ. কর্তায় ৭মী
উত্তরঃ কর্তায় ৭মী
- ক. অপাদানে ৭মী
- খ. কর্তায় শূন্য
- গ. করণে ৭মী
- ঘ. কর্তায় ৭মী
উত্তরঃ কর্তায় ৭মী
'এতক্ষণে অরিন্দম কহিলা বিষদে'। -এখানে 'বিষাদে' কোন কারকে কোন বিভক্তি?
- ক. অপাদানে ৭মী
- খ. অধিকরণে ৭মী
- গ. করণে ৭মী
- ঘ. কর্তায় ৭মী
উত্তরঃ করণে ৭মী
'দরিদ্রকে ধন দাও'। 'দরিদ্রকে' কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্মে ৬ষ্ঠী
- খ. সম্প্রদানে ৪র্থী
- গ. কর্মে ৭মী
- ঘ. সম্প্রদানে ৬ষ্ঠী
উত্তরঃ সম্প্রদানে ৪র্থী
অনুতে গঠিত হিমাচল- 'অনুতে' কোন কারকে কোন বিভক্তি?
- ক. অধিকরণে ৭মী
- খ. অপাদানে শূন্য
- গ. কর্তায় ৭মী
- ঘ. করণে ৭মী
উত্তরঃ করণে ৭মী
যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয়, তাকে বলে--
- ক. তিঙস্ত বিভক্তি
- খ. তির্যক বিভক্তি
- গ. ক্রিয়া বিভক্তি
- ঘ. বহুধা বিভক্তি
উত্তরঃ তির্যক বিভক্তি
ছাদে বৃষ্টি পড়ে। এ বাক্যে 'ছাদে' কোন কারকে কোন বিভক্তি?
- ক. অধিকরণে শূন্য
- খ. করণে ৭মী
- গ. অধিকরণে ৭মী
- ঘ. অপাদানে ৭মী
উত্তরঃ অধিকরণে ৭মী
'কাল মেঘে বৃষ্টি হয়' - এখানে 'মেঘে' শব্দটি কোন কারক?
- ক. অপাদান
- খ. সম্প্রদান
- গ. কর্ম
- ঘ. কর্তৃ
উত্তরঃ অপাদান
রহিম বিজ্ঞানে ভালো - এ বাক্যে 'বিজ্ঞান' কোন কারক?
- ক. অধিকরণ
- খ. সম্প্রদান
- গ. করণ
- ঘ. অপাদান
উত্তরঃ অধিকরণ
'আমার ভাত খাওয়া হইলো না' কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্মে শূন্য
- খ. কর্তৃকারকে চতুর্থী
- গ. সম্প্রদানে ৭মী
- ঘ. কর্তৃকারকে ২য়া
উত্তরঃ কর্মে শূন্য
'শিক্ষককে শ্রদ্ধা কর'- বাক্যে 'শিক্ষককে' কোন কারকে কোন বিভক্তি?
- ক. অধিকরণে ৭মী
- খ. অপাদানে ৭মী
- গ. সম্প্রদানে ৭মী
- ঘ. করণে ৭মী
উত্তরঃ সম্প্রদানে ৭মী
স্কুল পালাইও না।- 'স্কুল' কোন কারকে কোন বিভক্তি?
- ক. অপাদানে শূন্য
- খ. করণে শূন্য
- গ. কর্মে শূন্য
- ঘ. কর্তৃকারকে শূন্য
উত্তরঃ অপাদানে শূন্য
'টাকায় টাকা হয়'- বাক্যে 'টাকায়' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- ক. অধিকরণে ৭মী
- খ. অপাদানে ৭মী
- গ. করণে ৭মী
- ঘ. কর্তায় ৭মী
উত্তরঃ অপাদানে ৭মী
'রেখো মা দাসেরে মনে।' বাক্যে 'দাসেরে' কোন কারকে কোন বিভক্তি?
- ক. অধিকরণে ২য়া
- খ. অপাদানে ৩য়া
- গ. কর্মে ২য়া
- ঘ. করণে ২য়া
উত্তরঃ কর্মে ২য়া
'স্কুল পালিয়ে কেউ রবীন্দ্রনাথ হয় না'- বাক্যে 'পালিয়ে' কোন কারকে কোন বিভক্তি?
- ক. অধিকরণে শূন্য
- খ. অপাদানে ৭মী
- গ. করণে ৩য়া
- ঘ. কর্মে ৬ষ্ঠী
উত্তরঃ অপাদানে ৭মী
'পাগলে কিনা বলে।' বাক্যে 'পাগলে' কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্তায় শূন্য
- খ. কর্তায় ৭মী
- গ. করণে ৩য়া
- ঘ. কর্তায় ৬ষ্ঠী
উত্তরঃ কর্তায় ৭মী
'ভূতকে আবার কিসের ভয়'- বাক্যে 'ভূতকে' কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্মে ২য়া
- খ. অপাদানে ২য়া
- গ. ভাবাধিকরণে ২য়া
- ঘ. কালাধিকরণে ২য়া
উত্তরঃ অপাদানে ২য়া
সে নাচে তটিনী জল টলমল করে। এই বাক্যে জল শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্মে শূন্য
- খ. সম্প্রদানে শূন্য
- গ. করণে শূন্য
- ঘ. কর্মে সপ্তমী
উত্তরঃ কর্মে শূন্য
'আমি বই পড়ি'- বাক্যে 'বই' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- ক. অপাদানে ৫মী
- খ. কর্মে ১মা
- গ. অধিকরণে ২য়া
- ঘ. কর্তায় শূন্য
উত্তরঃ কর্মে ১মা
'এই বনে বাঘের ভয় নাই'- বাক্যে 'বাঘের' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- ক. করণে ৭মী
- খ. কর্তায় ৭মী
- গ. অধিকরণে ২য়া
- ঘ. অপাদানে ৬ষ্ঠী
উত্তরঃ অপাদানে ৬ষ্ঠী
'তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি'- বাক্যে 'তোমার' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- ক. অপাদানে ৬ষ্ঠী
- খ. সম্প্রদানে ৭মী
- গ. কর্মে ৭মী
- ঘ. সম্প্রদানে ৬ষ্ঠী
উত্তরঃ সম্প্রদানে ৬ষ্ঠী
'সে তোমাকে ভয় পায়'- বাক্যে 'তোমাকে' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- ক. অপাদানে ৩য়া
- খ. অপাদানে ২য়া
- গ. অধিকরণে ২য়া
- ঘ. কর্মে শূন্য
উত্তরঃ অপাদানে ২য়া
অধিকরণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ কোনটি?
- ক. কাজে অবসর নিলাম
- খ. আকাশ মেঘে আচ্ছন্ন
- গ. আগামীকাল বাড়ি যাব
- ঘ. আমার আহারে রুচি নাই
উত্তরঃ আগামীকাল বাড়ি যাব
কোনটি কর্তৃকারকে সপ্তমী বিভক্তির উদাহরণ?
- ক. আমারে তুমি রক্ষা করো
- খ. সাপের হাসি বেদেয় চেনে
- গ. জাহাজ চট্টগ্রাম ছাড়ল
- ঘ. কোদালে মাটি কাটব
উত্তরঃ আমারে তুমি রক্ষা করো
'ধন হইতে সুখ হয় না' বাক্যের 'ধন' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্তায় ৭মী
- খ. অপাদানে ৫মী
- গ. করণে ৩য়া
- ঘ. কর্মে ৫মী
উত্তরঃ অপাদানে ৫মী
'কপোল ভাসিয়া গেল নয়নের জলে'- বাক্যের 'কপোল' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্মে ৭মী
- খ. কর্মে শূন্য
- গ. করণে শূন্য
- ঘ. কর্তায় শূন্য
উত্তরঃ কর্মে শূন্য
'পরাজয়ে ডরে না বীর' বাক্যের 'পরাজয়ে' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- ক. অপাদানে ৭মী
- খ. কর্মে ৭মী
- গ. অধিকরণে ৭মী
- ঘ. করণে ৭মী
উত্তরঃ অপাদানে ৭মী
অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ কোনটি?
- ক. পরাজয়ে ডরে না বীর
- খ. সৎপাত্রে কন্যা দান কর
- গ. গোয়ালে গরু আছে
- ঘ. বুলবুলিতে ধান খেয়েছে
উত্তরঃ গোয়ালে গরু আছে
কর্তৃকারকে শূন্য বিভক্তির উদাহরণ কোনটি?
- ক. ডাক্তার ডাক
- খ. আরেফ বই পড়ে
- গ. টাকায় টাকা আনে
- ঘ. ছাগলে কিনা খায়
উত্তরঃ আরেফ বই পড়ে
'প্রভাতে উঠিল রবি লোহিত বরণ' বাক্যে 'প্রভাতে' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্তায় ৭মী
- খ. করণে ৩য়া
- গ. অপাদানে ৭মী
- ঘ. অধিকরণে ৭মী
উত্তরঃ অধিকরণে ৭মী
খালেদ বই পড়ে- বাক্যে "বই" শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- ক. অপাদানে শূন্য
- খ. কর্মে শূন্য
- গ. অধিকরণে শূন্য
- ঘ. করণে শূন্য
উত্তরঃ কর্মে শূন্য
'আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে?- বাক্যে "রাঘবে" শব্দটি কোন কারকে কোন ভিভক্তি?
- ক. অপাদানে ৫মী
- খ. করণে ৭মী
- গ. অপাদানে ৭মী
- ঘ. কর্মে ২য়া
উত্তরঃ অপাদানে ৭মী
'গুণহীনে ত্যাগ কর'- বাক্যে "গুণহীনে" শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- ক. অপাদানে ৭মী
- খ. সম্প্রদানে ৭মী
- গ. অধিকরণে ৭মী
- ঘ. কর্মে ৭মী
উত্তরঃ কর্মে ৭মী
খনিতে সোনা পাওয়া যায়- বাক্যে 'খনিতে' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্তায় ৭মী
- খ. অধিকরণে ৭মী
- গ. অপাদানে ৭মী
- ঘ. করণে ৭মী
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
নেহাল অঙ্কে খুব কাঁচা- বাক্যে 'অঙ্কে' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- ক. অধিকরণে ৭মী
- খ. অপাদানে ৭মী
- গ. করণে ৭মী
- ঘ. কর্মে ৭মী
উত্তরঃ অধিকরণে ৭মী
'এত শঠতা, এত যে ব্যথা, তবু যেন তা মধুতে মাখা।' -এ বাক্যে 'মধুতে' কোন কারক?
- ক. অধিকরণ
- খ. করণ
- গ. অপাদান
- ঘ. কর্ম
উত্তরঃ করণ
'নতুন ধান্যে হবে নবান্ন'- এই বাক্যে 'ধান্যে' পদে কোন কারক ও বিভক্তি প্রযুক্ত হয়েছে?
- ক. অধিকরণে ৭মী
- খ. করণে ৭মী
- গ. কর্মে ৭মী
- ঘ. কর্তৃকারকে ৭মী
উত্তরঃ করণে ৭মী
অন্ধজনে দয়া কর- "অন্ধজনে" কোন কারকে কোন বিভক্তি?
- ক. সম্প্রদানে সপ্তমী
- খ. কর্মে শূন্য
- গ. কর্তায় সপ্তমী
- ঘ. কর্মে সপ্তমী
উত্তরঃ সম্প্রদানে সপ্তমী
"সূর্যোদয়ে" অন্ধকার দূরীভূত হয়? কোন কারকে কোন বিভক্তি?
- ক. অধিকরণে ৭মী
- খ. অধিকরণে তৃতীয়া
- গ. অপাদানে তৃতীয়া
- ঘ. কর্তায় সপ্তমী
উত্তরঃ অধিকরণে ৭মী
'আমরা স্বাধীন "বাংলাদেশের" নাগরিক' কোন ভিভক্তি?
- ক. করণে ৭মী
- খ. অধিকরণে ৬ষ্ঠি
- গ. করণে শূন্য
- ঘ. কর্মে ৬ষ্ঠি
উত্তরঃ অধিকরণে ৬ষ্ঠি
'শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই'- এখানে 'ভুঁই' কোন কারকে কোন বিভক্তি?
- ক. অধিকরণে ৭মী
- খ. কর্মে শূন্য
- গ. করণে শূন্য
- ঘ. কর্মে ৭মী
উত্তরঃ কর্মে শূন্য
চিহ্নিত কোন শব্দে করণ কারকে শূন্য বিভক্তি ব্যবহৃত হয়েছে?
- ক. "মুষলধারে" বৃষ্টি পড়ছে
- খ. গাড়ি "স্টেশন" ছেড়েছে
- গ. "ডাক্তার" ডাক
- ঘ. ঘোড়াকে "চাবুক" মার
উত্তরঃ ঘোড়াকে "চাবুক" মার
'দুয়ারে' বাঁধা হাতি। এখানে "দুয়ারে" কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?
- ক. অধিকরণে ৩য়া
- খ. অধিকরণে ৭মী
- গ. অধিকরণে ৫মী
- ঘ. অধিকরণে শূন্য
উত্তরঃ অধিকরণে শূন্য
'জেলে' মাছ ধরে। কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্মে ৫মী
- খ. কর্তায় ৫মী
- গ. কর্মে শূন্য
- ঘ. কর্তায় শূন্য
উত্তরঃ কর্তায় শূন্য
'জল' পড়ে পাতা নড়ে - কোন কারকে কোন বিভক্তি?
- ক. অপাদানে শূন্য
- খ. কর্তায় শূন্য
- গ. করণে শূন্য
- ঘ. কর্মে শূন্য
উত্তরঃ কর্তায় শূন্য
ধৈর্য্য ধর 'বাধ' বুক - কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্মে ৭মী
- খ. কর্তায় ৭মী
- গ. কর্মে শূন্য
- ঘ. কর্তায় শূন্য
উত্তরঃ কর্মে শূন্য
'পাপ হতে' পূণ্য পৃথক - কোন কারকে কোন বিভক্তি?
- ক. করণে ৫মী
- খ. করণে ১মা
- গ. অপাদানে ৫মী
- ঘ. অপাদানে ১মা
উত্তরঃ অপাদানে ৫মী
সম্প্রদান কারকে ১মা বিভক্তির উদাহরণ কোনটি?
- ক. দীনে দান কর
- খ. গরিবের সেবা কর
- গ. নিঃস্বে দয়া কর
- ঘ. ভিক্ষা দাও দয়ারে 'ভিক্ষুক'
উত্তরঃ ভিক্ষা দাও দয়ারে 'ভিক্ষুক'
কর্তৃকারকে ৬ষ্ঠী বিভক্তির উদাহরণ কোনটি?
- ক. 'পথের' দেখা পেলাম
- খ. 'আমার' খাওয়া হবে না
- গ. 'তার' দেখা পেয়েছি
- ঘ. 'গরিবের' সেবা কর
উত্তরঃ 'আমার' খাওয়া হবে না
- ক. তিনি 'বাড়ি' গেলেন
- খ. ছেলেরা 'লাঠি' খেলে
- গ. সে 'রুটি' খায়
- ঘ. 'নদী' বয়ে যায়
উত্তরঃ 'নদী' বয়ে যায়
"নিঃস্বে" দয়া কর। কোন কারকে কোন বিভক্তি?
- ক. অপাদানে ১মা
- খ. অপাদানে ৭মী
- গ. সম্প্রদানে ১মা
- ঘ. সম্প্রদানে ৭মী
উত্তরঃ সম্প্রদানে ৭মী
'লাঠি দ্বারা সাপ মার' এখানে "লাঠি দ্বারা" কোন কারকে কোন বিভক্তি?
- ক. করণে ৭মী
- খ. কর্মে ৩য়া
- গ. কর্তায় ৩য়া
- ঘ. করণে ৩য়া
উত্তরঃ করণে ৩য়া
'সব ঝিনুকে মুক্তা মেলে না' এখানে "ঝিনুকে" কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্তায় ২য়া
- খ. কর্মে ২য়া
- গ. করণে ২য়া
- ঘ. অপাদানে ২য়া
উত্তরঃ অপাদানে ২য়া
'কথায় কথা বাড়ে' এখানে "কথায়" কোন কারকে কোন বিভক্তি?
- ক. অপাদানে ৭মী
- খ. করণে ৭মী
- গ. কর্মে ৭মী
- ঘ. কর্তায় ৭মী
উত্তরঃ করণে ৭মী
'পুলিশে খবর দাও' এখানে "পুলিশে" কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?
- ক. কর্মে শূন্য
- খ. কর্তায় ৭মী
- গ. কর্তায় ২য়া
- ঘ. কর্তায় শূন্য
উত্তরঃ কর্মে শূন্য
"শাক দিয়ে মাছ ঢাকা যায় না" এখানে 'শাক' কোন কারকে কোন বিভক্তি?
- ক. অধিকরণে ৩য়া
- খ. কর্মে ৩য়া
- গ. করণে ৩য়া
- ঘ. কর্তায় ৩য়া
উত্তরঃ করণে ৩য়া
- ক. আমি ঢাকা যাব
- খ. এমন মেয়ে আর দেখিনি
- গ. গাড়ী স্টেশন ছেড়েছে
- ঘ. মাঠে ঘাটে চড়ে গরু
উত্তরঃ মাঠে ঘাটে চড়ে গরু
'এ সাবানে কাপড় কাচা চলবে না'- এখানে 'সাবানে' কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্তায় সপ্তমী
- খ. করণে প্রথমা
- গ. করণে সপ্তমী
- ঘ. কর্মে সপ্তমী
উত্তরঃ করণে সপ্তমী
‘দশে মিলে করি কাজ’ বাক্যে ‘দশে’ কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্তৃকারকে ৭মী
- খ. সম্প্রদান কারকে ৭মী
- গ. কর্তৃকারকে ২য়া
- ঘ. কর্তৃকারকে ৪র্থী
উত্তরঃ কর্তৃকারকে ৭মী
অন্ধজনে দেহ আলো- এখানে 'অন্ধজনে' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্মে সপ্তমী
- খ. কর্তৃকারকে শূন্য
- গ. সম্প্রদানে সপ্তমী
- ঘ. করণে দ্বিতীয়
উত্তরঃ সম্প্রদানে সপ্তমী
উদ্দিষ্ট বস্তু যদি সমগ্র আধার ব্যাপ্ত করে বিরাজমান থাকে, তবে তাকে কোন ধরনের অধিকরণ বলে?
- ক. কালাধিকরণ
- খ. অভিব্যাপক অধিকরণ
- গ. বৈষয়িক অধিকরণ
- ঘ. ঐকদেশিক অধিকরণ
উত্তরঃ অভিব্যাপক অধিকরণ
- ক. অপাদানে ৫মী
- খ. কর্মে ৫মী
- গ. করণে ৫মী
- ঘ. অধিকরণে ৫মী
উত্তরঃ অপাদানে ৫মী
বেলা যে পড়ে এল "জলকে" চল। কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্মে ২য়া
- খ. সম্প্রদানে ৪র্থী
- গ. নিমিত্তার্থে ৪র্থী
- ঘ. করণে সপ্তমী
উত্তরঃ নিমিত্তার্থে ৪র্থী
জিজ্ঞাসিব "জনে জনে"- কোন কারকে কোন বিভক্তি?
- ক. করণে সপ্তমী
- খ. কর্মে সপ্তমী
- গ. অপাদানে সপ্তমী
- ঘ. সম্প্রদানে সপ্তমী
উত্তরঃ কর্মে সপ্তমী
'বাঁশি বাজে' এখানে 'বাঁশি' কোন ধরনের কর্তা?
- ক. কর্মবাচ্যের কর্তা
- খ. ভাববাচ্যের কর্তা
- গ. কর্ম-কর্তৃবাচ্যের কর্তা
- ঘ. উদ্দেশ্যের
উত্তরঃ কর্ম-কর্তৃবাচ্যের কর্তা
'কান্নায় শোক কমে' এ বাক্যে 'কান্নায়' কোন কারক?
- ক. কর্মকারক
- খ. অপাদান কারক
- গ. অধিকরণ কারক
- ঘ. করণ কারক
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
নিচের কোন বাক্যটিতে কর্মকারকে প্রথমা বিভক্তি আছে?
- ক. বাবাকে ভয় পাই
- খ. বাঁশি বাজে
- গ. ফলে বৃক্ষের পরিচয়
- ঘ. পাপে বিরত হও
উত্তরঃ বাঁশি বাজে
অধিকরণ কারকে পঞ্চমী বিভক্তির উদাহরণ--
- ক. "বাড়ি থেকে" নদী দেখা যায়
- খ. তিনি "ঢাকা থেকে" এসেছেন
- গ. "সোমবার থেকে" পরীক্ষা শুরু
- ঘ. "জমি থেকে" ফসল পাই
উত্তরঃ "বাড়ি থেকে" নদী দেখা যায়
এ দেহে প্রাণ নেই- বাক্যে 'দেহে' কোন কারকে কোন বিভক্তি?
- ক. অপাদানে শূণ্য বিভক্তি
- খ. অপাদানে সপ্তমী
- গ. অধিকরণে শূণ্য বিভক্তি
- ঘ. অধিকরণে সপ্তমী বিভক্তি
উত্তরঃ অধিকরণে শূণ্য বিভক্তি
'মাঠে ধান ফলেছে' বাক্যে 'মাঠে' কোন কারক?
- ক. স্থানাধিকরণ
- খ. কালাধিকরণ
- গ. বিষয়াধিকরণ
- ঘ. ভাবাধিকরণ
উত্তরঃ স্থানাধিকরণ
'পৃথিবীতে কে কাহার?'- এ বাক্যে 'পৃথিবীতে' কোন কারকে কোন ভিভক্তিতে নিষ্পন্ন?
- ক. অপাদান কারকে পঞ্চমী বিভক্তি
- খ. কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি
- গ. অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
- ঘ. করণ কারকে তৃতীয়া বিভক্তি
উত্তরঃ অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
'আলোয় আঁধার কাটে'- এই বাক্যের 'আলোয়' কোন কারকে কোন বিভক্তি?
- ক. করণে সপ্তমী
- খ. কর্তায় সপ্তমী
- গ. অপাদানে সপ্তমী
- ঘ. অধিকরণে সপ্তমী
উত্তরঃ করণে সপ্তমী
'বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা' বাক্যে 'বিপদে' কোন কারকে কোন বিভক্তি?
- ক. করণে সপ্তমী
- খ. কর্তায় সপ্তমী
- গ. অপাদানে সপ্তমী
- ঘ. অধিকরণে সপ্তমী
উত্তরঃ অপাদানে সপ্তমী
'আশার ছলনে ভুলি কি ফল লভিনু হায়'- বাক্যে 'ছলনে' কোন কারকে কোন বিভক্তি?
- ক. করণে সপ্তমী
- খ. অধিকরণে সপ্তমী
- গ. অপাদানে সপ্তমী
- ঘ. কর্মে সপ্তমী
উত্তরঃ কর্মে সপ্তমী
'কাননে কুসুম কলি সকলি ফুটিল'- এই বাক্যে 'কাননে' কোন কারক কোন বিভক্তি?
- ক. কর্মে সপ্তমী
- খ. অপাদানে সপ্তমী
- গ. অধিকরণে সপ্তমী
- ঘ. করণে শূণ্য
উত্তরঃ অধিকরণে সপ্তমী
করিমকে রহিম গতকাল মেরেছে- কর্মকারক সূচক শব্দ কোনটি?
- ক. রহিম
- খ. করিমকে
- গ. গতকাল
- ঘ. মেরেছে
উত্তরঃ করিমকে
'আয়ু যেন পদ্ম পাতার নীর'- এই বাক্যে 'পদ্ম পাতার'--
- ক. কর্মকারক
- খ. করণ কারক
- গ. অপাদান কারক
- ঘ. অধিকরণ কারক
উত্তরঃ অধিকরণ কারক
নিচের কোন শব্দে করনকারকে শূণ্য বিভক্তি ব্যবহৃত হয়েছে?
- ক. ঘোড়াকে 'চাবুক' মার
- খ. 'ডাক্তার' ডাক
- গ. গাড়ি 'স্টেশন' ছেড়েছে
- ঘ. 'মুষলধারে' বৃষ্টি হচ্ছে
উত্তরঃ ঘোড়াকে 'চাবুক' মার
ব্যাকরণের কোন অংশে কারক সম্বন্ধে আলোচনা করা হয়?
- ক. ধ্বনিতত্ত্বে
- খ. অর্থতত্ত্বে
- গ. বাক্যতত্ত্বে
- ঘ. রূপতত্বে
উত্তরঃ রূপতত্বে
শহরের লোকেরা গ্রামে গাঁয়ে এসেছে- এখানে 'লোকেরা' কোন কারক?
- ক. কর্তৃকারক
- খ. করণকারক
- গ. কর্মকারক
- ঘ. সম্প্রদান কারক
উত্তরঃ কর্তৃকারক
'ছেলেটিকে বিছানায় শোয়াও'- 'ছেলেটিকে' কোন কর্ম?
- ক. উদ্দেশ্য কর্ম
- খ. বিধেয় কর্ম
- গ. সমধাতুজ কর্ম
- ঘ. প্রযোজক ক্রিয়ার কর্ম
উত্তরঃ প্রযোজক ক্রিয়ার কর্ম
'খুব এক ঘুম ঘুমিয়েছি'- এখানে 'ঘুম' কোন কর্ম?
- ক. সকর্মক ক্রিয়ার কর্ম
- খ. প্রযোজক ক্রিয়ার কর্ম
- গ. উদ্দেশ্য কর্ম
- ঘ. সমধাতুজ কর্ম
উত্তরঃ সমধাতুজ কর্ম
'আমার যাওয়া হবে না' - আমার কোন কর্তা?
- ক. কর্মবাচ্যের কর্তা
- খ. ভাববাচ্যের কর্তা
- গ. ব্যাতিহার কর্তা
- ঘ. মুখ্য কর্তা
উত্তরঃ ভাববাচ্যের কর্তা
রাখাল গরুকে ঘাস খাওয়ায়- 'গরু' শব্দটি কোন কর্তা?
- ক. প্রযোজক কর্তা
- খ. প্রযোজ্য কর্তা
- গ. ব্যাতিহার কর্তা
- ঘ. মুখ্য কর্তা
উত্তরঃ প্রযোজ্য কর্তা
শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন- 'শিক্ষক' শব্দটি কোন কর্তা?
- ক. প্রযোজক কর্তা
- খ. প্রযোজ্য কর্তা
- গ. ব্যাতিহার কর্তা
- ঘ. মুখ্য কর্তা
উত্তরঃ প্রযোজক কর্তা
মুষলধারে বৃষ্টি পড়ছে- এখানে 'বৃষ্টি' শব্দটি কোন কর্তা?
- ক. প্রযোজক কর্তা
- খ. প্রযোজ্য কর্তা
- গ. ব্যাতিহার কর্তা
- ঘ. মুখ্য কর্তা
উত্তরঃ মুখ্য কর্তা
ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককে কোন কারক বলে?
- ক. করণকারক
- খ. কর্মকারক
- গ. অধিকরণ কারক
- ঘ. অপাদান কারক
উত্তরঃ করণকারক
- ক. ক্রিয়ার সাথে সম্বন্ধযুক্ত পদ
- খ. কোন কিছুর সাথে যার সম্বন্ধ থাকে
- গ. সম্বোবধন করে যাকে কিছু বলা হয়
- ঘ. যে সময় কোন ক্রিয়া অনুষ্ঠিত হয়
উত্তরঃ ক্রিয়ার সাথে সম্বন্ধযুক্ত পদ
'পাতায় পাতায় পড়ে শিশির'। 'পাতায় পাতায়' কোন কারকে কোন বিভক্তি?
- ক. অধিকরণে ৭মী
- খ. অধিকরণে ষষ্ঠী
- গ. অপাদানে ষষ্ঠী
- ঘ. অপাদানে ৭মী
উত্তরঃ অধিকরণে ৭মী
'দশে মিলে করি কাজ'। 'দশে' কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্তৃকারক দ্বিতীয়া
- খ. সম্প্রদান কারকে ৭মী
- গ. কর্তৃকারকে ৪র্থী
- ঘ. কর্তৃকারকে ৭মী
উত্তরঃ কর্তৃকারকে ৭মী
- ক. বিশেষ্য
- খ. সমাস
- গ. অব্যয়
- ঘ. প্রাতিপাদিক
উত্তরঃ প্রাতিপাদিক
নিচের কোনটি করণ কারকের উদাহরণ ?
- ক. (ছাগলে) কি না খায়
- খ. সে (চোখে) দেখে না
- গ. সাদা (মেঘে) বৃষ্টি হয় না
- ঘ. (তিলে) তৈল হয়
উত্তরঃ সে (চোখে) দেখে না
নিচের কোনটি কর্তৃকারকে ৭মী বিভক্তির উদাহরণ ?
- ক. (গায়ে )মানে না আপনি মড়ল
- খ. (টাকায়) কিনা হয়
- গ. (দশের) সেবা কর
- ঘ. (বাবাকে) বড় ভয়
উত্তরঃ (গায়ে )মানে না আপনি মড়ল
বসন্তে ফুল ফোটে - বাক্যে 'বসন্ত' কোন কারক ?
- ক. করণকারক
- খ. কর্তৃকারক
- গ. অধিকরণ কারক
- ঘ. অপাদান কারক
উত্তরঃ অধিকরণ কারক
আমি ঢাকায় বাস করি - এখানে 'আমি' কোন কারকে কোন বিভক্তি ?
- ক. করণকারকে শূন্য
- খ. কর্তৃকারকে শূন্য
- গ. কর্মকারকে শূন্য
- ঘ. অপাদান কারকে শূন্য
উত্তরঃ কর্তৃকারকে শূন্য
নিমিত্তার্থে 'কে' বিভক্তি যুক্ত হলে সেখানে কোন বিভক্তি হয় ?
- ক. ৩য়া বিভক্তি
- খ. ৪র্থী বিভক্তি
- গ. ৫মী বিভক্তি
- ঘ. ৬ষ্ঠী বিভক্তি
উত্তরঃ ৪র্থী বিভক্তি
নিচের কোনটি নিমিত্তার্থে চতুর্থী - এর উদাহরণ ?
- ক. (বাবাকে) বড় ভয় হয়
- খ. (খেলা) শেষ হলো
- গ. (ধোপাকে) কাপড় দাও
- ঘ. বেলা যে পড়ে এল (জলকে) চল
উত্তরঃ বেলা যে পড়ে এল (জলকে) চল
'শহরটি ঐ অদুরে' - অর্থানুসারে এই বাক্যেটি কোন ধরনের ?
- ক. নির্দেশক
- খ. প্রশ্নসূচক
- গ. বিস্ময় সূচক
- ঘ. নিষেধাত্নক
উত্তরঃ নির্দেশক
গুরুজনে কর ভক্তি - এ বাক্যে 'গুরুজনে' কোন কারক ?
- ক. কর্তৃকারক
- খ. অপাদান কারক
- গ. সম্প্রদান কারক
- ঘ. অধিকরণ কারক
উত্তরঃ সম্প্রদান কারক
এ দেহে প্রাণ নাই। এ বাক্যে 'দেহে' কোন কারকে কোন বিভক্তি ?
- ক. অধিকরণে শূন্য
- খ. অধিকরণে সপ্তমী
- গ. অপাদানে সপ্তমী
- ঘ. করণে শূন্য
উত্তরঃ অধিকরণে সপ্তমী
জগতে কীর্তিমান হও সাধনায় - এ বাক্যে 'সাধনায়' শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?
- ক. অপাদান কারকে সপ্তমী
- খ. কর্মকারকে সপ্তমী
- গ. সম্প্রদান কারকে সপ্তমী
- ঘ. অধিকরণ কারকে সপ্তমী
উত্তরঃ অধিকরণ কারকে সপ্তমী
শহরের লোকেরা গায়ে এসেছে - এ বাক্যে 'লোকেরা' কোন কারকে ?
- ক. কর্তৃকারক
- খ. করণকারক
- গ. কর্মকারক
- ঘ. সম্প্রদান কারক
উত্তরঃ কর্তৃকারক
নিচের কোনটি সম্প্রদান কারকে শুন্য বিভক্তি ?
- ক. দিব তোমা শ্রদ্ধাভক্তি
- খ. সেই বই পড়ে
- গ. ধোপাকে কাপড় দাও
- ঘ. বাড়ি ঘুরে এসো
উত্তরঃ দিব তোমা শ্রদ্ধাভক্তি
সে অঙ্কে পণ্ডিত - বাক্যে 'অঙ্কে' কোন কারকে কোন বিভক্তি ?
- ক. অপাদান কারকে সপ্তমী
- খ. অধিকরণে সপ্তমী
- গ. সম্প্রদানে ষষ্ঠী
- ঘ. কর্মকারকে সপ্তমী
উত্তরঃ অধিকরণে সপ্তমী
আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা - এখানে 'আমারে' শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?
- ক. কর্তৃকারকে সপ্তমী
- খ. কর্তৃকারকে ষষ্ঠী
- গ. কর্মকারকে দ্বিতীয়া
- ঘ. সম্প্রদানে দ্বিতীয়া
উত্তরঃ কর্মকারকে দ্বিতীয়া
কলে ছাঁটা চাল ভালো নয়। বাক্যে 'কলে' কোন কারক ?
- ক. কর্তৃকারক
- খ. করণকারক
- গ. কর্মকারক
- ঘ. অধিকরণ কারক
উত্তরঃ করণকারক
নদীতে কুমির আছে। 'নদীতে' কোন কারকে কোন বিভক্তি ?
- ক. কর্মকারক, ষষ্ঠী বিভক্তি
- খ. করণকারক, পঞ্চমী বিভক্তি
- গ. অপাদান কারক, শূন্য বিভক্তি
- ঘ. অধিকরণ কারক, সপ্তমী বিভক্তি
উত্তরঃ অধিকরণ কারক, সপ্তমী বিভক্তি
বিলম্বে কাজের ক্ষতি হয়। 'বিলম্বে' কোন কারকে কোন বিভক্তি ?
- ক. কর্মকারক, সপ্তমী বিভক্তি
- খ. করণকারক, সপ্তমী বিভক্তি
- গ. অপাদান কারক, ষষ্ঠী বিভক্তি
- ঘ. অধিকরণ কারক, পঞ্চমী বিভক্তি
উত্তরঃ করণকারক, সপ্তমী বিভক্তি
বাইরে থেকে দেখে মানুষ চেনা যায় না। 'বাইরে থেকে' কোন কারকে কোন বিভক্তি ?
- ক. কর্তৃকারক, দ্বিতীয়া বিভক্তি
- খ. কর্মকারক, পঞ্চমী বিভক্তি
- গ. করণ কারক, ষষ্ঠী বিভক্তি
- ঘ. অপাদান কারক, পঞ্চমী বিভক্তি
উত্তরঃ কর্মকারক, পঞ্চমী বিভক্তি
সারারাত বৃষ্টি হয়েছে। 'সারারাত' কোন কারকে কোন বিভক্তি ?
- ক. কর্তৃকারক, ষষ্ঠী বিভক্তি
- খ. কর্মকারক, পঞ্চমী বিভক্তি
- গ. অপাদান কারক, পঞ্চমী বিভক্তি
- ঘ. অধিকরণ, শূন্য বিভক্তি
উত্তরঃ অধিকরণ, শূন্য বিভক্তি
'তিলে তৈল' আছে। কোন কারকে কোন বিভক্তি ?
- ক. কর্মকারক, পঞ্চমী বিভক্তি
- খ. করণকারক, তৃতীয়া বিভক্তি
- গ. অপাদান কারক, ষষ্ঠী বিভক্তি
- ঘ. অধিকরণ কারক, সপ্তমী বিভক্তি
উত্তরঃ অধিকরণ কারক, সপ্তমী বিভক্তি
মেঘ থেকে বৃষ্টি হয়। 'মেঘ থেকে' কোন কারকে কোন বিভক্তি ?
- ক. কর্তৃকারক, দ্বিতীয়া বিভক্তি
- খ. কর্মকারক, তৃতীয়া বিভক্তি
- গ. অপাদান কারক, পঞ্চমী বিভক্তি
- ঘ. অধিকরণ কারক, সপ্তমী বিভক্তি
উত্তরঃ অপাদান কারক, পঞ্চমী বিভক্তি
সর্বভূতে ধন দাও। 'সর্বভূতে' কোন কারকে কোন বিভক্তি ?
- ক. কর্তৃকারক, শূন্য বিভক্তি
- খ. করণকারক, পঞ্চমী বিভক্তি
- গ. কর্মকারক, দ্বিতীয়া বিভক্তি
- ঘ. সম্প্রদান কারক, সপ্তমী বিভক্তি
উত্তরঃ সম্প্রদান কারক, সপ্তমী বিভক্তি
ধোপাকে কাপড় দাও। 'ধোপাকে' কোন কারকে কোন বিভক্তি ?
- ক. কর্তাকারকে চতুর্থী বিভক্তি
- খ. কর্মকারকে চতুর্থী বিভক্তি
- গ. সম্প্রদান কারকে দ্বিতীয়া বিভক্তি
- ঘ. অপাদান কারকে দ্বিতীয়া বিভক্তি
উত্তরঃ কর্মকারকে চতুর্থী বিভক্তি
নিচের কোনটি অভিব্যাপক অধিকরণের উদাহরণ ?
- ক. বনে বাঘ আছে
- খ. পুকুরে মাছ আছে
- গ. খিলি পান দিয়ে ঔষধ খাব
- ঘ. নদীতে মাছ আছে
উত্তরঃ নদীতে মাছ আছে
নিচের কোনটি ঐকদেশিক অধিকরণের উদাহরণ ?
- ক. আঁকাশে চাঁদ উঠেছে
- খ. হামিদ অংকে কাঁচা
- গ. তিলে তেল আছে
- ঘ. নদীতে পানি নেই
উত্তরঃ আঁকাশে চাঁদ উঠেছে
'সূর্যোদয়ে অন্ধকার দূরীভুত হয় ' এটি কোন ধরনের অধিকরণ কারক ?
- ক. আধারাধিকরণ
- খ. কালাধিকরণ
- গ. ভাবাধিকরণ
- ঘ. ঐকদেশিক
উত্তরঃ ভাবাধিকরণ
ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককে কোন কারক বলে ?
- ক. করণকারক
- খ. কর্মকারক
- গ. অধিকরণ কারক
- ঘ. অপাদান কারক
উত্তরঃ করণকারক
ছেলেটিকে বিছানায় শোয়াও - 'ছেলেটিকে' কোন কর্ম ?
- ক. উদ্দেশ্য কর্ম
- খ. বিধেয় কর্ম
- গ. সমধাতুজ কর্ম
- ঘ. প্রযোজক ক্রিয়ার কর্ম
উত্তরঃ প্রযোজক ক্রিয়ার কর্ম
'খুব এক ঘুম ঘুমিয়েছি' -এটি কোন কর্ম ?
- ক. সকর্মক ক্রিয়ার কর্ম
- খ. প্রযোজক ক্রিয়ার কর্ম
- গ. উদ্দেশ্য কর্ম
- ঘ. সমধাতুজ কর্ম
উত্তরঃ সমধাতুজ কর্ম
আমার যাওয়া হবে না - 'আমার' কোন কর্তা ?
- ক. মুখ্য কর্তা
- খ. ব্যতিহার কর্তা
- গ. ভাববাচ্যের কর্তা
- ঘ. কর্মবাচ্যের কর্তা
উত্তরঃ ভাববাচ্যের কর্তা
বাঁশি বাজে - 'বাঁশি' কোন কর্তা ?
- ক. প্রযোজক কর্তা
- খ. কর্ম -কর্তৃবাচ্যের কর্তা
- গ. ভাববাচ্যে কর্তা
- ঘ. কর্মবাচ্যের কর্তা
উত্তরঃ কর্ম -কর্তৃবাচ্যের কর্তা
রাখাল গরুকে ঘাস খাওয়ায় - 'গরু' শব্দটি কোন কর্তা ?
- ক. প্রযোজ্য কর্তা
- খ. ব্যতিহার কর্তা
- গ. মুখ্য কর্তা
- ঘ. প্রযোজক কর্তা
উত্তরঃ প্রযোজ্য কর্তা
(শিক্ষক) ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন - 'শিক্ষক' শব্দটি কোন কর্তা ?
- ক. মুখ্য কর্তা
- খ. প্রযোজক কর্তা
- গ. প্রযোজ্য কর্তা
- ঘ. ব্যতিহার কর্তা
উত্তরঃ প্রযোজক কর্তা
মুষলধারে বৃষ্টি পড়ছে - 'বৃষ্টি' শব্দটি কোন কর্তা ?
- ক. প্রযোজক কর্তা
- খ. প্রযোজ্য কর্তা
- গ. ব্যতিহার কর্তা
- ঘ. মুখ্য কর্তা
উত্তরঃ মুখ্য কর্তা
যে বিশেষ্য বা সর্বনাম ক্রিয়া সম্পন্ন করে তাকে কোন কারক বলে ?
- ক. কর্তৃকারক
- খ. কর্মকারক
- গ. করণকারক
- ঘ. সম্প্রদান কারক
উত্তরঃ কর্তৃকারক
উদ্দিষ্ট বস্তু যদি সমগ্র আধার ব্যাপ্ত করে বিরাজমান থাকে, তবে তাকে কোন ধরনের অধিকরণ বলে ?
- ক. কালাধিকরণ
- খ. অভিব্যাপক অধিকরণ
- গ. বৈষয়িক অধিকরণ
- ঘ. ঐকদেশিক অধিকরণ
উত্তরঃ অভিব্যাপক অধিকরণ
- ক. অপাদানে ৫মী
- খ. কর্মে ৫মী
- গ. করণে ৫মী
- ঘ. অধিকরণে ৫মী
উত্তরঃ অপাদানে ৫মী
বেলা যে পড়ে এল (জলকে) চল। কোন কারকে কোন বিভক্তি ?
- ক. কর্মে ২য়া
- খ. সম্প্রদানে ৪র্থী
- গ. নিমিত্তার্থে ৪র্থী
- ঘ. করনে ৭মী
উত্তরঃ নিমিত্তার্থে ৪র্থী
জিজ্ঞাসিব (জনে জনে) - কোন কারকে কোন বিভক্তি ?
- ক. করণে ৭মী
- খ. কর্মে ৭মী
- গ. অপাদানে ৭মী
- ঘ. সম্প্রদানে ৭মী
উত্তরঃ কর্মে ৭মী
(বাঁশি) বাজে কোন ধরনের কর্তা ?
- ক. কর্মবাচ্যের
- খ. ভাববাচ্যের
- গ. কর্ম -কর্তৃবাচ্যের
- ঘ. উদ্দেশ্যের
উত্তরঃ কর্ম -কর্তৃবাচ্যের
কৃপণের ধন --- এটা কোন ধরণের সম্বন্ধ কোথায় ?
- ক. করণ সম্বন্ধ
- খ. হেতু
- গ. আধাররের
- ঘ. অধিকরণ
উত্তরঃ আধাররের
কোনটি সম্প্রদান কারকের উদাহরণ ?
- ক. অন্ধজনে দেহ আলো
- খ. ধোপাকে কাপড় দাও
- গ. মেঘে বৃষ্টি হয়
- ঘ. টাকায় কিনা হয়
উত্তরঃ অন্ধজনে দেহ আলো
- ক. ডাক্তার ডাক
- খ. গরুতে দুধ দেয়
- গ. দীনে দয়া কর
- ঘ. ছেলেটি লাঠি খেলছে
উত্তরঃ ডাক্তার ডাক
- ক. জগতে কীর্তিমান হও
- খ. সন্ধ্যায় পড়তে বস
- গ. সভায় লোকজন আসেনি
- ঘ. সূর্যোদয়ে পদ্ম ফটে
উত্তরঃ সূর্যোদয়ে পদ্ম ফটে
- ক. অধিকরণ কারক
- খ. অপাদান কারক
- গ. করণ কারক
- ঘ. সম্প্রদান কারক
উত্তরঃ করণ কারক
যেসব অর্থহীন বর্ণ বিশেষ্য বা সর্বনাম পদের সাথে যুক্ত হয়ে কারক নির্দেশ করে তাকে কি বলা হয় ?
- ক. বিভক্তি
- খ. বিভক্তি স্থানীয় পদ
- গ. খাঁটি শব্দ বিভক্তি
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ খাঁটি শব্দ বিভক্তি
- ক. অভিব্যাপক
- খ. ভাবাধিকরণ
- গ. ঐকদেশিক আধারাধিকরণ
- ঘ. ভাবে ৭মী
উত্তরঃ ঐকদেশিক আধারাধিকরণ
ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে কি বলে ?
- ক. অপাদান কারক
- খ. অধিকরণ কারক
- গ. সম্প্রদান কারক
- ঘ. কর্ম কারক
উত্তরঃ অধিকরণ কারক
ক্রিয়াকে কোথা থেকে প্রশ্ন করলে কোন কারক পাওয়া যায় ?
- ক. কর্ত
- খ. কর্ম
- গ. সম্প্রদান
- ঘ. অপাদান
উত্তরঃ অপাদান
ব্যাকরণবিদগণ সম্প্রদান কারককে কোন কারকের অধিভুক্ত বলে মনে করেন ?
- ক. কর্ম
- খ. কর্তা
- গ. অপাদান
- ঘ. অধিকরণ
উত্তরঃ কর্ম
- ক. চেষ্টা
- খ. দ্বারা
- গ. যন্ত্র, সহায়ক বা উপায়
- ঘ. দিয়ে
উত্তরঃ যন্ত্র, সহায়ক বা উপায়
একই ধাতু থেকে ক্রিয়া ও কর্ম গঠিত হলে তাকে কি কর্ম বলে ?
- ক. গৌণ
- খ. মুখ্য
- গ. সমধাতুজ
- ঘ. সকর্মক ক্রিয়ার কর্ম
উত্তরঃ সমধাতুজ
- ক. মুখ্যকর্মে
- খ. গৌণকর্মে
- গ. সমধাতুজ কর্মে
- ঘ. প্রযোজক ক্রিয়ার কর্মে
উত্তরঃ গৌণকর্মে
ব্যক্তিবাচক বা প্রাণীবাচক কর্মটি কোন কর্ম হয় ?
- ক. মুখ্যকর্ম
- খ. গৌণকর্ম
- গ. সমধাতুজ কর্ম
- ঘ. সকর্ম
উত্তরঃ গৌণকর্ম
বাক্যের প্রকাশভঙ্গি অনুসারে কর্তা কয় প্রকার ?
- ক. ৩ প্রকার
- খ. ৪ প্রকার
- গ. ৫ প্রকার
- ঘ. ৬ প্রকার
উত্তরঃ ৩ প্রকার
ক্রিয়া সম্পাদনের বিচিত্র্য অনুসারে কর্তা কয় প্রকার ?
- ক. ৩ প্রকার
- খ. ৪ প্রকার
- গ. ৫ প্রকার
- ঘ. ৬ প্রকার
উত্তরঃ ৪ প্রকার
বাক্যে কারকের অবস্থানের নিয়ম কি ?
- ক. ক্রিয়ার আগে
- খ. বাক্যের শেষে
- গ. বাক্যের মাঝে
- ঘ. ধরাবাঁধা নিয়ম নেই
উত্তরঃ ধরাবাঁধা নিয়ম নেই
অপ্রানীবাচক শব্দের উত্তরে কোন বিভক্তি যুক্ত হয় ?
- ক. প্রথমা
- খ. দ্বিতীয়া
- গ. শূন্য
- ঘ. ষষ্ঠী
উত্তরঃ শূন্য
কারক ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ?
- ক. ধ্বনিতত্ত্বে
- খ. রূপতত্ত্বে
- গ. বাক্যতত্ত্বে
- ঘ. অর্থতত্ত্বে
উত্তরঃ রূপতত্ত্বে
যাতে কোনো কিছু চলিত, ভীত, উৎপন্ন, রক্ষিত ইত্যাদি হয়, তাকে বলে -
- ক. কর্তাকারক
- খ. করণকারক
- গ. অপাদান কারক
- ঘ. কর্মকারক
উত্তরঃ অপাদান কারক
কোনো কিছু স্বত্ব ত্যাগ করে দান করাকে বুঝায় -
- ক. করণকারক
- খ. সম্প্রদান কারক
- গ. কর্মকারক
- ঘ. অপাদান কারক
উত্তরঃ সম্প্রদান কারক
কর্তা যা দ্বারা ক্রিয়া সম্পাদন করে, তাকে বলে -
- ক. কর্তাকারক
- খ. করণকারক
- গ. অপাদান কারক
- ঘ. কর্মকারক
উত্তরঃ করণকারক
যাকে উদ্দেশ্য করে ক্রিয়া সম্পাদিত হয়, তাকে বলে -
- ক. কর্তাকারক
- খ. করণকারক
- গ. কর্মকারক
- ঘ. অপাদান কারক
উত্তরঃ কর্মকারক
বাক্যের প্রতিটি পদের সঙ্গে অন্বয় সাধনের জন্য যেসব বর্ণ যুক্ত হয়, তাদের কি বলে ?
- ক. সমাস
- খ. কারক
- গ. বিভক্তি
- ঘ. সম্বন্ধ পদ
উত্তরঃ বিভক্তি
যাকে সম্বোধন করে কিছু বলা হয়, তাকে কি বলে ?
- ক. ক্রিয়ার সাথে সম্পর্ক আছে
- খ. নাম পদের সাথে সম্পর্ক আছে
- গ. ক্রিয়ার সাথে সম্পর্ক না থাকায়
- ঘ. নাম পদের সাথে সম্পর্ক না থাকায়
উত্তরঃ ক্রিয়ার সাথে সম্পর্ক না থাকায়
আমার যাওয়া হয়নি --- বাক্যের আমার কোন কারকে কোন বিভক্তি ?
- ক. কর্মে ষষ্ঠী
- খ. কর্তায় ষষ্ঠী
- গ. অপাদানে ষষ্ঠী
- ঘ. করণে ষষ্ঠী
উত্তরঃ কর্তায় ষষ্ঠী
কোনটি সম্প্রদান কারকে ৭মী বিভক্তির উদাহরণ ?
- ক. লোকটি কানে শুনে না
- খ. দুধে দধি হয়
- গ. দীনে দয়া কর
- ঘ. ধোপাকে কাপড় দাও
উত্তরঃ দীনে দয়া কর
রুপার থালা সোনার বাটি - এগুলো কোন সম্বন্ধ পদের উদাহরণ ?
- ক. ই - কারান্ত
- খ. ঊ -কারান্ত
- গ. ও -কারান্ত
- ঘ. ঐ- কারান্ত
উত্তরঃ ও -কারান্ত
সম্বদ্ধপদে কোন বিভক্তি যুক্ত হয়ে থাকে ?
- ক. য় বা ত
- খ. এ বা এতে
- গ. র বা এর
- ঘ. থেকে বা চেয়ে
উত্তরঃ র বা এর
বাঘে -মহিষে এক ঘাটে জল খায় - (বাঘ-মহিষে) কর্তকারকের প্রকারভেদ কোন কর্তার উদাহরণ ?
- ক. মুখ্য কর্তা
- খ. প্রযোজ্য কর্তা
- গ. ব্যতিহার কর্তা
- ঘ. ভাববাচ্যের কর্তা
উত্তরঃ ব্যতিহার কর্তা
কোনটি কর্তায় ৭মী বিভক্তির উদাহরণ ?
- ক. এ (জীবনে) যদি দীপ জ্বালাতে নাহি পারি
- খ. (পাগলে) কিনা বলে, ছাগলে কিনা খায়
- গ. (আকাশে) হেলান দিয়ে পাহাড় ঘুমায় ঐ
- ঘ. এ (জীবনে) হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি
উত্তরঃ (পাগলে) কিনা বলে, ছাগলে কিনা খায়
নীল আকাশের নিচে আমি (রাস্তা) চলেছি একা। চিহ্নিত শব্দটির কারক ও বিভক্তি কোনটি ?
- ক. কর্মে শূন্য
- খ. করণে শূন্য
- গ. অপাদানে শূন্য
- ঘ. সম্প্রদানে শূন্য
উত্তরঃ করণে শূন্য
আমার গানের মালা আমি করব (কারে) দান। নিম্ন রেখ শব্দটির কারক ও বিভক্তি কোনটি ?
- ক. করণে ৭মী
- খ. কর্মে ৭মী
- গ. কর্তায় ৭মী
- ঘ. অপাদানে ৭মী
উত্তরঃ কর্মে ৭মী
পুকুরে মাছ আছে ---- পুকুরে কোন অধিকরণ ?
- ক. বৈষয়িক
- খ. ভাবাধিকরণ
- গ. অভিব্যাপক
- ঘ. ঐকদেশিক
উত্তরঃ ঐকদেশিক
অপ্রাণী বা ইতর প্রাণীবাচক শব্দের বহুবচনে কোন বিভক্তি যুক্ত হয় না ?
- ক. গুলো
- খ. দের
- গ. রা
- ঘ. দিগের
উত্তরঃ রা
একবচন ও বহুবচনভেদে বিভক্তিগুলোর কি ধরনের পার্থক্য দেখা যায় ?
- ক. উচ্চারণগত
- খ. অর্থগত
- গ. অবস্থানগত
- ঘ. আকৃতিগত
উত্তরঃ আকৃতিগত
‘রহিম ধোপাকে কাপড় ধুতে দিল।’ ইহা কোন কারক?
- ক. কর্তৃকারক
- খ. কর্মকারক
- গ. সম্প্রদান কারক
- ঘ. অপাদান কারক
উত্তরঃ কর্মকারক
‘আমার গানের মালা আমি করব কারে দান’ মালা শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্তৃকারকে শূন্য
- খ. কর্মকারকে শূন্য
- গ. করণকারকে শূন্য
- ঘ. অপদানকারকে শূন্য
উত্তরঃ করণকারকে শূন্য
‘আপন পাঠেতে করহ নিবেশ’- বাক্যে পাঠেতে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্মকারকে তৃতীয়া
- খ. করণ কারকে পঞ্চমী
- গ. অপাদান কারকে সপ্তমী
- ঘ. অধিকরণ কারকে সপ্তমী
উত্তরঃ কর্মকারকে তৃতীয়া
‘নদীর মাছ সুস্বাদু’ -বাক্যে নদীর শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্তায় ষষ্ঠী
- খ. কর্মে ষষ্ঠী
- গ. অপাদানে ষষ্ঠী
- ঘ. অধিকরণে ষষ্ঠী
উত্তরঃ অধিকরণে ষষ্ঠী
“এমন ছেলে আর দেখিনি।”- বাক্যে ছেলে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্তায় শূন্য
- খ. কর্মে শূন্য
- গ. অপাদানের শূন্য
- ঘ. অধিকরণে শূন্য
উত্তরঃ কর্মে শূন্য
‘কালির দাগ দাও’- বাক্যে কালির শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্মে ২য়া
- খ. করণে ৬ষ্ঠী
- গ. অপাদানের ৬ষ্ঠী
- ঘ. অধিকরণে ৬ষ্ঠী
উত্তরঃ করণে ৬ষ্ঠী
ভাইয়ে ভাইয়ে বেশ মিল-বাক্যে ভাইয়ে ভাইয়ে কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্তায় ১মা
- খ. কর্তায় ২য়া
- গ. কর্মে ২য়া
- ঘ. কর্তায় ৭মী
উত্তরঃ কর্তায় ৭মী
‘সব ঝিনুকে মুক্ত পাওয়া যায় না’-বাক্যে ঝিনুকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্তায় ২য়া
- খ. কর্মে ২য়া
- গ. অপাদানে ৭মী
- ঘ. অধিকরণে ৭মী
উত্তরঃ অপাদানে ৭মী
ডাক্তার ডাক বাক্যে ডাক্তার শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্তৃকারকে শূন্য
- খ. কর্তৃকারকে ২য়া
- গ. কর্মকারকে শূন্য
- ঘ. কর্মকারকে সপ্তমী
উত্তরঃ কর্মকারকে শূন্য
ছেলেরা ক্রিকেট খেলে-- বাক্যে ক্রিকেট শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্মে শূন্য
- খ. করণে শূন্য
- গ. অপাদানে শূন্য
- ঘ. অধিকরণে শূন্য
উত্তরঃ কর্মে শূন্য
টাকায় অসাধ্য সাধন হয়-- বাক্যে টাকায় শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্মকারকে সপ্তমী
- খ. করণ কারকে সপ্তমী
- গ. অধিকরণ কারকে সপ্তমী
- ঘ. অপাদান কারকে সপ্তমী
উত্তরঃ করণ কারকে সপ্তমী
অল্প শোকে কাতর--- বাক্যে শোকে কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্তৃকারকে ২য়া
- খ. করণ কারকে সপ্তমী
- গ. অপাদান কারকে সপ্তমী
- ঘ. অধিকরণ কারকে সপ্তমী
উত্তরঃ করণ কারকে সপ্তমী
পড়াশোনায় মন দাও বাক্যে পড়াশোনায় শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্তায় সপ্তমী
- খ. কর্মে ৭মী
- গ. অপাদানে শূন্য
- ঘ. অধিকরণে সপ্তমী
উত্তরঃ কর্মে ৭মী
‘পাইলটে ভাল লেখা হয়’ -এ বাক্যে ‘পাইলটে’ কোন কারক ও কোন বিভক্তি?
- ক. সম্প্রদান কারকে সপ্তমী বিভক্তি
- খ. করণ কারকে ৭মী বিভক্তি
- গ. কর্তৃকারকে ৭মী বিভক্তি
- ঘ. অধিকরণ কারকে ৭মী বিভক্তি
উত্তরঃ করণ কারকে ৭মী বিভক্তি
‘আমি বাংলাদেশে বাস করি।’ -‘আমি’ কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্তৃকারকে শূন্য
- খ. কর্মকারকে শূন্য
- গ. করণকারকে শূন্য
- ঘ. অপাদান কারকে শূন্য
উত্তরঃ কর্তৃকারকে শূন্য
‘টাকায় কিনা হয়।’ -‘টাকায়’ কোন কারকে কোন বিভক্তি?
- ক. অধিকরণে সপ্তমী
- খ. কর্মে শূন্য
- গ. করণে সপ্তমী
- ঘ. সম্বন্ধ পদ
উত্তরঃ করণে সপ্তমী
‘ধোপাকে কাপড় দাও।’ -‘ধোপাকে’ কোন কারকে কোন বিভক্তি?
- ক. অপাদানে দ্বিতীয়া
- খ. করণে দ্বিতীয়া
- গ. কর্মে দ্বিতীয়া
- ঘ. অধিকরণে দ্বিতীয়া
উত্তরঃ কর্মে দ্বিতীয়া
‘মেয়েরা লুডু খেলে’ - ‘লুডু’ কোন কারকে কোন বিভক্তি?
- ক. করণ কারকে ৬ষ্ঠী
- খ. কর্মকারকে শূন্য
- গ. করণ কারকে শূন্য
- ঘ. সম্প্রদান কারকে শূন্য
উত্তরঃ করণ কারকে শূন্য
কোনটি করণ কারকে ৭মী বিভক্তির উদাহরণ?
- ক. রুনা ফুলের মালা গাঁথে
- খ. মন দিয়ে লেখাপড়া কর
- গ. কেন এলে অবেলায়
- ঘ. ফুলে ফুলে বাগান ভরেছে
উত্তরঃ ফুলে ফুলে বাগান ভরেছে
‘ফুলে মালা গাঁথা’ ‘ফুলে’ কোন কারক?
- ক. করণ কারক
- খ. সম্প্রদান কারক
- গ. অপাদান কারক
- ঘ. অধিকরণ কারক
উত্তরঃ করণ কারক
‘গুরুজনে ভক্তি কর’ -‘গুরুজনে’ কোন কারক?
- ক. করণ কারক
- খ. অপাদান কারক
- গ. কর্মকারক
- ঘ. সম্প্রদান কারক
উত্তরঃ সম্প্রদান কারক
‘বর্ষাকালে সাপের ভয়’ -‘সাপের’ কোন কারকে কোন বিভক্তি?
- ক. অপাদানে ৬ষ্ঠী
- খ. কর্মে ৬ষ্ঠী
- গ. সম্প্রদানে ৬ষ্ঠী
- ঘ. করণে ৬ষ্ঠী
উত্তরঃ অপাদানে ৬ষ্ঠী
‘কলে ছাঁটা চাল ভাল নয়।’ এখানে ‘কলে’ কোন কারক?
- ক. করণ কারক
- খ. কর্মকারক
- গ. সম্প্রদান কারক
- ঘ. অধিকরণ কারক
উত্তরঃ করণ কারক
‘পাতায় পাতায় পড়ে নিশির শিশির’ -‘পাতায় পাতায়’ কোন কারকে কোন বিভক্তি?
- ক. অপদানে সপ্তমী
- খ. করণে শূন্য
- গ. অধিকরণে সপ্তমী
- ঘ. সম্বন্ধ পদ
উত্তরঃ অধিকরণে সপ্তমী
‘সোনার খাঁচায় রাখব তোমায়।’ -‘সোনার খাঁচায়’ কোন কারকে কোন বিভক্তি?
- ক. করণে সপ্তমী
- খ. সম্বন্ধ পদ
- গ. কর্মে শূন্য
- ঘ. অধিকরণে সপ্তমী
উত্তরঃ অধিকরণে সপ্তমী
‘ছাগলে কি না খায়।’- ‘ছাগলে’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্তায় শূন্য
- খ. কর্তায় সপ্তমী
- গ. কর্তায় প্রথমা
- ঘ. কর্মে সপ্তমী
উত্তরঃ কর্তায় সপ্তমী
‘রাজার রাজ্যে প্রজার জমি।’ -এটি হল-
- ক. অধিকরণে সপ্তমী
- খ. অধিকার সম্বন্ধ
- গ. কর্মে সপ্তমী
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ অধিকার সম্বন্ধ
‘গাঁয়ে মানে না আপনি মোড়ল।’ -‘গাঁয়ে’ কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্তৃকারকে সপ্তমী
- খ. করণে দ্বিতীয়া
- গ. কর্মে সপ্তমী
- ঘ. অধিকরণে তৃতীয়া
উত্তরঃ কর্তৃকারকে সপ্তমী
‘দীন দেখিয়া দান করিও’ -‘দীন’ কোন কারকে শূন্য বিভক্তির উদাহরণ?
- ক. অপাদান কারক
- খ. সম্প্রদান কারক
- গ. অধিকরণ কারক
- ঘ. কর্তৃকারক
উত্তরঃ সম্প্রদান কারক
নিমিত্তার্থে ‘কে’ বিভক্তি যুক্ত হলে সেখানে কোন বিভক্তি হয়?
- ক. ২য়া বিভক্তি
- খ. ৩য়া বিভক্তি
- গ. ৪র্থী বিভক্তি
- ঘ. ৫মী বিভক্তি
উত্তরঃ ৪র্থী বিভক্তি
‘সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু’ -‘সুখের লাগিয়া’ এর কারক ও বিভক্তি কোনটি?
- ক. কর্মে ৬ষ্ঠী
- খ. করণে ৬ষ্ঠী
- গ. নিমিত্তার্থে ৬ষ্ঠী
- ঘ. অপাদানে ৬ষ্ঠী
উত্তরঃ নিমিত্তার্থে ৬ষ্ঠী
কোনটি অধিকরণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ?
- ক. তিনি ঢাকায় গেছেন
- খ. বাবা বাড়ি নেই
- গ. সকালে সূর্য উঠে
- ঘ. ভোরে মোরগ ডাকে
উত্তরঃ বাবা বাড়ি নেই
- ক. সূর্যোদয়ে পদ্ম ফোটে
- খ. সারারাত বৃষ্টি হয়েছে
- গ. গাছ থেকে ফল পড়ে
- ঘ. সে আমায় চেনে না
উত্তরঃ সারারাত বৃষ্টি হয়েছে
‘বনে ফুল ফোটে’ -‘বনে কোন কারক?
- ক. অপাদান কারক
- খ. অধিকরণ কারক
- গ. সম্প্রদান কারকে
- ঘ. কর্তৃকারক
উত্তরঃ অধিকরণ কারক
‘রাখাল গরুকে ঘাস খাওয়ায়’ -‘রাখাল’ কোন কারকে কোন বিভক্তি?
- ক. সম্প্রদান কারকে ৪র্থী বিভক্তি
- খ. কর্মকারকে ২য়া বিভক্তি
- গ. কর্তৃকারকে শূন্য বিভক্তি
- ঘ. কর্তৃকারকে ৭মী বিভক্তি
উত্তরঃ কর্তৃকারকে শূন্য বিভক্তি
‘আমি কাল বাড়ি যাব।’ ‘আমি’ কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্তৃকারকে ১মা
- খ. কর্মকারকে ২য়া
- গ. সম্প্রদান কারকে ৪র্থী
- ঘ. কর্মকারকে শূন্য
উত্তরঃ কর্তৃকারকে ১মা
‘চোরে পুলিশে লড়াই হয়েছে’ -‘চোরে-পুলিশে’ কোন কর্তা?
- ক. উক্ত কর্তা
- খ. অনুক্ত কর্তা
- গ. সমধাতুজ কর্তা
- ঘ. ব্যতিহার কর্তা
উত্তরঃ ব্যতিহার কর্তা
‘বাঘে-মহিষে এক ঘাটে জল খায়’ -‘বাঘে মহিষে’ কর্তৃকারকের প্রকারভেদে কোন কর্তার উদাহরণ?
- ক. মুখ্য কর্তা
- খ. প্রযোজক কর্তা
- গ. ব্যতিহার কর্তা
- ঘ. ভাববাচ্যের কর্তা
উত্তরঃ ব্যতিহার কর্তা
‘দশের সেবা কর’ -‘দশের’ কোন কারক?
- ক. অপাদান কারক
- খ. সম্প্রদান কারক
- গ. কর্মকারক
- ঘ. কর্তৃকারক
উত্তরঃ সম্প্রদান কারক
অপ্রাণিবাচক শব্দের উত্তরে কোন বিভক্তি হয়?
- ক. কে বিভক্তি
- খ. রে বিভক্তি
- গ. প্রথমা বিভক্তি
- ঘ. শূন্য বিভক্তি
উত্তরঃ শূন্য বিভক্তি
‘পাপে বিরত হও।’ -‘পাপে’ কোন কারকে কোন বিভক্তি?
- ক. অধিকরণ কারকে ৭মী
- খ. অপাদানে কারকে ৫মী
- গ. করণ কারকে ৫মী
- ঘ. অপাদান কারকে ৭মী
উত্তরঃ অপাদান কারকে ৭মী
‘নৌকায় নদী পার হলাম।’ -‘নৌকায় কোন কারকে কোন বিভক্তি?
- ক. করণ কারকে ৭মী
- খ. সম্প্রদান কারকে ৭মী বিভক্তি
- গ. অপাদান কারকে ৭মী বিভক্তি
- ঘ. অধিকরণ কারকে ৭মী বিভক্তি
উত্তরঃ করণ কারকে ৭মী
দুটো কর্তা একত্রে একজাতীয় ক্রিয়া সম্পাদন করলে তাকে বলে-
- ক. ব্যাতিহার কর্তা
- খ. প্রযোজক ক্রিয়া
- গ. প্রযোজক কর্তা
- ঘ. মুখ্য কর্তা
উত্তরঃ ব্যাতিহার কর্তা
কোনটি সম্প্রদানে সপ্তমীর উদাহরণ?
- ক. অন্ধজনে দেহ আলো
- খ. তিলে তৈল হয়
- গ. করিম ভাল ছেলে
- ঘ. আমি জানি না
উত্তরঃ অন্ধজনে দেহ আলো
- ক. বেলা যে পড়ে এল, জলকে চল
- খ. খেলা শেষ হল
- গ. বড়র পীরিতি বারির বাঁধ
- ঘ. সেদিন চলে গেছে
উত্তরঃ বেলা যে পড়ে এল, জলকে চল
‘অন্ধজনে দেহ আলো, মৃতজনে প্রাণ।’ -অন্ধজনে, মৃতজনে পদে কোন কারকে বিভক্তি হয়েছে?
- ক. করণ কারকে তৃতীয়া বিভক্তি
- খ. কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি
- গ. কর্তৃকারকে তৃতীয়া বিভক্তি
- ঘ. সম্প্রদান কারকে ৭মী বিভক্তি
উত্তরঃ সম্প্রদান কারকে ৭মী বিভক্তি
‘গ্রামখানি ঐ অদূরে।’ -অর্থানুসারে এই বাক্যটি কোন ধরনের?
- ক. নিষেধাত্মক
- খ. বিস্ময়বোধক
- গ. প্রশ্নসূচক
- ঘ. নির্দেশক
উত্তরঃ নির্দেশক
‘রাজায় রাজায় লড়াই হয়।’ রাজায় রাজায় পদটি কোন কারকে কোন বিভক্তি হয়?
- ক. কর্তৃকারকে ৭মী বিভক্তি
- খ. কর্তৃকারকে ৬ষ্ঠী বিভক্তি
- গ. কর্মকারকে ৭মী বিভক্তি
- ঘ. সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি
উত্তরঃ কর্তৃকারকে ৭মী বিভক্তি
‘জিজ্ঞাসিব জনে জনে’ কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্মকারকে ৭মী বিভক্তি
- খ. অপাদান কারকে ৫মী বিভক্তি
- গ. সম্প্রদান কারকে ৪র্থী বিভক্তি
- ঘ. কর্তৃকারকে ৭মী বিভক্তি
উত্তরঃ কর্মকারকে ৭মী বিভক্তি
‘হালিমা ফুল তুলছে’ -এ বাক্যে ‘ফুল’ কোন কারক?
- ক. কর্মকারক
- খ. অপাদান কারক
- গ. অধিকরণ কারক
- ঘ. সম্প্রদান কারক
উত্তরঃ কর্মকারক
‘গুরুজনে কর নতি’ -‘গুরুজনে’ কোন কারকে কোন বিভক্তি?
- ক. সম্প্রদানে প্রথমা
- খ. সম্প্রদানে সপ্তমী
- গ. কর্মে সপ্তমী
- ঘ. কর্তায় প্রথমা
উত্তরঃ সম্প্রদানে সপ্তমী
‘আমরা কুষ্টিয়া যাব।’ -এ বাক্যে ‘কুষ্টিয়া’ কোন কারক?
- ক. কর্তাকারক
- খ. কর্মকারক
- গ. করণকারক
- ঘ. অধিকরণ কারক
উত্তরঃ অধিকরণ কারক
- ক. যা পদকে সম্পাদন করে
- খ. যা সমাসকে সম্পাদন করে
- গ. যা ক্রিয়া সম্পাদন করে
- ঘ. যা পদ ও সমাসকে সম্পাদন করে
উত্তরঃ যা ক্রিয়া সম্পাদন করে
‘বাবাকে বড় ভয় পাই।’ -‘বাবাকে’ কোন কারকে কোন বিভক্তি?
- ক. অপাদানে দ্বিতীয়া
- খ. অধিকরণে সপ্তমী
- গ. কর্তৃকারকে শূন্য
- ঘ. করনে তৃতীয়া
উত্তরঃ অপাদানে দ্বিতীয়া
‘জগতে কীর্তিমান হও সাধনায়।’ -এখানে ‘সাধনায়’ শব্দটি কোন কারক ও কোন বিভক্তি?
- ক. কর্মকারকে দ্বিতীয়া
- খ. কর্তকারকে সপ্তমী
- গ. অধিকরণ কারকে সপ্তমী
- ঘ. করণকারকে সপ্তমী
উত্তরঃ করণকারকে সপ্তমী
‘শ্রদ্ধাবান লভে জ্ঞান অন্যে কভু নয়।’ -এ বাক্যে ‘শ্রদ্ধাবান’ কোন কারক ও কোন বিভক্তি?
- ক. কর্মে শূন্য
- খ. কর্তায় শূন্য
- গ. অধিকরণে শূন্য
- ঘ. করণে শূন্য
উত্তরঃ কর্তায় শূন্য
‘দেবতার ধন কে যায় ফিরায়ে লয়ে।’ -এ বাক্যে ‘দেবতার’ শব্দটি কোন কারক ও কোন বিভক্তি?
- ক. সম্বন্ধে ৬ষ্ঠী বিভক্তি
- খ. কর্তৃকারকে ৬ষ্ঠী বিভক্তি
- গ. অধিকরণে ৭মী বিভক্তি
- ঘ. অপাদানে ৬ষ্ঠী বিভক্তি
উত্তরঃ সম্বন্ধে ৬ষ্ঠী বিভক্তি
‘আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা’ -এ বাক্যে ‘আমারে’ শব্দটির কারক ও বিভক্তি কি?
- ক. কর্মকারকে দ্বিতীয়া
- খ. কর্তৃকারকে সপ্তমী
- গ. অধিকরণ কারকে সপ্তমী
- ঘ. সম্প্রদান কারকে সপ্তমী
উত্তরঃ কর্মকারকে দ্বিতীয়া
‘বক্তার মুখে যে খৈ ফুটলো’ -এ বাক্যে ‘মুখে’ কোন কারক ও কোন বিভক্তি?
- ক. কর্মকারকে সপ্তমী বিভক্তি
- খ. অপাদান কারকে সপ্তমী বিভক্তি
- গ. অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
- ঘ. করণ কারকে সপ্তমী বিভক্তি
উত্তরঃ অপাদান কারকে সপ্তমী বিভক্তি
‘নদীতে মাছ ধরা সহজ নয়।’ -এখানে ‘নদীতে’ পদটি কোন কারক ও কোন বিভক্তি?
- ক. অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
- খ. সম্প্রদান কারকে সপ্তমী বিভক্তি
- গ. কর্মকারকে সপ্তমী বিভক্তি
- ঘ. অপাদান কারকে সপ্তমী বিভক্তি
উত্তরঃ অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
‘ট্রেন ঢাকা ছাড়ল’ -এখানে ‘ঢাকা' কোন কারক ও কোন বিভক্তি?
- ক. অপাদান কারকে শূন্য বিভক্তি
- খ. অধিকরণ কারকে শূন্য বিভক্তি
- গ. অপাদান কারকে পঞ্চমী বিভক্তি
- ঘ. কর্মকারকে শূন্য বিভক্তি
উত্তরঃ অপাদান কারকে শূন্য বিভক্তি
সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয়ে থাকে?
- ক. ‘যে’ বা ‘তে’
- খ. ‘এ’ বা ‘এতে’
- গ. ‘র’ বা ‘এর’
- ঘ. ‘থেকে’ বা ‘চেয়ে’
উত্তরঃ ‘র’ বা ‘এর’
‘ক্লাস থেকে ট্রেন দেখি’ -‘ক্লাস থেকে’ পদটি কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্মকারকে ৫মী
- খ. অধিকরণ কারকে ৫মী
- গ. অপাদান কারকে ৫মী
- ঘ. অধিকরণ কারকে ৭মী
উত্তরঃ অধিকরণ কারকে ৫মী
‘সূর্যোদয়ে নলিনী, চন্দ্রোদয়ে কুমুদিনী প্রস্ফুটিত হয়।’ ‘সূর্যোদয়ে’ ও ‘কুদুমনিী’ হল-
- ক. কালাধিকরণ
- খ. ভাবাধিকরণ
- গ. আধারাধিকরণ
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ ভাবাধিকরণ
‘আমাকে যেতে হবে’ বাক্যে আমাকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্তায় ২য়া
- খ. কর্মে ২য়া
- গ. অপাদানে ২য়া
- ঘ. অধিকরণে ২য়া
উত্তরঃ কর্তায় ২য়া
‘চোখ দিয়ে জল পড়ে।’ বাক্যে চোখ দিয়ে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্মে ২য়া
- খ. করণে ২য়া
- গ. অপাদানে ৩য়া
- ঘ. অধিকরণে ৩য়া
উত্তরঃ অপাদানে ৩য়া
‘বাড়ি ঘুরে এস’ বাক্যে বাড়ি শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্মে ২য়া
- খ. করণে ৩য়া
- গ. অপাদানে ১মা
- ঘ. অধিকরণে ১মা
উত্তরঃ অধিকরণে ১মা
‘আমাদের একটি গল্প বলুন’ বাক্যে আমাদের শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্মে ষষ্ঠী
- খ. কর্মে ২য়া
- গ. অপাদানে ৫মী
- ঘ. সম্প্রদানে ষষ্ঠী
উত্তরঃ কর্মে ষষ্ঠী
‘অহঙ্কার পতনের মূল’ -বাক্যে অহঙ্কার শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্মে শূন্য
- খ. করণে শূন্য
- গ. অপাদানে শূন্য
- ঘ. অধিকরণে শূন্য
উত্তরঃ করণে শূন্য
কি সাহসে ওখানে গেলে? -বাক্যে সাহসে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্তায় ৭মী
- খ. কর্মে ৭মী
- গ. করণে ৭মী
- ঘ. অপাদানে ৭মী
উত্তরঃ অপাদানে ৭মী
‘আজকে নগদ কালকে ধার’ -বাক্যে আজকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- ক. অপাদানে ২য়া
- খ. অধিকরণে ২য়া
- গ. কর্মে শূন্য
- ঘ. করণে ২য়া
উত্তরঃ অধিকরণে ২য়া
'প্রভাতে উদল রবি লোহিত বরণ’ -বাক্যে প্রভাতে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- ক. অধিকরণে ৭মী
- খ. অপাদানে ৭মী
- গ. করণে ৩য়া
- ঘ. কর্তায় ৭মী
উত্তরঃ অধিকরণে ৭মী
‘আষাঢ়ে বৃষ্টি নামে’ -বাক্যে আষাঢ়ে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্তায় ৭মী
- খ. কর্মে ৭মী
- গ. অপাদানে ৭মী
- ঘ. অধিকরণে ৭মী
উত্তরঃ অধিকরণে ৭মী
‘শুক্রবার স্কুল বন্ধ’ -বাক্যে স্কুল শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্তায় শূন্য
- খ. কর্মে শূন্য
- গ. অপাদানে শূন্য
- ঘ. অধিকরণে শূন্য
উত্তরঃ কর্মে শূন্য
‘হাতের কাজ দেখাও’ বাক্যে হাতের শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- ক. অপাদানে ষষ্ঠী
- খ. কর্মে ৭মী
- গ. করণে ষষ্ঠী
- ঘ. অধিকরণে ষষ্ঠী
উত্তরঃ করণে ষষ্ঠী
‘শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে’ -বাক্যে পাঠে শব্দটি কোন কারকে কোন বিভক্তি
- ক. অধিকরণে সপ্তমী
- খ. অপাদনে পঞ্চমী
- গ. কর্মে সপ্তমী
- ঘ. অধিকরণে পঞ্চমী
উত্তরঃ কর্মে সপ্তমী
‘পরের দিন উৎসব’ বাক্যে মাঝের শব্দটি কোন কারকের উদাহরণ?
- ক. কর্তৃকারক
- খ. কর্মকারক
- গ. অপাদান কারক
- ঘ. অধিকরণ কারক
উত্তরঃ অধিকরণ কারক
‘ছাত্ররা বল খেলে’ -বাক্যে বল শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্মে শূন্য
- খ. করণে শূন্য
- গ. অপাদানে পঞ্চমী
- ঘ. সম্প্রদানে সপ্তমী
উত্তরঃ কর্মে শূন্য
‘বাড়ি থেকে নদী দেখা যায়’ -বাক্যে বাড়ি শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্তায় সপ্তমী
- খ. অধিকরণে পঞ্চমী
- গ. কর্মে দ্বিতীয়া
- ঘ. অপাদানে শূন্য
উত্তরঃ অধিকরণে পঞ্চমী
‘গাড়ি স্টেশন ছাড়ল’- বাক্যে স্টেশন শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্তৃকরকে শূন্য
- খ. কর্মকারকে শূন্য
- গ. করণ কারকে শূন্য
- ঘ. অপাদান কারকে শূন্য
উত্তরঃ অপাদান কারকে শূন্য
‘সকলকে মরতে হবে’- বাক্যে সকলকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্তকারকে দ্বিতীয়া
- খ. কর্মকারকে দ্বিতীয়া
- গ. করণ কারকে দ্বিতীয়া
- ঘ. অপাদান কারকে দ্বিতীয়া
উত্তরঃ কর্মকারকে দ্বিতীয়া
‘ব্যায়ামে শরীর ভাল হয়’ -বাক্যে ব্যায়ামে শব্দটি কোন কারকে কোন্ বিভক্তি?
- ক. কর্মকারকে সপ্তমী
- খ. করণ কারকে সপ্তমী
- গ. অপাদান কারকে সপ্তমী
- ঘ. অধিকরণ কারকে সপ্তমী
উত্তরঃ করণ কারকে সপ্তমী
‘কলসটি কানায় কানায় পূর্ণ’ -কোন কারকে কোন বিভক্তি?
- ক. আধারাধিকরণে সপ্তমী
- খ. স্থানাধিকরণে সপ্তমী
- গ. ভাবধিকরণে সপ্তমী
- ঘ. কালাধিকরণে সপ্তমী
উত্তরঃ আধারাধিকরণে সপ্তমী
‘যখন পড়বে না মোর পায়ের চিহ্ন’ বাক্যে পায়ের শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্মকারকে দ্বিতয়িা
- খ. করণকারকে ষষ্ঠী
- গ. অপাদানকারকে ষষ্ঠী
- ঘ. অধিকরণ কারকে ষষ্ঠী
উত্তরঃ করণকারকে ষষ্ঠী
‘আরেফ বই পড়ে’ বাক্যে বই শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্মকারকে শূন্য
- খ. করণকারকে শূন্য
- গ. সম্প্রদানকারকে শূন্য
- ঘ. অধিকরণকারকে শূন্য
উত্তরঃ কর্মকারকে শূন্য
‘দশে মিলে করি কাজ’ বাক্যে নির্দেশিত কারক-
- ক. কর্তৃকারক
- খ. কর্মকারক
- গ. সম্প্রদান কারক
- ঘ. করণ কারক
উত্তরঃ কর্তৃকারক
‘তিনি চোখে দেখেন না’ -‘চোখে কোন কারক?
- ক. অধিকরণ কারক
- খ. অপাদান কারক
- গ. করণ কারক
- ঘ. সম্প্রদান কারক
উত্তরঃ করণ কারক
‘আপনি কী পুকুরে গোসল করবেন’ -এখানে ‘পুকুরে’ হল-
- ক. করণ কারক
- খ. অধিকরণ কারক
- গ. অপাদান কারক
- ঘ. কর্ম কারক
উত্তরঃ অধিকরণ কারক
“বাদলের ধারা ঝরে ঝর ঝর” - বাদলের পদটির কারক ও বিভক্তি কোনটি?
- ক. অধিকরণ কারকে ২য়া
- খ. সম্প্রদান কারকে ৪র্থী
- গ. অপাদানে ৬ষ্ঠী
- ঘ. কর্মকারকে ৭মী বিভক্তি
উত্তরঃ অপাদানে ৬ষ্ঠী
‘তিনি ব্যাকরণে পণ্ডিত।’ -এ বাক্যে ‘ব্যাকরণে’ কোন কারক ও কোন বিভক্তি?
- ক. অধিকরণ কারকে সপ্তমী
- খ. সম্প্রদান কারকে সপ্তমী
- গ. অপাদান কারকে দ্বিতীয়া
- ঘ. কর্মকারকে সপ্তমী
উত্তরঃ অধিকরণ কারকে সপ্তমী
‘শিকারি বিড়াল গোঁফে চেনা যায়।’ -‘গোঁফে’ কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্মকারকে ২য়া
- খ. করণ কারকে ৭মী
- গ. অপাদান কারকে ৭মী
- ঘ. অধিকরণ কারকে ৬ষ্ঠী
উত্তরঃ করণ কারকে ৭মী
‘তাহলে তুমি লাঠি খেলতে জান না’ -এখানে ‘লাঠি’ কোন কারক ও কোন বিভক্তি?
- ক. কর্তায় তৃতীয়া
- খ. কর্মে প্রথমা
- গ. করণে তৃতীয়া
- ঘ. করণে শূন্য
উত্তরঃ করণে শূন্য
‘জল পড়ে পাতা নড়ে’ -এখানে জল ও পাতা কোন কারক-বিভক্তি?
- ক. কর্তায় প্রথমা
- খ. কর্তায় সপ্তমী
- গ. কর্তায় চতুর্থী
- ঘ. কর্তায় তৃতীয়া
উত্তরঃ কর্তায় প্রথমা
‘ইট পাথরে বাড়ি খুব শক্ত হয়।’ -এই বাক্যের ‘ইট পাথরে’ পদ কোন কারকে কোন বিভক্তি?
- ক. অপাদানে ষষ্ঠী
- খ. অধিকরণে ষষ্ঠী
- গ. সম্বন্ধে ষষ্ঠী
- ঘ. করণে ষষ্ঠী
উত্তরঃ করণে ষষ্ঠী
‘এ দেহে প্রাণ নাই’ -‘দেহে’ কোন কারকে কোন বিভক্তি?
- ক. অধিকরণে সপ্তমী
- খ. অধিকরণে শূন্য
- গ. করণে সপ্তমী
- ঘ. কর্মে সপ্তমী
উত্তরঃ অধিকরণে সপ্তমী
নিচের কোন বাক্যটি অপাদান কারক নির্দেশ করে?
- ক. ট্রেন স্টেশন ছেড়েছে
- খ. বনে বাঘ আছে
- গ. গৃহহীনে গৃহ দাও
- ঘ. জিজ্ঞাসিব জনে জনে
উত্তরঃ ট্রেন স্টেশন ছেড়েছে
‘তিলে তৈল হয়’-এ বাক্যে কোন কারকে কোন বিভক্তি বিদ্যমান?
- ক. কর্তৃকারকে প্রথমা
- খ. অপাদান কারকে তৃতীয়া
- গ. সম্প্রদান কারকে চতুর্থী
- ঘ. অধিকরণ কারকে সপ্তমী
উত্তরঃ অপাদান কারকে তৃতীয়া
অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ আছে কোন বাক্যটিতে?
- ক. ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল
- খ. কাজের পরিচয় ফলে বোঝা যায়
- গ. ফুলের গন্ধে ঘুম আসে না এলা জেগে বই
- ঘ. আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস
উত্তরঃ আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস
‘মাঠে ধান ফলেছে।’ বাক্যে ‘মাঠে’ কোন কারক?
- ক. স্থানধিকরণ
- খ. কালাধিকরণ
- গ. বিষয়াধিকরণ
- ঘ. ভাবাধিকরণ
উত্তরঃ স্থানধিকরণ
‘ধর্মে তোমার মতি হোক।’ বাক্যে নিম্নের শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্তৃকারকে সপ্তমী
- খ. কর্মে সপ্তমী
- গ. করণে সপ্তমী
- ঘ. অধিকরণে সপ্তমী
উত্তরঃ অধিকরণে সপ্তমী
‘কান্নায় শোক কমে।’ - এ বাক্যে ‘কান্নায়’ কোন কারক?
- ক. অধিকরণ কারক
- খ. অপাদান কারক
- গ. সম্প্রদান কারক
- ঘ. করণ কারক
উত্তরঃ অধিকরণ কারক
‘কাননে কুসুমকলি সকলি ফুটিল’-এ বাক্যে ‘কাননে’ কোন কারক ও বিভক্তি?
- ক. কর্মে সপ্তমী
- খ. অপাদানে সপ্তমী
- গ. অধিকরণে সপ্তমী
- ঘ. করণে শুণ্য
উত্তরঃ অধিকরণে সপ্তমী
‘আয়ু যেন পদ্মা পাতায় নীড়।’ এই বাক্যে ‘পদ্মা পাতায়’-
- ক. কর্মকারক
- খ. করণ কারক
- গ. অপাদান কারক
- ঘ. অধিকরণ কারক
উত্তরঃ অধিকরণ কারক
‘ঘরেতে ভ্রমর এল গুণগুণিয়ে’- ঘরেতে কোন কারক?
- ক. করণে ৭মী
- খ. কর্মে ৭মী
- গ. অধিকরণে ৭মী
- ঘ. অপাদানে ৭মী
উত্তরঃ অধিকরণে ৭মী
‘পুকুরে মাছ আছে’ বাক্যে ‘পুকুরে’ কোন কারকে কোন বিভক্তি?
- ক. করণে সপ্তমী
- খ. কর্তায় সপ্তমী
- গ. অপাদানে সপ্তমী
- ঘ. অধিকরণে সপ্তমী
উত্তরঃ অধিকরণে সপ্তমী
‘পৃথিবীতে কে কাহার?’- এই বাক্যে পৃথিবীতে পদটি কোন কারকে কোন বিভক্তিতে সম্পন্ন?
- ক. অপাদান কারকে পঞ্চমী বিভক্তি
- খ. কর্ম কারকে দ্বিতীয়া বিভক্তি
- গ. অধিকরন কারকে সপ্তমী বিভক্তি
- ঘ. করণ কারকে তৃতীয়া বিভক্তি
উত্তরঃ অধিকরন কারকে সপ্তমী বিভক্তি
অধিকরণ কাকে সপ্তমী বিভক্তির উদাহরণ আছে কোন বাক্যটিতে?
- ক. ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল
- খ. কাজের পরিচয় ফলে বোঝা যায়
- গ. ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই
- ঘ. আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস
উত্তরঃ আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস
‘আকাশে তো আমি রাখিনাই মোর উড়িবার ইতিহাস’- এই বাক্যে ‘আকাশে’ শব্দটি কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?
- ক. কর্তৃকারকে সপ্তমী
- খ. কর্মকারকে সপ্তমী
- গ. অপাদান কারকে তৃতীয়া
- ঘ. অধিকরণে কারকে সপ্তমী
উত্তরঃ অধিকরণে কারকে সপ্তমী
‘আলোয় আঁধার দূর হয়’- এই বাক্যের ‘আলো’য় পদটি কোন কারকের উদাহরণ?
- ক. কর্তায় সপ্তমী
- খ. করণে সপ্তমী
- গ. অপাদানে সপ্তমী
- ঘ. অধিকরণে সপ্তমী
উত্তরঃ অধিকরণে সপ্তমী
‘আলোয় আঁধার কাটে’- এই বাক্যে ‘আলোয়’ কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্তায় সপ্তমী
- খ. করণে সপ্তমী
- গ. অপাদানে সপ্তমী
- ঘ. অধিকরণে সপ্তমী
উত্তরঃ অধিকরণে সপ্তমী
অধিকরণ কারকে পঞ্চমী বিভক্তির উদাহরণ-
- ক. বাড়ি থেকে নদী দেখা যায়
- খ. তিনি ঢাকা থেকে এসেছেন
- গ. সোমবার থেকে পরীক্ষা শুরু
- ঘ. জমি থেকে ফসল পাই
উত্তরঃ বাড়ি থেকে নদী দেখা যায়
“বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা” বাক্যে ‘বিপদে’ কোন কারকে কোন বিভক্তি?
- ক. কারণে সপ্তমী
- খ. কর্তায় সপ্তমী
- গ. অপাদানে সপ্তমী
- ঘ. অধিকরণে সপ্তমী
উত্তরঃ অপাদানে সপ্তমী
‘আশার ছলনে ভুলি কি ফল লভিনু হায়’ বাক্যে ‘ছলনে’ কোন কারকে কোন বিভক্তি?
- ক. করণে সপ্তমী
- খ. অধিকরণে সপ্তমী
- গ. অপাদানে সপ্তমী
- ঘ. কর্মে সপ্তমী
উত্তরঃ করণে সপ্তমী
নিম্নরেখ কোন শব্দটিতে করণকারকে শূন্য বিভক্তি ব্যবহৃত হয়েছে?
- ক. ঘোড়াকে (চাবুক) মার
- খ. (ডাক্তার) ডাক
- গ. (গাড়ি) স্টেশন ছেড়েছে
- ঘ. (মুষলধারে) বৃষ্টি পড়ছে
উত্তরঃ ঘোড়াকে (চাবুক) মার
কর্তা যা দ্বারা ক্রিয়া সম্পাদন করে তাকে বলে
- ক. করণ কারক
- খ. কর্মকারক
- গ. কর্তৃকারক
- ঘ. অপাদান কারক
উত্তরঃ করণ কারক
নিচের কোন বাক্যটিতে কর্ম কারকে ১মা বিভক্তি আছে?
- ক. বাবাকে ভয় নাই
- খ. বাঁশি বাজে
- গ. ফলে বৃক্ষের পরিচয়
- ঘ. পাপে বিরত হও
উত্তরঃ বাঁশি বাজে
‘করিমকে রহিম গতকাল মেরেছে’-- বাক্যে কর্মকারক সূচক শব্দ কোনটি?
- ক. রহিম
- খ. করিমকে
- গ. গতকাল
- ঘ. মেরেছে
উত্তরঃ করিমকে
‘জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায়।’ -এখানে ‘জেলে’ কোন কারকে কোন বিভক্তি-
- ক. কর্তৃকরকে ৭মী বিভক্তি
- খ. কর্তৃকারকের ১মা বিভক্তি
- গ. অধিকরণ কারকে ৭মী বিভক্তি
- ঘ. কর্মকারকে ১মা বিভক্তি
উত্তরঃ কর্তৃকারকের ১মা বিভক্তি
“সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা” এই বাক্যে ‘ঔষধ’ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ
- ক. কর্মকারকে শুণ্য
- খ. সম্প্রদানে সপ্তমী
- গ. অধিকরণে শুণ্য
- ঘ. কর্তৃকারকে শুণ্য
উত্তরঃ কর্মকারকে শুণ্য
যাকে উদ্দেশ্য করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে বলে-
- ক. কর্তৃকারক
- খ. সম্প্রদান কারক
- গ. কারণ কারক
- ঘ. কর্মকারক
উত্তরঃ কর্মকারক
কোন বাক্যে কর্তায় এ বিভক্তির উদাহরণ দেওয়া হয়েছে?
- ক. অন্ধজনে বন্ধ ঘরে, দিবা-রাত্রি কষ্ট করে
- খ. ঘরে ভরেছে অন্ধজনে
- গ. হাত বাড়িয়ে কর্মে টান অন্ধজনে
- ঘ. অন্ধজনে দেহ আলো
উত্তরঃ অন্ধজনে বন্ধ ঘরে, দিবা-রাত্রি কষ্ট করে
‘বুলবুলিতে ধান খেয়েছে’- এই বাক্যের ‘বুলবুলিতে’ কোন কারক ও বিভক্তি প্রযুক্ত হয়েছে
- ক. করণকারকে সপ্তমী
- খ. অধিকরণে সপ্তমী
- গ. কর্তৃকারকে সপ্তমী
- ঘ. অপাদানে সপ্তমী
উত্তরঃ কর্তৃকারকে সপ্তমী